দূর এর কোনো মধুর বাঁশি,
সন্ধে বেলা বাজে,
নিথর নীরব তুলসী তলা,
মন লাগে না কাজে.
দূর এর কোনো ঝাপসা আলো,
সন্ধে তারা জলে,
এমন হটাৎ হতেই পারে-
থমকে যাওয়ার ফলে.
দুয়ার ভাঙে, শরৎ কেটে,
ঠান্ডা বরফ আগুন,
আগুন চোটে নিজের মতন-
হাওয়ায় তখন ফাগুন.
দূর এর তখন মধুর বাঁশি,
ক্লান্ত মনের মাঝি..
আলো'র ঢেউ এ পাল তুলে ন্যায়,
অবাক স্মৃতির দাবি.
সময় যখন শুকিয়ে যাবে,
ঝরবে কত পাতা,
তখন দূর এর মধুর বাঁশি,
আঁকবে রং এর খাতা.
সন্ধ্যা হলো, মধুর বাঁশি,
মন লাগে না কাজে,
দূর এর কোনো মধুর বাঁশি,
সন্ধে বেলাই বাজে...