/ My way to separate from you A great distance, As if in between a long light years, Your light takes to reach
Until my darkness One sleepless night alone As if a full dark moon A thick dam on my eye
But your lipstick looks red As if the color of my blood Your Car black Like the color of my skin
Your love pink Mine blue Your dream in color My black and white
You are a star, live beside a star I can see you But don't ever go to the touch Not an one of the far / ------------------- যেন এক মরিচিকা ------------------- আমার পথ তোমার থেকে আলাদা একটা বিস্তর দুরত্ব যেন মাঝে এক লম্বা আলোকবর্ষ তোমার আলো এসে পৌছাতে সময় লাগে
ততক্ষণ আমার অন্ধকার একাকী এক বিনিদ্র রাত যেন আমাবস্যার চাদ বাধ সেধেছে আমার চোখে
কিন্তু তোমার লিপস্টিকটা লাল আমার রক্তের মতন তোমার গাড়িটা কালো আমার গায়ের রঙের মতন
তোমার ভালবাসা গোলাপী আমার নিল তোমার সপ্ন রঙিন আমার সাদা কালো
তুমি তারা থাক অন্য তারার পাশে তোমাকে দেখা যায় কিন্তু কখনো স্পর্শ করা যায় না অনেক দুরে যেন এক মরিচিকা