Submit your work, meet writers and drop the ads. Become a member
Jan 2015
/
My way to separate from you
A great distance,
As if in between a long light years,
Your light takes to reach

Until my darkness
One sleepless night alone
As if a full dark moon
A thick dam on my eye

But your lipstick looks red
As if the color of my blood
Your Car black
Like the color of my skin

Your love pink
Mine blue
Your dream in color
My black and white

You are a star, live beside a star
I can see you
But don't ever go to the touch
Not an one of the far
/
-------------------
যেন এক মরিচিকা
-------------------
আমার পথ তোমার থেকে আলাদা
একটা বিস্তর দুরত্ব
যেন মাঝে এক লম্বা আলোকবর্ষ
তোমার আলো এসে পৌছাতে সময় লাগে

ততক্ষণ আমার অন্ধকার
একাকী এক বিনিদ্র রাত
যেন আমাবস্যার চাদ
বাধ সেধেছে আমার চোখে

কিন্তু তোমার লিপস্টিকটা লাল
আমার রক্তের মতন
তোমার গাড়িটা কালো
আমার গায়ের রঙের মতন

তোমার ভালবাসা গোলাপী
আমার নিল  
তোমার সপ্ন রঙিন
আমার সাদা কালো

তুমি তারা থাক অন্য তারার পাশে
তোমাকে দেখা যায়
কিন্তু কখনো স্পর্শ করা যায় না
অনেক দুরে যেন এক মরিচিকা
  
/
@Musfiq us shaleheen
not an one of the far/যেন এক মরিচিকা
Musfiq us shaleheen
Written by
Musfiq us shaleheen  47/M/Dhaka, Bangladesh
(47/M/Dhaka, Bangladesh)   
443
       AFJ, ---, ---, ---, Joe Adomavicia and 17 others
Please log in to view and add comments on poems