রঙ তলিয়ে যায়
রঙ তলায় , রঙ তলিয়ে যায়
যখন মরূদ্যানের আলো এসে পড়ে
হরিদ্বারের শিল্পী বিঘ্নিত দুয়ারে
আলো আঁধারি কালচে স্বভাবে
যখন মিশে যায় স্বপ্ন, পালকের জখমে
ঐশ্বরিক চেতনার ভাঙন তখন গিরিপথের আড়ালে
আধো আধো বালি, ধূলো, কীট বশ
করে প্রাকৃতিক বিশুদ্ধতার বিশুদ্ধতায়
তখন বাঁশ বাধা সাঁকোয় কচ্ মচ্ শব্দ
রঙচটা দেওয়ালে সরীসৃপ ক্ষুদার্ত
ব্রহ্মচারীর একলম্ফে বানপ্রস্থে পদার্পন
শরীরের রক্তকণা থেকে বিন্দু বিন্দু রক্তের বাস্পায়ন
হ্যা, তখন রঙ তলায়, রঙ তলিয়ে যায়।
মরীচিকার আবির্ভাব ক্ষনে ক্ষনে, ক্ষনস্পদে
সে তো হবেই, বালির উপর ছায়া, সে তো কাঁপবেই।
কখনও কেঁদেছে শঙ্কর,কখনও ভিটেহীন নারী
তলিয়ে গেছে কত প্রাণ, কত গন্তব্য
শকুনের ছিড়ে খাওয়া মাংসপিন্ড শুকিয়ে গেছে
শরীর থেকে যাতনা চুরি গেছে মায়াবীয়তায়
হ্যা, তলিয়ে গেছে রঙ রাঙানো আলোর গভীরে
তলাবে, আরও তলাবে,মিশে যাবে কালোর অন্ধকারে ।।