Submit your work, meet writers and drop the ads. Become a member
Nov 2022
ধর্ম মানে      তুমি বৌদ্ধ, আমি খ্রিষ্টান,
ধর্ম মানে      তুমি হিন্দু, আমি মুসলমান।
ধর্ম মানে      টিকি আর দাড়ির গোঁড়ামি,
ধর্ম মানে      তুমি ভুল, ঠিক আমি।
ধর্ম মানে      এক নিরাকার নার্সিসিস্টের দাসত্ব,
ধর্ম মানে      তুমি মিথ্যে, আমি সত্য
ধর্ম মানে      চিন্তার পরাধীনতা,
ধর্ম মানে      তোমার ধর্মে আমার অসহিষ্ণুতা।
ধর্ম মানে      মানিনে আমি বিজ্ঞানের তত্ত্ব।
ধর্ম মানে      হোক না আমার ভাষা অকথ্য।
ধর্ম মানে      আমি মানবো না যুক্তি,
ধর্ম মানে      শুধুমাত্র আমার ধর্মেই মুক্তি।
ধর্ম মানে      আমার ধর্ম শ্রেষ্ঠ,
ধর্ম মানে      তোমার ধর্ম নিকৃষ্ট।
ধর্ম মানে      ধর্মগুরুর চোখরাঙানি,
ধর্ম মানে      তুমি কিছু জানো না, আমি সব জানি।
ধর্ম মানে      প্রশ্ন করা পাপ,
ধর্ম মানে      চোখ বন্ধ করে অন্ধকূপে ঝাঁপ।
ধর্ম মানে      আমি সংখ্যাগুরু, তুমি সংখ্যালঘু,
ধর্ম মানে      আমার ফাঁদে তুমি ঘুঘু।
ধর্ম মানে      ছবি আঁকা বারন
ধর্ম মানে      শিল্পীসত্বার হত্যা অকারন।
ধর্ম মানে      যদি করো নবীর অপমান
ধর্ম মানে      আমি শয়তান নেবো তোমার প্রাণ।
ধর্ম মানে      হতেই পারি আমি অমানবিক
ধর্ম মানে      কিন্তু আমিতো ধার্মিক।
Written in 2015, just after the Charlie Hebdo shooting incident took place.
Asif Iqbal
Written by
Asif Iqbal  27/M
(27/M)   
334
   Khoisan
Please log in to view and add comments on poems