আমার খুব কাছের এক বন্ধু প্রায় সব সময়ই বলে- এই যে ছোট্ট জীবন টি তে, ওত সব কিছু গভীরে গিয়ে ভাবলে কোনো কাজই আর ঠিকঠাক হয়ে উঠবে না. নিতে থাকো, হজম করো, চিবিয়ে খাও--টেক লাইফ এস ইট কামস. রান ফরেস্ট রান. ব্যাপারটা সত্যিই অসাধারণ. ধরুন আপনাকে কেউ হটাৎ জিজ্ঞেস করলো-"কি মশাই? খবর কি?" আপনাকে কি কখনো অতোটা ভেবেই উত্তর দেন? সিম্পল একটা "ভালো আছি"...অথচ আপনার এই যে মাপকাঠি তে বাঁধা জীবন যুদ্ধে, আপনি এগোচ্ছেন, পিছোচ্ছেন, দৌড়াচ্ছেন, হাঁপাচ্ছেন, কাঁদছেন, ভাবছেন, এবং তার খানিকটা সমানুপাতে, অনেক কিছু অজানা, অচেনা জিনিস শিখছেন, বা হয়তো বা-- আরেকবার নতুন করে শেখবার অন্তত, আগ্রহ দেখাচ্ছেন, তাই একটা সিম্পল "ভালো আছি", তার যে সত্যিই খাঁটি মতলবটি বাঁকা হবে তা ঠিক নয় . কিন্তু এই প্রায়োরিটি'র মিস্টিক্যাল মিস্টিরিইউস মিছিল-এ আপনার ছোট্ট এই ধুলোমাখা চেতনা টি স্থির ভাবেই চাপা পরে যায়, প্লাষ্টিক গোলাপ আর অনন্তের গল্পের মাঝখানে. কিন্তু আমি বলি এতে দুঃখিত হবার কোনো কারণ নেই. আচ্ছা একবার ভেবেই দেখুন না, এই যে পৃথিবীর গোলকধাঁধা, এই যেই এতো বড় একটা সভ্যতা, আপনি তো হাজার হাজার কারণেই তারই একটা অত্যন্ত জরুরি অংশ. বলবেন তাতে আমার কি যায় হে? সভ্যতা চলছে তার মতন, আর আমি কি এমন আর মহান কোনো কাজ পালন করছি? তার সদুত্তর এখানেই খুঁজে পাবেন. কারণ আপনি নিজেই একটা দুর্দান্ত বিশাল বিস্তার ছড়াচ্ছেন ওই আপনার একটা সিম্পল "ভালো আছি"র মধ্যে দিয়ে. আপনি জানাচ্ছেন এই গোটা পৃথিবী কে- আপনি মেনে নেন, আপনি জানাচ্ছেন গোটা পৃথিবী কে যে আপনি লড়াই করেন, প্রত্যেক ভালো থাকার মধ্যে দিয়ে, আপনি জানাচ্ছেন ভালো থাকবার উপায় খুঁজে নিতে হয়, নোকিয়া 1130 আপনার পকেটএ আর হয়তো নেই, তবে আপনার হৃদয় জুড়ে একটা বিশাল বড় "ভালো আছি" জায়গা করে নিয়েছে, সত্যিই বলছি, ডোনাল্ড ট্রাম্প আর মোদী রোজ রাত এ হয়তো ঠিকঠাক ঘুমাতে পারে না. আপনি পারেন. আপনি ভালো ভাবেই ঘুমান. বিরিয়ানি'র দোকানে সময় পেলে আর টাকা থাকলে লাইন দেন. আপনি সত্যিই তাহলে, কি দারুন একবারও ভেবে দেখেছেন? আপনি তো সত্যিই অসাধারণ! আপনি তো ভালোই আছেন মশাই..