Submit your work, meet writers and drop the ads. Become a member
Samar Bhowmick Jan 2021
সমর ভৌমিক
5 জানুয়ারি 2021;14:52
.
আমার অশান্ত পথ
গন্তব্যহীন অচেনা
আমি হেঁটে যাই
অণু'র সীমান্তের দিকে।
.
যেতে যেতে বহুদূর
ঊনপঞ্চাশ বসন্ত
অবিরাম হেঁটে চলা
ক্লান্ত নিয়তি।
.
তবু প্রতি সেকেন্ডে
অপেক্ষা গুলো
আমাকে তাড়িয়ে বেড়ায়
অচেনা দিগন্তের দিকে।
.
সামনের ঝড়ো বাতাস
বৃষ্টি, ঝড় পেরোলে
হয়তো সীমান্ত অণু'র
আশায় আশায় হেঁটে যাচ্ছি, যাই- ।
Samar Bhowmick Jan 2021
সমর ভৌমিক
5 জানুয়ারি 2021;17:14
.
অণু, বাতাসেই প্রেম ভেসে বেড়ায়  
যেখানে আত্মা অবাধে বিচরণ করে
আমি আত্মার দাসত্ব করি
শরীর অনুসরণ করে সভ্যতার নিয়ম
হারিয়ে যাওয়ার পর, আক্ষেপ করার মতো
বিরল সম্পর্ক হারাতে চাই না।
.
যদিও আধুনিক সভ্যতায় প্রেমের স্থায়িত্ব কঠিন
প্রতি সেকেন্ডে পাল্লা দিয়ে পরিবর্তিত হয় আবেগ
তবুও ফুলেল এই শিল্পকে রক্ষার জন্য
অন্তরের উদ্যানে জন্মাতে হয় অবিনশ্বর বিশ্বাস।
.
তুমি আমার অন্তরে ভালোবাসা পাঠালে
আমি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ হই
কৃতজ্ঞতা আমাকে স্মরণ করিয়ে দেয়
সতন্র ব্যক্তিত্ব হলেও
একমাত্র প্রেম আমাদের পরিচয়।
.
প্রেমে দাম্ভিকতার কোন স্থান নেই
স্থান নেই প্রতারণার
বরং মূল্যবান স্মৃতি তৈরি করি
সেখানেই পাবো আরাধ্য মিলন।
.
প্রেম জন্মগত, বংশগত সম্পর্ক নয় অণু
রক্তের সম্পর্কও নয়
প্রেম প্রবাহমান জীবনের চাওয়া
প্রকৃতি প্রদত্ত দৈব সম্পর্ক।।
Samar Bhowmick Jan 2021
সমর ভৌমিক
7 জানুয়ারি 2021;23:46
.
অণু , আমি অসুস্থ মানবতাকে সেবা দিই
ভালোবাসা দেয় আমার আহত হৃদয়
মানবতাকে শ্রদ্ধা করে চুম্বন করি
আলিঙ্গন করি পরম স্নেহে।
.
তাই, এখনও তোমাকেই ভালোবাসি
অথচ নিজেকে ধ্বংসস্তুপে পরিনত করেছি
যদিও আমার জন্য একটি জীবন চেয়েছিলাম
কিন্ত ভাগ্য দূরে সরে গেছে।
.
অবিকল ঈশ্বরের মতো বেঁচে থাকে স্মৃতি
আছে মহা প্রভু'র মতোই অক্ষয় অব্যয়
তখনও ছিলো, এখনও, থাকবেই-
তোমার স্মৃতিই আমার একমাত্র সুখ।
.
সব কিছুই হতাশার ডুবে যাচ্ছে আজকাল
পড়ে আছে জীবনের ধ্বংসাবশেষ
বজ্রাঘাতে বিলুপ্ত জীবের জীবনের মতো
কি আর আশা করতে পারি?
.
কি করে এটাকে জীবন বলি, বলো ?
ঝড়ের তান্ডব শেষে বিধ্বস্ত বিকেলের মতো
জীর্ণ শীর্ষ ধ্বংসাবশেষ নিয়ে
লাইট পোস্টের মতো ঠায় দাঁড়িয়ে আছি।
.
তোমার সাথে ভাগ করতে চেয়েছিলাম
আমার হাসি, অপেক্ষার প্রহর
অথচ মৃত্যুকে একধাপ বিভক্ত করে
দাঁড়িয়ে আছি এখন অতল গহ্বরে।
.
জীবনও ঝড়ের প্রস্তুতি নিচ্ছে-
আত্মার ভিতরে গর্জন আর গর্জন
যদিও বেঁচে থাকার ইচ্ছে নেই--
তবু শান্ত হওয়ার চেষ্টা করছি।
.
কেনইবা বেঁচে থাকতে হবে আমায়?
ধুসর পাথরের মতো একা, শুধু একা
যদিও তুমি আমার অণু,  আছো-
অথচ জীবনে থেকেও নেই।
Samar Bhowmick Jan 2021
সমর ভৌমিক
10 জানুয়ারি 2021;02:12
.
কখনও কল্পনায় আসে অণু?
সম্মুখ থেকে চলে যায়
ক্ষুধার্তের খাবার-
ভালোবাসার সুদৃশ্য ভাগাড়ে।
.
কিভাবে সভ্যতার সুন্দর হাত
সুনিপুণ পর্দার আড়ালে
ছিন্ন ভিন্ন করে প্রেম
জ্বলে জীবন তরু।
.
জানো কতটুকু নগ্ন হয়
মানুষের মন
কতটুকু স্নেহ গড়ায়
পার্থিব পাহাড়ে?
.
গ্রাস কেড়ে নেয়া কোমল হাত
অহংকারের স্পর্ধা ছড়ায়
প্রকাশ্য সূর্যালোকে
জানো কখন ?
.
অথচ সুশীল সমাজ
সূর্যের আলোতে দেখে
জলাবদ্ধ নগ্নতায়
মাছের স্বর্ণালী চুম্বন।
Samar Bhowmick Jan 2021
সমর ভৌমিক
13 জানুয়ারি 2021;03:02
.
হৃদয় থেকেই জন্ম হয়েছিল প্রেম
কল্পনার মায়া
কিছুই মরে যায়নি এখনও
এই আমার ভালোবাসার আনন্দ
জানি, বুঝতে পেরেছি, এখনও অণু আছে।
.
তবুও দুঃখে আত্মা কেঁদে উঠে
যখন অণু'র নিরবতা কঠোর হয়
শব্দ শূণ্য নিষ্ঠুর নিরব নিঃশব্দ থাকি
যদি অনুমতি পাই-
জিজ্ঞেস করবো কেন আমি স্বর্গে নেই ?
.
অণু আকাশের উজ্জ্বল তারা
আমার অপেক্ষা
অপেক্ষার যাদু
মুহুর্তে মুহুর্তে দেখার ইচ্ছা
মুহূর্তেই আত্মার চুম্বন।
.
প্রাণ খুঁজে পাওয়ার তৃপ্তিতে
আঁকড়ে ধরি অণু'র ভালোবাসা
এবং তার চোখে দেখা
সমুদ্রের মতো প্রশস্ত পথ
যে পথে ভ্রমণ করে আমার প্রেম।
.
অণুও ভালোবাসার জন্য কাঁদে
তা জেনেও ব্যথা অনুভব করি
চিন্তায় দুঃখ পায় হৃদয়
যখন অণু'কে অনেক দূরে মনে হয়
অবলীলায় কেঁদে উঠে প্রাণ।
Samar Bhowmick Jan 2021
সমর ভৌমিক
13 জানুয়ারি 2021;18:17
.
অণু যখন ছোট্ট কেবল
টুকটুকে লাল শিশু
ভাবছে সবাই হবে বড়
যেমন মহান যীশু।
.
দিন গুলো তার কাটুক যেমন
ধৈর্যেই হবে গত
যতই কাঁটা বিঁধুক পায়ে
মুখে হাসি, মহানবীর মত।
.
প্রেমের কষ্ট বুকে পুষে  
মুখে রাখবে হাসি
কৃষ্ণের মতো বলবে সে যে
প্রাণেই ঈশ্বর, প্রাণ ভালোবাসি।
.
অহিংসা পরম ধর্ম
জানিয়ে গেলেন ভগবান বুদ্ধ
মানবতার এই মহান ব্রতে
অণুও করুক যুদ্ধ।
.
শিক্ষা দীক্ষায় মানুষ হয়ে
হাসবে যখন অণু
তসলিমারাও হাসবে তখন
হাসবে অভিজিত, তনু।
.
সবার জন্যই শান্তি খুঁজে
অণু পাবে সুখ
মানুষের মত মানুষ হবে
গর্বিত হবে বুক।
Samar Bhowmick Jan 2021
সমর ভৌমিক
15 জানুয়ারি 2021;20:41
.
আমার নিতান্তই ভাগ্য ভালো যে,
অণু আমার বিবাহিত স্ত্রী নয়,
আমিও চুক্তিবদ্ধ দলিলে স্বামী নই
অণু পরমাত্মা, জল, স্থল, অগ্নি
বায়ু, আকাশ, বাতাস, পরমেশ্বর ও বন্ধু।
.
তা না হলে অণূও বুঝতো না
আত্মার ক্রন্দন, প্রাণের চাওয়া
প্রেমের বিলাপ ভালোবাসার হাহাকার,
অণুও পার্থিবতার চক্রান্তে লীন হয়ে যেত
উদ্যম আর আধুনিকতায় হারিয়ে যেত সত্বা।
.
সভ্যতার সম্পর্কের সত্বাধীকারী হলে
নির্মম চাবুকে তুলেদিত হৃদয়ের ছাল
যুক্তির যুক্তিযুক্ত কষাঘাতে আহত হতো
প্রেমের নিবাস ভালোবাসার ঘর সম্পর্কের আশ্রয়
সময়ের একক গুলো বেদনার প্রহর গোনে জলের স্রোতে অপেক্ষা করতো অনন্তের।
.
ভাগ্যিস, অণু দলিল ভুক্ত স্ত্রী নয়
তাই আমার ভালোবাসা সুনিপুণ সুন্দর
প্রেম স্বর্গীয়, সম্পর্ক জন্ম জন্মান্তরের
অনুভব অবিস্বরনীয়, অকৃত্রিম
স্নেহ আত্মার, স্পর্শ দৈবীক, দৃষ্টি নন্দিত।
.
অণু দলিল ভূক্ত স্ত্রী নয় বলেই
প্রেম মোহহীন, স্বার্থহীন, অব্যয়, অক্ষয়।
অপেক্ষার প্রহর গোনা নিস্বার্থ প্রেমিকার চোখে
সাদা, সদালাপী, চঞ্চল, কামাতুর আশ্চর্য পুরুষের মতো
আমিও ক্ষমা যোগ্য আকাঙ্খিত এক স্বাধীন প্রেমিক।
Next page