"Hello" Poetry
Classics
Words
Blog
F.A.Q.
About
Contact
Guidelines
© 2024 HePo
by
Eliot
Submit your work, meet writers and drop the ads.
Become a member
Samar Bhowmick
Poems
Jun 2020
আবহসংগীত
সমর ভৌমিক
14 জুন 2020; 23:51,ঢাকা।
স্নায়ুকোষের সুন্দর অনুভূতি থেকে
তুমিই কেবল আনন্দ নিয়ে আসো অণু-
এবং আমি যতবার স্মৃতিতে ফিরে যাই,
ততবার তুমি আবহসংগীতের সুর তোল।
আসলে জীবনের মানে যদি বুঝতাম
এখনও যদি জানতাম-
সকালে ঘুম ভেঙ্গে চেতনে তোমাকে রেখে,
কেন এত আনন্দিত হই?
মনে হয় আমার আর কিছুই ছিলো না
যেখানে কেবল মন আনন্দিত হয়,
শৈশবের স্বর্গ সময় হারিয়েছি-
অথচ কোন আক্ষেপ ভ্রুক্ষেপ নেই।
আমার আর কোন আফসোস নেই
আজকের দিনটিও আমাকে জড়িয়ে আছে-
তুমি কত বুদ্ধিমান ভাবে আমাকে স্বাগত জানাও,
আমার চিন্তা ঘড়িতে সন্ধ্যা নামে না।
তুমি কি কখনও ছোট ছিলে না,
আমার প্রিয় অণু ?
এত দীর্ঘ দিন দেখছি, কত গ্রীষ্ম বসন্ত-
দিন দিন তুমি আরো দীপ্ত হয়ে উঠছো।
মনেহয় আমরা লেবু ফুলের সুবাসের ভিতর হাঁটছিলাম-
এবং আমি ফেলে আসা বয়সের অভাববোধ করছি,
রক্তিম সূর্য্ পশ্চিম আকাশে প্রায় অস্তমিত হলেও,
কল্পনায় শুধু তোমার আবহসংগীত চাই।
Written by
Samar Bhowmick
49/M/Bangladesh
(49/M/Bangladesh)
Follow
😀
😂
😍
😊
😌
🤯
🤓
💪
🤔
😕
😨
🤤
🙁
😢
😭
🤬
0
57
Somewhere over nowhere
Please
log in
to view and add comments on poems