অণু; আত্মার সবচেয়ে মূল্যবান বিবৃতির নাম কবিতা- কবিতাই নির্ধারণ করে দেয় মানুষ কেমন হবে. কবিতা উপলব্দি শেখায় মনের- আত্মার সাথে পরিচয় করে দেয় প্রেম- ইমারত তৈরীর ইট পাথর সুরকি সিমেন্টের মতো।
কবিতাই নির্ধারণ করে দেয়- মায়া মমতা স্নেহ ভালোবাসা আর উদারতায়- মানুষের অন্তরের অনুষঙ্গ কেমন হবে, কতটুক সুক্ষ্মতায় বিচার বিশ্লেষণ হবে অনুভুতি কতটুকু সুক্ষ্মতায় প্রকাশ পাবে মনের ভাব- কেননা; সুক্ষ্মতাই নির্ধারণ করে সকল উন্নতি।
সুক্ষ্মতাতেই অন্তরনির্হিত জগতের সকল সোন্দর্য যদিও পদার্থের সূক্ষ্মতার মূল্য বিদ্যমান; তবুও কারুশিল্পির সুক্ষ্মতায় নির্ভর করে শিল্পের সোন্দর্য জগতের সকল সোন্দর্য সুক্ষ্মতাতেই অন্তরনির্হিত।
সুক্ষ্মতম মনের সোন্দর্যবোধ দ্বারা’ই কবিতা আত্মার অখণ্ডতা নির্দেশ করে- কবিতা নির্দেশ করে সততা কতটুকু মূল্যবান, স্বচ্ছতা সরলতায় ঈশ্বরের উপস্থিতি- ন্যায় নিষ্ঠা মানবতা ঈশ্বর জ্ঞানে কর্ম।
কবিতা একমাত্র মানব শিল্প; অন্তনির্হিত সত্য কবিতা মানুষকে আত্মসচেতন করে- ব্যক্তিগত বৃদ্ধির দিকে মানুষকে পরিচালিত করে মনুষ্যত্বকে সংবেদনশীলতার সহিত বিশোধন করে মানুষের মানবিকতাকে মৌলিকভাবে প্রকাশ করতে শেখায়।
আবারও স্পষ্টতই বলি- কবিতা সুন্দর মলাটযুক্ত একচেটিয়া আবেগের বিষয় নয় কবিতা বলতে যা বুঝি তা হয়তো লিখতে পারিনি কিন্তু এটি এমন শক্তিশালী জিনিষ যা অন্য কোথাও নেই- কবিতা ব্রম্মান্ডের একমাত্র মানব শিল্প- মানবীয় নৈপুণ্য উন্নয়নের একমাত্র শিল্প।
কবিতার সাথে সংগীতকেও মিলানো যাবে না বাহ্যিক ভাবে সংগীত যদিও কাব্যিকতায় প্রকাশিত হয়, তবুও সংগীতের ধাপ বা স্তর আলাদা- সংগীতের জোর হৃদয় কে নাড়া দেয়; অথচ কবিতার মতো মন অন্তর হৃদয় আত্মা এতটা সাড়া দেয় না।
আমার সার্বিক বিবেচনা চিন্তন উপলব্দিতে- কবিতাই একমাত্র অভিজ্ঞতার অভ্যন্তরীণ মৌখিক চিত্র কবিতা মানুষের মত প্রকাশের একমাত্র শিল্প- মানুষের মন উন্নয়নের একমাত্র মন্ত্র- কবিতাই মানুষ তৈরীর শিল্প।