Submit your work, meet writers and drop the ads. Become a member
May 2019
তামাক কেন?
স্বপ্ন আজ ধোঁয়ায় মিশেছে।
অপূর্ণতা গ্রাস করেছে।
দৃষ্টিহীন চোখ আমার ।
কল্পনা তরু শুধু।
ওটা বৃষ্টি নয় এ চোখের তৃষ্ণা।
হৃৎ আজ ক্লান্ত স্পন্দনে,
এ কেমন,
ঝর্নার পাশে তবু তৃষ্ণা।
আগুন সঙ্গী,দাহিত হচ্ছেনা।
বাস্তবে আর পারছিনা।
অবাস্তবে আমার ঠাঁয়।
প্রার্থনা !!কার কাছে করে?
ঘুমভাঙা চোখ নি:শ্বাস পেতে চাই,
কিন্তু ধোঁয়া দেওয়া হয় উপহারসম ।
ওহ।তৃষ্ণার্থ চোখ,
এ কী চেতনা।
পারছিনা?
নব-ছিলিম সঙ্গতা আবার।
জগৎহীন আমার চিন্তা।
ধোঁয়া শুধু ধোঁয়া!
SABUR
Written by
SABUR  19/M
(19/M)   
Please log in to view and add comments on poems