নেশা হারানো দিন গুলো , আজ কবিতায় ঘিরে থাকে। স্বপ্ন হতে চেয়েছিলাম, ঘৃনার সাগরে ভাসলাম। নিজের ভেবে আঁকড়ে ধরি, কে জানে!!বালি সম-মন কার। দৃষ্টিতে গরল ছিলো, এ চোখ মানেনি তখন। সব বুঝেও মেনেছিলাম!মহাদেব , সাজিতে ঘৃনার বৃষ!!ছি, হয়তো বাতাসে সুগন্ধ নাই, কিন্তু এখন আমি আর ভুল নয়। সঠিকটা নীলকণ্ঠ।