Submit your work, meet writers and drop the ads. Become a member
Aug 2017
তখন মিমি যাদবপুরে,
মুষলধারায় বৃষ্টি,
তখন মিমি যাদবপুরে,
বি এ অনার্স হিস্ট্রি.

মিমি তখন যাদবপুরে,
উনিশ কুড়ির রক্ত,
তখন মিমি যাদবপুরে,
হিস্ট্রি নিয়ে পড়তো.

তখন মিমি যাদবপুরে,
যতীন্দ্রনাথ বাগচী,
আন্দোলন এর মন্বন্তরে,
সম্মানিত প্রার্থী.

তখন মিমি যাদবপুরে,
মুষলধারায় বৃষ্টি,
মিমি তখন যাদবপুরে,
বি এ অনার্স হিস্ট্রি.

এখন সময় বদলে গেছে,
এখন মিমি পঞ্চাশ,
কলেজ ফেরত বটতলা তে,
কল্লোলিত নিঃশাস.

এখন মিমি'র স্বরধ্বনি,
বার্নার্ড শ, ওয়ার্ডসওয়ার্থ,
মিমি এখন বদলে গেছে,
সময় এর সাথে সংঘাত.

এখন মিমি প্রস্তুতি নেয়,
সময় মানে হিস্ট্রি,
তখন মিমি যাদবপুরে,
মুষলধারায় বৃষ্টি!
AngshumanChakravarty
Written by
AngshumanChakravarty  23/M/India, Kolkata.
(23/M/India, Kolkata.)   
145
   Adya Jha and U Mims
Please log in to view and add comments on poems