Submit your work, meet writers and drop the ads. Become a member
 
Imran Islam Nov 2017
কি রে.. খোকন কাঁদছ কেন
চোখে কেনো জল?
আমি তোমার বন্ধু যেন
সব খুলে বল।

আরে.. আজকে আমি হাটে যাব
আগে থেকে মানা
কতো মজার খাবার খাব
কতো বাকি কেনা!

আব্বু বলেন- তা হবেনা
অতো টাকা নাই
আম্মা বলেন- পড়তে যা না
দেবো যতো চাই!

পুরান জামা আমার গায়ে
নতুন জামা কই!
তোদের দিকেই থাকি চেয়ে
-দেরে..ভূঁতের বই!

আমার কেনো লাটিম ঘুড়ি
আজো কেনা নাই?
যাবোনা আজ পড়তে, বাড়ি;
সবি আমি চাই

ওহ..নারে খোকন কান্না থামা
স্কুলেতে আয়না
দেবো তোরে সব টাকা জমা
ছেড়ে দে বায়না।
Imran Islam May 2018
বিজয় তুমি রিক্ত মায়ের মুখের হাসি
তোমার জন্য নমাস ধরে রক্ত-জলে-
করেছে যুদ্ধ বীর- তোমার মায়া-বলে;
তোমার মুক্তিসেনা তাই তো ভালোবাসি।

তুমি স্বাধীন তাই আমি আনন্দে ভাসি
গর্ব করি আমি পতাকা তোমার তুলে
তোমার রত্ন তোমার স্নেহ থাকিনি ভুলে।
তুমি বাংলাদেশ আর আমি বাংলাভাষি!

তোমার সবুজ ভালোবাসায় আমায়-
ডাকে নাও কাছে; কত সুখ দাও তুমি!
কেন এত আদর, কী দিয়েছি তোমায়?
শুধুই জানি তুমি আমার জন্মভূমি।

আমাকে বরো তোমার বুকের রতনে
রেখো মোরে তোমার কোলে চির যতনে!
Imran Islam Apr 2018
তোমায় নিয়ে আমরা সংগ্রামী, বিদ্রহী
তোমার তরে সে দিন দিয়েছেন প্রাণ-
স্বার্থ ত্যাগী অন্তেবাসী বাংলা ভাষা দেহী।
ভাষাই এঁকেছে এই বাংলার নিশান!
হে ভাষাশহিদ, তুমি গর্বিত সন্তান
তারুণ্যময়ী তরুণ তুমি তো প্রবাহী,
বাংলা ভাষা ধন্য তবু তোমার বিরহী!
বিদ্রহী একুশে পেল এ বিশ্ব সম্মান।

ভুলবো না তোমায়, ভুলবে না মহী
তুমি সাক্ষ্য মাতৃটানে, লেখা অভিধান।
শ্রদ্ধাসিক্ত এই জাতি; আমি গুণ গ্রাহী
ঝঞ্ঝা ওঠে মন-কায়- একুশে তুফান।
একুশের অবদান- অরি অবসান,
স্বাধীন বাংলা ভাষার পবনে সুগ্রাণ!

[২৪/০১/০৯]
Imran Islam Nov 2017
এত বিরহ কেনো তোমার শূন্যতা
এত অচেনা কেনো তোমার মমতা
তুমি কত যে আপন জানে এই মন
কেউ জানে না সে কথা!

আমার হোক উদাস দুপুর
তোমার পায়ে বাজুক নূপুর
ও নিপুণ নৃত্যে হরষ জাগে চিত্তে
ভুলে যাই সব বিরহ ব্যাথা।

জানি না প্রিয় আমার মাঝে
তোমার বীণা কেনো বাজে
ওই মধুর সুরে তাকাই ফিরে
তোমার কণ্ঠে সুখের মালা গাঁথা।

আমার গগনে ছড়াও হাসি
তাই কি তোমায় ভালোবাসি
ও হাসি মুখে ভরা কোন সে সুখে
জানি না আমি; জানে বিধাতা।
Imran Islam May 2018
মরুর বুকে এলো রে চাঁদ
প্রিয় রাসুল মুহাম্মাদ;
বিশ্ব নবির আগমনে
ধরা পেলো স্বর্গ-স্বাদ!

ওই হাসলো উষা রাতের পরে
উঠলো রবি আমিনা মায়ের ঘরে
সে যে রাসুলে আহমাদ!

আঁধার ধরা পেলো আলো
শান্ত জলে ঢেউ উঠিলো
ভুবন করে সে উন্মাদ!

গাইলো মাটি গাইলো আকাশ
গাইলো পাখি গাইলো বাতাস
গাইলো সবে তাঁরই অর্থবাদ!

মহানবির কদম ধুলার পর;
জুলুম কাপলো থর থর-
শুনে এক-বরের শাহাদাত!

মলিন মুখে ফুটলো হাসি
উঠলো জেগে বিশ্ববাসী
পড়লো দুরুদ সকল জনপদ!
Imran Islam May 2018
বৃষ্টি হোক না আজ
ইচ্ছে মনের মাঝ
করবো না আর কাজ
বাজ রে বাদল বাজ!

ভেজা বনে চলবো একা
হয় যদি হয় কারো দেখা
পথের মাঝে থমকে যাবো
একটু তারে দেখে নেবো
পাক, পায় যদি সে লাজ!

বনের ভেজা পাতার সনে
বলবো কথা গান গানে
ওই পাতাদের লাজ দেখে
ফুটবে হাসি আমার মুখে
নেবো ভেজা বনের সাজ!

আজ কী আর আছে বারণ
ভেজা বনে ফেলতে চরণ
চাই না আমি কোন সখা
বন্ধু আমার হিজল শাখা;
আজ আমিই বনের রাজ!
Imran Islam Oct 2017
আমি পল্লি উদাস পল্লি বেতাল ছেলে
আত্ম ভুলে আনন্দ পাই পল্লি কোলে
ভাল লাগে না বন্দি থাকা একা নিবাসে
ইচ্ছে মত উড়াই ঘুড়ি নীল আকাশে।
চুপে থাকি কূজন কোথায় যায় শোনা-
গুললি ছুড়ে ভেঙে দেবো পাখির ডানা।

আমার যে- সবার বাড়ির ফুলতলা
কুঁড়ায়ে আনি ওঠার আগে ফুলবালা
স্বাদ যে সবি পল্লি মায়ের লিচু-আমে
নিশাচর আমি,পরিচিত- গেছো নামে।

সবার আগেই তুলে আনি পদ্মলাল
দুপুরে হয় আমার- খেলার বিকাল
দুষ্টমির কোন শেষ নেই; দুষ্টে ঘেরা-
আমার পল্লি মাঠ আমার লেখা পড়া...
Imran Islam May 2020
রাত যদত কঠিন হয়, আসে দুঃসময়
আমার মনবলই আমার শক্তি, অভয়।
মনবল তোলে আমায় আকাশের নীড়
জীবন ধন্য করে আর উচু করে শির।

বেশ বেশ বেশ
সদা বলো ‘বেশ’
যদি আমার শত্রু হয় সারা বিশ্ব দেশ
তবু আমি হবো না কভু নিরাশ, নিঃশেষ।

আমি এক যুদ্ধ প্রেমিক পুরুষ
আমার মাঝে কোনো ভয় নাই
আমি নিজেই আমার স্বপ্ন আঁকি
আর সে স্বপ্নই মানুষকে দেখাই।

আমি হাসি সবসময়, এমনি আমার সৃষ্টি
আমি তেতো স্বাদকেও করে দেই মিষ্টি
অনেক শান্ত-প্রাণবন্ত আমার মন..
তাই এখনি সহজ করে নেবো আমার স্বপন।
সদা আমি ভালো এই বেশ!
Lyrics of Ali Magrebi (Arabic Version) ‍Song : Labas.
অনুবাদ : ইমরান ইসলাম
Imran Islam Nov 2017
ব্যস্ত আমি, ব্যস্ত তুমি
ব্যস্ত রাতের তারকা
ব্যস্ত আকাশ, ব্যস্ত বাতাস
ব্যস্ত প্রেমিক প্রেমিকা।

ব্যস্ত নগর, ব্যস্ত সাগর
ব্যস্ত গায়ক গায়িকা
ব্যস্ত রবি, ব্যস্ত শশী
ব্যস্ত নায়ক নায়িকা।

ব্যস্ত ক্ষণে, ব্যস্ত মনে
ব্যস্ত বালক বালিকা
ব্যস্ত প্রেমে, ব্যস্ত সবাই
ব্যস্ত মধুর চন্দ্রিকা।

ব্যস্ত বর্ষে, ব্যস্ত হর্ষে
রাখছে প্রেমের ভূমিকা
ব্যস্ত কাজে, সবার মাঝে
উড়ছে প্রেমের পতাকা।
Imran Islam Feb 2018
ভালোবাসা কত মধুর, কত পবিত্র!
অচেনা মুখও প্রিয়; শত্রু হয় মিত্র।
মনের সাথে যে করে রুক্ষ আচরণ
তার সাথে কী করে হয় সুখ-স্বপন?

এই কী প্রেম, এ কী ভালোবাসার প্রতি?
স্বর্গীয় সুধা সোহাগ, চিন্তিত ভীষণ
হারিয়েছে পবিত্রতা নগ্ন করে নীতি
তবু সখাই সব, প্রিয় কত আপন!

ওই মনের মাঝে খেলা করে ত্রিগণ
লাজে নিভে যায় আঁধারের শেষ বাতি
তোমার চিত্তে সখা থাকুক চির ধৃতি।
পূত থাকে যেন ভালোবাসার আসন!

তবে, ভালোবাসা কোন পথে তুমি আজ!
হারালে সম্মান, ভুলে গেলে সব লাজ?
Imran Islam May 2018
ভালোবাসা কারে বলে বুঝিনি তো আমি
ভালাবাসার নামে শুধুই ব্যাথা দিলে তুমি
ভালোবাসার মানে তাই আমি বিপথগামী;
আর হবো না আমি কভু ভালোবাসাকামী।

ভালোবাসার আগুন ধরে হৃদয় হলো আঙ্গার
ভালোবাসা ছিলো না তোমার; ছিলো অহংকার
তাই তো আমার বুকে আগুন জ্বলে হা-হাকার;
কতখানি পুড়ছি প্রেমে জানেন অন্তরজামী!

খুঁজে পাই না ভালোবাসা; কোথায় গেল চলে
কাঁদি আমি মনের ব্যথায় দুই নয়নের জলে
কেউ আমার নেই আপন এমন ব্যাথার কালে;
না আর হবো না আমি কভু প্রেমের অনুগামী।

ভালোবাসার অগ্নি-শিখায় জ্বলছি দিরা-রাতি
বলো, তোমায় ভালোবেসে করেছি কী ক্ষতি?
এত আঘাত দিলে আমার ভালোবাসার প্রতি;
তোমার প্রেমের চেয়ে বিরহ ব্যাথাই বড় দামি!
Imran Islam May 2020
আমার হৃদয়ে তোমার শূন্যতা পূর্ণ হোক এই আমার স্বপ্ন-সাধনা
তোমার বিদায়ে মনজিল পেয়েছো তুমি, আমি পেয়েছি দুঃখ-বেদনা
আমাদের এই দুরত্ব যেন ক্ষণিকের অতিথি
তাই আমি জানি, জানি একদিন থেমে যাবে আমার এই কান্না!

ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
ইয়া ইমামানা, ইয়া মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম।

ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
ইয়া শাফিয়ানা, ইয়া মুহাম্মাদ 
সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম।

আমার হৃদয় তোমার থেকে শিখেছে রহম, করুণা
আমার মানবতা, ভালোবাসা তোমারই তো প্রেরণা
আমার হৃদয় করে সজীব তোমার নামের দুরুদ
তোমায় অনুসরণে আমি খুঁজে পাই সব ভ্রান্ত-ব্যাধির ওষুধ।

ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
ইয়া ইমামানা, ইয়া মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম।

ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
ইয়া শাফিয়ানা, ইয়া মুহাম্মাদ 
সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম।

তোমার ভালবাসায় আমি পেয়েছি এহসান
আর আল্লাকে পেয়ে তুমি আমাদের দিয়েছো সত্যের সন্ধান।
তোমার বিয়োগে অপূর্ণ-শূন্য লাগে আমাদের প্রাণ
শেষ ভরসা তোমার শাফায়াত, যার জন্যে ব্যাকুল আমারা এমন।

ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ   
ইয়া শাফিয়ানা, ইয়া মুহাম্মাদ      
সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম। 
ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ   
ইয়া ইমামানা, ইয়া মুহাম্মাদ 
সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম।
Lyrics of Ali Magrebi (Turkish Version) ‍Song : Messenger of Love.
অনুবাদ : ইমরান ইসলাম।

 (হে আল্লাহর রসূল, হে আল্লাহর হাবিব)
(হে আমাদের সুপারিশকারী, ও মুহাম্মাদ)
 (আপনার প্রতি আল্লাহর শান্তি ও রহমত)

(হে আমাদের ইমাম, ও মুহাম্মাদ)
Imran Islam Apr 2018
আমি কোথায় করি ভরসা?
এ কেমন প্রেম বলো
এ কেমন ভালোবাসা
আশা সব করে দেয় নিরাশা!

হাত ধরে ক্ষণে ক্ষণে
প্রণয় বিলায় কুঞ্জ-বনে
আগুন জ্বেলে অবুঝ মনে
হারায় পথের দিশা!

পেয়ে তুমি ক্ষণ পরশ
জাগাও মনে বিপুল হরষ
এ নহে সুধা তরষ
এ তোমার জ্বালার বিষা!

অস্তিলে প্রেম তপন
বর্ষে বিরহ দহণ
তুমি দেখো তখন-
প্রেম মরণ পাশা!
Imran Islam Feb 2018
ওগো দ্বীনধারী, ভুলেছ পূর্বপুরুষ!
দ্বীন প্রচারে তুমি হারালে কেন হুশ?
করেছেন সে রণ, তিজার ও সংসার
তবু শান্তির পথে ছুটেছে বার বার!

সরল পথেও তুমি ভ্রান্ত ও কঠিন!
ফরজ ছেড়ে কেন নফলেই একিন?
ছাড়ো মুনাফিকি, স্মরো তায়েফ, ওহুদ
মুছে দাও বিদয়াত; নিত্য পড়ো দরূদ!

বুকে চেপে তারে তুমি মেশো কার সাথে?
ও বাণী তোমার জীবন চলার পথে,
অগ্রে চলো তুমি যবে না আসে বিজয়
পাবে ঐ স্বর্গ সুখ, করো কিসের ভয়!

আপন করো বিশ্ব যেভাবে শোনে ডাক
মধু-সুরে ডাকতে বলে আল্লাহ পাক!
Imran Islam May 2018
ভেঙো না বিশ্বাস; বল রাখো মনে
তোমাদের জয়ধ্বনি এসেছে কোরানে!

তোমাদের সাথে আছে ওই আসমান
সাথে আছে মরুর উষ্ণ তুফান
শান্তি-সুখ পাবে সত্য বরণে!

প্রতিবাদ করো তুমি ওহুদ-বদর
সাহস হারিয়ে কভু হইও না কাতর
শহিদি পিপাসা রাখো স্বপনে!

হিংসা-অনাচার জুলুম-শোষণ
তোমাদের পদাঘাতে হবেই পতন
জেগে ওঠো জেগে ওঠো সত্য-গানে!

আসুক যত ঝড় যত বাধা
পূর্ণ করো তুমি পূণ্য-ওয়াদা
করো না শির নত প্রভু বিহনে!

তুমি সত্যের পথিক
রাসুলের সৈনিক
তুমি সুন্দর ফুল এই ভুবনে!

[০৩/০৫/০৯]
Imran Islam May 2018
বিষটি ভেজা গাঁয়ের পথে
হঠাৎ দেখা তোমার সাথে।
মুখ লুকিয়ে বনের পাতায়
ভেজা আঁচল তুললে মাথায়
লাজ ভরা ও চোখের পাতায়;
বাঁধে বুনো লতা তোমার নথে!

বিষটি ভেজা বনের পাতা
বলছে যেন লাজের কথা,
ও লাজে ভরা অল্প কথায়
এই আমারে একটু হাসায়,
মেঘের জলে ভালোবাসায়
তোমার রূপে মালা গাঁথে।

ওরে বিষটি যাসনে থেমে
ঝড়ের তালে আয় না নেমে
এই সারি সারি বনে বনে
খাক না রে দোল ক্ষণে ক্ষণে,
গাঁয়ের পথটি ভাসলে বানে
তুমি আমার সাথে চরবে রথে।

প্রকৃতি কী আমার কথা মানে
যা খুশি তা করে আপন মনে,
না না বিষটি ঝরা শেষ
তোমার খোলা ভেজা কেশ
আমার দূরের কোন দেশ
চললাম একলা সে পথে!
Imran Islam Nov 2017
ভবে আসিনি শুধু হেরিতে
আসিয়াছি সবি লাভিতে
লুটিতে আসিনি অবনি পরে
গড়িতে আসিয়াছি তার তরে
কাঁদাতেও নয়, কাঁদিতেও নয়
ধরণী পরে আসা করিতে জয়।

এ সংসারে নেই ঘুমানোর অবকাশ
এসেছি জাগিতে; জাগাতে চার পাশ
ফাসাদ করিতেও ভবে আসিনি
আসিয়াছি পৌঁছাতে সাম্যের বাণী।

সহিতে আসিনি অত্যাচার
এসেছি করিতে– সদ্ব্যবহার
এসেছি এ ধরায় করিতে- পাশ
মহিতেই লাভিবো রূপ পরবাস
এই মহি ফুল সম; শুধু-
আমি অলি, আহরিবো মধু।
Imran Islam May 2018
শুনি শুনি ওই আযানের ধ্বনি খোকা তুমি কই?
ওঠো শয্যা ছাড়ো ওজু করো
ভোরের আযান হচ্ছে ওই।

নামাজ শেষে ভোরে যেন ফেরো তুমি ঘরে
সবার আগে কোরান পড়ো মধুর সুরে
তার পরে করো অঙ্ক পড়ো অন্য বই।

যদি সকাল সন্ধা পারো মহান রবের নামটি স্মরো
তুমি যখন দুহাত তুলে ধরো এই দোয়াই করো-
প্রভু, আমি যেন ভালো মানুষ হই।

তোমার মনে থাকুক গাঁথা প্রভুর ভয় সত্য কথা
হাসি রাখো মলিন মুখে ভুলে রও সব দুঃখ ব্যাথা
তুমি ভালো মানুষ হও; আমি যত আঘাত সই।

[২৮/০৫/১৮]
Imran Islam Dec 2017
মাগো, তুমি শ্রেষ্ঠ রত্ন
মাগো, তুমি প্রাণ
মাগো, তোর স্নেহে ভরা-
নিখিল ভুবন।

বাছারে কর উজাড়
আত্ম সর্বশ্রম
ধৃতি চুঁড়ায় মা, তুমি-
সবার প্রথম।

অনাহারী থেকে তুমি
খানা দাও মুখে
ভালবেসে সেরে তোল
নানান অসুখে।

মাগো, তোর সেবাতেই
স্বর্গের সপন
তোর চেয়ে কেহ নেই
এ ভবে আপন।

আমি ব্যাথা দিলে, তুমি-
দাও যে আদর
মোর কিছু হলে, তুমি-
হও যে কাতর !

মাগো, তুমি বুঝে নাও
নাবলা সে ভাষা
মোর দুখে কান্না যত
মোর সুখে হাসা।

আমার মাথার পরে
মায়ের চরণ-
থাকুক চির সম্মানে
সারাটা জীবন...
Imran Islam May 2018
আজ পড়ছে তোমায় মনে
মাগো, পড়ছে তোমায় মনে
ব্যাকুল হয়ে খুঁজতে আমায়
যখন হারিয়ে যেতাম হিজল বনে!

খেলা শেষে সন্ধা হলে
ছোট্ট খোকা আসবে বলে
পথে থাকতে অপেক্ষায়;
ধোয়াতে আমায় বসিয়ে ঘাটের শানে!

রৌদ্র থেকে আসলে ফিরে
ছায়া দিতে আমায় ঘিরে
হাত বুলিয়ে তপ্ত মাথায়
বুঝিয়ে দিতে রোদে পোড়ার মানে!

হঠাৎ করে ডাকলে বাদল
ঝড়ের বেগে ভাঙতো আগল
থাকলে আমি ঘরের কোনায়
দিতে অভয় ছুটে যেতে আমার পানে!

পড়তে যখম মন হতো না
বলতে আমায় ‘লক্ষী সোনা’
কী হবে এ মিছে কান্নায়?
সকল সুখের আলো ভরা এই না জ্ঞানে!
Imran Islam Dec 2017
মানুষ সে তো অনেক লোভী
মন যেন তার স্বর্ণ চাবি
সে যে বড় মনের গোলাম
আপন স্বর্থে দেয় ছালাম।

সে পরের চেয়ে বুদ্ধি ভেজা
চায় না পথ চলতে সোজা
টাকা মনের অতি আপন
টাকার পিছে কাটে জীবন

সে যে সদা দায়িত্বে অলস
পেতে চায় আপন পরশ
একলা মনে খারাপ ভাবে
সবাই তো নয় এক ভবে।
Imran Islam May 2018
আমি এক মুক্ত বনের পাখি
আমি এক মুক্ত মনের পাখি
ভর করে এই খোলা ডানায়
কত দূরে কোন সীমানায়
আত্ম ভুলে ছুটছে আমার
বাঁধন হারা স্বপ্ন মাখা বিভোর আঁখি।

আলোয় ভরা সকাল আমার
চাই পেতে চাই ফিরে আবার
যেথায় নতুন নতুন স্বপ্ন মাখা
সেসব ছুঁয়ে দেবো খুলে পাখা
যেথায় মনের কথা বলে সবার
সকল দুঃখ ব্যাথা দূরে রাখি।

খোলা আকাশে ভাসিয়ে মন
দেবো পাড়ি কত নদী বন
আত্ম হারা মনের ভেলা
যাক ফুরিয়ে সকল বেলা
আমি ফের ফিরবো আবার
নতুন ভোরের স্বপ্ন দেখি।

হয়তো তুমি ভাবছো আমায়
ছুটতে পারি মন যেথা চায়
মন যেথা চায় সে পথে ধাও
যা খুশি তাই করে বেড়াও
না না তেমনটা নয় জীবর আমার;
আমি এক মুক্ত খাঁচায় বন্ধি পাখি!
Imran Islam May 2018
আর কত হতে বলো আমাকে পাষাণ
আর কত দিতে হবে স্বজনের প্রাণ
আরও কত নিতে হবে রক্তের ঘ্রাণ!

আমার দেশের মাটি কেন তোমার খেলা-ভূমি
কেন আমার রক্তে ভেজাও আমার জন্মভূমি
আর কত অশ্রু বলো, কত চাও মায়ের প্রাণ!

আমার ঘুম কেড়ে নেয় তোমার গুলির শব্দ
আমার শিশুর স্বপ্নগুলোও তুমি করো স্তব্ধ
আমি চাই শুধু অধিকার; চাই না কোনো ত্রাণ!

কেন এত নির্যাতন কেন এত যুদ্ধ
কেন মাতৃভূমিতে ভাইয়ের ও লাশ
আমি কেন অবরুদ্ধ?
আর কত দিতে হবে আরব মায়ের সন্তান!

চাই না এই যুদ্ধ; চাই শান্তি মানবাধিকার
মুক্ত হোক জন্মভূমি মজলুম মানবতার
আমি চাই এই মহাযুদ্ধের চির অবসান!

[১৬/০৫/১৮]
Imran Islam Dec 2017
সঠিক পথে চালাও খেদা
ভুল পথে দাও বাধা
তোমার টানে আমার এ মন
থাকে যেন সদা!

তোমার এ আলোর দুনিয়ায়
আমায় রেখো না বাঁধা
আঁধার পথে পা বাড়োলেই
দিও নুরে হুদা!

ক্ষমা চেয়ে নিতে আমার
যেন নাহি আসে দ্বিধা
আমি চাই তোমার দিদার
হতে চাই না শাহজাদা!
Imran Islam May 2018
মুমিনের বুক কভু কাঁপে না
সত্য কভু চেপে রাখে না
জীবনের বিনিময়
সফলতা নিয়ে নেয়
শ্রমের দাম কভু যাচে না!

থাকে কোরানের ধ্যানে
চলে সততা মেনে
বার বার এক ফাঁদে পড়ে না!

মাবুদের হুকুমে
গলে পরে মোমে
মিথ্যা সে কভু বলে না!

জিহাদের কাফেলায়
আসে নির্দ্বিধায়
পরোয়ার বিনে শির নত করে না!

সৎ কাজে নেই তাঁর পিছু টান
কোরানের পথে সদা করে আহ্বান
কারও অধিকার সে কেড়ে নেয় না!

[০৪/০৫/০৯]
Imran Islam Apr 2018
ঘন কালো মেঘ ভাসে ওই আকাশে
শীতল পরশ বহে যেন বাতাসে।
আজ হলে বর্ষণ করবো বরণ
ফোঁটা ফোঁটা বারি হরষে!

ওই গগনে কাঁদে মেঘর কনে
ভেজা শাড়ি পরে পল্লি বনে
আজ বারিবাহ- গিরি-পল্লি ভালোবাসে।

জলের মাঝে পল্লি, ডুবে মম মল্লি
আজ দুরন্ত মনে সুখ বরষে!
সবি নিশ্চুপ দেখে বারি রূপ
আমি বারি-ছন্দ হেরি- কুঞ্জে বসে!
Imran Islam Jun 2018
সব লেখা মোর কবিতা হোক
গান যদি না হয়
সব লেখা মোর কথা হোক
যদি ছন্দ না পায়।

তুমি মোর কথার অর্থ খোঁজো
যদি সুর নাহি পাও
প্রিয়, ইচ্ছে হলে আপন মনে
তোমার সুরে গাও।

যদি মোর কালির স্বপ্নে
ছবি না দেখো
তবে তোমার মতো করে
কিছু স্বপ্ন এঁকো।

যেই তুলিতে স্বপ্ন আঁকি
আমার প্রেম আপনে
শুধু একটু হেসো তা যদি
ছোঁয়া জাগায় ও মনে।

মোর কথা হলে ভালো- গাও তুমি
মন্দকে দাও ফেলে
তোমার মনের মতো হবো আমি
তুমি জায়গা দিলে।

[৩১/০৫/১৮]
Imran Islam Jul 2018
এমন শ্রাবণ বাদল সন্ধ্যায়
মন বসে না একা
তোমার নিপুণ আঁখির মায়ায়
মোরে হাসাও সখা!

তোমার কোমল লাজুক পরশ
আমর হৃদয়ে আনুক হরষ
এত সুখ ভরে এ বুক
যায় না দেখা!

তোমার ওই চোখের ভাষা
একটু করে কাছে আসা
যেন নেশা, জাদু মাখা!

ঘন হও শ্রাবণ বাদল
বন্ধ হক ঘরের আগল
নিভে যাক সন্ধ্যা প্রদীপ
আলো দিক আমার সখা!

[২১/০৭/১৮]
Imran Islam May 2018
মাগো তুমি আমায় দাও গো বিদায়
যাবো আমি রণে
দোয়া করো আমায় যেন হয় বিজয়
চেও না পথ পানে!

দেখনা জুলুম, বেড়েছে হুম হুম
কীসের আরাম কীসেরই বা ঘুম-
আসে এই নয়নে!

করো না হতাশা, দাও ভরসা
এযে আলোর দিশা, আমারও নেশা-
স্বার্থক যেন হয় মরণে।

এ ঘোর রাতে দাও না জাগিতে
যাবো আলোর পথে, শপথ নিতে
যা লেখা আছে কোরানে।
Imran Islam May 2018
রক্তভেজা অঙ্গে মাগো, দাঁড়িয়ে আছি  দ্বারে
তুমি বরণ করো আমারে!
মাগো, বরণ করো আমারে!

যে কোরানের জন্য দিয়েছি জীবন
যে ন্যায়ের পথে ভিজেছে চরণ
সেসব দিয়ে গিয়েছি তোমারে;
বরণ করো আমারে!

কোরানের পথকে যে ভালোবেসে
মৃত্যুকে বরে নেয় হেসে হেসে
এমন ফুল ফুটুক মাগো, তোমার কাননে;
বরণ করো আমারে!

আমার যত আঘাত আছে
সব রেখেছি তোমার কাছে
তুমি ভাসিয়ে দিও দুঃখ ওই  মহাসাগরে;
বরণ করো আমারে!

[০৫/০৭/০৯]
Imran Islam Oct 2017
হঠাৎ বৃষ্টির মতো
ঝরলো অবিরত
তবু মনে হয়
এ মনো আঙিনায়
সে যেন প্রবীণ রচিত।

বিরহ আগুন
দাহে নিদারুণ
তবু মনে হয়
এ মনো আঙিনায়
সে যেন প্রবীণ রচিত।

ব্যাথা পেলে মনে
ভুলে থাকি গানে
তবু মনে হয়
এ মনো আঙিনায়
সে যেন প্রবীণ রচিত।

আমি চির নাশী
তবু যেন হাসি
তবু মনে হয়
এ মনো আঙিনায়
সে যেন প্রবীণ রচিত।

আমি বড় একা
তবু চলে এ চাঁকা
তবু মনে হয়
এ মনো আঙিনায়
সে যেন প্রবীণ রচিত।
Imran Islam Nov 2017
হে রণবীর, কেনো স্থীর?
দেখো- অন্যায় করেছে লয়
কে অবনির?

হে রণপাল, কী হলো হাল?
পথের মাঝে সকাল সাঁঝে-
নতো কী শীর?

হে দীপ্ত তরুণ, প্রভাত অরুণ
তলবার ফেলে মিশে আছো তালে!
কে আছে বীর?

ওরে কল্যাণী, ওই দামামা শুনি
রণে হও তৈরি; উগ্র-নগ্ন বৈরী।
ভাঙো মিথ্যে নীড়!

ওগো সুশীল, দেখো অশ্লীল
অশান্ত করে নগ্নতা বরে-
নর- নারীর!

হে দীপ্ত পাপড়ি, বিলাও ধী-বারি
দেখো রাজপথ হচ্ছে খুনরথ;
বিক্ষিপ্ত শরীর!

হে বিপন্ন মাঝি, নাও পথ খুঁজি
আঁধার কু-নিশ; জাগাও এ নেশা-
পেতে হবে তীর!

ওগো ধুমকেতু, তুমি কালের সেতু
তুমি বিদ্রহী নজরুল দেশপ্রেমী ফজলুল
তুমি বীর তিতুমীর!

হে সিংহ শাবক, হে অগ্নি যুবক
কেন সুপ্ত, হও তপ্ত!
গড়ো শিবির...
Imran Islam May 2018
রমজানেরই চাঁদ উঠেছে ও নীল আকাশে
রহমতেরই গন্ধ বিলায় বিপুল বাতাসে!

যত ছিলো বদ গুনাহগার
আজকে সবে পাবে যে পার
আজি সবে ভাসছে তবে পরম উল্লাসে!

দয়ার বারি বর্ষে আজি মহামহিয়ান;
তাঁদের জন্যে এ দান
যাঁরা মুমিন-মুসলমান
ক্ষমার দুয়ার খোলা ওসে সবার তালাশে।

যত ছিলো নিরাশ ওরে
বন্ধি হলো শিকল পড়ে
আজ স্বর্গসুধা বিলিয়ে দিলো মহি-নিবাসে।

পাপকে তুমি পূণ্য দিয়ে
মুছে ফেলো ধর্য নিয়ে
রমজানেরই সুধা তুমি নিয়ে নাও হেসে।

[০৬/০৭/০৯]
Imran Islam Apr 2018
রমণীর সুখ বিলিয়ে দিয়ে পুরুষ করেছে মহান
রমণীর প্রেমে ছন্দ পেয়েছে কবি, সুর পেয়েছে গান।
রমণীর আদর সোহাগে এ সংসার ভরে গেছে সুখে
রমণীর ভালোবাসায় পুরুষ কষ্ট ভুলে যায় দুখে!
রমণীর পরশে এত সুন্দর হয়েছে সারা জাহান
রমণীর অনুরাগ পেতে বিশ্বে কত যুদ্ধ অভিযান!

তোমার কোলেই মায়ের আদর বোনের সোহাগ মাখা
রমণী, তোমার ছোঁয়ায় সিক্ত মন; তুমি জীবন সখা!
তোমার কোলে হতাশা ভোলার সুখের স্বপ্ন ভরা
সব ভুলিয়ে যেন চির আপন তোমার মায়ার ধরা।
তোমার কারণে বাঁকা হয়ে চলে জীবনের সরল রেখা
দহণ পাপে কত পুরুষের মুখে যায় না হাসি দেখা!

রমণী কেন মায়ের কোল থেকে কেড়ে নেয় প্রিয় সন্তান?
কেন ভায়ে-ভায়ে বিবাদ, ভেঙে দেয় সুখের একতান?
পুরুষের মাথা নষ্ট করে কেন রমণী উড়ায় কেশ?
রমণীর লালসায় দিনে দিনে পুরুষ হচ্ছে নিঃশেষ!
কেন রমণীর মন ভেঙে দিয়ে পুরুষ হয় পাশান?
মিথ্যে রমণীর গোপন প্রণয় সংসার করে শ্মশান!

রমণী, তোমার প্রণয় ভরে দাও এই অশান্ত বিশ্ব
তোমার প্রেম অনুরাগ ছাড়া যেন সারা পৃথিবী নিঃস্ব!
Imran Islam May 2020
তুমি আমায় ভাসাও মুক্ত বাতাসে
তুমি বড় করো মোর মন
আমায় ওড়াও তুমি নীল আকাশে।
আমি যেন ফিরে পাই নতুন জীবন।
তোমার আলোয় জেগে ওঠে আমার এই প্রাণ।
আমি চাই এমন করে সারা বছর
তুমি থাকো আমার পাশে।

রমজান রমজান,
ও প্রিয় রমজান!
রমজান রমজান,
তুমি কাছে থাকো সারাক্ষণ।
(সারাক্ষণ থেকো তুমি পাশে।)

কানায় কানায় ভরা ভালোবাসা
হাওয়ায় হাওয়ায় এত শান্তি ছড়ায়-
রমজান, এই কোরানের মাসে।
(তোমার রহম অনুরাগে)
আমার হৃদয় ছোঁয়া জাগে, দৃহ করে মোর ঈমান।
আমি চাই এমন করে সারা বছর তুমি থাকো আমার পাশে।

রমজান রমজান,
ও প্রিয় রমজান!
রমজান রমজান,
তুমি কাছে থাকো সারাক্ষণ।
(সারাক্ষণ থেকো তুমি পাশে।)

আমি যেন ধন্য ওগো তোমায় ভালোবেসে
মনে হয় প্রতিক্ষণ তুমি থাকো আমার পাশে
নিশ্বাসে নিশ্বাসে তুমি রবে মোর প্রাণে মিশে।
আমি করছি প্রতিজ্ঞা, বলছি সপথে-
তোমার শিক্ষা-কদর, এই হৃদয়ে ধরে রাখবো সারা বছর,
কভু দেবো না হারাতে।
হে রমজান!

রমজান রমজান,
ও প্রিয় রমজান!
রমজান রমজান,
তুমি কাছে থাকো সারাক্ষণ।
(সারাক্ষণ থেকো তুমি পাশে।)

[রমাদান রমাদান,
রমাদান ইয়া হাবির।
রমাদান রমাদান,
লাইতাকা দাওমান করিব।]
Original Lyrics of Maher Zain Song : Ramadan
অনুবাদ : ইমরান ইসলাম
www.azlyrics.com/lyrics/maherzain/ramadan.html
www.youtube.com/watch?v=3G-t72JjRf0
Imran Islam May 2018
কোন রহমে এঁকেছো প্রভু আকাশের নীল
কোন রহমে বহাও তুমি ভোরের অনিল!

শান্ত শীতল প্রভাত ক্ষণে
মন হারিয়ে যায় যে ঘ্রাণে
বলো তুমি বলো প্রভু, এ কোন করুনার মিল!

দূর্বা ঘাসে ঝরাও শিশির
কানন করো সবুজ শিবির
বলো তুমি বলো প্রভু, এ কোন সুধা-সলিল!

নদীর বুকে ঢেউয়ের দোলা
মেঘে মেঘে ছন্দ খেলা
বলো তুমি বলো প্রভু, এ কোন স্বর্গ-জামিল!

[০৬/০৭/০৯]
Imran Islam Aug 2018
তুমি কেন স্বপ্ন দেখাও
আবার ভেঙে দাও,
লাজে তুমি দূরে থেকে
কেন কাছে পেতে চাও!

তোমার জাদু ভরা চোখে-
আজ কেন এত জল?
তোমার হাসি মাখা মুখে
আজ কেন মলিন ছল?
মনের কথা প্রিয়ার কাছে
দাও না বলে দাও!


যেই পরশে ফুটতো কলি
আঁধার হতো ভোর,
কোন ছোঁয়াতে বন্ধ হলো
এমন মায়ার দোর?
হৃদয় ভাঙার কষ্ট তুমি-
যাও না দেখে যাও!

তুমি যেন রাতের শিশির
সয় না ভোরের আলো,
আমায় যেন রবি ভাবো;
দেখলে দূরে চলো।
সব ভুলে যাও কাছে এসে-
সুখের পরশ নাও!

[ইকবাল পুর, কলকাতা, ০৯/০৮/১৮]
Imran Islam May 2018
হে উমর, চাই যে তোমার উপস্থিতি
তুমি শূন্য জাতির আজ বড় দুর্গতি,
যে শির ছেদ করেছে সত্য-তলবার
তারাই কাটা হয়ে দাড়িয়েছে আবার!

শুনবো আবার তোমার সেই গর্জন
যার পরে করেছো সফলতা অর্জন।
তুমি নেই তাই ইসলামের এ দশা
ভরসা রিক্ত চিত্তে সে হাঁটু গেড়ে বসা!

ইসলাম তুমি শান্তির, তুমি নির্মল
বীর শূন্যতায় তুমি এতটা দুর্বল!
হে তরুণ, আঁধারের পরেই তো আলো
শূন্যতা ছাড়া কেইবা জয়-স্বাদ পেলো?

হে তাজ, জন্ম দাও উমর বাহু-দিল
দূর করো ভয়, হিংসা ও গণ-অশ্লীল!
Imran Islam Oct 2017
ও আমার জন্মভূমি
অপরূপ রূপময় তুমি
তোমার হিম হাওয়া
শিশির,ফুলের ছোয়া-
পেয়ে,ওগো ধন্য আমি!

তারায় ভরা গগন
জোছনা মাখা লগন
দেয় যে আমায় চুমি!

তাপ বেলা বট মূলে
নৌদোলা ও নদী কূলে
আমার এ মন নমি।

তোমার ধানের শীষে
আমি যেন থাকি মিশে
তোমার কোলে যেন ঘুমি...
Imran Islam Jan 2018
তুমি আমার হৃদয়ে একটি গোলাপ
মধুময় করো এই বাসরো আলাপ
তুমি আমার চোখে একটি শিমুল
নেই কোন বাধা আজ নেই কোন ভুল
তুমি আমার স্মৃতি-কথা
তুমি আমার স্বপ্ন-লতা
সুখের পরশে মুছে দাও বেদনা প্রলাপ!

তুমি আমার ওগো চন্দ্রমুখি
সারাটি জনম যারে রাখবো সুখি
তুমি আমার ওগো প্রথম হাসি
জীবনের থেকেও যারে ভালোবাসি
আজ সাজানো বাসর পেলো সেই পূর্ণতা।

তোমার লাজুক মুখে ভরা ভালোবাসা
নিশিথে নির্জনে দুজনার কাছে আসা
আজ এই দুটি মনের স্বপ্ন আঁকা
মায়াবী ওই চোখ আড়ালে ঢাকা
শিমুলে মাখা স্বপ্ন-লতা, এ যেন জীবনের রঙিন পাতা।
Imran Islam Dec 2017
বাংলাদেশ, বিশ্ব মাঝে লাল সবুজের শির
হেসে হেসে দিলো জীবন লাখ শহিদ বীর
ক্ষত-বিক্ষত হলো কত প্রাণ- বজ্র গুলিতে
সবুজের মাঝে এঁকেছে রবি রাঙা তুলিতে।

তুমি লাখ যোদ্ধার ছিনিয়ে আনা অধিকার
তুমি তৃঞ্চা মেটানো জল- উষ্ণ মরু তৃষ্ণার
তুমি ছেলে হারানো মায়ের অমূল্য রতন
তুমি অগণিত শহিদের কাঙ্ক্ষিত তোরণ।

কত দুষ্কর দুর্গম পথ- তুমি দিলে পাড়ি
রক্তে ভেজা আঁচল আজো জল-নয়নে হেরি
তোমার পুষ্পরাজি মাটিতে হয়েছে বিলীন
এখনো কাটেনি শোক এখনো মুখ মলিন!

শান্ত আকাশে এখনো- রবি কালো করে ওঠে
তোমার শাখে দেখি যেন রঙিন ফুল ফোটে
আমি তোমার মাঝে দেখি- বিশ্ব ভরা সপন
তোমার ধূলি গায়ে জড়ায়ে বরিবো মরণ!
Imran Islam Feb 2018
আপন ভেবে শত্রুকে
যে বুকে দেবে ঠাঁই
তার মত বড় বোকা
আর কেহ নাই!

শত্রু আসে বন্ধু বেশে
সবার অজান্তে
বাজিয়ে সে ক্ষতির বাঁশি
থাকে অচেনা প্রান্তে।

সুযোগ পেলে সুখের ঘরে
দেবে সে আগুন
সাবধান হও, নয়তো সে
করবে তোমায় খুন!

তারে তুমি আপন ভাবো
সে তো আপন নয়
হয়ত তারে নিঃশেষ করো
নয়ত করো ভয়!

যদি তারে আপন করোই
সাক্ষী রাখো সবে
থাকে যদি হিসেব কোনো
মিটিয়ে ফেলো তবে।
Imran Islam Jan 2018
গগন তলে বসে দেখি শশী শমনী
গভীর আঁধার মুছে শমী এ ধরনী
কাঁদোয়া শাদ বুকে লয়ে দিচ্ছে সে চুমি
সে রূপ কটির, নদ; হাসে খোলা ভূমি।

গভীর ধ্যানে ভাবি এই সুচি সতাক্ষী
দেখতেই ভরে এ মন, জুড়ায় অক্ষি
নয়ন থেকেও যে দেখেনি এ মলতী
কবুও বুঝবে না সে কত ময়াবতী।

নিশার সাথে চন্দ্রিকার এই মিত্রতা
গড়েছেন যিনি সে মহান রচয়িতা
এ রূপ দেখে মোর মনে জাগে লালসা
কে এই পরিচালক, কে দিয়েছে দিশা?

প্রভুর মহা প্রেম এ নিপুণ পূর্ণিমা
ক্ষমা চেয়ে নাও দেখে তাঁর ঐ মহিমা!
Imran Islam Apr 2018
ওগো মোর প্রিয়া, শুভ নববর্ষ!
বর্ষ জুড়িয়া থাক তোমার শীর্ষ
বর্ষবরণ হর্ষ।
শুভ নববর্ষ!

পরিয়া তুমি বাঙালি ভূষণ
করো না আজি বর্ষবরণ!
ওগো সুধা বারি, বর্ষ
মোর প্রিয়া পরে বর্ষ!
শুভ নববর্ষ!

যেই হর্ষ দেখেছি কদম ডালে
যেই হর্ষ দেখেছি খোপার ফুলে
সে সবি হোক তোমার উৎকর্ষ!
শুভ নববর্ষ!

সাজো গো আজ পল্লি বালা
গলে পরে ফুলেল মালা
ও রূপ যেন হয় উচ্চার্ষ
শুভ নববর্ষ!

আজি তোমার সখার সনে
হোক না প্রণয় প্রাণে প্রাণে!
আঁচলে ঢাকিও রূপকর্ষ।
শুভ নববর্ষ!
Imran Islam Apr 2018
কেন যেন নেই আগের মতন
এই দেশ, এই জীবন
বদলে গেছে নীতি, জীবন ধরন!

পাই না সাহসী বীর এই বাংলার বুকে
পাই না রবীন্দ্র-নজরুল সত্যলোকে
সবি কী এ ভাবে হবে হরণ?

দেখি না আগের সেই রাজনীতি
দেখি না সুন্দর সেই প্রকৃতি
জানি না কোন কারণে এই অঘটন!

কলমে পাই না আর লেখকের ছাঁপ
পাই সেখানে শুধু পাঠকের আলাপ
কেন ইচ্ছেকে বেঁধে রেখে অন্যের মন পূরণ?
Imran Islam Dec 2017
আমি আসলাম,তবে সে অনেক পরে!
আমি জেনেছি তোমায়, যবে নাকি ঘোরে!
জানি না কোন সে শোকে করিলে আড়াল
সব ব্যাথা বুকে নিয়ে বরিলে ওকাল...
আমি দেখলাম কত অরুণ হরণ
দেখলাম কত গিরি কনটক পথ
দেখিনি কভু নীরবে থেমে যেতে রথ;
স্তব্ধ করলো তোমার মরণ বরণ!

জেনেশুনে কেন তুমি বলো নাই সবে?
তোমার শুন্যতা পূর্ণ হবে কোন দ্বারে!
প্রকৃতি কাঁদে, স্বজন কাতর এ রবে
খুঁজিয়া ফিরি তোমায় প্রিয়,- ধারে ধারে!
করুণ স্বরে নিবেদ করি বিধাতারে
তোমায় দিক সুখের স্বর্গ- পরপারে!
Imran Islam Jan 2018
আমি বসে আছি একলা ঘাটে
সারাটা দিন সকাল থেকে
পাড় করো আমায় ওপার তটে!

আমার কতো কিছু চাওয়ার বকি
কতো কিছু পাওয়ার বাকি
তবু খালি হতে আমি ঘুরি হাটে!

আমি বসে আছি সকাল হতে
দাও না আমায় চলে যেতে,
আমার শূন্য হৃদয় কেমনে কাটে!

আমার সব কিছুতেই খালি খলি
ওরে ভাসছে শুধু কথাগুলি
আমি পড়েছি এ কোন সঙ্কটে!

দাও গো তুমি এই মন ভরিয়ে
বেলা যে ওই যায় গড়িয়ে,
আমার বুক ফেটে যায় দহণ চোটে!
Imran Islam Apr 2018
আমার যে যখন দিন ফুরাবে, দেহ হবে লাশ
আপন জনে কাঁদবে আমার ঘিরে চারি পাশ
কী হবে মোর একটু পরে?
রাখবে আমায় মাটির ঘরে
পরাবে আমায় লাশের ভুষণ-বেশ!

সাথে আমার কেউ যাবে না
সাথী আমার কেউ হবে না
হায়, হায়, আমার এ কী সর্বনাশ!

নেই আমার কোন হিম্মত
কোন গুনেতে পাবো নাজাত
রেহাই পাবো আমি করি যদি পাশ!

কোথায় আমার বাড়ি গাড়ি
কোথায় গেলো বাহাদুরি
দূর হলো যে সকল অবিলাস।
সব মায়া জাল ছিন্ন করে
থাকবো আমি আঁধার ঘরে
সেই আমার চির নিবাস!

মৃত্যুর আগে আমাকে বাঁচাও
পূণ্য-পথিক যেন করে দাও
প্রভু, ডেকো আমায় করে পূর্ণ দাস!
Imran Islam Apr 2018
তুমি বাংলার মহা বীর!
তুমি দেশের তরে
দিয়েছো জীবন দেশের পরে
নোয়াওনি কভু শীর,
তুমি স্বাধীনতা যুদ্ধে শ্রেষ্ঠ বীর!

মানোনি শত্রুর কোনো কিছু
তুমি ভীরু-পদে হাঁটোনি পিছু
নোয়াওনি কভু শীর,
তুমি স্বাধীনতা যুদ্ধে সাহসী বীর!

তুমি চাওনি আরাম, ধনি-ক্ষুধা
চেয়েছো মাতৃভূমির স্বাধীন সুধা।
তুমি দেখেছো মৃত্যুর দ্বার
দেখেছো কত রক্তের ঝড়
তবু নোয়াওনি উঁচু শীর,
তুমি অমর, তুমি শ্রেষ্ঠ বীর!

তুমি নেভালে নির্মম আগুনের দল
পার হলে হলে শত বিপদের তল।
তুচ্ছ করেছো আনন্দ-বিশ্রাম
চেয়েছো এক স্বাধীন বাংলার নাম।
অবশেষে পেলে স্বপ্নের তীর
তাই, তুমি বাংলার চির উন্নত বীর!
Imran Islam May 2018
গাইবো গাইবো গাইবোই আমি সত্যের স্লোগান
ভয় করি নাকো সত্যের পথে যায় যদি এ প্রাণ!

দ্বারে দ্বারে পৌঁছে দেবো কোরানের বাণী
রবে না আর কারও মাঝে হিংসা, রাহাজানি
সবার মাঝে আসবে ফিরে সাম্যের একতান।

দেখো তুমি দ্বীনের রবি যাচ্ছে যে আজ ডুবে
জাগাও তারে নতুন করে ‘আল্লাহ মহান’ রবে
থেকো না তো নিরব তুমি নিয়ে অবসান!

রয়েছো তুমি চোখ ফিরিয়ে দ্বীন হারাবার কালে
মুখের কথায় হবে কী জয়; ওমর, খালিদ ভু্লে?
কোরানের কথা শুনলেই তুমি সপে দাও পরান!

এঁকে দাও তুমি ভাষণে, আসনে মাবুদের হুকুম
পদাঘাতে করে দাও লয় অবিচার, জুলুম
পণ করে নাও ‘করবো আমি সত্যের অভিযান’!

[০৭/০৭/০৯]
Next page