Submit your work, meet writers and drop the ads. Become a member
 
Imran Islam Aug 2018
এই সন্ধ্যায় ভিজেছে সবুজ পাতা
মনে পরেছে তোমায়,
মনে পরেছে বৃষ্টি ভেজার কথা
তুমি মনে করেছো কি আমায়?

তোমার অঙ্গে মেঘের পরশ
জাগায় যখন বিপুল হরষ
তখন আমার পাগল আঁখি
অন্য কিছু চায় না সখি
এত ভালো লাগে তোমার ভেজা কালো কেশ!

তোমার বৃষ্টি ভেজা নৃত্য দেখে
কাগজ কলম দিয়েছি রেখে;
শুধু স্বপ্ন আঁকেছি মনে,
আমায় দেখে লাজ করো না
অমন করে মুখ ঢেকো না
আমি এক দূরের পাখি তোমার ভেজা বনে!

আমি না হয় অচেনা মানুষ
আমার দূরের কোনো দেশ
মুগ্ধ না হয় করলো আমায়
তোমার ভেজা কেশ!
সন্ধ্যা যখন আঁধার হলো
বৃষ্টিও তখন থেমে গেলো;
আবার মনে পরলো আমার মনের মানুষ!

[ইকবাল পুর, কলকাতা, ০৪/০৮/১৮]
[সন্ধ্যার আগ ক্ষণে যখন বাইরে বের হলুম
ঘন কালো মেঘ দেখে ফের বাসায় ফিরলুম
বৃষ্টি এলো ঝুম ঝুম, বৃষ্টি এলো ঝুম ঝুম
না, সব কিছু রেখে জনালার পাশে বসলুম...]
Imran Islam May 2018
ধর রে ওরে অস্ত্র ধর
কর রে যুদ্ধ আবার কর
মরলে ওরে যুদ্ধে মর
স্বাধীনতা রক্ষা কর!

চল রে তরুণ অগ্রে চল
দেখা রে তোর বুদ্ধি বল
দে রে মুছে চোখের জল
দেশের কথা বল রে বল!

মুক্তি দিতে অত্যাচার
গড় রে শিবির গড় রে গড়!

ভুলে যা তোর কল্প পুর
আন রে ছিনে রোদ্দুপুর
হাওয়ায় ভাসা যুদ্ধ সুর
দে রে পাড়ি হিমা চূঁড়!

চর রে চূঁড়ায় চর রে চর
উচ্চ বিশ্ব ধর রে ধর!

নবীন তোরা ফোট রে ফোট
দেখা তোদের তরুণ চোট
অত্যাচারীর কর রে নোট
ন্যায়ের পক্ষে দিস রে ভোট!

পড় রে তোরা পড় রে পড়
একাত্তরের মর্ম পড়!

অত্যাচারীর দেখ রে ধরণ
মায়ের রত্ন করছে হরণ;
করিসনে তুই ভয়কে বরণ
নগ্ন পথে চাল রে চরণ!

ধর রে শত্রু ধর রে ধর
কর রে ওদের ভূগত কর!

ভাব রে কিসে স্বাধীনতা
দে রে মায়ের পূর্ণতা;
দিয়ে দে তোর সব মমতা
করতে পূরণ শূন্যতা!

আন রে কেড়ে নন্দ ঝড়;
তরুণ সবাই সহদর!

[০২/১২/০৮]
Imran Islam May 2018
সাগরের তীরে বসে ভাবি যখন
ঢেউযের সাথে এসে বলছে স্বপন-
ভাবো কী মন একা ভাবো কী মন!

বলছে আমায় সাগর- ঢেউয়ের তালে
হারিয়ে যেতে ওই নীল জলে
আমি-ঢেউ-তীর যেন কত আপন!

সারি সারি ঢেউ যেন সুতোয় গাঁথা
যেন তারা বলছে মনের কথা
আমার মনে বাঁধে নিবিড় স্বপন।

সাগরের সুর ধ্বনি আমার কানে
লেগে যায় যেন সে আপন মনে
ভাবনা ছেড়ে তখন মাতে এই মন।

ভালো লাগে নীল জল চোরাবালি
ভালো লাগে সুর, সেই ঢেউগুলি
ভালো লাগে মন মাতানো দখিনা পবন।
Imran Islam Jul 2018
চেয়ে তুমি আকাশ পানে
অশ্রু ছেড়ে আমার টানে
সুখ খুঁজে নিও মা!

মাগো, মনে ব্যাথা পেলে
সব অভিমান ভুলে
তোমার হৃদয় খুলে
আমায় করে দিও ক্ষমা!

সত্যের এই মধুর ডাক
আমার পরশ পাক
ভয় যত সব জয় করে
মনে বাজুক দামামা!

তোমার ওই সকল দোয়া
যেন প্রভুর হৃদয় ছোঁয়া
মুছে ফেলে কান্না তোমার
একটু হাসো মা!

[২৪/১০/১২]
Imran Islam Nov 2017
ও আমার জন্মভূমি
স্বর্গ সুধায় ভরা তুমি
স্বর্গ সুধায় ভরা তুমি
ও আমার জন্মভূমি।

ঊষালগ্নে শীতল হাওয়া
সেই তো আমার বড় পাওয়া
কোথাও নেই তোমার-
ভালোবাসার কমি...

তোমার কোলের সবুজ বনে
দেয় যে হরষ আমার মনে
তোমার ক্ষেতের কেশ দেখে-
অবাক হই আমি!

পাখির কন্ঠে সুরের ও গান
ফুলে ফুলে মধুর এ ঘ্রাণ
জুড়ায় আমার প্রাণ-
চাঁদনী মাখা তমি...
Imran Islam Nov 2017
আমি তরুণ, তাই
তারুণ্যেরই গান গাই
সুন্দর সবি প্রিয়, তাই
সুন্দর হতে চাই!

আমারে কেউ ব্যাথা দিলে
তারি সাথে থাকবো মিলে
বেদনা সবি সয়ে যাই
জীবনে জয় পেতে চাই।

আমারে যে খারাপ ভাবে
সেই আমার বন্ধু হবে
বলবো, তুমি মোর ভাই
এ পথে কোনো সুখ নাই!

ভ্রান্তির ছলে ডাকলে মোরে
যাবো না আমি, যাবো না ওরে
পড়বো না গলে, হাতে পাই
ভালো-মন্দ করবো যাচাই।
Imran Islam Apr 2018
আমি যখন উদয় আসি
কর্ম আসে পাশাপাশি
তখন আত্মমগ্ন বিশ্ববাসী
কর্ম ফেলে করে হাসা-হাসি!

যখন বিশ্বমনে জাগে আশা
কর্ম ফেলে যায় না বসা
আমি তখন মাথায় বসি!

আসে যখন যাবার আবাস
বিশ্ব তখন কর্মে হতাশ
আমি পরি তখন সাঁঝের ফাঁসি!

বিশ্ব যখন আমার পাশে
ভুল ভেঙে দাঁড়ায় এসে
আমি তখন হই যে নাশী!

[১১/০৫/০৯]
Imran Islam Feb 2018
দেখো তুমি আজ ডুবু ডুবু সোনাতরি
পাশে দাড়িয়ে ‘দেবল’ হাসে মন ভরি
ধৃত তরি নক্ত পথে হারে যদি দাঁড়
পথ খুঁজে নেবে না কী নদী পারাবার?

নিত্য ধর্মে সাম্য, মৈত্রী, স্বাধীনতা উপ্ত
হে ওমর, ওহে বীর, তবু কেনো সুপ্ত?
তুমি হারালে উদ্যম কোন সে পরশে?
সহিষ্ণু কী তাই, দাহো না জালিম নাশে!

ওগো সত্যধারী, দিতে হবে পাড়ি কূলে!
ফেলে তলবার মিশে আছো কোন তালে?
সতত প্রচার করো রবের ভাষণ
মনুষত্বে তুমি লও ফের সে আসন!

ও সত্য তরির মাঝি, লও মধুসাম
বিভাবরী ঘোরে ভিবা লাভো অবিরাম!
Imran Islam May 2018
সকল আঁধার টুটে যায়
টুটে না কুয়াশা
ফুরিয়ে যায় মহি সময়
ফুরায় না আশা!

পৃথিবীর সব ভরিলেও
ভরে না দু’চোখ
জীবনের সব ফুরালেও
ফুরায় না শোক!

চায় না মন সত্য বিচার
কৃত অবরাধে
কাঁদেও না হৃদয় আবার
আত্ম অপবাদে!

পরশ্রী যেন লাগে না ভালো
হতাশ বিলাপে
বলে বেড়ায় সে এলো মেলো
তৃপ্ত পরপাপে।

ছাড়ে না কভু মিথ্যা- জীবনে
শুধুই সে হাসে
মিথ্যাকে করতে জয়, মনে-
শত মিথ্যা চষে।
Imran Islam Nov 2017
আমি যাবো সেই গাঁয়-
যেখানে মানুষ কাঁদে
মানুষের বেদনায়
মলিনের সুখ স্বাদে
সকলের হাসি পায়।

আমি যাবো সেই গাঁয় -
যেখানে পাখিয় গানে
ভরণীয় ভোর হয়
নবীনের একতানে
যে অরুণের উদয়।

আমি যাবো সেই গাঁয় -
যেখানে দীঘির ঘাট-
ঘেরা- কোমল পদ্মায়
ক্ষেত ছোঁয়া যত বাট
কৃষকের কথা কয়।

আমি যাবো সেই গাঁয় -
যেখানে রাত্রি-আঁধার
কাটে- মধু জোছনায়
যে নদে নায়ের দাঁড়
গানে-গানে বেয়ে যায়।

আমি যাবো সেই গাঁয়-
যেখানে শিশির পড়ে
নিশির দূর্বা ডগায়
যে ঘ্রাণে আকুল করে-
মন- কানায় কানায়।

আমি যাবো সেই গাঁয়-
যেখানে বোশেখ বাতে
কিশোরী আম কুড়ায়
ঝড় থামা যে প্রভাতে
প্রকৃতি চঞ্চল হয়।

আমি যাবো সেই গাঁয়-
যেখানে শ্রাবণ-বারি
খাল-বিল ভরে দেয়
গাড়ি ছেড়ে চরে তরি
কিশোর ভাসে ভেলায়।

আমি যাবো সেই গাঁয়-
যেখানে স্বর্গের সুখ
প্রকৃতিকে ছুঁয়ে যায়
সতত বসন্ত মুখ-
থাকে যেই হাওয়ায়।
Imran Islam Nov 2017
আমার বাংলাদেশের মাটি
যেন পূত-পরিপাটি
রক্ত দিয়ে হলো খাঁটি
নেই যে তাহার ত্রুটি।

পথের ধারে ফুলের ও ঘ্রাণ
মাঠে ভরা চাষীর এ প্রাণ
পাখির সুরে মধুর ও গান
ওগো, ভরা সুখ-বাটি।

ওই সুধামাখা চাঁদের আলো
এলোমেলো তারা গুলো
মনে প্রাণে লাগে ভালো-
নিশীথে যখন হাঁটি।

ঢেউয়ে ঢেউয়ে নৌকা দুলে
হাসে ওই শাপলা ফুলে
সারা বিলে সারা ঝিলে
ভরায় ভারি বিষটি।

এখানে পাই মায়ের সুধা
অন্ন-বস্ত্র; মেটাই ক্ষুধা
কোনো পথে নাহি বাধা।
এ আমার স্বর্গবাটি।

তোমার কোলের ছায়া-গাছে
উষ্ণ এ মন প্রাণে বাঁচে
ওগো, আমি তোরি কাছে
পাই যে শীতল পাটি!

মহিস্বর্গ ওগো জন্মভূমি,
মনে-প্রাণে আছো তুমি
তোমার আলোয় আমি-
সকল আঁধার টুটি।

হরষ জাগে আমার বুকে-
এ আমায় রাখি এঁকে
বা দেখুক সত্যলোকে
আমি বারে-বারে ফুটি।

বীর তরুণের ওই চেতনা
মিশে আছে প্রতি কোনা
যে কারণে গেল চেনা
তোমার শত্রু-ঘাঁটি।

এখানে কত তরুণ আসে
কেহ কাঁদে কেহ হাসে
তারি মাঝে আজও ভাসে
ওই তরুণের কথাটি।
Imran Islam Dec 2017
আজ কুঞ্জ ভরিয়াছে পুষ্পে
যাহা ঘেরা ছিলো শুধু -পাপে!
হরষে দুলছে চিত্ত তরি-
শত কালের সে স্বপ্ন বরি।

কাঙ্ক্ষিত সে নিধি আজ শীর্ষে
অশ্রু নয়; শুধু স্বস্তি বর্ষে

এতে ছিলো- মায়ের সাহস
নবোঢ়া পত্নীর নিষ্পরশ
বোনের হাসি হারানো জ্বালা
বাংলা ও বাঙালির দুর্বেলা!

কত অনিদ্রা ও অনাহার
তৃষ্ণা আতঙ্ক; আত্ম অসাড়
শত ত্যাগে উদিলো- অরুণ;
বিজয়োল্লাসে সব তরুণ!
Imran Islam Apr 2018
স্বাধীনতা তুমি, বাংলার অহংকার
স্বাধীনতা তুমি, বাঙালির অধিকার
স্বাধীনতা তুমি, আলো- জীবন-দিশার
স্বাধীনতা তুমি, রক্তে গড়া এই বাংলার!

স্বাধীনতা তুমি, দুঃখিনী মায়ের হাসি
স্বাধীনতা, তুমি আছো বাঙালির প্রাণে মিশি
স্বাধীনতা তুমি, আঁধার রাতের শশী
স্বাধীনতা তুমি, সফলতা রাশি-রাশি।

স্বাধীনতা তুমি, রক্ত হ্রদের প্রতিদান
স্বাধীনতা তুমি, কোটি বাঙালির সম্মান
স্বাধীনতা তুমি, বাংলা-কান্নার অবসান
স্বাধীনতা তুমি, বাংলার নব প্রাণ!

স্বাধীনতা তুমি, লাখ শহিদের স্বপ্ন-ফুল
স্বাধীনতা তুমি, অসীম সাগরে প্রাপ্ত কূল
স্বাধীনতা তুমি, পল্লি বালার খোলা চুল
স্বাধীনতা তুমি, ওই আকাশ সমতুল!

স্বাধীনতা তুমি থাক- বাস্তব কর্মে
স্বাধীনতা তুমি থাক- বাঙালির মর্মে
স্বাধীনতা তুমি থাক- শেত্ব-কৃষ্ণ চর্মে
স্বাধীনতা তুমি থাক- সবার ধর্মে!

স্বাধীনতা তুমি, আমার অগ্রদ্বার
স্বাধীনতা তুমি, আমার বিভাশার
স্বাধীনতা তুমি, আমার উঁচু ঘার
স্বাধীনতা, স্বাধীনতা, তোমার প্রতি- করবো না অবিচার!
Imran Islam Apr 2018
স্বাধীনতা, স্বাধীনতা, তুমি মোর সফলতা
রেখেছো কোথায়?
ভুলে সেই মর্ম কথা, আজ করেছো যা-তা
এ জন্য কী পেয়েছি বিজয়?


কিসের জন্য অস্ত্র ধরে
যুদ্ধ করে জীবন তরে
এনেছে মহান বিজয়!
কোথায় হারালো সেই প্রণয়?

ঘর ছেড়ে যাঁরা নিদ্রাহীন থেকেছে গভীর বনে
এই স্বপ্ন ছিলো তাঁদের মনে-
‘বাংলা তুমি রবে উচ্চ চূড়ায়’!

ভুলে শহিদের সবুজ আশ
হয়েছি এ কার ক্রীতদাস!
দিনে দিনে বেড়েছে ক্ষতির সংসয়।

স্বাধীন হবার পরেও কেন পরাধীন?
কেন এত অমানবিক নির্যাতন,
কেন বাজে শুধু মরণ বীণ!
কবে হবে স্বাধীনতার পূর্ণ উদয়?
Imran Islam Dec 2017
স্মৃতিসৌধ, তুমি মোর প্রাণে পীড়াসুর
সততই তুমি স্থির- শহিদ স্মরণে
তোমার টানে ব্যথিত এ প্রাণ প্রচুর-
উন্মাদ। শহিদ-শোকে শ্রদ্ধা ও চরণে।
তোমার স্মৃতি কাঁদায় রক্ত ভেজা রণে
তুমি মোর খুব কাছে, নও অতিদূর
সত্যিই তুমি জাগ্রত করো- স্মৃতিচূড়
প্রতিশোধের আগুন জ্বালো সব মনে।

হায়রে অবুঝ মন- শুধু পুষ্পে বরি-
কেনো যাও তাঁরে ভুলে, দেশের কারণে-
রঞ্জিত হয়েছে- ঢেলে তাজা রক্ত-ঝরি
চেতনার বাস্তবতা দাও নিঃসরণে
স্বপ্ন পুরণ নাকরে, শ্রদ্ধা কিছু ক্ষণে?
কোথা পাবো তাঁরে? জাগো না অনুসরণে!
Imran Islam Jan 2018
তুমি এই সৃষ্ট ধরার স্রষ্টা
তুমি সৃষ্টির আদি অন্ত দ্রষ্টা
চলছে মেনে তোমার বিধান
এই পৃথিবী আর ঐ আসমান।

তুমি দিনের বেলায় ছড়াও হাসি
যেই হাসিতে আমরা ভাসি
রাতের বেলায় গভীর কালো
কিংবা আবার চাঁদের আলো।

নিত্য নিশিথ প্রদীপ তারা
ঢাকাও আবার মেঘের দ্বারা
নীরব স্তব্ধ তিমীর সে রাত
ছড়াও আবার রাঙা প্রভাত।

তুমি সীমাহীন ক্ষমতাবান
তুমি সত্য আতি, চিরমহান।
Imran Islam Dec 2017
মহি পরে বর্ষে নগ্ন-বারি
বরিয়াছে তাহা নর-নারী
মাঝিহীন আজ যত তরি!

হাসছে দাঁডায়ে নিরাশ
দেখিয়া মানব হতাশ
অশ্লীলতায় ভাসে গণপুরী।

জানে না সে সত্য-ভুল
বরে না কো গন্ধফুল
চলে সে ছদ্ম বেশে
তুচ্ছ এ ক্ষণ দেশে।
কার পেছনে এই তড়িঘড়ি?

দেখিয়া এই পররূপ
তারি মাঝে হয় বিলুপ
জানি না এ কোন জাতি হেরি!
Imran Islam Jul 2018
যে দিন আমার কথাগুলো
গাইবে গানের সুরে
হয়ত সে দিন চলে যাবো
চলে যাবো অনেক দূরে!
ওই পাখির গানে গানে
করবে মনে আমায় ভোরে?

যখন আমায় করবে মনে
যত স্মৃতি তোমার সনে
তখন মিষ্টি মুখে হাসবে তুমি;
আর দূরে থেকেও তোমার সুখে
ভরা মুখে, হাসবো আমি!
বুনো পাখির সুরে সুরে
করবে মনে আমায় ওরে?

আমার প্রেম আমার আঘাত
আমার সন্ধ্যা আমার প্রভাত
সবই তোমার কাছে লাগবে যেন
এত মধুর এত বিষাদ কেন?
কে ছিলাম কত অচেনা ছিলাম
খুঁজে কী লাভ নতুন করে?
পারো যদি ক্ষমা করো মোরে!

[১২/০৭/১৮]
Imran Islam May 2018
ওগো মোর পল্লি, তুমি নিত্য মায়াময়ী
ভালোবাসার পরশ মাখা ওই কোলে
শতশ স্মরি তোমায় আমি চিরদায়ী।
এত যে ব্যাকুল আমি, কবে দেখা মেলে!
আমি তোর কাছে ঋণী; স্বপন অপায়ী।
এ তৃষ্ণা মেটাতে চাই তোর মধু-জলে
তুমি কোমল নিষ্পাপ, মা তুমি বিজয়ী।
আবার মিশতে চাই তোমার অনিলে!

ফিরবো কবে তোমার নবান্ন প্রভাতে
আর নেবে কী আমায় বরে- সাথি রূপে?
তোমার ঐ মাঠে দিও ‘পেরেট’ খেলতে!
তুমি কেন এত ডাকো মোরে চুপে চুপে?
মায়াহীন কাটে ক্ষণ; ঐ শৈশব স্মৃতি-
পাবো না কোথাও; মনে রেখো মোর কৃতি!
Imran Islam Dec 2017
তোমার মতো মহান প্রভু
নেই তো অন্য কেউ
তোমার মতো উদার প্রভু
নেই তো অন্য কেউ!

মাটির নিচে দামি সোনা
আবরণে শস্য কনা
ফুলে ফুলে মৌ।

রাতে চাঁদ ও তারার মেল
সূর্য হাসাও সকাল বেল
নদীর বুকে ঢেউ।

মেঘ ভাসাও ওই দূর আকাশে
বায়ু বহাও বনের বাঁশে
জলে ভাসাও নৌ।

ঝরাও তুমি বারিধারা
হয়তো আবার তীব্রখরা
শিশির মাখাও ঝাউ।

পাহাড়ের ওই মিষ্টি ঝরনা
পূর্ণিমা চাঁদ মধু জোছনা
এ সবই তেমার, নেই প্রভু অন্য কেউ।
Imran Islam Jul 2018
তোমার মুখে যখন ফোটে
ওগো, হৃদয় ছোঁয়া হাসি
তখন তুমি আমার কাছে
চাঁদের থেকেও রূপসী।
ভালোবাসি ভালোবাসি
প্রিয়, তোমায় ভালোবাসি!

তোমার ঐ আঁখি দেখে
স্বর্গ সুখও দূরে রেখে
আত্ম ভুলে নদীর কূলে
আমি হয়ে রই উদাসী।
ভালোবাসি ভালোবাসি
প্রিয়, তোমায় ভালোবাসি!

তোমার ওই লাজ দেখে
আমার হৃদয় ভরে সুখে
তোমার ওই মিষ্টি সুরে
আমার মনে বাজায় বাঁশি।
ভালোবাসি ভালোবাসি
প্রিয়, তোমায় ভালোবাসি!

তোমার হাসি আমার মনে
হরষ জাগায় ক্ষণে ক্ষণে
তোমার মুখে লুকিয়ে আছে
আমার সকল হাসি।
ভালোবাসি ভালোবাসি
প্রিয়, তোমায় ভালোবাসি!

[০৬/০৭/১৮]

— The End —