Submit your work, meet writers and drop the ads. Become a member
 
Imran Islam Dec 2017
কষ্টে আছি প্রিয় তবুও হেসে যাই
কষ্টের মাঝে যদি কিছু সুখ পাই,
মোর কষ্ট যদি তোমারে ব্যাথা দেয়
তবে কষ্ট আরও বাড়ে, জাগে ভয়!
চাইনা মোর কষ্ট সখারে জানাই,
দহণ কষ্টে আমি নিজেরে মানাই!

বন্ধু, তুমি মোর কষ্টে নাইবা থাকো
তোমার সুখে মোরে যদিও না ডাকো
তবু তুমি মোর প্রিয়, চির আপন
তোমায় জুড়ে থাক সুুখের স্বপন,
তোমার সুখ আমি কেড়ে নেবো নাকো
কেন শুধু মোর কষ্টের ছবি আঁকো?

কষ্টে ভাঙে স্বপ্ন, ভাঙে প্রিয় বাঁধন
কষ্টেই দূরে চলে যায় প্রিয়জন,
আমি কষ্টের কাছে মানবো না হার
প্রিয়, তোর সুখে সইবো শত ভার,
তোমার হাসিতে হোক মোর কিরণ
তোমার দুঃখেই হোক মোর দহণ!

কষ্টে আছি বলেই সুখ পরে মনে
কিছু কষ্ট থেকে যাও মোর জীবনে!
http://golpokobita.com/golpokobita/article/18000/13329
Imran Islam Oct 2017
আমি চাই না ফুল বাগিচা
গুল করো মোরে
চাই না আমি দস্যি ছেলে
অলি করো তারে।

হরষ ছড়াও আমার ঘ্রাণে
নিশীথ জাগা প্রাণে প্রাণে
স্বপ্ন মধুর ঘুম ভেঙে দাও
গন্ধগ্রহণ ভোরে।

আমি চাই-
কোমল কান্তি সুধা শান্তি
হোক না সবার প্রেম
মুছে যাক-
হিংসাচার দুর্ব্যবহার
ভেঙে যাক দর্প-ফ্রেম।

না তাকালেও আমার দুখে
আমায় হাসাও সবার সুখে।
ওগো আমার বিশ্ব পতি,
তোমার কাছে এই মিনতি
সবারে দাও আপন করে।
Imran Islam May 2018
কোরানের ওই সুর কত যে মধুর
যে কোরানে ভরা ওগো হেদায়েতে-নুর।
কণ্ঠে আমার পরাও সেই কোরানের সুর
অন্তরে দাও গেঁথে ওই কোরানের নুর।

কোরানের আলোয় জীবন করো কোমল
ওই আলোতে দেখাও যে পথটি সরল
জীবন আমার পাপে কালো
দেখিয়ে ওই  নুরের আলো
সকল আঁধার করো দূর।

ওই কোরানে বলা সকল জীবন পথ চলা
ওই কোরনের সুরে মেটে বিস্বাদ জ্বালা
আমি যখনই ওই শুনি
পাক কোরানের ধ্বনি
মনে লাগে যে ফুর ফুর।

পূণ্য-সরল পথ দেখাতে পাঠালে ওই কোরান
তার আলোতে উঠলো হেসে আঁধার এ জাহান
ভোরের আলোর মতো আমার হৃদয়ে
ওই কোরানের নুর দাও না ভরিয়ে
আমার মনে গেঁথে দাও তোমার অসীম সুর।

[২৮/০৫/১৮]
Imran Islam Apr 2020
ক্ষমা করো, মোরে ক্ষমা করো,
ক্ষমা করো প্রভু, ক্ষমা করো!
আমি কিছুতেই পাবো না রেহাই
যদি তুমি মোর অপরাধগুলো ধরো!

তুমি ছাড়া প্রভু আর কেহ নাই
তাই, তোমার কাছেই আমি ক্ষমা চাই!
আমি যেখানেই যাই,
তোমার কাছেই হবে মোর পরপারও।

জীবনের এই কঠিন দিনে
কে আছে বলো তুমি বিনে!
তুমি ছাড়া আর কেহ, আর কেহ নাই,
তোমাকেই যেন প্রভু আমি খুঁজে পাই!
করেছো করুনা মোরে সীমাহীন
দাওনা রহম তুমি আরো!

০৯/০৪/২০
Imran Islam Feb 2018
খুলে দেখো- দোর
ঠোট কাপা ভোর
দাঁড়ায়ে সে দ্বারে,
দেখিয়ে আদর
জড়ায়ে চাদর
বরে নাও তারে।

শীতল ঐ ঠোটে
চা যদি না ফোটে
চেয়ে প্রিয় আঁখি,
দেবে তোরে দেখা
লাজে মুখ ঢাকা
ভাবনার সখি।

ছেড়ে দিয়ে ভোর
আঁখি পেতে তোর
দেখে নিবি তারে
ভীরু ভীরু বেশে
দেয় যদি হেস
ঘুম দিবি ছেড়ে।
Imran Islam Oct 2017
খোলা জানালা খোলা দখিন দ্বার
খোলা এ হৃদয়, এসো না আবার!
মনে পড়ে সুখ, বৃষ্টি দিনের কথা
মনে পড়ে খুব মুখটি তোমার।

শীতের সকালে সেই দাদুর সনে
চায়ের ফাকে দেখা আঁখি টেনে
মনে পরে বারবার।

অচেনা গাঁয়ে সেই ভীরু পথ চলা
আবেগে হারিয়ে কত কথা বলা
ইচ্ছে হয় ফিরে পাবার!

ছল করে তোমার- সেই অঙ্ক করা
সবার আড়াল করে এই হাতটি ধরা
মনে কী পরে তোমার?

তুমি মেঘ ঢাকা রাতে এখনও বিজলি
তোমার ভালবাসায় আজও পথ চলি
তুমি ফিরে এসো আবার!
Imran Islam Apr 2020
আমারে তুমি ঘৃণা করো,
চলে যাও, চলে যাও!
মোর হাত নাইবা ধরো,
তবে কেন ব্যাথা দাও?
প্রিয়, দূরে চলে যাও!

আমি এত বিরাগ ভরা;
খুঁজে নিও নতুন ধরা।
প্রণয় পাবে চির সুখ,
ম্লান করো না চাঁদমুখ।
সুখি হও, সুখি হও!

সহে না এই অভিমান
আঘাতে ক্লান্ত এ পরান।
তোমার মধু স্মৃতি সুখে
অশ্রু ঝরে আমার চোখে!
সখি, দূরে চলে যাও!

নিপুণ রূপে, মিষ্টি সুরে
এত আঘাত রাখো পুরে!
আমার আঁখি সিক্ত দেখে
তোমার মনে হর্ষ মেখে
কত সুখ বলো পাও?

১৫/০৪/২০
Imran Islam Jul 2018
সখি, যাবে আমার গাঁয়?
জল ছোঁয়া ঐ চাঁদের আলো
মাখবে তুমি গায়,
সবুজ বনের বুনো লতা
বাঁধবে তোমার পায়।
সখা, চলো আমার গাঁয়!

সরল পল্লিবালার সনে
যাবে তুমি ফুল-বনে,
ইচ্ছে মতো অচেনা ফুল-
পরবে ও খোঁপায়।
সখি, যাবে আমার গাঁয়?

আমার বনে পাখির সুরে
হারিয়ে যাবে কত দূরে,
সবার সাথে বলবে কথা
মন যত চায়।
সখা, যাবে আমার গাঁয়?

তপ্ত দুপুর রোদের ছলে
নামবে তুমি নদীর জলে,
তোমায় দেখে হেসে হেসে
পাল তুলবে মাঝি নায়।
সখি, চলো আমার গাঁয়!

[১৭/০৫/১২]
Imran Islam Nov 2017
ও অনুসূয়া তনয়া
তুমি মোর প্রিয়া
হবে কী?
মোর হাত ধরিয়া
শত বাঁধ পেরিয়া
যাবে কী?

ওগো সুন্দরী অনুঢ়া
জানি হবে নবোঢ়া
পাবো কী?
ওগো প্রণয় মধুরা
আমার হাতে ধরা
দেবে কী?

ওগো মোর ইভা
তুমি জীবনের বিভা
জানো কী?
তোমায় নিয়ে ভাবা
ফেরায় আমায় কেবা
মানো কী?
Imran Islam Jan 2018
জীবনের পথে ঝড়
আসবেই বারে বার
তবু পাড়ি দিতে হবে সে পথ
পদাঘাতে লয় করে হিম-বাঁধ!

এ জীবন মগ্ন অনু আশে
বাঁধ বাঁধে শুধু নিরাশে।
কোথা মেলে সুখ সে কি আর জানি,
শুধু মুছে যাক সব শোক ভরা গ্লানি!

শত জ্বালাময়ী বাণাঘাতে
আমি স্থীর রবোই মাটিতে
যতই আসুক ঝড়, মনে রাখবো বল।
এই মহাবিশ্বে তরুণ সব গড়ার দল!
Imran Islam Apr 2018
সময় চলে তার নিজ গতিতে
কে পারে তারে বেঁধে রাখিতে
সময়ের সাথে স্বপ্ন বদলে
ইচ্ছে আর হয় না পূরণ
তারুণ্য রূপ সব যায় চলে
শক্তি সাহসও হয় হরণ!
তবুও চায় না কেউ হারিতে।

রঙিন স্বপ্ন যখন দেয় না আর ধরা
শুধু বাঁচার তাগিদে জীবন করে তাড়া
যদিও স্বস্তি মেলে একটু ঠাঁই পেলে
মানসিক যন্ত্রণায় যেন পুড়ে যায় সুখ
অন্তরে যতই নীরব দহণ জ্বলে
হাসি মাখা থাকুক স্বজনের মুখ!
তবে কত জন পারে জীবন জয় করিতে?
Imran Islam Apr 2020
তুমি মোর আঙিনায় ভোরের ফুল
তুমি দখিন দারের হাওয়া,
সখা, তোমার গন্ধমাখা চুল-
যেন আমার হৃদয় ছোঁয়া!

তুমি মোর সুখের হাসি
ওই জ্যোৎস্না শশী
তোমার চাই না কোনো তুল।
সখি, তুমি আমার সকল চাওয়া!

তুমি আমার পুবের আলো
অরুণ রবি হয়ে দোলো;
তুমি ঢেউ ছোঁয়া নদী-কূল
তুমি মোর সুখের পরশ; স্বপ্নে পাওয়া!

তুমি সন্ধ্যা তারা; শ্রাবণ ধারা
তুমি মুক্ত পাখি- হৃদয় হরা;
তবে কিসের ভুল-
প্রিয়, আমার এ গান গাওয়া!

০৯/০৯/২০১৯
Imran Islam Jan 2018
হে তরুণ, তুমি নিত্য প্রভাত অরুণ
তল্প ছাড়িয়া কল্পো গণ কী নিদারুণ!
শেরসমা, সমীরিত, বলভি, মোক্ষম
এ বিশ্বে স্থাপো তুমি যা কল্যাণী, উত্তম!

রিক্ত সভায় তপ্তো; মুক্ত সব বাঁধন
তীক্ষ্ণ অসিতে করো অবিচার নিধন
তুমি অবাধ, নির্ভিক, দুষ্কর সৈনিক
পায়ে ঠেলে দাও সব অপসংস্কৃতিক!

অগ্নি তুমি, সিন্দু সম ও অশেষবিধ...
নীচতেজ করো না সামাজিক অবিধ!
উঁচু আকাশেই গতিশীল গ্রহ-তারা
ভেদিতে হবে সে পথ আঁধারে যা ঘেরা!

স্মরণীয় হোক তব কৃতি ও বচন
দায়িত্ব পালনে যেন হয় সমাপন!
Imran Islam Oct 2017
হয়তো মনের ভুলে
আঙিনায় খোলা চুলে
দাঁড়াবে যে দিন
আমার মরুর আখি
দেবেনা তোমায় ফাঁকি
স্বপ্ন হবে রঙিন...

হয়তো সখার সনে
যাবে হিজল বনে
আনতে অচেনা ফুল
আমি আড়াল থেকে
হাসবো তোমায় দেখে
করবো না কোনো ভুল…

হয়তো দুপুর রোদে
বইগুলো বুক বেঁধে
আসবে যখন
আমিও তোমার সাথে
থাকবো চলার পথে
নীরব তখন।

হয়তো সন্ধ্যা ঘাটে
তুমিও আসবে জূটে
ধোয়াতে চরণ
তোমার পথটি দিয়ে
থাকবো আমি চেয়ে
করোনা বারণ!
Imran Islam May 2021
তুমি কী এখনো পড়
আমার কবিতা?
তুমি কী এখনো ভাবো
আমার সে কথা?
তুমি কী এখনো একলা চলো
খোলা কালো কেশে?
তুমি কী এখনো কথা বলো
একটু মিষ্টি হেসে?
আজো তোমায় মনে পরে
আর দু চোখে অশ্রু ঝরে।
এখনো মোর মনে জাগে তোমার মমতা।

তুমি কী এখনো দেখো
ভোরের অরুণ রবি?
তুমি কী এখনো আঁকো
গোঁধুলির সেই ছবি?
তুমি কী এখনো গান গাও
আমার করা সুরে?
তুমি কী এখনো নৃত্য করো
পায়েল পায়ে পরে?
আজো তোমার জন্য কাঁদি
নিজেকে ভেবে অপরাধী!
এখনো আমার বুকে জাগে বিরহ ব্যাথা।

তোমার সঙ্গে শিশির সকাল
কেটেছে কত মধুর-
নীরবে জড়িয়ে একটি শাল!
ঐ বাঁধা ভেঙ্গে বসন্ত বিকাল
কেটেছে কত মধুর-
তৃষা ভরে তোমার প্রণয়-জল!
তোমার অঙ্গে কমল বরষা
জাগায় কত লাজের পরশা!
আজো তোমার ভালোবাসা
মেটায় আমার পিয়াসা।
আমি মানতে পারি না তোমার শূন্যতা।
Imran Islam Dec 2017
তরুণ, তুমি দিনের আকাশে উজ্জ্বল রবি
তোমার পরশে হাসে প্রকৃতির সব ছবি
তুমি রাতের আকাশে মধুময় জোছনা
আর মরুর বুকেও মেঘ বারির কান্না!

তরুণ, তোর সোহাগে পরাগ ছড়ায় ফুল
তোর চঞ্চল প্রেমে সব রমণী ব্যাকুল
তোর কণ্ঠে মুগ্ধ সবাই, বিশ্ব অবাক হয়
তোর চোখে বন্ধুর সুখ; শত্রুর জাগে ভয়!

তরুণ, তুমি প্রলয়, উত্তাল সাগরের ঢেউ
তুমি কিরণ, তোমায় রোখার নেই কেউ
তুমি খুব ভোরে মুক্ত পাখির কণ্ঠে গান
আর দস্যির বুকে আঘাত, বিষে ভরা বাণ!

তরুণ, তুমি প্রিয়ার চোখে সুখের স্বপন
আর হৃদ ছুঁয়ে দেয়া মুক্ত ভোরের পবন
মায়ের বুকে সুখের কান্না, বুক ভরা হাসি
আর তুমি তরুণ বলেই আমি ভালোবাসি!
Imran Islam Feb 2018
ওগো চন্দ্রিকাময়ী তনয়া, তুমি হবে মোর প্রিয়া
মনের সোহাগে ভরাবো মন, পালিয়ে সারা বন
ওই রূপে ব্যাকুল হয়ে চেয়ে রবো সারা ক্ষণ,
আমি লুকাবো তোমায় প্রেমের আবেগ দিয়া।

আমি ভুলতে পারি না যেন ওই রূপ-জল
তোমার চোখের কাছে আমি কত দুর্বল!
একটু প্রণয় পেলে আমি যাবো মাতিয়া।

আমি সাজাবো তোমায় সখা ভোরের ফুলে
তােমার উষ্ণ হৃদয় ভরাবো প্রণয় জলে
বলো না, কবে সাজবে তুমি আমার বধুয়া?
Imran Islam May 2018
তোমার কত সুখ হাসি ভরা মুখ
নদী বয়ে যায় আমার চোখের জল
আমি অসহায়, কতটা দুর্বল!
স্বজন হারা বেদনায় কেঁদে ওঠে বুক!

নিষ্ঠুর এ ধরা; আমি স্বজন হারা
পাথর হয়ে যায় আমার এ হৃদয়
আমি কতটা অসহায়,
সুখে নেই তবুও করি সুখের অভিনয়
আমি নিঝুম আঁধার; তোমার আলো ভরা চোখ!

তোমার মিষ্টি হাসি; আমার করুণ বাঁশি
কভু মনে হয় স্বপ্ন জাগায় ভয়
আমি এত অসহায় নিষ্ঠুর এই দুনিয়ায়
তোমার কত যে পুলক; আমার ধরে না শোক!

তোমার চোখে ভোর; আমি আঁধারে কাতর
তোমার বনে কত পাখি গায়, কত ফুল গন্ধ ছড়ায়
আমি চির অসহায়, কাতর সুখ-পিপাসায়!
তোমার কাছে থাক চির সুখের আলোক
আমার কাছে আছেন ওই মহাপরিচালক।

[২৯/০৫/১৮]
Imran Islam May 2018
আমার নামাজ আমার জীবন
আমার এ কাজ আমার মরণ;
সবই রাখি তোমার চরণ
ওগো আমার মহাজন!

আমার কী আর আছে অহংকার
মাটি হয়ে ফিরবো যে আবার!
শেষ বিচারে তুমিই মহান সব ক্ষমতার।
না জানি সে দিন কী হয় আমার!

এই পৃথিবীর সবই তোমার খেল
আমার কাছে কেন প্রিয় মালা?
মিটিয়ে দাও মনের জ্বালা
ফুরানোর আগে জীবন-বেলা!

[১১/০৫/০৯]
Imran Islam Jul 2018
তোমার ওই কোমল মনে আমাকে একটু জায়গা দাও
কারণ তুমি খুব মর্মস্পর্শী
তোমার ও আঁখি আমাকে প্রাণ ভরে দেখতে দাও;
তোমার চোখ দুটি বড় প্রেয়সী!

আমার একটি ভালোবাসার সাগর প্রয়োজন
মনে কিছু করো না স্বজন,
তোমার কাছে কী সে সাগর সমান জল আছে?
আমার চোখে একটি ঝলমলে ভোরের স্বপ্ন ভাসে;
যে ভোরের আলো তোমার নিপুণ মুখে হাসে!

বন্ধু, তোমার সুখের হাসি আমাকেও দাও
আমাকে একটু তোমার সাথে চলতে দাও
তোমার তরুণ হৃদয় আমাকে দাও মমতা,
আমাকে শুনতে দাও তোমার মিষ্টি মধুর কথা!

আমি তোমার সরলতায় এত মুগ্ধ; নিজেকেই ভুলে রই,
রূপ নয় প্রিয়, আমি শুধু তোমার ভালোবাসা চাই!
আমাকে এত অপেক্ষায় রেখো না, কিছু একটা বলো;
তোমার সুখ না পাওয়া পর্যন্ত আমি প্রতীক্ষায় থাকবো!

[২৫/০৭/১৮] (E-B)
Imran Islam Jun 2018
মোর হৃদয়ে থাকুক প্রভু তোমার যিকির জারি
মোর আঁখিতে থাকুক প্রভু তোমার ভয়ের বারি।

আমি যেন তোমার স্মরণ করি অবিরত
তোমার টানে আমি যেন থাকি সিজদানত
প্রভু, আমি যেন বাইতে পারি সত্য পথের তরি।

আমার পাপে সাগর হবে করি যদি জমা
দয়া করো রহম করো আমায় করো ক্ষমা
প্রভু, নিত্য ভোরে আমি যেন তোমার কোরান পড়ি।

আমি যেন হতে পারি মুমিন মুসলমান
ধরার মাঝে সকল কাজে রেখে ঈমান
প্রভু, আমি যেন ভালোবেসে তোমার পথটি ধরি।

[০৪/০৬/১৮]
Imran Islam Apr 2018
তোমার হাসির মাঝে লুকিয়ে আছে আমার সকল চাওয়া
প্রিয়, শত দুখের মাঝেও আমার কাছে
তোমার সুখের হাসি যেন বড় পাওয়া!

তুমি হাসলে প্রিয় অবাক হয়ে চেয়ে থাকি আমি
তোমার হাসির চেয়ে আমার কাছে কিছুই নেই দামি
ওই মায়া মাখা হাসির জন্যে আমার উদাস হওয়া!

লাজ করো না সখা, যদি চেয়ে থাকি তোমার হাসি দেখে
চোখের আড়াল যেন না হও হাতের নিপুণ কাজটি রেখে
আমার মনের ভাষা যেন বোঝে দখিন দ্বারের হাওয়া!

তোমার ওই জাদু মাখা হাসির মাঝে আমার স্বপ্ন ভাসে
তোমার ভালোবাসার লাজুক ছোঁয়ায় আমার হৃদয় হাসে।
আমাকে তুমি দুষ্টু ভাবো, তাই দূরে চলে যাওয়া!
Imran Islam Aug 2018
ওগো শ্রাবণ বারি ধারা,
থেমে যাও থেমে যাও!
আমার সখারে ভিজিয়ে-
বলো, কী সুখ তুমি পাও?
থেমে যাও থেমে যাও!

সখির ওই ভেজা পথে
আমি চাই সঙ্গী হতে
তাতে আরও লাজ বেড়ে যায়
আঁচল টেনে মুখটি লুকায়;
তবে তুমি থেমে যাও,
শ্রাবণ ধারা থেমে যাও!

শ্রাবণ সুখে সখির চোখে
আরও লাজ ভেড়ে যায়
আড়াল করে বনের পথটি ধরে-
চলে বৃষ্টি ভেজা পায়;
তবে থেমে যাও, থেমে যাও!
শ্রাবণ ধারা, তুমি থেমে যাও!

আমার নিপুণ লাজুক সখি
শ্রাবণ জলে মাখামাখি
সকল শ্রাবণ সকল বারি
থেমে যাও না তাড়াতাড়ি,
থেমে যাও, থেমে যাও,
শ্রাবণ বারি ধারা, তুমি থেমে যাও!

[ইকবাল পুর, কলকাতা, ০৫/০৮/১৮]
শ্রাবণ দিনে দেখে দেখে তোমার ভেজা বন
শীতল হলো আঁখি আমার শান্ত হলো মন
Imran Islam Oct 2017
ঘুম ভাঙে মোর পাখির গানে
নিত্য সকাল বেলা
মন ছুটে যায় হিজল বনে
দেখি ভ্রমর খেলা।

সত্যি বলি, মুক্ত হাওয়া পেলে
তনু আমার মনে
সুখে সুখে শুধু হৃদয় দোলে
মাতি ভোরের টানে।

গিয়ে দেখি ফুল বাগানে, ফুল-
উপ্ত মাটির সনে
দূরে দেখে পল্লি-বালার চুল
ধরি আমার কানে-
ধরা পরে গেলে কী হত মান?
চর খেতাম গালে!
সব গায় উল্টো আমার গান
আমি কী দস্যি ছেলে?
Imran Islam Oct 2017
আমরা তরুণ দীপ্ত অরুণ
শান্ত-সিদ্ধ প্রভাতে
রাত্রি হবে ক্ষয় জয় হবে দুর্জয়
মোদের দেয়া আঘাতে।

ঈশ্বর করে বিশ্বাস- তরুণ
অন্যরা ভয় পায়
বিধাতার কাছে বড়ই প্রিয়
তরুণের সঞ্চয়।

মানুষ স্বাধীন শ্রেষ্ঠ জাতি
তারুণ্যে সে পরিচয়
শিশু কিংবা প্রবীণ করেনা-
স্বাধীনতা সঞ্চয়।

শিশুর স্বপ্নে- তারুণ্য
বৃদ্ধার আফসোস
তরুণীর মরু তৃষাজল
মায়ের কাছে সন্তোষ।

শত্রুর কাছে আতঙ্ক ওরে-
বন্ধুর বিশাল বুক
বিশ্ব ভরসা তরুণ মোরা-
দুখের কাছে সুখ।

রাত্রির কাছে পূর্বাকাশ মোরা
মেঘের কোলে রোদ
স্রষ্টার কাছে আকাঙ্ক্ষার সৃষ্টি
হতভাগার প্রমোদ।
Imran Islam May 2018
যখনই বসি আমি বারান্দায়
তখনই আসো তুমি জানালায়
যে কথা বলো ওই ইশারায়
কেমনে বলি আমি হায় হায়!

তোমার ওই দুষ্টু হাসি
যেন সে সর্বনাশী
মন আমার হয় উদাসী
দেখে ভরা চাঁদের উদয়।

লেখা পড়া বন্ধ করে
চেয়ে থাকো চোখ ভরে
আমিও তোমার তরে,
একটুও যে কম নয়!

তুমি করো না এভাবে
যেন জেনে যাবে সবে
বলো না কেমন হবে-
বাঁধলে এক সুতোয়!

দুষ্টুমিটা বন্ধো করে
ফিরে যাও পড়ার ঘরে,
আমরও যে লজ্জা করে
কাল কী লিখবো খাতায়!
Imran Islam May 2018
মন আমার চায় পেতে স্বর্গ সুধা
মেটে না ধরার মাঝ মনের ক্ষুধা!
স্বপ্ন আমার যাক ভেসে
আপন মনে হেসে হেসে
যেথায় আছে মিশে সত্য-সুধা!

কেন এই মিথ্যে পথে
মন আমার উঠছে মেতে
আমায় ধরো বন্ধি করো
দাও না বাধা!

কেন এই মিথ্যে অহংকার
কেন ভুলে ভরা এ সংসার
আমার ঘর আলোয় ভরো
দূর করো আঁধার!

কত নিষ্ঠুর এ সমাজ
কত যুদ্ধ ধরার মাঝ
সবে বন্ধু যেন শান্তি আনো
কীসের এত ফাঁদ,
কেন এই বিবাদ?
আমার মনে সেই ধাঁধাঁ!

[১৫/০৫/১৮]
Imran Islam Jan 2018
বিন্দুতে ভালবাসা
ব্যাস করে বিচ্ছেদ
যাও থাকে ভরসা
দূরত্বে তা উচ্ছেদ!

স্বজনের ব্যাসার্ধ
আপনে পুরো ব্যাস
আত্মতৃপ্ত সে স্বার্থ
বিবেক করে নাশ!

নিষ্ফল ফাঁকা ব্যাসে
কু-লম্ব আঁকে কেউ
নির্জনে পাপে ভাসে
জিজ্ঞাসে তোলে ঢেউ!

নব স্বাদে মানবী
বিন্দে আঁকে ত্রিভুজ
সংযমহীন লোভী
তপে সে নিজ বুঝ।

আমার বৃত্তে আমি-
স্পর্শ বিন্দুতে লম্ব
অসতী, কারে তুমি-
করেছ প্রতিবিম্ব?

নগ্নে যে মগ্ন বিশ্ব
উপ্ত- মাতাল দল
পবিত্র প্রেম নিঃস্ব
সংসারে বিষ-জল!

দোষি না ব্যক্তি ওরে
দোষি- শিক্ষা, সমাজ
ধী, অনৈতিকতারে
দোষি উদাসী কাজ...
Imran Islam Jan 2018
ও আমার দেশের পতি
করো না তুমি দেশের ক্ষতি
ফিরে ফিরে এসে তুমি
খেলা-ঘর করো জন্মভূমি
এ কেমন প্রেম দেশের প্রতি?

হেসে হেসে দুঃখ বাড়াও
বলো, এতে কী সুখ পাও?
হাসি চাই দেশের মানুষ,
তোমার কাছে এই মিনতি!

এ আবার কেমন বিচার
কেহ শত্রু কেহ তোমার
তোমার কাছে সবি সমান
কিসের কোটি পতি?
Imran Islam Jan 2018
আমরা তরুণ বীরের দল
আমরা জাতির শক্তি বল
আনবো তুলে সু-সকাল
চল রে তরুণ অগ্রে চল!

আঘাত করে বদ্ধ দ্বারে
ভূগত করব বৈরী ধরে
হারবো নাকো ভয়ের ধারে
মাতবো মোরা খেয়া পারে!

জয় সুতয় বুনতে জাল
মুক্ত মোদের গগন তল।

করবো রে জয় গন্ধফুল
ভেঙে সবার মনের ভুল
বেতাল বাতে শক্ত মাস্তুল;
তরুণ মোরা বিজয় বাতুল।

দেখতে শত দিকের তল
মুঠোয় আনবো নব কাল।

মানবো নাকো অপরাধ
করবো কঠোর প্রতিবাদ
করলে বরণ শাহাদাত
পাবো তরুণ সু-সংবাদ।

আমরা ব্যস্ত তরুণ দল
আনবো কেরে রবির লাল।

চালবো বাহু জালিম নাশে
মাজলুম যারা তাদের পাশে-
থাকবো মোরা যোদ্ধা বেসে
মরণ বরণ করবো হেসে!

তরুণ তারুণ্যে চির কাল
আঁধার ভেঙে আনবো সু-তল।

ওই মঙ্গলেতে বাঁধতে বাসা
করছি ওরে জয়ের নেশা
বিশ্ব নিয়ে উদয় আশা;
মোদের পূণ্য পরে ভালবাসা!

আসুক যত দস্যু দল
থাকবো মোরা অবিরল।

প্রেমিকার কাছে মোরা
কোমল প্রণয় ঘেরা,
নিঝুম রাতেও সারা-
আকাশের ধ্রুবতারা!
Imran Islam Apr 2018
আজ বসেছে মেলা- পল্লি আঙিনায়
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!

আজ সেজেছে সব বোশেখ বরণী
সেজেছে প্রবীণ, তরুণ-তরুণী;
বাংলার সংস্কৃতি জমেছে বাংলায়।
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!

জীর্ণ বাঁধ ভেঙে আজ বইছে নন্দরদ
সেজেছে বাংলা ভূষণে বাংলার প্রতি পদ
হরষে হরষে বাংলা রবির উদয়।
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!


পেছনে ফেলে সব, এসেছে নবক্ষণ
ওগো মঙ্গলি, ওগো বাঙালি, করেনে শুভপণ!
ধাপিয়া চলো তুমি, মাপিয়া চলো এ ধরায়।
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!

ওরে নবীন, জাগ্রত কর-
সুপ্ত মনে- বৈশাখী ঝড়
তুলে ধর তুই তুলে ধর
বাংলার পরিচয়- বিশ্বময়!
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!

আজ এই নতুন দিনে
ঘৃণ্যকে সব করনা ঘৃণে
স্বপ্ন জাগাও নিভারুণে;
তুমি কেন অসহয়?
বিশ্ব যে আজ তপ্তময়।
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!

বজ্র ধ্বনিতে- আকাশ সঞ্জাত
চৌচির মাটির সনে- সংঘাত
জয় করে নেবে নিশ্চয়
ওরে তোর কেন এত ভয়?
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!

কাল বৈশাখী ঝড়- বাঁধন টুটিয়া
এসেছে নিতে সব- লুটিয়া
নবীন, তুমিও করো জয় করো সঞ্চয়।
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!

এসেছে বৈশাখ- ভেঙে পিঞ্জর
ছিড়ে ফেলো সব কালো জিঞ্জীর-
বাংলা সংস্কৃতি-প্রণয়।
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!

তরুণ, যেখানে তোমার প্রয়োজন
সেখানে রাখ সক্ত চরণ
উচল দ্বার করতে বরণ
নাই কোন ভয় নাই কোন বারণ!
নতুন দিনে জাগাও-
বিপুল প্রত্যয় নিপুণ প্রণয়!
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!
Imran Islam Jan 2018
হে নবীন, তুমি আলো ঘোর তমশার
তুমি মাধব, তুমি বিশাল বিভাশার
বৈশ্বানরসম তেজ, বিকাশো মনিষা
লাভো ধৃতিচূড়া, নির্বাহ প্রচয় নিশা!

মুছে দিতে হবে যত গণ জুলমত
তব পানে চেয়ে আছে পীড়িত উম্মত
অর্জিতে হবে তোমার সব চূড়াসন
ওই তারুণ্যে করে ঘোটা বিশ্ব শাসন।

সাজাতে হবে ফের যা গেছে রসাতলে
গর্জক, গর্জি ওঠো, ঘুমিছো কোন কালে!
কাপাবে দাপটে লাত মানাত ওরিশ
তোমার ও কণ্ঠে ভরা মধু মাখা বিষ।

উঁচু হয়ে দাড়াও এ নিখিল ধরায়
হারালেও কাঁদে যেন সবার হৃদয়!
Imran Islam Apr 2018
আমি চাই না চিরকাল থাকি ভবপর
এমন বিদায় দাও মোরে
যেন বেঁচে থাকি মরণেরও পর!

আমি চাই তোমার কাছে জ্ঞানের শক্তি
আমি চাই তোমার কাছে দুর্লব উক্তি
যার পরে আসে সাম্যের সংসার!

চাই না উদয় হাসি; অস্তেও যেন হাসে মন
চাই না এই হৃদয়ে ভয় থাক সারাক্ষণ
আমি চাই জীবনে না আসুক আঁধার!

এই জীবন যেন হয় বাধাহীন
যেন সে হয় একান্ত ইচ্ছাধীন
আমি চাই দূরে থাক সব অহংকার!

[১১/০৫/০৯]
Imran Islam Apr 2018
মনে দুয়ার যারে আমি দিয়ে ছিলাম খুলে
সেই কিনা গেছে এখন এই আমারে ভুলে!
সাজানো ঘর ভেঙে দিয়ে আছে অনেক দূর
আমি যে তাই একা আছি মিথ্যে স্বপ্ন পুর,
মধু নিতে আসে কি ভ্রমর ঝরে পড়া ফুলে!

আজ মনের স্বপ্ন ভেঙে দিয়ে তুমি বড় সুখী
আমি একা উড়ে বেড়াই সাথী হারা পাখি,
আমায় যদি যাবে ছেড়ে কেন ভালোবেসেছিলে?

এত বড় করবে ক্ষতি বুঝিনি তো আগে
মুখ আমার ঢেকে গেছে কলঙ্কেরি দাগে,
মনটা আমার বড় উজাড় প্রিয় তুমি নেই বলে!

থাকো না হয় অনেক দূরে; সুখে থাকো তুমি
ভালোবেসে ভুল করেছি তোমাকে এই আমি
বিরহ তাই করছি আপন নিয়ে আমার কোলে!
Imran Islam Jan 2018
প্রিয়া, তোমার ভীরু ভীরু চোখ
কাপা কাপা ঠোট
আর মায়া মাখা হাসি
তোমার লাজুক পথ চলা
অবাক চেযে থাকা
আমি নীরব ভালোবাসি।

তোমার চোখে পড়লে চোখ, আমি-
হঠাৎ আতকে উঠি
হারিয়ে ফেলি ভাষা
আমার আকাশে 'নীলিমা' তুমি
প্রথম প্রেমের চিঠি
আর অবিরাম ভালোবাসা।

তোমার সুর আমায় করে কোমল
সুখের পরশ পায় এ মন,
তোমায় ছুঁয়ে আসা পবন
আমার ব্যাকুল হৃদয়ে দেয় দোল
তুমি মুক্ত ভোরের ফুল
আমি তোমায় ভালোবাসি, করো না বারণ!
Imran Islam Jan 2018
নেবো না আর মাদক কভু
করছি মোরা পণ
সুস্থ্য থাকুক সবার জীবন
ভালো থাকুক মন।

মাদক নিয়ে সুখের জীবন
করবো না আর ধ্বংস
সুস্থ্য সমাজ, ভালো থাকা
মোদের প্রাপ্য অংশ।

ঘৃণা আর কালো পথে
আর দেবো না পা...
বুঝে নেবো দায়িত্ব সবার
পরিবার বাবা-মা।

মাদক নিলে ধর্ম-সমাজ
সবাই ঘৃণা করে
সুখ শান্তি ভালোবাসা
থাকেনা নিজ ঘরে।

সুন্দর জীবন নষ্ট করে
করলে মাদক গ্রহণ
দুরারোগ্য রোগে মোদের
হবে একদিন মরণ!

নেশার পথ ছেড়ে দিয়ে
করবো ভালো কাজ
সুস্থ্য-সুখের জীবন নিয়ে
গড়বো নতুন সমাজ।
Imran Islam May 2018
ওরে ওরে পায়রা যাসনে উড়ে
আয় না আয় না আয় না ফিরে
ডাকছে পায়রি ডাকছে তোরে
আয় না আয় না আয় না নীড়ে!

দাড়িয়ে আছে ওই খোলা কেশে
আয়রে আয় তুই হাওয়ায় ভেসে
ওরে থাক না তুই ঐ তারই পাশে
যাস না তুই যাসনে দূরে!

ওরে ওরে ভ্রমর যাসনে ভুলে
কদিন মধু থাকবে ফুলে,
শুকাবে ও ঘ্রাণ সন্ধা হলো
বাস না ভালো বাস না তারে!

কেন দূরে থাকো এমন ক্ষণে
মানে না বাধা তার ওই মনে
মেলবে ডানা কার সনে
খোয়া যায় ও যৌবন তীক্ষ্ণধারে!
ওই ভ্রান্ত হৃদয় ফিরে অন্যদ্বারে!
Imran Islam Dec 2017
মরা গাঙ পেলো সজীবতা
মেঘ-বারি পেল তরুলতা
স্পষ্ট হলো যত অক্ষমতা
দূর হলো সব দুর্বলতা।

ফের দেখা দিলো সুপ্তচাঁদ
রিক্ত মন পেলো দীর্ঘনাদ
আমি দেই তারে সাধুবাদ
যেই দিল এই সুসংবাদ!

তুমি দিলে ওগো দীননাথ,
সর্ত যুক্ত জ্ঞান, পূণ্যপথ
দিলে মহা মন, সংবসথ
সদা আমি যার চমুনাথ!

হৃদে বহে ঝর্ণা ভেঙে বাঁধ
আজ মন-কায়া অবিরোধ,
পুষ্প সম হাসি; নেই ক্রোধ
আমি মুক্ত, মানি না নিষেধ!

হারা ধন ফিরে পেলে মন
বুকে ধরে তারে মহাজন
আমি ফিরে পেয়ে নিকেতন
প্রতি ক্ষণে- দায় সচেতন।
Imran Islam May 2018
তোমার আলোয় দাও গো মুছে
আমার সকল আঁধার
দাও নতুন করে দাও গো মোরে
পূণ্য উপহার
প্রভু, দাও পুণ্য উপহার!

উষ্ণ হাওয়া আসুক ভেসে
ওহুদ-বদর-তায়েফ ঘেঁষে
আমার সাথে মিল করে দাও
হযরতে হামযার!

চাই না প্রভু বালাখানা
চাই না কভু নিধিকনা
দাও করে দাও আমার বাহু
হযরতে উমর!

চাই না আমি ক্লান্তি রণে
চাই না আপোষ বৈরী-সনে
শুধুই চাই তোমার কাছে
খালিদ-তলবার!

আমাকে দাও বেলাল-হৃদয়
দাও সুধা ওই কালিমায়
আমায় দিয়ে করাও প্রভু
দ্বীনের উপকার!

[০৩/০৫/০৯]
Imran Islam Oct 2017
তরুণের মাঝে কিশোরের রবি
কিশোরের স্বপ্ন-ভোর
কিশোর- তরুণের প্রতিচ্ছবি
তরুণ- কিশোরের অন্তর।

কিশোর- তরুণের ছায়া
তরুণ- কিশোরের খেয়া
তরুণ- দখিনা হাওয়া
কিশোর খোলা দোর।

কিশোর- তরুণের অঙ্গ
দু'জন দু'জনার সঙ্গ
কিশোর- তুঙ্গ তরঙ্গ
তরুণ- সাগর।
Imran Islam Dec 2017
ভাঙবো মোরা ভয়ের বাঁধ
আনবো কেড়ে পূর্ণ চাঁদ
তুঙ্গ তরির তুলবো পাল
মত্ত মোরা নবীন দল-
লইবো শত স্বাদের স্বাদ।

অজানাকে জানবো মোরা
স্বর্গ করবো ধূলির ধরা
আঁধার আলোয় করবো রদ।

থাকবো নাকো ন্যস্ত ভুলে
হাসবো মোরা জয়ের কালে
সুখের জলে বইবে নদ।

গড়ার পথে আসলে বাধা
প্রত্যয়ে নাহি আনবো দ্বিধা;
কারো সাথে চাইনা বিবাদ!
Imran Islam Apr 2018
দিয়েছে হুকুম প্রভু ওই গগনে
ফুটেছে ফুল তাই সবুজ বনে
ভোরের পাখি ডাকে বারে বার
গায় সে পাখি গান শুধু তাঁর
বাঁধাহীন আপন মনে।

বৃষ্টি ঝরায় মেঘ ওই তাঁর আদেশে
ফিরে আসে প্রাণ তাই মৃত ঘাসে
প্রশংসা সব যেন প্রভুর শানে।

ঊষা হেসে ওঠে ওগো যার পরশে
বেলা বয়ে যায় ওগো তাকেই বশে
সাঁঝ চেয়ে থাকে সেই প্রভুর পানে।

ওই নদী বয়ে যায় কুলু সুরে
দুই হ্রদ বয়ে চলে থেকে অদূরে
মেশে না কেউ যেন কারো সনে।

এলোমেলো বয়ে চলে ওই পবন
যেন সে পৃথিবীর অতি আপন
কথা বলে যায় সে বনের সনে।

কাকে মেনে চলে ওই গ্রহ-তারা
দিনে-রাতে ওগো কার ইশারা
নুয়ে যায় শীর যেন তাঁর স্মরণে।
Imran Islam Apr 2018
সৃষ্টি করে প্রভু এই নিখিল ধরণী
পাঠালে সেথায় নানা জীব নানা প্রাণী।
নিত্য উষার কোলে ভাসে সোনার রবি
ফুটে ওঠে ঐ প্রকৃতির আপন ছবি।

সৃষ্টি করলে তুমি চাঁদ, দিশার তারা
মেনে চলে সবে প্রভু তোমার ইশারা।
বাতাসে ভেসে আসে ওই ফুলের ঘ্রাণ
মন হরা প্রিয় ঐ পাখির কণ্ঠে গান।

কেঁপে ওঠে মাটি পেলে আকাশের ডাক
মেঘ হতে ওই বৃষ্টি হয় যে ফারাক।
জোয়ারে ভরে যায় ও নদীর দুকূল
আপন মনে সবে মানে তোমার রুল।

চলে সবে তোমার পরে করি মালুম
মানতে যেন পারি ঐ তোমার হুকুম!
Imran Islam Apr 2018
বাংলাদেশ, তুমি মোর প্রিয় জন্মভূমি
তোমার সবুজে মিশে আছে মোর প্রাণ
গায় যে মনের গান- নদী-কলতান।
তোমার ভালোবাসায় চির মুগ্ধ আমি!

তোমার কোলে রয়েছে কত স্বপ্ন ঘুমি
স্নেহবদন বিভব সুরে বহমান!
রূপসী বাংলার মায়া মাখা রূপ চুমি-
খাঁটি মাটি-জলে কাটে নিষ্ক বর্তমান।

মোর সুখের গান বাজে তোমার সুরে
ভরে ওঠে এই মন নিশান ও স্বাদে
পাবো না আমি ও স্বাদ অন্য দরবারে।
তোমার কোলে কাটাই হরষ-বিষাদে!

বাংলাদেশে জন্ম, শুরু শুভ নবকাল
এখানেই মোর প্রাণ পাক পরকাল!
Imran Islam Feb 2018
বন্ধু আসবে তাই বুঝি আজ জোছনা ছড়ায় চাঁদ
বন্ধু আমার জীবন সাথী বন্ধু আমার সব
বন্ধু আসা কল্পনা কী আমার অপরাধ?

কেউ বোঝে না কত মধুর বন্ধু' মনের বাণী
বন্ধু আসলে তাই তো সবে করে কানাকানি
কেন শুধু রটাও তোমরা বন্ধুর অপবাদ?

আসতে তারে আমার ঘরে, নিষেধ করো বারে বারে
বোঝ না কেন প্রিয়ার হাসি কোন সে সুধার স্বাদ!

চাঁদ তুমি দিও আলো, সখার সাথে মানবে ভালো
মেঘেরাও কী সইয়ের সাথে করবে কোনো বিবাদ?

বন্ধু আমার হৃদয় জুড়ে, তারে কেন রাখো দূরে
মোদের চলার পথে দিও নাকো আর কোন বাঁধ!
Imran Islam May 2018
যার কণ্ঠে কোরানের ধ্বনি
মধুর সুরে আমি শুনি
তার বন্ধু হতে চাই!
যার চোখে দ্বীনের আলো
যার অন্তর পূণ্য পেলো
সে হবে মোর ভাই!

যার হৃদয় ভরা ভয়
দিয়েছে প্রভু দয়াময়
তাকে যেন সাথি রূপে-
আমি কাছে পাই!

যার মুখে সত্য কথা
যার মনে ঈমান গাঁথা
তার পিছু চলতে আমার-
কোনো বাধা নাই!

যার জীবন খোদার পথে
যার প্রেম নবির সাথে
তার মতো আমিও-
প্রেমিক হতে চাই!

[২৮/০৫/১৮]
Imran Islam May 2018
বর্ষায় নামে বৃষ্টির ধারা
ডুবে যায় সারা দেশ
গ্রামগুলো দাঁড়িয়ে থাকে
পানির থৈ থৈ রেশ।

পথ চলে ভেলায় করে
কাছে হোক কিংবা দূরে
ভেজা বনে পাখির ডানা
যত্নে ডাকে আপন ছানা।
কালো হয়ে রয় সারা দিন
ওই সকল মেঘের দেশ।

দস্যি ছেলে বৃষ্টি ভেজে
খেলা করে জলের সাজে
হাঁসগুলো ওই হারিয়ে ছোটে
দূরের বিলে গিয়ে জুটে।
কখনো ভারি বৃষ্টি ঝরে
কখনো মনে হয় শেষ।

ডুবে যায় মাঠ-ঘাট
বসে না গাঁয়ের হাট
কাজ ছেড়ে ঘরে বসে
গল্প জমে রঙে রসে।
বন্ধি যেন কিষাণ মেয়ে
আর ভেজা বধূর কেশ।

ছাগল গরু খরে বাঁধা
খেতে পায় আধা আধা
বকগুলো সব মাছের আশায়
ফেরে না যেন বাসায়।
সব পাখিরা ক্লান্ত হলেও
বকগুলো ওই মজায় বেশ!

বন্ধি পাড়া নেই কো তাড়া
মনে সবাই জপে খরা।
বাদল যেন যায় না টুটি
পড়া লেখায় কত ছুটি!
আপন মনে বর্ষা ধারা
করছে যেন শক্তি পেশ।

গাঁয়ের সবাই বন্ধি থেকে
বর্ষা নিয়ে স্বপ্ন আঁকে-
বাদল যদি যায় থমে
কাজে সবে পড়বে নেমে।
এই তো বর্ষা এই তো বাদল
এই গ্রাম-বাংলাদেশ!

[২৪/০৬/০৭]
Imran Islam Apr 2018
এসেছে বসন্ত, ডাকে সুরের কোকিল
বাতাসে ভাসে বসন্ত-ফুলের সুবাস
পাতায় পাতায় নব জীবনের মিল,
আজ নন্দিত অবনি, দখিনা বাতাস!

সবুজে ভরে দিতেই এলো মধু মাস।
প্রকৃতি হর্ষিত আর ভুবন জামিল,
দোলে কুঞ্জ-তরু পেয়ে দখিনা অনিল।
সব ক্লান্ত দেহে জাগে বসন্ত উল্লাস!

সঞ্চয় করেছে শক্তি সকল শিথিল
বেলি পুষ্প প্রেমে সব নিশিথ উদাস।
সবুজ নিপুণ রূপে মাতে তনু-দিল,
বসন্ত রেখে কে হতে চায় পরবাস!

প্রকৃতি- গানে, সমীর সুবাসে- তরুণ
নবীন, সঞ্চয় করো মধুকাল গুণ!
Imran Islam May 2018
জামানের মতো সুখী পরিবার থাকার পরেও যাদের মনে অসুখ,
জুনায়েদের মতো পাখিদের যদি খোলা আকাশে ডানা মেলার স্বপ্ন থাকে
তবে অসুস্থ সুমনকে সঙ্গী করতে না পারলেও নাজমের মতো দুষ্টু,
শিমুলের মতো ঝানু আর মাসুমের মতো সরল বন্ধুদের নিয়ে
ঘুরে আসতে পারি স্তব্ধপ্রায়
নদী ছুঁয়ে যাওয়া সবুজ কোন গাঁয়।
        
যেখানে ‘সোনার তরী’র মত খেত, চাষি ও পাকা ধান বোঝাই খেয়া
আর গন্তব্যে ফেরার জন্য মাঝি ভাইয়ের বড্ড তাড়া।
খোলা চুলে মায়ামাখা হাসির পরেও পল্লি বালাদের লাজুক কন্ঠে-
আমবাগানে ঢিল ছুড়তে বারণ!

খানিক বাদেই দুষ্ট ছেলেদের ভ্রান্ত চাহুনিতে মুসকি হাসির মিষ্টি কথায়
কাপা কাপা স্বরে দাদুকে সাদা বক দেখিয়ে দেওয়ার মতো
কম বয়সী মেয়েটির জবাব- ‘উনারা শহরের মানুষ, তাই দুটো আম দিয়েছি’।
বিনে পয়সায় দুই হালি প্রায় আম পাওয়াতে লাল ওড়না জড়ানো চঞ্চল কিশোরীটি
একটু বেশি ধন্যবাদ পাবার যোগ্য।

সংসারপ্রেমী কৃষাণবধূর দুধের গাইটি চৈত্রের রোদ থেকে গাছের ছায়ায় বাঁধা,
ছাগল ছানা দুটিকে অক্লান্ত তাড়া করা,
হাসগুলোকে ধানখেত থেকে চুপি চুপি নিয়ে আসা
আর গৃহবধূর লাজুক আঁচলের রূপ যেন আপনের মতো।
কৃষকের খেত ছোঁয়া ভালোবাসা ফের ক্লান্তিতে বিশ্রাম- চেনা চেনা মনে হয়।
আর পল্লির বুকে খেয়া পারাপার ও নৌকোচরে গন্তব্যে পাড়ি দেওয়া
সত্যিই ছবির মতো।

নদীর কোলে ঝুঁকে থাকা গাছে চড়ে বালকদের দোল খাওয়া,
দামাল ছেলেদের এক সাথে পুকুরে ঝাঁপ দেওয়া
আর সারা গাঁয়ে ছুটে বেড়ানোর ছবি সেই শৈশবকে কাছে পাবার মতো।

মুক্ত পাখির ডানার মতো শেষ বসন্ত ছোঁয়া সবুজ গাঁয়ে ধান-শালিকের মেলা
বকের সারি আর ঝোঁপের মধ্যে একটি ডাহুকের দৃশ্য
মনে করিয়ে দেয় আপন নীরের কথা, যা এখন অতীত!

তবে ডোবা থেকে আসা পচান পাতার ঘ্রাণ,
হিজল বনে অচেনা বুনো ফুল আর দখিনা সমিরণে-
খোলা গাঁয়ে জুনার ‘বান্ধবী’ বন্ধীদশা থেকে মুক্তি পেয়ে- উল্লাসে আত্মহারা!
Imran Islam Apr 2018
আমি বাংলায় কাঁদি হাসি
বাংলায় গান গাই
যখন বেদনায় ভাসি
বাংলায় সুধা পাই!

বাংলাই আমার মাতৃভাষা
বাংলা ভাষাই প্রাণ
বাংলায় দেখি সহজ দিশা
বেদনা- পরিত্রাণ!

বাংলা আমার চোখের আলো
বাংলা মুখের ফুল
বাংলা ভাষাই শ্রেষ্ঠত্ব পেলো;
নেই বাংলার তুল!

ভাষার বলে বলতে পারি-
'আমিও তো বাঙালি'
ভাষা-প্রেমে লয় করে- অরি
স্বাধীন পথ চলি।

বাংলা, তুমি গর্বিত আজ-
যাঁদের রক্ত-জলে
তাঁরাই বাঙালির তাজ;
তাঁরা উদয় কালে।

হে বাংলা ভাষা,
তুমি শহিদের রক্তে-
শুদ্ধিলে- 'একুশ' অক্তে!
Next page