Submit your work, meet writers and drop the ads. Become a member
 
Imran Islam Feb 2018
কাছে থাকতে বুঝিনি আমি ভালোবাসা কারে কয়
দূরে চলে যাবার পরেই জেগেছে যত ভয়
আবুঝ যত মনের ভাষা আমাকে ব্যাথা দেয়
সে ছিলো ভালোবাসা, ছিলো না কোনো অভিনয়!

সুখের সে দিনগুলো যেন ছিলো আভেগ ভরা
এত কাছে থেকেও প্রেম দেয়নি কখনো ধরা
কত বোকা ছিলাম আমি, বুঝিনি চোখের ইশারা
অধরা সেই প্রেম আজ জেগেছে স্মৃতির পাতায়!

বুঝিনি সে পুতুলের সংসার, বুঝিনি সাঁঝের ভাষা
বুঝিনি সে আলতো আবেগ, বুঝিনি ভালোবাসা
বুঝিনি সে দিন কত সুখ ছিলো গায়ে চেঁপে বসা,
অধরা সেই প্রেম আজ জেগেছে স্মৃতির পাতায়!

সবার চোখ আড়াল করে ছুঁয়ে দেয়া সেই ক্ষণ
পাখিদের ঘর দেখতে যাওয়া দখিনা সবুজ বন
কতই না মিষ্টি ছিলো সেই আবেগি অবুঝ মন,
অধরা সেই প্রেম আজ জেগেছে স্মৃতির পাতায়!
Imran Islam May 2018
কেন এমন হয়?
কেউ ডাসবিনে ফেলে দেয়
কেউ না খেয়ে রয়!

কারও মুখে হাসি
কেউ যে কষ্টের অধিবাসী
কারো গলায় ফাঁসি!

কেউ রাস্তার বোঝা
মাথায় দে ইট-কনু-কব্জা
কারো বিলাসী শয্যা।

কেউ বিলায় শ্রম
আর কারো নেই কোনো ক্ষম
কেউ পায়নে দাম।

কেউ যাতনে শেষ
কারো খুশি ভরা স্বপ্নদেশ
কারো বীরের বেশ।

কেউ দুর্নামে পড়ে
কারো শুধু বৃথা নাম করে
কেউ নিজেই মরে।

কেউ যে বড় মিয়া
সব পেতে চায় দাম দিয়া
খেলে দুর্বল নিয়া।

কত চলবে আর
অসহায় প্রাণে অনাচার,
রবে জীবন ভর?

দোষী সাজলো ভালো
নিষ্পাপ যে মার খেলো
এ কী সভ্যতা হলো?

দুস্থ বলে কী তারা-
দাস হবে এ সমাজ-ধরা?
সে অধিকার হারা!
Imran Islam May 2018
ধরায় স্বর্গ স্নিগ্ধ বসন্ত
বর্ণিল সাজে আজ দিগন্ত
নন্দন স্বাদ চির অনন্ত,
বাংলার প্রাণ তাই ফুটন্ত।

তারুণ্যে দেশ, তপ্ত সীমান্ত!
ফুলের ঘ্রাণে অলি অশান্ত
কোকিল কণ্ঠ যেন অশ্রান্ত,
বাংলার প্রাণ আজ ফুটন্ত।

চঞ্চল রবে সুধা যুগন্ত
ভোরের বায়ু বয় অক্লান্ত
প্রকৃতি- প্রাণ পেয়ে জীবন্ত,
বাংলার রূপ বন ফুটন্ত।

তরুণ, তুমি হও সুশান্ত
সত্যের গান গাও অভ্রান্ত,
সংযোমী হও সব দুরন্ত
সঞ্চয় করো সুধা বসন্ত!
Imran Islam Dec 2017
ওগো শহিদ, তুমি ক্ষমা করো!
তোমার ত্যাগ করিনি প্রণাম
নাজানি কত অভিশাপ করো
তোমার কাছে ক্ষমা চাইলাম!

এ হৃদয় পায়নি সজীবতা
পায়নি তো কোনো নিষ্ক সম্মান
এ যে আমার দায়িত্বহীনতা
এ আমার গুণনে; অপমান!

সেই নিষ্ক স্বপ্ন দেখি না- আমি
কেনো যানি নেই ভ্রাতৃত্ববোধ
দস্যুর হাতে পূত জন্মভূমি
শত্রুর সাথেও যে অবিরোধ!

বৈরীর সাথে হয় কোলাকুলি
সভা মগ্ন নগ্নতার উপর
মৈত্রীর সাথে হয় গোলাগুলি
পতি হয় নির্মম, স্বার্থপর!

শুধু গুণ-গান দায়িত্ব নয়;
আমি হবো তোমার স্বপ্ন-যুক্ত
এ হৃদয় যদি তোমার হয়
তবে স্বার্থক বাঙালির রক্ত!
Imran Islam Jun 2018
আজ তোমার হিজল বনে
অন্য পাখি গায়
কত অচেনা সে মাঝি দেখি
তোমার ঐ নায়!

আজ তোমার চোখে নতুন
কত স্বপ্ন ভাসে
তোমার ভোরে পুবাল দোরে
অন্য রবি হাসে।

আজকে তোমার কণ্ঠে শুনি
অন্য কারো গান
তোমার বুকে কীসের সুখে
ভরা অভিমান!

আজকে তোমার স্বপ্নে আঁকো
অন্য কারো ছবি
তোমার হৃদয় খুঁজে নিলে
অন্য কোনো কবি!

আজকে তোমার হাসি দেখে
এত খুশি লাগে
তোমার সুখে পাইনি কষ্ট
স্মৃতি অনুরাগে।

ভালোই আছো বন্ধু আমার
ভোলো থেকো তুমি
নেই অভিমান অভিযোগ
ভালো আছি আমি।

[০৫/০৮/১২]
Imran Islam Dec 2017
সবি হবে লয়
শুধু তুমি নয়
তুমি ঈশ্বর!

তুমি বিশ্ব-প্রভু
ক্লান্ত  নও কভু
নও নশ্বর!

প্রভু তুমি চালো
নভ মাটি আলো
সৃষ্ট প্রসর।

এক দিন হবে
মাথা পেতে নেবে
জিন, বাশার।

নেবে না কো তুমি
কোন- রূপ, ভূমি
কারো আসর।

সে যে শেষ দিন
স্হির তুমি হীন
ব্যস্ত হাশর।
Imran Islam Oct 2017
আকাশ ভরা তারায়
জোছনা মাখা ধরায়
ফুল ফোটা এই ভোরে
ঘুম হরা ওই সুরে
পাই যেন গো তোমায়!

শিশির ঝরা এ ঘাসে
হৃদয় ছোঁয়া বাতাসে
পাহাড়ের ও ঝরণে
নদী ঢেউ কলতানে
পাই যেন গো তোমায়!

বৃষ্টি ভেজা কাঁচা বনে
মন দোলা মধুগানে
শরতের সাদা মেঘে
বৈশাখী মাতাল বেগে
পাই যেন গো তোমায়!

সোনালি ধানের ক্ষেতে
বসন্তের উষ্ণ বাতে
রূপসী বাংলার রূপে
পাই যেন গো তোমায়!

হে তরুণ, তুমি হবে-
আগামির ভব নভে-
অরুণ। তোমাতে জয়;
তুমি শ্রীযুগে অক্ষয়...
Imran Islam Dec 2017
উষায় জাগিয়াছি ভাই
জাগো তুমিও
জয় করে পৃথিবী শান্তিতে-
ফের ঘুমিও!

দেখ না ভাই, মোর লালে
হাসে পৃথিবী
সকলেই তুলিয়াছে মাথা
চঞ্চল সবি।

রাতের আঁধার নিকৃত
আমার তাপে
তোমার মনে কেনো ভ্রান্ত-
রেখেছ চেপে?

আমি তো তপ্ত; উষ্ণ করি
সবার মন
তুমিও উষ্ণতায় দেখো
নব সপন।

রাজপুরী-ধূলি কুটির
ওগো তরুণ,
কাড়িয়া কাড়িয়া নে তোরা
মোর অরুণ!

স্বপ্ন বিনে কভু মিলেনা
উচল দ্বার
স্বপ্নই জীবনের বিভা;
স্বপ্ন সুন্দর...
Imran Islam Nov 2017
বিশ্ব যখন তুঙ্গে
এ অলস আঙ্গে
বাতুলের ভঙ্গে
আমরা পড়ছি বেঙে।

বিশ্বে যখন উচ্চ শিক্ষা
তখন আমরা চাচ্ছি তিতিক্ষা
বিশ্বে যখন হচ্ছে দীক্ষা
তখনও আমরা করছি ভিক্ষা।

বিশ্ব যখন উজ্জ্বল
আমরা তখনও দুর্বল
বিশ্বে যখন সকাল
আমরা তখন নিদ্রাদুলাল।

বিশ্ব যখন নতুন
আমরা সাজি প্রাঘুণ
বিশ্ব যখন তরুণ
তখন আমরা অলস-তরুণ।

এসো হে তরুণ, গড়ি-
দেশ, বিশ্ব সম করি
তারুণ্যের বাড়াবাড়ি
স্বজাতির জন্য স্মরি।
Imran Islam May 2018
মাগো, অশ্রু কেন তোমার চোখে
কেন মেঘের আঁধার তোমার মুখে
বলো, কিসের তোমার ভয়?
তোমার খোলা মাঠে-বনে
শত্রুরা ফের আঘাত হানে
এই কী তোমার ভয়?
মাগো, এই তো তোমার ভয়!

তোমার ধন-রূপের মাঝে
দস্যিদের ওই শঙ্কা বাজে
তোমার বুকে হানতে আঘাত
শত্রুরা সব দায়,
এই কী তোমার ভয়?
মাগো, এই তো তোমার ভয়!

তোমার বনের পাতায় তোমার সাগর জলে
শত্রুরা ওই বাসা বাঁধে দস্যি ছুটে চলে
ওরা তোমার পায়ে শিকল দিতে চায়,
এই কী তোমার ভয়?
মাগো, এই তো তোমার ভয়!

[১২/০৫/১৮]
Imran Islam May 2018
ওগো আমার আত্মা
জাগে কী এতটুকু ভয়
সৃষ্টি করেছে তোমায়-
কোন সে মহাসত্তা?

কী আছে অহংকার
এত অসারতা নিয়ে?
জানো এক দিন গিয়ে-
দাড়াবে তাঁর দ্বার!

ভুবন তো নয় স্বর্গ
কেন এত সুখ চাও?
ছোট্ট সফরে কী পাও!
এ শুধু ক্ষণ-মার্গ।

ধরা পরীক্ষা কেন্দ্র
সফলতা অন্বেষক,
সাথী করো না আলোক!
আত্মাকে করো ভদ্র।

তোমার এ দায়িত্ব;
কেন করো অবহেলা?
চলে যাবে সব বেলা
তোমার কী অস্তিত্ব!
Imran Islam Jun 2018
কে করেছে খেতে মানা?
ধরতে গিয়ে পাখির ছানা
নিলাম কটা আম!
ওরে বাবা একি আবার,
গলা শুনে তোমার দাদার
ঝরলো কত ঘাম!

না, না, কাঁচা আমে টক বেশি
পাকলে তবে খাবো
তাই বলে কি আম নেবো না
খালি হাতে যাবো!

সে দিন ছিলো দুপুর বেলা
সে কি বাবা রোদের খেল
গা পুড়ে যায়!
একা একা কবার তাকাই পিছে
তবু চুপে চুপে ওঠলেম গাছে;
বাবা কত ভয়!

যখন আমি ধরতে গেলাম
কাঁচা আমের থোকা
জানতো কে রে কামড়ে দেবে
খেপা ভল্লা পোকা!

যা বাবা, যা হবার তাই হলো
মাগো রে, পড়ে গিয়ে টুটে গেল
আমার দুটি দাঁত!
এই না হলে চুরির মজা
পা দুটো আর হয় না সোজা
ভাঙলো ডান হাত!

[১০/০৫/১২]
Imran Islam May 2018
আমাকে দাও মুক্ত ভোর প্রথম দিগন্ত
আমি দেবো দখিন দ্বারে ফুলের সুগন্ধ
আমি দেব তোমায় ওগো নতুন বসন্ত!

আমকে দাও মুক্ত কণ্ঠ শুদ্ধ অভিধান
খুব সকালে দেবো ওগো মধুমাখা গান
আমাকে দাও মুক্ত ভূমি চির অনন্ত!

আমাকে দাও যোগ্য শিক্ষা মুক্ত আসন
তবে আমি দেবো হাসি দেবো সুশাসন
আমাকে দাও আলোর দিশা; চাই না ভ্রান্ত!

আমাকে দাও স্বাধীনতা দাও না অধিকার
তোমার মুখে হাসি দেবো করছি অঙ্গিকার
আমায় করো শান্ত সিদ্ধ ক্ষীপ্ত দুরন্ত!

আমাকে দাও মুক্ত হস্তে সাগর সমান জল
আমি দেবো ঢেউ জাগানো শক্তি সাহস বল;
বইতে রাজি পাহাড় সমান থেকে অশ্রান্ত!

[২২/০৩/১১]
Imran Islam May 2018
ওই মক্কা-মদিনার পথে আমায় করো মুসাফির
জুলুম করেছি নিজের সাথে; দেখাও মোরে তীর।

পাপে ভরা এই কালো দুনিয়ায়
মোর মনে দিও তোমার ভয়;
তোমার চরণে যেন নত থাকে শির।

যে পথটি আমার চির ঠিকানা
সেই পথটি যেন না হয় অচেনা;
মোর কাফেলা হোক শান্তি-শিবির।

আমাকে দাও পূণ্য-জ্ঞান ওগো রহমান
মোর হৃদয়ে রাখো দ্বীনের আলো বহমান;
আমায় করো পূণ্য-পথিক- মহানবিজির।

[২৭/০৫/১৮]
Imran Islam May 2018
আমি জিঞ্জিরে বাঁধা- পিঞ্জরে
এই জিঞ্জির ছিড়ে পিঞ্জর ভেঙে
মুক্ত করো না,
আমায় মুক্ত করো না!

আমি নেই নন্দনে
ভিজে আছি ক্রন্দরে;
নন্দন দিয়ে ক্রন্দন মুছে
দাও না সান্ত্বনা,
আমায় দাও না সান্ত্বনা!

তুমি কেন শান্ত
দেখো না ভ্রান্ত;
শান্ত মনে ভ্রান্ত ভেঙে
সত্য ভাবো না,
আমায় মুক্ত করো না!

তুমি রবে মুক্ত
আমি কারভুক্ত;
ওরে মুক্ত, ভুক্তকে-
একটু ভাবো না,
আমায় মুক্ত করো না!

আমিও তোমার মতো উষায়-
নিতে চাই ফুলের ঘ্রাণ
দিতে চাই ভোরের গান-
হিমেল হাওয়ায়।
আমার এ গায় তোমার মতো
শিশির পড়ুক না,
আমায় ছেড়ে দাও না!

[০৫/০৭/০৯]
Imran Islam Jan 2018
যেই পথটি তুমি করো ঘৃণা
যেই পথটি তোমার খুব অচেনা
সেই পথে আমায় ডেকো না
প্রিয়, সে পথে আমায় ডেকো না!

সুন্দর সব পথে, আমি যাবো তোমার সঙ্গে
আমায় রাঙিয়ে দাও তোমার সারা রঙ্গে
তোমার ওই সুখের ছোঁয়া থাকুক আমার অঙ্গে
আমি অবাক চোখে তোমায় দেখি, বারণ করো না!

তোমার হাসির মাঝে সকাল সাঁঝে
আমার মনের রবি লুকায় লাজে
যেন মন বসে না কোনো কাজে,
তোমার সুখে প্রিয় মোর সুখ, ভুলে যেও না!
Imran Islam Apr 2020
আমি তোমার মতো একটি শিশু
তোমার মতোই স্বপ্ন আমার,
আমার হৃদয়টিও তেমাার মতো,
আমি তোমাদের মতোই মানুষ!
আমার আছে তোমার মতোই বেঁচে থাকার অধিকার!
আমারও অধিকার আছে, তোমার মতো স্বাধীনতার!

আমি তোমার সাথে খেলতে চাই
আমি তোমার মতো হাসতে চাই,
তোমার মতোই আমাকেও ঘুমোতে দাও,
তোমার মতো একটি শান্ত সকাল দাও।
আমার আছে তোমার মতোই বেঁচে থাকার অধিকার!
আমারও অধিকার আছে, তোমার মতো স্বাধীনতার!

কেন আমার পথে রক্তক্ষরণ?
কেন আমার দেহেই বিস্ফোরণ?
কালো ধোঁয়ায় আমার আকাশ আঁধার করো তমি,
কেন অস্ত্র দিয়ে দখল নিচ্ছো আমার জন্মভূমি?
আমার আছে তোমার মতোই বেঁচে থাকার অধিকার!
আমারও অধিকার আছে, তোমার মতো স্বাধীনতার!

আমার স্বপ্ন ভেঙে দেওয়ার অধিকার তোমার নেই
আমার পিতা-মাতাকে মারার সাহস তুমি পেলে কই?
আমার বন্ধুকে মারার অধিকার তোমার নেই
তোরা সব নির্মম খুনি; তোরা সব হৃদয়হীন!
আমার আছে তোমার মতোই বেঁচে থাকার অধিকার!
আমারও অধিকার আছে, তোমার মতো স্বাধীনতার!

আমি সত্য, সুবিচার চাই
আমি চাই হাসি ভরা মুখ,
নিরাপদ মাতৃভূমি চাই,
আমার একটু শান্তি চাই!
আমার আছে তোমার মতোই বেঁচে থাকার অধিকার!
আমারও অধিকার আছে, তোমার মতো স্বাধীনতার!

[২১/০৪/২০
EB
Imran Islam Jan 2018
আমি ভালোবাসি আমার চেখের জল রাশি
যেন তারা শুধু তোমার জন্য কাঁদে
কোনো ভয় জাগে না আমার হৃদে
কারণ আমি তোমায় অনেক ভালোবাসি!

তোমার হাসিতে আমি ভুলে যাই সব ব্যাথা
যেন ওই হাসিতে প্রিয় মধুমাখা
আমি কোনো সুখ চাই না সখা,
যখন দুঃখ থাকে তোমার হৃদয়ে গাঁথা!

প্রিয়া, মাঝ রাতে জেগে উঠি আমি
শুধু তেমায় মনে করে
আর তোমায় অনুভব করতে কোন
আলো চাই না আমার দোরে!

তুমি আমার জীবনের সারা নিঃশ্বাস
এ প্রাণ দেবো তুমি যদি চাও
আমি এই পৃথিবীকে করবো না বিশ্বাস
যদি তুমি আমার না হও!
Imran Islam May 2018
কণ্ঠে আমার পরাবো মালা
তোমার দেওয়া ফুলে
তোমার আঁখি দেখে দেখে
আমাকেই যাবো ভুলে।

হঠাৎ করে পথের ধারে
তুমি আমার দেখা পেলে
লাজুক অঙ্গে সঙ্গে সঙ্গে
বকুল-ঢালা দেবে ফেলে
আমি তখন করতে আপন
তোমায় সে ফুল দেবো তুলে।

যখন তুমি লাজুক হেসে
চলে যাবে আমায় ঘেঁষে
তখন আমি সুবাস নেবো
যে ফুল পরেছো তোমার চুলে।

যখন তুমি পিছন ফিরে
একটু দেখে নেবে মোরে
তখন আমার বাঁধন হৃদয়
সুখের বানে যাবে খুলে।

সে দিন থেকে তোমার মনে
আসবো আমি ক্ষণে ক্ষণে
জানি জানি সেদিন থেকে তুমি-
আমায় রবে না আর ভুলে।

[২৬/০৫/১৮]
Imran Islam Oct 2017
স্বার্থক আমি, জন্মেছি
অপরূপ দেশে
গর্বিত আমি, বাংলাকে
প্রাণে ভালবেসে!

প্রভাতের সমীরণ
পুবালি অরুণ
মধুর গুঞ্জন মন
করে যে তরুণ
সতত রইবো আমি
এ বাংলার পাশে!

বট-ছায়া ধান ক্ষেত
রূপালি জোছনা
মুগ্ধ করে মন-প্রাণ
পাহাড়ি ঝরনা
আমি যে উদাসি, বাংলা-
বেলির হরষে!

আমি চাইনা বাংলার
ধনি ধন রত্ন
ধন্য আমার জীবন
পেয়ে তার যত্ন
জাগ্রত আমি বাংলার
রঞ্জিত পরশে!

সবুজে ঘেরা এ বাংলা
ভুলিবো না আমি
সে যে আমার প্রাণ
প্রিয় জন্মভূমি
বাংলার রূপে মুদিতে-
চাই, চির হেসে...
Imran Islam Aug 2018
আমি তোমার থেকে কত দূরে
কেমন করে মন,
বারে বারে চোখে ভাসে
তোমার সবুজ বন।

তোর মিষ্টি সকাল তপ্ত দুপুর
ব্যস্ত বিকেল বেলা
পদ্ম তোলা মত্ত-মাতাল
দিঘির জলে নই-খেলা;
খুব পরছে মনে শোন!


তোমার ভোরের হাওয়া
ফুলের সুবাস
দোয়েল পাখির গান
অলির প্রেমে পরাগ ছোঁয়া
প্রথম রৌদ্র স্নান
এত ভরায় আমার মন!

তোমার সন্ধ্যা নামা গ্রাম
তোমার জ্যোৎস্না মাখা রাত
মন হরা ওই বেলির গন্ধ
শান্ত শীতল বাত
চাই পেতে চাই সব
চাই পেতে চাই এখন!

[ইকবাল পুর, কলকাতা, ০৮/০৮/১৮]
Imran Islam Apr 2018
আমি করতে দমন বৈরী
মাগো, তৈরি আমি তৈরি!
যেখানে তোমার ক্রন্দন
দেবো সেখানে সুখবন্ধন,
যেখানে অশান্ত
করতে তা শান্ত
আমি দুর্দান্ত, তৈরি!

প্রভাত কিরণ করবো বরণ
টুটিয়া আমি তিমির রজন!
আমি ক্ষুব্ধ, আমি স্তব্ধ
আমি আলোর দিশারী,
তৈরি আমি তৈরি!

আমি না নিয়ে তৃপ্তি
নেবো না বিলুপ্তি
মগ্ন আমি- নগ্ন যেখানে বৈরী,
তৈরি আমি তৈরি!

অসহায় দুর্বল
হোক না সবল
সব অবিচার হোক চরণচারী
তৈরি আমি তৈরি!
Imran Islam May 2018
আমি চাই না তোমার নষ্ট প্রেম
পবিত্র প্রেম দিও যদি তুমি চাও
আমি চাই তোমার সুধা প্রেম
যাদি তুমি আমার প্রিয় হও!

আমি তাঁর বাঁধনে বাঁধা
যে পথ শুধু আলোয় সাদা
আমি কী সে পথ ভুলতে পারি
যে সকালের আলোয় দিয়েছে ভরি-
আমার নবীন নতুন হৃদয়ের গাঁও!

আমি তাঁর গৃহে বিরহে বন্ধি
যে পুবের আকাশে করায়
আলো আধারের সন্ধি
যে গন্ধ ছড়ায় ভোরের হাওয়ায়
যার পালে চলে জীবন নদীর নাও!

আমি শুধু তাঁর প্রেমে বেঁচে আছি
যে মোর হৃদয়ের খুব কাছাকাছি।
যেন তুমি বাঁধন হারা মুক্ত বনের পাখি
সকাল থেকে সাঁঝের মাঝে কত সখা-সখি;
কেন তুমি আমারে আঁধারের পথে ডেকে যাও!
Imran Islam Jul 2018
আমার তপ্ত আকাশে তোমার প্রতিচ্ছবি ঘন মেঘের মতো
আমার অলস দ্বারে তোমার হাসি ভোরের আলোর মতো
তোমাকে একটু দেখতে না পেলে ভেঙে যায় এই মন
তাই আমার জীবনে তোমাকে এত প্রয়োজন!

আমি শুধু একটি দেহ, তুমি তার আত্মা ও একমাত্র হৃদয়
আমি একটি পাখি, তুমি তার মিষ্টি গান ও মুক্ত ডানা
আমি তোমাকে ও তোমার নীরব ভালোবাসা ছাড়া-
একটি নতুন দিনের কথা চিন্তা করতে পারি না!
তুমি একটু বুঝতে চেষ্টা করো, আমি তোমাকে ভালোবাসি
অভিমান করো না, লাজ করো না প্রিয়সী!

আমি একা আর তুমি বৃষ্টি ফোঁটার মতো
যেন আমার কোমল ঠোঁট ছুঁয়ে দাও,
আমি শুধু ঢেউ আর তুমি সেই ঢেউ জাগানো গভীর সাগর
আমি ওই চাঁদ আর তুমি সেই চাঁদকে আলো দেওয়া রবি।
প্রিয়, তুমি যদি আমাকে এত দূরে রাখো তবে আমি ম্লান হয়ে যাবো!

[২৪/০৭/১৮] (E-B)
Imran Islam May 2018
আমি  সুখী হতে চেয়েছি; হতে পারিনি
আমি যেই পথে হেটেছি; শেষ হয়নি
আমি যে গান গেয়েছি তাতে ঘুম ভাঙেনি
কারো মন কাড়েনি কারো মন বসেনি!

সুখের সময়টা যেন পলকের মতো
দুখের বীণাটা মনে বাজে অবিরত
মন তবু ছুটে ধায় সুখ কোথা পাওয়া যায়
না না, তবুও একটু সুখ মেলেনি!

সুখ যেন মনে হয় বাতাসের মতো
কষ্ট যত বড় পাহাড় নয় বড় ততো
জীবনের সব যেন মানে না আমায়
তবু স্বপ্নরা বেঁচে আছে, কভু ভুলিনি!

[১০/০৫/১৮]
Imran Islam Jul 2018
'আল্লাহ মহান আল্লাহ মহান'
রবে ডাকে মুয়াজ্জিন
আল্লাহ ছাড়া নেই কো প্রভু
শেষ বিচারের দিন!

'খোদার রাসুল মুহাম্মাদ'
ও রবে দিচ্ছে সে সংবাদ
ও নামে পড়ে দুরুদ
আসমান ও জমিন।

'এসো এসা নামাজে
এসো এসো সৎকাজে'
ওই ধ্বনিতে সাড়া দিয়ে
জামাত করে মুছল্লিন।

'ঘুমের থেকে নামাজ ভালো'
সেই সুরেই ভোর হলো
শয্যা ছেড়ে ওঠো সবে
ওগো মুসলিমিন!

'আল্লাহ মহান আল্লাহ মহান
আল্লাহ ছাড়া নেই মহিয়ান'
সেই আযান আমার কানে
আসুক চির দিন!

[০২/০৭/১৮]
Imran Islam Jun 2018
মেঘ ডেকেছে আকাশ
বইছে মৃদু বাতাস;
ভেজালো ঐ বনাঁচল
আষাঢ়ের এ বাদল।

দূরের মেঘের কনে
প্রণয় বিলায় বনে;
ভেজালো পাখির দল
আষাঢ়ের এ বাদল।

মেঘে দেখে কান্না-হাসি
আত্মহারা ওই চাষি;
হারালো রোদের বল
আষাঢ়ের এ বাদল।

শুনে ঐ মেঘের ডাক
মেতেছে মাছের ঝাঁক;
ভরালো পুকুর জল
আষাঢ়ের এ বাদল।

বৃষ্টি পেয়ে গুঁজি বক
ছোঁ পুঁটি মাছের চক;
বিল ভরে ছল ছল
আষাঢ়ের এ বাদল।
Imran Islam Jul 2018
তুমি কী তবে দূরে দূরে রবে
আসবে না আর কাছে?
তুমি স্বপ্ন কেড়ে নেবে
আমার হৃদয় ভেঙে দেবে!
প্রিয়, আমার স্মৃতি তোমার মনে কী আছে?

যতই ভোর হয় ততোই জাগে ভয়
এ আলো যেন মিছে,
চাই না রবির উদয় এই আঙিনায়
যেন মোর নিপুণ শশী হারিয়ে গেছে!

ফুল ফোটে তোমার বনে
কাঁটার আঘাত আমার মনে;
ও ফুলের পরশ পেয়ে সুবাশ নিয়ে
অন্য কেউ রাঙে,
আমার আঁখি ক্লান্ত সখি
নীরব হৃদয় ভাঙে!
ওগো সখা, পাবো তোমার দেখা
আমি এই আশাতেই রবো বেঁচে!

[০৬/০৭/১৮]
Imran Islam Jul 2018
তোমার হৃদয় ছোঁয়া হাসির টানে
সন্ধ্যা ক্ষণে এই আঙিনায়
আসবো আমি ফিরে
তোমার ভেজা চরণ দেখতে সখা,
একা একা বিকেল বেলায়
আসবো নদীর তীরে!

খুব সকালে ঘুম ভেঙে মোর
শুনবো তোমার গান
তোমার মায়ামাখা মুখের হাসি
ভাঙবে আমার অভিমান।
ওই জাদু ভরা চোখে
আমার দুচোখ রেখে
স্বপ্ন আঁকবো তোমায় ঘিরে!

সারা দুপুর ব্যস্ত যখন
পড়বে তোমায় মনে
স্মৃতির পরশ মেখে তখন
আমি স্বস্তি নেবো বনে।
তোমার সুখে হেসে হেসে
যাবো প্রিয় ভালোবেসে,
আমার শত দুখের ভীরে!

আবার যখন সন্ধ্যা হবে
রবির আলো নিভে যাবে
তখন আমার তৃষা চোখে
তোমার রূপের জ্যোৎস্না মেখে
আমি ফিরবো আবার নীড়ে!

[২০/০৭/১৮]
Imran Islam May 2020
রাসূলের প্রেম, ভালোবাসা আমার চির স্বপন
আমার আঁখি দেখবে কখন, তোমার দু নয়ন!
আর যতখানি দূরত্ব আছে আমার অন্তরে
সেই সব মুছে যাবে তোমার স্মৃতি মনে করে।

ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
ইয়া ইমামানা, ইয়া মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম।

ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
ইয়া শাফিয়ানা, ইয়া মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম।

আমি জানি তুমি কত দয়ালু, কত ক্ষমাশীল (ধর্মে)
আমি ভালোবাসা শিখেছি তোমার রেখে যাওয়া কর্মে
না না, আমি কভু হার মানি না আমার হতাশায়
তোমার নামে দুরুদ নিলে সব মুক্তি মিলে যায়।

ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
ইয়া ইমামানা, ইয়া মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম।

ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
ইয়া শাফিয়ানা, ইয়া মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম।

তুমি মানবপ্রেমের বীজ বুনেছো এই দুনিয়াতে
আর সে শাখাই নুয়ে পড়েছে তোমার দু হাতে
তুমি সন্ধান করেছো যে নুড়ি বুকভরা আশায়-
আর বিশ্বাসে; তোমার দুহাত ভরেছে তার পূর্ণতায়।

ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
ইয়া ইমামানা, ইয়া মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম।

ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
ইয়া শাফিয়ানা, ইয়া মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম।
Lyrics of Ali Magrebi (Arabic Version) ‍Song : Messenger of Love.
অনুবাদ : ইমরান ইসলাম
https://www.youtube.com/watch?v=9yPpucseRD4
Imran Islam Jun 2018
ওঠো খোকা ভাঙো ঘুম
দেখো, সোনা রবি ওই
এই বাবা গালে চুম
হাতে নাও খাতা বই।

পাখি শোনো- গান গায়
বনে কত ফোটে ফুল
হিম বায়ু বয়ে যায়
বাবা, যেতে হবে স্কুল।

আয় বাবা, ওঠ ওঠ
বেলা হলো কত ক্ষণ
খেয়ে নে না ঝট ফট
কই গেলো শুভ পণ?

আরে বাবা বোকা নাকি
এত ক্ষণ ঘুমে কেউ?
আর বেশি নেই বাকি;
এই হলে পাবে বউ?

ওরে বাবা ধেতা ছেলে
কোনো কথা যায় কানে!
দেবো নাকি দুটো গালে?
ওই দেখো দাঁত গোনে।

পড়া নাই লেখা নাই
তোরে নিয়ে জ্বালা বড়ো,
আছে শুধু খাই খাই
চলে যাও যেথা পারো!

বড়ো নয়; বোকা হবে
ভালো ছেলে এই করে!
ভোর হলে পাঠে যাবে
না, দেখো সে ঘুম ঘোরে।

দুই হাত ধরি কানে
আমি বোকা নাকি অন্ধ?
সব কথা নেবো মেনে
মা, ইস্কুল আজ বন্ধ!

[১৪/০৫/১২]
Imran Islam Apr 2018
সবার জন্য এ ঈদ
নিয়ে আসুক সু-হৃদ
বহুক সাম্যের হ্রদ
হোক না সব জাদিদ!

কী হবে মোদের ঈদে
আছি ব্যথা ভরা হৃদে,
ঈদে বুকে বাণ ভিদে
মজি এ কোন বিস্বাদে!

আজ নেই কোন বিভেদ
ভুলেছি সব বিবাদ
দীনের সাথে প্রমোদ-
বিলায়ে, কাটুক ঈদ!

এই ঈদ থাক শীর্ষে
সব হৃদে যেন বর্ষে-
ঈদ। দুলুক না হর্ষে-
মন,- ঈদ উত্‍কর্ষে!
Imran Islam Jun 2018
চাঁদ উঠেছে ওই আকাশে
বন্ধু তোরা কই ..?
আজকে কিসের লেখা-পড়া
কিসেরই বা বই!
ঈদ হাওয়াতে দোলে পাড়া
খুশি সকল সই
মাগো, ‘আমি একা’ ঘরে বসে-
কেমনে বল রই!

অনাথ যারা তাদের পাশে
আমরা সবে যাই
হয় যত যাকাত ফিতরা
সবার আগে দেই
ওদের সাথে মোরাও হেসে
ঈদেরি গান গাই
প্রতিবেশী কে..? স্বজন ওরা
ওরা মোদের ভাই!

মায়ের দুহাত ধরে কষে-
নতুন জামা চাই?
আম্মু বলেন- নেরে তেরা
এবার ঈদে এই!
সবার কাছে গিয়েই হেসে
বড় সালাম দেই
আমায় কিছু দিলেই তারা
দুহাত পেতে নেই।

গাঁয়ে পরল ঈদের সাড়া
বইছে স্রত-নই
সবার চোখে স্বর্গ বাসে
আমি একা নই!
নামাজ পড়ি গা-গায় মিশে
আব্বু আমি ভাই
ধনী গরিব জোয়ান বুড়া
কোন তফাত নাই।

আজ প্রেমে ভরা দেখে ধরা
আমি আবাক হই
যত- শত্রু-মিত্র অবশেষে
বুকে টেনে লই।
ঈদ যেন রয় বার মাসে
সে করুণাই চাই ...
একই সুতোয় বিশ্ব গড়া
কেহই পর নাই ...!

[২১/০৮/১০]
Imran Islam Nov 2017
তরুণ, ভীরু নও; নির্ভিক
তরুণ, ভীতু নও; সৈনিক
তুমি নিদ্রিত নও; জাগ্রত
তুমি বিক্ষত নও; অক্ষত

তরুণ, মৃত্যু নও; জীবন
তুমি বিরহ নও; মিলন
তুমি আপদ নও: সম্পদ
তুমি শিক্ষার্থী নও; ওস্তাদ

তরুণ, নিন্দা নও; প্রশংসা
তুমি বিবাদ নও; মীমাংসা
তুমি কর্কশ নও; কোমল
তুমি বিফল নও; সফল

তরুণ, অস্ত নও: উদয়
তুমি নির্দয় নও; সদয়
তুমি বিরত নও; নিরত
তুমি অশান্ত নও; শান্ত

তরুণ, ঠকা নও; জেতা
তুমি গ্রহিতা নও; দাতা
তুমি অধর্ম নও; ধর্ম
তুমি অকর্ম নও; কর্ম

তরুণ, কান্না নও; হাসি
রণভূমে ক্লান্ত নও; অসি
তুমি জমিদার নও: চাষী
তুমি আঘাত নও: বাঁশি

তরুণ, আঁধার নও; আলো
তুমি মন্দ নও; ভালো
তরুণ, বেদনা নও: আনন্দ
তুমি অপ্রিয় নও; সুর-ছন্দ

তরুণ, বেতাল নও; তাল
তুমি বেহাল নও; হাল
তুমি নিরাশা নও; আশা
তুমি ঘৃণা নও; ভালোবাসা...

তরুণ, তুমি প্রিয় জনের সপন
আর এই বিশ্বে সবার আপন
তরুণ, রাতের কোলে ভোর
আর তুমি সবচেয়ে প্রিয় মোর!
Imran Islam Dec 2017
এমন কালে আমরা করি বসবাস
শিয়াল ভয়ে পালায় দেখে পাতিহাঁস
ব্যাঙ দেখলেই সাপের বাজে বারোটা
সওয়ারীর পিঠে চরে তার ঘোড়াটা!

হরিণের থাবায় বাঘের গাল যায়
ছাগলে ভাত খায়, মানুষ কি না চায়!

ডুবে যায় যে মরুভূমি পানির তলে
মেঘের উপর পাল তোলা নৌকা চলে
গাছে বাসা বাঁধে ভাই শত শত মাছ
পাখিরা খুঁজে নেয় নদীর তলে গাছ

মেয়ে সাজে- ছেলে; ছেলে দেখে নেই চুপ
রূপ নাই যার সেও সাজে নানা রূপ!

নিজ বাসে পিক কভু পারে কি ডিম!
পারবে কী ডিম মানুষ নামের টীম?
Imran Islam Dec 2017
ধরায় ফিরে আসুক উষালগ্ন
পরিমল লোভে অলি হোক মগ্ন
প্রকৃতি পাক- নব প্রাণ
সমীরে থাক- পুষ্প ঘ্রাণ
শিশির কনা পাক রৌদ্র
কেটে যাক রাত্রি বিনিদ্র!

জাগিয়া ওঠো শিথিল
লও প্রভাত অনিল
দেখ, ঐ অরুণ রবি
চঞ্চল করেছে সবি,
ছুড়ে ফেলে দাও আবরণ
নিয়ে নাও প্রভাত কিরণ!
Imran Islam Apr 2020
আমি শুনবো না, শুনবো না কে কী মোরে বলে
আমি এই দেশ এই গ্রাম এই মাটির দলে।
যদি যাবো আমি দেশান্তরে
তবু আসবো আবার ফিরে ফিরে,
চলবো গাঁয়ের পথটি দিয়ে
হারানো মোর স্মৃতি নিয়ে,
আমি খেলবো আবার মাঠের ধুলায়
করবো স্নান নদীর জলে!

সময়ের স্রোতে আমি যাই যেথা যত দূর
মোর হৃদয়ে রবে তোমার কল্লোল সুর।
নদীর কূলে চাঁদের আলো, তারার বাতি
এই পুবের হাওয়া, ফুল ফোটা প্রকৃতি;
পারবো না, পারবো না ভুলে যেতে।
আমি আসবো ফিরে এই বসন্ত-বর্ষাকালে!

আমি মুগ্ধ হবো চেয়ে রবো দেখবো সবুজ বন
আমি বন্ধু হবো বুকে নেবো যারা মোর আপন।
ওই অস্ত-রবি ওই গোধূলির ছবি
ওই সন্ধা আঁধার ওই বিজলি অভি
মোর মনে লেগে আছে প্রাণের মতন;
আমি এখনো হারিয়ে আছি ওই বেলি ফুলে!

[০৯/০৪/১৯]
Imran Islam Apr 2020
এই ক্ষণ ক্ষণে শ্রাবণ ঝরণে
সখি, তোমারে পরেছে মনে।

এই একা বসে থাকা
ওই আকাশ মেঘে ঢাকা
মন বসে না আমার
প্রিয়, মন বসে না তুমি বিহনে!

দুজন বসে একই সাথে
সবুজ বনে আঁখি পেতে
ইচ্ছে করে শ্রাবণ ধারা-
দেখি এই লগনে!

এই বৃষ্টি- কানন এত ভালোবাসে
সেই সুখ জানায়- দোলা বাতাসে
তুমিও সখা দাও না দেখা,
জাগাও হরষ আমার প্রাণে!

তুমি যদি এসো এই বিকেলে
সখি, তুমি যদি হাসো বারি-জলে
তবে আমি চেয়ে রবো, মুগ্ধ হবো-
তোমার ভেজা চরণ নাচনে!

[ইকবাল পুর, কলকাতা, ১১/০৮/১৮]
Imran Islam Apr 2020
এই শরতে তোমায় পেতে
করো না বারণ,
দেখো, শুভ্র হয়ে গেছে
পুরোনো কাশ বন।
তবে তুমি কেন নয়!

এই শিউলি শিশির ভোরে
দেবো আমি কুড়ে-
সকল ঝরা ফুল।
ওগো, দাও না আঁচল পেতে-
আমার আঙিনায়!

এই টগর বেলি জবা
যেন তোমার অঙ্গভোভা,
তুমি গন্ধ-মাধবি।
আহা, তোমার সুখের হাসিতে
পদ্ম লাজে মরে যায়!

শরতের সাদা মেঘে
ও নীলের অনুরাগে
তোমায় ভরাভো সখি।
নদীর বুকে জ্যোৎস্না রাতে
চাঁদ ভাসুক তোমার গায়!

এই শরদ সন্ধ্যা রাত
তোমার কোমল হাত
আর একটু প্রণয় ক্ষণ;
না হয় শিশির মাখা প্রাতে-
দুজন হাটবো খোলা পায়!

[১০/০৯/১৯]
Imran Islam Aug 2018
আজ এই শ্রাবণ ঝরণে কানন কুঞ্জ বনে
হেটেছি তোমার সনে
বৃষ্টি ভেজা ঐ চরণে এ আঁখি মন হরণে
বাধা নেই নিরজনে।

তোমার ওই মায়া-মুখে
পরশ বুলায় শ্রাবণ সুখে
দেখে ওই ভেজা আঁখি
কী করে মন বেঁধে রাখি
হারিয়ে যাই শ্রাবণ বানে।

ভিজে যায় তোমার আঁচল
মুছে যায় বিন্দু কাজল
গায়ে মেখে শ্রাবণ বারি
এত পথ দিচ্ছো পাড়ি
কি যায় আসে বলো মন বারণে!

থেমে যাও শ্রাবণ ধারা
সখি আমার ভিজে সারা
লাজে ওই যাচ্ছে মরে
পথ যানি আর কত দূরে;
আমার সুখ সখির মন হরণে!

[ইকবাল পুর, কলকাতা, ০৫/০৮/১৮]
Imran Islam Aug 2018
এই ক্ষণ ক্ষণে শ্রাবণ ঝরণে
সখি, তোমারে পরেছে মনে।

এই একা বসে থাকা
ওই আকাশ মেঘে ঢাকা
মন বসে না আমার
প্রিয়, মন বসে না তুমি বিহনে!

দুজন বসে একই সাথে
সবুজ বনে আঁখি পেতে
ইচ্ছে করে শ্রাবণ ধারা-
দেখি এই লগনে!

এই বৃষ্টি- কানন এত ভালোবাসে
সেই সুখ জানায়- দোলা বাতাসে
তুমিও সখা দাও না দেখা,
জাগাও হরষ আমার প্রাণে!

তুমি যদি এসো এই বিকেলে
সখি, তুমি যদি হাসো বারি-জলে
তবে আমি চেয়ে রবো, মুগ্ধ হবো-
তোমার ভেজা চরণ নাচনে!

[ইকবাল পুর, কলকাতা, ১১/০৮/১৮]
Imran Islam May 2018
তোমার একটু দেখা হৃদয়ে মম-
সিন্ধু সলিল, সুধাসম!
কত দেখি পল্লি বালা
রূপসীর রূপের খেলা
মোর কাছে তোমার হাসিই প্রিয়তম!

তোমার ও কাজল আঁখি
লাজে যেন মাখামাখি,
এত হরষ জাগে
এত ভিরু লাগে
দিঘির জলে যখন তুমি নামো।

তোমার ও চোখের ভাষা
যেন মোর মনের ভাষা,
যে ফুল গন্ধ ছড়ায়
যে চাঁদ মন ভরায়
সেসব রূপ যেন তোমার সম।
Imran Islam Jan 2018
ওগো নব যৌবনা এ ভাবে করো না
এ যে হলো সূচনা
কেনো তুমি বোঝ না!

আসলে অলি তোমার ফুলে
সখের মধু নেবে তুলে
একটু বাধা মানো না!

আপুর সাথে রেশারেশি
করছো তুমি একটু বেশি
আবেগ তোমার সইছে না!

পাশের বাসার ছেলেটারে
করছো মনে বারেবারে
হাসছে কত কল্পনা!

পাড়ার কোনো দস্যি ছেলে
বলবে কথা একলা পেলে
কারো ছলে মন দিও না!

করতে তোমায় রচনা
বাড়ছে মধুর যন্ত্রণা
একটু বাধা মানো না!
Imran Islam Jul 2018
মলিন মুখে কেন প্রিয়া
এমন সুখের দিনে?
বলবো মনের সকল কথা
হারিয়ে যাবো বনে।

এমন মধুর ফাগুন হাওয়া
সকল প্রাণে দিচ্ছে দোলা
আজ মনের কথায় হারিয়ে যেতে
বনের দখিন দ্বার ওই খোলা।
আমার হৃদয় করতে রঙিন
কাটাবো সন্ধ্যা তোমার সনে!

এমন সুখের সন্ধ্যে ফুলের গন্ধে
ভরিয়ে দিলো মন
হাসছে সখা পেয়ে তোমার দেখা
বসন্তের এই বন।
আজ কি বলো মন মানে সই
মন মেতেছে গানে
আর কি মন মানে!

[০১/০৭/১৮]
Imran Islam May 2018
এসো এসো বন্ধু ওগো, চরো-
আমার প্রেমের নায়
তোমায় নিয়ে বাইতে তরি
আমর এ মন চায়!

বলবো কথা দুজন মিলে
জ্যোৎস্না ভরা চাঁদের সনে
বলবো সখা তোমর সনে
যত কথা  আমার মনে।
চাঁদের আলোয় দেখবো নাচন
তোমার খোলা পায়!

এসো না এসো প্রিয়া,
আমার প্রেমের ঘাটে
বসে আছি তোমার জন্য
জোছনা নদীর তটে।
দেখবো তোমায় পরান ভরে
জ্যোৎস্না যখন পড়বে গায়!

আমি ধরবো নায়ের হাল
তোমার আঁচল হবে পাল
তোমায় নিয়ে বেয়ে তরি
কাটবে সাকল চাঁদনী কাল।
আজকে শশী হাসবে সখি
যদি তোমায় সাথে পায়!

সবারে আজ দিয়ে ফাঁকি
প্রিয়, এসো আমার কাছে
তুমি আমার সাথী হবে
দোষ কী তাতে আছে।
ভাসাবো দুজন প্রেমের তরি
আনন্দেরই ধরায়!
Imran Islam Jun 2018
ওগো মোর রব ওগো মোর রব
সপেছি সব আমি সপেছি সব
তোমার চরণে!

মোর চির বিদায়ে
তুমি থেকো হৃদয়ে
যেন মনে আসে ভয়
তোমার নামটি স্মরণে!

যত মোর ভুল ক্ষমা অতুল
মুছে দাও সব ওগো মোর রব
এই জীবনে!

যত যারে ভালোবাসি
তুমি তার থেকেও বেশি
যেন মুখে থাকে হাসি
তোমায় বরণে!

যখন ভেজে চোখের কোনা
প্রভু, মোরে  দিও সান্ত্বনা
মুছে দিও সব দুঃখ বেদনা
তোমার রহম ঝরণে!

[০২/১১/১২]
Imran Islam May 2020
তোমার আলো দিয়ে আমায়
করো মহিয়ান, ওগো রহমান,
তোমার আলো রেখো বহমান
ওগো রহমি রহমান!

মোর জীবন মরণে তুমি থেকো স্মরণে
ওগো মেহেরবান
আমার সিজদা যেন থাকে তোমার চরণে
ওগো রহমি রহমান!

আমি চাই না যেতে ভ্রান্ত পথে
আমি চাই না সাড়া ভ্রান্ত মতে
আমি চাই তোমার এহসান
ওগো রহমি রহমান!

রহমতের ওই দুয়ার খুলে
তোমার দয়ায় যাও না ভুলে-
মোর সকল অভিমান
ওগো রহমি রহমান!

মোর সন্ধা সকালে একটু ভুল হলে
সহজ সরল পথটি দিও আমায় বলে
ওগো রহমি রহমান,
তোমার রহম রেখো বহমান!
১১/০৫/২০
Imran Islam May 2018
“কবিহীন দেশ জনহীন মরুভূমি”
মনের ভাষায় কবি আঁকে স্বপ্ন ছবি
কবিহীন ভোরও যেন আলোহীন তমি!

স্বপ্ন বিনে উদে না কর্ম, উদে না উচল দ্বার
কবি-মনে স্বপ্ন মর্ম, কবি- গণ গুপ্তচর।
আপনে সে রৌদ্রস্নান যেথায় ঘোর তমি।

যারা আত্ম মনে উদয় কবি
তারা বারি টুটে নভে- সোনার রবি;
তবে সেই রবির আলো খুঁজে নেবো আমি!

তুমি বলো না বলা কত ভাষা
তোমার মনে এত ভালোবাসা
তুমি কভু উষ্ণ কভু শীতল
কখনো অবুঝ কখনো সরল
তুমি ফুলের গন্ধে পাখির সুর ছন্দে
ছায়া ঘেরা ক্লান্তি হরা সবুজ বনভূমি!

কবি ছাড়া কে করবে প্রশ্ন
কেই বা দেবে জবাব
কেই বা হবে প্রকৃতি মগ্ন
কে ফুরাবে তোমার অভাব?
সত্যলোকে সন্ধা হলো, আসুক ভোরের আলো
হোক না যত ধ্বংস প্রলয়; এসো আবার তুমি!

[১৯/০৬/০৯]
Imran Islam Apr 2020
বিশ্ব আজ করোনাময়, নিস্তব্ধ প্রান্তর
নির্বাক প্রকৃতি, মানুষ সব অসহায়!
কত দূরে প্রিয়জন, ব্যাকুল অন্তর,
আতঙ্ক দেশে-দেশে, প্রাণে-প্রাণে জাগে ভয়!

ধরণী আজ কি কঠিন, সাথী নেই পাশে
ঘরে নেই খাবার, নিরুপায় কর্মহীন।
অভাব, শুন্যতা; বেদনা স্বজনের লাশে,
সব থেকেও নিয়তির কাছে উপায়হীন!

ধরা কবে হবে শান্ত, ফিরে পাবে স্বরূপ?
আমরা কী পাবো কভু স্বাভাবিক জীবন?
নাকি সঙ্গী হবে এই মহামারি মরণ?
ঈশ্বর একা রবে, পৃথিবী হবে নিশ্চুপ!

১৫/০৪/২০
Imran Islam Dec 2017
কষ্টে আছি প্রিয় তবুও হেসে যাই
কষ্টের মাঝে যদি কিছু সুখ পাই,
মোর কষ্ট যদি তোমারে ব্যাথা দেয়
তবে কষ্ট আরও বাড়ে, জাগে ভয়!
চাইনা মোর কষ্ট সখারে জানাই,
দহণ কষ্টে আমি নিজেরে মানাই!

বন্ধু, তুমি মোর কষ্টে নাইবা থাকো
তোমার সুখে মোরে যদিও না ডাকো
তবু তুমি মোর প্রিয়, চির আপন
তোমায় জুড়ে থাক সুুখের স্বপন,
তোমার সুখ আমি কেড়ে নেবো নাকো
কেন শুধু মোর কষ্টের ছবি আঁকো?

কষ্টে ভাঙে স্বপ্ন, ভাঙে প্রিয় বাঁধন
কষ্টেই দূরে চলে যায় প্রিয়জন,
আমি কষ্টের কাছে মানবো না হার
প্রিয়, তোর সুখে সইবো শত ভার,
তোমার হাসিতে হোক মোর কিরণ
তোমার দুঃখেই হোক মোর দহণ!

কষ্টে আছি বলেই সুখ পরে মনে
কিছু কষ্ট থেকে যাও মোর জীবনে!
http://golpokobita.com/golpokobita/article/18000/13329
Next page