Submit your work, meet writers and drop the ads. Become a member
 
Imran Islam Apr 2018
আমি যখন উদয় আসি
কর্ম আসে পাশাপাশি
তখন আত্মমগ্ন বিশ্ববাসী
কর্ম ফেলে করে হাসা-হাসি!

যখন বিশ্বমনে জাগে আশা
কর্ম ফেলে যায় না বসা
আমি তখন মাথায় বসি!

আসে যখন যাবার আবাস
বিশ্ব তখন কর্মে হতাশ
আমি পরি তখন সাঁঝের ফাঁসি!

বিশ্ব যখন আমার পাশে
ভুল ভেঙে দাঁড়ায় এসে
আমি তখন হই যে নাশী!

[১১/০৫/০৯]
Apr 2018 · 75
নব নিকেতন
Imran Islam Apr 2018
আজ বসেছে মেলা- পল্লি আঙিনায়
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!

আজ সেজেছে সব বোশেখ বরণী
সেজেছে প্রবীণ, তরুণ-তরুণী;
বাংলার সংস্কৃতি জমেছে বাংলায়।
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!

জীর্ণ বাঁধ ভেঙে আজ বইছে নন্দরদ
সেজেছে বাংলা ভূষণে বাংলার প্রতি পদ
হরষে হরষে বাংলা রবির উদয়।
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!


পেছনে ফেলে সব, এসেছে নবক্ষণ
ওগো মঙ্গলি, ওগো বাঙালি, করেনে শুভপণ!
ধাপিয়া চলো তুমি, মাপিয়া চলো এ ধরায়।
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!

ওরে নবীন, জাগ্রত কর-
সুপ্ত মনে- বৈশাখী ঝড়
তুলে ধর তুই তুলে ধর
বাংলার পরিচয়- বিশ্বময়!
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!

আজ এই নতুন দিনে
ঘৃণ্যকে সব করনা ঘৃণে
স্বপ্ন জাগাও নিভারুণে;
তুমি কেন অসহয়?
বিশ্ব যে আজ তপ্তময়।
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!

বজ্র ধ্বনিতে- আকাশ সঞ্জাত
চৌচির মাটির সনে- সংঘাত
জয় করে নেবে নিশ্চয়
ওরে তোর কেন এত ভয়?
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!

কাল বৈশাখী ঝড়- বাঁধন টুটিয়া
এসেছে নিতে সব- লুটিয়া
নবীন, তুমিও করো জয় করো সঞ্চয়।
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!

এসেছে বৈশাখ- ভেঙে পিঞ্জর
ছিড়ে ফেলো সব কালো জিঞ্জীর-
বাংলা সংস্কৃতি-প্রণয়।
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!

তরুণ, যেখানে তোমার প্রয়োজন
সেখানে রাখ সক্ত চরণ
উচল দ্বার করতে বরণ
নাই কোন ভয় নাই কোন বারণ!
নতুন দিনে জাগাও-
বিপুল প্রত্যয় নিপুণ প্রণয়!
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!
Imran Islam Apr 2018
ওগো মোর প্রিয়া, শুভ নববর্ষ!
বর্ষ জুড়িয়া থাক তোমার শীর্ষ
বর্ষবরণ হর্ষ।
শুভ নববর্ষ!

পরিয়া তুমি বাঙালি ভূষণ
করো না আজি বর্ষবরণ!
ওগো সুধা বারি, বর্ষ
মোর প্রিয়া পরে বর্ষ!
শুভ নববর্ষ!

যেই হর্ষ দেখেছি কদম ডালে
যেই হর্ষ দেখেছি খোপার ফুলে
সে সবি হোক তোমার উৎকর্ষ!
শুভ নববর্ষ!

সাজো গো আজ পল্লি বালা
গলে পরে ফুলেল মালা
ও রূপ যেন হয় উচ্চার্ষ
শুভ নববর্ষ!

আজি তোমার সখার সনে
হোক না প্রণয় প্রাণে প্রাণে!
আঁচলে ঢাকিও রূপকর্ষ।
শুভ নববর্ষ!
Apr 2018 · 83
ভুল প্রণয়
Imran Islam Apr 2018
আমি কোথায় করি ভরসা?
এ কেমন প্রেম বলো
এ কেমন ভালোবাসা
আশা সব করে দেয় নিরাশা!

হাত ধরে ক্ষণে ক্ষণে
প্রণয় বিলায় কুঞ্জ-বনে
আগুন জ্বেলে অবুঝ মনে
হারায় পথের দিশা!

পেয়ে তুমি ক্ষণ পরশ
জাগাও মনে বিপুল হরষ
এ নহে সুধা তরষ
এ তোমার জ্বালার বিষা!

অস্তিলে প্রেম তপন
বর্ষে বিরহ দহণ
তুমি দেখো তখন-
প্রেম মরণ পাশা!
Imran Islam Apr 2018
দিয়েছে হুকুম প্রভু ওই গগনে
ফুটেছে ফুল তাই সবুজ বনে
ভোরের পাখি ডাকে বারে বার
গায় সে পাখি গান শুধু তাঁর
বাঁধাহীন আপন মনে।

বৃষ্টি ঝরায় মেঘ ওই তাঁর আদেশে
ফিরে আসে প্রাণ তাই মৃত ঘাসে
প্রশংসা সব যেন প্রভুর শানে।

ঊষা হেসে ওঠে ওগো যার পরশে
বেলা বয়ে যায় ওগো তাকেই বশে
সাঁঝ চেয়ে থাকে সেই প্রভুর পানে।

ওই নদী বয়ে যায় কুলু সুরে
দুই হ্রদ বয়ে চলে থেকে অদূরে
মেশে না কেউ যেন কারো সনে।

এলোমেলো বয়ে চলে ওই পবন
যেন সে পৃথিবীর অতি আপন
কথা বলে যায় সে বনের সনে।

কাকে মেনে চলে ওই গ্রহ-তারা
দিনে-রাতে ওগো কার ইশারা
নুয়ে যায় শীর যেন তাঁর স্মরণে।
Apr 2018 · 74
নিষ্ঠুর
Imran Islam Apr 2018
মনে দুয়ার যারে আমি দিয়ে ছিলাম খুলে
সেই কিনা গেছে এখন এই আমারে ভুলে!
সাজানো ঘর ভেঙে দিয়ে আছে অনেক দূর
আমি যে তাই একা আছি মিথ্যে স্বপ্ন পুর,
মধু নিতে আসে কি ভ্রমর ঝরে পড়া ফুলে!

আজ মনের স্বপ্ন ভেঙে দিয়ে তুমি বড় সুখী
আমি একা উড়ে বেড়াই সাথী হারা পাখি,
আমায় যদি যাবে ছেড়ে কেন ভালোবেসেছিলে?

এত বড় করবে ক্ষতি বুঝিনি তো আগে
মুখ আমার ঢেকে গেছে কলঙ্কেরি দাগে,
মনটা আমার বড় উজাড় প্রিয় তুমি নেই বলে!

থাকো না হয় অনেক দূরে; সুখে থাকো তুমি
ভালোবেসে ভুল করেছি তোমাকে এই আমি
বিরহ তাই করছি আপন নিয়ে আমার কোলে!
Feb 2018 · 178
সোনার তরি
Imran Islam Feb 2018
দেখো তুমি আজ ডুবু ডুবু সোনাতরি
পাশে দাড়িয়ে ‘দেবল’ হাসে মন ভরি
ধৃত তরি নক্ত পথে হারে যদি দাঁড়
পথ খুঁজে নেবে না কী নদী পারাবার?

নিত্য ধর্মে সাম্য, মৈত্রী, স্বাধীনতা উপ্ত
হে ওমর, ওহে বীর, তবু কেনো সুপ্ত?
তুমি হারালে উদ্যম কোন সে পরশে?
সহিষ্ণু কী তাই, দাহো না জালিম নাশে!

ওগো সত্যধারী, দিতে হবে পাড়ি কূলে!
ফেলে তলবার মিশে আছো কোন তালে?
সতত প্রচার করো রবের ভাষণ
মনুষত্বে তুমি লও ফের সে আসন!

ও সত্য তরির মাঝি, লও মধুসাম
বিভাবরী ঘোরে ভিবা লাভো অবিরাম!
Feb 2018 · 218
শত্রু
Imran Islam Feb 2018
আপন ভেবে শত্রুকে
যে বুকে দেবে ঠাঁই
তার মত বড় বোকা
আর কেহ নাই!

শত্রু আসে বন্ধু বেশে
সবার অজান্তে
বাজিয়ে সে ক্ষতির বাঁশি
থাকে অচেনা প্রান্তে।

সুযোগ পেলে সুখের ঘরে
দেবে সে আগুন
সাবধান হও, নয়তো সে
করবে তোমায় খুন!

তারে তুমি আপন ভাবো
সে তো আপন নয়
হয়ত তারে নিঃশেষ করো
নয়ত করো ভয়!

যদি তারে আপন করোই
সাক্ষী রাখো সবে
থাকে যদি হিসেব কোনো
মিটিয়ে ফেলো তবে।
Imran Islam Feb 2018
ওগো চন্দ্রিকাময়ী তনয়া, তুমি হবে মোর প্রিয়া
মনের সোহাগে ভরাবো মন, পালিয়ে সারা বন
ওই রূপে ব্যাকুল হয়ে চেয়ে রবো সারা ক্ষণ,
আমি লুকাবো তোমায় প্রেমের আবেগ দিয়া।

আমি ভুলতে পারি না যেন ওই রূপ-জল
তোমার চোখের কাছে আমি কত দুর্বল!
একটু প্রণয় পেলে আমি যাবো মাতিয়া।

আমি সাজাবো তোমায় সখা ভোরের ফুলে
তােমার উষ্ণ হৃদয় ভরাবো প্রণয় জলে
বলো না, কবে সাজবে তুমি আমার বধুয়া?
Feb 2018 · 140
অধরা
Imran Islam Feb 2018
কাছে থাকতে বুঝিনি আমি ভালোবাসা কারে কয়
দূরে চলে যাবার পরেই জেগেছে যত ভয়
আবুঝ যত মনের ভাষা আমাকে ব্যাথা দেয়
সে ছিলো ভালোবাসা, ছিলো না কোনো অভিনয়!

সুখের সে দিনগুলো যেন ছিলো আভেগ ভরা
এত কাছে থেকেও প্রেম দেয়নি কখনো ধরা
কত বোকা ছিলাম আমি, বুঝিনি চোখের ইশারা
অধরা সেই প্রেম আজ জেগেছে স্মৃতির পাতায়!

বুঝিনি সে পুতুলের সংসার, বুঝিনি সাঁঝের ভাষা
বুঝিনি সে আলতো আবেগ, বুঝিনি ভালোবাসা
বুঝিনি সে দিন কত সুখ ছিলো গায়ে চেঁপে বসা,
অধরা সেই প্রেম আজ জেগেছে স্মৃতির পাতায়!

সবার চোখ আড়াল করে ছুঁয়ে দেয়া সেই ক্ষণ
পাখিদের ঘর দেখতে যাওয়া দখিনা সবুজ বন
কতই না মিষ্টি ছিলো সেই আবেগি অবুঝ মন,
অধরা সেই প্রেম আজ জেগেছে স্মৃতির পাতায়!
Imran Islam Feb 2018
বন্ধু আসবে তাই বুঝি আজ জোছনা ছড়ায় চাঁদ
বন্ধু আমার জীবন সাথী বন্ধু আমার সব
বন্ধু আসা কল্পনা কী আমার অপরাধ?

কেউ বোঝে না কত মধুর বন্ধু' মনের বাণী
বন্ধু আসলে তাই তো সবে করে কানাকানি
কেন শুধু রটাও তোমরা বন্ধুর অপবাদ?

আসতে তারে আমার ঘরে, নিষেধ করো বারে বারে
বোঝ না কেন প্রিয়ার হাসি কোন সে সুধার স্বাদ!

চাঁদ তুমি দিও আলো, সখার সাথে মানবে ভালো
মেঘেরাও কী সইয়ের সাথে করবে কোনো বিবাদ?

বন্ধু আমার হৃদয় জুড়ে, তারে কেন রাখো দূরে
মোদের চলার পথে দিও নাকো আর কোন বাঁধ!
Feb 2018 · 102
ভালোবাসা
Imran Islam Feb 2018
ভালোবাসা কত মধুর, কত পবিত্র!
অচেনা মুখও প্রিয়; শত্রু হয় মিত্র।
মনের সাথে যে করে রুক্ষ আচরণ
তার সাথে কী করে হয় সুখ-স্বপন?

এই কী প্রেম, এ কী ভালোবাসার প্রতি?
স্বর্গীয় সুধা সোহাগ, চিন্তিত ভীষণ
হারিয়েছে পবিত্রতা নগ্ন করে নীতি
তবু সখাই সব, প্রিয় কত আপন!

ওই মনের মাঝে খেলা করে ত্রিগণ
লাজে নিভে যায় আঁধারের শেষ বাতি
তোমার চিত্তে সখা থাকুক চির ধৃতি।
পূত থাকে যেন ভালোবাসার আসন!

তবে, ভালোবাসা কোন পথে তুমি আজ!
হারালে সম্মান, ভুলে গেলে সব লাজ?
Feb 2018 · 82
ভুল ভাঙো
Imran Islam Feb 2018
ওগো দ্বীনধারী, ভুলেছ পূর্বপুরুষ!
দ্বীন প্রচারে তুমি হারালে কেন হুশ?
করেছেন সে রণ, তিজার ও সংসার
তবু শান্তির পথে ছুটেছে বার বার!

সরল পথেও তুমি ভ্রান্ত ও কঠিন!
ফরজ ছেড়ে কেন নফলেই একিন?
ছাড়ো মুনাফিকি, স্মরো তায়েফ, ওহুদ
মুছে দাও বিদয়াত; নিত্য পড়ো দরূদ!

বুকে চেপে তারে তুমি মেশো কার সাথে?
ও বাণী তোমার জীবন চলার পথে,
অগ্রে চলো তুমি যবে না আসে বিজয়
পাবে ঐ স্বর্গ সুখ, করো কিসের ভয়!

আপন করো বিশ্ব যেভাবে শোনে ডাক
মধু-সুরে ডাকতে বলে আল্লাহ পাক!
Imran Islam Feb 2018
খুলে দেখো- দোর
ঠোট কাপা ভোর
দাঁড়ায়ে সে দ্বারে,
দেখিয়ে আদর
জড়ায়ে চাদর
বরে নাও তারে।

শীতল ঐ ঠোটে
চা যদি না ফোটে
চেয়ে প্রিয় আঁখি,
দেবে তোরে দেখা
লাজে মুখ ঢাকা
ভাবনার সখি।

ছেড়ে দিয়ে ভোর
আঁখি পেতে তোর
দেখে নিবি তারে
ভীরু ভীরু বেশে
দেয় যদি হেস
ঘুম দিবি ছেড়ে।
Jan 2018 · 79
পণ
Imran Islam Jan 2018
নেবো না আর মাদক কভু
করছি মোরা পণ
সুস্থ্য থাকুক সবার জীবন
ভালো থাকুক মন।

মাদক নিয়ে সুখের জীবন
করবো না আর ধ্বংস
সুস্থ্য সমাজ, ভালো থাকা
মোদের প্রাপ্য অংশ।

ঘৃণা আর কালো পথে
আর দেবো না পা...
বুঝে নেবো দায়িত্ব সবার
পরিবার বাবা-মা।

মাদক নিলে ধর্ম-সমাজ
সবাই ঘৃণা করে
সুখ শান্তি ভালোবাসা
থাকেনা নিজ ঘরে।

সুন্দর জীবন নষ্ট করে
করলে মাদক গ্রহণ
দুরারোগ্য রোগে মোদের
হবে একদিন মরণ!

নেশার পথ ছেড়ে দিয়ে
করবো ভালো কাজ
সুস্থ্য-সুখের জীবন নিয়ে
গড়বো নতুন সমাজ।
Jan 2018 · 130
ধ্রুবতারা
Imran Islam Jan 2018
আমরা তরুণ বীরের দল
আমরা জাতির শক্তি বল
আনবো তুলে সু-সকাল
চল রে তরুণ অগ্রে চল!

আঘাত করে বদ্ধ দ্বারে
ভূগত করব বৈরী ধরে
হারবো নাকো ভয়ের ধারে
মাতবো মোরা খেয়া পারে!

জয় সুতয় বুনতে জাল
মুক্ত মোদের গগন তল।

করবো রে জয় গন্ধফুল
ভেঙে সবার মনের ভুল
বেতাল বাতে শক্ত মাস্তুল;
তরুণ মোরা বিজয় বাতুল।

দেখতে শত দিকের তল
মুঠোয় আনবো নব কাল।

মানবো নাকো অপরাধ
করবো কঠোর প্রতিবাদ
করলে বরণ শাহাদাত
পাবো তরুণ সু-সংবাদ।

আমরা ব্যস্ত তরুণ দল
আনবো কেরে রবির লাল।

চালবো বাহু জালিম নাশে
মাজলুম যারা তাদের পাশে-
থাকবো মোরা যোদ্ধা বেসে
মরণ বরণ করবো হেসে!

তরুণ তারুণ্যে চির কাল
আঁধার ভেঙে আনবো সু-তল।

ওই মঙ্গলেতে বাঁধতে বাসা
করছি ওরে জয়ের নেশা
বিশ্ব নিয়ে উদয় আশা;
মোদের পূণ্য পরে ভালবাসা!

আসুক যত দস্যু দল
থাকবো মোরা অবিরল।

প্রেমিকার কাছে মোরা
কোমল প্রণয় ঘেরা,
নিঝুম রাতেও সারা-
আকাশের ধ্রুবতারা!
Jan 2018 · 230
দূরত্ব
Imran Islam Jan 2018
বিন্দুতে ভালবাসা
ব্যাস করে বিচ্ছেদ
যাও থাকে ভরসা
দূরত্বে তা উচ্ছেদ!

স্বজনের ব্যাসার্ধ
আপনে পুরো ব্যাস
আত্মতৃপ্ত সে স্বার্থ
বিবেক করে নাশ!

নিষ্ফল ফাঁকা ব্যাসে
কু-লম্ব আঁকে কেউ
নির্জনে পাপে ভাসে
জিজ্ঞাসে তোলে ঢেউ!

নব স্বাদে মানবী
বিন্দে আঁকে ত্রিভুজ
সংযমহীন লোভী
তপে সে নিজ বুঝ।

আমার বৃত্তে আমি-
স্পর্শ বিন্দুতে লম্ব
অসতী, কারে তুমি-
করেছ প্রতিবিম্ব?

নগ্নে যে মগ্ন বিশ্ব
উপ্ত- মাতাল দল
পবিত্র প্রেম নিঃস্ব
সংসারে বিষ-জল!

দোষি না ব্যক্তি ওরে
দোষি- শিক্ষা, সমাজ
ধী, অনৈতিকতারে
দোষি উদাসী কাজ...
Imran Islam Jan 2018
আমি বসে আছি একলা ঘাটে
সারাটা দিন সকাল থেকে
পাড় করো আমায় ওপার তটে!

আমার কতো কিছু চাওয়ার বকি
কতো কিছু পাওয়ার বাকি
তবু খালি হতে আমি ঘুরি হাটে!

আমি বসে আছি সকাল হতে
দাও না আমায় চলে যেতে,
আমার শূন্য হৃদয় কেমনে কাটে!

আমার সব কিছুতেই খালি খলি
ওরে ভাসছে শুধু কথাগুলি
আমি পড়েছি এ কোন সঙ্কটে!

দাও গো তুমি এই মন ভরিয়ে
বেলা যে ওই যায় গড়িয়ে,
আমার বুক ফেটে যায় দহণ চোটে!
Jan 2018 · 86
জীবন ও ঝড়
Imran Islam Jan 2018
জীবনের পথে ঝড়
আসবেই বারে বার
তবু পাড়ি দিতে হবে সে পথ
পদাঘাতে লয় করে হিম-বাঁধ!

এ জীবন মগ্ন অনু আশে
বাঁধ বাঁধে শুধু নিরাশে।
কোথা মেলে সুখ সে কি আর জানি,
শুধু মুছে যাক সব শোক ভরা গ্লানি!

শত জ্বালাময়ী বাণাঘাতে
আমি স্থীর রবোই মাটিতে
যতই আসুক ঝড়, মনে রাখবো বল।
এই মহাবিশ্বে তরুণ সব গড়ার দল!
Imran Islam Jan 2018
আমি ভালোবাসি আমার চেখের জল রাশি
যেন তারা শুধু তোমার জন্য কাঁদে
কোনো ভয় জাগে না আমার হৃদে
কারণ আমি তোমায় অনেক ভালোবাসি!

তোমার হাসিতে আমি ভুলে যাই সব ব্যাথা
যেন ওই হাসিতে প্রিয় মধুমাখা
আমি কোনো সুখ চাই না সখা,
যখন দুঃখ থাকে তোমার হৃদয়ে গাঁথা!

প্রিয়া, মাঝ রাতে জেগে উঠি আমি
শুধু তেমায় মনে করে
আর তোমায় অনুভব করতে কোন
আলো চাই না আমার দোরে!

তুমি আমার জীবনের সারা নিঃশ্বাস
এ প্রাণ দেবো তুমি যদি চাও
আমি এই পৃথিবীকে করবো না বিশ্বাস
যদি তুমি আমার না হও!
Jan 2018 · 121
শশী শমনী
Imran Islam Jan 2018
গগন তলে বসে দেখি শশী শমনী
গভীর আঁধার মুছে শমী এ ধরনী
কাঁদোয়া শাদ বুকে লয়ে দিচ্ছে সে চুমি
সে রূপ কটির, নদ; হাসে খোলা ভূমি।

গভীর ধ্যানে ভাবি এই সুচি সতাক্ষী
দেখতেই ভরে এ মন, জুড়ায় অক্ষি
নয়ন থেকেও যে দেখেনি এ মলতী
কবুও বুঝবে না সে কত ময়াবতী।

নিশার সাথে চন্দ্রিকার এই মিত্রতা
গড়েছেন যিনি সে মহান রচয়িতা
এ রূপ দেখে মোর মনে জাগে লালসা
কে এই পরিচালক, কে দিয়েছে দিশা?

প্রভুর মহা প্রেম এ নিপুণ পূর্ণিমা
ক্ষমা চেয়ে নাও দেখে তাঁর ঐ মহিমা!
Jan 2018 · 132
স্রষ্টা
Imran Islam Jan 2018
তুমি এই সৃষ্ট ধরার স্রষ্টা
তুমি সৃষ্টির আদি অন্ত দ্রষ্টা
চলছে মেনে তোমার বিধান
এই পৃথিবী আর ঐ আসমান।

তুমি দিনের বেলায় ছড়াও হাসি
যেই হাসিতে আমরা ভাসি
রাতের বেলায় গভীর কালো
কিংবা আবার চাঁদের আলো।

নিত্য নিশিথ প্রদীপ তারা
ঢাকাও আবার মেঘের দ্বারা
নীরব স্তব্ধ তিমীর সে রাত
ছড়াও আবার রাঙা প্রভাত।

তুমি সীমাহীন ক্ষমতাবান
তুমি সত্য আতি, চিরমহান।
Imran Islam Jan 2018
যেই পথটি তুমি করো ঘৃণা
যেই পথটি তোমার খুব অচেনা
সেই পথে আমায় ডেকো না
প্রিয়, সে পথে আমায় ডেকো না!

সুন্দর সব পথে, আমি যাবো তোমার সঙ্গে
আমায় রাঙিয়ে দাও তোমার সারা রঙ্গে
তোমার ওই সুখের ছোঁয়া থাকুক আমার অঙ্গে
আমি অবাক চোখে তোমায় দেখি, বারণ করো না!

তোমার হাসির মাঝে সকাল সাঁঝে
আমার মনের রবি লুকায় লাজে
যেন মন বসে না কোনো কাজে,
তোমার সুখে প্রিয় মোর সুখ, ভুলে যেও না!
Jan 2018 · 133
দেশের পতি
Imran Islam Jan 2018
ও আমার দেশের পতি
করো না তুমি দেশের ক্ষতি
ফিরে ফিরে এসে তুমি
খেলা-ঘর করো জন্মভূমি
এ কেমন প্রেম দেশের প্রতি?

হেসে হেসে দুঃখ বাড়াও
বলো, এতে কী সুখ পাও?
হাসি চাই দেশের মানুষ,
তোমার কাছে এই মিনতি!

এ আবার কেমন বিচার
কেহ শত্রু কেহ তোমার
তোমার কাছে সবি সমান
কিসের কোটি পতি?
Jan 2018 · 130
নবীন
Imran Islam Jan 2018
হে নবীন, তুমি আলো ঘোর তমশার
তুমি মাধব, তুমি বিশাল বিভাশার
বৈশ্বানরসম তেজ, বিকাশো মনিষা
লাভো ধৃতিচূড়া, নির্বাহ প্রচয় নিশা!

মুছে দিতে হবে যত গণ জুলমত
তব পানে চেয়ে আছে পীড়িত উম্মত
অর্জিতে হবে তোমার সব চূড়াসন
ওই তারুণ্যে করে ঘোটা বিশ্ব শাসন।

সাজাতে হবে ফের যা গেছে রসাতলে
গর্জক, গর্জি ওঠো, ঘুমিছো কোন কালে!
কাপাবে দাপটে লাত মানাত ওরিশ
তোমার ও কণ্ঠে ভরা মধু মাখা বিষ।

উঁচু হয়ে দাড়াও এ নিখিল ধরায়
হারালেও কাঁদে যেন সবার হৃদয়!
Jan 2018 · 144
তরুণ
Imran Islam Jan 2018
হে তরুণ, তুমি নিত্য প্রভাত অরুণ
তল্প ছাড়িয়া কল্পো গণ কী নিদারুণ!
শেরসমা, সমীরিত, বলভি, মোক্ষম
এ বিশ্বে স্থাপো তুমি যা কল্যাণী, উত্তম!

রিক্ত সভায় তপ্তো; মুক্ত সব বাঁধন
তীক্ষ্ণ অসিতে করো অবিচার নিধন
তুমি অবাধ, নির্ভিক, দুষ্কর সৈনিক
পায়ে ঠেলে দাও সব অপসংস্কৃতিক!

অগ্নি তুমি, সিন্দু সম ও অশেষবিধ...
নীচতেজ করো না সামাজিক অবিধ!
উঁচু আকাশেই গতিশীল গ্রহ-তারা
ভেদিতে হবে সে পথ আঁধারে যা ঘেরা!

স্মরণীয় হোক তব কৃতি ও বচন
দায়িত্ব পালনে যেন হয় সমাপন!
Imran Islam Jan 2018
ওগো নব যৌবনা এ ভাবে করো না
এ যে হলো সূচনা
কেনো তুমি বোঝ না!

আসলে অলি তোমার ফুলে
সখের মধু নেবে তুলে
একটু বাধা মানো না!

আপুর সাথে রেশারেশি
করছো তুমি একটু বেশি
আবেগ তোমার সইছে না!

পাশের বাসার ছেলেটারে
করছো মনে বারেবারে
হাসছে কত কল্পনা!

পাড়ার কোনো দস্যি ছেলে
বলবে কথা একলা পেলে
কারো ছলে মন দিও না!

করতে তোমায় রচনা
বাড়ছে মধুর যন্ত্রণা
একটু বাধা মানো না!
Imran Islam Jan 2018
তুমি আমার হৃদয়ে একটি গোলাপ
মধুময় করো এই বাসরো আলাপ
তুমি আমার চোখে একটি শিমুল
নেই কোন বাধা আজ নেই কোন ভুল
তুমি আমার স্মৃতি-কথা
তুমি আমার স্বপ্ন-লতা
সুখের পরশে মুছে দাও বেদনা প্রলাপ!

তুমি আমার ওগো চন্দ্রমুখি
সারাটি জনম যারে রাখবো সুখি
তুমি আমার ওগো প্রথম হাসি
জীবনের থেকেও যারে ভালোবাসি
আজ সাজানো বাসর পেলো সেই পূর্ণতা।

তোমার লাজুক মুখে ভরা ভালোবাসা
নিশিথে নির্জনে দুজনার কাছে আসা
আজ এই দুটি মনের স্বপ্ন আঁকা
মায়াবী ওই চোখ আড়ালে ঢাকা
শিমুলে মাখা স্বপ্ন-লতা, এ যেন জীবনের রঙিন পাতা।
Jan 2018 · 308
নীলিমা
Imran Islam Jan 2018
প্রিয়া, তোমার ভীরু ভীরু চোখ
কাপা কাপা ঠোট
আর মায়া মাখা হাসি
তোমার লাজুক পথ চলা
অবাক চেযে থাকা
আমি নীরব ভালোবাসি।

তোমার চোখে পড়লে চোখ, আমি-
হঠাৎ আতকে উঠি
হারিয়ে ফেলি ভাষা
আমার আকাশে 'নীলিমা' তুমি
প্রথম প্রেমের চিঠি
আর অবিরাম ভালোবাসা।

তোমার সুর আমায় করে কোমল
সুখের পরশ পায় এ মন,
তোমায় ছুঁয়ে আসা পবন
আমার ব্যাকুল হৃদয়ে দেয় দোল
তুমি মুক্ত ভোরের ফুল
আমি তোমায় ভালোবাসি, করো না বারণ!
Jan 2018 · 255
কষ্ট
Imran Islam Jan 2018
কষ্টে আছি প্রিয় তবুও হেসে যাই
কষ্টের মাঝে যদি কিছু সুখ পাই,
মোর কষ্ট যদি তোমারে ব্যাথা দেয়
তবে কষ্ট আরও বাড়ে, জাগে ভয়!
চাইনা মোর কষ্ট সখারে জানাই,
দহণ কষ্টে আমি নিজেরে মানাই!

বন্ধু, তুমি মোর কষ্টে নাই বা থাকো
তোমার সুখে মোরে যদিও না ডাকো
তবু তুমি মোর প্রিয়, চির আপন
তোমায় জুড়ে থাক সুখের স্বপন,
তোমার সুখ আমি কেড়ে নেবো নাকো
কেনো শুধু মোর কষ্টের ছবি আঁকো!

কষ্টে ভাঙে স্বপ্ন, ভাঙে প্রিয় বাঁধন
কষ্টেই দূরে চলে যায় প্রিয় জন,
আমি কষ্টের কাছে মানবো না হার
প্রিয়, তোর সুখে সইবো শত ভার,
তোমার হাসিতে হোক মোর কিরণ
তোমার দুঃখেই হোক মোর দহণ!

কষ্টে আছি বলেই সুখ পরে মনে
কিছু কষ্ট থেকে যাও মোর জীবনে!
Dec 2017 · 247
মানুষ
Imran Islam Dec 2017
মানুষ সে তো অনেক লোভী
মন যেন তার স্বর্ণ চাবি
সে যে বড় মনের গোলাম
আপন স্বর্থে দেয় ছালাম।

সে পরের চেয়ে বুদ্ধি ভেজা
চায় না পথ চলতে সোজা
টাকা মনের অতি আপন
টাকার পিছে কাটে জীবন

সে যে সদা দায়িত্বে অলস
পেতে চায় আপন পরশ
একলা মনে খারাপ ভাবে
সবাই তো নয় এক ভবে।
Dec 2017 · 255
হামদ
Imran Islam Dec 2017
তোমার মতো মহান প্রভু
নেই তো অন্য কেউ
তোমার মতো উদার প্রভু
নেই তো অন্য কেউ!

মাটির নিচে দামি সোনা
আবরণে শস্য কনা
ফুলে ফুলে মৌ।

রাতে চাঁদ ও তারার মেল
সূর্য হাসাও সকাল বেল
নদীর বুকে ঢেউ।

মেঘ ভাসাও ওই দূর আকাশে
বায়ু বহাও বনের বাঁশে
জলে ভাসাও নৌ।

ঝরাও তুমি বারিধারা
হয়তো আবার তীব্রখরা
শিশির মাখাও ঝাউ।

পাহাড়ের ওই মিষ্টি ঝরনা
পূর্ণিমা চাঁদ মধু জোছনা
এ সবই তেমার, নেই প্রভু অন্য কেউ।
Imran Islam Dec 2017
তরুণ, তুমি দিনের আকাশে উজ্জ্বল রবি
তোমার পরশে হাসে প্রকৃতির সব ছবি
তুমি রাতের আকাশে মধুময় জোছনা
আর মরুর বুকেও মেঘ বারির কান্না!

তরুণ, তোর সোহাগে পরাগ ছড়ায় ফুল
তোর চঞ্চল প্রেমে সব রমণী ব্যাকুল
তোর কণ্ঠে মুগ্ধ সবাই, বিশ্ব অবাক হয়
তোর চোখে বন্ধুর সুখ; শত্রুর জাগে ভয়!

তরুণ, তুমি প্রলয়, উত্তাল সাগরের ঢেউ
তুমি কিরণ, তোমায় রোখার নেই কেউ
তুমি খুব ভোরে মুক্ত পাখির কণ্ঠে গান
আর দস্যির বুকে আঘাত, বিষে ভরা বাণ!

তরুণ, তুমি প্রিয়ার চোখে সুখের স্বপন
আর হৃদ ছুঁয়ে দেয়া মুক্ত ভোরের পবন
মায়ের বুকে সুখের কান্না, বুক ভরা হাসি
আর তুমি তরুণ বলেই আমি ভালোবাসি!
Dec 2017 · 309
মুনাজাত
Imran Islam Dec 2017
সঠিক পথে চালাও খেদা
ভুল পথে দাও বাধা
তোমার টানে আমার এ মন
থাকে যেন সদা!

তোমার এ আলোর দুনিয়ায়
আমায় রেখো না বাঁধা
আঁধার পথে পা বাড়োলেই
দিও নুরে হুদা!

ক্ষমা চেয়ে নিতে আমার
যেন নাহি আসে দ্বিধা
আমি চাই তোমার দিদার
হতে চাই না শাহজাদা!
Dec 2017 · 365
হতাশ
Imran Islam Dec 2017
মহি পরে বর্ষে নগ্ন-বারি
বরিয়াছে তাহা নর-নারী
মাঝিহীন আজ যত তরি!

হাসছে দাঁডায়ে নিরাশ
দেখিয়া মানব হতাশ
অশ্লীলতায় ভাসে গণপুরী।

জানে না সে সত্য-ভুল
বরে না কো গন্ধফুল
চলে সে ছদ্ম বেশে
তুচ্ছ এ ক্ষণ দেশে।
কার পেছনে এই তড়িঘড়ি?

দেখিয়া এই পররূপ
তারি মাঝে হয় বিলুপ
জানি না এ কোন জাতি হেরি!
Dec 2017 · 194
অবিনশ্বর
Imran Islam Dec 2017
সবি হবে লয়
শুধু তুমি নয়
তুমি ঈশ্বর!

তুমি বিশ্ব-প্রভু
ক্লান্ত  নও কভু
নও নশ্বর!

প্রভু তুমি চালো
নভ মাটি আলো
সৃষ্ট প্রসর।

এক দিন হবে
মাথা পেতে নেবে
জিন, বাশার।

নেবে না কো তুমি
কোন- রূপ, ভূমি
কারো আসর।

সে যে শেষ দিন
স্হির তুমি হীন
ব্যস্ত হাশর।
Imran Islam Dec 2017
আমি আসলাম,তবে সে অনেক পরে!
আমি জেনেছি তোমায়, যবে নাকি ঘোরে!
জানি না কোন সে শোকে করিলে আড়াল
সব ব্যাথা বুকে নিয়ে বরিলে ওকাল...
আমি দেখলাম কত অরুণ হরণ
দেখলাম কত গিরি কনটক পথ
দেখিনি কভু নীরবে থেমে যেতে রথ;
স্তব্ধ করলো তোমার মরণ বরণ!

জেনেশুনে কেন তুমি বলো নাই সবে?
তোমার শুন্যতা পূর্ণ হবে কোন দ্বারে!
প্রকৃতি কাঁদে, স্বজন কাতর এ রবে
খুঁজিয়া ফিরি তোমায় প্রিয়,- ধারে ধারে!
করুণ স্বরে নিবেদ করি বিধাতারে
তোমায় দিক সুখের স্বর্গ- পরপারে!
Imran Islam Dec 2017
উষায় জাগিয়াছি ভাই
জাগো তুমিও
জয় করে পৃথিবী শান্তিতে-
ফের ঘুমিও!

দেখ না ভাই, মোর লালে
হাসে পৃথিবী
সকলেই তুলিয়াছে মাথা
চঞ্চল সবি।

রাতের আঁধার নিকৃত
আমার তাপে
তোমার মনে কেনো ভ্রান্ত-
রেখেছ চেপে?

আমি তো তপ্ত; উষ্ণ করি
সবার মন
তুমিও উষ্ণতায় দেখো
নব সপন।

রাজপুরী-ধূলি কুটির
ওগো তরুণ,
কাড়িয়া কাড়িয়া নে তোরা
মোর অরুণ!

স্বপ্ন বিনে কভু মিলেনা
উচল দ্বার
স্বপ্নই জীবনের বিভা;
স্বপ্ন সুন্দর...
Dec 2017 · 203
উষালগ্ন
Imran Islam Dec 2017
ধরায় ফিরে আসুক উষালগ্ন
পরিমল লোভে অলি হোক মগ্ন
প্রকৃতি পাক- নব প্রাণ
সমীরে থাক- পুষ্প ঘ্রাণ
শিশির কনা পাক রৌদ্র
কেটে যাক রাত্রি বিনিদ্র!

জাগিয়া ওঠো শিথিল
লও প্রভাত অনিল
দেখ, ঐ অরুণ রবি
চঞ্চল করেছে সবি,
ছুড়ে ফেলে দাও আবরণ
নিয়ে নাও প্রভাত কিরণ!
Dec 2017 · 287
উলটো
Imran Islam Dec 2017
এমন কালে আমরা করি বসবাস
শিয়াল ভয়ে পালায় দেখে পাতিহাঁস
ব্যাঙ দেখলেই সাপের বাজে বারোটা
সওয়ারীর পিঠে চরে তার ঘোড়াটা!

হরিণের থাবায় বাঘের গাল যায়
ছাগলে ভাত খায়, মানুষ কি না চায়!

ডুবে যায় যে মরুভূমি পানির তলে
মেঘের উপর পাল তোলা নৌকা চলে
গাছে বাসা বাঁধে ভাই শত শত মাছ
পাখিরা খুঁজে নেয় নদীর তলে গাছ

মেয়ে সাজে- ছেলে; ছেলে দেখে নেই চুপ
রূপ নাই যার সেও সাজে নানা রূপ!

নিজ বাসে পিক কভু পারে কি ডিম!
পারবে কী ডিম মানুষ নামের টীম?
Dec 2017 · 155
মা
Imran Islam Dec 2017
মাগো, তুমি শ্রেষ্ঠ রত্ন
মাগো, তুমি প্রাণ
মাগো, তোর স্নেহে ভরা-
নিখিল ভুবন।

বাছারে কর উজাড়
আত্ম সর্বশ্রম
ধৃতি চুঁড়ায় মা, তুমি-
সবার প্রথম।

অনাহারী থেকে তুমি
খানা দাও মুখে
ভালবেসে সেরে তোল
নানান অসুখে।

মাগো, তোর সেবাতেই
স্বর্গের সপন
তোর চেয়ে কেহ নেই
এ ভবে আপন।

আমি ব্যাথা দিলে, তুমি-
দাও যে আদর
মোর কিছু হলে, তুমি-
হও যে কাতর !

মাগো, তুমি বুঝে নাও
নাবলা সে ভাষা
মোর দুখে কান্না যত
মোর সুখে হাসা।

আমার মাথার পরে
মায়ের চরণ-
থাকুক চির সম্মানে
সারাটা জীবন...
Imran Islam Dec 2017
বাংলাদেশ, বিশ্ব মাঝে লাল সবুজের শির
হেসে হেসে দিলো জীবন লাখ শহিদ বীর
ক্ষত-বিক্ষত হলো কত প্রাণ- বজ্র গুলিতে
সবুজের মাঝে এঁকেছে রবি রাঙা তুলিতে।

তুমি লাখ যোদ্ধার ছিনিয়ে আনা অধিকার
তুমি তৃঞ্চা মেটানো জল- উষ্ণ মরু তৃষ্ণার
তুমি ছেলে হারানো মায়ের অমূল্য রতন
তুমি অগণিত শহিদের কাঙ্ক্ষিত তোরণ।

কত দুষ্কর দুর্গম পথ- তুমি দিলে পাড়ি
রক্তে ভেজা আঁচল আজো জল-নয়নে হেরি
তোমার পুষ্পরাজি মাটিতে হয়েছে বিলীন
এখনো কাটেনি শোক এখনো মুখ মলিন!

শান্ত আকাশে এখনো- রবি কালো করে ওঠে
তোমার শাখে দেখি যেন রঙিন ফুল ফোটে
আমি তোমার মাঝে দেখি- বিশ্ব ভরা সপন
তোমার ধূলি গায়ে জড়ায়ে বরিবো মরণ!
Dec 2017 · 137
স্বস্তি
Imran Islam Dec 2017
আজ কুঞ্জ ভরিয়াছে পুষ্পে
যাহা ঘেরা ছিলো শুধু -পাপে!
হরষে দুলছে চিত্ত তরি-
শত কালের সে স্বপ্ন বরি।

কাঙ্ক্ষিত সে নিধি আজ শীর্ষে
অশ্রু নয়; শুধু স্বস্তি বর্ষে

এতে ছিলো- মায়ের সাহস
নবোঢ়া পত্নীর নিষ্পরশ
বোনের হাসি হারানো জ্বালা
বাংলা ও বাঙালির দুর্বেলা!

কত অনিদ্রা ও অনাহার
তৃষ্ণা আতঙ্ক; আত্ম অসাড়
শত ত্যাগে উদিলো- অরুণ;
বিজয়োল্লাসে সব তরুণ!
Dec 2017 · 378
অনুতপ্ত
Imran Islam Dec 2017
ওগো শহিদ, তুমি ক্ষমা করো!
তোমার ত্যাগ করিনি প্রণাম
নাজানি কত অভিশাপ করো
তোমার কাছে ক্ষমা চাইলাম!

এ হৃদয় পায়নি সজীবতা
পায়নি তো কোনো নিষ্ক সম্মান
এ যে আমার দায়িত্বহীনতা
এ আমার গুণনে; অপমান!

সেই নিষ্ক স্বপ্ন দেখি না- আমি
কেনো যানি নেই ভ্রাতৃত্ববোধ
দস্যুর হাতে পূত জন্মভূমি
শত্রুর সাথেও যে অবিরোধ!

বৈরীর সাথে হয় কোলাকুলি
সভা মগ্ন নগ্নতার উপর
মৈত্রীর সাথে হয় গোলাগুলি
পতি হয় নির্মম, স্বার্থপর!

শুধু গুণ-গান দায়িত্ব নয়;
আমি হবো তোমার স্বপ্ন-যুক্ত
এ হৃদয় যদি তোমার হয়
তবে স্বার্থক বাঙালির রক্ত!
Dec 2017 · 279
প্রত্যয়
Imran Islam Dec 2017
ভাঙবো মোরা ভয়ের বাঁধ
আনবো কেড়ে পূর্ণ চাঁদ
তুঙ্গ তরির তুলবো পাল
মত্ত মোরা নবীন দল-
লইবো শত স্বাদের স্বাদ।

অজানাকে জানবো মোরা
স্বর্গ করবো ধূলির ধরা
আঁধার আলোয় করবো রদ।

থাকবো নাকো ন্যস্ত ভুলে
হাসবো মোরা জয়ের কালে
সুখের জলে বইবে নদ।

গড়ার পথে আসলে বাধা
প্রত্যয়ে নাহি আনবো দ্বিধা;
কারো সাথে চাইনা বিবাদ!
Dec 2017 · 209
স্মৃতিসৌধ
Imran Islam Dec 2017
স্মৃতিসৌধ, তুমি মোর প্রাণে পীড়াসুর
সততই তুমি স্থির- শহিদ স্মরণে
তোমার টানে ব্যথিত এ প্রাণ প্রচুর-
উন্মাদ। শহিদ-শোকে শ্রদ্ধা ও চরণে।
তোমার স্মৃতি কাঁদায় রক্ত ভেজা রণে
তুমি মোর খুব কাছে, নও অতিদূর
সত্যিই তুমি জাগ্রত করো- স্মৃতিচূড়
প্রতিশোধের আগুন জ্বালো সব মনে।

হায়রে অবুঝ মন- শুধু পুষ্পে বরি-
কেনো যাও তাঁরে ভুলে, দেশের কারণে-
রঞ্জিত হয়েছে- ঢেলে তাজা রক্ত-ঝরি
চেতনার বাস্তবতা দাও নিঃসরণে
স্বপ্ন পুরণ নাকরে, শ্রদ্ধা কিছু ক্ষণে?
কোথা পাবো তাঁরে? জাগো না অনুসরণে!
Imran Islam Dec 2017
মরা গাঙ পেলো সজীবতা
মেঘ-বারি পেল তরুলতা
স্পষ্ট হলো যত অক্ষমতা
দূর হলো সব দুর্বলতা।

ফের দেখা দিলো সুপ্তচাঁদ
রিক্ত মন পেলো দীর্ঘনাদ
আমি দেই তারে সাধুবাদ
যেই দিল এই সুসংবাদ!

তুমি দিলে ওগো দীননাথ,
সর্ত যুক্ত জ্ঞান, পূণ্যপথ
দিলে মহা মন, সংবসথ
সদা আমি যার চমুনাথ!

হৃদে বহে ঝর্ণা ভেঙে বাঁধ
আজ মন-কায়া অবিরোধ,
পুষ্প সম হাসি; নেই ক্রোধ
আমি মুক্ত, মানি না নিষেধ!

হারা ধন ফিরে পেলে মন
বুকে ধরে তারে মহাজন
আমি ফিরে পেয়ে নিকেতন
প্রতি ক্ষণে- দায় সচেতন।
Dec 2017 · 53
কষ্ট
Imran Islam Dec 2017
কষ্টে আছি প্রিয় তবুও হেসে যাই
কষ্টের মাঝে যদি কিছু সুখ পাই,
মোর কষ্ট যদি তোমারে ব্যাথা দেয়
তবে কষ্ট আরও বাড়ে, জাগে ভয়!
চাইনা মোর কষ্ট সখারে জানাই,
দহণ কষ্টে আমি নিজেরে মানাই!

বন্ধু, তুমি মোর কষ্টে নাইবা থাকো
তোমার সুখে মোরে যদিও না ডাকো
তবু তুমি মোর প্রিয়, চির আপন
তোমায় জুড়ে থাক সুুখের স্বপন,
তোমার সুখ আমি কেড়ে নেবো নাকো
কেন শুধু মোর কষ্টের ছবি আঁকো?

কষ্টে ভাঙে স্বপ্ন, ভাঙে প্রিয় বাঁধন
কষ্টেই দূরে চলে যায় প্রিয়জন,
আমি কষ্টের কাছে মানবো না হার
প্রিয়, তোর সুখে সইবো শত ভার,
তোমার হাসিতে হোক মোর কিরণ
তোমার দুঃখেই হোক মোর দহণ!

কষ্টে আছি বলেই সুখ পরে মনে
কিছু কষ্ট থেকে যাও মোর জীবনে!
http://golpokobita.com/golpokobita/article/18000/13329
Imran Islam Nov 2017
ব্যস্ত আমি, ব্যস্ত তুমি
ব্যস্ত রাতের তারকা
ব্যস্ত আকাশ, ব্যস্ত বাতাস
ব্যস্ত প্রেমিক প্রেমিকা।

ব্যস্ত নগর, ব্যস্ত সাগর
ব্যস্ত গায়ক গায়িকা
ব্যস্ত রবি, ব্যস্ত শশী
ব্যস্ত নায়ক নায়িকা।

ব্যস্ত ক্ষণে, ব্যস্ত মনে
ব্যস্ত বালক বালিকা
ব্যস্ত প্রেমে, ব্যস্ত সবাই
ব্যস্ত মধুর চন্দ্রিকা।

ব্যস্ত বর্ষে, ব্যস্ত হর্ষে
রাখছে প্রেমের ভূমিকা
ব্যস্ত কাজে, সবার মাঝে
উড়ছে প্রেমের পতাকা।
Nov 2017 · 183
জিজ্ঞাসা
Imran Islam Nov 2017
ও অনুসূয়া তনয়া
তুমি মোর প্রিয়া
হবে কী?
মোর হাত ধরিয়া
শত বাঁধ পেরিয়া
যাবে কী?

ওগো সুন্দরী অনুঢ়া
জানি হবে নবোঢ়া
পাবো কী?
ওগো প্রণয় মধুরা
আমার হাতে ধরা
দেবে কী?

ওগো মোর ইভা
তুমি জীবনের বিভা
জানো কী?
তোমায় নিয়ে ভাবা
ফেরায় আমায় কেবা
মানো কী?
Next page