Submit your work, meet writers and drop the ads. Become a member
 
Nov 2017 · 180
অলস তরুণ
Imran Islam Nov 2017
বিশ্ব যখন তুঙ্গে
এ অলস আঙ্গে
বাতুলের ভঙ্গে
আমরা পড়ছি বেঙে।

বিশ্বে যখন উচ্চ শিক্ষা
তখন আমরা চাচ্ছি তিতিক্ষা
বিশ্বে যখন হচ্ছে দীক্ষা
তখনও আমরা করছি ভিক্ষা।

বিশ্ব যখন উজ্জ্বল
আমরা তখনও দুর্বল
বিশ্বে যখন সকাল
আমরা তখন নিদ্রাদুলাল।

বিশ্ব যখন নতুন
আমরা সাজি প্রাঘুণ
বিশ্ব যখন তরুণ
তখন আমরা অলস-তরুণ।

এসো হে তরুণ, গড়ি-
দেশ, বিশ্ব সম করি
তারুণ্যের বাড়াবাড়ি
স্বজাতির জন্য স্মরি।
Nov 2017 · 183
উদয়
Imran Islam Nov 2017
তরুণ, ভীরু নও; নির্ভিক
তরুণ, ভীতু নও; সৈনিক
তুমি নিদ্রিত নও; জাগ্রত
তুমি বিক্ষত নও; অক্ষত

তরুণ, মৃত্যু নও; জীবন
তুমি বিরহ নও; মিলন
তুমি আপদ নও: সম্পদ
তুমি শিক্ষার্থী নও; ওস্তাদ

তরুণ, নিন্দা নও; প্রশংসা
তুমি বিবাদ নও; মীমাংসা
তুমি কর্কশ নও; কোমল
তুমি বিফল নও; সফল

তরুণ, অস্ত নও: উদয়
তুমি নির্দয় নও; সদয়
তুমি বিরত নও; নিরত
তুমি অশান্ত নও; শান্ত

তরুণ, ঠকা নও; জেতা
তুমি গ্রহিতা নও; দাতা
তুমি অধর্ম নও; ধর্ম
তুমি অকর্ম নও; কর্ম

তরুণ, কান্না নও; হাসি
রণভূমে ক্লান্ত নও; অসি
তুমি জমিদার নও: চাষী
তুমি আঘাত নও: বাঁশি

তরুণ, আঁধার নও; আলো
তুমি মন্দ নও; ভালো
তরুণ, বেদনা নও: আনন্দ
তুমি অপ্রিয় নও; সুর-ছন্দ

তরুণ, বেতাল নও; তাল
তুমি বেহাল নও; হাল
তুমি নিরাশা নও; আশা
তুমি ঘৃণা নও; ভালোবাসা...

তরুণ, তুমি প্রিয় জনের সপন
আর এই বিশ্বে সবার আপন
তরুণ, রাতের কোলে ভোর
আর তুমি সবচেয়ে প্রিয় মোর!
Imran Islam Nov 2017
আমি তরুণ, তাই
তারুণ্যেরই গান গাই
সুন্দর সবি প্রিয়, তাই
সুন্দর হতে চাই!

আমারে কেউ ব্যাথা দিলে
তারি সাথে থাকবো মিলে
বেদনা সবি সয়ে যাই
জীবনে জয় পেতে চাই।

আমারে যে খারাপ ভাবে
সেই আমার বন্ধু হবে
বলবো, তুমি মোর ভাই
এ পথে কোনো সুখ নাই!

ভ্রান্তির ছলে ডাকলে মোরে
যাবো না আমি, যাবো না ওরে
পড়বো না গলে, হাতে পাই
ভালো-মন্দ করবো যাচাই।
Imran Islam Nov 2017
ও আমার জন্মভূমি
স্বর্গ সুধায় ভরা তুমি
স্বর্গ সুধায় ভরা তুমি
ও আমার জন্মভূমি।

ঊষালগ্নে শীতল হাওয়া
সেই তো আমার বড় পাওয়া
কোথাও নেই তোমার-
ভালোবাসার কমি...

তোমার কোলের সবুজ বনে
দেয় যে হরষ আমার মনে
তোমার ক্ষেতের কেশ দেখে-
অবাক হই আমি!

পাখির কন্ঠে সুরের ও গান
ফুলে ফুলে মধুর এ ঘ্রাণ
জুড়ায় আমার প্রাণ-
চাঁদনী মাখা তমি...
Imran Islam Nov 2017
আমি যাবো সেই গাঁয়-
যেখানে মানুষ কাঁদে
মানুষের বেদনায়
মলিনের সুখ স্বাদে
সকলের হাসি পায়।

আমি যাবো সেই গাঁয় -
যেখানে পাখিয় গানে
ভরণীয় ভোর হয়
নবীনের একতানে
যে অরুণের উদয়।

আমি যাবো সেই গাঁয় -
যেখানে দীঘির ঘাট-
ঘেরা- কোমল পদ্মায়
ক্ষেত ছোঁয়া যত বাট
কৃষকের কথা কয়।

আমি যাবো সেই গাঁয় -
যেখানে রাত্রি-আঁধার
কাটে- মধু জোছনায়
যে নদে নায়ের দাঁড়
গানে-গানে বেয়ে যায়।

আমি যাবো সেই গাঁয়-
যেখানে শিশির পড়ে
নিশির দূর্বা ডগায়
যে ঘ্রাণে আকুল করে-
মন- কানায় কানায়।

আমি যাবো সেই গাঁয়-
যেখানে বোশেখ বাতে
কিশোরী আম কুড়ায়
ঝড় থামা যে প্রভাতে
প্রকৃতি চঞ্চল হয়।

আমি যাবো সেই গাঁয়-
যেখানে শ্রাবণ-বারি
খাল-বিল ভরে দেয়
গাড়ি ছেড়ে চরে তরি
কিশোর ভাসে ভেলায়।

আমি যাবো সেই গাঁয়-
যেখানে স্বর্গের সুখ
প্রকৃতিকে ছুঁয়ে যায়
সতত বসন্ত মুখ-
থাকে যেই হাওয়ায়।
Nov 2017 · 131
বিরহ
Imran Islam Nov 2017
এত বিরহ কেনো তোমার শূন্যতা
এত অচেনা কেনো তোমার মমতা
তুমি কত যে আপন জানে এই মন
কেউ জানে না সে কথা!

আমার হোক উদাস দুপুর
তোমার পায়ে বাজুক নূপুর
ও নিপুণ নৃত্যে হরষ জাগে চিত্তে
ভুলে যাই সব বিরহ ব্যাথা।

জানি না প্রিয় আমার মাঝে
তোমার বীণা কেনো বাজে
ওই মধুর সুরে তাকাই ফিরে
তোমার কণ্ঠে সুখের মালা গাঁথা।

আমার গগনে ছড়াও হাসি
তাই কি তোমায় ভালোবাসি
ও হাসি মুখে ভরা কোন সে সুখে
জানি না আমি; জানে বিধাতা।
Imran Islam Nov 2017
আমার বাংলাদেশের মাটি
যেন পূত-পরিপাটি
রক্ত দিয়ে হলো খাঁটি
নেই যে তাহার ত্রুটি।

পথের ধারে ফুলের ও ঘ্রাণ
মাঠে ভরা চাষীর এ প্রাণ
পাখির সুরে মধুর ও গান
ওগো, ভরা সুখ-বাটি।

ওই সুধামাখা চাঁদের আলো
এলোমেলো তারা গুলো
মনে প্রাণে লাগে ভালো-
নিশীথে যখন হাঁটি।

ঢেউয়ে ঢেউয়ে নৌকা দুলে
হাসে ওই শাপলা ফুলে
সারা বিলে সারা ঝিলে
ভরায় ভারি বিষটি।

এখানে পাই মায়ের সুধা
অন্ন-বস্ত্র; মেটাই ক্ষুধা
কোনো পথে নাহি বাধা।
এ আমার স্বর্গবাটি।

তোমার কোলের ছায়া-গাছে
উষ্ণ এ মন প্রাণে বাঁচে
ওগো, আমি তোরি কাছে
পাই যে শীতল পাটি!

মহিস্বর্গ ওগো জন্মভূমি,
মনে-প্রাণে আছো তুমি
তোমার আলোয় আমি-
সকল আঁধার টুটি।

হরষ জাগে আমার বুকে-
এ আমায় রাখি এঁকে
বা দেখুক সত্যলোকে
আমি বারে-বারে ফুটি।

বীর তরুণের ওই চেতনা
মিশে আছে প্রতি কোনা
যে কারণে গেল চেনা
তোমার শত্রু-ঘাঁটি।

এখানে কত তরুণ আসে
কেহ কাঁদে কেহ হাসে
তারি মাঝে আজও ভাসে
ওই তরুণের কথাটি।
Nov 2017 · 139
ভোধোদয়
Imran Islam Nov 2017
ভবে আসিনি শুধু হেরিতে
আসিয়াছি সবি লাভিতে
লুটিতে আসিনি অবনি পরে
গড়িতে আসিয়াছি তার তরে
কাঁদাতেও নয়, কাঁদিতেও নয়
ধরণী পরে আসা করিতে জয়।

এ সংসারে নেই ঘুমানোর অবকাশ
এসেছি জাগিতে; জাগাতে চার পাশ
ফাসাদ করিতেও ভবে আসিনি
আসিয়াছি পৌঁছাতে সাম্যের বাণী।

সহিতে আসিনি অত্যাচার
এসেছি করিতে– সদ্ব্যবহার
এসেছি এ ধরায় করিতে- পাশ
মহিতেই লাভিবো রূপ পরবাস
এই মহি ফুল সম; শুধু-
আমি অলি, আহরিবো মধু।
Nov 2017 · 142
রণবীর
Imran Islam Nov 2017
হে রণবীর, কেনো স্থীর?
দেখো- অন্যায় করেছে লয়
কে অবনির?

হে রণপাল, কী হলো হাল?
পথের মাঝে সকাল সাঁঝে-
নতো কী শীর?

হে দীপ্ত তরুণ, প্রভাত অরুণ
তলবার ফেলে মিশে আছো তালে!
কে আছে বীর?

ওরে কল্যাণী, ওই দামামা শুনি
রণে হও তৈরি; উগ্র-নগ্ন বৈরী।
ভাঙো মিথ্যে নীড়!

ওগো সুশীল, দেখো অশ্লীল
অশান্ত করে নগ্নতা বরে-
নর- নারীর!

হে দীপ্ত পাপড়ি, বিলাও ধী-বারি
দেখো রাজপথ হচ্ছে খুনরথ;
বিক্ষিপ্ত শরীর!

হে বিপন্ন মাঝি, নাও পথ খুঁজি
আঁধার কু-নিশ; জাগাও এ নেশা-
পেতে হবে তীর!

ওগো ধুমকেতু, তুমি কালের সেতু
তুমি বিদ্রহী নজরুল দেশপ্রেমী ফজলুল
তুমি বীর তিতুমীর!

হে সিংহ শাবক, হে অগ্নি যুবক
কেন সুপ্ত, হও তপ্ত!
গড়ো শিবির...
Nov 2017 · 153
বায়না
Imran Islam Nov 2017
কি রে.. খোকন কাঁদছ কেন
চোখে কেনো জল?
আমি তোমার বন্ধু যেন
সব খুলে বল।

আরে.. আজকে আমি হাটে যাব
আগে থেকে মানা
কতো মজার খাবার খাব
কতো বাকি কেনা!

আব্বু বলেন- তা হবেনা
অতো টাকা নাই
আম্মা বলেন- পড়তে যা না
দেবো যতো চাই!

পুরান জামা আমার গায়ে
নতুন জামা কই!
তোদের দিকেই থাকি চেয়ে
-দেরে..ভূঁতের বই!

আমার কেনো লাটিম ঘুড়ি
আজো কেনা নাই?
যাবোনা আজ পড়তে, বাড়ি;
সবি আমি চাই

ওহ..নারে খোকন কান্না থামা
স্কুলেতে আয়না
দেবো তোরে সব টাকা জমা
ছেড়ে দে বায়না।
Imran Islam Oct 2017
আমরা তরুণ দীপ্ত অরুণ
শান্ত-সিদ্ধ প্রভাতে
রাত্রি হবে ক্ষয় জয় হবে দুর্জয়
মোদের দেয়া আঘাতে।

ঈশ্বর করে বিশ্বাস- তরুণ
অন্যরা ভয় পায়
বিধাতার কাছে বড়ই প্রিয়
তরুণের সঞ্চয়।

মানুষ স্বাধীন শ্রেষ্ঠ জাতি
তারুণ্যে সে পরিচয়
শিশু কিংবা প্রবীণ করেনা-
স্বাধীনতা সঞ্চয়।

শিশুর স্বপ্নে- তারুণ্য
বৃদ্ধার আফসোস
তরুণীর মরু তৃষাজল
মায়ের কাছে সন্তোষ।

শত্রুর কাছে আতঙ্ক ওরে-
বন্ধুর বিশাল বুক
বিশ্ব ভরসা তরুণ মোরা-
দুখের কাছে সুখ।

রাত্রির কাছে পূর্বাকাশ মোরা
মেঘের কোলে রোদ
স্রষ্টার কাছে আকাঙ্ক্ষার সৃষ্টি
হতভাগার প্রমোদ।
Imran Islam Oct 2017
স্বার্থক আমি, জন্মেছি
অপরূপ দেশে
গর্বিত আমি, বাংলাকে
প্রাণে ভালবেসে!

প্রভাতের সমীরণ
পুবালি অরুণ
মধুর গুঞ্জন মন
করে যে তরুণ
সতত রইবো আমি
এ বাংলার পাশে!

বট-ছায়া ধান ক্ষেত
রূপালি জোছনা
মুগ্ধ করে মন-প্রাণ
পাহাড়ি ঝরনা
আমি যে উদাসি, বাংলা-
বেলির হরষে!

আমি চাইনা বাংলার
ধনি ধন রত্ন
ধন্য আমার জীবন
পেয়ে তার যত্ন
জাগ্রত আমি বাংলার
রঞ্জিত পরশে!

সবুজে ঘেরা এ বাংলা
ভুলিবো না আমি
সে যে আমার প্রাণ
প্রিয় জন্মভূমি
বাংলার রূপে মুদিতে-
চাই, চির হেসে...
Imran Islam Oct 2017
ঘুম ভাঙে মোর পাখির গানে
নিত্য সকাল বেলা
মন ছুটে যায় হিজল বনে
দেখি ভ্রমর খেলা।

সত্যি বলি, মুক্ত হাওয়া পেলে
তনু আমার মনে
সুখে সুখে শুধু হৃদয় দোলে
মাতি ভোরের টানে।

গিয়ে দেখি ফুল বাগানে, ফুল-
উপ্ত মাটির সনে
দূরে দেখে পল্লি-বালার চুল
ধরি আমার কানে-
ধরা পরে গেলে কী হত মান?
চর খেতাম গালে!
সব গায় উল্টো আমার গান
আমি কী দস্যি ছেলে?
Oct 2017 · 278
তুমি...
Imran Islam Oct 2017
হয়তো মনের ভুলে
আঙিনায় খোলা চুলে
দাঁড়াবে যে দিন
আমার মরুর আখি
দেবেনা তোমায় ফাঁকি
স্বপ্ন হবে রঙিন...

হয়তো সখার সনে
যাবে হিজল বনে
আনতে অচেনা ফুল
আমি আড়াল থেকে
হাসবো তোমায় দেখে
করবো না কোনো ভুল…

হয়তো দুপুর রোদে
বইগুলো বুক বেঁধে
আসবে যখন
আমিও তোমার সাথে
থাকবো চলার পথে
নীরব তখন।

হয়তো সন্ধ্যা ঘাটে
তুমিও আসবে জূটে
ধোয়াতে চরণ
তোমার পথটি দিয়ে
থাকবো আমি চেয়ে
করোনা বারণ!
Imran Islam Oct 2017
আমি পল্লি উদাস পল্লি বেতাল ছেলে
আত্ম ভুলে আনন্দ পাই পল্লি কোলে
ভাল লাগে না বন্দি থাকা একা নিবাসে
ইচ্ছে মত উড়াই ঘুড়ি নীল আকাশে।
চুপে থাকি কূজন কোথায় যায় শোনা-
গুললি ছুড়ে ভেঙে দেবো পাখির ডানা।

আমার যে- সবার বাড়ির ফুলতলা
কুঁড়ায়ে আনি ওঠার আগে ফুলবালা
স্বাদ যে সবি পল্লি মায়ের লিচু-আমে
নিশাচর আমি,পরিচিত- গেছো নামে।

সবার আগেই তুলে আনি পদ্মলাল
দুপুরে হয় আমার- খেলার বিকাল
দুষ্টমির কোন শেষ নেই; দুষ্টে ঘেরা-
আমার পল্লি মাঠ আমার লেখা পড়া...
Imran Islam Oct 2017
খোলা জানালা খোলা দখিন দ্বার
খোলা এ হৃদয়, এসো না আবার!
মনে পড়ে সুখ, বৃষ্টি দিনের কথা
মনে পড়ে খুব মুখটি তোমার।

শীতের সকালে সেই দাদুর সনে
চায়ের ফাকে দেখা আঁখি টেনে
মনে পরে বারবার।

অচেনা গাঁয়ে সেই ভীরু পথ চলা
আবেগে হারিয়ে কত কথা বলা
ইচ্ছে হয় ফিরে পাবার!

ছল করে তোমার- সেই অঙ্ক করা
সবার আড়াল করে এই হাতটি ধরা
মনে কী পরে তোমার?

তুমি মেঘ ঢাকা রাতে এখনও বিজলি
তোমার ভালবাসায় আজও পথ চলি
তুমি ফিরে এসো আবার!
Imran Islam Oct 2017
আমি চাই না ফুল বাগিচা
গুল করো মোরে
চাই না আমি দস্যি ছেলে
অলি করো তারে।

হরষ ছড়াও আমার ঘ্রাণে
নিশীথ জাগা প্রাণে প্রাণে
স্বপ্ন মধুর ঘুম ভেঙে দাও
গন্ধগ্রহণ ভোরে।

আমি চাই-
কোমল কান্তি সুধা শান্তি
হোক না সবার প্রেম
মুছে যাক-
হিংসাচার দুর্ব্যবহার
ভেঙে যাক দর্প-ফ্রেম।

না তাকালেও আমার দুখে
আমায় হাসাও সবার সুখে।
ওগো আমার বিশ্ব পতি,
তোমার কাছে এই মিনতি
সবারে দাও আপন করে।
Oct 2017 · 179
অভিপ্রায়
Imran Islam Oct 2017
আকাশ ভরা তারায়
জোছনা মাখা ধরায়
ফুল ফোটা এই ভোরে
ঘুম হরা ওই সুরে
পাই যেন গো তোমায়!

শিশির ঝরা এ ঘাসে
হৃদয় ছোঁয়া বাতাসে
পাহাড়ের ও ঝরণে
নদী ঢেউ কলতানে
পাই যেন গো তোমায়!

বৃষ্টি ভেজা কাঁচা বনে
মন দোলা মধুগানে
শরতের সাদা মেঘে
বৈশাখী মাতাল বেগে
পাই যেন গো তোমায়!

সোনালি ধানের ক্ষেতে
বসন্তের উষ্ণ বাতে
রূপসী বাংলার রূপে
পাই যেন গো তোমায়!

হে তরুণ, তুমি হবে-
আগামির ভব নভে-
অরুণ। তোমাতে জয়;
তুমি শ্রীযুগে অক্ষয়...
Imran Islam Oct 2017
তরুণের মাঝে কিশোরের রবি
কিশোরের স্বপ্ন-ভোর
কিশোর- তরুণের প্রতিচ্ছবি
তরুণ- কিশোরের অন্তর।

কিশোর- তরুণের ছায়া
তরুণ- কিশোরের খেয়া
তরুণ- দখিনা হাওয়া
কিশোর খোলা দোর।

কিশোর- তরুণের অঙ্গ
দু'জন দু'জনার সঙ্গ
কিশোর- তুঙ্গ তরঙ্গ
তরুণ- সাগর।
Imran Islam Oct 2017
ও আমার জন্মভূমি
অপরূপ রূপময় তুমি
তোমার হিম হাওয়া
শিশির,ফুলের ছোয়া-
পেয়ে,ওগো ধন্য আমি!

তারায় ভরা গগন
জোছনা মাখা লগন
দেয় যে আমায় চুমি!

তাপ বেলা বট মূলে
নৌদোলা ও নদী কূলে
আমার এ মন নমি।

তোমার ধানের শীষে
আমি যেন থাকি মিশে
তোমার কোলে যেন ঘুমি...
Oct 2017 · 101
রচিত
Imran Islam Oct 2017
হঠাৎ বৃষ্টির মতো
ঝরলো অবিরত
তবু মনে হয়
এ মনো আঙিনায়
সে যেন প্রবীণ রচিত।

বিরহ আগুন
দাহে নিদারুণ
তবু মনে হয়
এ মনো আঙিনায়
সে যেন প্রবীণ রচিত।

ব্যাথা পেলে মনে
ভুলে থাকি গানে
তবু মনে হয়
এ মনো আঙিনায়
সে যেন প্রবীণ রচিত।

আমি চির নাশী
তবু যেন হাসি
তবু মনে হয়
এ মনো আঙিনায়
সে যেন প্রবীণ রচিত।

আমি বড় একা
তবু চলে এ চাঁকা
তবু মনে হয়
এ মনো আঙিনায়
সে যেন প্রবীণ রচিত।

— The End —