Submit your work, meet writers and drop the ads. Become a member
 
Imran Islam May 2018
রক্তভেজা অঙ্গে মাগো, দাঁড়িয়ে আছি  দ্বারে
তুমি বরণ করো আমারে!
মাগো, বরণ করো আমারে!

যে কোরানের জন্য দিয়েছি জীবন
যে ন্যায়ের পথে ভিজেছে চরণ
সেসব দিয়ে গিয়েছি তোমারে;
বরণ করো আমারে!

কোরানের পথকে যে ভালোবেসে
মৃত্যুকে বরে নেয় হেসে হেসে
এমন ফুল ফুটুক মাগো, তোমার কাননে;
বরণ করো আমারে!

আমার যত আঘাত আছে
সব রেখেছি তোমার কাছে
তুমি ভাসিয়ে দিও দুঃখ ওই  মহাসাগরে;
বরণ করো আমারে!

[০৫/০৭/০৯]
Imran Islam May 2018
আমি জিঞ্জিরে বাঁধা- পিঞ্জরে
এই জিঞ্জির ছিড়ে পিঞ্জর ভেঙে
মুক্ত করো না,
আমায় মুক্ত করো না!

আমি নেই নন্দনে
ভিজে আছি ক্রন্দরে;
নন্দন দিয়ে ক্রন্দন মুছে
দাও না সান্ত্বনা,
আমায় দাও না সান্ত্বনা!

তুমি কেন শান্ত
দেখো না ভ্রান্ত;
শান্ত মনে ভ্রান্ত ভেঙে
সত্য ভাবো না,
আমায় মুক্ত করো না!

তুমি রবে মুক্ত
আমি কারভুক্ত;
ওরে মুক্ত, ভুক্তকে-
একটু ভাবো না,
আমায় মুক্ত করো না!

আমিও তোমার মতো উষায়-
নিতে চাই ফুলের ঘ্রাণ
দিতে চাই ভোরের গান-
হিমেল হাওয়ায়।
আমার এ গায় তোমার মতো
শিশির পড়ুক না,
আমায় ছেড়ে দাও না!

[০৫/০৭/০৯]
May 2018 · 105
মুমিন
Imran Islam May 2018
মুমিনের বুক কভু কাঁপে না
সত্য কভু চেপে রাখে না
জীবনের বিনিময়
সফলতা নিয়ে নেয়
শ্রমের দাম কভু যাচে না!

থাকে কোরানের ধ্যানে
চলে সততা মেনে
বার বার এক ফাঁদে পড়ে না!

মাবুদের হুকুমে
গলে পরে মোমে
মিথ্যা সে কভু বলে না!

জিহাদের কাফেলায়
আসে নির্দ্বিধায়
পরোয়ার বিনে শির নত করে না!

সৎ কাজে নেই তাঁর পিছু টান
কোরানের পথে সদা করে আহ্বান
কারও অধিকার সে কেড়ে নেয় না!

[০৪/০৫/০৯]
Imran Islam May 2018
ভেঙো না বিশ্বাস; বল রাখো মনে
তোমাদের জয়ধ্বনি এসেছে কোরানে!

তোমাদের সাথে আছে ওই আসমান
সাথে আছে মরুর উষ্ণ তুফান
শান্তি-সুখ পাবে সত্য বরণে!

প্রতিবাদ করো তুমি ওহুদ-বদর
সাহস হারিয়ে কভু হইও না কাতর
শহিদি পিপাসা রাখো স্বপনে!

হিংসা-অনাচার জুলুম-শোষণ
তোমাদের পদাঘাতে হবেই পতন
জেগে ওঠো জেগে ওঠো সত্য-গানে!

আসুক যত ঝড় যত বাধা
পূর্ণ করো তুমি পূণ্য-ওয়াদা
করো না শির নত প্রভু বিহনে!

তুমি সত্যের পথিক
রাসুলের সৈনিক
তুমি সুন্দর ফুল এই ভুবনে!

[০৩/০৫/০৯]
Imran Islam May 2018
আমার নামাজ আমার জীবন
আমার এ কাজ আমার মরণ;
সবই রাখি তোমার চরণ
ওগো আমার মহাজন!

আমার কী আর আছে অহংকার
মাটি হয়ে ফিরবো যে আবার!
শেষ বিচারে তুমিই মহান সব ক্ষমতার।
না জানি সে দিন কী হয় আমার!

এই পৃথিবীর সবই তোমার খেল
আমার কাছে কেন প্রিয় মালা?
মিটিয়ে দাও মনের জ্বালা
ফুরানোর আগে জীবন-বেলা!

[১১/০৫/০৯]
Imran Islam May 2018
মরুর বুকে এলো রে চাঁদ
প্রিয় রাসুল মুহাম্মাদ;
বিশ্ব নবির আগমনে
ধরা পেলো স্বর্গ-স্বাদ!

ওই হাসলো উষা রাতের পরে
উঠলো রবি আমিনা মায়ের ঘরে
সে যে রাসুলে আহমাদ!

আঁধার ধরা পেলো আলো
শান্ত জলে ঢেউ উঠিলো
ভুবন করে সে উন্মাদ!

গাইলো মাটি গাইলো আকাশ
গাইলো পাখি গাইলো বাতাস
গাইলো সবে তাঁরই অর্থবাদ!

মহানবির কদম ধুলার পর;
জুলুম কাপলো থর থর-
শুনে এক-বরের শাহাদাত!

মলিন মুখে ফুটলো হাসি
উঠলো জেগে বিশ্ববাসী
পড়লো দুরুদ সকল জনপদ!
May 2018 · 122
কবি
Imran Islam May 2018
“কবিহীন দেশ জনহীন মরুভূমি”
মনের ভাষায় কবি আঁকে স্বপ্ন ছবি
কবিহীন ভোরও যেন আলোহীন তমি!

স্বপ্ন বিনে উদে না কর্ম, উদে না উচল দ্বার
কবি-মনে স্বপ্ন মর্ম, কবি- গণ গুপ্তচর।
আপনে সে রৌদ্রস্নান যেথায় ঘোর তমি।

যারা আত্ম মনে উদয় কবি
তারা বারি টুটে নভে- সোনার রবি;
তবে সেই রবির আলো খুঁজে নেবো আমি!

তুমি বলো না বলা কত ভাষা
তোমার মনে এত ভালোবাসা
তুমি কভু উষ্ণ কভু শীতল
কখনো অবুঝ কখনো সরল
তুমি ফুলের গন্ধে পাখির সুর ছন্দে
ছায়া ঘেরা ক্লান্তি হরা সবুজ বনভূমি!

কবি ছাড়া কে করবে প্রশ্ন
কেই বা দেবে জবাব
কেই বা হবে প্রকৃতি মগ্ন
কে ফুরাবে তোমার অভাব?
সত্যলোকে সন্ধা হলো, আসুক ভোরের আলো
হোক না যত ধ্বংস প্রলয়; এসো আবার তুমি!

[১৯/০৬/০৯]
May 2018 · 91
রমজান
Imran Islam May 2018
রমজানেরই চাঁদ উঠেছে ও নীল আকাশে
রহমতেরই গন্ধ বিলায় বিপুল বাতাসে!

যত ছিলো বদ গুনাহগার
আজকে সবে পাবে যে পার
আজি সবে ভাসছে তবে পরম উল্লাসে!

দয়ার বারি বর্ষে আজি মহামহিয়ান;
তাঁদের জন্যে এ দান
যাঁরা মুমিন-মুসলমান
ক্ষমার দুয়ার খোলা ওসে সবার তালাশে।

যত ছিলো নিরাশ ওরে
বন্ধি হলো শিকল পড়ে
আজ স্বর্গসুধা বিলিয়ে দিলো মহি-নিবাসে।

পাপকে তুমি পূণ্য দিয়ে
মুছে ফেলো ধর্য নিয়ে
রমজানেরই সুধা তুমি নিয়ে নাও হেসে।

[০৬/০৭/০৯]
May 2018 · 121
একটু দেখা
Imran Islam May 2018
তোমার একটু দেখা হৃদয়ে মম-
সিন্ধু সলিল, সুধাসম!
কত দেখি পল্লি বালা
রূপসীর রূপের খেলা
মোর কাছে তোমার হাসিই প্রিয়তম!

তোমার ও কাজল আঁখি
লাজে যেন মাখামাখি,
এত হরষ জাগে
এত ভিরু লাগে
দিঘির জলে যখন তুমি নামো।

তোমার ও চোখের ভাষা
যেন মোর মনের ভাষা,
যে ফুল গন্ধ ছড়ায়
যে চাঁদ মন ভরায়
সেসব রূপ যেন তোমার সম।
May 2018 · 114
রিক্ততা
Imran Islam May 2018
হে উমর, চাই যে তোমার উপস্থিতি
তুমি শূন্য জাতির আজ বড় দুর্গতি,
যে শির ছেদ করেছে সত্য-তলবার
তারাই কাটা হয়ে দাড়িয়েছে আবার!

শুনবো আবার তোমার সেই গর্জন
যার পরে করেছো সফলতা অর্জন।
তুমি নেই তাই ইসলামের এ দশা
ভরসা রিক্ত চিত্তে সে হাঁটু গেড়ে বসা!

ইসলাম তুমি শান্তির, তুমি নির্মল
বীর শূন্যতায় তুমি এতটা দুর্বল!
হে তরুণ, আঁধারের পরেই তো আলো
শূন্যতা ছাড়া কেইবা জয়-স্বাদ পেলো?

হে তাজ, জন্ম দাও উমর বাহু-দিল
দূর করো ভয়, হিংসা ও গণ-অশ্লীল!
May 2018 · 117
হরিণ খোলা
Imran Islam May 2018
ওগো মোর পল্লি, তুমি নিত্য মায়াময়ী
ভালোবাসার পরশ মাখা ওই কোলে
শতশ স্মরি তোমায় আমি চিরদায়ী।
এত যে ব্যাকুল আমি, কবে দেখা মেলে!
আমি তোর কাছে ঋণী; স্বপন অপায়ী।
এ তৃষ্ণা মেটাতে চাই তোর মধু-জলে
তুমি কোমল নিষ্পাপ, মা তুমি বিজয়ী।
আবার মিশতে চাই তোমার অনিলে!

ফিরবো কবে তোমার নবান্ন প্রভাতে
আর নেবে কী আমায় বরে- সাথি রূপে?
তোমার ঐ মাঠে দিও ‘পেরেট’ খেলতে!
তুমি কেন এত ডাকো মোরে চুপে চুপে?
মায়াহীন কাটে ক্ষণ; ঐ শৈশব স্মৃতি-
পাবো না কোথাও; মনে রেখো মোর কৃতি!
Imran Islam May 2018
মাগো তুমি আমায় দাও গো বিদায়
যাবো আমি রণে
দোয়া করো আমায় যেন হয় বিজয়
চেও না পথ পানে!

দেখনা জুলুম, বেড়েছে হুম হুম
কীসের আরাম কীসেরই বা ঘুম-
আসে এই নয়নে!

করো না হতাশা, দাও ভরসা
এযে আলোর দিশা, আমারও নেশা-
স্বার্থক যেন হয় মরণে।

এ ঘোর রাতে দাও না জাগিতে
যাবো আলোর পথে, শপথ নিতে
যা লেখা আছে কোরানে।
May 2018 · 91
বিজয়ভূমি
Imran Islam May 2018
বিজয় তুমি রিক্ত মায়ের মুখের হাসি
তোমার জন্য নমাস ধরে রক্ত-জলে-
করেছে যুদ্ধ বীর- তোমার মায়া-বলে;
তোমার মুক্তিসেনা তাই তো ভালোবাসি।

তুমি স্বাধীন তাই আমি আনন্দে ভাসি
গর্ব করি আমি পতাকা তোমার তুলে
তোমার রত্ন তোমার স্নেহ থাকিনি ভুলে।
তুমি বাংলাদেশ আর আমি বাংলাভাষি!

তোমার সবুজ ভালোবাসায় আমায়-
ডাকে নাও কাছে; কত সুখ দাও তুমি!
কেন এত আদর, কী দিয়েছি তোমায়?
শুধুই জানি তুমি আমার জন্মভূমি।

আমাকে বরো তোমার বুকের রতনে
রেখো মোরে তোমার কোলে চির যতনে!
Imran Islam May 2018
তোমার আলোয় দাও গো মুছে
আমার সকল আঁধার
দাও নতুন করে দাও গো মোরে
পূণ্য উপহার
প্রভু, দাও পুণ্য উপহার!

উষ্ণ হাওয়া আসুক ভেসে
ওহুদ-বদর-তায়েফ ঘেঁষে
আমার সাথে মিল করে দাও
হযরতে হামযার!

চাই না প্রভু বালাখানা
চাই না কভু নিধিকনা
দাও করে দাও আমার বাহু
হযরতে উমর!

চাই না আমি ক্লান্তি রণে
চাই না আপোষ বৈরী-সনে
শুধুই চাই তোমার কাছে
খালিদ-তলবার!

আমাকে দাও বেলাল-হৃদয়
দাও সুধা ওই কালিমায়
আমায় দিয়ে করাও প্রভু
দ্বীনের উপকার!

[০৩/০৫/০৯]
Imran Islam May 2018
মন আমার চায় পেতে স্বর্গ সুধা
মেটে না ধরার মাঝ মনের ক্ষুধা!
স্বপ্ন আমার যাক ভেসে
আপন মনে হেসে হেসে
যেথায় আছে মিশে সত্য-সুধা!

কেন এই মিথ্যে পথে
মন আমার উঠছে মেতে
আমায় ধরো বন্ধি করো
দাও না বাধা!

কেন এই মিথ্যে অহংকার
কেন ভুলে ভরা এ সংসার
আমার ঘর আলোয় ভরো
দূর করো আঁধার!

কত নিষ্ঠুর এ সমাজ
কত যুদ্ধ ধরার মাঝ
সবে বন্ধু যেন শান্তি আনো
কীসের এত ফাঁদ,
কেন এই বিবাদ?
আমার মনে সেই ধাঁধাঁ!

[১৫/০৫/১৮]
May 2018 · 112
আত্মা
Imran Islam May 2018
ওগো আমার আত্মা
জাগে কী এতটুকু ভয়
সৃষ্টি করেছে তোমায়-
কোন সে মহাসত্তা?

কী আছে অহংকার
এত অসারতা নিয়ে?
জানো এক দিন গিয়ে-
দাড়াবে তাঁর দ্বার!

ভুবন তো নয় স্বর্গ
কেন এত সুখ চাও?
ছোট্ট সফরে কী পাও!
এ শুধু ক্ষণ-মার্গ।

ধরা পরীক্ষা কেন্দ্র
সফলতা অন্বেষক,
সাথী করো না আলোক!
আত্মাকে করো ভদ্র।

তোমার এ দায়িত্ব;
কেন করো অবহেলা?
চলে যাবে সব বেলা
তোমার কী অস্তিত্ব!
Imran Islam May 2018
আর কত হতে বলো আমাকে পাষাণ
আর কত দিতে হবে স্বজনের প্রাণ
আরও কত নিতে হবে রক্তের ঘ্রাণ!

আমার দেশের মাটি কেন তোমার খেলা-ভূমি
কেন আমার রক্তে ভেজাও আমার জন্মভূমি
আর কত অশ্রু বলো, কত চাও মায়ের প্রাণ!

আমার ঘুম কেড়ে নেয় তোমার গুলির শব্দ
আমার শিশুর স্বপ্নগুলোও তুমি করো স্তব্ধ
আমি চাই শুধু অধিকার; চাই না কোনো ত্রাণ!

কেন এত নির্যাতন কেন এত যুদ্ধ
কেন মাতৃভূমিতে ভাইয়ের ও লাশ
আমি কেন অবরুদ্ধ?
আর কত দিতে হবে আরব মায়ের সন্তান!

চাই না এই যুদ্ধ; চাই শান্তি মানবাধিকার
মুক্ত হোক জন্মভূমি মজলুম মানবতার
আমি চাই এই মহাযুদ্ধের চির অবসান!

[১৬/০৫/১৮]
Imran Islam May 2018
কেন এমন হয়?
কেউ ডাসবিনে ফেলে দেয়
কেউ না খেয়ে রয়!

কারও মুখে হাসি
কেউ যে কষ্টের অধিবাসী
কারো গলায় ফাঁসি!

কেউ রাস্তার বোঝা
মাথায় দে ইট-কনু-কব্জা
কারো বিলাসী শয্যা।

কেউ বিলায় শ্রম
আর কারো নেই কোনো ক্ষম
কেউ পায়নে দাম।

কেউ যাতনে শেষ
কারো খুশি ভরা স্বপ্নদেশ
কারো বীরের বেশ।

কেউ দুর্নামে পড়ে
কারো শুধু বৃথা নাম করে
কেউ নিজেই মরে।

কেউ যে বড় মিয়া
সব পেতে চায় দাম দিয়া
খেলে দুর্বল নিয়া।

কত চলবে আর
অসহায় প্রাণে অনাচার,
রবে জীবন ভর?

দোষী সাজলো ভালো
নিষ্পাপ যে মার খেলো
এ কী সভ্যতা হলো?

দুস্থ বলে কী তারা-
দাস হবে এ সমাজ-ধরা?
সে অধিকার হারা!
May 2018 · 208
এসো বন্ধু
Imran Islam May 2018
এসো এসো বন্ধু ওগো, চরো-
আমার প্রেমের নায়
তোমায় নিয়ে বাইতে তরি
আমর এ মন চায়!

বলবো কথা দুজন মিলে
জ্যোৎস্না ভরা চাঁদের সনে
বলবো সখা তোমর সনে
যত কথা  আমার মনে।
চাঁদের আলোয় দেখবো নাচন
তোমার খোলা পায়!

এসো না এসো প্রিয়া,
আমার প্রেমের ঘাটে
বসে আছি তোমার জন্য
জোছনা নদীর তটে।
দেখবো তোমায় পরান ভরে
জ্যোৎস্না যখন পড়বে গায়!

আমি ধরবো নায়ের হাল
তোমার আঁচল হবে পাল
তোমায় নিয়ে বেয়ে তরি
কাটবে সাকল চাঁদনী কাল।
আজকে শশী হাসবে সখি
যদি তোমায় সাথে পায়!

সবারে আজ দিয়ে ফাঁকি
প্রিয়, এসো আমার কাছে
তুমি আমার সাথী হবে
দোষ কী তাতে আছে।
ভাসাবো দুজন প্রেমের তরি
আনন্দেরই ধরায়!
May 2018 · 242
পায়রা
Imran Islam May 2018
ওরে ওরে পায়রা যাসনে উড়ে
আয় না আয় না আয় না ফিরে
ডাকছে পায়রি ডাকছে তোরে
আয় না আয় না আয় না নীড়ে!

দাড়িয়ে আছে ওই খোলা কেশে
আয়রে আয় তুই হাওয়ায় ভেসে
ওরে থাক না তুই ঐ তারই পাশে
যাস না তুই যাসনে দূরে!

ওরে ওরে ভ্রমর যাসনে ভুলে
কদিন মধু থাকবে ফুলে,
শুকাবে ও ঘ্রাণ সন্ধা হলো
বাস না ভালো বাস না তারে!

কেন দূরে থাকো এমন ক্ষণে
মানে না বাধা তার ওই মনে
মেলবে ডানা কার সনে
খোয়া যায় ও যৌবন তীক্ষ্ণধারে!
ওই ভ্রান্ত হৃদয় ফিরে অন্যদ্বারে!
Imran Islam May 2018
আজ পড়ছে তোমায় মনে
মাগো, পড়ছে তোমায় মনে
ব্যাকুল হয়ে খুঁজতে আমায়
যখন হারিয়ে যেতাম হিজল বনে!

খেলা শেষে সন্ধা হলে
ছোট্ট খোকা আসবে বলে
পথে থাকতে অপেক্ষায়;
ধোয়াতে আমায় বসিয়ে ঘাটের শানে!

রৌদ্র থেকে আসলে ফিরে
ছায়া দিতে আমায় ঘিরে
হাত বুলিয়ে তপ্ত মাথায়
বুঝিয়ে দিতে রোদে পোড়ার মানে!

হঠাৎ করে ডাকলে বাদল
ঝড়ের বেগে ভাঙতো আগল
থাকলে আমি ঘরের কোনায়
দিতে অভয় ছুটে যেতে আমার পানে!

পড়তে যখম মন হতো না
বলতে আমায় ‘লক্ষী সোনা’
কী হবে এ মিছে কান্নায়?
সকল সুখের আলো ভরা এই না জ্ঞানে!
Imran Islam May 2018
আমি  সুখী হতে চেয়েছি; হতে পারিনি
আমি যেই পথে হেটেছি; শেষ হয়নি
আমি যে গান গেয়েছি তাতে ঘুম ভাঙেনি
কারো মন কাড়েনি কারো মন বসেনি!

সুখের সময়টা যেন পলকের মতো
দুখের বীণাটা মনে বাজে অবিরত
মন তবু ছুটে ধায় সুখ কোথা পাওয়া যায়
না না, তবুও একটু সুখ মেলেনি!

সুখ যেন মনে হয় বাতাসের মতো
কষ্ট যত বড় পাহাড় নয় বড় ততো
জীবনের সব যেন মানে না আমায়
তবু স্বপ্নরা বেঁচে আছে, কভু ভুলিনি!

[১০/০৫/১৮]
Imran Islam May 2018
আমাকে দাও মুক্ত ভোর প্রথম দিগন্ত
আমি দেবো দখিন দ্বারে ফুলের সুগন্ধ
আমি দেব তোমায় ওগো নতুন বসন্ত!

আমকে দাও মুক্ত কণ্ঠ শুদ্ধ অভিধান
খুব সকালে দেবো ওগো মধুমাখা গান
আমাকে দাও মুক্ত ভূমি চির অনন্ত!

আমাকে দাও যোগ্য শিক্ষা মুক্ত আসন
তবে আমি দেবো হাসি দেবো সুশাসন
আমাকে দাও আলোর দিশা; চাই না ভ্রান্ত!

আমাকে দাও স্বাধীনতা দাও না অধিকার
তোমার মুখে হাসি দেবো করছি অঙ্গিকার
আমায় করো শান্ত সিদ্ধ ক্ষীপ্ত দুরন্ত!

আমাকে দাও মুক্ত হস্তে সাগর সমান জল
আমি দেবো ঢেউ জাগানো শক্তি সাহস বল;
বইতে রাজি পাহাড় সমান থেকে অশ্রান্ত!

[২২/০৩/১১]
Imran Islam May 2018
যখনই বসি আমি বারান্দায়
তখনই আসো তুমি জানালায়
যে কথা বলো ওই ইশারায়
কেমনে বলি আমি হায় হায়!

তোমার ওই দুষ্টু হাসি
যেন সে সর্বনাশী
মন আমার হয় উদাসী
দেখে ভরা চাঁদের উদয়।

লেখা পড়া বন্ধ করে
চেয়ে থাকো চোখ ভরে
আমিও তোমার তরে,
একটুও যে কম নয়!

তুমি করো না এভাবে
যেন জেনে যাবে সবে
বলো না কেমন হবে-
বাঁধলে এক সুতোয়!

দুষ্টুমিটা বন্ধো করে
ফিরে যাও পড়ার ঘরে,
আমরও যে লজ্জা করে
কাল কী লিখবো খাতায়!
Imran Islam May 2018
ভালোবাসা কারে বলে বুঝিনি তো আমি
ভালাবাসার নামে শুধুই ব্যাথা দিলে তুমি
ভালোবাসার মানে তাই আমি বিপথগামী;
আর হবো না আমি কভু ভালোবাসাকামী।

ভালোবাসার আগুন ধরে হৃদয় হলো আঙ্গার
ভালোবাসা ছিলো না তোমার; ছিলো অহংকার
তাই তো আমার বুকে আগুন জ্বলে হা-হাকার;
কতখানি পুড়ছি প্রেমে জানেন অন্তরজামী!

খুঁজে পাই না ভালোবাসা; কোথায় গেল চলে
কাঁদি আমি মনের ব্যথায় দুই নয়নের জলে
কেউ আমার নেই আপন এমন ব্যাথার কালে;
না আর হবো না আমি কভু প্রেমের অনুগামী।

ভালোবাসার অগ্নি-শিখায় জ্বলছি দিরা-রাতি
বলো, তোমায় ভালোবেসে করেছি কী ক্ষতি?
এত আঘাত দিলে আমার ভালোবাসার প্রতি;
তোমার প্রেমের চেয়ে বিরহ ব্যাথাই বড় দামি!
Imran Islam May 2018
বৃষ্টি হোক না আজ
ইচ্ছে মনের মাঝ
করবো না আর কাজ
বাজ রে বাদল বাজ!

ভেজা বনে চলবো একা
হয় যদি হয় কারো দেখা
পথের মাঝে থমকে যাবো
একটু তারে দেখে নেবো
পাক, পায় যদি সে লাজ!

বনের ভেজা পাতার সনে
বলবো কথা গান গানে
ওই পাতাদের লাজ দেখে
ফুটবে হাসি আমার মুখে
নেবো ভেজা বনের সাজ!

আজ কী আর আছে বারণ
ভেজা বনে ফেলতে চরণ
চাই না আমি কোন সখা
বন্ধু আমার হিজল শাখা;
আজ আমিই বনের রাজ!
Imran Islam May 2018
বিষটি ভেজা গাঁয়ের পথে
হঠাৎ দেখা তোমার সাথে।
মুখ লুকিয়ে বনের পাতায়
ভেজা আঁচল তুললে মাথায়
লাজ ভরা ও চোখের পাতায়;
বাঁধে বুনো লতা তোমার নথে!

বিষটি ভেজা বনের পাতা
বলছে যেন লাজের কথা,
ও লাজে ভরা অল্প কথায়
এই আমারে একটু হাসায়,
মেঘের জলে ভালোবাসায়
তোমার রূপে মালা গাঁথে।

ওরে বিষটি যাসনে থেমে
ঝড়ের তালে আয় না নেমে
এই সারি সারি বনে বনে
খাক না রে দোল ক্ষণে ক্ষণে,
গাঁয়ের পথটি ভাসলে বানে
তুমি আমার সাথে চরবে রথে।

প্রকৃতি কী আমার কথা মানে
যা খুশি তা করে আপন মনে,
না না বিষটি ঝরা শেষ
তোমার খোলা ভেজা কেশ
আমার দূরের কোন দেশ
চললাম একলা সে পথে!
Imran Islam May 2018
আমি এক মুক্ত বনের পাখি
আমি এক মুক্ত মনের পাখি
ভর করে এই খোলা ডানায়
কত দূরে কোন সীমানায়
আত্ম ভুলে ছুটছে আমার
বাঁধন হারা স্বপ্ন মাখা বিভোর আঁখি।

আলোয় ভরা সকাল আমার
চাই পেতে চাই ফিরে আবার
যেথায় নতুন নতুন স্বপ্ন মাখা
সেসব ছুঁয়ে দেবো খুলে পাখা
যেথায় মনের কথা বলে সবার
সকল দুঃখ ব্যাথা দূরে রাখি।

খোলা আকাশে ভাসিয়ে মন
দেবো পাড়ি কত নদী বন
আত্ম হারা মনের ভেলা
যাক ফুরিয়ে সকল বেলা
আমি ফের ফিরবো আবার
নতুন ভোরের স্বপ্ন দেখি।

হয়তো তুমি ভাবছো আমায়
ছুটতে পারি মন যেথা চায়
মন যেথা চায় সে পথে ধাও
যা খুশি তাই করে বেড়াও
না না তেমনটা নয় জীবর আমার;
আমি এক মুক্ত খাঁচায় বন্ধি পাখি!
Imran Islam May 2018
আমি চাই না তোমার নষ্ট প্রেম
পবিত্র প্রেম দিও যদি তুমি চাও
আমি চাই তোমার সুধা প্রেম
যাদি তুমি আমার প্রিয় হও!

আমি তাঁর বাঁধনে বাঁধা
যে পথ শুধু আলোয় সাদা
আমি কী সে পথ ভুলতে পারি
যে সকালের আলোয় দিয়েছে ভরি-
আমার নবীন নতুন হৃদয়ের গাঁও!

আমি তাঁর গৃহে বিরহে বন্ধি
যে পুবের আকাশে করায়
আলো আধারের সন্ধি
যে গন্ধ ছড়ায় ভোরের হাওয়ায়
যার পালে চলে জীবন নদীর নাও!

আমি শুধু তাঁর প্রেমে বেঁচে আছি
যে মোর হৃদয়ের খুব কাছাকাছি।
যেন তুমি বাঁধন হারা মুক্ত বনের পাখি
সকাল থেকে সাঁঝের মাঝে কত সখা-সখি;
কেন তুমি আমারে আঁধারের পথে ডেকে যাও!
Imran Islam May 2018
সাগরের তীরে বসে ভাবি যখন
ঢেউযের সাথে এসে বলছে স্বপন-
ভাবো কী মন একা ভাবো কী মন!

বলছে আমায় সাগর- ঢেউয়ের তালে
হারিয়ে যেতে ওই নীল জলে
আমি-ঢেউ-তীর যেন কত আপন!

সারি সারি ঢেউ যেন সুতোয় গাঁথা
যেন তারা বলছে মনের কথা
আমার মনে বাঁধে নিবিড় স্বপন।

সাগরের সুর ধ্বনি আমার কানে
লেগে যায় যেন সে আপন মনে
ভাবনা ছেড়ে তখন মাতে এই মন।

ভালো লাগে নীল জল চোরাবালি
ভালো লাগে সুর, সেই ঢেউগুলি
ভালো লাগে মন মাতানো দখিনা পবন।
Imran Islam May 2018
জামানের মতো সুখী পরিবার থাকার পরেও যাদের মনে অসুখ,
জুনায়েদের মতো পাখিদের যদি খোলা আকাশে ডানা মেলার স্বপ্ন থাকে
তবে অসুস্থ সুমনকে সঙ্গী করতে না পারলেও নাজমের মতো দুষ্টু,
শিমুলের মতো ঝানু আর মাসুমের মতো সরল বন্ধুদের নিয়ে
ঘুরে আসতে পারি স্তব্ধপ্রায়
নদী ছুঁয়ে যাওয়া সবুজ কোন গাঁয়।
        
যেখানে ‘সোনার তরী’র মত খেত, চাষি ও পাকা ধান বোঝাই খেয়া
আর গন্তব্যে ফেরার জন্য মাঝি ভাইয়ের বড্ড তাড়া।
খোলা চুলে মায়ামাখা হাসির পরেও পল্লি বালাদের লাজুক কন্ঠে-
আমবাগানে ঢিল ছুড়তে বারণ!

খানিক বাদেই দুষ্ট ছেলেদের ভ্রান্ত চাহুনিতে মুসকি হাসির মিষ্টি কথায়
কাপা কাপা স্বরে দাদুকে সাদা বক দেখিয়ে দেওয়ার মতো
কম বয়সী মেয়েটির জবাব- ‘উনারা শহরের মানুষ, তাই দুটো আম দিয়েছি’।
বিনে পয়সায় দুই হালি প্রায় আম পাওয়াতে লাল ওড়না জড়ানো চঞ্চল কিশোরীটি
একটু বেশি ধন্যবাদ পাবার যোগ্য।

সংসারপ্রেমী কৃষাণবধূর দুধের গাইটি চৈত্রের রোদ থেকে গাছের ছায়ায় বাঁধা,
ছাগল ছানা দুটিকে অক্লান্ত তাড়া করা,
হাসগুলোকে ধানখেত থেকে চুপি চুপি নিয়ে আসা
আর গৃহবধূর লাজুক আঁচলের রূপ যেন আপনের মতো।
কৃষকের খেত ছোঁয়া ভালোবাসা ফের ক্লান্তিতে বিশ্রাম- চেনা চেনা মনে হয়।
আর পল্লির বুকে খেয়া পারাপার ও নৌকোচরে গন্তব্যে পাড়ি দেওয়া
সত্যিই ছবির মতো।

নদীর কোলে ঝুঁকে থাকা গাছে চড়ে বালকদের দোল খাওয়া,
দামাল ছেলেদের এক সাথে পুকুরে ঝাঁপ দেওয়া
আর সারা গাঁয়ে ছুটে বেড়ানোর ছবি সেই শৈশবকে কাছে পাবার মতো।

মুক্ত পাখির ডানার মতো শেষ বসন্ত ছোঁয়া সবুজ গাঁয়ে ধান-শালিকের মেলা
বকের সারি আর ঝোঁপের মধ্যে একটি ডাহুকের দৃশ্য
মনে করিয়ে দেয় আপন নীরের কথা, যা এখন অতীত!

তবে ডোবা থেকে আসা পচান পাতার ঘ্রাণ,
হিজল বনে অচেনা বুনো ফুল আর দখিনা সমিরণে-
খোলা গাঁয়ে জুনার ‘বান্ধবী’ বন্ধীদশা থেকে মুক্তি পেয়ে- উল্লাসে আত্মহারা!
May 2018 · 73
স্বভাব
Imran Islam May 2018
সকল আঁধার টুটে যায়
টুটে না কুয়াশা
ফুরিয়ে যায় মহি সময়
ফুরায় না আশা!

পৃথিবীর সব ভরিলেও
ভরে না দু’চোখ
জীবনের সব ফুরালেও
ফুরায় না শোক!

চায় না মন সত্য বিচার
কৃত অবরাধে
কাঁদেও না হৃদয় আবার
আত্ম অপবাদে!

পরশ্রী যেন লাগে না ভালো
হতাশ বিলাপে
বলে বেড়ায় সে এলো মেলো
তৃপ্ত পরপাপে।

ছাড়ে না কভু মিথ্যা- জীবনে
শুধুই সে হাসে
মিথ্যাকে করতে জয়, মনে-
শত মিথ্যা চষে।
Imran Islam May 2018
ধরায় স্বর্গ স্নিগ্ধ বসন্ত
বর্ণিল সাজে আজ দিগন্ত
নন্দন স্বাদ চির অনন্ত,
বাংলার প্রাণ তাই ফুটন্ত।

তারুণ্যে দেশ, তপ্ত সীমান্ত!
ফুলের ঘ্রাণে অলি অশান্ত
কোকিল কণ্ঠ যেন অশ্রান্ত,
বাংলার প্রাণ আজ ফুটন্ত।

চঞ্চল রবে সুধা যুগন্ত
ভোরের বায়ু বয় অক্লান্ত
প্রকৃতি- প্রাণ পেয়ে জীবন্ত,
বাংলার রূপ বন ফুটন্ত।

তরুণ, তুমি হও সুশান্ত
সত্যের গান গাও অভ্রান্ত,
সংযোমী হও সব দুরন্ত
সঞ্চয় করো সুধা বসন্ত!
Apr 2018 · 103
আমি তৈরি
Imran Islam Apr 2018
আমি করতে দমন বৈরী
মাগো, তৈরি আমি তৈরি!
যেখানে তোমার ক্রন্দন
দেবো সেখানে সুখবন্ধন,
যেখানে অশান্ত
করতে তা শান্ত
আমি দুর্দান্ত, তৈরি!

প্রভাত কিরণ করবো বরণ
টুটিয়া আমি তিমির রজন!
আমি ক্ষুব্ধ, আমি স্তব্ধ
আমি আলোর দিশারী,
তৈরি আমি তৈরি!

আমি না নিয়ে তৃপ্তি
নেবো না বিলুপ্তি
মগ্ন আমি- নগ্ন যেখানে বৈরী,
তৈরি আমি তৈরি!

অসহায় দুর্বল
হোক না সবল
সব অবিচার হোক চরণচারী
তৈরি আমি তৈরি!
Apr 2018 · 84
মেঘ কনে
Imran Islam Apr 2018
ঘন কালো মেঘ ভাসে ওই আকাশে
শীতল পরশ বহে যেন বাতাসে।
আজ হলে বর্ষণ করবো বরণ
ফোঁটা ফোঁটা বারি হরষে!

ওই গগনে কাঁদে মেঘর কনে
ভেজা শাড়ি পরে পল্লি বনে
আজ বারিবাহ- গিরি-পল্লি ভালোবাসে।

জলের মাঝে পল্লি, ডুবে মম মল্লি
আজ দুরন্ত মনে সুখ বরষে!
সবি নিশ্চুপ দেখে বারি রূপ
আমি বারি-ছন্দ হেরি- কুঞ্জে বসে!
Apr 2018 · 118
বসন্ত
Imran Islam Apr 2018
এসেছে বসন্ত, ডাকে সুরের কোকিল
বাতাসে ভাসে বসন্ত-ফুলের সুবাস
পাতায় পাতায় নব জীবনের মিল,
আজ নন্দিত অবনি, দখিনা বাতাস!

সবুজে ভরে দিতেই এলো মধু মাস।
প্রকৃতি হর্ষিত আর ভুবন জামিল,
দোলে কুঞ্জ-তরু পেয়ে দখিনা অনিল।
সব ক্লান্ত দেহে জাগে বসন্ত উল্লাস!

সঞ্চয় করেছে শক্তি সকল শিথিল
বেলি পুষ্প প্রেমে সব নিশিথ উদাস।
সবুজ নিপুণ রূপে মাতে তনু-দিল,
বসন্ত রেখে কে হতে চায় পরবাস!

প্রকৃতি- গানে, সমীর সুবাসে- তরুণ
নবীন, সঞ্চয় করো মধুকাল গুণ!
Imran Islam Apr 2018
তুমি বাংলার মহা বীর!
তুমি দেশের তরে
দিয়েছো জীবন দেশের পরে
নোয়াওনি কভু শীর,
তুমি স্বাধীনতা যুদ্ধে শ্রেষ্ঠ বীর!

মানোনি শত্রুর কোনো কিছু
তুমি ভীরু-পদে হাঁটোনি পিছু
নোয়াওনি কভু শীর,
তুমি স্বাধীনতা যুদ্ধে সাহসী বীর!

তুমি চাওনি আরাম, ধনি-ক্ষুধা
চেয়েছো মাতৃভূমির স্বাধীন সুধা।
তুমি দেখেছো মৃত্যুর দ্বার
দেখেছো কত রক্তের ঝড়
তবু নোয়াওনি উঁচু শীর,
তুমি অমর, তুমি শ্রেষ্ঠ বীর!

তুমি নেভালে নির্মম আগুনের দল
পার হলে হলে শত বিপদের তল।
তুচ্ছ করেছো আনন্দ-বিশ্রাম
চেয়েছো এক স্বাধীন বাংলার নাম।
অবশেষে পেলে স্বপ্নের তীর
তাই, তুমি বাংলার চির উন্নত বীর!
Apr 2018 · 116
শূন্যতা
Imran Islam Apr 2018
কেন যেন নেই আগের মতন
এই দেশ, এই জীবন
বদলে গেছে নীতি, জীবন ধরন!

পাই না সাহসী বীর এই বাংলার বুকে
পাই না রবীন্দ্র-নজরুল সত্যলোকে
সবি কী এ ভাবে হবে হরণ?

দেখি না আগের সেই রাজনীতি
দেখি না সুন্দর সেই প্রকৃতি
জানি না কোন কারণে এই অঘটন!

কলমে পাই না আর লেখকের ছাঁপ
পাই সেখানে শুধু পাঠকের আলাপ
কেন ইচ্ছেকে বেঁধে রেখে অন্যের মন পূরণ?
Imran Islam Apr 2018
বাংলাদেশ, তুমি মোর প্রিয় জন্মভূমি
তোমার সবুজে মিশে আছে মোর প্রাণ
গায় যে মনের গান- নদী-কলতান।
তোমার ভালোবাসায় চির মুগ্ধ আমি!

তোমার কোলে রয়েছে কত স্বপ্ন ঘুমি
স্নেহবদন বিভব সুরে বহমান!
রূপসী বাংলার মায়া মাখা রূপ চুমি-
খাঁটি মাটি-জলে কাটে নিষ্ক বর্তমান।

মোর সুখের গান বাজে তোমার সুরে
ভরে ওঠে এই মন নিশান ও স্বাদে
পাবো না আমি ও স্বাদ অন্য দরবারে।
তোমার কোলে কাটাই হরষ-বিষাদে!

বাংলাদেশে জন্ম, শুরু শুভ নবকাল
এখানেই মোর প্রাণ পাক পরকাল!
Apr 2018 · 8.5k
তোমার হাসি
Imran Islam Apr 2018
তোমার হাসির মাঝে লুকিয়ে আছে আমার সকল চাওয়া
প্রিয়, শত দুখের মাঝেও আমার কাছে
তোমার সুখের হাসি যেন বড় পাওয়া!

তুমি হাসলে প্রিয় অবাক হয়ে চেয়ে থাকি আমি
তোমার হাসির চেয়ে আমার কাছে কিছুই নেই দামি
ওই মায়া মাখা হাসির জন্যে আমার উদাস হওয়া!

লাজ করো না সখা, যদি চেয়ে থাকি তোমার হাসি দেখে
চোখের আড়াল যেন না হও হাতের নিপুণ কাজটি রেখে
আমার মনের ভাষা যেন বোঝে দখিন দ্বারের হাওয়া!

তোমার ওই জাদু মাখা হাসির মাঝে আমার স্বপ্ন ভাসে
তোমার ভালোবাসার লাজুক ছোঁয়ায় আমার হৃদয় হাসে।
আমাকে তুমি দুষ্টু ভাবো, তাই দূরে চলে যাওয়া!
Imran Islam Apr 2018
স্বাধীনতা, স্বাধীনতা, তুমি মোর সফলতা
রেখেছো কোথায়?
ভুলে সেই মর্ম কথা, আজ করেছো যা-তা
এ জন্য কী পেয়েছি বিজয়?


কিসের জন্য অস্ত্র ধরে
যুদ্ধ করে জীবন তরে
এনেছে মহান বিজয়!
কোথায় হারালো সেই প্রণয়?

ঘর ছেড়ে যাঁরা নিদ্রাহীন থেকেছে গভীর বনে
এই স্বপ্ন ছিলো তাঁদের মনে-
‘বাংলা তুমি রবে উচ্চ চূড়ায়’!

ভুলে শহিদের সবুজ আশ
হয়েছি এ কার ক্রীতদাস!
দিনে দিনে বেড়েছে ক্ষতির সংসয়।

স্বাধীন হবার পরেও কেন পরাধীন?
কেন এত অমানবিক নির্যাতন,
কেন বাজে শুধু মরণ বীণ!
কবে হবে স্বাধীনতার পূর্ণ উদয়?
Imran Islam Apr 2018
সময় চলে তার নিজ গতিতে
কে পারে তারে বেঁধে রাখিতে
সময়ের সাথে স্বপ্ন বদলে
ইচ্ছে আর হয় না পূরণ
তারুণ্য রূপ সব যায় চলে
শক্তি সাহসও হয় হরণ!
তবুও চায় না কেউ হারিতে।

রঙিন স্বপ্ন যখন দেয় না আর ধরা
শুধু বাঁচার তাগিদে জীবন করে তাড়া
যদিও স্বস্তি মেলে একটু ঠাঁই পেলে
মানসিক যন্ত্রণায় যেন পুড়ে যায় সুখ
অন্তরে যতই নীরব দহণ জ্বলে
হাসি মাখা থাকুক স্বজনের মুখ!
তবে কত জন পারে জীবন জয় করিতে?
Imran Islam Apr 2018
স্বাধীনতা তুমি, বাংলার অহংকার
স্বাধীনতা তুমি, বাঙালির অধিকার
স্বাধীনতা তুমি, আলো- জীবন-দিশার
স্বাধীনতা তুমি, রক্তে গড়া এই বাংলার!

স্বাধীনতা তুমি, দুঃখিনী মায়ের হাসি
স্বাধীনতা, তুমি আছো বাঙালির প্রাণে মিশি
স্বাধীনতা তুমি, আঁধার রাতের শশী
স্বাধীনতা তুমি, সফলতা রাশি-রাশি।

স্বাধীনতা তুমি, রক্ত হ্রদের প্রতিদান
স্বাধীনতা তুমি, কোটি বাঙালির সম্মান
স্বাধীনতা তুমি, বাংলা-কান্নার অবসান
স্বাধীনতা তুমি, বাংলার নব প্রাণ!

স্বাধীনতা তুমি, লাখ শহিদের স্বপ্ন-ফুল
স্বাধীনতা তুমি, অসীম সাগরে প্রাপ্ত কূল
স্বাধীনতা তুমি, পল্লি বালার খোলা চুল
স্বাধীনতা তুমি, ওই আকাশ সমতুল!

স্বাধীনতা তুমি থাক- বাস্তব কর্মে
স্বাধীনতা তুমি থাক- বাঙালির মর্মে
স্বাধীনতা তুমি থাক- শেত্ব-কৃষ্ণ চর্মে
স্বাধীনতা তুমি থাক- সবার ধর্মে!

স্বাধীনতা তুমি, আমার অগ্রদ্বার
স্বাধীনতা তুমি, আমার বিভাশার
স্বাধীনতা তুমি, আমার উঁচু ঘার
স্বাধীনতা, স্বাধীনতা, তোমার প্রতি- করবো না অবিচার!
Apr 2018 · 93
ঈদ
Imran Islam Apr 2018
সবার জন্য এ ঈদ
নিয়ে আসুক সু-হৃদ
বহুক সাম্যের হ্রদ
হোক না সব জাদিদ!

কী হবে মোদের ঈদে
আছি ব্যথা ভরা হৃদে,
ঈদে বুকে বাণ ভিদে
মজি এ কোন বিস্বাদে!

আজ নেই কোন বিভেদ
ভুলেছি সব বিবাদ
দীনের সাথে প্রমোদ-
বিলায়ে, কাটুক ঈদ!

এই ঈদ থাক শীর্ষে
সব হৃদে যেন বর্ষে-
ঈদ। দুলুক না হর্ষে-
মন,- ঈদ উত্‍কর্ষে!
Imran Islam Apr 2018
সৃষ্টি করে প্রভু এই নিখিল ধরণী
পাঠালে সেথায় নানা জীব নানা প্রাণী।
নিত্য উষার কোলে ভাসে সোনার রবি
ফুটে ওঠে ঐ প্রকৃতির আপন ছবি।

সৃষ্টি করলে তুমি চাঁদ, দিশার তারা
মেনে চলে সবে প্রভু তোমার ইশারা।
বাতাসে ভেসে আসে ওই ফুলের ঘ্রাণ
মন হরা প্রিয় ঐ পাখির কণ্ঠে গান।

কেঁপে ওঠে মাটি পেলে আকাশের ডাক
মেঘ হতে ওই বৃষ্টি হয় যে ফারাক।
জোয়ারে ভরে যায় ও নদীর দুকূল
আপন মনে সবে মানে তোমার রুল।

চলে সবে তোমার পরে করি মালুম
মানতে যেন পারি ঐ তোমার হুকুম!
Imran Islam Apr 2018
আমি বাংলায় কাঁদি হাসি
বাংলায় গান গাই
যখন বেদনায় ভাসি
বাংলায় সুধা পাই!

বাংলাই আমার মাতৃভাষা
বাংলা ভাষাই প্রাণ
বাংলায় দেখি সহজ দিশা
বেদনা- পরিত্রাণ!

বাংলা আমার চোখের আলো
বাংলা মুখের ফুল
বাংলা ভাষাই শ্রেষ্ঠত্ব পেলো;
নেই বাংলার তুল!

ভাষার বলে বলতে পারি-
'আমিও তো বাঙালি'
ভাষা-প্রেমে লয় করে- অরি
স্বাধীন পথ চলি।

বাংলা, তুমি গর্বিত আজ-
যাঁদের রক্ত-জলে
তাঁরাই বাঙালির তাজ;
তাঁরা উদয় কালে।

হে বাংলা ভাষা,
তুমি শহিদের রক্তে-
শুদ্ধিলে- 'একুশ' অক্তে!
Apr 2018 · 69
শেষ দিন
Imran Islam Apr 2018
আমার যে যখন দিন ফুরাবে, দেহ হবে লাশ
আপন জনে কাঁদবে আমার ঘিরে চারি পাশ
কী হবে মোর একটু পরে?
রাখবে আমায় মাটির ঘরে
পরাবে আমায় লাশের ভুষণ-বেশ!

সাথে আমার কেউ যাবে না
সাথী আমার কেউ হবে না
হায়, হায়, আমার এ কী সর্বনাশ!

নেই আমার কোন হিম্মত
কোন গুনেতে পাবো নাজাত
রেহাই পাবো আমি করি যদি পাশ!

কোথায় আমার বাড়ি গাড়ি
কোথায় গেলো বাহাদুরি
দূর হলো যে সকল অবিলাস।
সব মায়া জাল ছিন্ন করে
থাকবো আমি আঁধার ঘরে
সেই আমার চির নিবাস!

মৃত্যুর আগে আমাকে বাঁচাও
পূণ্য-পথিক যেন করে দাও
প্রভু, ডেকো আমায় করে পূর্ণ দাস!
Apr 2018 · 51
রমণী
Imran Islam Apr 2018
রমণীর সুখ বিলিয়ে দিয়ে পুরুষ করেছে মহান
রমণীর প্রেমে ছন্দ পেয়েছে কবি, সুর পেয়েছে গান।
রমণীর আদর সোহাগে এ সংসার ভরে গেছে সুখে
রমণীর ভালোবাসায় পুরুষ কষ্ট ভুলে যায় দুখে!
রমণীর পরশে এত সুন্দর হয়েছে সারা জাহান
রমণীর অনুরাগ পেতে বিশ্বে কত যুদ্ধ অভিযান!

তোমার কোলেই মায়ের আদর বোনের সোহাগ মাখা
রমণী, তোমার ছোঁয়ায় সিক্ত মন; তুমি জীবন সখা!
তোমার কোলে হতাশা ভোলার সুখের স্বপ্ন ভরা
সব ভুলিয়ে যেন চির আপন তোমার মায়ার ধরা।
তোমার কারণে বাঁকা হয়ে চলে জীবনের সরল রেখা
দহণ পাপে কত পুরুষের মুখে যায় না হাসি দেখা!

রমণী কেন মায়ের কোল থেকে কেড়ে নেয় প্রিয় সন্তান?
কেন ভায়ে-ভায়ে বিবাদ, ভেঙে দেয় সুখের একতান?
পুরুষের মাথা নষ্ট করে কেন রমণী উড়ায় কেশ?
রমণীর লালসায় দিনে দিনে পুরুষ হচ্ছে নিঃশেষ!
কেন রমণীর মন ভেঙে দিয়ে পুরুষ হয় পাশান?
মিথ্যে রমণীর গোপন প্রণয় সংসার করে শ্মশান!

রমণী, তোমার প্রণয় ভরে দাও এই অশান্ত বিশ্ব
তোমার প্রেম অনুরাগ ছাড়া যেন সারা পৃথিবী নিঃস্ব!
Imran Islam Apr 2018
তোমায় নিয়ে আমরা সংগ্রামী, বিদ্রহী
তোমার তরে সে দিন দিয়েছেন প্রাণ-
স্বার্থ ত্যাগী অন্তেবাসী বাংলা ভাষা দেহী।
ভাষাই এঁকেছে এই বাংলার নিশান!
হে ভাষাশহিদ, তুমি গর্বিত সন্তান
তারুণ্যময়ী তরুণ তুমি তো প্রবাহী,
বাংলা ভাষা ধন্য তবু তোমার বিরহী!
বিদ্রহী একুশে পেল এ বিশ্ব সম্মান।

ভুলবো না তোমায়, ভুলবে না মহী
তুমি সাক্ষ্য মাতৃটানে, লেখা অভিধান।
শ্রদ্ধাসিক্ত এই জাতি; আমি গুণ গ্রাহী
ঝঞ্ঝা ওঠে মন-কায়- একুশে তুফান।
একুশের অবদান- অরি অবসান,
স্বাধীন বাংলা ভাষার পবনে সুগ্রাণ!

[২৪/০১/০৯]
Apr 2018 · 58
নিবেদন
Imran Islam Apr 2018
আমি চাই না চিরকাল থাকি ভবপর
এমন বিদায় দাও মোরে
যেন বেঁচে থাকি মরণেরও পর!

আমি চাই তোমার কাছে জ্ঞানের শক্তি
আমি চাই তোমার কাছে দুর্লব উক্তি
যার পরে আসে সাম্যের সংসার!

চাই না উদয় হাসি; অস্তেও যেন হাসে মন
চাই না এই হৃদয়ে ভয় থাক সারাক্ষণ
আমি চাই জীবনে না আসুক আঁধার!

এই জীবন যেন হয় বাধাহীন
যেন সে হয় একান্ত ইচ্ছাধীন
আমি চাই দূরে থাক সব অহংকার!

[১১/০৫/০৯]
Next page