Submit your work, meet writers and drop the ads. Become a member
 
Imran Islam May 2021
তুমি কী এখনো পড়
আমার কবিতা?
তুমি কী এখনো ভাবো
আমার সে কথা?
তুমি কী এখনো একলা চলো
খোলা কালো কেশে?
তুমি কী এখনো কথা বলো
একটু মিষ্টি হেসে?
আজো তোমায় মনে পরে
আর দু চোখে অশ্রু ঝরে।
এখনো মোর মনে জাগে তোমার মমতা।

তুমি কী এখনো দেখো
ভোরের অরুণ রবি?
তুমি কী এখনো আঁকো
গোঁধুলির সেই ছবি?
তুমি কী এখনো গান গাও
আমার করা সুরে?
তুমি কী এখনো নৃত্য করো
পায়েল পায়ে পরে?
আজো তোমার জন্য কাঁদি
নিজেকে ভেবে অপরাধী!
এখনো আমার বুকে জাগে বিরহ ব্যাথা।

তোমার সঙ্গে শিশির সকাল
কেটেছে কত মধুর-
নীরবে জড়িয়ে একটি শাল!
ঐ বাঁধা ভেঙ্গে বসন্ত বিকাল
কেটেছে কত মধুর-
তৃষা ভরে তোমার প্রণয়-জল!
তোমার অঙ্গে কমল বরষা
জাগায় কত লাজের পরশা!
আজো তোমার ভালোবাসা
মেটায় আমার পিয়াসা।
আমি মানতে পারি না তোমার শূন্যতা।
May 2020 · 131
ওগো রহমান
Imran Islam May 2020
তোমার আলো দিয়ে আমায়
করো মহিয়ান, ওগো রহমান,
তোমার আলো রেখো বহমান
ওগো রহমি রহমান!

মোর জীবন মরণে তুমি থেকো স্মরণে
ওগো মেহেরবান
আমার সিজদা যেন থাকে তোমার চরণে
ওগো রহমি রহমান!

আমি চাই না যেতে ভ্রান্ত পথে
আমি চাই না সাড়া ভ্রান্ত মতে
আমি চাই তোমার এহসান
ওগো রহমি রহমান!

রহমতের ওই দুয়ার খুলে
তোমার দয়ায় যাও না ভুলে-
মোর সকল অভিমান
ওগো রহমি রহমান!

মোর সন্ধা সকালে একটু ভুল হলে
সহজ সরল পথটি দিও আমায় বলে
ওগো রহমি রহমান,
তোমার রহম রেখো বহমান!
১১/০৫/২০
May 2020 · 135
বেশ
Imran Islam May 2020
রাত যদত কঠিন হয়, আসে দুঃসময়
আমার মনবলই আমার শক্তি, অভয়।
মনবল তোলে আমায় আকাশের নীড়
জীবন ধন্য করে আর উচু করে শির।

বেশ বেশ বেশ
সদা বলো ‘বেশ’
যদি আমার শত্রু হয় সারা বিশ্ব দেশ
তবু আমি হবো না কভু নিরাশ, নিঃশেষ।

আমি এক যুদ্ধ প্রেমিক পুরুষ
আমার মাঝে কোনো ভয় নাই
আমি নিজেই আমার স্বপ্ন আঁকি
আর সে স্বপ্নই মানুষকে দেখাই।

আমি হাসি সবসময়, এমনি আমার সৃষ্টি
আমি তেতো স্বাদকেও করে দেই মিষ্টি
অনেক শান্ত-প্রাণবন্ত আমার মন..
তাই এখনি সহজ করে নেবো আমার স্বপন।
সদা আমি ভালো এই বেশ!
Lyrics of Ali Magrebi (Arabic Version) ‍Song : Labas.
অনুবাদ : ইমরান ইসলাম
Imran Islam May 2020
রাসূলের প্রেম, ভালোবাসা আমার চির স্বপন
আমার আঁখি দেখবে কখন, তোমার দু নয়ন!
আর যতখানি দূরত্ব আছে আমার অন্তরে
সেই সব মুছে যাবে তোমার স্মৃতি মনে করে।

ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
ইয়া ইমামানা, ইয়া মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম।

ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
ইয়া শাফিয়ানা, ইয়া মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম।

আমি জানি তুমি কত দয়ালু, কত ক্ষমাশীল (ধর্মে)
আমি ভালোবাসা শিখেছি তোমার রেখে যাওয়া কর্মে
না না, আমি কভু হার মানি না আমার হতাশায়
তোমার নামে দুরুদ নিলে সব মুক্তি মিলে যায়।

ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
ইয়া ইমামানা, ইয়া মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম।

ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
ইয়া শাফিয়ানা, ইয়া মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম।

তুমি মানবপ্রেমের বীজ বুনেছো এই দুনিয়াতে
আর সে শাখাই নুয়ে পড়েছে তোমার দু হাতে
তুমি সন্ধান করেছো যে নুড়ি বুকভরা আশায়-
আর বিশ্বাসে; তোমার দুহাত ভরেছে তার পূর্ণতায়।

ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
ইয়া ইমামানা, ইয়া মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম।

ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
ইয়া শাফিয়ানা, ইয়া মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম।
Lyrics of Ali Magrebi (Arabic Version) ‍Song : Messenger of Love.
অনুবাদ : ইমরান ইসলাম
https://www.youtube.com/watch?v=9yPpucseRD4
Imran Islam May 2020
আমার হৃদয়ে তোমার শূন্যতা পূর্ণ হোক এই আমার স্বপ্ন-সাধনা
তোমার বিদায়ে মনজিল পেয়েছো তুমি, আমি পেয়েছি দুঃখ-বেদনা
আমাদের এই দুরত্ব যেন ক্ষণিকের অতিথি
তাই আমি জানি, জানি একদিন থেমে যাবে আমার এই কান্না!

ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
ইয়া ইমামানা, ইয়া মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম।

ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
ইয়া শাফিয়ানা, ইয়া মুহাম্মাদ 
সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম।

আমার হৃদয় তোমার থেকে শিখেছে রহম, করুণা
আমার মানবতা, ভালোবাসা তোমারই তো প্রেরণা
আমার হৃদয় করে সজীব তোমার নামের দুরুদ
তোমায় অনুসরণে আমি খুঁজে পাই সব ভ্রান্ত-ব্যাধির ওষুধ।

ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
ইয়া ইমামানা, ইয়া মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম।

ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
ইয়া শাফিয়ানা, ইয়া মুহাম্মাদ 
সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম।

তোমার ভালবাসায় আমি পেয়েছি এহসান
আর আল্লাকে পেয়ে তুমি আমাদের দিয়েছো সত্যের সন্ধান।
তোমার বিয়োগে অপূর্ণ-শূন্য লাগে আমাদের প্রাণ
শেষ ভরসা তোমার শাফায়াত, যার জন্যে ব্যাকুল আমারা এমন।

ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ   
ইয়া শাফিয়ানা, ইয়া মুহাম্মাদ      
সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম। 
ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ   
ইয়া ইমামানা, ইয়া মুহাম্মাদ 
সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম।
Lyrics of Ali Magrebi (Turkish Version) ‍Song : Messenger of Love.
অনুবাদ : ইমরান ইসলাম।

 (হে আল্লাহর রসূল, হে আল্লাহর হাবিব)
(হে আমাদের সুপারিশকারী, ও মুহাম্মাদ)
 (আপনার প্রতি আল্লাহর শান্তি ও রহমত)

(হে আমাদের ইমাম, ও মুহাম্মাদ)
May 2020 · 258
রমাদান
Imran Islam May 2020
তুমি আমায় ভাসাও মুক্ত বাতাসে
তুমি বড় করো মোর মন
আমায় ওড়াও তুমি নীল আকাশে।
আমি যেন ফিরে পাই নতুন জীবন।
তোমার আলোয় জেগে ওঠে আমার এই প্রাণ।
আমি চাই এমন করে সারা বছর
তুমি থাকো আমার পাশে।

রমজান রমজান,
ও প্রিয় রমজান!
রমজান রমজান,
তুমি কাছে থাকো সারাক্ষণ।
(সারাক্ষণ থেকো তুমি পাশে।)

কানায় কানায় ভরা ভালোবাসা
হাওয়ায় হাওয়ায় এত শান্তি ছড়ায়-
রমজান, এই কোরানের মাসে।
(তোমার রহম অনুরাগে)
আমার হৃদয় ছোঁয়া জাগে, দৃহ করে মোর ঈমান।
আমি চাই এমন করে সারা বছর তুমি থাকো আমার পাশে।

রমজান রমজান,
ও প্রিয় রমজান!
রমজান রমজান,
তুমি কাছে থাকো সারাক্ষণ।
(সারাক্ষণ থেকো তুমি পাশে।)

আমি যেন ধন্য ওগো তোমায় ভালোবেসে
মনে হয় প্রতিক্ষণ তুমি থাকো আমার পাশে
নিশ্বাসে নিশ্বাসে তুমি রবে মোর প্রাণে মিশে।
আমি করছি প্রতিজ্ঞা, বলছি সপথে-
তোমার শিক্ষা-কদর, এই হৃদয়ে ধরে রাখবো সারা বছর,
কভু দেবো না হারাতে।
হে রমজান!

রমজান রমজান,
ও প্রিয় রমজান!
রমজান রমজান,
তুমি কাছে থাকো সারাক্ষণ।
(সারাক্ষণ থেকো তুমি পাশে।)

[রমাদান রমাদান,
রমাদান ইয়া হাবির।
রমাদান রমাদান,
লাইতাকা দাওমান করিব।]
Original Lyrics of Maher Zain Song : Ramadan
অনুবাদ : ইমরান ইসলাম
www.azlyrics.com/lyrics/maherzain/ramadan.html
www.youtube.com/watch?v=3G-t72JjRf0
Imran Islam Apr 2020
আমি তোমার মতো একটি শিশু
তোমার মতোই স্বপ্ন আমার,
আমার হৃদয়টিও তেমাার মতো,
আমি তোমাদের মতোই মানুষ!
আমার আছে তোমার মতোই বেঁচে থাকার অধিকার!
আমারও অধিকার আছে, তোমার মতো স্বাধীনতার!

আমি তোমার সাথে খেলতে চাই
আমি তোমার মতো হাসতে চাই,
তোমার মতোই আমাকেও ঘুমোতে দাও,
তোমার মতো একটি শান্ত সকাল দাও।
আমার আছে তোমার মতোই বেঁচে থাকার অধিকার!
আমারও অধিকার আছে, তোমার মতো স্বাধীনতার!

কেন আমার পথে রক্তক্ষরণ?
কেন আমার দেহেই বিস্ফোরণ?
কালো ধোঁয়ায় আমার আকাশ আঁধার করো তমি,
কেন অস্ত্র দিয়ে দখল নিচ্ছো আমার জন্মভূমি?
আমার আছে তোমার মতোই বেঁচে থাকার অধিকার!
আমারও অধিকার আছে, তোমার মতো স্বাধীনতার!

আমার স্বপ্ন ভেঙে দেওয়ার অধিকার তোমার নেই
আমার পিতা-মাতাকে মারার সাহস তুমি পেলে কই?
আমার বন্ধুকে মারার অধিকার তোমার নেই
তোরা সব নির্মম খুনি; তোরা সব হৃদয়হীন!
আমার আছে তোমার মতোই বেঁচে থাকার অধিকার!
আমারও অধিকার আছে, তোমার মতো স্বাধীনতার!

আমি সত্য, সুবিচার চাই
আমি চাই হাসি ভরা মুখ,
নিরাপদ মাতৃভূমি চাই,
আমার একটু শান্তি চাই!
আমার আছে তোমার মতোই বেঁচে থাকার অধিকার!
আমারও অধিকার আছে, তোমার মতো স্বাধীনতার!

[২১/০৪/২০
EB
Imran Islam Apr 2020
আমারে তুমি ঘৃণা করো,
চলে যাও, চলে যাও!
মোর হাত নাইবা ধরো,
তবে কেন ব্যাথা দাও?
প্রিয়, দূরে চলে যাও!

আমি এত বিরাগ ভরা;
খুঁজে নিও নতুন ধরা।
প্রণয় পাবে চির সুখ,
ম্লান করো না চাঁদমুখ।
সুখি হও, সুখি হও!

সহে না এই অভিমান
আঘাতে ক্লান্ত এ পরান।
তোমার মধু স্মৃতি সুখে
অশ্রু ঝরে আমার চোখে!
সখি, দূরে চলে যাও!

নিপুণ রূপে, মিষ্টি সুরে
এত আঘাত রাখো পুরে!
আমার আঁখি সিক্ত দেখে
তোমার মনে হর্ষ মেখে
কত সুখ বলো পাও?

১৫/০৪/২০
Apr 2020 · 113
করোনাময়
Imran Islam Apr 2020
বিশ্ব আজ করোনাময়, নিস্তব্ধ প্রান্তর
নির্বাক প্রকৃতি, মানুষ সব অসহায়!
কত দূরে প্রিয়জন, ব্যাকুল অন্তর,
আতঙ্ক দেশে-দেশে, প্রাণে-প্রাণে জাগে ভয়!

ধরণী আজ কি কঠিন, সাথী নেই পাশে
ঘরে নেই খাবার, নিরুপায় কর্মহীন।
অভাব, শুন্যতা; বেদনা স্বজনের লাশে,
সব থেকেও নিয়তির কাছে উপায়হীন!

ধরা কবে হবে শান্ত, ফিরে পাবে স্বরূপ?
আমরা কী পাবো কভু স্বাভাবিক জীবন?
নাকি সঙ্গী হবে এই মহামারি মরণ?
ঈশ্বর একা রবে, পৃথিবী হবে নিশ্চুপ!

১৫/০৪/২০
Imran Islam Apr 2020
ক্ষমা করো, মোরে ক্ষমা করো,
ক্ষমা করো প্রভু, ক্ষমা করো!
আমি কিছুতেই পাবো না রেহাই
যদি তুমি মোর অপরাধগুলো ধরো!

তুমি ছাড়া প্রভু আর কেহ নাই
তাই, তোমার কাছেই আমি ক্ষমা চাই!
আমি যেখানেই যাই,
তোমার কাছেই হবে মোর পরপারও।

জীবনের এই কঠিন দিনে
কে আছে বলো তুমি বিনে!
তুমি ছাড়া আর কেহ, আর কেহ নাই,
তোমাকেই যেন প্রভু আমি খুঁজে পাই!
করেছো করুনা মোরে সীমাহীন
দাওনা রহম তুমি আরো!

০৯/০৪/২০
Apr 2020 · 119
এই শরতে
Imran Islam Apr 2020
এই শরতে তোমায় পেতে
করো না বারণ,
দেখো, শুভ্র হয়ে গেছে
পুরোনো কাশ বন।
তবে তুমি কেন নয়!

এই শিউলি শিশির ভোরে
দেবো আমি কুড়ে-
সকল ঝরা ফুল।
ওগো, দাও না আঁচল পেতে-
আমার আঙিনায়!

এই টগর বেলি জবা
যেন তোমার অঙ্গভোভা,
তুমি গন্ধ-মাধবি।
আহা, তোমার সুখের হাসিতে
পদ্ম লাজে মরে যায়!

শরতের সাদা মেঘে
ও নীলের অনুরাগে
তোমায় ভরাভো সখি।
নদীর বুকে জ্যোৎস্না রাতে
চাঁদ ভাসুক তোমার গায়!

এই শরদ সন্ধ্যা রাত
তোমার কোমল হাত
আর একটু প্রণয় ক্ষণ;
না হয় শিশির মাখা প্রাতে-
দুজন হাটবো খোলা পায়!

[১০/০৯/১৯]
Imran Islam Apr 2020
তুমি মোর আঙিনায় ভোরের ফুল
তুমি দখিন দারের হাওয়া,
সখা, তোমার গন্ধমাখা চুল-
যেন আমার হৃদয় ছোঁয়া!

তুমি মোর সুখের হাসি
ওই জ্যোৎস্না শশী
তোমার চাই না কোনো তুল।
সখি, তুমি আমার সকল চাওয়া!

তুমি আমার পুবের আলো
অরুণ রবি হয়ে দোলো;
তুমি ঢেউ ছোঁয়া নদী-কূল
তুমি মোর সুখের পরশ; স্বপ্নে পাওয়া!

তুমি সন্ধ্যা তারা; শ্রাবণ ধারা
তুমি মুক্ত পাখি- হৃদয় হরা;
তবে কিসের ভুল-
প্রিয়, আমার এ গান গাওয়া!

০৯/০৯/২০১৯
Imran Islam Apr 2020
আমি শুনবো না, শুনবো না কে কী মোরে বলে
আমি এই দেশ এই গ্রাম এই মাটির দলে।
যদি যাবো আমি দেশান্তরে
তবু আসবো আবার ফিরে ফিরে,
চলবো গাঁয়ের পথটি দিয়ে
হারানো মোর স্মৃতি নিয়ে,
আমি খেলবো আবার মাঠের ধুলায়
করবো স্নান নদীর জলে!

সময়ের স্রোতে আমি যাই যেথা যত দূর
মোর হৃদয়ে রবে তোমার কল্লোল সুর।
নদীর কূলে চাঁদের আলো, তারার বাতি
এই পুবের হাওয়া, ফুল ফোটা প্রকৃতি;
পারবো না, পারবো না ভুলে যেতে।
আমি আসবো ফিরে এই বসন্ত-বর্ষাকালে!

আমি মুগ্ধ হবো চেয়ে রবো দেখবো সবুজ বন
আমি বন্ধু হবো বুকে নেবো যারা মোর আপন।
ওই অস্ত-রবি ওই গোধূলির ছবি
ওই সন্ধা আঁধার ওই বিজলি অভি
মোর মনে লেগে আছে প্রাণের মতন;
আমি এখনো হারিয়ে আছি ওই বেলি ফুলে!

[০৯/০৪/১৯]
Apr 2020 · 117
এই বিকেলে
Imran Islam Apr 2020
এই ক্ষণ ক্ষণে শ্রাবণ ঝরণে
সখি, তোমারে পরেছে মনে।

এই একা বসে থাকা
ওই আকাশ মেঘে ঢাকা
মন বসে না আমার
প্রিয়, মন বসে না তুমি বিহনে!

দুজন বসে একই সাথে
সবুজ বনে আঁখি পেতে
ইচ্ছে করে শ্রাবণ ধারা-
দেখি এই লগনে!

এই বৃষ্টি- কানন এত ভালোবাসে
সেই সুখ জানায়- দোলা বাতাসে
তুমিও সখা দাও না দেখা,
জাগাও হরষ আমার প্রাণে!

তুমি যদি এসো এই বিকেলে
সখি, তুমি যদি হাসো বারি-জলে
তবে আমি চেয়ে রবো, মুগ্ধ হবো-
তোমার ভেজা চরণ নাচনে!

[ইকবাল পুর, কলকাতা, ১১/০৮/১৮]
Imran Islam Aug 2018
তুমি কেন স্বপ্ন দেখাও
আবার ভেঙে দাও,
লাজে তুমি দূরে থেকে
কেন কাছে পেতে চাও!

তোমার জাদু ভরা চোখে-
আজ কেন এত জল?
তোমার হাসি মাখা মুখে
আজ কেন মলিন ছল?
মনের কথা প্রিয়ার কাছে
দাও না বলে দাও!


যেই পরশে ফুটতো কলি
আঁধার হতো ভোর,
কোন ছোঁয়াতে বন্ধ হলো
এমন মায়ার দোর?
হৃদয় ভাঙার কষ্ট তুমি-
যাও না দেখে যাও!

তুমি যেন রাতের শিশির
সয় না ভোরের আলো,
আমায় যেন রবি ভাবো;
দেখলে দূরে চলো।
সব ভুলে যাও কাছে এসে-
সুখের পরশ নাও!

[ইকবাল পুর, কলকাতা, ০৯/০৮/১৮]
Imran Islam Aug 2018
এই ক্ষণ ক্ষণে শ্রাবণ ঝরণে
সখি, তোমারে পরেছে মনে।

এই একা বসে থাকা
ওই আকাশ মেঘে ঢাকা
মন বসে না আমার
প্রিয়, মন বসে না তুমি বিহনে!

দুজন বসে একই সাথে
সবুজ বনে আঁখি পেতে
ইচ্ছে করে শ্রাবণ ধারা-
দেখি এই লগনে!

এই বৃষ্টি- কানন এত ভালোবাসে
সেই সুখ জানায়- দোলা বাতাসে
তুমিও সখা দাও না দেখা,
জাগাও হরষ আমার প্রাণে!

তুমি যদি এসো এই বিকেলে
সখি, তুমি যদি হাসো বারি-জলে
তবে আমি চেয়ে রবো, মুগ্ধ হবো-
তোমার ভেজা চরণ নাচনে!

[ইকবাল পুর, কলকাতা, ১১/০৮/১৮]
Imran Islam Aug 2018
আমি তোমার থেকে কত দূরে
কেমন করে মন,
বারে বারে চোখে ভাসে
তোমার সবুজ বন।

তোর মিষ্টি সকাল তপ্ত দুপুর
ব্যস্ত বিকেল বেলা
পদ্ম তোলা মত্ত-মাতাল
দিঘির জলে নই-খেলা;
খুব পরছে মনে শোন!


তোমার ভোরের হাওয়া
ফুলের সুবাস
দোয়েল পাখির গান
অলির প্রেমে পরাগ ছোঁয়া
প্রথম রৌদ্র স্নান
এত ভরায় আমার মন!

তোমার সন্ধ্যা নামা গ্রাম
তোমার জ্যোৎস্না মাখা রাত
মন হরা ওই বেলির গন্ধ
শান্ত শীতল বাত
চাই পেতে চাই সব
চাই পেতে চাই এখন!

[ইকবাল পুর, কলকাতা, ০৮/০৮/১৮]
Imran Islam Aug 2018
ওগো শ্রাবণ বারি ধারা,
থেমে যাও থেমে যাও!
আমার সখারে ভিজিয়ে-
বলো, কী সুখ তুমি পাও?
থেমে যাও থেমে যাও!

সখির ওই ভেজা পথে
আমি চাই সঙ্গী হতে
তাতে আরও লাজ বেড়ে যায়
আঁচল টেনে মুখটি লুকায়;
তবে তুমি থেমে যাও,
শ্রাবণ ধারা থেমে যাও!

শ্রাবণ সুখে সখির চোখে
আরও লাজ ভেড়ে যায়
আড়াল করে বনের পথটি ধরে-
চলে বৃষ্টি ভেজা পায়;
তবে থেমে যাও, থেমে যাও!
শ্রাবণ ধারা, তুমি থেমে যাও!

আমার নিপুণ লাজুক সখি
শ্রাবণ জলে মাখামাখি
সকল শ্রাবণ সকল বারি
থেমে যাও না তাড়াতাড়ি,
থেমে যাও, থেমে যাও,
শ্রাবণ বারি ধারা, তুমি থেমে যাও!

[ইকবাল পুর, কলকাতা, ০৫/০৮/১৮]
শ্রাবণ দিনে দেখে দেখে তোমার ভেজা বন
শীতল হলো আঁখি আমার শান্ত হলো মন
Imran Islam Aug 2018
আজ এই শ্রাবণ ঝরণে কানন কুঞ্জ বনে
হেটেছি তোমার সনে
বৃষ্টি ভেজা ঐ চরণে এ আঁখি মন হরণে
বাধা নেই নিরজনে।

তোমার ওই মায়া-মুখে
পরশ বুলায় শ্রাবণ সুখে
দেখে ওই ভেজা আঁখি
কী করে মন বেঁধে রাখি
হারিয়ে যাই শ্রাবণ বানে।

ভিজে যায় তোমার আঁচল
মুছে যায় বিন্দু কাজল
গায়ে মেখে শ্রাবণ বারি
এত পথ দিচ্ছো পাড়ি
কি যায় আসে বলো মন বারণে!

থেমে যাও শ্রাবণ ধারা
সখি আমার ভিজে সারা
লাজে ওই যাচ্ছে মরে
পথ যানি আর কত দূরে;
আমার সুখ সখির মন হরণে!

[ইকবাল পুর, কলকাতা, ০৫/০৮/১৮]
Imran Islam Aug 2018
এই সন্ধ্যায় ভিজেছে সবুজ পাতা
মনে পরেছে তোমায়,
মনে পরেছে বৃষ্টি ভেজার কথা
তুমি মনে করেছো কি আমায়?

তোমার অঙ্গে মেঘের পরশ
জাগায় যখন বিপুল হরষ
তখন আমার পাগল আঁখি
অন্য কিছু চায় না সখি
এত ভালো লাগে তোমার ভেজা কালো কেশ!

তোমার বৃষ্টি ভেজা নৃত্য দেখে
কাগজ কলম দিয়েছি রেখে;
শুধু স্বপ্ন আঁকেছি মনে,
আমায় দেখে লাজ করো না
অমন করে মুখ ঢেকো না
আমি এক দূরের পাখি তোমার ভেজা বনে!

আমি না হয় অচেনা মানুষ
আমার দূরের কোনো দেশ
মুগ্ধ না হয় করলো আমায়
তোমার ভেজা কেশ!
সন্ধ্যা যখন আঁধার হলো
বৃষ্টিও তখন থেমে গেলো;
আবার মনে পরলো আমার মনের মানুষ!

[ইকবাল পুর, কলকাতা, ০৪/০৮/১৮]
[সন্ধ্যার আগ ক্ষণে যখন বাইরে বের হলুম
ঘন কালো মেঘ দেখে ফের বাসায় ফিরলুম
বৃষ্টি এলো ঝুম ঝুম, বৃষ্টি এলো ঝুম ঝুম
না, সব কিছু রেখে জনালার পাশে বসলুম...]
Imran Islam Jul 2018
তোমার ওই কোমল মনে আমাকে একটু জায়গা দাও
কারণ তুমি খুব মর্মস্পর্শী
তোমার ও আঁখি আমাকে প্রাণ ভরে দেখতে দাও;
তোমার চোখ দুটি বড় প্রেয়সী!

আমার একটি ভালোবাসার সাগর প্রয়োজন
মনে কিছু করো না স্বজন,
তোমার কাছে কী সে সাগর সমান জল আছে?
আমার চোখে একটি ঝলমলে ভোরের স্বপ্ন ভাসে;
যে ভোরের আলো তোমার নিপুণ মুখে হাসে!

বন্ধু, তোমার সুখের হাসি আমাকেও দাও
আমাকে একটু তোমার সাথে চলতে দাও
তোমার তরুণ হৃদয় আমাকে দাও মমতা,
আমাকে শুনতে দাও তোমার মিষ্টি মধুর কথা!

আমি তোমার সরলতায় এত মুগ্ধ; নিজেকেই ভুলে রই,
রূপ নয় প্রিয়, আমি শুধু তোমার ভালোবাসা চাই!
আমাকে এত অপেক্ষায় রেখো না, কিছু একটা বলো;
তোমার সুখ না পাওয়া পর্যন্ত আমি প্রতীক্ষায় থাকবো!

[২৫/০৭/১৮] (E-B)
Jul 2018 · 242
আমি সিক্ত
Imran Islam Jul 2018
আমার তপ্ত আকাশে তোমার প্রতিচ্ছবি ঘন মেঘের মতো
আমার অলস দ্বারে তোমার হাসি ভোরের আলোর মতো
তোমাকে একটু দেখতে না পেলে ভেঙে যায় এই মন
তাই আমার জীবনে তোমাকে এত প্রয়োজন!

আমি শুধু একটি দেহ, তুমি তার আত্মা ও একমাত্র হৃদয়
আমি একটি পাখি, তুমি তার মিষ্টি গান ও মুক্ত ডানা
আমি তোমাকে ও তোমার নীরব ভালোবাসা ছাড়া-
একটি নতুন দিনের কথা চিন্তা করতে পারি না!
তুমি একটু বুঝতে চেষ্টা করো, আমি তোমাকে ভালোবাসি
অভিমান করো না, লাজ করো না প্রিয়সী!

আমি একা আর তুমি বৃষ্টি ফোঁটার মতো
যেন আমার কোমল ঠোঁট ছুঁয়ে দাও,
আমি শুধু ঢেউ আর তুমি সেই ঢেউ জাগানো গভীর সাগর
আমি ওই চাঁদ আর তুমি সেই চাঁদকে আলো দেওয়া রবি।
প্রিয়, তুমি যদি আমাকে এত দূরে রাখো তবে আমি ম্লান হয়ে যাবো!

[২৪/০৭/১৮] (E-B)
Imran Islam Jul 2018
এমন শ্রাবণ বাদল সন্ধ্যায়
মন বসে না একা
তোমার নিপুণ আঁখির মায়ায়
মোরে হাসাও সখা!

তোমার কোমল লাজুক পরশ
আমর হৃদয়ে আনুক হরষ
এত সুখ ভরে এ বুক
যায় না দেখা!

তোমার ওই চোখের ভাষা
একটু করে কাছে আসা
যেন নেশা, জাদু মাখা!

ঘন হও শ্রাবণ বাদল
বন্ধ হক ঘরের আগল
নিভে যাক সন্ধ্যা প্রদীপ
আলো দিক আমার সখা!

[২১/০৭/১৮]
Imran Islam Jul 2018
তোমার হৃদয় ছোঁয়া হাসির টানে
সন্ধ্যা ক্ষণে এই আঙিনায়
আসবো আমি ফিরে
তোমার ভেজা চরণ দেখতে সখা,
একা একা বিকেল বেলায়
আসবো নদীর তীরে!

খুব সকালে ঘুম ভেঙে মোর
শুনবো তোমার গান
তোমার মায়ামাখা মুখের হাসি
ভাঙবে আমার অভিমান।
ওই জাদু ভরা চোখে
আমার দুচোখ রেখে
স্বপ্ন আঁকবো তোমায় ঘিরে!

সারা দুপুর ব্যস্ত যখন
পড়বে তোমায় মনে
স্মৃতির পরশ মেখে তখন
আমি স্বস্তি নেবো বনে।
তোমার সুখে হেসে হেসে
যাবো প্রিয় ভালোবেসে,
আমার শত দুখের ভীরে!

আবার যখন সন্ধ্যা হবে
রবির আলো নিভে যাবে
তখন আমার তৃষা চোখে
তোমার রূপের জ্যোৎস্না মেখে
আমি ফিরবো আবার নীড়ে!

[২০/০৭/১৮]
Jul 2018 · 137
হয়ত সে দিন
Imran Islam Jul 2018
যে দিন আমার কথাগুলো
গাইবে গানের সুরে
হয়ত সে দিন চলে যাবো
চলে যাবো অনেক দূরে!
ওই পাখির গানে গানে
করবে মনে আমায় ভোরে?

যখন আমায় করবে মনে
যত স্মৃতি তোমার সনে
তখন মিষ্টি মুখে হাসবে তুমি;
আর দূরে থেকেও তোমার সুখে
ভরা মুখে, হাসবো আমি!
বুনো পাখির সুরে সুরে
করবে মনে আমায় ওরে?

আমার প্রেম আমার আঘাত
আমার সন্ধ্যা আমার প্রভাত
সবই তোমার কাছে লাগবে যেন
এত মধুর এত বিষাদ কেন?
কে ছিলাম কত অচেনা ছিলাম
খুঁজে কী লাভ নতুন করে?
পারো যদি ক্ষমা করো মোরে!

[১২/০৭/১৮]
Imran Islam Jul 2018
তোমার মুখে যখন ফোটে
ওগো, হৃদয় ছোঁয়া হাসি
তখন তুমি আমার কাছে
চাঁদের থেকেও রূপসী।
ভালোবাসি ভালোবাসি
প্রিয়, তোমায় ভালোবাসি!

তোমার ঐ আঁখি দেখে
স্বর্গ সুখও দূরে রেখে
আত্ম ভুলে নদীর কূলে
আমি হয়ে রই উদাসী।
ভালোবাসি ভালোবাসি
প্রিয়, তোমায় ভালোবাসি!

তোমার ওই লাজ দেখে
আমার হৃদয় ভরে সুখে
তোমার ওই মিষ্টি সুরে
আমার মনে বাজায় বাঁশি।
ভালোবাসি ভালোবাসি
প্রিয়, তোমায় ভালোবাসি!

তোমার হাসি আমার মনে
হরষ জাগায় ক্ষণে ক্ষণে
তোমার মুখে লুকিয়ে আছে
আমার সকল হাসি।
ভালোবাসি ভালোবাসি
প্রিয়, তোমায় ভালোবাসি!

[০৬/০৭/১৮]
Imran Islam Jul 2018
সখি, যাবে আমার গাঁয়?
জল ছোঁয়া ঐ চাঁদের আলো
মাখবে তুমি গায়,
সবুজ বনের বুনো লতা
বাঁধবে তোমার পায়।
সখা, চলো আমার গাঁয়!

সরল পল্লিবালার সনে
যাবে তুমি ফুল-বনে,
ইচ্ছে মতো অচেনা ফুল-
পরবে ও খোঁপায়।
সখি, যাবে আমার গাঁয়?

আমার বনে পাখির সুরে
হারিয়ে যাবে কত দূরে,
সবার সাথে বলবে কথা
মন যত চায়।
সখা, যাবে আমার গাঁয়?

তপ্ত দুপুর রোদের ছলে
নামবে তুমি নদীর জলে,
তোমায় দেখে হেসে হেসে
পাল তুলবে মাঝি নায়।
সখি, চলো আমার গাঁয়!

[১৭/০৫/১২]
Imran Islam Jul 2018
তুমি কী তবে দূরে দূরে রবে
আসবে না আর কাছে?
তুমি স্বপ্ন কেড়ে নেবে
আমার হৃদয় ভেঙে দেবে!
প্রিয়, আমার স্মৃতি তোমার মনে কী আছে?

যতই ভোর হয় ততোই জাগে ভয়
এ আলো যেন মিছে,
চাই না রবির উদয় এই আঙিনায়
যেন মোর নিপুণ শশী হারিয়ে গেছে!

ফুল ফোটে তোমার বনে
কাঁটার আঘাত আমার মনে;
ও ফুলের পরশ পেয়ে সুবাশ নিয়ে
অন্য কেউ রাঙে,
আমার আঁখি ক্লান্ত সখি
নীরব হৃদয় ভাঙে!
ওগো সখা, পাবো তোমার দেখা
আমি এই আশাতেই রবো বেঁচে!

[০৬/০৭/১৮]
Imran Islam Jul 2018
'আল্লাহ মহান আল্লাহ মহান'
রবে ডাকে মুয়াজ্জিন
আল্লাহ ছাড়া নেই কো প্রভু
শেষ বিচারের দিন!

'খোদার রাসুল মুহাম্মাদ'
ও রবে দিচ্ছে সে সংবাদ
ও নামে পড়ে দুরুদ
আসমান ও জমিন।

'এসো এসা নামাজে
এসো এসো সৎকাজে'
ওই ধ্বনিতে সাড়া দিয়ে
জামাত করে মুছল্লিন।

'ঘুমের থেকে নামাজ ভালো'
সেই সুরেই ভোর হলো
শয্যা ছেড়ে ওঠো সবে
ওগো মুসলিমিন!

'আল্লাহ মহান আল্লাহ মহান
আল্লাহ ছাড়া নেই মহিয়ান'
সেই আযান আমার কানে
আসুক চির দিন!

[০২/০৭/১৮]
Imran Islam Jul 2018
চেয়ে তুমি আকাশ পানে
অশ্রু ছেড়ে আমার টানে
সুখ খুঁজে নিও মা!

মাগো, মনে ব্যাথা পেলে
সব অভিমান ভুলে
তোমার হৃদয় খুলে
আমায় করে দিও ক্ষমা!

সত্যের এই মধুর ডাক
আমার পরশ পাক
ভয় যত সব জয় করে
মনে বাজুক দামামা!

তোমার ওই সকল দোয়া
যেন প্রভুর হৃদয় ছোঁয়া
মুছে ফেলে কান্না তোমার
একটু হাসো মা!

[২৪/১০/১২]
Imran Islam Jul 2018
মলিন মুখে কেন প্রিয়া
এমন সুখের দিনে?
বলবো মনের সকল কথা
হারিয়ে যাবো বনে।

এমন মধুর ফাগুন হাওয়া
সকল প্রাণে দিচ্ছে দোলা
আজ মনের কথায় হারিয়ে যেতে
বনের দখিন দ্বার ওই খোলা।
আমার হৃদয় করতে রঙিন
কাটাবো সন্ধ্যা তোমার সনে!

এমন সুখের সন্ধ্যে ফুলের গন্ধে
ভরিয়ে দিলো মন
হাসছে সখা পেয়ে তোমার দেখা
বসন্তের এই বন।
আজ কি বলো মন মানে সই
মন মেতেছে গানে
আর কি মন মানে!

[০১/০৭/১৮]
Imran Islam Jun 2018
চাঁদ উঠেছে ওই আকাশে
বন্ধু তোরা কই ..?
আজকে কিসের লেখা-পড়া
কিসেরই বা বই!
ঈদ হাওয়াতে দোলে পাড়া
খুশি সকল সই
মাগো, ‘আমি একা’ ঘরে বসে-
কেমনে বল রই!

অনাথ যারা তাদের পাশে
আমরা সবে যাই
হয় যত যাকাত ফিতরা
সবার আগে দেই
ওদের সাথে মোরাও হেসে
ঈদেরি গান গাই
প্রতিবেশী কে..? স্বজন ওরা
ওরা মোদের ভাই!

মায়ের দুহাত ধরে কষে-
নতুন জামা চাই?
আম্মু বলেন- নেরে তেরা
এবার ঈদে এই!
সবার কাছে গিয়েই হেসে
বড় সালাম দেই
আমায় কিছু দিলেই তারা
দুহাত পেতে নেই।

গাঁয়ে পরল ঈদের সাড়া
বইছে স্রত-নই
সবার চোখে স্বর্গ বাসে
আমি একা নই!
নামাজ পড়ি গা-গায় মিশে
আব্বু আমি ভাই
ধনী গরিব জোয়ান বুড়া
কোন তফাত নাই।

আজ প্রেমে ভরা দেখে ধরা
আমি আবাক হই
যত- শত্রু-মিত্র অবশেষে
বুকে টেনে লই।
ঈদ যেন রয় বার মাসে
সে করুণাই চাই ...
একই সুতোয় বিশ্ব গড়া
কেহই পর নাই ...!

[২১/০৮/১০]
Imran Islam Jun 2018
মোর হৃদয়ে থাকুক প্রভু তোমার যিকির জারি
মোর আঁখিতে থাকুক প্রভু তোমার ভয়ের বারি।

আমি যেন তোমার স্মরণ করি অবিরত
তোমার টানে আমি যেন থাকি সিজদানত
প্রভু, আমি যেন বাইতে পারি সত্য পথের তরি।

আমার পাপে সাগর হবে করি যদি জমা
দয়া করো রহম করো আমায় করো ক্ষমা
প্রভু, নিত্য ভোরে আমি যেন তোমার কোরান পড়ি।

আমি যেন হতে পারি মুমিন মুসলমান
ধরার মাঝে সকল কাজে রেখে ঈমান
প্রভু, আমি যেন ভালোবেসে তোমার পথটি ধরি।

[০৪/০৬/১৮]
Jun 2018 · 181
ওগো মোর রব
Imran Islam Jun 2018
ওগো মোর রব ওগো মোর রব
সপেছি সব আমি সপেছি সব
তোমার চরণে!

মোর চির বিদায়ে
তুমি থেকো হৃদয়ে
যেন মনে আসে ভয়
তোমার নামটি স্মরণে!

যত মোর ভুল ক্ষমা অতুল
মুছে দাও সব ওগো মোর রব
এই জীবনে!

যত যারে ভালোবাসি
তুমি তার থেকেও বেশি
যেন মুখে থাকে হাসি
তোমায় বরণে!

যখন ভেজে চোখের কোনা
প্রভু, মোরে  দিও সান্ত্বনা
মুছে দিও সব দুঃখ বেদনা
তোমার রহম ঝরণে!

[০২/১১/১২]
Jun 2018 · 127
মোর লেখা
Imran Islam Jun 2018
সব লেখা মোর কবিতা হোক
গান যদি না হয়
সব লেখা মোর কথা হোক
যদি ছন্দ না পায়।

তুমি মোর কথার অর্থ খোঁজো
যদি সুর নাহি পাও
প্রিয়, ইচ্ছে হলে আপন মনে
তোমার সুরে গাও।

যদি মোর কালির স্বপ্নে
ছবি না দেখো
তবে তোমার মতো করে
কিছু স্বপ্ন এঁকো।

যেই তুলিতে স্বপ্ন আঁকি
আমার প্রেম আপনে
শুধু একটু হেসো তা যদি
ছোঁয়া জাগায় ও মনে।

মোর কথা হলে ভালো- গাও তুমি
মন্দকে দাও ফেলে
তোমার মনের মতো হবো আমি
তুমি জায়গা দিলে।

[৩১/০৫/১৮]
Jun 2018 · 197
আম চোর
Imran Islam Jun 2018
কে করেছে খেতে মানা?
ধরতে গিয়ে পাখির ছানা
নিলাম কটা আম!
ওরে বাবা একি আবার,
গলা শুনে তোমার দাদার
ঝরলো কত ঘাম!

না, না, কাঁচা আমে টক বেশি
পাকলে তবে খাবো
তাই বলে কি আম নেবো না
খালি হাতে যাবো!

সে দিন ছিলো দুপুর বেলা
সে কি বাবা রোদের খেল
গা পুড়ে যায়!
একা একা কবার তাকাই পিছে
তবু চুপে চুপে ওঠলেম গাছে;
বাবা কত ভয়!

যখন আমি ধরতে গেলাম
কাঁচা আমের থোকা
জানতো কে রে কামড়ে দেবে
খেপা ভল্লা পোকা!

যা বাবা, যা হবার তাই হলো
মাগো রে, পড়ে গিয়ে টুটে গেল
আমার দুটি দাঁত!
এই না হলে চুরির মজা
পা দুটো আর হয় না সোজা
ভাঙলো ডান হাত!

[১০/০৫/১২]
Imran Islam Jun 2018
ওঠো খোকা ভাঙো ঘুম
দেখো, সোনা রবি ওই
এই বাবা গালে চুম
হাতে নাও খাতা বই।

পাখি শোনো- গান গায়
বনে কত ফোটে ফুল
হিম বায়ু বয়ে যায়
বাবা, যেতে হবে স্কুল।

আয় বাবা, ওঠ ওঠ
বেলা হলো কত ক্ষণ
খেয়ে নে না ঝট ফট
কই গেলো শুভ পণ?

আরে বাবা বোকা নাকি
এত ক্ষণ ঘুমে কেউ?
আর বেশি নেই বাকি;
এই হলে পাবে বউ?

ওরে বাবা ধেতা ছেলে
কোনো কথা যায় কানে!
দেবো নাকি দুটো গালে?
ওই দেখো দাঁত গোনে।

পড়া নাই লেখা নাই
তোরে নিয়ে জ্বালা বড়ো,
আছে শুধু খাই খাই
চলে যাও যেথা পারো!

বড়ো নয়; বোকা হবে
ভালো ছেলে এই করে!
ভোর হলে পাঠে যাবে
না, দেখো সে ঘুম ঘোরে।

দুই হাত ধরি কানে
আমি বোকা নাকি অন্ধ?
সব কথা নেবো মেনে
মা, ইস্কুল আজ বন্ধ!

[১৪/০৫/১২]
Imran Islam Jun 2018
আজ তোমার হিজল বনে
অন্য পাখি গায়
কত অচেনা সে মাঝি দেখি
তোমার ঐ নায়!

আজ তোমার চোখে নতুন
কত স্বপ্ন ভাসে
তোমার ভোরে পুবাল দোরে
অন্য রবি হাসে।

আজকে তোমার কণ্ঠে শুনি
অন্য কারো গান
তোমার বুকে কীসের সুখে
ভরা অভিমান!

আজকে তোমার স্বপ্নে আঁকো
অন্য কারো ছবি
তোমার হৃদয় খুঁজে নিলে
অন্য কোনো কবি!

আজকে তোমার হাসি দেখে
এত খুশি লাগে
তোমার সুখে পাইনি কষ্ট
স্মৃতি অনুরাগে।

ভালোই আছো বন্ধু আমার
ভোলো থেকো তুমি
নেই অভিমান অভিযোগ
ভালো আছি আমি।

[০৫/০৮/১২]
Jun 2018 · 127
আষাঢ় বাদল
Imran Islam Jun 2018
মেঘ ডেকেছে আকাশ
বইছে মৃদু বাতাস;
ভেজালো ঐ বনাঁচল
আষাঢ়ের এ বাদল।

দূরের মেঘের কনে
প্রণয় বিলায় বনে;
ভেজালো পাখির দল
আষাঢ়ের এ বাদল।

মেঘে দেখে কান্না-হাসি
আত্মহারা ওই চাষি;
হারালো রোদের বল
আষাঢ়ের এ বাদল।

শুনে ঐ মেঘের ডাক
মেতেছে মাছের ঝাঁক;
ভরালো পুকুর জল
আষাঢ়ের এ বাদল।

বৃষ্টি পেয়ে গুঁজি বক
ছোঁ পুঁটি মাছের চক;
বিল ভরে ছল ছল
আষাঢ়ের এ বাদল।
Imran Islam May 2018
তোমার কত সুখ হাসি ভরা মুখ
নদী বয়ে যায় আমার চোখের জল
আমি অসহায়, কতটা দুর্বল!
স্বজন হারা বেদনায় কেঁদে ওঠে বুক!

নিষ্ঠুর এ ধরা; আমি স্বজন হারা
পাথর হয়ে যায় আমার এ হৃদয়
আমি কতটা অসহায়,
সুখে নেই তবুও করি সুখের অভিনয়
আমি নিঝুম আঁধার; তোমার আলো ভরা চোখ!

তোমার মিষ্টি হাসি; আমার করুণ বাঁশি
কভু মনে হয় স্বপ্ন জাগায় ভয়
আমি এত অসহায় নিষ্ঠুর এই দুনিয়ায়
তোমার কত যে পুলক; আমার ধরে না শোক!

তোমার চোখে ভোর; আমি আঁধারে কাতর
তোমার বনে কত পাখি গায়, কত ফুল গন্ধ ছড়ায়
আমি চির অসহায়, কাতর সুখ-পিপাসায়!
তোমার কাছে থাক চির সুখের আলোক
আমার কাছে আছেন ওই মহাপরিচালক।

[২৯/০৫/১৮]
Imran Islam May 2018
শুনি শুনি ওই আযানের ধ্বনি খোকা তুমি কই?
ওঠো শয্যা ছাড়ো ওজু করো
ভোরের আযান হচ্ছে ওই।

নামাজ শেষে ভোরে যেন ফেরো তুমি ঘরে
সবার আগে কোরান পড়ো মধুর সুরে
তার পরে করো অঙ্ক পড়ো অন্য বই।

যদি সকাল সন্ধা পারো মহান রবের নামটি স্মরো
তুমি যখন দুহাত তুলে ধরো এই দোয়াই করো-
প্রভু, আমি যেন ভালো মানুষ হই।

তোমার মনে থাকুক গাঁথা প্রভুর ভয় সত্য কথা
হাসি রাখো মলিন মুখে ভুলে রও সব দুঃখ ব্যাথা
তুমি ভালো মানুষ হও; আমি যত আঘাত সই।

[২৮/০৫/১৮]
Imran Islam May 2018
যার কণ্ঠে কোরানের ধ্বনি
মধুর সুরে আমি শুনি
তার বন্ধু হতে চাই!
যার চোখে দ্বীনের আলো
যার অন্তর পূণ্য পেলো
সে হবে মোর ভাই!

যার হৃদয় ভরা ভয়
দিয়েছে প্রভু দয়াময়
তাকে যেন সাথি রূপে-
আমি কাছে পাই!

যার মুখে সত্য কথা
যার মনে ঈমান গাঁথা
তার পিছু চলতে আমার-
কোনো বাধা নাই!

যার জীবন খোদার পথে
যার প্রেম নবির সাথে
তার মতো আমিও-
প্রেমিক হতে চাই!

[২৮/০৫/১৮]
Imran Islam May 2018
কোরানের ওই সুর কত যে মধুর
যে কোরানে ভরা ওগো হেদায়েতে-নুর।
কণ্ঠে আমার পরাও সেই কোরানের সুর
অন্তরে দাও গেঁথে ওই কোরানের নুর।

কোরানের আলোয় জীবন করো কোমল
ওই আলোতে দেখাও যে পথটি সরল
জীবন আমার পাপে কালো
দেখিয়ে ওই  নুরের আলো
সকল আঁধার করো দূর।

ওই কোরানে বলা সকল জীবন পথ চলা
ওই কোরনের সুরে মেটে বিস্বাদ জ্বালা
আমি যখনই ওই শুনি
পাক কোরানের ধ্বনি
মনে লাগে যে ফুর ফুর।

পূণ্য-সরল পথ দেখাতে পাঠালে ওই কোরান
তার আলোতে উঠলো হেসে আঁধার এ জাহান
ভোরের আলোর মতো আমার হৃদয়ে
ওই কোরানের নুর দাও না ভরিয়ে
আমার মনে গেঁথে দাও তোমার অসীম সুর।

[২৮/০৫/১৮]
Imran Islam May 2018
ওই মক্কা-মদিনার পথে আমায় করো মুসাফির
জুলুম করেছি নিজের সাথে; দেখাও মোরে তীর।

পাপে ভরা এই কালো দুনিয়ায়
মোর মনে দিও তোমার ভয়;
তোমার চরণে যেন নত থাকে শির।

যে পথটি আমার চির ঠিকানা
সেই পথটি যেন না হয় অচেনা;
মোর কাফেলা হোক শান্তি-শিবির।

আমাকে দাও পূণ্য-জ্ঞান ওগো রহমান
মোর হৃদয়ে রাখো দ্বীনের আলো বহমান;
আমায় করো পূণ্য-পথিক- মহানবিজির।

[২৭/০৫/১৮]
Imran Islam May 2018
কণ্ঠে আমার পরাবো মালা
তোমার দেওয়া ফুলে
তোমার আঁখি দেখে দেখে
আমাকেই যাবো ভুলে।

হঠাৎ করে পথের ধারে
তুমি আমার দেখা পেলে
লাজুক অঙ্গে সঙ্গে সঙ্গে
বকুল-ঢালা দেবে ফেলে
আমি তখন করতে আপন
তোমায় সে ফুল দেবো তুলে।

যখন তুমি লাজুক হেসে
চলে যাবে আমায় ঘেঁষে
তখন আমি সুবাস নেবো
যে ফুল পরেছো তোমার চুলে।

যখন তুমি পিছন ফিরে
একটু দেখে নেবে মোরে
তখন আমার বাঁধন হৃদয়
সুখের বানে যাবে খুলে।

সে দিন থেকে তোমার মনে
আসবো আমি ক্ষণে ক্ষণে
জানি জানি সেদিন থেকে তুমি-
আমায় রবে না আর ভুলে।

[২৬/০৫/১৮]
Imran Islam May 2018
বর্ষায় নামে বৃষ্টির ধারা
ডুবে যায় সারা দেশ
গ্রামগুলো দাঁড়িয়ে থাকে
পানির থৈ থৈ রেশ।

পথ চলে ভেলায় করে
কাছে হোক কিংবা দূরে
ভেজা বনে পাখির ডানা
যত্নে ডাকে আপন ছানা।
কালো হয়ে রয় সারা দিন
ওই সকল মেঘের দেশ।

দস্যি ছেলে বৃষ্টি ভেজে
খেলা করে জলের সাজে
হাঁসগুলো ওই হারিয়ে ছোটে
দূরের বিলে গিয়ে জুটে।
কখনো ভারি বৃষ্টি ঝরে
কখনো মনে হয় শেষ।

ডুবে যায় মাঠ-ঘাট
বসে না গাঁয়ের হাট
কাজ ছেড়ে ঘরে বসে
গল্প জমে রঙে রসে।
বন্ধি যেন কিষাণ মেয়ে
আর ভেজা বধূর কেশ।

ছাগল গরু খরে বাঁধা
খেতে পায় আধা আধা
বকগুলো সব মাছের আশায়
ফেরে না যেন বাসায়।
সব পাখিরা ক্লান্ত হলেও
বকগুলো ওই মজায় বেশ!

বন্ধি পাড়া নেই কো তাড়া
মনে সবাই জপে খরা।
বাদল যেন যায় না টুটি
পড়া লেখায় কত ছুটি!
আপন মনে বর্ষা ধারা
করছে যেন শক্তি পেশ।

গাঁয়ের সবাই বন্ধি থেকে
বর্ষা নিয়ে স্বপ্ন আঁকে-
বাদল যদি যায় থমে
কাজে সবে পড়বে নেমে।
এই তো বর্ষা এই তো বাদল
এই গ্রাম-বাংলাদেশ!

[২৪/০৬/০৭]
May 2018 · 166
সহদর
Imran Islam May 2018
ধর রে ওরে অস্ত্র ধর
কর রে যুদ্ধ আবার কর
মরলে ওরে যুদ্ধে মর
স্বাধীনতা রক্ষা কর!

চল রে তরুণ অগ্রে চল
দেখা রে তোর বুদ্ধি বল
দে রে মুছে চোখের জল
দেশের কথা বল রে বল!

মুক্তি দিতে অত্যাচার
গড় রে শিবির গড় রে গড়!

ভুলে যা তোর কল্প পুর
আন রে ছিনে রোদ্দুপুর
হাওয়ায় ভাসা যুদ্ধ সুর
দে রে পাড়ি হিমা চূঁড়!

চর রে চূঁড়ায় চর রে চর
উচ্চ বিশ্ব ধর রে ধর!

নবীন তোরা ফোট রে ফোট
দেখা তোদের তরুণ চোট
অত্যাচারীর কর রে নোট
ন্যায়ের পক্ষে দিস রে ভোট!

পড় রে তোরা পড় রে পড়
একাত্তরের মর্ম পড়!

অত্যাচারীর দেখ রে ধরণ
মায়ের রত্ন করছে হরণ;
করিসনে তুই ভয়কে বরণ
নগ্ন পথে চাল রে চরণ!

ধর রে শত্রু ধর রে ধর
কর রে ওদের ভূগত কর!

ভাব রে কিসে স্বাধীনতা
দে রে মায়ের পূর্ণতা;
দিয়ে দে তোর সব মমতা
করতে পূরণ শূন্যতা!

আন রে কেড়ে নন্দ ঝড়;
তরুণ সবাই সহদর!

[০২/১২/০৮]
Imran Islam May 2018
মাগো, অশ্রু কেন তোমার চোখে
কেন মেঘের আঁধার তোমার মুখে
বলো, কিসের তোমার ভয়?
তোমার খোলা মাঠে-বনে
শত্রুরা ফের আঘাত হানে
এই কী তোমার ভয়?
মাগো, এই তো তোমার ভয়!

তোমার ধন-রূপের মাঝে
দস্যিদের ওই শঙ্কা বাজে
তোমার বুকে হানতে আঘাত
শত্রুরা সব দায়,
এই কী তোমার ভয়?
মাগো, এই তো তোমার ভয়!

তোমার বনের পাতায় তোমার সাগর জলে
শত্রুরা ওই বাসা বাঁধে দস্যি ছুটে চলে
ওরা তোমার পায়ে শিকল দিতে চায়,
এই কী তোমার ভয়?
মাগো, এই তো তোমার ভয়!

[১২/০৫/১৮]
May 2018 · 132
রহম
Imran Islam May 2018
কোন রহমে এঁকেছো প্রভু আকাশের নীল
কোন রহমে বহাও তুমি ভোরের অনিল!

শান্ত শীতল প্রভাত ক্ষণে
মন হারিয়ে যায় যে ঘ্রাণে
বলো তুমি বলো প্রভু, এ কোন করুনার মিল!

দূর্বা ঘাসে ঝরাও শিশির
কানন করো সবুজ শিবির
বলো তুমি বলো প্রভু, এ কোন সুধা-সলিল!

নদীর বুকে ঢেউয়ের দোলা
মেঘে মেঘে ছন্দ খেলা
বলো তুমি বলো প্রভু, এ কোন স্বর্গ-জামিল!

[০৬/০৭/০৯]
Imran Islam May 2018
গাইবো গাইবো গাইবোই আমি সত্যের স্লোগান
ভয় করি নাকো সত্যের পথে যায় যদি এ প্রাণ!

দ্বারে দ্বারে পৌঁছে দেবো কোরানের বাণী
রবে না আর কারও মাঝে হিংসা, রাহাজানি
সবার মাঝে আসবে ফিরে সাম্যের একতান।

দেখো তুমি দ্বীনের রবি যাচ্ছে যে আজ ডুবে
জাগাও তারে নতুন করে ‘আল্লাহ মহান’ রবে
থেকো না তো নিরব তুমি নিয়ে অবসান!

রয়েছো তুমি চোখ ফিরিয়ে দ্বীন হারাবার কালে
মুখের কথায় হবে কী জয়; ওমর, খালিদ ভু্লে?
কোরানের কথা শুনলেই তুমি সপে দাও পরান!

এঁকে দাও তুমি ভাষণে, আসনে মাবুদের হুকুম
পদাঘাতে করে দাও লয় অবিচার, জুলুম
পণ করে নাও ‘করবো আমি সত্যের অভিযান’!

[০৭/০৭/০৯]
Next page