Submit your work, meet writers and drop the ads. Become a member
 
Imran Islam Apr 2020
আমারে তুমি ঘৃণা করো,
চলে যাও, চলে যাও!
মোর হাত নাইবা ধরো,
তবে কেন ব্যাথা দাও?
প্রিয়, দূরে চলে যাও!

আমি এত বিরাগ ভরা;
খুঁজে নিও নতুন ধরা।
প্রণয় পাবে চির সুখ,
ম্লান করো না চাঁদমুখ।
সুখি হও, সুখি হও!

সহে না এই অভিমান
আঘাতে ক্লান্ত এ পরান।
তোমার মধু স্মৃতি সুখে
অশ্রু ঝরে আমার চোখে!
সখি, দূরে চলে যাও!

নিপুণ রূপে, মিষ্টি সুরে
এত আঘাত রাখো পুরে!
আমার আঁখি সিক্ত দেখে
তোমার মনে হর্ষ মেখে
কত সুখ বলো পাও?

১৫/০৪/২০
Imran Islam Apr 2020
বিশ্ব আজ করোনাময়, নিস্তব্ধ প্রান্তর
নির্বাক প্রকৃতি, মানুষ সব অসহায়!
কত দূরে প্রিয়জন, ব্যাকুল অন্তর,
আতঙ্ক দেশে-দেশে, প্রাণে-প্রাণে জাগে ভয়!

ধরণী আজ কি কঠিন, সাথী নেই পাশে
ঘরে নেই খাবার, নিরুপায় কর্মহীন।
অভাব, শুন্যতা; বেদনা স্বজনের লাশে,
সব থেকেও নিয়তির কাছে উপায়হীন!

ধরা কবে হবে শান্ত, ফিরে পাবে স্বরূপ?
আমরা কী পাবো কভু স্বাভাবিক জীবন?
নাকি সঙ্গী হবে এই মহামারি মরণ?
ঈশ্বর একা রবে, পৃথিবী হবে নিশ্চুপ!

১৫/০৪/২০
Imran Islam Apr 2020
ক্ষমা করো, মোরে ক্ষমা করো,
ক্ষমা করো প্রভু, ক্ষমা করো!
আমি কিছুতেই পাবো না রেহাই
যদি তুমি মোর অপরাধগুলো ধরো!

তুমি ছাড়া প্রভু আর কেহ নাই
তাই, তোমার কাছেই আমি ক্ষমা চাই!
আমি যেখানেই যাই,
তোমার কাছেই হবে মোর পরপারও।

জীবনের এই কঠিন দিনে
কে আছে বলো তুমি বিনে!
তুমি ছাড়া আর কেহ, আর কেহ নাই,
তোমাকেই যেন প্রভু আমি খুঁজে পাই!
করেছো করুনা মোরে সীমাহীন
দাওনা রহম তুমি আরো!

০৯/০৪/২০
Imran Islam Apr 2020
এই শরতে তোমায় পেতে
করো না বারণ,
দেখো, শুভ্র হয়ে গেছে
পুরোনো কাশ বন।
তবে তুমি কেন নয়!

এই শিউলি শিশির ভোরে
দেবো আমি কুড়ে-
সকল ঝরা ফুল।
ওগো, দাও না আঁচল পেতে-
আমার আঙিনায়!

এই টগর বেলি জবা
যেন তোমার অঙ্গভোভা,
তুমি গন্ধ-মাধবি।
আহা, তোমার সুখের হাসিতে
পদ্ম লাজে মরে যায়!

শরতের সাদা মেঘে
ও নীলের অনুরাগে
তোমায় ভরাভো সখি।
নদীর বুকে জ্যোৎস্না রাতে
চাঁদ ভাসুক তোমার গায়!

এই শরদ সন্ধ্যা রাত
তোমার কোমল হাত
আর একটু প্রণয় ক্ষণ;
না হয় শিশির মাখা প্রাতে-
দুজন হাটবো খোলা পায়!

[১০/০৯/১৯]
Imran Islam Apr 2020
তুমি মোর আঙিনায় ভোরের ফুল
তুমি দখিন দারের হাওয়া,
সখা, তোমার গন্ধমাখা চুল-
যেন আমার হৃদয় ছোঁয়া!

তুমি মোর সুখের হাসি
ওই জ্যোৎস্না শশী
তোমার চাই না কোনো তুল।
সখি, তুমি আমার সকল চাওয়া!

তুমি আমার পুবের আলো
অরুণ রবি হয়ে দোলো;
তুমি ঢেউ ছোঁয়া নদী-কূল
তুমি মোর সুখের পরশ; স্বপ্নে পাওয়া!

তুমি সন্ধ্যা তারা; শ্রাবণ ধারা
তুমি মুক্ত পাখি- হৃদয় হরা;
তবে কিসের ভুল-
প্রিয়, আমার এ গান গাওয়া!

০৯/০৯/২০১৯
Imran Islam Apr 2020
আমি শুনবো না, শুনবো না কে কী মোরে বলে
আমি এই দেশ এই গ্রাম এই মাটির দলে।
যদি যাবো আমি দেশান্তরে
তবু আসবো আবার ফিরে ফিরে,
চলবো গাঁয়ের পথটি দিয়ে
হারানো মোর স্মৃতি নিয়ে,
আমি খেলবো আবার মাঠের ধুলায়
করবো স্নান নদীর জলে!

সময়ের স্রোতে আমি যাই যেথা যত দূর
মোর হৃদয়ে রবে তোমার কল্লোল সুর।
নদীর কূলে চাঁদের আলো, তারার বাতি
এই পুবের হাওয়া, ফুল ফোটা প্রকৃতি;
পারবো না, পারবো না ভুলে যেতে।
আমি আসবো ফিরে এই বসন্ত-বর্ষাকালে!

আমি মুগ্ধ হবো চেয়ে রবো দেখবো সবুজ বন
আমি বন্ধু হবো বুকে নেবো যারা মোর আপন।
ওই অস্ত-রবি ওই গোধূলির ছবি
ওই সন্ধা আঁধার ওই বিজলি অভি
মোর মনে লেগে আছে প্রাণের মতন;
আমি এখনো হারিয়ে আছি ওই বেলি ফুলে!

[০৯/০৪/১৯]
Imran Islam Apr 2020
এই ক্ষণ ক্ষণে শ্রাবণ ঝরণে
সখি, তোমারে পরেছে মনে।

এই একা বসে থাকা
ওই আকাশ মেঘে ঢাকা
মন বসে না আমার
প্রিয়, মন বসে না তুমি বিহনে!

দুজন বসে একই সাথে
সবুজ বনে আঁখি পেতে
ইচ্ছে করে শ্রাবণ ধারা-
দেখি এই লগনে!

এই বৃষ্টি- কানন এত ভালোবাসে
সেই সুখ জানায়- দোলা বাতাসে
তুমিও সখা দাও না দেখা,
জাগাও হরষ আমার প্রাণে!

তুমি যদি এসো এই বিকেলে
সখি, তুমি যদি হাসো বারি-জলে
তবে আমি চেয়ে রবো, মুগ্ধ হবো-
তোমার ভেজা চরণ নাচনে!

[ইকবাল পুর, কলকাতা, ১১/০৮/১৮]
Next page