Submit your work, meet writers and drop the ads. Become a member
 
Imran Islam Aug 2018
তুমি কেন স্বপ্ন দেখাও
আবার ভেঙে দাও,
লাজে তুমি দূরে থেকে
কেন কাছে পেতে চাও!

তোমার জাদু ভরা চোখে-
আজ কেন এত জল?
তোমার হাসি মাখা মুখে
আজ কেন মলিন ছল?
মনের কথা প্রিয়ার কাছে
দাও না বলে দাও!


যেই পরশে ফুটতো কলি
আঁধার হতো ভোর,
কোন ছোঁয়াতে বন্ধ হলো
এমন মায়ার দোর?
হৃদয় ভাঙার কষ্ট তুমি-
যাও না দেখে যাও!

তুমি যেন রাতের শিশির
সয় না ভোরের আলো,
আমায় যেন রবি ভাবো;
দেখলে দূরে চলো।
সব ভুলে যাও কাছে এসে-
সুখের পরশ নাও!

[ইকবাল পুর, কলকাতা, ০৯/০৮/১৮]
Imran Islam Aug 2018
এই ক্ষণ ক্ষণে শ্রাবণ ঝরণে
সখি, তোমারে পরেছে মনে।

এই একা বসে থাকা
ওই আকাশ মেঘে ঢাকা
মন বসে না আমার
প্রিয়, মন বসে না তুমি বিহনে!

দুজন বসে একই সাথে
সবুজ বনে আঁখি পেতে
ইচ্ছে করে শ্রাবণ ধারা-
দেখি এই লগনে!

এই বৃষ্টি- কানন এত ভালোবাসে
সেই সুখ জানায়- দোলা বাতাসে
তুমিও সখা দাও না দেখা,
জাগাও হরষ আমার প্রাণে!

তুমি যদি এসো এই বিকেলে
সখি, তুমি যদি হাসো বারি-জলে
তবে আমি চেয়ে রবো, মুগ্ধ হবো-
তোমার ভেজা চরণ নাচনে!

[ইকবাল পুর, কলকাতা, ১১/০৮/১৮]
Imran Islam Aug 2018
আমি তোমার থেকে কত দূরে
কেমন করে মন,
বারে বারে চোখে ভাসে
তোমার সবুজ বন।

তোর মিষ্টি সকাল তপ্ত দুপুর
ব্যস্ত বিকেল বেলা
পদ্ম তোলা মত্ত-মাতাল
দিঘির জলে নই-খেলা;
খুব পরছে মনে শোন!


তোমার ভোরের হাওয়া
ফুলের সুবাস
দোয়েল পাখির গান
অলির প্রেমে পরাগ ছোঁয়া
প্রথম রৌদ্র স্নান
এত ভরায় আমার মন!

তোমার সন্ধ্যা নামা গ্রাম
তোমার জ্যোৎস্না মাখা রাত
মন হরা ওই বেলির গন্ধ
শান্ত শীতল বাত
চাই পেতে চাই সব
চাই পেতে চাই এখন!

[ইকবাল পুর, কলকাতা, ০৮/০৮/১৮]
Imran Islam Aug 2018
ওগো শ্রাবণ বারি ধারা,
থেমে যাও থেমে যাও!
আমার সখারে ভিজিয়ে-
বলো, কী সুখ তুমি পাও?
থেমে যাও থেমে যাও!

সখির ওই ভেজা পথে
আমি চাই সঙ্গী হতে
তাতে আরও লাজ বেড়ে যায়
আঁচল টেনে মুখটি লুকায়;
তবে তুমি থেমে যাও,
শ্রাবণ ধারা থেমে যাও!

শ্রাবণ সুখে সখির চোখে
আরও লাজ ভেড়ে যায়
আড়াল করে বনের পথটি ধরে-
চলে বৃষ্টি ভেজা পায়;
তবে থেমে যাও, থেমে যাও!
শ্রাবণ ধারা, তুমি থেমে যাও!

আমার নিপুণ লাজুক সখি
শ্রাবণ জলে মাখামাখি
সকল শ্রাবণ সকল বারি
থেমে যাও না তাড়াতাড়ি,
থেমে যাও, থেমে যাও,
শ্রাবণ বারি ধারা, তুমি থেমে যাও!

[ইকবাল পুর, কলকাতা, ০৫/০৮/১৮]
শ্রাবণ দিনে দেখে দেখে তোমার ভেজা বন
শীতল হলো আঁখি আমার শান্ত হলো মন
Imran Islam Aug 2018
আজ এই শ্রাবণ ঝরণে কানন কুঞ্জ বনে
হেটেছি তোমার সনে
বৃষ্টি ভেজা ঐ চরণে এ আঁখি মন হরণে
বাধা নেই নিরজনে।

তোমার ওই মায়া-মুখে
পরশ বুলায় শ্রাবণ সুখে
দেখে ওই ভেজা আঁখি
কী করে মন বেঁধে রাখি
হারিয়ে যাই শ্রাবণ বানে।

ভিজে যায় তোমার আঁচল
মুছে যায় বিন্দু কাজল
গায়ে মেখে শ্রাবণ বারি
এত পথ দিচ্ছো পাড়ি
কি যায় আসে বলো মন বারণে!

থেমে যাও শ্রাবণ ধারা
সখি আমার ভিজে সারা
লাজে ওই যাচ্ছে মরে
পথ যানি আর কত দূরে;
আমার সুখ সখির মন হরণে!

[ইকবাল পুর, কলকাতা, ০৫/০৮/১৮]
Imran Islam Aug 2018
এই সন্ধ্যায় ভিজেছে সবুজ পাতা
মনে পরেছে তোমায়,
মনে পরেছে বৃষ্টি ভেজার কথা
তুমি মনে করেছো কি আমায়?

তোমার অঙ্গে মেঘের পরশ
জাগায় যখন বিপুল হরষ
তখন আমার পাগল আঁখি
অন্য কিছু চায় না সখি
এত ভালো লাগে তোমার ভেজা কালো কেশ!

তোমার বৃষ্টি ভেজা নৃত্য দেখে
কাগজ কলম দিয়েছি রেখে;
শুধু স্বপ্ন আঁকেছি মনে,
আমায় দেখে লাজ করো না
অমন করে মুখ ঢেকো না
আমি এক দূরের পাখি তোমার ভেজা বনে!

আমি না হয় অচেনা মানুষ
আমার দূরের কোনো দেশ
মুগ্ধ না হয় করলো আমায়
তোমার ভেজা কেশ!
সন্ধ্যা যখন আঁধার হলো
বৃষ্টিও তখন থেমে গেলো;
আবার মনে পরলো আমার মনের মানুষ!

[ইকবাল পুর, কলকাতা, ০৪/০৮/১৮]
[সন্ধ্যার আগ ক্ষণে যখন বাইরে বের হলুম
ঘন কালো মেঘ দেখে ফের বাসায় ফিরলুম
বৃষ্টি এলো ঝুম ঝুম, বৃষ্টি এলো ঝুম ঝুম
না, সব কিছু রেখে জনালার পাশে বসলুম...]
Imran Islam Jul 2018
তোমার ওই কোমল মনে আমাকে একটু জায়গা দাও
কারণ তুমি খুব মর্মস্পর্শী
তোমার ও আঁখি আমাকে প্রাণ ভরে দেখতে দাও;
তোমার চোখ দুটি বড় প্রেয়সী!

আমার একটি ভালোবাসার সাগর প্রয়োজন
মনে কিছু করো না স্বজন,
তোমার কাছে কী সে সাগর সমান জল আছে?
আমার চোখে একটি ঝলমলে ভোরের স্বপ্ন ভাসে;
যে ভোরের আলো তোমার নিপুণ মুখে হাসে!

বন্ধু, তোমার সুখের হাসি আমাকেও দাও
আমাকে একটু তোমার সাথে চলতে দাও
তোমার তরুণ হৃদয় আমাকে দাও মমতা,
আমাকে শুনতে দাও তোমার মিষ্টি মধুর কথা!

আমি তোমার সরলতায় এত মুগ্ধ; নিজেকেই ভুলে রই,
রূপ নয় প্রিয়, আমি শুধু তোমার ভালোবাসা চাই!
আমাকে এত অপেক্ষায় রেখো না, কিছু একটা বলো;
তোমার সুখ না পাওয়া পর্যন্ত আমি প্রতীক্ষায় থাকবো!

[২৫/০৭/১৮] (E-B)
Next page