Submit your work, meet writers and drop the ads. Become a member
 
Imran Islam Jul 2018
তোমার ওই কোমল মনে আমাকে একটু জায়গা দাও
কারণ তুমি খুব মর্মস্পর্শী
তোমার ও আঁখি আমাকে প্রাণ ভরে দেখতে দাও;
তোমার চোখ দুটি বড় প্রেয়সী!

আমার একটি ভালোবাসার সাগর প্রয়োজন
মনে কিছু করো না স্বজন,
তোমার কাছে কী সে সাগর সমান জল আছে?
আমার চোখে একটি ঝলমলে ভোরের স্বপ্ন ভাসে;
যে ভোরের আলো তোমার নিপুণ মুখে হাসে!

বন্ধু, তোমার সুখের হাসি আমাকেও দাও
আমাকে একটু তোমার সাথে চলতে দাও
তোমার তরুণ হৃদয় আমাকে দাও মমতা,
আমাকে শুনতে দাও তোমার মিষ্টি মধুর কথা!

আমি তোমার সরলতায় এত মুগ্ধ; নিজেকেই ভুলে রই,
রূপ নয় প্রিয়, আমি শুধু তোমার ভালোবাসা চাই!
আমাকে এত অপেক্ষায় রেখো না, কিছু একটা বলো;
তোমার সুখ না পাওয়া পর্যন্ত আমি প্রতীক্ষায় থাকবো!

[২৫/০৭/১৮] (E-B)
Imran Islam Jul 2018
আমার তপ্ত আকাশে তোমার প্রতিচ্ছবি ঘন মেঘের মতো
আমার অলস দ্বারে তোমার হাসি ভোরের আলোর মতো
তোমাকে একটু দেখতে না পেলে ভেঙে যায় এই মন
তাই আমার জীবনে তোমাকে এত প্রয়োজন!

আমি শুধু একটি দেহ, তুমি তার আত্মা ও একমাত্র হৃদয়
আমি একটি পাখি, তুমি তার মিষ্টি গান ও মুক্ত ডানা
আমি তোমাকে ও তোমার নীরব ভালোবাসা ছাড়া-
একটি নতুন দিনের কথা চিন্তা করতে পারি না!
তুমি একটু বুঝতে চেষ্টা করো, আমি তোমাকে ভালোবাসি
অভিমান করো না, লাজ করো না প্রিয়সী!

আমি একা আর তুমি বৃষ্টি ফোঁটার মতো
যেন আমার কোমল ঠোঁট ছুঁয়ে দাও,
আমি শুধু ঢেউ আর তুমি সেই ঢেউ জাগানো গভীর সাগর
আমি ওই চাঁদ আর তুমি সেই চাঁদকে আলো দেওয়া রবি।
প্রিয়, তুমি যদি আমাকে এত দূরে রাখো তবে আমি ম্লান হয়ে যাবো!

[২৪/০৭/১৮] (E-B)
Imran Islam Jul 2018
এমন শ্রাবণ বাদল সন্ধ্যায়
মন বসে না একা
তোমার নিপুণ আঁখির মায়ায়
মোরে হাসাও সখা!

তোমার কোমল লাজুক পরশ
আমর হৃদয়ে আনুক হরষ
এত সুখ ভরে এ বুক
যায় না দেখা!

তোমার ওই চোখের ভাষা
একটু করে কাছে আসা
যেন নেশা, জাদু মাখা!

ঘন হও শ্রাবণ বাদল
বন্ধ হক ঘরের আগল
নিভে যাক সন্ধ্যা প্রদীপ
আলো দিক আমার সখা!

[২১/০৭/১৮]
Imran Islam Jul 2018
তোমার হৃদয় ছোঁয়া হাসির টানে
সন্ধ্যা ক্ষণে এই আঙিনায়
আসবো আমি ফিরে
তোমার ভেজা চরণ দেখতে সখা,
একা একা বিকেল বেলায়
আসবো নদীর তীরে!

খুব সকালে ঘুম ভেঙে মোর
শুনবো তোমার গান
তোমার মায়ামাখা মুখের হাসি
ভাঙবে আমার অভিমান।
ওই জাদু ভরা চোখে
আমার দুচোখ রেখে
স্বপ্ন আঁকবো তোমায় ঘিরে!

সারা দুপুর ব্যস্ত যখন
পড়বে তোমায় মনে
স্মৃতির পরশ মেখে তখন
আমি স্বস্তি নেবো বনে।
তোমার সুখে হেসে হেসে
যাবো প্রিয় ভালোবেসে,
আমার শত দুখের ভীরে!

আবার যখন সন্ধ্যা হবে
রবির আলো নিভে যাবে
তখন আমার তৃষা চোখে
তোমার রূপের জ্যোৎস্না মেখে
আমি ফিরবো আবার নীড়ে!

[২০/০৭/১৮]
Imran Islam Jul 2018
যে দিন আমার কথাগুলো
গাইবে গানের সুরে
হয়ত সে দিন চলে যাবো
চলে যাবো অনেক দূরে!
ওই পাখির গানে গানে
করবে মনে আমায় ভোরে?

যখন আমায় করবে মনে
যত স্মৃতি তোমার সনে
তখন মিষ্টি মুখে হাসবে তুমি;
আর দূরে থেকেও তোমার সুখে
ভরা মুখে, হাসবো আমি!
বুনো পাখির সুরে সুরে
করবে মনে আমায় ওরে?

আমার প্রেম আমার আঘাত
আমার সন্ধ্যা আমার প্রভাত
সবই তোমার কাছে লাগবে যেন
এত মধুর এত বিষাদ কেন?
কে ছিলাম কত অচেনা ছিলাম
খুঁজে কী লাভ নতুন করে?
পারো যদি ক্ষমা করো মোরে!

[১২/০৭/১৮]
Imran Islam Jul 2018
তোমার মুখে যখন ফোটে
ওগো, হৃদয় ছোঁয়া হাসি
তখন তুমি আমার কাছে
চাঁদের থেকেও রূপসী।
ভালোবাসি ভালোবাসি
প্রিয়, তোমায় ভালোবাসি!

তোমার ঐ আঁখি দেখে
স্বর্গ সুখও দূরে রেখে
আত্ম ভুলে নদীর কূলে
আমি হয়ে রই উদাসী।
ভালোবাসি ভালোবাসি
প্রিয়, তোমায় ভালোবাসি!

তোমার ওই লাজ দেখে
আমার হৃদয় ভরে সুখে
তোমার ওই মিষ্টি সুরে
আমার মনে বাজায় বাঁশি।
ভালোবাসি ভালোবাসি
প্রিয়, তোমায় ভালোবাসি!

তোমার হাসি আমার মনে
হরষ জাগায় ক্ষণে ক্ষণে
তোমার মুখে লুকিয়ে আছে
আমার সকল হাসি।
ভালোবাসি ভালোবাসি
প্রিয়, তোমায় ভালোবাসি!

[০৬/০৭/১৮]
Imran Islam Jul 2018
সখি, যাবে আমার গাঁয়?
জল ছোঁয়া ঐ চাঁদের আলো
মাখবে তুমি গায়,
সবুজ বনের বুনো লতা
বাঁধবে তোমার পায়।
সখা, চলো আমার গাঁয়!

সরল পল্লিবালার সনে
যাবে তুমি ফুল-বনে,
ইচ্ছে মতো অচেনা ফুল-
পরবে ও খোঁপায়।
সখি, যাবে আমার গাঁয়?

আমার বনে পাখির সুরে
হারিয়ে যাবে কত দূরে,
সবার সাথে বলবে কথা
মন যত চায়।
সখা, যাবে আমার গাঁয়?

তপ্ত দুপুর রোদের ছলে
নামবে তুমি নদীর জলে,
তোমায় দেখে হেসে হেসে
পাল তুলবে মাঝি নায়।
সখি, চলো আমার গাঁয়!

[১৭/০৫/১২]
Next page