Submit your work, meet writers and drop the ads. Become a member
 
Imran Islam Jul 2018
সখি, যাবে আমার গাঁয়?
জল ছোঁয়া ঐ চাঁদের আলো
মাখবে তুমি গায়,
সবুজ বনের বুনো লতা
বাঁধবে তোমার পায়।
সখা, চলো আমার গাঁয়!

সরল পল্লিবালার সনে
যাবে তুমি ফুল-বনে,
ইচ্ছে মতো অচেনা ফুল-
পরবে ও খোঁপায়।
সখি, যাবে আমার গাঁয়?

আমার বনে পাখির সুরে
হারিয়ে যাবে কত দূরে,
সবার সাথে বলবে কথা
মন যত চায়।
সখা, যাবে আমার গাঁয়?

তপ্ত দুপুর রোদের ছলে
নামবে তুমি নদীর জলে,
তোমায় দেখে হেসে হেসে
পাল তুলবে মাঝি নায়।
সখি, চলো আমার গাঁয়!

[১৭/০৫/১২]
Imran Islam Jul 2018
তুমি কী তবে দূরে দূরে রবে
আসবে না আর কাছে?
তুমি স্বপ্ন কেড়ে নেবে
আমার হৃদয় ভেঙে দেবে!
প্রিয়, আমার স্মৃতি তোমার মনে কী আছে?

যতই ভোর হয় ততোই জাগে ভয়
এ আলো যেন মিছে,
চাই না রবির উদয় এই আঙিনায়
যেন মোর নিপুণ শশী হারিয়ে গেছে!

ফুল ফোটে তোমার বনে
কাঁটার আঘাত আমার মনে;
ও ফুলের পরশ পেয়ে সুবাশ নিয়ে
অন্য কেউ রাঙে,
আমার আঁখি ক্লান্ত সখি
নীরব হৃদয় ভাঙে!
ওগো সখা, পাবো তোমার দেখা
আমি এই আশাতেই রবো বেঁচে!

[০৬/০৭/১৮]
Imran Islam Jul 2018
'আল্লাহ মহান আল্লাহ মহান'
রবে ডাকে মুয়াজ্জিন
আল্লাহ ছাড়া নেই কো প্রভু
শেষ বিচারের দিন!

'খোদার রাসুল মুহাম্মাদ'
ও রবে দিচ্ছে সে সংবাদ
ও নামে পড়ে দুরুদ
আসমান ও জমিন।

'এসো এসা নামাজে
এসো এসো সৎকাজে'
ওই ধ্বনিতে সাড়া দিয়ে
জামাত করে মুছল্লিন।

'ঘুমের থেকে নামাজ ভালো'
সেই সুরেই ভোর হলো
শয্যা ছেড়ে ওঠো সবে
ওগো মুসলিমিন!

'আল্লাহ মহান আল্লাহ মহান
আল্লাহ ছাড়া নেই মহিয়ান'
সেই আযান আমার কানে
আসুক চির দিন!

[০২/০৭/১৮]
Imran Islam Jul 2018
চেয়ে তুমি আকাশ পানে
অশ্রু ছেড়ে আমার টানে
সুখ খুঁজে নিও মা!

মাগো, মনে ব্যাথা পেলে
সব অভিমান ভুলে
তোমার হৃদয় খুলে
আমায় করে দিও ক্ষমা!

সত্যের এই মধুর ডাক
আমার পরশ পাক
ভয় যত সব জয় করে
মনে বাজুক দামামা!

তোমার ওই সকল দোয়া
যেন প্রভুর হৃদয় ছোঁয়া
মুছে ফেলে কান্না তোমার
একটু হাসো মা!

[২৪/১০/১২]
Imran Islam Jul 2018
মলিন মুখে কেন প্রিয়া
এমন সুখের দিনে?
বলবো মনের সকল কথা
হারিয়ে যাবো বনে।

এমন মধুর ফাগুন হাওয়া
সকল প্রাণে দিচ্ছে দোলা
আজ মনের কথায় হারিয়ে যেতে
বনের দখিন দ্বার ওই খোলা।
আমার হৃদয় করতে রঙিন
কাটাবো সন্ধ্যা তোমার সনে!

এমন সুখের সন্ধ্যে ফুলের গন্ধে
ভরিয়ে দিলো মন
হাসছে সখা পেয়ে তোমার দেখা
বসন্তের এই বন।
আজ কি বলো মন মানে সই
মন মেতেছে গানে
আর কি মন মানে!

[০১/০৭/১৮]
Imran Islam Jun 2018
চাঁদ উঠেছে ওই আকাশে
বন্ধু তোরা কই ..?
আজকে কিসের লেখা-পড়া
কিসেরই বা বই!
ঈদ হাওয়াতে দোলে পাড়া
খুশি সকল সই
মাগো, ‘আমি একা’ ঘরে বসে-
কেমনে বল রই!

অনাথ যারা তাদের পাশে
আমরা সবে যাই
হয় যত যাকাত ফিতরা
সবার আগে দেই
ওদের সাথে মোরাও হেসে
ঈদেরি গান গাই
প্রতিবেশী কে..? স্বজন ওরা
ওরা মোদের ভাই!

মায়ের দুহাত ধরে কষে-
নতুন জামা চাই?
আম্মু বলেন- নেরে তেরা
এবার ঈদে এই!
সবার কাছে গিয়েই হেসে
বড় সালাম দেই
আমায় কিছু দিলেই তারা
দুহাত পেতে নেই।

গাঁয়ে পরল ঈদের সাড়া
বইছে স্রত-নই
সবার চোখে স্বর্গ বাসে
আমি একা নই!
নামাজ পড়ি গা-গায় মিশে
আব্বু আমি ভাই
ধনী গরিব জোয়ান বুড়া
কোন তফাত নাই।

আজ প্রেমে ভরা দেখে ধরা
আমি আবাক হই
যত- শত্রু-মিত্র অবশেষে
বুকে টেনে লই।
ঈদ যেন রয় বার মাসে
সে করুণাই চাই ...
একই সুতোয় বিশ্ব গড়া
কেহই পর নাই ...!

[২১/০৮/১০]
Imran Islam Jun 2018
মোর হৃদয়ে থাকুক প্রভু তোমার যিকির জারি
মোর আঁখিতে থাকুক প্রভু তোমার ভয়ের বারি।

আমি যেন তোমার স্মরণ করি অবিরত
তোমার টানে আমি যেন থাকি সিজদানত
প্রভু, আমি যেন বাইতে পারি সত্য পথের তরি।

আমার পাপে সাগর হবে করি যদি জমা
দয়া করো রহম করো আমায় করো ক্ষমা
প্রভু, নিত্য ভোরে আমি যেন তোমার কোরান পড়ি।

আমি যেন হতে পারি মুমিন মুসলমান
ধরার মাঝে সকল কাজে রেখে ঈমান
প্রভু, আমি যেন ভালোবেসে তোমার পথটি ধরি।

[০৪/০৬/১৮]
Next page