Submit your work, meet writers and drop the ads. Become a member
 
Imran Islam Jun 2018
ওগো মোর রব ওগো মোর রব
সপেছি সব আমি সপেছি সব
তোমার চরণে!

মোর চির বিদায়ে
তুমি থেকো হৃদয়ে
যেন মনে আসে ভয়
তোমার নামটি স্মরণে!

যত মোর ভুল ক্ষমা অতুল
মুছে দাও সব ওগো মোর রব
এই জীবনে!

যত যারে ভালোবাসি
তুমি তার থেকেও বেশি
যেন মুখে থাকে হাসি
তোমায় বরণে!

যখন ভেজে চোখের কোনা
প্রভু, মোরে  দিও সান্ত্বনা
মুছে দিও সব দুঃখ বেদনা
তোমার রহম ঝরণে!

[০২/১১/১২]
Imran Islam Jun 2018
সব লেখা মোর কবিতা হোক
গান যদি না হয়
সব লেখা মোর কথা হোক
যদি ছন্দ না পায়।

তুমি মোর কথার অর্থ খোঁজো
যদি সুর নাহি পাও
প্রিয়, ইচ্ছে হলে আপন মনে
তোমার সুরে গাও।

যদি মোর কালির স্বপ্নে
ছবি না দেখো
তবে তোমার মতো করে
কিছু স্বপ্ন এঁকো।

যেই তুলিতে স্বপ্ন আঁকি
আমার প্রেম আপনে
শুধু একটু হেসো তা যদি
ছোঁয়া জাগায় ও মনে।

মোর কথা হলে ভালো- গাও তুমি
মন্দকে দাও ফেলে
তোমার মনের মতো হবো আমি
তুমি জায়গা দিলে।

[৩১/০৫/১৮]
Imran Islam Jun 2018
কে করেছে খেতে মানা?
ধরতে গিয়ে পাখির ছানা
নিলাম কটা আম!
ওরে বাবা একি আবার,
গলা শুনে তোমার দাদার
ঝরলো কত ঘাম!

না, না, কাঁচা আমে টক বেশি
পাকলে তবে খাবো
তাই বলে কি আম নেবো না
খালি হাতে যাবো!

সে দিন ছিলো দুপুর বেলা
সে কি বাবা রোদের খেল
গা পুড়ে যায়!
একা একা কবার তাকাই পিছে
তবু চুপে চুপে ওঠলেম গাছে;
বাবা কত ভয়!

যখন আমি ধরতে গেলাম
কাঁচা আমের থোকা
জানতো কে রে কামড়ে দেবে
খেপা ভল্লা পোকা!

যা বাবা, যা হবার তাই হলো
মাগো রে, পড়ে গিয়ে টুটে গেল
আমার দুটি দাঁত!
এই না হলে চুরির মজা
পা দুটো আর হয় না সোজা
ভাঙলো ডান হাত!

[১০/০৫/১২]
Imran Islam Jun 2018
ওঠো খোকা ভাঙো ঘুম
দেখো, সোনা রবি ওই
এই বাবা গালে চুম
হাতে নাও খাতা বই।

পাখি শোনো- গান গায়
বনে কত ফোটে ফুল
হিম বায়ু বয়ে যায়
বাবা, যেতে হবে স্কুল।

আয় বাবা, ওঠ ওঠ
বেলা হলো কত ক্ষণ
খেয়ে নে না ঝট ফট
কই গেলো শুভ পণ?

আরে বাবা বোকা নাকি
এত ক্ষণ ঘুমে কেউ?
আর বেশি নেই বাকি;
এই হলে পাবে বউ?

ওরে বাবা ধেতা ছেলে
কোনো কথা যায় কানে!
দেবো নাকি দুটো গালে?
ওই দেখো দাঁত গোনে।

পড়া নাই লেখা নাই
তোরে নিয়ে জ্বালা বড়ো,
আছে শুধু খাই খাই
চলে যাও যেথা পারো!

বড়ো নয়; বোকা হবে
ভালো ছেলে এই করে!
ভোর হলে পাঠে যাবে
না, দেখো সে ঘুম ঘোরে।

দুই হাত ধরি কানে
আমি বোকা নাকি অন্ধ?
সব কথা নেবো মেনে
মা, ইস্কুল আজ বন্ধ!

[১৪/০৫/১২]
Imran Islam Jun 2018
আজ তোমার হিজল বনে
অন্য পাখি গায়
কত অচেনা সে মাঝি দেখি
তোমার ঐ নায়!

আজ তোমার চোখে নতুন
কত স্বপ্ন ভাসে
তোমার ভোরে পুবাল দোরে
অন্য রবি হাসে।

আজকে তোমার কণ্ঠে শুনি
অন্য কারো গান
তোমার বুকে কীসের সুখে
ভরা অভিমান!

আজকে তোমার স্বপ্নে আঁকো
অন্য কারো ছবি
তোমার হৃদয় খুঁজে নিলে
অন্য কোনো কবি!

আজকে তোমার হাসি দেখে
এত খুশি লাগে
তোমার সুখে পাইনি কষ্ট
স্মৃতি অনুরাগে।

ভালোই আছো বন্ধু আমার
ভোলো থেকো তুমি
নেই অভিমান অভিযোগ
ভালো আছি আমি।

[০৫/০৮/১২]
Imran Islam Jun 2018
মেঘ ডেকেছে আকাশ
বইছে মৃদু বাতাস;
ভেজালো ঐ বনাঁচল
আষাঢ়ের এ বাদল।

দূরের মেঘের কনে
প্রণয় বিলায় বনে;
ভেজালো পাখির দল
আষাঢ়ের এ বাদল।

মেঘে দেখে কান্না-হাসি
আত্মহারা ওই চাষি;
হারালো রোদের বল
আষাঢ়ের এ বাদল।

শুনে ঐ মেঘের ডাক
মেতেছে মাছের ঝাঁক;
ভরালো পুকুর জল
আষাঢ়ের এ বাদল।

বৃষ্টি পেয়ে গুঁজি বক
ছোঁ পুঁটি মাছের চক;
বিল ভরে ছল ছল
আষাঢ়ের এ বাদল।
Imran Islam May 2018
তোমার কত সুখ হাসি ভরা মুখ
নদী বয়ে যায় আমার চোখের জল
আমি অসহায়, কতটা দুর্বল!
স্বজন হারা বেদনায় কেঁদে ওঠে বুক!

নিষ্ঠুর এ ধরা; আমি স্বজন হারা
পাথর হয়ে যায় আমার এ হৃদয়
আমি কতটা অসহায়,
সুখে নেই তবুও করি সুখের অভিনয়
আমি নিঝুম আঁধার; তোমার আলো ভরা চোখ!

তোমার মিষ্টি হাসি; আমার করুণ বাঁশি
কভু মনে হয় স্বপ্ন জাগায় ভয়
আমি এত অসহায় নিষ্ঠুর এই দুনিয়ায়
তোমার কত যে পুলক; আমার ধরে না শোক!

তোমার চোখে ভোর; আমি আঁধারে কাতর
তোমার বনে কত পাখি গায়, কত ফুল গন্ধ ছড়ায়
আমি চির অসহায়, কাতর সুখ-পিপাসায়!
তোমার কাছে থাক চির সুখের আলোক
আমার কাছে আছেন ওই মহাপরিচালক।

[২৯/০৫/১৮]
Next page