Submit your work, meet writers and drop the ads. Become a member
 
Imran Islam May 2021
তুমি কী এখনো পড়
আমার কবিতা?
তুমি কী এখনো ভাবো
আমার সে কথা?
তুমি কী এখনো একলা চলো
খোলা কালো কেশে?
তুমি কী এখনো কথা বলো
একটু মিষ্টি হেসে?
আজো তোমায় মনে পরে
আর দু চোখে অশ্রু ঝরে।
এখনো মোর মনে জাগে তোমার মমতা।

তুমি কী এখনো দেখো
ভোরের অরুণ রবি?
তুমি কী এখনো আঁকো
গোঁধুলির সেই ছবি?
তুমি কী এখনো গান গাও
আমার করা সুরে?
তুমি কী এখনো নৃত্য করো
পায়েল পায়ে পরে?
আজো তোমার জন্য কাঁদি
নিজেকে ভেবে অপরাধী!
এখনো আমার বুকে জাগে বিরহ ব্যাথা।

তোমার সঙ্গে শিশির সকাল
কেটেছে কত মধুর-
নীরবে জড়িয়ে একটি শাল!
ঐ বাঁধা ভেঙ্গে বসন্ত বিকাল
কেটেছে কত মধুর-
তৃষা ভরে তোমার প্রণয়-জল!
তোমার অঙ্গে কমল বরষা
জাগায় কত লাজের পরশা!
আজো তোমার ভালোবাসা
মেটায় আমার পিয়াসা।
আমি মানতে পারি না তোমার শূন্যতা।
Imran Islam May 2020
তোমার আলো দিয়ে আমায়
করো মহিয়ান, ওগো রহমান,
তোমার আলো রেখো বহমান
ওগো রহমি রহমান!

মোর জীবন মরণে তুমি থেকো স্মরণে
ওগো মেহেরবান
আমার সিজদা যেন থাকে তোমার চরণে
ওগো রহমি রহমান!

আমি চাই না যেতে ভ্রান্ত পথে
আমি চাই না সাড়া ভ্রান্ত মতে
আমি চাই তোমার এহসান
ওগো রহমি রহমান!

রহমতের ওই দুয়ার খুলে
তোমার দয়ায় যাও না ভুলে-
মোর সকল অভিমান
ওগো রহমি রহমান!

মোর সন্ধা সকালে একটু ভুল হলে
সহজ সরল পথটি দিও আমায় বলে
ওগো রহমি রহমান,
তোমার রহম রেখো বহমান!
১১/০৫/২০
Imran Islam May 2020
রাত যদত কঠিন হয়, আসে দুঃসময়
আমার মনবলই আমার শক্তি, অভয়।
মনবল তোলে আমায় আকাশের নীড়
জীবন ধন্য করে আর উচু করে শির।

বেশ বেশ বেশ
সদা বলো ‘বেশ’
যদি আমার শত্রু হয় সারা বিশ্ব দেশ
তবু আমি হবো না কভু নিরাশ, নিঃশেষ।

আমি এক যুদ্ধ প্রেমিক পুরুষ
আমার মাঝে কোনো ভয় নাই
আমি নিজেই আমার স্বপ্ন আঁকি
আর সে স্বপ্নই মানুষকে দেখাই।

আমি হাসি সবসময়, এমনি আমার সৃষ্টি
আমি তেতো স্বাদকেও করে দেই মিষ্টি
অনেক শান্ত-প্রাণবন্ত আমার মন..
তাই এখনি সহজ করে নেবো আমার স্বপন।
সদা আমি ভালো এই বেশ!
Lyrics of Ali Magrebi (Arabic Version) ‍Song : Labas.
অনুবাদ : ইমরান ইসলাম
Imran Islam May 2020
রাসূলের প্রেম, ভালোবাসা আমার চির স্বপন
আমার আঁখি দেখবে কখন, তোমার দু নয়ন!
আর যতখানি দূরত্ব আছে আমার অন্তরে
সেই সব মুছে যাবে তোমার স্মৃতি মনে করে।

ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
ইয়া ইমামানা, ইয়া মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম।

ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
ইয়া শাফিয়ানা, ইয়া মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম।

আমি জানি তুমি কত দয়ালু, কত ক্ষমাশীল (ধর্মে)
আমি ভালোবাসা শিখেছি তোমার রেখে যাওয়া কর্মে
না না, আমি কভু হার মানি না আমার হতাশায়
তোমার নামে দুরুদ নিলে সব মুক্তি মিলে যায়।

ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
ইয়া ইমামানা, ইয়া মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম।

ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
ইয়া শাফিয়ানা, ইয়া মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম।

তুমি মানবপ্রেমের বীজ বুনেছো এই দুনিয়াতে
আর সে শাখাই নুয়ে পড়েছে তোমার দু হাতে
তুমি সন্ধান করেছো যে নুড়ি বুকভরা আশায়-
আর বিশ্বাসে; তোমার দুহাত ভরেছে তার পূর্ণতায়।

ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
ইয়া ইমামানা, ইয়া মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম।

ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
ইয়া শাফিয়ানা, ইয়া মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম।
Lyrics of Ali Magrebi (Arabic Version) ‍Song : Messenger of Love.
অনুবাদ : ইমরান ইসলাম
https://www.youtube.com/watch?v=9yPpucseRD4
Imran Islam May 2020
আমার হৃদয়ে তোমার শূন্যতা পূর্ণ হোক এই আমার স্বপ্ন-সাধনা
তোমার বিদায়ে মনজিল পেয়েছো তুমি, আমি পেয়েছি দুঃখ-বেদনা
আমাদের এই দুরত্ব যেন ক্ষণিকের অতিথি
তাই আমি জানি, জানি একদিন থেমে যাবে আমার এই কান্না!

ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
ইয়া ইমামানা, ইয়া মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম।

ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
ইয়া শাফিয়ানা, ইয়া মুহাম্মাদ 
সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম।

আমার হৃদয় তোমার থেকে শিখেছে রহম, করুণা
আমার মানবতা, ভালোবাসা তোমারই তো প্রেরণা
আমার হৃদয় করে সজীব তোমার নামের দুরুদ
তোমায় অনুসরণে আমি খুঁজে পাই সব ভ্রান্ত-ব্যাধির ওষুধ।

ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
ইয়া ইমামানা, ইয়া মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম।

ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
ইয়া শাফিয়ানা, ইয়া মুহাম্মাদ 
সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম।

তোমার ভালবাসায় আমি পেয়েছি এহসান
আর আল্লাকে পেয়ে তুমি আমাদের দিয়েছো সত্যের সন্ধান।
তোমার বিয়োগে অপূর্ণ-শূন্য লাগে আমাদের প্রাণ
শেষ ভরসা তোমার শাফায়াত, যার জন্যে ব্যাকুল আমারা এমন।

ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ   
ইয়া শাফিয়ানা, ইয়া মুহাম্মাদ      
সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম। 
ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ   
ইয়া ইমামানা, ইয়া মুহাম্মাদ 
সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম।
Lyrics of Ali Magrebi (Turkish Version) ‍Song : Messenger of Love.
অনুবাদ : ইমরান ইসলাম।

 (হে আল্লাহর রসূল, হে আল্লাহর হাবিব)
(হে আমাদের সুপারিশকারী, ও মুহাম্মাদ)
 (আপনার প্রতি আল্লাহর শান্তি ও রহমত)

(হে আমাদের ইমাম, ও মুহাম্মাদ)
Imran Islam May 2020
তুমি আমায় ভাসাও মুক্ত বাতাসে
তুমি বড় করো মোর মন
আমায় ওড়াও তুমি নীল আকাশে।
আমি যেন ফিরে পাই নতুন জীবন।
তোমার আলোয় জেগে ওঠে আমার এই প্রাণ।
আমি চাই এমন করে সারা বছর
তুমি থাকো আমার পাশে।

রমজান রমজান,
ও প্রিয় রমজান!
রমজান রমজান,
তুমি কাছে থাকো সারাক্ষণ।
(সারাক্ষণ থেকো তুমি পাশে।)

কানায় কানায় ভরা ভালোবাসা
হাওয়ায় হাওয়ায় এত শান্তি ছড়ায়-
রমজান, এই কোরানের মাসে।
(তোমার রহম অনুরাগে)
আমার হৃদয় ছোঁয়া জাগে, দৃহ করে মোর ঈমান।
আমি চাই এমন করে সারা বছর তুমি থাকো আমার পাশে।

রমজান রমজান,
ও প্রিয় রমজান!
রমজান রমজান,
তুমি কাছে থাকো সারাক্ষণ।
(সারাক্ষণ থেকো তুমি পাশে।)

আমি যেন ধন্য ওগো তোমায় ভালোবেসে
মনে হয় প্রতিক্ষণ তুমি থাকো আমার পাশে
নিশ্বাসে নিশ্বাসে তুমি রবে মোর প্রাণে মিশে।
আমি করছি প্রতিজ্ঞা, বলছি সপথে-
তোমার শিক্ষা-কদর, এই হৃদয়ে ধরে রাখবো সারা বছর,
কভু দেবো না হারাতে।
হে রমজান!

রমজান রমজান,
ও প্রিয় রমজান!
রমজান রমজান,
তুমি কাছে থাকো সারাক্ষণ।
(সারাক্ষণ থেকো তুমি পাশে।)

[রমাদান রমাদান,
রমাদান ইয়া হাবির।
রমাদান রমাদান,
লাইতাকা দাওমান করিব।]
Original Lyrics of Maher Zain Song : Ramadan
অনুবাদ : ইমরান ইসলাম
www.azlyrics.com/lyrics/maherzain/ramadan.html
www.youtube.com/watch?v=3G-t72JjRf0
Imran Islam Apr 2020
আমি তোমার মতো একটি শিশু
তোমার মতোই স্বপ্ন আমার,
আমার হৃদয়টিও তেমাার মতো,
আমি তোমাদের মতোই মানুষ!
আমার আছে তোমার মতোই বেঁচে থাকার অধিকার!
আমারও অধিকার আছে, তোমার মতো স্বাধীনতার!

আমি তোমার সাথে খেলতে চাই
আমি তোমার মতো হাসতে চাই,
তোমার মতোই আমাকেও ঘুমোতে দাও,
তোমার মতো একটি শান্ত সকাল দাও।
আমার আছে তোমার মতোই বেঁচে থাকার অধিকার!
আমারও অধিকার আছে, তোমার মতো স্বাধীনতার!

কেন আমার পথে রক্তক্ষরণ?
কেন আমার দেহেই বিস্ফোরণ?
কালো ধোঁয়ায় আমার আকাশ আঁধার করো তমি,
কেন অস্ত্র দিয়ে দখল নিচ্ছো আমার জন্মভূমি?
আমার আছে তোমার মতোই বেঁচে থাকার অধিকার!
আমারও অধিকার আছে, তোমার মতো স্বাধীনতার!

আমার স্বপ্ন ভেঙে দেওয়ার অধিকার তোমার নেই
আমার পিতা-মাতাকে মারার সাহস তুমি পেলে কই?
আমার বন্ধুকে মারার অধিকার তোমার নেই
তোরা সব নির্মম খুনি; তোরা সব হৃদয়হীন!
আমার আছে তোমার মতোই বেঁচে থাকার অধিকার!
আমারও অধিকার আছে, তোমার মতো স্বাধীনতার!

আমি সত্য, সুবিচার চাই
আমি চাই হাসি ভরা মুখ,
নিরাপদ মাতৃভূমি চাই,
আমার একটু শান্তি চাই!
আমার আছে তোমার মতোই বেঁচে থাকার অধিকার!
আমারও অধিকার আছে, তোমার মতো স্বাধীনতার!

[২১/০৪/২০
EB
Next page