Submit your work, meet writers and drop the ads. Become a member
Samar Bhowmick Apr 2020
অণু আমি আজ খুব ক্লান্ত
এক দন্ড বিশ্রাম
তোমার স্নেহময় শরীরের ঘ্রাণ
প্রশান্তির বিশ্বস্ত ঘুম
নিরবতায় তোমার নিঃশ্বাসের শব্দ; আর
জানতে চাই জীবনের পরিধি।

অণু আমি খুবই ক্লান্ত আজ
চৈত্রের কাঠফাঁটা রোদ্দুর
তোমার শান্ত শ্যামল ছায়া
তৃষ্ণার্ত ও পিপাসার্ত হৃদয়
করুনাহীণ মায়ার একফোঁটা জল
তোমার ছায়ায় জড়িয়ে চুলের ঘ্রাণ; আর
চাই গ্রীবায় অজস্র চুম্বন।

অণু আমি সত্যিই খুব ক্লান্ত আজ
বৈশাখ জৈষ্ঠ আষাঢ় পেড়িয়ে
আজ মধ্য বয়স্ক শ্রাবণ
একগুচ্ছ বৃষ্টি ভেজা কদম
অপেক্ষার সীমানায় তোমার সান্নিধ্য
দু প্রহর একান্ত সময়; আর
একমুটো শ্রাবণের বৃষ্টি চাই।
Samar Bhowmick Apr 2020
তির্য্যলতা তোমরা মন দিয়ে শোন
হৃদয়ে স্বাধীণ স্বপ্ন বুনো
যতই জলভূমি হোক চারিধার
পৃথিবীতে বহু প্রাণী আছে
যাদের জীবনে প্রথম সাতাঁর
সত্য পথে জীবনের ভয় নেই
ইচ্ছাকে দৃঢ় রাখো; রাখো অবিচল
মন রাখো সত্যের পথে সদা নির্মল
আধাঁর বাধাঁর পথ পেরুতে হবে
পিছনে ফেলে সভ্যতার জঞ্জাল যতো
কাঁচা সমতল উঁচু নিচু ফেলে যেতে হবে বহুদুর
পৃথিবী সাজাতেই হবে মায়ের মমতার মতো
নিশ্চিত করো নারীর স্বাধীণতা আর সমঅধিকার
মানবতায় গড়ো সমাজ সকল সৃষ্টি বাচাঁবার
আমার দেখানো পথে হেঁটো ছোট বড় একসাথে
সমঅধিকার খুঁজে নিও মায়ের মমতাতে
ধর্ম রেখো লুকিয়ে বুকে পাঁজরের ভিতর
যেন জানতে না পায় নিজেই নিজের গতর
সস্তা দর্শনে করো না ধর্মকে মুল্যহীণ
ধর্মকে গায়ে মাখে মুর্খ অন্তঃসারহীন দ্বীন
প্রশ্ন করার ক্ষমতা দিও যার মন যতো চায়
বাক স্বাধীণতায় বিশ্বাস রেখো অপরাধ নিও না গায়
মনকে রুদ্ধ করো না, রুদ্ধ করো না চিন্তার পথ
ভিন্ন মায়ের ভিন্ন সন্তান হতেই পারে ভিন্ন মত
মতের অমিলে যুদ্ধ করোনা নিজেকে করোনা ক্ষিপ্ত
জ্ঞানের মেলায় নিজেকে মিলিয়ে আত্মা করো তৃপ্ত
আমাদের যুক্তিতে ঈশ্বর নহেন তাঁর নিয়মিত কর্মে
শাস্তি যেন না পায় সে যার বিতর্ক ধর্মে
তোমার বিশ্বাস রেখো ঈশ্বর পারেন সদা সকল কর্ম
তিনিই পারেন শাস্তি দিতে যিনি বিতর্কিত করে ধর্ম
গুরু জনে শ্রদ্ধা রেখো ঈশ্বর জ্ঞান করে
ছোট সখায় ভালোবাসা দিও উদার মন ভরে
সকল জীবে প্রেম রেখো আর গাছপালা মাটি
প্রেম সত্য মানবতায় তোমাদের জীবন করো খাঁটি।।
Samar Bhowmick Apr 2020
মনের ঠিকানা নেই
উদ্দেশ্যহীন গন্তবে নিরন্তর উড়ে চলা
অণু’র দ্বারে কড়া নেড়ে পড়ে শোনাই
খাম খোলা বিবেকের চিঠি
অন্ধ চোখ বন্ধকরা অতীতের
বিশ্বাস ভালোবাসায় নিপূণ গল্প
ধ্যান আর জ্ঞানের আশ্রয়
বেচেঁ থাকা ভালোবাসাময় কাশবন।
সন্দেহ অবিশ্বাসকে সাথে নেইনি কখনও
রাতের আঁধারকেও বাহারী রঙে দেখি
যখন অণু আমার ভাবনায় সত্যের সাজে
জানি দিনের আলোয় রাস্তার পাড়ে বসে
পুরুষ বেশ্যারা লজ্জ্বাহীণ বলবে প্রেম
তাদের ঘৃনার তী্ব্রতায় লজ্জায় মাথা ঢাকবে গর্ভধারিনী।
ভুলের শুরু কোথায় কারো জানা নেই
কখনও না কখনও জ্বলবেই সেই আগুন
কিন্তু মাশুল নয় বলি অর্জন
এমনই জ্বলছি ভাট্টির আগুনে
তবু ফিরতি খাম খুলে দেখি: প্রেম
জানতে চাই অণুর কাছে
বার্তায় কি অর্জন আছে আমাদের।
মেয়াদউর্ত্তীর্ণ সময়ের ভালোবাসায়
অণুর অন্তরের গল্প আমাকে ভালোবাসে
দেখায় হৃদয়ে মানবতার নানা অলি গলি
আলোর আশায় জোনাকীর আশ্রয় চাই
যে যন্ত্রনায় যৌবন পুড়েছে;
পুড়েছে সকাল দুপুর বিকেল
কিছুতেই সেখানে ভালোবাসা ফেরাতে পারি না
উপহার দিয়েছি নিয়ম জড়ানো লাশ।
সুখময় স্মৃতির অতীত নেই
আছে অন্ধ বোবার তীব্র যন্ত্রনা
বার্ধক্যের কাছাকাছি ছিড়ে যাওয়া জীবনের জমিনে
এখন অণুর সুতোয় দু’একটি রঙ্গীন আল্পনা
কল্পনায় ভাসে, সুঁচের আঘাত ছুঁবে না কখনও
শুধু হৃদয়ের ভাজেঁ লুকিয়ে রাখা।
দীর্ঘশ্বাসের ঘরে যায় আসে প্রেম
মনের বারান্দায় দায়িত্বের বেড়াজাল
আনমনা বিশ্বাস অণুকে ভালোবাসে
অবিরাম পাওয়ারী চশমায় খুঁজে তার হাসিমুখ
বুকের জমিনে চাষকরি ভালোবাসা।
হোক ভুলের হোক ঘৃনার হোক কষ্টের হোক বেদনার
নিতান্তই আমার ভালোবাসা
পথের পাড়ের বেশ্যাদের কথায়
আমার কিছু যায় আসে না।
আমি বুকের সিন্ধুকে সাজিয়ে রেখেছি
অণু সুখের চিঠি
সময় মতো তুলে নিও
খামভর্তি ভালোবাসা।
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
21 জুলাই 2020; 15:43

প্রেমের শীতল শিখা হৃদয় স্পর্শ করে
উত্তপ্ত আত্মায় পরিবর্তন করে মানুষের মন,
গ্রীষ্মের বরফের মতো দয়াবান শীতলতায়-
মুছে দেয় জীবনের ত্রুটি ও ক্রোধ।

প্রেমের প্রখরতা দৃষ্টিতে মেলে ধরে সভ্যতার জঞ্জাল
প্রথম শিক্ষকের মতো হৃদয়ে বুনে আলোর বীজ,
ভালোবাসা বেদনাদায়ক হলেও; সাম্যতায়-
আলোকিত করে অন্ধকার জগতের প্রাণ।

প্রেম নিজেকে পরিবর্তন করে আত্মত্যাগী করে তোলে
ধ্বংসের উঠোনে সৃষ্টিকে পৃথক করতে শেখায়,
ভালোবাসা ভুল হলেও অমূলক নয়-
অজানা কারণ শূণ্যতায় ভেসে বেড়ায়।

আমাদের জানা অজানায়-
প্রেম সবচেয়ে বড় ঋণ মানুষের,
প্রেমের চেয়ে মহৎ কিছু নেই অণু-
নেই কিছুই, এত চিরতরে গভীর।।
Samar Bhowmick Apr 2020
অণু; বিশুদ্ধ যন্ত্রণা গুলো আমাকে দাও
আমাকে দাও হৃদয়ের যতো অসহ্য সন্ত্রাস
তোমার কান্নার কারণ আমাতে সমাহিত করো
সমাহিত করো হতাশা সকল, যন্ত্রনার আবাস
আমার চোখে দুঃস্বপ্ন ঢেলে দিয়ে
নিজের আকাঙ্খা গুলো জাগিয়ে নিও
ফেলে আসা কোন স্মৃতিময় অসুখ
যদি বাসা বেঁধে থাকে হৃদয়ের গহিনে
আমার ভালোবাসায় ভাসিয়ে দিও
কোন প্রলোভন নয় অণু; ভালোবাসি
সঙাহীন আপন আলোয় হৃদয়ের টান
অগাধ বিশ্বাস আর সাম্যের দোলায়
দোলাও তোমার শীর্ণ প্রাণ
হোক পরন্ত বিকেলের রোদ
না হয় হোক সন্ধ্যার আঁধার
রাত পোহাবেই, আসবেই আলো
ভয় নেই শংকা নেই প্রাণের মিছিলে।
আমি আশাহীন ভালোবাসি ;অণু
হৃদয়ের টানে ব্যাথিত প্রাণের কাছে আসি
লোভ লালসার পাহাড় পদদলিত করে
তোমার নাম লিখিয়েছি হৃদয়ের গোপন ঘরে
তোমার হাসিতে হাসবেন ঈশ্বর; অপেক্ষায় আমি
বিশ্বাস ভরসায় রাখো হাতে হাত, রাখো দিবাযামী
একদিন শিমুল পলাশ রক্তিম হলে বসন্ত বাতাস
ভালোবাসাও শিখে নিবে এই বৈরি সমাজ
ভুলের মাশুল গোণে কেটেছে যে দিন
সে দিন যাক ভেসে যাক
আমার দ্বিধাহীন সাম্যের হাতে
তোমার এ হাত চিরদিন থাক।।
Samar Bhowmick Apr 2020
অণু!!
তোমার হাস্যজ্জ্বল
মুখ;
আমি ক্ষুধার্ত।
অপেক্ষা করছি
আশা পূর্ণ হবে;
আশায়।
একদম চুপচাপ;
নিরবে
একটি চুমু চাই।
তবু বিভ্রান্ত ভাবনা
কেঁপে উঠে বুক
অচেনা গর্জনে।
আমার সুক্ষ আত্মা
শুনতে চায়
অন্তরে কান পেতে।
বুকের শতত শূণ্যতায়;
তোমার
একটি চুমু
চুমু’র রহস্যময় শব্দ।
Samar Bhowmick Apr 2020
করোনার অসীম অন্ধকারে বিশ্ব
অথচ প্রাণ শিহরিত অণু’র প্রেমের নেশায়
বিরহ বেদনায় যন্ত্রনাময় কারাগারে
হৃদয়ে বরণ করা অণু’র স্নেহময় স্মৃতি
ছোয়াছে করোনার প্রবাহমান বাতাস
শূণ্য পথে প্রান্তরে যন্ত্রনার মিছিল
আদৌও আলো পৌছাবে কি না
অজানা ভবিষ্যতের অজানা সময়
তবু আমি হারিয়ে যাই অণুর গভীরে।

ঘুম থেকে জেগে যখন উন্মোচিত হয়
আরো একটি নতুন ভোর; আনন্দিত হই
কিন্তু প্রভাতী সূর্য্য’কে প্রণাম জানাতে জানাতেই
মৃত্যু আশংকার ভিড়ে ঘুরপাক খাই
যে দিকে তাকাই অন্ধকার আর ঘোর অন্ধকার
সুর্য্যের আলো যেন প্রতারক বিশ্বাস ঘাতক
অথবা নিতান্তই অসহায়
করোনার বিষাক্ত ছোবলের কাছে
তবু নতুন করে শিরোনামহীন পথে
ছুটে চলি অণু-তৃষ্ণায় অনন্ত প্রহর।

যদিও অণু এখন আর অষ্টাদশী নয়
তবু ইচ্ছে করে অণুর প্রাণ তরঙ্গে সাজিয়ে দিই
অসমতল জীবনের সকল সপ্নময় ছন্দ; আর
পাঁজরের ভাঁজে ভাঁজে রেখে দেওয়া সুখে
পাখির পালকের মতো কোমল স্নেহ গুলো
আজ বিভীষিকাময় করোনার তিক্ত অভিজ্ঞতা
অচল নিরুপায় শহরে স্বেচ্চা গৃহবন্দি আমি
দরজার বাহিরে ভয়ঙ্কর মৃত্যু অপেক্ষমান
অথচ মৃত্যু ভাবনা নেই; প্রাণের পুরোটা জুড়েই
অণুর চেতনা তাঁর মানবতার শুদ্ধি অভিজ্ঞান।

অনুশোচনা নেই আমার;
পাহাড়ের মতো জমে থাকা অতীতে
কেননা মন পাড়ায় কোন হিংস্রতা বদান্যতা ছিলোনা
আমার এলোমেলো ইচ্ছো গুলো এই দুর্দিনেও
নতুন সুর তোলে নতুন ভাবে ভাবায়
যদি করুণা হয় করোনা’র
আমি মুছে দিবো সময়ের সকল বর্বরতা
অণু’র স্নেহময় হৃদয়ে গুজেদিবো পুরাতন বিশ্বাসে
নতুন নিঃশ্বাসের বীজ
যেখানে আমাদের অবিনশ্বর প্রেম
প্রকৃত স্বচ্ছ শ্রদ্ধাশীল ভালোবাসা
আর আমাদের পূর্ব জনমের ইতিকথা।
Samar Bhowmick Apr 2020
প্রতিদিন মনের ভিতর
অজস্রবার গড়াগড়ি খাও
আসো যাও
আমার ভালোবাসা
অথচ অণু;
ভালোবাসার সমস্ত কারণ সত্বেও
কখনই এক হতে পারি না
আমাদের দৃষ্টির মেলায়
নন্দিত নন্দন মুহুর্ত গুলো
ভাগ্যে অতি সামান্যই
অনায়াসে হাসতে
ইচ্ছের অর্ধেকও পারিনি
তুমি অনেক দুরে থেকেও
আত্মার একমাত্র বন্ধু
জনমের প্রেম।

26 এপ্রিল 2020;23:32
Samar Bhowmick Apr 2020
অণু; হতাশার কিছু নেই
আমি অগ্রাহ্য করি না কিছুই
মাটিকে অবাক দৃষ্টিতে দেখি
অবিকল আমার মতোই
ব্যথায় প্রসারিত জীবন।

অণু; জীবন অবিকল মিশ্রণ
এখানে আক্রমন আছে
ঘৃণা এবং ক্ষোভ আছে
সন্দেহ প্রেম আছে
স্নেহ ভালোবাসা আছে
যদি তুমি পরিবর্তন চাও
জীবন থেকে বেছে নাও।

অণু; যদি চাও ফূল ফুটোক
যদি চাও সুবাস আসুক
যদি চাও আঁধার পদতলে;
দ্রুত খুঁজে নাও আশা
হৃদয়ের গভীরে বুনো
জীবন; ভালোবাসা।
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
29 জুলাই 2020; 17:57
.
তুমি জানো এবং বিশ্বাস করো
কখনও দোষ খুঁজিনি অণু,
আত্মার পথ আলোকিত করতে-
নির্মল নক্ষত্রের মতো চলে এসো।
.
মনের আকাশে ভাসমান মেঘের মতো
শ্রাবণের বৃষ্টিতে তোমাকে দেখবো,
অবিকৃত জলের আয়নায় তুমি-
একটি রহস্য; একটি চিন্তা।
.
সময়ের সাথে রসিকতা নয়
আকাঙ্ক্ষা দীর্ঘশ্বাসে বন্ধ হতে পারে,
সময় শব্দটিতে ভরসা নেই-
দুষ্ট জগত কখনও তা খুঁজে পায়নি।
.
পঙ্কিল পথে টেনো না আমায়
যদিও তুমি অবিকল স্বপ্নের সমান,
চাইনা কাদায় পা পিচলে গিয়ে-
লাল রক্তজবা পিষ্ট হোক।
.
যদিও কাদা পম্মের জন্ম দেয়
তবু শ্বেতশুভ্র তুষারকণা হও,
কষ্ট নিয়ে আর ভাবনা নেই-
স্মৃতির নজরেই ভালোবাসা।
.
বরং হৃদয়ের ছবি থেকে পাশে এসো
ভালোবাসা জেগে আছে প্রকাশ ছাড়াই,
অজানায় আমার ছুটন্ত প্রেম-
অপরিবর্তনীয় পথে জীবনের গল্প।
Samar Bhowmick Jun 2020
একান্ত আপন নির্জনতায়-
বন্ধ ঘরের বিবস্ত্র অন্ধকারে
দৃষ্টিতে ভালোবাসার তারা উন্মোচন করি
পরিশ্রমী মন চোখ অনুভুতি অনুভবে
আত্মায় অবিরাম ক্রন্দনের কম্পনে
পৌঁছে যাই লাস্যময়ী অণু’র জ্বলজ্বলে আলোয়-
কান্নাকাটিরত হৃদয় আশা’র প্রার্থনা করে
জীবন যেন জীবন শিকারীদের শিকার না হয়।

আমাকে অপেক্ষা করতে শেখায়-
প্রেমের শেষ আনন্দ জানা পর্যন্ত
আমি নতুন রূপে প্রতিজ্ঞা করি প্রতিদিন
ধৈর্য্য এবং পরিশ্রমকে সঙ্গী করি,
বর্ণিল সুখের সোহাগী প্রেমের আশায়-
অণূ’র চোখে ত্যাগী ভালোবাসার অমৃত বার্তা পাঠাতে
পদব্রজে ভ্রমন করে যাই জীবনের চৌচির পথ
যতদিন প্রতিদিন নতুন দূরত্বের ধাঁধাঁ।

এবং অন্তরের কর্কট ব্যাথা ধুপের আগুনে ঢেলে
বাতাসের মতো অবিরাম যাত্রায়-
অন্বেষণ করে যাই নতুন অবস্থান
সন্ধান করে যাই অণু’র নিরাপদ নিঃশ্বাস,
জীবনের দীর্ঘ পথের বাঁকে বাঁকে-
স্বতঃসিদ্ধ ভালোবাসার জোয়ারের টানে
দুঃসাহসিক অপেক্ষায় যাত্রা আমার।

একদিন আকাশ থেকে আনন্দের বৃষ্টি ঝরবে
জ্বলজ্বল করে জ্বলবে নীলাভ তারা,
রাত ফেটে পড়বে কম্পমান প্রাণের খাঁচায়
আনন্দ আরামের অনুভবে-
অট্ট হাসি হাসবে বুকের শীতল পাহাড়,
যতদিন বাঁচিনি আমি-
মৌসুমী হাসির শব্দ গুঞ্জনে; বাসন্তি কর্ণকূহর
যতদিন দেখিনি-
ব্যাথা এবং আনন্দের যুগল জোড়া,
প্রস্তানহীন সময়ের জের।

এবং উজ্জ্বল সৌর আলো দেখে দেখে
অনুভব করবো অণু’র মায়াবতী উষ্ণ বাতাস,
আত্মার দরজা খুলে মন ঘুরে ঘুরে-
দেখবো অণু কোথায় আছে,
কোথায় অবসান তার যাতায়ত
ভয়ের সমস্ত সন্ত্রস্ত চিহ্ন বহুদূরে তাড়িয়ে,
অণ’র মুক্ত স্বাধীণ আত্মায়-
যেতে যেতে ক্রমশ ডুবে যাবো।।
Samar Bhowmick Jun 2020
অণু দম্ভ ভরে তুমি আনন্দ করো
লিখে যাই হৃদয়ের পাতা ভরে
ভালোবাসি তোমায়; ভালোবাসি।

আজকের নতুন প্রভাত স্বপ্ন বিভোর আগামীর
আনন্দ উদয় হওয়া গানের কলি
আত্মাকে জড়িয়ে রেখেছে।

তোমার বুক জড়ানো উড়নার মতো
প্রেম জড়ানো উষ্ণতায় অঙ্কুরিত হয়
উষ্ণ শব্দাবলী- প্রেমের পাঁচালী।

আগাছায় আবৃত উদ্যানের মতো-
আমার অজস্র নিরাপরাধ আবেগের মধ্যে
ভালোবাসি শব্দের সৃষ্টি।

ভালোবাসা হৃদয়ের জ্বলন্ত গোলক
আলোকিত করে উদ্যত প্রেম
অন্তরে উষ্ণ করে তোমার চিহ্ন গুলো।

এবং অন্ধকার সভ্যতায় আগুন দিয়ে
শিখা অনির্বানের মতো জ্বালায় সমাজ,
জ্ঞানের নির্মোহ আলোয়।

প্রেম পৃথিবীর সবচেয়ে শিক্ষনীয় খেলা-
যা আমার ভিতর লুকিয়ে ছিলো.
তোমাকেও ছেড়ে যায়নি।

শৈশবের বন্ধুত্বের মতো
শিশুর হাসির মতো-
আজকের আচরণে প্রদর্শিত শব্দ আমার।

যখন তোমাকে প্রেমিকার চেহারায় দেখি
নতুন করে খননের মতো
নাব্যতা হারানো নদী।

তুমি উল্কা উজ্জ্বল আলোক শিখা
উপস্থিত আলোর একটি বলয়
কিন্তু তারপরেও আত্মাকে বেধে রাখি।

মূর্খ মস্তিস্কের কটুক্তিকরা শব্দের ধাঁধাঁয়
তাঁদের হাস্যকর হাসি
শয়তানের হাততালির মতো বাজে।

কিন্তু অদৃশ্য আত্মা তোমাতেই ফিরে যায়
ধরা বাঁধাহীন অনঢ় বিশ্বাস গরিমায়
দ্রুত উপস্থিত হয় তোমাতেই।

চেতনায় প্রবাহিত তোমার প্রেমের সাঁতার
ভালোবাসতে শেখায় ব্যর্থতাহীন-
বরফের মতো শীতল চিন্তা ধারায়।


যদি কোন দিন কথা নেই জীবনে
যদি আলো নেই সভ্যতার বাগানে
তবু কোন হতাশা নেই প্রাপ্তির।

এবং নির্জন রাত যদিও অন্ধকার
কোন ভয় নেই অনুভবে-
তন্তুর রঙের মতো আমাদের প্রেম একাকার।
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
17 জুলাই 2020; 17:17

এবং কোমল আত্মায় মৃদু অনুভূতিতে
ফুটে উঠে অণু’র মানবীয় অবয়ব্
অনুভবে সেই শুরু; ভালোবাসি-
শব্দের মায়ায় আর কোন শব্দ নেই।

অজস্র নক্ষত্রের মধ্য থেকে
ধরীত্রিতে ফিরে আসা স্বর্গের স্বর্ণালী আভা,
সন্ধ্যার আঁধার হতে রাত ভোর-
সুনিপুণ উজ্জ্বলতায় উত্তপ্ত করে রাখে।

অণু’র প্রেম এতটাই দেবত্ববোধ
অলীক দূরত্বে থেকে ছড়ায়-
এত্ত আলো; এত্ত উষ্ণতা,
এত্ত স্নেহ সুখের প্রস্রবন।

ভাবনার মাঠ সাজিয়ে দিয়ে-
আমায় নিবিড় সীমান্তে নামিয়ে দেয়,
বিশ্বাস ভাবনায় নিজেকে প্রসারিত করি,
অণু গোপনে ঢেলে দেয় তরল রোদ।
Samar Bhowmick Apr 2020
অণু; জীবনের কোন এক যুদ্ধে
যদি এমন হয়
আমাকে তুলে নিলো বিরোধী সৈনিক
টেনে হেচড়ে ছিঁড়ে ফেললো
আমার দু’টো হাত
কেটে ফেললো আমার পা
প্রচন্ড রাগে ক্ষোভে
তুলে নিলো আমার চোখ
আমি যন্ত্রনায় কাতরাচ্ছি
কোন দ্রুতগামী এম্বুলেন্স
আমাকে তুলে নিলো
হসপিটালের বারান্দায়
সংক্ষিপ্ত নিঃশ্বাস
আমার প্রাণ ফিরিয়ে দিলো
আমি দৃষ্টি শূণ্য
আমি গতি শূণ্য
আমি স্পর্শ শূণ্য
বৃথা জীবন বয়ে চলা
যথার্থ বিরক্তিকর
অযথা জীবন্ত
এক নিম্নগামী মানুষ
যদি এমন হই
তখন তুমি তাকাবে?
বলবে আগের মতো?
তোমাকে ভালোবাসি
থাকবে পাশে
এখন যতোটা কাছে আসি ?
Samar Bhowmick Jun 2020
সমর ভৌমিক
22 জুন 2020; 15:45

আমার অবুঝ ভালোবাসা-
তোমার বিশ্বস্ত হাত হতে চায় অণু,
বুকে আগলে রাখার মতো একটি হাত,
এবং ইচ্ছের মতো অমৃত একজন মানুষ-
তোমার চাওয়ার মতোই কোমল একজন প্রহরী,
কষ্ট ভুলে থাকা ত্যাগের মহিমায় মহিমান্বিত-
সগৌরবে ভালোবাসা সবুজ সতেজ লতার মতো,
জড়িয়ে রাখা কল্পনায় তোমার আত্মবিশ্বাসী প্রেম,
মানবীয় উষ্ণতায় অনুভবে অবিকল সারাজীবন-
যে ভাবে নিজেকে কখনও অনুভব করোনি।

তোমাকে ভালোবেসেছে আমার নির্লজ্জ্ব বেহায়া প্রেম
দশ মিলিয়ন স্নায়ুকোষ আত্মা অন্তর হৃদয়ের গ্রন্থি গুলো,
সন্দেহাতীত প্রেম বেপরোয়া সময়ে জন্ম হলেও-
ভালোবাসার কষ্টকর উপায় গুলো কখনও ভাবোনি,
ভাবনা খুঁজে বেড়ায় তোমাকে পাওয়ার উপায়,
খুঁজে বেড়ায় তোমাকে আবিস্কারের সহজ পথ,
অণু; আমার মধ্যেই তুমি অবুঝ আবেগ-
যদিও প্রাণের চাহিদায় বলেছো বহুবার; তুমি-
সেই রহস্যময় শব্দ শুনে কথা দিচ্ছি,
আমাকে তুমি ভাবতে চাও; তুমি আমার।।
Samar Bhowmick Apr 2020
সরল বিবেক বোধের প্রানবন্ত শব্দে
তুমি একজন প্রানবন্ত মানুষ
হৃদয়ে খচিত আমার একমাত্র ভালোবাসা
কিছুতেই কখনও তুমি বোঝা নও
ভালোবাসা আমার দুর্বলতাও নয়
এ এক অন্তস্থ স্নেহের অসীম ব্যথা
যা তুমিও বহন করে চলেছো অনন্তের পথে
যদি আমি নরকে যাই সেখানেও তুমি
সময়কে যেখানেই নামিয়ে দেয়া হোক
সেখানেই অণু আমার সাথী।

তুমি একান্ত ভালোবাসাময় নারী
অনন্ত দুরত্বে থেকেও
তোমাকে দেখি অন্তরের খাঁচায়
অবিরাম ভালোবেসে যাই
মোহে হৃদয় ভাঙে না কখনও
তার মধ্যেই যদিও অসহায়ের মতো
সৌন্দর্য্ দেখার আশা করি
আশা করি প্রাণের সৌন্দর্য্ দেখাবার।

কিন্তু উলঙ্গ সমাজ সভ্যতার দৃষ্টিহীন চোখ
কাছে টানে আমাদের সামান্য ত্রুটি গুলো
তুমিও জানো অণু
কিছু সুক্ষাতিসুক্ষ ত্রুটি থাকে
সকল যুগের সকল মানুষের
বিভৎস সমাজ সভ্যতা ভাবলেও
আমার মন এতটাই শক্ত
স্বচ্ছ মানবিক বিবেক বোধে
দ্যাখো সেদিন দূরে নয় আমাদের
আত্মার সরল সৌন্দর্য্ শক্তির কাছে
হার মানবেই বর্বর সভ্যতা
আর সুক্ষাতিসুক্ষ তুচ্ছ ত্রুটি গুলো।
Samar Bhowmick Jun 2020
সমর ভৌমিক
30 জুন 2020; 02:58

কোন ভয় নেই অণু-
তোমার ঠোঁটের ক্লান্ত বাতাসে,
আমার অনুরোধ যদি পথেই মিলিয়ে যায়,
অপেক্ষার দিনগুলোকে ঘৃণিত করে,
যদি হেরে যায় অনুভবের লড়াইয়ে্,
সুর্যের হলুদ মাখা রঙের নবীন বীজ।
জেনে রেখো, আমার ক্ষুধার বুকেও প্রেম
অহিংস ক্ষুধা ঈশ্বরের দিকে তাকিয়ে-
তোমার সাথে দেখা করার অপেক্ষায়,
পুষ্পস্তবকের স্তরে স্তরে সাজিয়ে রেখেছে
বীজ অংকুরের মায়াময় শব্দ।
যদি চাও প্রবেশ করো অণু-
তুমি সাধারণ মারাত্মক এখনও।
তোমাকে নিয়েই ভাবি অণু
সদা সর্বদা চিন্তা করি-
এমনকি যখন আমি বিভ্রমের দূর্গে,
তখনও কল্পনায় প্রেমময় সম্পর্কে-
তোমাকেই আঁকড়ে ধরে রাখি।
তুমিই গল্পের মধ্যে গল্প-
বাতাসের মধ্যে মিশ্রিত অক্সিজেন,
হৃদয়ের কোনে একমাত্র ট্র্যাজেডি।
তোমার ছায়ায় মায়া জড়িয়ে
নির্ভয়ে আমার ইচ্ছেকে জেনে দ্যাখো,
তোমার তড়িৎ ঈশারায় ফুলের বাগান।
আমার বেদনার পাহাড়ে-
তুমিই আত্মার একমাত্র থিয়েটার।
Samar Bhowmick Jan 2021
সমর ভৌমিক
7 জানুয়ারি 2021;23:46
.
অণু , আমি অসুস্থ মানবতাকে সেবা দিই
ভালোবাসা দেয় আমার আহত হৃদয়
মানবতাকে শ্রদ্ধা করে চুম্বন করি
আলিঙ্গন করি পরম স্নেহে।
.
তাই, এখনও তোমাকেই ভালোবাসি
অথচ নিজেকে ধ্বংসস্তুপে পরিনত করেছি
যদিও আমার জন্য একটি জীবন চেয়েছিলাম
কিন্ত ভাগ্য দূরে সরে গেছে।
.
অবিকল ঈশ্বরের মতো বেঁচে থাকে স্মৃতি
আছে মহা প্রভু'র মতোই অক্ষয় অব্যয়
তখনও ছিলো, এখনও, থাকবেই-
তোমার স্মৃতিই আমার একমাত্র সুখ।
.
সব কিছুই হতাশার ডুবে যাচ্ছে আজকাল
পড়ে আছে জীবনের ধ্বংসাবশেষ
বজ্রাঘাতে বিলুপ্ত জীবের জীবনের মতো
কি আর আশা করতে পারি?
.
কি করে এটাকে জীবন বলি, বলো ?
ঝড়ের তান্ডব শেষে বিধ্বস্ত বিকেলের মতো
জীর্ণ শীর্ষ ধ্বংসাবশেষ নিয়ে
লাইট পোস্টের মতো ঠায় দাঁড়িয়ে আছি।
.
তোমার সাথে ভাগ করতে চেয়েছিলাম
আমার হাসি, অপেক্ষার প্রহর
অথচ মৃত্যুকে একধাপ বিভক্ত করে
দাঁড়িয়ে আছি এখন অতল গহ্বরে।
.
জীবনও ঝড়ের প্রস্তুতি নিচ্ছে-
আত্মার ভিতরে গর্জন আর গর্জন
যদিও বেঁচে থাকার ইচ্ছে নেই--
তবু শান্ত হওয়ার চেষ্টা করছি।
.
কেনইবা বেঁচে থাকতে হবে আমায়?
ধুসর পাথরের মতো একা, শুধু একা
যদিও তুমি আমার অণু,  আছো-
অথচ জীবনে থেকেও নেই।
Samar Bhowmick Apr 2020
অণু আমি দত্তকের কথা বলছি
একটি প্রাণ দত্তক দেওয়ার কথা বলছি
আমার ভিতর থেকে যদি প্রাণ পুরুষ বেড়িয়ে দত্তক যায়
আবার আমি যদি তোমার ভিতর থেকে মানবী আত্মাকে দত্তক নিয়ে আসি
অনু তাহলে কি হয় জানো ?
সে এক অদ্ভুত অনুভূতি
সে এক অদ্ভুত ভালোলাগা ভালোবাসা।

অণু আমি দত্তকের কথা বলছি
আমি তোমার হৃদয় দত্তক নেওয়ার কথা বলছি
আমি আমার হৃদয়টাকে হৃদপিন্ড থেকে বের করে এনে
তোমার হৃদপিন্ডের খোলসের ভিতর দত্তক দিয়েছি
তখন তোমার হৃদপিন্ডটার কি হলো জানো ?
আমি পরম স্নেহে তোমার হৃদয়টাকেও দত্তক নিয়েছি
অণু’র হৃদপিন্ড এখন আমার হদয়ের স্পন্দন গোণে
আর আমি অণু’র হৃদস্পন্দন পাই
সে এক অদ্ভুত অণুভূতি
সে এক অদ্ভুত ভালোলাগা ভালোবাসা।

অণু আমি দত্তকের কথা বলছি
আমার প্রাণবায়ু দত্তক দেওয়ার কথা বলছি
তোমার প্রাণবায়ু দত্তক নেওয়ার কথা বলছি
আমার ফুসফুস থেকে সমগ্র প্রাণবায়ু বের করে এনে
অণু’র ফুসফুসের কাছে দত্তক দিয়েছি
আর আমার নিঃস্ব শূণ্য ফুসফুসে
অণু’র প্রাণবায়ু দত্তক এনে বেঁচে আছি
এখন অণু’র নিঃশ্বাসে আমি
আর আমার নিঃশ্বাসে অণু
প্রাণবায়ু দত্তক নিতে কখনও শুনেছো ?
সে এক অদ্ভুত অণুভূতি
সে এক অদ্ভুত ভালোলাগা ভালোবাসা।

অণু আমি দত্তকের কথা বলছি
ভালোবাসা দত্তক দেওয়ার কথা বলছি
ভালোবাসা দত্তক নেওয়ার কথাও বলছি
আমার হৃদপিন্ডের রক্তের স্রোতের ভিতর
আমার মস্তিস্কের নিউরণের ভিতর ভালোবাসার ঘর ছিলো
সে ঘরের সমস্ত ভালোবাসা আমি
অণু’র হৃদপিন্ডের স্রোতের ভিতর
মস্তিস্কের নিউরণের ভিতর ভালোবাসার ঘর আছে
সেই ঘর শূণ্য করে দত্তক দিয়েছি
আর আমার বুকের লাল খাঁচার ভিতর
মস্তিস্কের নিউরণে ভালোবাসার শূণ্য ঘরে
দত্তক এনেছি অণু’র ভালোবাসা
আমি এখন নিজেকে ভালোবাসতে গিয়ে অণু’কে ভালোবাসি
আর অণু আমাকে
সে এক অদ্ভুত অণুভূতি
সে এখ অদ্ভুত ভালোলাগা ভালোবাসা।

অণু আমি দত্তকের কথা বলছি
আমি অণুভূতি দত্তক দেওয়ার কথা বলছি
অনুভূতি দত্তক নেওয়ার কথাও বলছি
আমরা পরস্পর পরস্পরকে আমাদের প্রেম দত্তক দিয়েছি
আমাদের হাসি-কান্না দত্তক দিয়েছি
আমাদের স্নেহ-মায়া-মমতা দত্তক দিয়েছি
আমরা পরস্পর পরস্পরকে আমাদের আবেগ-বিবেক-দৃষ্টি-স্বপ্ন দত্তক দিয়েছি
আমাদের দৃঢ়তা-চঞ্চলতা-আশা-আকাঙ্খা দত্তক দিয়েছি
আমাদের সত্য-সরলতা-পবিত্রতা দত্তক দিয়েছি
আমরা পরস্পর পরস্পরকে আমাদের বিশ্বাস ও শূণ্যতার ঘর দত্তক দিয়েছি
এখন আমি নিজেকে বিশ্বাস করতে গিয়ে অণু’কে বিশ্বাস করি
আর অণু আমাকে
সে এক অদ্ভুত অণুভুতি
সে এক অদ্ভুত ভালোলাগা ভালোবাসা।

হ্যাঁ অণু আমি দত্তকের কথা বলছি
আমি নিজেকে দত্তক দিলাম তোমার কাছে
আবার তোমাকেই আমিও দত্তক নিয়েছি
আমিই এখন অণু
অণুই এখন আমি
সে এক অদ্ভুত অণুভুতি
সে এক অদ্ভুত ভালোলাগা ভালোবাসা।
Samar Bhowmick Apr 2020
আমার আপন বললো ফোনে
পাশেই করোনা’র বাস
ভাবছি শুনে তখন থেকে
না জানি সর্বনাশ।

বললো খোকা তের’তে আছি
নেই কোন ভয়
আজই গেলো একটি প্রাণ
তাঁদের তলা ছয়।

শুনিয়া মন কাঁদিয়া উঠে
অসহায় আঁধার অতল
শুধু প্রার্থনা করছি সর্বক্ষণ
বাড়াতে নিজ মনোবল।

আমিও একা আটকে আছি
নিজ গৃহে বন্দি
করোনা ভয়ে করছি যুদ্ধ
ভাগ্যের সাথে সন্ধি।

করোনা’র সাথে অসহায় সবাই
যেন পাথরের স্তম্ভ
নেই বাহাদুরি নেই ঝাড়ি-ঝুড়ি
নেই ক্ষমতার দম্ভ।

ভাই ভাতিজা স্ত্রী সন্তান
সবার ওখানেই বাস
করোনা তুই এখানে আয়
ওখানে নয় সর্বনাশ।

দিন রাত প্রভুকে ডাকি
বুকে ওদের কথা
আমার জীবন নিয়ে করোনা
মুক্ত রাখো তথা।

প্রার্থনা মোর সবার জন্য
যে যেখানো আছো
সবার মুক্তি চাইছি আমি
হৃদয় ভরে বাঁচো।

আবার সোনা বলতো দেখি
কেমন আছিস শুনি
পিতার হৃদয় কাঁদছে কেবল
আশায় দিন গণি।
Samar Bhowmick Jan 2021
সমর ভৌমিক
5 জানুয়ারি 2021;17:14
.
অণু, বাতাসেই প্রেম ভেসে বেড়ায়  
যেখানে আত্মা অবাধে বিচরণ করে
আমি আত্মার দাসত্ব করি
শরীর অনুসরণ করে সভ্যতার নিয়ম
হারিয়ে যাওয়ার পর, আক্ষেপ করার মতো
বিরল সম্পর্ক হারাতে চাই না।
.
যদিও আধুনিক সভ্যতায় প্রেমের স্থায়িত্ব কঠিন
প্রতি সেকেন্ডে পাল্লা দিয়ে পরিবর্তিত হয় আবেগ
তবুও ফুলেল এই শিল্পকে রক্ষার জন্য
অন্তরের উদ্যানে জন্মাতে হয় অবিনশ্বর বিশ্বাস।
.
তুমি আমার অন্তরে ভালোবাসা পাঠালে
আমি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ হই
কৃতজ্ঞতা আমাকে স্মরণ করিয়ে দেয়
সতন্র ব্যক্তিত্ব হলেও
একমাত্র প্রেম আমাদের পরিচয়।
.
প্রেমে দাম্ভিকতার কোন স্থান নেই
স্থান নেই প্রতারণার
বরং মূল্যবান স্মৃতি তৈরি করি
সেখানেই পাবো আরাধ্য মিলন।
.
প্রেম জন্মগত, বংশগত সম্পর্ক নয় অণু
রক্তের সম্পর্কও নয়
প্রেম প্রবাহমান জীবনের চাওয়া
প্রকৃতি প্রদত্ত দৈব সম্পর্ক।।
Samar Bhowmick Aug 2020
সমর ভৌমিক
29 আগষ্ট 2020; 00:04
.
আমার শব্দে আবেগের সাঁতার ছিলো-
গোঙানোর স্রোতে কিছু বলতে পারছিলাম না,
নদীর মতো প্রবাহিত অশ্রুর স্রোত-
গলার ভিতর প্রেমের গুমোট চিৎকার3,
কতটুকু স্বপ্ন বাঁচিয়ে রাখে তা দেখতে
কাল রাতে অণু এসেছিলো,
আমার একাকীত্বের দোরগোড়ায়।
.
কাল রাতে অণু রক্তজবা নিয়ে এসেছিলো,
আত্মার সুন্দর এবং মহৎ ভাবনায়-
হৃদয়ের স্বাক্ষর করা প্র্রেমের সর্বশেষ ইচ্ছাপত্রে
আমি তাঁকে ভালোবাসা লিখে দিয়েছিলাম,
কারণ লজ্জিত কন্ঠের দৃঢ় ফিসফিস শব্দে
সারাজীবনের এই দরিদ্র শরীরে-
কাল রাতে স্বপ্নের মতো বেঁচেছিলাম।
.
যেথানে পুরনো স্মৃতি ফেলে রেখেছিলাম
সেই কষ্টের স্মৃতিগুলো মুছতে যেতে
অশ্রুর দৌড় দরজা পেরিয়ে যেতেই
অনুভব করছিলাম; অণু বলছিলো-
সমস্ত নিঃশ্বাস নিয়ে এসেছি;
আমার একাকীত্বের দোড়গোড়ায়
কাল রাতে অণু এসেছিলো।
Samar Bhowmick Apr 2020
জীবনে ভালোবাসা পাইনি কখনও
স্বার্থের স্বাগত আচরণকেই ভালোবাসা ভেবেছি
গোলক ধাধাঁয় হেরেছি বারবার
অথচ প্রাণের সরলতায় ভালোবেসেছি
সমাজ পরিবেশ প্রতিবেশ স্বজন ও সম্পর্ক
কাউকে ভুল বুঝিনি কখনও
এমনকি যাঁরা ভুল বুঝে স্বার্থের জালে
মন রাখে লাভের ভান্ডারে তাদেরও।

এতটুকুও ভালোবাসা পাইনি
আফসোস নেই
কষ্ট হয় ইতর মানুষদের জন্য
কেননা স্বার্থের বাজারে আগামী প্রজন্ম
তারাও জানবে না
খোলসের ভিতরে কতটা নগ্নতা।

আবারও বলছি
আমাকে কেউ কোনদিন ভালোবাসেনি
যে টুকু ভালোবেসে ভালোবাসার দাবীদার
সেটুকু সম্ভবত প্রয়োজন
অথবা অনেকটাই দায়িত্ব বা কর্তব্যে
না হয় লোকলজ্জার ভয়।

আমি সত্যি কথা বলতেই পারি নির্ভয়ে
শর্তহীণ ভালোবাসার দাবীদার নেই
তুমি দুরে আছো অণু
দূর থেকে আমিও তোমার ভালোবাসা অনুভব করি
এখন পর্য্যন্ত সম্ভবত তুমিই একমাত্র এগিয়ে।

আমি তাঁকে প্রণাম করতে চাই
চাই কেউ বলুক নির্দ্বিধায়
বিনা শর্তে আমাকে ভালোবাসে আজও।

আমি জানি
কেউ রক্তের বন্ধনে
কেউ সম্পর্কের বেড়াজালে
কেউ কর্মের উৎকর্ষতায়
কেউ দীর্ঘ সম্পর্কের তলানী ঘেটে
অথবা কেউ করুণা করে
কিংবা আমার ভালোবাসার প্রতিদান
আর তুমি দূরে থেকে হলেও
এখন পর্য্যন্ত তুমিই এগিয়ে আছো অণু
যদিও জীবন সামান্যই আর বাকি।

সমাজবদ্ধ কোন মানুষ
বিনা শর্তে ঈশ্বরকে্ও কোনদিন
ভালোবাসতে দেখিনি
আর আমি তো
ধুর্! ছাই !!
Samar Bhowmick Apr 2020
আজ আর কবিতা নয়
আজ বিষ খাবো; অমৃত ধূতরা
আমি মাতাল হবো
নেশায় বুদ হয়ে অণু’র শব্দ মালায়
অহংকার গোণবো অবেলার।

শরতের কাশঁফুলে জড়িয়ে দেয়া ভালোবাসা
অজানায় উড়তে উড়তে
সাদা মেঘের ভেলায় চড়ে
বুকের নীল আকাশে।

অনন্ত আহল্লাদে আমি নবীন; আর
প্রবীণ প্রতিজ্ঞার বাঁধনে জড়ানো মন
নেশাতুর হয়ে উঠে।

আজ মন ভর্তি নেশা চাই
দশ বিলিয়ণ স্নায়ুকোষের সুখ
জড়াজীর্ণ শরীরে স্নেহের সঞ্চালন
বয়স সংখ্যার স্থিতি; আর
মুঠোভর্তি কামিনির চুম্বন চাই
চাই অণুর হাতের ছোয়া।

আজ আর কবিতা নয়
শুধু পাশে থেকো ধূতরা।।
Samar Bhowmick Apr 2020
নমস্কার; নমস্কার দিয়ে শুরু
কেমন আছেন শব্দে প্রথম শুভেচ্ছা বিনিময়
এর পর থেকে বয়ে চলা সময়; এখন পর্য্যন্ত
এভাবেই একাকার মিলে মিশে আছে
জীবনের আনন্দ বঞ্চনার খবরাখবর
হতে পারে এটাই প্রেম; ভালোবাসাবাসি
জানে শুধু অণু।

অবিরাম বয়ে চলা জীবনের স্রোত
আমরা পাশে আছি পাশাপাশি
পাশে থাকি যন্ত্রনার নদীতে ঝাঁপদেয়া সময়
অথবা আনন্দের তীব্র যন্ত্রনায়
সাধারণ হাসি ঠাট্টায়
কষ্টের কোলাহলে একমুটো আনন্দ বার্তায়
হাসি একসাথে ভালোবাসি একসাথে
সময়ের বংশ পরমপরায়।

সেই নমস্কার; আজো শুরুতেই থাকে
শুরুতেই থাকে অণু’র স্নেহ; আমার ভালোবাসা
যদি কখনও স্রোতের তীব্রতায় অকস্মাৎ ঢল
আমাদের চোখের টলমলে জলে
হাতে হাত রাখি
নির্দ্বিধায় বুকে বুক রেখে বলি
ভালোবাসি; সূর্য্যের তীব্র দহণে
আমরা শীতল জল; শীতল প্রান
আলিঙ্গণ করি জীবনের স্রোত।
Samar Bhowmick Apr 2020
অণু; তুমি নির্বাচিত
আমার অদৃশ্য হৃদয়ে
যদিও তুমি আমার মতোই একা।
তুমি ও তোমার মুখ
তোমার যত্নময় ভালোলাগা
অথবা তোমার শুকনো অশ্রু
তোমার কান থেকে বেড়িয়ে আসা উষ্ণ বাতাস
তোমার জীবন যুদ্ধ
সবকিছু ভালোবাসি
শুধু ভালোবাসি অকারনে।
তোমার সুমধুর কন্ঠস্বর
স্নেহের মায়াময় ঘ্রান
আমার কাছে যাদু।
তুমি তোমার; তবুও
তুমি জাগ্রত।
তাকিয়ে দেখ চারিদিকে
আমি ও আমার অনন্ত ছায়া
যেন সমুদ্রের উপাসনা করছি
তোমার প্রাণ তরঙ্গে
কখনও মৃদু হাওয়া বইছে
দুলছে তোমার চুল
কখনও ঘুর্ণিঝড়।
তারপরও আমি তোমার চোখে
আমার দৃষ্টি রাখি সযতনে
চাই পরিস্কার উচ্চ আকাশ
সীমাহীন দুরত্বে থাকুক তেজস্বী সুর্য
সুর্যের উষ্ণ তর্জনী থাকুক আরো দুরে
হৃদয়ের উষ্ণতায় পরিবর্তিত হোক কক্ষপথ
কেন্দ্রময় সোনালী প্রেমের আভায়
পরিবর্তিত হোক সৌর জগতের দুঃখিত বলয়।
আমি আজো অপেক্ষমান
সাদা ফুলে সাজিয়ে রেখে ডালা
তোমার স্পর্শে পূর্ণ হোক অণু
আমি তুমি আর সুর্যের পৃথিবীতে
প্রাণ ফিরে আসুক একসাথে
নির্বাচিত ও নির্বাসিত জীবনের ।।
Samar Bhowmick Apr 2020
এত নির্লজ্জ কি করে হয় ?
যখন ফাগুন আসে
রক্তাব লাল কৃষ্ণচূড়া পলাশ শিমুল
তোমার সিঁথিতে সিঁদুর কপালে লাল টিপ; আর
কোকিলের কন্ঠে তোমার স্বরলিপি
আমার অস্তির হৃদয় ভালোবাসে তোমার ভালোবাসা।

অণু এমন নির্লজ্জ কেউ হয় ?
যখন তুমি রাগে গোস্বায়, তোমার কান জ্বালাপালা
ফুসফুস হতে গরম বাতাস বহে নাসারন্ধ্রে
ক্ষিপ্ত কন্ঠস্বর দুর্দান্ত চৈত্র রক্তের স্রোতে
তখনও আমি ভালোবাসি তোমার ভালোবাসা।

এমন নির্লজ্জ আর কে হয়?
যখন তুমি অন্ধকারে মিলিয়ে যাও
কেড়ে নিয়ে আমার দৃষ্টি
নতুন আলোকিত সুর্যের অপেক্ষায়
তখনও আমি ভালোবাসি তোমার ভালোবাসা।

অণু এমন নির্লজ্জ আর কে আছে ?
যখন তুমি ঘর্মাক্ত শরীরে
নোনতা ঘ্রাণ বিলিয়ে দাও
বিষন্ন মনে তাচ্ছিল্য ছড়াও
তখনও আমি ভালোবাসি তোমার ভালোবাসা।

এর পরেও বলবে এমন নির্লজ্জ আছে ?
যখন তুমি আমার চৌদ্দ পুরুষের ঠিকানায়
অবলিলায় পৌছে দাও তোমার তেজস্বী বার্তা
যদিও জানি বাঁচার তাগিদ অহরহ
তখনও আমি ভালোবাসি তোমার ভালোবাসা।

অনু এমন নির্লজ্জ আর দেখেছো ?
আমার ব্যর্থতায় যখন মাথায় উঠে শহর
তখনও আমি ডাবের শীতল জল
তোমার ব্যার্থতা পরানে ঢালি শান্তির ছলে
আর ভালোবেসে যাই তোমার ভালোবাসা।

আমিই একমাত্র নির্লজ্জ অণু
ভালোবাসি বলেছি সেই কবে
কোন স্বার্থেই আর ফেরত নেইনি উচ্চারিত শব্দ
কোন পার্থিবতা আমাকে গ্রাস করে না
কোন পার্থিবতা গ্রাস করে না প্রেম
কেননা প্রেম নিছক সম্পর্ক নয় অণু; তাই
ভালোবেসে যাই নিরবে, আজো ভালোবাসি।
Samar Bhowmick Jun 2020
বসন্তের ফুল বৃষ্টির জল ভোরের শিশির-
অনুভবে অনুরোধ করে অণু’কে ভালোবাসতে,
ক্ষুধার্ত হৃদয় আত্মা অন্তর মখমলে মন-
অপেক্ষা করে অণু’র আগমন।
রাতকে তুচ্ছ করে অনূভুতির মিছিল-
আমার খালি হাতে গুজে দেয়,
পান্না রুবির স্বপ্নময় শুভেচ্ছা গুলো।

আত্মা বিদ্রোহী হয়ে উঠে বিবেকের নিরবতায়্
ইচ্ছেমতো অনিচ্ছায় উদ্বেগ বাড়ায়-
সোজা পথ খুঁজে গোপনে্,
ঐশ্বরিক ভালোবাসার পবিত্র পূণ্য পথ।
আমার আকাঙ্খাকে উচ্চাকাঙ্খা করে তোলে,
অণু’র কন্ঠস্বরের স্বর্ণিল মোহময়তা-
সবুজ নীল নতুন বিদ্রোহী চেহারায়।

অণু’র মুখে সুখের বিমূর্ত শব্দটি শুনে
মাতাল শিরাগুলিতে জ্বলে উঠে রক্তাক্ত আগুন,
সংযুক্ত শক্তিশালী আত্মার শুভেচ্ছা ভালোবাসায়
অণু’র নির্দোষ সৌন্দর্যের হীরক হাসিতে-
শীতল প্রেমের ছোঁয়ায় আমার সাদা আকাঙ্খা,
শুদ্ধতায় তোলে নকশীকরা আত্মহারা ঢেউ,
বিড়বিড়িয়ে কথা বলে প্রাণের সাথে মন।

আত্মা মন প্রান অনুভবের মিছিলে-
প্রেমের আশ্চর্য লাল সূর্যের শিখা জ্বালায়,
সেকেন্ডের সহস্র ভাগ আমাকে নিয়ে যায়
অণু’র অন্তরের দুঃথিত শৈবাল সমূদ্রে।
সীমাহীণ ভালোবাসার গহ্ববরে রৌপ্য অনুভূতি
চিন্তনের সাথে সুখ পাখি হয়ে উড়ে-
অন্তরের প্রাচীরে ঘোরাঘুরি করা অব্যক্ত শব্দ
এবং স্নায়ুকোষের জ্বলন্ত আকাঙ্খা গুলো-
জাঁকজমকপূর্ণ নোঙ্গর করে অণু’র শৈবাল সমুদ্রে।।
Samar Bhowmick Apr 2020
বুকের ভিতর সীমাহীণ আকাশ
নিঃশ্বাস সেই আকাশের ঝড়
বর্শা বল্লম বা চাবুকের আঘাত
আমি দৌড়াচ্ছি প্রতিনিয়ত
মনের ভিতর জন্ম নেয় রাগ
আর হৃদয়ের ভিতর অণু।

আমি প্রত্যাখ্যান করি হতাশা
জানি মিথ্যা ভালোবাসা থেকে
সূর্য্য সমাহিত হলে
চতুর্দিকে বিশালাকার মেঘ
পৃথিবীকে অন্ধকার করে দেয়।

ব্যস্ততায় নিক্ষেপ করলাম নিজেকে
চোখে বৃষ্টি
অন্তরে শিলাবৃষ্টি
নিজের অজ্ঞানতাকে জাগ্রত করে
বইছে ঝড়ো হাওয়া
সকল ধ্বংস উপরে ফেলতে
কাদা চাই, চাই নরম পঙ্কিল মাটি।

মানুষ ঘৃণার পৃষ্ঠা না ভুলে
ভুলে যায় ভালোবাসা
ভুলে যায় হারানো ভাই
এভাবেই পথ ভুলে যায়
অকারণে বুদ্ধিমান হয়ে
নিজের কাছে নিজেই
স্বার্থ দাবি করে।
Samar Bhowmick Apr 2020
অণু জানো ?
পুরুষ মানেই নির্যাতিত সময়ের যোগফল
কতটা সংগ্রাম পুরুষ জীবনের স্রোতে
বুঝেছিলে তুমি কখনও ?
পুরুষ কতটা ক্লান্তিতে হাসে; কতটা যন্ত্রনায়
চোখের কোনে স্বপ্ন ভাসে; লবনের স্রোত
অবিরাম মিশে শুষ্ক বাতাসে অচেনা হাসির মিছিলে
জেনেছিলে তুমি কখনও ?
পুরুষের পরম বন্ধু; শ্রেষ্ঠ হওয়ার উদ্দীপনা
পুরুষের পরম সাথী; জয়ী হওয়ার বিশ্বাস
একটি স্বপ্নের অনুপ্রেরণা; সর্বকর্মা ধৈর্য্য
কতটা নির্যাতন সইতে শেখায়
ভেবেছিলে তুমি কখনও ?
সেই নির্যাতিত পুরুষ পৃথিবীর সকল অনুষঙ্গ ছেড়ে
নারীকেই ভালোবাসে; নারীকেই
তোমার মতো নারীর সঙ্গ চায়
চায় নিজের মতো করে কেউ ভালোবাসুক
শুধু একজন হোক আজন্ম আপন প্রেমিক।
অবিকল আমিও ভালোবাসি অণু
ঈশ্বরের নিপুণ কারোকাজ তোমার স্নেহ; ভালোবাসি
সবুজ পাহাড়ের স্বচ্ছ ঝর্ণাধারা
তোমার হাতের আঙ্গুল;
ফাগুনের ফুল
শরতের শিশির;
তোমার কোমল স্পর্শ
দিঘীর জলে হাঁসের সাতাঁর;
তোমার উচ্চারিত শব্দের ঢেউ
আর নিরব যন্ত্রনায় বাঁচি; তবু
চাই তোমার অফুরান স্নেহ
চাই পাশে থাকুক এই মায়াময় মুখ।
সহস্রবার জেনেছে হৃদয়; বহু মতবাদে
নারী মোহময়; তবু ব্যকুল জল ভাসমান চোখ
তোমার সরল সুখ খুঁজে কান্নার মিছিলে
অগণিত দিন রাত্রি একাকী হয়েছে গত
তবু মনে হয় হৃদয়ের গভীরে অচেনা তুমি
তোমার সান্নিধ্যেই বিলিন হবে অন্তরের ক্ষত।
কতজন কতভাবে বুঝিয়েছে,
কতবার গায়ে বুলিয়েছে হাত
প্রত্যাশার ঘরে প্রাপ্তির ভীড়ে;
নারীর শূণ্য অযুহাত।
বুঝিয়াও বুঝেনা বুঝেনাই; এ মন
তোমাকেই ভালোবাসে সকল সর্বনাশে
যন্ত্রনায় মুচকি হাসে;
তোমার উষ্ণতা চায় যখন তখন।
তুমি কি জানতে কভু ? পুরুষ
অজস্র উপায়ে নির্যাতিত বারবার
গোলকের গোলক ধাঁধায়;
তবু ভালোবাসায় থাকে একাকার।।
Samar Bhowmick Apr 2020
অণু; আর কতটা কাছে এলে পূর্ণ হবে সমাপ্ত জীবন?
জীবনের হাসি আনন্দ সুখ একাকার হবে চারিধারে
বর্ণিল ফুলের মতো জমা হওয়া স্মৃতির স্তুপ হতে
বাতাসে ভেসে আসবে তোমার প্রেম পুষ্পের ঘ্রাণ
ভালোবাসার বর্ণমালা স্পষ্ট থেকে স্পষ্টতর হবে
সোনালী হৃদয়ের বর্ণিল আভায়।

আমার চোখে চোখ রেখে স্বাক্ষী হবে ভালোবাসা
হাতে হাত রেখে পূর্ণতা পেলে স্বপ্ন
উড়ে যাবে হৃদয়ের দগ্ধ ছাই
জড়ো হবে অন্ধকারে খসে পড়া আপন শব্দ গুলো।

আকাশ ছুঁয়ে উড়ে বেড়াবে অদ্ভুত ভালোবাসা
আর অনুভূতি অনুভবের দরজায় টোকা দিতেই
জমে উঠবে প্রেম সচ্ছ বরফের মতো
ছন্দ পতনের ছন্নছাড়া জীবন নত হবে
স্বপ্নের ঘোর ভেঙে দৃশ্যমান বাস্তবতা
মধ্যে রাতে জন্ম নেয়া প্রেমের লাভায়।

আমি তুমি পরস্পর হাতে হাত রেখে
অপেক্ষা মাড়িয়ে নতুন সৃষ্টির ভেতর
দেয়ালে ঝোলানো আয়নার সামনে দাঁড়িয়ে
পূর্ণিমার চাঁদের শান্ত রূপালী আলোয়
ভালোবাসার প্রতিবিম্বে দেখে নিবো
আকাঙ্ক্ষিত জীবনের গল্প ।।
Samar Bhowmick Apr 2020
অণু দ্যাখো একদিন ফিরে আসবেই
আমাদের পূর্বনির্ধারিত প্রেম
আমি প্রতীক্ষায় আছি
জন্ম থেকে জন্মান্তর পর্য্ন্ত
একদিন আমাদের সময় পরিপক্ক হলে
আমার কান্না;
আমার অপেক্ষাময় প্রেম
তুমি নিশ্চিত নিশ্চিন্ত নয়নে দ্যাখো;
অনন্ত ভালোবাসা
দিন দিন বড় হচ্ছে আমাদের ভিতর
আজন্ম অপেক্ষা শেষে
মনোরম বৃষ্টিতে আমরাও ভিজবো একসাথে
এমন ভাবনায় আমি; আর
উদারতায় ছুটে যায় প্রাণ; ভাবি
সকল অন্ধকার গহ্বর মিলিয়ে গেলে
আমাদের দেখা হবে কৈলাসে;
জীবনে সুখের কারণ
অবিকল তোমার পারফিউমের মতো হবে
পৃথিবীর গন্ধযুক্ত বায়ু
অবিচ্ছিন্ন ঠোঁটের ভাষায়
বাস্পায়ীত হবে আশার ভিজা জল
তোমার চোখে তারার মেলায়
ফিরে আসবেই
আমাদের পূর্বনির্ধারিত প্রেম
মুছে ফেলো আশার ভিজা জল
অণু তোমাকে সহস্র আদর।
Samar Bhowmick Apr 2020
অণু; আমার মনস্তাত্বিক কাঠামো অস্তিত্ব
তোমার আপন স্নেহে নিমজ্জিত
আমার স্পষ্ট নষ্ট অস্পষ্ট মত
তোমাতেই ভাসমান
তুমিই আমার আত্মা ভেদ করা
নিখুঁত লেজার রশ্মির বজ্র ঝড়
তুমিই বানিয়েছো প্রেমিক
যদিও তুমি ছুঁয়ে দ্যাখোনি
পরমাত্মায় তোমার বজ্রধ্বনি
এবং বাজ
তোমার স্নেহের দমকা ঝাপটা
এবং যত্মশীল চুম্বনের স্বাদ
আমার শ্রেষ্ঠ আনন্দ উপভোগে
আবেগের আর্তনাদ করে
বদলাতে চায় আমার দেহ পৃথিবী
চায় জন্মান্তরে সংস্কার হোক
আমাদের প্রত্যাশিত আনন্দলোক;
কেননা; তুমিই
সেচ্ছাচারীতা পরিস্কার করা
পরাক্রমশালী এক মহৎ মানবী
তুমিই আমার একাকীত্বে
দৃষ্টিসমুদ্রে ঝড়ো বৃষ্টির জলে
অন্তরের অতলে
ডুবে থাকা একটি নাম
তুমিই বৈশাখের প্রথম ঝড়
শরতের প্রথম শিশির
ফাগুনের প্রথম ফুল
প্রভাতের নতুন আলো
আর জন্ম জন্মান্তরে
আমার প্রথম অণু।।
Samar Bhowmick Aug 2020
সমর ভৌমিক
01 সেপ্টেম্বর 2020; 01:03

আমার অণু
গল্পের চেয়েও সুন্দর
পুরস্কারের চেয়েও সমৃদ্ধ
সম্পদের চেয়েও যোগ্য
ভাষার চেয়েও ব্যাপক
সভ্যতার শ্রেষ্ঠ উষ্ণতা।
.
আমার অণু
সময়ের চেয়েও আধুনিক
দিবালোকের চেয়েও উজ্জ্বল
গ্যাসের চেয়েও হালকা
চাঁদের চেয়েও স্নিগ্ধ
সভ্যতার শ্রেষ্ঠ ফাগুন।
.
আমার অণু
মায়ের চেয়ে আপেক্ষিক
মাটির চেয়েও উপকারী
শব্দের চেয়েও মধুর
স্পর্শের চেয়েও প্রবল
সভ্যতার সবচেয়ে রসালো।
.
আমার অণু
অক্সিজেনের চেয়েও গুরুত্বপূর্ণ
বজ্রপাতের চেয়েও তেজস্বী
মনের চেয়েও বর্ণিল
ফুলের চেয়েও কোমল
সভ্যতার শ্রেষ্ঠ সুগন্ধি।
.
আমার অণু
মস্তিস্কের চেয়ে উর্বর
কাদার চেয়েও পঙ্কিল
সাধুর চেয়েও শুদ্ধ
জিহ্বার চেয়েও সুক্ষ
আত্মার সবচেয়ে আপন।
.
আমার অণু
কান্নার চেয়েও ক্ষত
কবরের চেয়েও শান্ত
সাহিত্যের চেয়েও সাবলীল
রত্নের চেয়েও দুর্লভ
সভ্যতার প্রথম প্রেম।
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
10 জুলাই 2020; 02:29

ফুল আমাদের মনকে উচ্ছসিত করে
অথচ ফুলের জীবনেও ক্ষুধা থাকে,
ফুলের জীবনেও তৃষ্ণা থাকে,
ফুল ক্ষুধার্ত হয় তৃষ্ণার্ত হয়-
তবু তৃপ্ত হতে পারে না।

নিজের হাতে তুলে নেই ফুলের পরমায়ু-
যতটুকুতে ইচ্ছেমতো প্রশান্তি,
ইচ্ছেমতো ভালোবাসা-
কিছুক্ষণ আগেও বেঁচে ছিলো যে ফুল,
স্বপ্ন দেখেছিলো সাধারণ মৃত্যুর।

আস্তে আস্তে মখমলে পাপড়ি গুলো
মাতালের মতো বেহুস, ঢলে পড়ে-
যেন বার্ধক্যের জলশূণ্যতা,
আমরা দীর্ঘশ্বাস অনুভব করি না,
ফুলের ব্যথা অনুভব করি না।

সামান্য সময় পেরোলেই ভালোবাসা উধাও
কুষ্ঠ রুগীর মতো অবহেলায় পড়ে থাকে,
ফুলের লাশ, যেখানে সেখানে-
অথচ যখন দৃষ্টিতে অপহরণ করেছি,
আদর ঘ্রাণ কোমলতা, সব-
অণু’কেও বলেছি, ফুলের মতো তোমাকেও।
Samar Bhowmick May 2020
তোমার সম্পর্কে লিখে যাই অণু
এবং তোমাতেই সম্ভবনা
আনন্দ ব্যথা তোমাতেই সংযুক্ত
শরীরে সাতাঁর কাটা প্রেমের নীল রস
আত্মায় ডুবিয়ে দেয়া বসন্ত বাতাস
মনের বাগিচায় ফুল কলির মিছিলে
বার বার অবিরাম তুমি।

আমি কে ছিলাম
কখন কেমন ছিলাম
কেমন আছি জানি না
যখন তুমি-
আমার ইচ্ছের ঘরে আসো
তখন আমি আর আমি থাকি না।

অণু’তেই জীবনের পৃষ্ঠা গুলো ভরাট করেছি
ক্ষতি দুঃখ কষ্ট সহোদর করে
অতীতের ছেড়া পৃষ্ঠা গুলো
যা আঁকড়ে ছিলো
জীবনের পরতে পরতে
নিজেই খরার বাতাসে উড়িয়ে দিলাম।

দিন শুধু কঠিন হতে চলেছে-
অসম্ভব হতে চলেছে
তবু অজস্র বার তোমাকে বলেছি
অজস্র কবিতায় লিখেছি
নিজের অজান্তে ছেড়ে দেওয়া
তোমার শব্দ স্নেহ মায়া; আর
তুমি আমার প্রজাপতি।

তোমার ধারনাই ঠিক-
অণু’কে ছাড়া নিজেকেও বিশ্বাস করি না
তোমাতে অনেক কিছু আছে
যদি পা রাখো আমার শব্দের বাহিরে
তবুও কিন্তু-
তুমিই শান্তি সান্ত্বনা বিষন্নতা সব।

আমি লজ্জিত হই আমার সীমাবদ্ধতায়
অপরাধবোধ আঠাঁর মতো লেগে থাকে আত্মায়
তবু শিশুর মতো মনে রাখি তোমায়
অণুসরণ করি পূর্ণিমার চাঁদের মতো
তুমিই সুবাস ছড়ানো কামিনি; এবং
আনন্দের চেয়েও প্রিয় সঙ্গী।
Samar Bhowmick Apr 2020
অণু; পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ মন এক আত্মায়
অত্যন্ত জটিল বিভেদপূর্ণ শরীর আমার
তাঁর মধ্যে আমার আমি কে?
নিজেকে চিনতে পারিনি আজও
অথচ স্নেহ শ্রদ্ধাময় আবেগপূ্র্ণ মন
বিকশিত করতে পারিনি মানবতায়
নিথর আমিকে কতবার স্পর্শ করেছি
দেখিনি আত্মার গভীরে আনন্দের ধ্বনি
আমার আমিকে খুঁজতে গিয়ে;
নিজেই ব্যাধিগ্রস্ত অসহায় আজ
যেন শরীটাকে বহন করে চলেছি মাত্র
অধিকারের কোন লেশ নেই
আত্মার রহস্যময় শব্দ তরঙ্গ গুলো
বারবার স্তব্ধ করে আমায়
আমি বাকরুদ্ধ হই
জন্মের অজস্র প্রতিশ্রুতি ছিলো আমার
শ্রুতি মধুর অহংকারের কাছে বিলুপ্ত প্রায়
ইচ্ছা কথা প্রতিশ্রুতি কিছুই রাখতে পারিনি
লজ্জার আবরনে ঢেকেছি অবয়ব
তাহলে কি জন্ম হয়েছিলো অক্ষম সময়ে
মানবতার স্বর্ণালী রেখা টানার আগেই
কালবৈশাখি ঝড়ে আগাম বর্ষার ঘোলাজল
অস্পষ্ট করে দিলো বর্ণিল প্রাণ?
কতবার চেষ্টা করেছি নিজেকে চেনার
কত যুক্তি উপ-যুক্তি ঘেটে ঘেটে
কেটেছে সময়ের শাখা প্রশাখা
কিন্তু আমার আমি কে?
খুঁজে পেলাম না স্বার্থগত বৈরনিগ্রহ মনে
বারবার মনের গভীরে গিয়ে দেখলাম
সেখানে কোন আলোক বর্ণ নেই
আমি দিপ্তিহীন প্রভাশূণ্য এক প্রেতাত্মা।
Samar Bhowmick Apr 2020
অণু
ভালোবাসা ঐশ্বরিক শক্তি
এ এক অদৃশ্য আলোক বিচ্ছুরণ
হৃদয়ে এক অমৃত তরঙ্গ ধারা
অসীম আকাশে নব বিচ্ছুরিত তারকা
আমার শব্দে
আমার ভাবনায়
আমার চিন্তা চেতনায়
আমার স্বপ্নে ও কল্পনায়
আমি চাইলেই লুকাতে পারি না
এ যেন এক বজ্র বিদ্যুৎ
অথবা
কোমল রশ্মিতে দ্রবিভূত
এক মায়ার পাহাড়।
অথচ
আমার সূর্য সমেত সহস্র সমস্যা  
মে্ঘাচ্ছন্ন অন্ধকার পৃথিবী
বন্যার ঘৃণীত জলের মতো
ঢালে ঢলে যাচ্ছে জীবন।
সত্যিকার প্রেম
ব্যথার বিষে নিয়ৎ গোসল
তবু বলি
আমি এখনও উষ্ণ আছি
ব্যাথা
উল্লাস
আনন্দ
আবেগ ও উষ্ণতায়।
তাই
গান গাইতে গাইতে
ঈশ্বরকে বলি
আমি তোমাকে ভালোবাসী।
Samar Bhowmick Jun 2020
রক্তস্রেতে লুকানো বজ্রপাত
জ্বলজ্বলে প্রাণে জীবনের অনুভব
অন্তরের অন্তস্থলে উঁকি দেয়া
চাটুকার অনুভুতি।

আনন্দে ভিজে যাওয়া
সমস্যা গলে যাওয়া আত্মার
অনন্য কৌতুহলী আলোক রশ্মি
মখমলে মেজাজ।

জীবনের ব্যাথা এবং আনন্দে
শুকিয়ে যাওয়া অশ্রু জলে
মুগ্ধকর অমৃত হাসি
ব্যাথা ধোয়া রোদ।

আত্মায় পরিস্কার আকাশ
দেবদূতের সৌন্দর্যে কামনা
চোখে পুষ্পধারী রংধনু
অদেখা অচিন স্বপ্ন।

এক অবিনশ্বর সংগীত
মিষ্টিময়তায় আত্মার গান
যে স্বরলিপি অন্তরে বাজে
অবিরাম অফুরান।

মধুময় ঐশ্বরীক তরঙ্গ
হৃদয়ের উষ্ণ চঞ্চল ঢেউ
যাকে প্রেম বলি অণু
তোমার আমার।
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
11 জুলাই 2020; 02:46

তোমাকে ভালোবাসি অণু
হৃদয় শিক্ষা দিয়েছে অনুমতি ছাড়াই,
অসীম কল্পনায় ভঙ্গুর আকৃতি-
আত্মার পাশে স্বপনের চাবি।

সময়ে হতে পারে সবকিছু পরিমাপ
অদৃশ্য বাস্তবতা বা সামান্য কারণ,
তবু স্বপনে তোমার সাথে দেখা করেছি,
কারণ প্রাণটা সেখানেই ছিলো।

ফিরে যেতে চেয়েছিলাম ছেলেবেলায়,
ততক্ষণে জীবন জাহাজ প্রেম সমুদ্রে ধ্বংস হয়ে গেছে-
অতীত অতীত বলে আটকে ছিলাম আমি,
সাদা পোষাকে একটি গোলাপের জন্য।

বদলে গিয়েছে আমার সকল ঋতু
এবং কেবল বসন্তের অপেক্ষায়-
চাঁদ হয়ে রাত ভোরে এনে দিবে,
স্যুটকেস ভর্তি বিষাক্ত চুম্বন।

জানি, কোন স্মৃতি ব্যর্থতার নয়-
আমার বসবাস নতুন স্মৃতির খোঁজে,
এবং অণুময় মহাসাগর অতিক্রম করা-
নিশ্চই বাকী রয়েছে শুরুর জন্য জীবন।

আমার কিছু নেই,
এবং সব আছে-
যদি সাথে তোমার মায়া,
সবুজ পত্র-পল্লবে বৃষ্টির নাচ।

ভালোবাসার সময় কতটা আছে জানা নেই-
হতে পারে তাড়াতাড়ি চলে যাচ্ছি সর্বদার বিরুদ্ধে,
আমাদের ছাড়া নেই সভ্যতার সংখ্যা,
সংখ্যা থাকতে থাকতেই প্রেম।

প্রতি রাতে কল্পনায় মুখোমুখি হই
শীত শীত ভাবে উষ্ণ নিঃশ্বাস প্রতিরোধের,
এবং আমাকে অন্ধকারে নিয়ে যায়-
একটি চুক্তির শপথ হোক।

চাই, এক আকাশের জন্য এক সাথে আঁকি
অজানা আয়ুর রেখা-
যদি শ্বাস নিতে ভুলে যাই কখনও,
জানবো তুমি সন্দেহ মুছে দিবে জগতের।

ওইদিন থেকে সভ্যতা ভয় পাবে
সুর্যাস্তের অপেক্ষা নয় আর-
কবির কলমে লিখবে আনন্দ,
সুতরাং জেনে যাবে প্রেম সর্বশেষ।
Samar Bhowmick Aug 2020
সমর ভৌমিক
20 আগষ্ট 2020; 01:00
.
সময় কিভাবে মরে যায় জানতে চাইনা
ছায়াময় ভোরবেলা গলে যাবে, যাক
আমার সূর্য্ সব এনে দেবে অণু,
তোমার মায়াবী অবয়ব থেকে।
.
আমার সপ্নময় সকল ভালোবাসায় তুমি
কেবল তোমার হাসিতে তার বর্ণনা চাই,
কত শব্দ পিছনে রয়ে গেছে, থাক-
আগামী কাল কেমন কেউ জানিনা।
.
আত্মা চায় তোমাকে নিয়ে গল্প তৈরী করি
তোমার হাতের স্পর্শ শব্দ আর অনুভবে,
রোদের আলোকসজ্জায় নেচে উঠুক অন্তর
ফুল গুলো গান করুক ভুলের বুকে।
.
অণু এসো স্বপ্নের ঘরে বাস করি
সভ্যতার অদেখা গহীন সবুজ অরণ্যে,
বাতাসের ভুলে যাওয়া পথ পুনরুদ্ধার করে
ভালোবাসি অসীম দিগন্ত প্রেমের আকাশ।
Samar Bhowmick Aug 2020
সমর ভৌমিক
07 আগষ্ট 2020; 00:28

অণু’ই একমাত্র খুব মিষ্টি জীবনের জন্মধাত্রী
শীতল জলে আমার চঞ্চলতা শান্ত করতে-
স্নিগ্ধ সকাল সিঁদুরে বিকেলে আবেগের পর্যবেক্ষণ,
ভালোবাসার সহস্র রঙে রাঙা রামধনু।

তাঁর সহাস্য খুশিতে জড়ানো প্রেম
ভাগ্য এবং প্রকৃতির খাঁচায় বন্দির জন্য,
লক্ষ জোনাকী গলা টিপে হত্যা করি-
পৃথিবীর ছোট অন্ধকারে দীর্ঘ চুমুর আশায়।

অশ্রুগুলি সর্বশেষ শক্তি দিয়ে অন্তরে ঘুরে বেড়ায়
বাতাসের দ্বারা প্রবাহিত হয় আমার দীর্ঘশ্বাসে,
আকুল হয়ে আত্মায় ভ্রমন করে আহত সময়-
অসময়ের উপত্যকাগুলি অতিক্রমে চায় নিরব কবজ।

অণু নিষ্কলুষ মনের শাশ্বত রোদ, অনাদি, অনন্ত
জীবনের জীবন্ত জাদু আমার প্রার্থনা-
ফ্যাকাশে কোঁকড়ানো অস্তিত্বে পুনরুদ্ধারকৃত জীবন,
চোখের শেখানো জ্বলজ্বলে প্রেমের জ্যোতি।
Samar Bhowmick Jun 2020
সমর ভৌমিক
26 জুন 2020; 00:34

অণু কান্নার ছোয়াছে ছোঁয়াগুলো সরিয়ে আত্মা প্রলুব্ধ করুক
হৃদয়ের আগুনে পা রেখে স্নেহের সুনীল গ্রহন করো নির্দ্বিধায়,
প্রেমের গর্জনে আগুন জ্বলে উঠুক মনের সুশীতল সমুদ্রে
তোমাকে ছাড়া নাহোক আমার অবুঝ চুমু; নাহোক ভালোবাসা।

আমার অন্তরাত্মাকে ভালোবাসার প্রেমে ফেলেছো
হৃদয় স্পন্দিত করে উত্তাল সমুদ্রে,
তুমি অর্ন্তবাসের মতো জড়িয়ে থেকে
হাতে নিয়েছো আমার অসমাপ্ত গন্ত্যব্যের টিকিট।

হাসিতে পরীর শুভ্রতা দেখে অবাক হওয়ার মুহুর্তেও-
ভালোবাসা মেশানো প্রেমের সুক্ষম পরিমাপ পাই,
এবং আমাকে অতি আড়ম্বরপূর্ণ উত্তেজনায় ভাসায়
ভঙ্গুর হৃদয় তোমার ইশারায় তেজদীপ্ত হয়ে উঠে।

আকাশ পাতাল আর পৃথিবীর সকল ফুলের অন্তরালে
পরীক্ষার প্রশ্নপত্রের উত্তরের মতো ভালোবাসি
চঞ্চলতার প্রার্থনা করা ঈশ্বর জানেন, তুমি-
হৃদপিন্ডের কম্পন রক্তের উষ্ণতা হাসিমুখের প্রশ্ন।

একহয়ে আছে্ ঈশ্বরের প্রার্থনা প্রেম তোমার ভালোবাসা
মখমলে মিষ্টি মধুর হৃদয়ের বিছানায় শুয়ে আছে
আগুনের তেজস্বী পোষাকে আমার প্রেমের ঝড়
মনের বাগিচায় ঘাসের কচিপাতায় অজস্র শ্রাবণ।

দিঘির জলে রোদের ঝিলিকে যে অন্তহীন হাসি
তুমি নিমিশেই ঢেলে দিতে পারো বহুগুন ঠোঁটের ভাঁজে,
তোমার ফিসফিস শব্দ গহিনে ঝরায় শান্তির জলপ্রপাত
স্নাযু কোষের পাতায় পাতায় স্বপ্নের মধ্যে স্বপ্ন বুণে।

বুকের খাঁচার নীচে মনকে জড়িয়ে রেখেছো অণু
রোমঞ্চ গড়া দিগন্তের মতো বর্ণিল সুতোয়,
শুধু কপালের ভাঁজে তুমি অদৃশ্য অক্ষরে লিখে দাও
প্রাণের অধিকারে তোমার প্রেমের স্পন্দন।
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
20 জুলাই 2020; 14:03
.
সভ্যতায় দরিদ্রতম ভুল-
ভালোবাসি শব্দে ফুল ও তেতুঁল,
তেতুঁলেই স্নেহ; তেতুঁলেই প্রেম-
তেতুঁলেই বিরহব্যাথা; প্রকাশিত ফূল,
ইন্দ্রিয়ের জ্ঞাতসারে ব্যার্থ প্রলাপ।
.
জল উঠা জ্বিহ্বায়-
স্বাদের বাহিরে স্বাদ নেয়,
দেখিনিতো আনন্দ অগ্রাহ্য করে-
তাচ্ছিল্যের তুচ্ছতায় লভিয়েছে প্রেম,
মৃত ফুলের সৌন্দর্য্যে।
.
বিরহ কবিতা পড়ি-
হতবাক হই কবিদের লিপ্সার দৌড়াত্মে,
ষোড়শীর শরীরকে কতভাবে সাজিয়ে,
রেখেছিলো ফুলদানীর পাটাতনে-
উপরে সাজানো ফুল, প্রেম।
.
এত সহজ নয়-
ষোড়শীর প্রেমে বিরহ নেই,
কবির কবিতায় ষোড়শীর বিরহ,
সে এক ভোগ বিলাসী তেতুঁল-
অন্ধকারে আত্মহত্যা করা কোন জুঁই।
.
অণু তোমার মানবীয় গুণ
আজন্মের প্রেম; সগর্ব ভালোবাসা-
আমার মোহ নেই; ব্যার্থতাও নেই,
তোমার সৌন্দর্য্যের বাহার; প্রকৃতির-
চরাচরে চাই মানবীয় স্নেহ।
.
ভোগ কিংবা উপভোগে প্রেম নেই,
সে স্বপ্নের দানব আমি নই-
চাই অণু হবে জগতের,
সমৃদ্ধ স্নেহে যার সকল সন্তান;
শ্রদ্ধায় শেখাও ইন্দ্রিয়ের স্থিতি।
.
অবিনশ্বর আত্মায় তোমার বসবাস চাই
নশ্বর শরীরে সঙ্গমহীনতায়-
আমার কোন বিরহ নেই,
অণু তেতুঁল নয়; ফুল-
আমার; সকলের।
Samar Bhowmick Jun 2020
সমর ভৌমিক
24 জুন 2020; 01:41

নরকে যেতে পারি অণু-
ভালোবাসা অবুঝ হলেও আমি সেই ছেলে।
ভালোবাসার দিব্যি নিয়ে প্রার্থনা রেখেছি ঠিক-
নিশ্চই প্রভু আমার নেতৃত্ব দিবেন।
তোমাতেই কাটবে জীবনের দিন
প্রলোভনের অধিকার মুক্ত হয়ে-
তুমি সমতায় ক্ষমা করবে আমায়।

আমার কন্ঠস্বরে তোমার সুর মিলাও
ভালোবাসি হৃদয়াবৃত শব্দ উদ্দেশ্যমূলক নয়,
আমি অনায়াসে পছন্দ করি; তোমার প্রতিটি মূহুর্ত-
দ্যাখো আমার হৃদয়ের খাদে যে সংগীত আছে,
স্বাক্ষ্য দিবে তোমায় ভালোবাসার।

তোমাকে বলেছি বার বার বহুবার-
ভালোবাসার আগুনে যন্ত্রণার তরল ঢেলে পরীক্ষা করো,
দ্যাখো অন্তরের বার্তায় শুধু তোমার শূণ্যতা-
তোমার স্নেহময় প্রেমের আশির্বাদ।

অণু তুমি কি শুনতে পাচ্ছ??
জীবনের দর কষাকষির অধিকার রাখিনি আমি
শুধু আমার বাঁচা তোমার হাতে দিয়ে-
আমার আত্মাকে সুস্থ করে দিতে,
আমার হাতে দাও প্রশান্তির হাত।

তোমার পায়ের কাছে জীবন প্রদীপ গভীর দহনে
তুমি দয়া বিতরণ করে সাথে থাকো অণু,
নিঃশ্বাস আমাকে তাড়িয়ে বেড়ায়-
তোমার প্রেমের সক্ষমতায়।

শুধু ধুয়ে ফেলা বহু কারণের মতো ধুয়ে যাক অনুতাপ
মনে হোক সরে গেছে আমার সকল পাপ,
যদিও থাকার কারণ আমি জানি না-
তবু দয়া করে বলো তুমি আছো।
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
30 জুলাই 2020; 21:54
.
অণু তুমি দ্রুততার সাথে
সমস্ত করুন রঙ ভেঙে দাও,
উর্বর যত অতীত-আর্ত কথা-
মিলিয়ে দাও ধুসর ধুলায়।
.
না বলবে না অণু
এলোভেরার সতেজতা জানাও-
সবুজ সমতল পাহাড় এবং সমুদ্রে,
আমাকে অবমুক্ত করো।
.
এবং লাল সুর্যাস্তে চাই স্নান
কোন লালসার কথা জানিনা-
আমাকে বসন্ত এনে দাও,
নিরাপদ খাঁচায় নিরব নির্জনে।
.
চুপ করে চুপ থাকা শিখে
প্রেমের পথে সুর্যোদয় দ্যাখো,
ইতিমধ্যেই শুকনো সবুজের গায়ে-
ভালোবাসার উল্কি আঁকা।
.
আমাকে বন্দি করো না
বিবর্ণ বিভৎস বিরহে,
বৃত্ত থেকে বেড়িয়ে এসে-
আমাকে বসন্ত এনে দাও।
Samar Bhowmick Apr 2020
বসন্ত আসে; বসন্ত এলেই
পৃথিবীসমগ্র বিষন্নতা
গ্রাস করে হৃদয়
ফাগুনের প্রথম প্রহর
দোকানে দোকানে অপেক্ষমান
রঙিন ফুল সহস্র ফুলের স্তুপ
আমার দেখা ফুলের লাশ।
বসন্ত আসে
মাঘ পেরুতে না পেরুতেই
স্নেহময় বনানীর সবুজ পাতায়
ঝিরঝিরে বসন্ত বাতাস
নতুন নাতিশিতল ভোর
ঘাসের বুকে অজস্র শিশির কণা
অপেক্ষমান মন স্থবির পা
চোখে নোনা জলে বিবর্ণ সময়।
বসন্ত আসে; বসন্ত এলেই
আমার দীর্ঘশ্বাস বেড়ে উঠে
তামাক গন্ধ ছড়ায় বাতাসে
জনাকীর্ণ কারাগার
হৃদয় পুড়ানো তীব্র গন্ধ
স্নায়ুকোষে আফিমের বিষ
অপেক্ষমান আমাদের প্রেম;
বুকের খাঁচা খুলে দেখায়
কৃষ্ণচূড়া পলাশ লাল রক্তের ছাপ।
তবুও বসন্ত আসে; বসন্ত এলেই
কোকিলের কন্ঠে অণূ’র সুর বাজে
প্রজাপতির ডানায় মেহেদিরঙা হাত
ছুঁয়ে দেয় শূণ্যতা
বরেন্দ্র হৃদয়ে শুকনো পাতার মরমর শব্দ
ভাঙ্গে স্বপ্নের পাহাড়
চারুকলা টিএসসি রমনা কিংবা সংসদ চত্বরে
জুটি বদ্ধ রমনীরা লালপাড় শাড়িতে
একত্রিত হয়; স্বাগত জানায়
দখিনা বাতাসে আনন্দ কোলাহল
গ্রাস করে শূণ্য সাহারা
নিয়তি পদপিষ্ট হয়ে আহত সময়ে
এ্যম্বোলেন্সের সাইরেন বাজে অণু’র ক্রন্দন
মুমুর্ষ হৃদয় রোগ
টিক টিক শব্দে জানান দেয়
ঘড়ির কাটা বসন্ত ও জীবন।
Samar Bhowmick May 2020
যে আগুন গোপনীয়তা শুষে নেয়-
আমাকে রাজা করে তোমাকে সেরা
এমন একটি উদযাপন চাই,
কুয়াশা ঘেরা বসন্ত প্রভাতে।

জোনাকীর আলোতে লুকিয়ে দেখা
সবুজ বাগিচায় উদাস মায়া-
নিউরনের সমস্ত গহ্বরকে হিংস্র করে,
গুনতে না পারা ধৈর্যের এককে।

উড়ন্ত প্রজাপতি জলের ছিটা খুঁজে
বাহিরের বৃষ্টিতে ভিজে উদাসী মন-
ক্ষুধায় আচ্ছন্ন শিরা উপশিরা; সহস্র বছর
তোমার ছোঁয়ায় চায় প্রত্যাশিত বসন্ত।

তোমাকে লক্ষ লক্ষ সংখ্যায় ভালোবাসতে
বসন্ত রাত এবং তুমি বাতাসি পোশাকে-
কৌতূহলী হলে আমাকে জিজ্ঞাসা কর অণু,
জীবনে এমন একটি বসন্তের রাত চাই।
Samar Bhowmick Jun 2020
তোমাকে অভিনন্দন অণু
স্বাগত জানাই-
হ্যাঁ এখানেই বসো-
এই নরম কেদারায়,
এটাই আমার অন্তরের নিরাপদ ঘর,
এখানেই বসবাস প্রশ্রয় দেয়া মনের আত্মা হৃদয়-
আর; আয়না থেকে থসে পড়া তোমার ছবি
স্নেহ মায়ায় জড়ানো প্রেম।

হ্যাঁ।বারো জোড়া হাঁড়ের খাঁচার ভিতর
ওটাই আত্মার নিরাপদ আলমারী-
ঐ যে- একটাই চাবি,
শুধু তোমার-
খোল, তোমার ইচ্ছে মতো খোল-
তাক থেকে প্রেমের চিঠিগুলি নামাও,
একটা একটা করে দ্যাখো-
দ্যাখো-তোমাকে হৃদয় দিয়ে চিনি
প্রাণের শ্বাশ্বত প্রেমের জন্য-
অনুভব অনুভুতির দীর্ঘ জীবনের জন্য,
যদি তুমি উপেক্ষাও করো আমায়-
সমস্ত জীবন তবু তোমার জন্য।

আমি সেই অপরিচিত ব্যক্তি
যিনি তোমাকে ভালোবাসে-
যিনি মানবীয় মায়াময়তাকে ভালোবাসে
তোমার চঞ্চলতা ব্যর্থতা; কিংবা
হিংস্রতা ঘৃণা নিন্দাগুলোকেও ভালোবেসে
নিজের কাছে রাখে হৃদয়,
পছন্দ অপছন্দের ধার দেনায়-
শব্দ স্নেহ দৃষ্টি স্পর্শের সাথে,
তোমার ফেলে দেওয়া নিঃশ্বাসের ঘ্রাণ।

অণু তুমি এ দিকে তাকাও-
এই যে এইখানে দ্যাখো-
তকতকে মেরুন লাল অভাবী হৃদয়,
প্রত্যেক বার এখানেই তোমাকে স্বাগত জানায়।
দ্যাখো, আর ওপাশটায়-
নিকোটিনের ধোঁয়ার ঝড়ে বিবর্ণ ফুসফুস,
বিষ শুষে নেয় অজস্র ভালোবাসায়-
কর্মঝড়ে নানান তান্ডবের মাঝে,
আহারে নিদ্রায়-
আনন্দ আহ্ণাদে সহস্র চিন্তায়-
আমার নিজস্ব দরজায় তোমাকে স্বাগত জানাতে,
গালে হাত রেখে বসে থাকে সময়।।
Samar Bhowmick Apr 2020
অণু; তুমি আমাকে ভালোবাসো
প্রজন্ম তির্য্যলতা আমাকে ভালোবাসে
পরিবার ও সমাজ আমাকে ভালোবাসে
তোমাদের ভালোবাসা স্বপ্ন ভালোবাসি
আমার সেইসব শ্রেষ্ঠ অপরাধের দায়ভার
আর তোমাদের ছত্রছায়ার প্রচ্ছন্ন সমর্থন
নির্দ্বিধায় করি শত অপরাধ; প্রশ্নহীন
সভ্য সমাজে প্রাচুর্য্যের ভালোবাসা শিখে
সততার বিষর্জন; স্বপ্ন দেখি দুর্নীতির
ভালোবাসা ভালোবেসে স্বপ্ন গুহায় বিসর্জন
নৈতিকতার সকল বংশধর
রাষ্ট্র নীতিহীন ব্যভিচারী নির্দিষ্ট করে
ঘৃণায় মুখ ফিরিয়ে নিই;
কিন্তু রক্তের স্রোতে প্রবাহমান আদি ভালোবাসা
নৈতিকতা অস্বীকার করে বারবার; অন্যদিকে
প্রেমের প্রাপ্তি সুখের ঘৃণ্য অত্যাচার
আমি নিমিষেই বেপরোয়া মানুষ
তোমাদের নগ্ন সমর্থনে নগ্ন পুরুষ এখন
নগ্ন পৃথিবীতে অসীম চাওয়া পাওয়ার হিসেব
অথচ ধণী জ্ঞানী ভিক্ষুক নগ্নতেই ফেরা
এ যেন সভ্যতার এক অসভ্য প্রহর
প্রশ্নহীন সমর্থনে অর্ন্তদগ্ধ মন
মদের গেলাস গিলে নিকোটিনের ধোঁয়ায়;
উড়ে বাল্যশিক্ষার সকল নীতিকথা
দীর্ঘশ্বাসের অন্তঃগামী স্রোতে ভাসে
কখনও হয়তো মানুষ ছিলাম;
শূণ্য ছিলো হৃদয়
এখন বেপরোয়া বলিষ্ঠ পুরুষ
সমসাময়ীক সম্ভ্রান্ত সমাজপতি
ভালোবাসার অসামান্য তাগিদে
হাঁটছি নগ্ন পদে জিঘাংসু নগ্নতায়
ঈশ্বরের একটি হাসির জন্য;
অথচ
প্রজন্মের প্রতি আমি নির্দেশনা শূণ্য
দিকশূণ্য বায়ুমন্ডলের ক্ষ্যাপা ঝড়
বেপরোয়া বিজয়ী পুরুষ।।
Next page