Submit your work, meet writers and drop the ads. Become a member
Samar Bhowmick Jan 2021
সমর ভৌমিক
13 জানুয়ারি 2021;03:02
.
হৃদয় থেকেই জন্ম হয়েছিল প্রেম
কল্পনার মায়া
কিছুই মরে যায়নি এখনও
এই আমার ভালোবাসার আনন্দ
জানি, বুঝতে পেরেছি, এখনও অণু আছে।
.
তবুও দুঃখে আত্মা কেঁদে উঠে
যখন অণু'র নিরবতা কঠোর হয়
শব্দ শূণ্য নিষ্ঠুর নিরব নিঃশব্দ থাকি
যদি অনুমতি পাই-
জিজ্ঞেস করবো কেন আমি স্বর্গে নেই ?
.
অণু আকাশের উজ্জ্বল তারা
আমার অপেক্ষা
অপেক্ষার যাদু
মুহুর্তে মুহুর্তে দেখার ইচ্ছা
মুহূর্তেই আত্মার চুম্বন।
.
প্রাণ খুঁজে পাওয়ার তৃপ্তিতে
আঁকড়ে ধরি অণু'র ভালোবাসা
এবং তার চোখে দেখা
সমুদ্রের মতো প্রশস্ত পথ
যে পথে ভ্রমণ করে আমার প্রেম।
.
অণুও ভালোবাসার জন্য কাঁদে
তা জেনেও ব্যথা অনুভব করি
চিন্তায় দুঃখ পায় হৃদয়
যখন অণু'কে অনেক দূরে মনে হয়
অবলীলায় কেঁদে উঠে প্রাণ।
Samar Bhowmick Apr 2020
কখনও হতাশ হইও না অণু
যদি বাতাসে আমার কান্না ভাসে
তখন অনুমান করে ভেবে নিও
হিংসে বিদ্বেষ গুলো চিৎকার করছে।

তোমার সান্নিধ্য পাবার আশায়
কান্নার ঝড়ে গহিনে ডুবে যাচ্ছে
আমার আত্মার সমস্ত ক্রোধ
এবং বিরহ ব্যথার আগুন।

তোমাকে আরো বেশি ভালোবাসতে
কান্না হৃদয়কে উৎসাহিত করে
নিয়ে যায় স্বপ্নময় পথে অনেক দূর
যেখানে ভালোবাসার নতুন উপায়।

অণু; কান্নার শব্দ বিরূপ শুনালেও
আত্মায় আনে নতুন জোয়ার
অন্তরে খোলে দেয় প্রেমের স্বর্গদ্বার
আর সর্বদা উপহার দেয়
তোমার অপার স্নেহের প্রাঞ্জল প্রেম।

আমি নিশিদিন সে পথেই হাঁটি
অন্তরের অবিরাম ইচ্ছের মতো
আত্মায় উড়াই তোমার ভালোবাসা
আর অণুসরণ করি তোমাকে।
Samar Bhowmick Apr 2020
অণু; আমি না হয় আর কাঁদবো না
না হয় নিজেকে ভিজাবো না শ্রাবণের জলে
সারাটা জীবন না হয় এভাবেই কাটাবো সৌর অনলে
তাহলে কি থেমে যাবে বৃষ্টি ?

বরং তুই নিশ্চুপে এসে শ্রাবণের কবিতা শোণ
শোণ বিদগ্ধ আত্মার করুণ সুর
কতটুকু সয়ে কতটুকু জ্যান্ত আমি
পারিসতো ছুঁয়ে দিস আমায় শান্তির বারতায়।

অণু; তোর ছোঁয়ায় মেঘেরা ভেসে যাবে
আলোতে মিশে যাবে শতত আধাঁর
আষাঢ়ের মেঘে ঢাকা জন্মান্ধ চোথে
রোদ্দর নেমে এসে হেসে হেসে দিয়ে যাবে
চুম্বনের মালা; শাশ্বত প্রেম।

আয়; আমি না হয় একটানা বলে যাবো শ্রাবণের কবিতা
যদি পারিস জাগিয়ে দিস; এই নিষ্প্রাণ প্রাণ
ফুলের সুবাস নিশ্চই তুইও ভালোবাসিস
প্রজাপতির মতো; অবিরাম।

অণু; তুই এলেই কলুষমুক্ত প্রাণ
তোর সান্নিধ্যেই কবিতার বিজয়
তোর স্পর্শেই জাগ্রত ধরণী
জাগ্রত হৃদয় আত্মা ও প্রেম
তোর স্পর্শেই শান্ত হোক অন্তর্বৃষ্টির মাঠ।
Samar Bhowmick Apr 2020
পৃথিবীতে ছড়াই দৃষ্টি হোক রোদ বৃষ্টি তুমি নেই
আনন্দ আয়োজন বিরহ কষ্টে আছো তুমি সেই
অদেখা অণুভব অন্তরে দখল করেছো সব
কাজ কর্ম সেবা ধর্ম কিংবা বাকিসব
অণু সে-ই কি তুমি
বলি অন্তর্যামী?

আনমনে হাত বাড়ায় ছোঁয়া তাড়া’য় তুমি নেই
ঘুমুতে চাই বিছানায় যাই চোখ বুজলেই সেই
ভাবি আনমনে দখল কেমনে করেছো সব
ভাবনা নিদ্রা কিংবা সকল কলবর
অণু সে-ই কি তুমি
সয়ং অন্তর্যামী?

অবনতশিরে প্রার্থনায় যাই ঈশ্বর ভাবনা চাই ঈশ্বরে চোখ বুজি
ঈশ্বরে ডাকি যেন বিশাল ফাঁকি আনমনে তোমাকে খুঁজি
মনে মনে ভাবি কখন কেমনে দখল করেছো সব
ঈশ্বর প্রার্থনা কিংবা প্রার্থনার স্তব
অণু সে-ই কি তুমি
যিনি অন্তর্যামী?

ফাগুনের ফুলে উঠছে দোলে সকল নবীণ প্রবীণ শাখা
বসন্ত সুখে বিরহ দুঃখে তোমার ছবিই আাঁকা
কষ্ট সুখে প্রার্থনা প্রেম সব তোমাতে বন্দি
তুমিও ঈশ্বরে করেছো ভীষণ ফন্দি
অণু সে-ই কি তুমি
অন্তর্যামী?
Samar Bhowmick Apr 2020
অণু’র সামান্য অবহেলা
জীবান্তক কষ্ট দেয় আমায়
বিরহ জাগে প্রাণে
যেন আমি অন্ধকার গ্রহে
অথবা হঠাৎ
কেউ নিভিয়ে দিলো তাবৎ দুনিয়া
মহাকাশের কৃষ্ণ গহ্বর গ্রাস করলো
আমার স্বপ্নময় পৃথিবী; আর
অন্তিম যাত্রার মতো আমি নিঃস্ব একা
পথ হারা বেদুঈনের মতো
ঠিকানা বিহীন হাঁটছি আর হাঁটছি
পথের বাঁকে বাঁকে; অনন্তপথ
অণু’র সামান্য অবহেলায়
শিমুল তুলোর মতো উড়ে
দুঃখের তপ্ত দীর্ঘশ্বাস
ফুলের বাগান গুলো
ভূতুরে চিতা
জ্বলে অদৃশ্য আগুন অগ্নিগর্ভা হৃদয়ে
চোখের কার্নিশ বেয়ে নোনা লাভার স্রোত
ভাসিয়ে নেয় মায়াময় সবুজ;
কুয়াশার গাঢ় আস্তরণে ঢাকে
আমাদের বর্নিল বসন্ত গুলো
অণু’র সামান্য অবহেলায়
দীর্ঘশ্বাসের পাখায় করে
ঈশ্বরের কাছে ছুটে যায় হৃদয়
অবুঝ শিশুর মতো হাজারো প্রশ্ন
প্রশ্ন গুলো আমাকে নিয়ে যায়
ভুলে যাওয়া সময়
আর নির্বাচিত ত্রুটির বাগানে
ঈশ্বর মনে করিযে দেয়
অভিযোগ ভালোবাসা নয়
অভিযোগে ভালোবাসা নেই
দোষ নির্বাচনে ভালোবাসা থাকেনা
জ্ঞান ফিরে অভিযোগের সৎকারে
তোমার কাছে ফিরি নির্দ্বিধায়
ভালোবাসি অণু তোমায় ভালোবাসি
তবু তোমার সামান্য অবহেলা
আমাকে তাড়িত করে নষ্টের বাগানে।
Samar Bhowmick Apr 2020
অণু; তোমার শব্দ শোনলেই
প্রাণে সুগন্ধি ফুল ফোটে
হৃদয় বহমান রাখে সেই সুগন্ধি
শক্তিশালী করে আমার অপেক্ষার প্রহর
অজানা হতাশা থেকে মুক্তি দেয় অনবরত
আমার ইচ্ছার বার্ধক্য ছেটে তরুণ করে তোলে
আমাকে রুপান্তরিত করে বারবার।
সত্যি বলছি; অণু
এটা অলৌকিক ঘটনা নয়
তোমার শব্দ আমাকে দেয়
বারোটি মাসের একটি বসন্ত
বসন্তেই শরৎ বসন্তেই শীত বসন্তেই বর্ষা বসন্তেই ষড়
আর আমি অনুভব করি তোমায়।
আমার ক্লান্ত শরীর যখন ছুঁয়ে যায়
তোমার লতানো পঞ্চ পল্লব
আমি দুরন্ত হয়ে উঠি সকাল সন্ধ্যায়।
তোমার কাছে অলৌকিক মনে হলেও
তোমাকে বলি ;অণু
তোমার শব্দ স্পর্শে
আমার অন্তর জুড়ে সার্বভৌম শান্তির রাজত্ব
তোমার সেকেন্ডের একটি ছোঁয়ার জন্য
তোমার একটি শব্দের জন্য
আমি পৃথিবীর পাদদেশে অবিচল দাঁড়িয়ে।
Samar Bhowmick Apr 2020
অণু; তুমিই আমার সবকিছু
এবং সব
আমি প্রেমে পড়েছি
শান্ত বাতাসের মতো
অন্তরের কষ্ট গুলো ঝাড়ুদিয়ে
ফুঁপিয়ে কাঁদছি
তোমার জন্য
অসহায়ের মতো কাঁপছে হৃদয়
মনের পাতায় তোমার নাম
বাতাসে তোমার গন্ধ
এর ঘ্রাণ
তুমি আশায় ছড়িয়ে দিয়েছো
কাছে থাকা
কাছে চাই
পাশে চাই আমার পাশে
আমার শুকনো মুখে
তোমার ধনুক ঠোঁটের ছোঁয়া চাই
চাই আমার কান্নার জলে
ধুয়ে ফেলো অভিমান।
Samar Bhowmick Apr 2020
অণু অহরহ ভালোবাসি তোমায়
ভালোবাসা মানুষকে প্রতিগ্রহ করে
তুমি ঐ শূণ্যের দিকে তাকাও
দ্যাখো স্বচ্ছ আকাশের নীল
দ্যাখো নক্ষত্রের মেলায়
একটি উজ্জলতম নক্ষত্র;
তুমি সেই ।

অণু আরো দুরত্বে দ্যাখো
শুধু নীলের মেলা
সে আমার অশ্রু
এক অফুরান সমুদ্র
আমাকে আবেগ বিলিয়ে দেয়;
হৃদয়ের তরঙ্গে।

আমার স্বপ্ন গুলো দ্যাখো
আমরা আমাদের
যেখানে তোমার অর্ন্তরভূক্ত হৃদয়
একজন নারীকে ভালোবাসে
আর সেই নারীর অনন্ত উপহার;
আমার অমৃত প্রেম।
Samar Bhowmick Apr 2020
আমি আঁধারের বুকে কেবল আঁধার'ই দেখি
তবু জোনাকির আলোয় খোঁজি অণু'র ভালোবাসা
নিস্তব্ধ নিরব অভিমানে সময়ের পাহাড়
সবুজ পাতা আর ফুল থেকেও ঝরছে আঁধার
চোখের কর্ণিয়ায় সর্ষের ফুল দোলে
আজকাল স্বপ্ন গুলো অণু'কে ঠিক ছুঁই না
নিকট অতীতের মতো বর্ণ বৈভবে
পরশু দেখেছি অণু'র ধুসর বাক্সে
আমার মধুময় স্মৃতি;
এখন ধুসর পৃথিবী আমার
ক'দিন আগেও পানপাতা বটপাতা রক্তজবা
আর আমার বর্ণিল আকাশ ছিলো
চাঁদের আলোতে ছিলো নক্ষত্রের মেলা
অবেলায় অগণতি জয়ের স্রোতে মহা-প্লাবনে
আমার ব্রহ্মাণ্ডে এখন পূর্ণ গ্রাস গ্রহন
শান্তনার আঁচলে বাঁধা স্বপনের পুঁটুলি
আমার গর্বের সঞ্চয় প্রেম-প্রীতি-ভালোবাসা
নীলাভ শিখায় দীর্ঘশ্বাসের আগুনে
অণু জেনে ও জানে না আগুনের রঙ কি
জানে না রাত জাগা চোখের রঙ; স্বপ্ন কথন
জানেনা হৃদয়ের উত্তাপে সেদ্ধ মন
জানেনা নির্জন নিস্তব্ধ পৃথিবীতে জেগে থাকা
ভালোবাসার নকশীকাথায় ফুল তুলতে জানেনা
এখন আর;
সময়ের সদাচারে নিমগ্ন জয় সমাচার
আমাকে অহরহ বুঝিয়ে দিবানিশি
জন্মান্তরের গল্প বলে কবিতায়
আমি এখন সবুজ পাতা আর ফুলের বর্ণ বুঝি না
ধুসর পেরিয়ে গেছে আঁধারের দিকে
তবু শন শন দখিনা হাওয়ায় অণুর ঘ্রাণ খুঁজি
প্রশান্তি খুঁজি কষ্টের শেষ সীমানায়
আর অণুকে খুঁজি জোনাকির আলোয়
আঁধারে ঢাকা রহস্যের অন্তরালে
যদিও জেনে গেছি
ইচ্ছে পূরনের প্রতিশ্রুতি ঈশ্বরের নয়
তবু প্রাচীন বিশ্বাসে অমানিশা কাটার প্রত্যাশায়
আজো আঁধারে স্বপ্ন দেখি
কল্পনায় তারা দেখি
মন নিরুদ্দেশ হয় অণু'র অরণ্যে।

২৬•০৪•২০১৯;০১:৪৬, ঢাকা, বাংলাদেশ।
••••••••♡♡♡••••••••
Samar Bhowmick Apr 2020
অর্ন্তদৃষ্টিতে তোমাকে দেখি
তোমার জন্য কবিতাও লিখি অণু
যখন তোমার কন্ঠস্বর ভেসে আসে; কানে
তুমিও আসো; প্রাণে
আদর ছোঁয়া হৃদয়ের চোখ
ভালোবাসার জন্য পাগল হয়
খুঁটে খুঁটে ছুঁতে চায় ফুসকুড়ি তিল
হাতের আঙ্গুল শরীরের খুঁটিনাটি
আর লক্ষী পায়ে; ঠোঁট
হৃদয়ের আঙ্গিনায় আহ্লাদ; হঠাৎ
জড়ো করে সর্বনাশ; চুম্বনের স্তুপ
হাসিমুখ হারিয়ে যায় সুখের গভীরে
ঠোঁটের আলপনায়; আচমকা
চোখ খোলতেই দেখি
গরমিলে এলোমেলো সব
তুমি নেই
পাশে নেই;
কিচ্ছু নেই।
অবুঝের মতো চোখ; বন্ধ করতেই
তুমি; তোমার হাত
আমাকে ছুঁতে চায়; ছুঁ’য়
আমি হাত ধরে হাঁটি
শূণ্য আকাশ
তুমি আর আমি
জনশূণ্য প্রান্থর
মনের সুখে পাশে থাকা
বেলা অবেলায়; একান্ত আপন
তোমার শরীরের ঘ্রাণ
চতুর্দিকের জঞ্জাল হট্টগোল ছাড়িয়ে
আমাকে নিয়ে যায স্বপ্নের দেশে
খোঁপায় গুজে গোলাপ বাগান
হাতের মুঠোয় গন্ধ বকুল
তোমার কাঁধে হাত রেখে
জীবনের সিঁড়িপথ
সফল প্রেমিক;
অখচ চোখ খুলতেই
পিষে খায় যন্ত্রনার যাতাকল
আমার রাতদিন
তুমি নেই
পাশে নেই;
কিচ্ছু নেই।।
Samar Bhowmick Apr 2020
আমি কোন সভ্যতার জানি না অণু
যদিও আমি সর্বশেষ সভ্যতার বংশোদ্ভূত
তবু আমি মানবিক সভ্যতা চাই
যে সভ্যতা সন্তানকে বিভক্ত করে
নারী আার পুরুষে;
এতটা দৃষ্টতা অসহ্য আমার।
সে সভ্যতা মায়ে’র স্নেহকে বিভক্ত করে
নারী আর পুরুষে;
এতটা নির্লিপ্ততা অসহ্য আমার।
যে সভ্যতা পৃথিবীর জমিনকে বিভক্ত করে
নারী আর পুরুষে;
এতটা বুদ্ধিদীপ্ত সন্ত্রাস অসহ্য আমার।
যে সভ্যতা কর্মকে বিভক্ত করে
নারী আর পুরুষে;
এতটা স্বার্থপরতা অসহ্য আমার।
যে সভ্যতায় অধিকার বিভক্ত হয়
নারী আর পুরুষে;
এতটা বেহায়াপনা অসহ্য আমার।
যে সভ্যতায় ভালোবাসা দালিলিক
যে সভ্যতায় দলিল অধিকার দেয় সঙ্গমের
যে সভ্যতায় সমঅধিকার নেই নারী আর পুরুষে
সেই যন্ত্রনাময় সভ্যতা অসহ্য আমার।
আমি কোন সভ্যতার জানি না অণু
যদিও আমি সর্বশেষ সভ্যতার বংশোদ্ভূত
তবু যে সভ্যতায় নারী প্রহরীর পাহারায়
পুরুষ মানেই বন্য;
সেই জঘন্যতম যন্ত্রণা অসহ্য আমার
আমি সেই সভ্যতা চাই না।।
Samar Bhowmick Apr 2020
অণু, মনে পড়ে তোমার ??
কোন এক ফাগুনে লাল পলাশের নীচে
ঘাসের গালিচায় সহস্র পলাশের বিছানায় বসে
সেদিন আমাদের মধুমাখা শান্ত বিকেল
বাদামের সাথে আঙ্গুল খেলা করে কাটিয়ে দিয়েছিলো
ঠোঁট জ্বিহ্বা মুখগহ্বর পেট আর বাদাম
এক হয়ে আমাদের সাথে খেলতে পেরেছিল
এই আনন্দ গুলোকে সাজিয়ে রেখেছি; এখন পযর্ন্ত ।

অণু, মনে পড়ে তোমার ??
হাত ধরে হাঁটতে হাঁটতে
অজস্র ঝুঁটি এদিক সেদিক হাঁটছিলো; আর
যাঁরা আড়চোখে তাকিয়ে ছিলো
কিংবা চুপিচুপি তর্জনী তুলে দেখিয়েছিলো
সেই আড়চোখে মিটিমিটি দেখা
ফিসফিস করে বলা; আর
চুপিসারে নির্দেশিত সেই তর্জনীকেও
আমি সাজিয়ে রেখেছি; এখন পযর্ন্ত ।

অণু, মনে পড়ে তোমার ??
পরিচিত অনুভবে
প্রথম প্রণয়ের স্মিত হাস্যরস
প্রকাশ্য সাধারণের অনুভব থেকে
তোমার সেই ভয় পাওয়া অনুভূতি
দুঃশ্চিন্তা আর উৎকণ্ঠার বসত;কিংবা
আত্মসম্মান আহত হওয়ার শংকা গুলোকেও
আমি সাজিয়ে রেখেছি; এখন পযর্ন্ত ।

অণু, মনে পড়ে তোমার ??
তুমি মন খারাপ করে সন্ধ্যা থেকে রাত
পরদিন দুপুর গড়িয়ে গেলেও
বিকেল পযর্ন্ত না খেয়ে থেকেছিলে
সমুহ লজ্জাকাঙ্খায় নতশিরে কাটিয়েছিলে বেলা
সেই না খেয়ে থাকা বিপদ ভাবনা গুলোকেও
সাজিয়ে রেখেছি; এখন পযর্ন্ত।

অণু, মনে পড়ে তোমার ??
তোমার নিশ্বাসে ঝড়ো বাতাসের ঝড়ে
বাদামের লালচে পাতলা আবরন গুলো
যেভাবে পেরেছে তারাহুরো করে পালিয়ে গিয়েছিলো
আর তোমার কোমল আঙ্গুলের খেলায়
বাদামের প্রাচীর ভাঙ্গার পটাশ পটাশ শব্দ
এক অদ্ভুত রোমাঞ্চকর উন্মাদনা দিয়েছিলো আমায়
আমি সেই বাদামের প্রাচীর ভাঙ্গার শব্দ গুলো
প্রাচীর ভেঙ্গে পালিয়ে যাওয়া লালচে আবরন গুলোকেও
সাজিয়ে রেখেছি; এখন পযর্ন্ত।

অণু, মনে পড়ে তোমার ??
সেই সব স্মৃতির সাথে একাকার মিশে থাকা
আমাদের আত্মজ প্রেম
সহস্র চুমুতে ভেজা তোমার হাত
কাঁধ গ্রীবা কিংবা হাতের আঙুল
সেই স্পর্ধা প্রদর্শিত লুকানো তর্জনী
আর তোমার আতংকিত সময়টুকু
দিন রাত ঘুরে ঘুরে আমার অব্যক্ত হৃদয়ে
যতটুকু মধু সঞ্চয় করেছিলো
সেটুকু সাজিয়ে রেখেছি; এখন পযর্ন্ত।

২৮•০৪•২০১৯;২৩:২০, ঢাকা, বাংলাদেশ।
Samar Bhowmick Aug 2020
সমর ভৌমিক
14 আগষ্ট 2020; 02:21

আমাকে রহস্যের সাথে বেঁধে রাখো অণু, স্বর্গেও অবিকল চাই
যখন আমরা অনন্ত অর্জন করে স্বর্গে উড়ে যাবো-
তখনও বাসনা ভরে আত্মায় বহন করে প্রেমেই বিশ্বাস রেখো,
তালা বদ্ধ করে রেখো হৃদয়ে যেমন খুশি সঙ্গীতের মতো।
.
যত দ্রুততায় পারো দীর্ঘশ্বাসের বায়ু উড়িয়ে দিও-
সুতোয় বাঁধা জীবন কখন ছিঁড়ে যাবে কেউ জানে না,
বরং প্রেমের সাথে বেঁচে থেকো সময়ের শেষ গুণন,
এবং দুঃখ বাকি রেখো মায়াবী যৌবনে তোমার।
.
সমান্তরাল জীবনের পথে সময়ের সকল অনুভবে তুমি-
গত হলে সময় সবকিছু অতীত হবে আকার হবে নিরাকার,
যদি আকাঙ্ক্ষায় পরিদর্শন করো প্রেম জীবনযাপনের পথ
ভয়াবহ অনুতপ্তমনে সময়ের কাছে সময় চাইবে থামিবার।
.
প্রেম ছাড়া জীবনের কোন গন্তব্য নেই, নেই ধোঁয়াহীন সময়ের সঙ্গীত-
সভ্যতার বলিদানে নিজেকে হারিয়ে বেঁচে থাকে জীবন্ত পুতুল,
তুমি পুতুলের ভিতর আত্মা পুনরুদ্ধার করে ফিরে এসো অণু-
দ্যাখো অযত্ন অবহেলায় নিঃশ্বাসের বাতাসও দ্রুত পালিয়ে যায়।
.
সভ্যতার ঝাঁকুনিতে তাড়া খেয়ে কেবল মিথ্যা কল্পনার দিকে হেঁটে চলা
যেন উদাসীন অর্থহীণ বেগহীন চাপ মুক্ত জীবনে নিয়মের পরিক্রমা,
শুকনো পাতার মতো জীবন নোনা জলে স্নান করে গুনছে সময়-
উড়িয়ে জীবনের দিন পশ্চিমাকাশে নিয়তি রেখে পালায় জীবন।
.
এরচে অণু; চলো শাপলার মতো জলে ভেসে নতুন ফুল ফোটাই,
কখনো না কখনও পরিস্কার আকাশে জ্বলন্ত রোদের স্বচ্চ রশ্মিতে-
হৃদয় আলোকিত হবে জনতার, ক্ষয়িষ্ণু সভ্যতা পথ ছেড়ে যাবে,
আমাদের প্রেম হবে জীবনের জয়গানে আকাঙ্ক্ষার কৌশল।
Samar Bhowmick Apr 2020
আগষ্ট এলেই আমার কবিতাগুলো বিবর্ণ হয়
বকুলের মতো ঝড়ে পড়ে ছন্দ গুলো
ঝুরঝুর করে ঝড়ে যায় ছন্দের শব্দগুলো
অণুকেও আর অণু বলে ডাকতে ইচ্ছে করে না
ছেঁড়াখোঁড়া হৃদয়ে জানালাদিয়ে স্রোতের মতো বেড়হয় দীর্ঘস্বাস
আদ্যন্ত হাহাকারে ভরে উঠে মন।

আগষ্ট এলেই আমার কবিতাগুলো বিবর্ণ হয়
বুকের ভিতরে চিনচিনে ব্যাথা নিয়ে
বারবার হেঁটে যাই বত্রিশ নম্বর
দেখি পিতার রক্তাক্ত স্মৃতি
রাসেলের বাচাঁর করুণ আর্তনাদ
চোখের সামনেই চুষে খায় আবাল বাতাস।

আগষ্ট এলেই আমার কবিতাগুলো বিবর্ণ হয়
বর্ষার আকাশ মেঘাচ্ছন্ন জনতার হৃদয়
ভুতুরে শ্মশান
পিতাহীন ছাপ্পান্ন হাজার বর্গমাইল।
আগষ্ট এলেই আমার স্বাধীণ রক্তাক্ত পতাকা কাঁদে
অশ্রুতে দ্রব হয় বাংলাদেশ।
Samar Bhowmick Apr 2020
অণু; হৃদয় পোড়ায়
যে অনুভুতি
সেটা নিশ্চই প্রেম; বা আগুন
তুমি উত্তরটি এড়িয়ে বললে
রহস্যজনক প্রশ্ন
আমাদের ভালোবাসা দ্যাখো
জ্বলন্ত ভাট্টির উপর
মিশ্রিত দু’টি দেহ; অনন্ত স্বাদ
এবং আদ্যন্ত সুগন্ধি
অসহ্য উত্তাপে
আত্মার কানায় কানায়
যদিও সত্য
আমাদের লোভী দু’টি মন
আলাদা পৃথিবীর
একত্রিত করেছি; আমার
তোমার অর্ধ আকাশ
পূর্ণ বিবেক
শ্রদ্ধা-স্নেহ-বিশ্বাস; আর
কালের গহ্ববরে লুকানো
অজানা আলো অন্ধকার।।
Samar Bhowmick Jun 2020
সমর ভৌমিক
12 জুন 2020; 23:20

ব্যাথার গহ্বর থেকে হাসি তৈরী করে
অজান্তেই আড়াল করি শোকের শব
হাসির মুখোশের নীচে-
চেনা অবয়বে অচেনা আমি।

সবকিছুর জন্য সৎ হতে না পেরে
পরাজিত আত্মায় অশান্তিকে শান্ত করি
দুঃখ ঢেকে মিথ্যার আবরনে-
নিজের সাথে রাখি।

মধুমাখা কথার কথায় ভাসাই সময়
অন্ধকারে চেপে রেখে জীবন
শান্তনায় শোকের মিছিল-
আয়ুর পরমায়ু’র প্রয়োজনে।

মিথ্যে সুখ স্বাচ্ছন্দ্যের খবর জানিয়ে
ভাবনার দুগ্ধ সমুদ্র বিশ্বকে দেখাই
দেবদূতের মতো মানুষ হতে-
কবরে ডুবে মন।

নিজেই নিজের গর্ব হয়ে
দেখিয়ে চলি আলোর মিছিল
হৃদয়ে মহাসাগরের জল-
ছায়াহীন চিন্তায় বেঁচে থাকি।

নিজের চেহারাকে সর্বদা চকচকে রেখে
অন্তর ছেড়ে যাওয়া চিন্তার সৌন্দর্য
গোপনে কাঁদে রাত দিন-
একটাই জীবন আমার।

এবং অণু’র কথা রাখার হাঁকডাকে
মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা রাখি
পৃথিবীতে রেখে যাওয়া সময়-
হেঁটেছি অন্ধকার আলপথে।
Samar Bhowmick Apr 2020
অণু; তোমার কাছে
আমার আত্মসমর্পণকৃত মন
আত্মসমর্পণকৃত দেহ
এবং আমাকে;
আমার হাত
আমার ভাষা
এবং আমি
তোমার ভালোবাসার প্রতিরক্ষায়।
তোমাকে ভালোবাসি
আমার দাবি
তোমাকে সন্তুষ্ট করার জন্য
সব করতে পছন্দ করি।
এবং আমার প্রত্যাশা
তুমি জিজ্ঞাসা ছাড়াই বলতে পারো
আমি হিংস্র নই
এবং আরো;
তুমি চাও আমি তোমাকে পাই
এমনকি তোমার ত্বক
আশা করে;
তুমি আমাকে কাছে ডাকো।।
Samar Bhowmick Apr 2020
অণু; তুমি এক সুক্ষাতি সুক্ষ নারী
তোমার পায়ে ঠাই নিতে অসংখ্য পুরুষ দাঁড়িয়ে
কিন্তু যাঁর বুকে শুধুমাত্র তুমি আছো;
অথবা যে তোমার,
সে সত্যিই সুখি দ্বিধাহীন সুখে।

অণু, তুমি এক অনন্য সুন্দরী
তারুণ্যের জন্য নয়
পরিমিত স্বাস্থ্যের জন্য নয়
সরল ত্বকের জন্য নয়
আকর্ষনীয় চুলের জন্য নয়
কেননা তুমি আত্মসুন্দরী নারী;
তোমার সরল হাসি পরামর্শ মানুষকে সুখি করে।

অণু, তুমি মহা-মুল্যবান নারী
পরিচিতির শিরোনামের জন্য নয়
শিক্ষাগত যোগ্যতার জন্য নয়
সামাজিক অবস্থানের জন্য নয়
রাজনৈতিক ব্যাপ্তির জন্যও নয়
তুমি অন্যকে সুখি করতে নিজের স্বপ্নকে উৎসর্গ করো।

অনু, তোমাকে আমি সুক্ষ নারী বলতেই ভালোবাসি
সে তোমার উৎসাহের জন্য নয়
ভালোবাসার বিচিত্রতার জন্য নয়
অনুভূতির প্রাচুর্যের জন্য নয়
কেননা তুমি ভালোবাসো সরল বিশ্বাসে সকল প্রাণ।

অণু, তোমাকে আমি আত্মসুন্দরী বলি
দৈহিক আকর্ষণীয়তার জন্য নয়
সৌন্দর্য এবং কমনীয়তার জন্য নয়
অঢেল প্রশংসা প্রাপ্তির জন্যও নয়
কেননা তোমার চরিত্রে এবং উদ্দেশ্যে বলিষ্ঠ দৃঢ়তা।

অণু, তোমাকে আমি আত্মসুন্দরী বলি
কেননা তুমি একজন শুধুই মানুষ
সকল প্রাণকে সুক্ষ স্নেহে মূল্যায়ন কর
প্রেমে অভিভুত সমাজ; সর্বদা
তুমি সর্বাগ্রে মূল্যায়ন কর মানবিকতা
শিরোনাম নয় তুমি ভালোবাসো মানবতা।
Samar Bhowmick Jun 2020
অণু গ্রাস করেছে আমার নিঃশ্বাস
বাকযন্ত্র হৃদপিন্ড ফুসফুস-
মনে রংধনুর উল্কি ছড়িয়ে
গ্রাস করেছে ভালোবাসা স্নেহ প্রেম
সদা সর্বদা দখল করে নিচ্ছে আমায়।

অণু’ই একমাত্র মায়াবতি রহস্যময়ী নারী
অপার রহস্যে গ্রাস করেছে
আমার কবিতা-
কবিতা লিখার খাতা কলম,
তাঁর মানবীয় গুণের বহুময়ী সৌন্দর্য্
দখল করে নিচ্ছে আত্মার ঘর বাড়ী সব।

অণু ছাড়া এখন হৃদয় যত্নহীন,
অসাড় অসীম-
প্রেম বলতে যা জেনেছি আজও; তাঁকেই
অর্ধেক জীবনের আদর বিশ্বাস,
আমার বরফ জ্বলা আগুন।

অণু’ই আমাকে গলিয়ে বিদ্রোহী করে তোলে
তাঁর জন্যই উপসনা করি;
পবিত্র হয়-
আমার নির্বাচিত প্রেম,
নির্বাক নিস্তব্ধতা।

অণু’র মখমলে মায়া ছুঁয়ে জড়িয়ে থাকে আত্মা
অযৌক্তিক চিন্তন চিৎকার করে,
অন্তরে মননে-
ভাবনার পোষাক পড়ায়
আমার অন্তর্ভূক্ত নাজুক ভালোবাসা।

অণু তোমার কোন ধারণা নেই-
তুমি বিস্মিত হবে আমার রেশমী চিন্তধারায়,
উপচে পড়া মুহুর্তে তোমাতেই ভালোবাসার জাঁকজমক অর্পণ,
শিরায় ঢেলে দেয়া তোমার মানবীয় স্নেহে
স্বপ্নভর্তি আমার রুবি সিল্কের প্রেম।

তুমি ভালোবাসার উন্মাদনাকে বিদ্রোহী করে তোল
ক্ষুধার্ত আত্মায় প্রবাহিত চুম্বনের মতো
জলে স্থলে আগুনে বাতাসে-
প্রকৃতির সকল কোনায় কানায় তুমি,
একই রকম আমার-
আত্মা-সঙ্গী-প্রেমিক।
Samar Bhowmick Apr 2020
বড় আনন্দ লাগে
যখন ইচ্ছেরা মিশে যায় অণুর আকাশে
নিঃশ্বাসের শব্দগুলো যখন আমায় ভালোবাসে।

বড় আনন্দ লাগে
অণুর হাসিতে যখন ভেসে আসে সুখ
মৃত্যু যন্ত্রনাও তখন আমার সামান্য অসুখ।

বড় আনন্দ লাগে
অণুর কাঁধে হাত রেখে যখন দাড়িযে থাকি
পৃথিবীর সব মূল্যহীন তখন সকলি যেন ফাঁকি।

বড় আনন্দ লাগে
যখন চোখে ভাসে অণু’র ছবি ছায়া
বিগলিত হৃদয়ে দেখি প্রেম মানেই মায়া।

বড় আনন্দ লাগে
হৃদয়ে যখন আনমনে অণুকেই ঘাটি
অণুই যেন পুষ্প পল্লব অণুই ক্ষমাশীল মাটি।

বড় আনন্দ লাগে
ধরা’য় যখন ঘুরে বেড়াই একা
সভ্যতার ভালোবাসায় যেন অণু’র পাই দেখা।

বড় আনন্দ লাগে
যখন অতীত গুলো ভেসে আসে বর্তমানের চোখে
খামচে ধরে প্রিয় স্মৃতি জড়িয়ে রাখে অণু সম সুখে।
Samar Bhowmick Apr 2020
অণু; তুমি অবাক হবে শোনে
দীর্ঘদিন
আমি মূল্যহীন ছিলাম
ভালোবাসা ছাড়া।
একমাত্র
তুমি
আমাকে কাছে ডাকলে
তোমার অসহ্য ভালোবাসা
আমাকে সতন্ত্র করেছে
স্বতন্ত্র করেছে
আমার বোধ বুদ্ধি বিবেক।
তুমি একমাত্র কারণ
জীবনের
আমি এখন অপেক্ষা করি
তোমার একটি শব্দের
একটি অঙ্গভঙ্গির।
তোমার উদাসীনতায়
চুর্ণবিচূর্ণ হই
মনে হয়
তোমার প্রতিশোধ
স্পর্শ করেছে আমায়।
তোমার হাতে
অল্প সময় ছিলো
আমার প্রাপ্তি
যদিও তোমার দেয়া
অন্তস্থ ভালোবাসা
সেই স্বল্প স্থানে্
চিরস্থায়ী আফসোস।।
Samar Bhowmick Jun 2020
সমর ভৌমিক
14 জুন 2020; 23:51,ঢাকা।

স্নায়ুকোষের সুন্দর অনুভূতি থেকে
তুমিই কেবল আনন্দ নিয়ে আসো অণু-
এবং আমি যতবার স্মৃতিতে ফিরে যাই,
ততবার তুমি আবহসংগীতের সুর তোল।

আসলে জীবনের মানে যদি বুঝতাম
এখনও যদি জানতাম-
সকালে ঘুম ভেঙ্গে চেতনে তোমাকে রেখে,
কেন এত আনন্দিত হই?

মনে হয় আমার আর কিছুই ছিলো না
যেখানে কেবল মন আনন্দিত হয়,
শৈশবের স্বর্গ সময় হারিয়েছি-
অথচ কোন আক্ষেপ ভ্রুক্ষেপ নেই।

আমার আর কোন আফসোস নেই
আজকের দিনটিও আমাকে জড়িয়ে আছে-
তুমি কত বুদ্ধিমান ভাবে আমাকে স্বাগত জানাও,
আমার চিন্তা ঘড়িতে সন্ধ্যা নামে না।

তুমি কি কখনও ছোট ছিলে না,
আমার প্রিয় অণু ?
এত দীর্ঘ দিন দেখছি, কত গ্রীষ্ম বসন্ত-
দিন দিন তুমি আরো দীপ্ত হয়ে উঠছো।

মনেহয় আমরা লেবু ফুলের সুবাসের ভিতর হাঁটছিলাম-
এবং আমি ফেলে আসা বয়সের অভাববোধ করছি,
রক্তিম সূর্য্ পশ্চিম আকাশে প্রায় অস্তমিত হলেও,
কল্পনায় শুধু তোমার আবহসংগীত চাই।
Samar Bhowmick Apr 2020
একটি অদৃশ্য পথ
আমার কাছ থেকে তোমাকে দূরে নিয়ে যায় অণু
যদিও জানি প্রতিটি পথ একাকী পথ।
তোমার সংবেদনশীল নিঃশ্বাসের যাতায়ত
অবিরত অনুভব করি
হৃদয়ের গভীরে বারবার বহুবার
এবং তোমার স্নেহময় অবয়বের মধ্যে
সর্বদা আমার মণ খেলা করে
চোখের অন্তরালে ভেসে উঠে স্মৃতি
গতি ফিরে পায় প্রাণ।
মনের জানালায়
আমার চিন্তাভাবনা আর প্রেম
অল্প অল্প করে দৃশ্যমান হতে হতে
ভেসে বেড়ায় সময় থেকে বাস্পিভূত সময়ে।
উড়ে যায়, ফিরে আসে
জড়ো হয় হৃদয়ের ঠিকানায়
শরীরের চূড়ায় বৈদ্যুতিক শক হয়
তবু আমাদের দুরত্বের মধ্যে
আকাশের কালো মেঘ আমাকে সতর্ক করে না
আমার অপেক্ষার ভ্রমন সমাপ্তি করে না
হেটে যাওয়া জীবনের আলপথে
আমি তোমার ভালোবাসার জন্য এগিয়ে যাই
আবেগের যোগফল সাথে নিয়ে।
তবু তোমার সময় উড়ে চলে অণু
তোমার জন্য আমার ভালোবাসার মতো।।
Samar Bhowmick Apr 2020
অণু এককীত্ব মানে জানো
একাকীত্ব মানে মা’য়ের অনুপস্থিতি
জীবনের দুর্ভেদ্য সময গুলোতে
মা’য়ের উপস্থিতি চাই
চাই মা একটু ভালোবেসে বলুক
এ তেমন কিছু নয় খোকা
এগিয়ে যা।
কখনও কখনও একান্ত দুঃখ গুলো
মায়ের বুকে মাথা রেখে বলতে ইচ্ছে করে
ইচ্ছে করে বলি
মা তুমি আমাকে আশির্বাদ করো।
কখনও কখনও মনের অজান্তেই ভাবি
বাসায় ফিরে মাকে বলবো
আজ তুমি রান্না করবে মা
কতদিন তোমার হাতের খাবার
আমার জোটেনি।
কখনও কখনও অণু
তোমার উপর অভিমান হলে
ইচ্ছে করে মা’কে বলি
যখন মনে পড়ে
আমার অভিযোগ শোনার আগেই
মা অভিমান করে চলে গেলেন
তখন ভিষণ একা লাগে অণু
ভিষণ একাকীত্ব গ্রাস করে আমায়।
কখনও কখনও সুর্য্যের আনন্দ সংবাদগুলো
মা’কে দিতে ভিষণ ইচ্ছে করে
যখন মনে পড়ে যায়
মা আমাদের সকল সংবাদ অগ্রাহ্য করেছেন
তখন বুকে ফেটে রক্ত ঝড়ে চোখে
তোমাকেও তখন টানে না অণু
এর নাম একাকীত্ব।
অণু কখনও কখনও তোমার সুস্বাদু রান্নায়
মায়ের কথা মনে পড়ে যায়
ইচ্ছে করে বলি
সেদিনের মতো মা’কে খাইয়ে দাও
মনে পড়ে তোমাদের স্নেহ শ্রদ্ধার বন্ধন
তখন আমি বড়ই অসহায় একা
বাঁচি নিঃসঙ্গ আপন একাকীত্বে।
Samar Bhowmick Apr 2020
অণু; অন্ধকারের ইঙ্গিত করো না
আলোর দিকে তাকাও
দ্যাখো, আমরা নেমে যাচ্ছি কতটা গভিরে
আত্মার ইশারায়।
বাতাসের সাথে মিশে আছে আমাদের প্রেম
সমগ্র পৃথিবীর সকল অনুষঙ্গ জুড়ে
এবং কখন
আমি তোমার আত্মায় ঘুমিয়ে পড়েছি
তোমার হৃদয়ের আলোতে।
আমার সকল চিন্তার জলপ্রপাতে
তোমর প্রসারিত ভালোবাসা
এবং অবাধ যাতায়ত।
আমার প্রাণের জীবন্ত সকল সত্তার মাঝে
তুমিই একমাত্র মানবী
একমাত্র উজ্জ্বলতার দেবী।
আমার সহস্র জন্মান্তরের মধ্যে
তোমাতেই প্রথম থেমে যাওয়া
আমার প্রথম প্রেমের অনুভব
আমার প্রথম বন্দি হওয়া
আমার প্রথম ভয়
আমার ভয়।
আর আমি ভাবি
তুমি কি আমায় বুঝতে পারছো না?
Samar Bhowmick Dec 2020
সমর ভৌমিক
25 ডিসেম্বর 2020;23:33
.
ঈশ্বরের শ্বাশত রূপ জানি না
প্রজ্ঞা প্রতিজ্ঞা প্রেমে
অণু'র মোহহীন মানবতা
আমার আদর্শ,  আমার প্রেম।
.
অণু'র কম্পিত ঠোঁটে আপন শব্দে ডাক
সেবার হাতে ছুঁয়ে দেয়া হৃদয়ের সৌন্দর্য
মনের টানে মনে মিশে থাকা মন
আমাকে প্রচন্ড টানে।
.
যৌবনের রক্তে বাণের জল স্রোত
লবনাক্ত ঘামের কামনা রেখে মনে
প্রচলিত মুদ্রার মাতাল ঘ্রাণ
বাসনা পূরণ করে তপ্ত যৌবন।
.
যৌবনের প্রতিজ্ঞা মোহ শূণ্য নয়
বাসর বিহীন যে প্রেম প্রভু'র
আলো ছড়ায় মনের তারণ্যে কাঁচায়
সে প্রেম আমার। অণু'র ।
.
তবুও আমাদের বার্ধক্য ব্যথায়
জুটিবদ্ধ জীবনের কাছে যদি মনে হয়
হার মেনেছে অবাধ্য যৌবন
তখন বলে দিবো ভালোবাসি অণু।
.
অণু'র নির্লোভ আত্মায় বিনম্র শ্রদ্ধাবোধ
অন্তর্গত অদৃশ্য অশরীরী প্রেম
নত হতে প্রেরণা যোগায়
যেন আজ পঁচিশে ডিসেম্বর।
.
প্রকৃতির সাথে পরম স্নেহের বন্ধন
মোহহীন দাবী শূণ্য ধর্ম কর্ম প্রেম
ধৈর্য স্থিরতায় সহজ সরলতা
জানিয়ে দেয় অণু'ই আমার যীশু।
Samar Bhowmick Jun 2020
সমর ভৌমিক
28 জুন 2020; 00:25

সত্যি কি কেউ ভালোবাসতে জানে অণু?
পঞ্চাশ বসন্তের প্রান্তে এখনও সংশয়ে-
যদিও ভালোবাসার অভাব বোধকরে হৃদয়,
ভালোবাসা হোক সংশয়হীন পানীয় জল-
অকাতরে বিলিয়ে হৃদয় নিরাপদ হোক,
স্বার্থের উর্দ্ধে কেউ অন্তত বলুক; তুমি!!

স্নেহগুলো হৃদয়ের তাপে সেদ্ধ হলে-
স্বার্থের রোষানলে তিক্ত ত্যাজ্য শূণ্য প্রয়োজনে,
মোহে দায় চাপিয়ে জ্ঞাণীর জ্ঞাণ-
পাশকেটে চলে যায় অচেনা দ্রুতযানে।

অণু দ্রুতযানে তুমি চড়েছো কখনও-
কাকের কা’ কা’ শব্দে মা’ মা’ শুনতে পেলে,
বদলে যায়নি তোমার হৃদয়ের আঙ্গিনা নতুন সবুজে?
মনে পড়েনি তির্য্যলতা তোমার স্নেহের অপেক্ষায়
আর- অপেক্ষমান কোন পুরুষ তোমাকে চায়?

সবুজের সমারোহে ভালোবাসা দেখি অণু-
দেখি বর্ণিল ফুলের বাগানে বাগানে-
ফুলে ফুলে মৌমাছিতে অগাধ ভালোবাসা-
দেখি জলের ভিতর রুপালী প্রাণের মিছিলে,
দ্যাখো সবুজ উদ্যাণ আজ মরুভুমি প্রায়-
অগণিত গলাকাটা ফুলের লাশ বাজারে বাজারে,
মৌমাছির ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় ভোগের ছিপি আঁটা বোতলে-
জলকেলি খেলা রূপালী লাশেরা তৃপ্তির টেবিলে।

দেখেছি কষ্টের আঙ্গিনায় ভালোবাসা বিবর্ণ হতে
সুখের স্রোতে ভালোবাসা দোল খায়- দোলা’য়,
যেন নিরাপদে নিরাপদ থাকার কুটিল সখ্যতায়-
গোপনীয় গোপন প্রয়াসে আঁধারের বিশ্লেষণে
গণিতবিদের গভীর ব্যাখ্যায় প্রণতি জানানো মন,
কোন কালেই আমার নয়-

দেখছি প্রাণ বাঁচাতে ভালোবাসা মেঘের আড়ালে
বেঁচে থাকা শিল্পময় শরীরে স্বপ্রনোদিত প্রেম-
অদ্ভুত হৃদয়োষ্ণ সংগাহীন আবেদনে গোলাপী প্রলেপ
ক্ষমা করো আমায় তপ্ত বিলাসী মন-
অনাহারক্লিষ্ট দেহে ক্ষুধার্থ আত্মায় ঘুমের ঘোরে,
না আসুক সেই রহস্যাবৃত গোলাপী প্রলেপ।

অণু কি করে বলি- বলো? কি করে বলি-
ভালোবাসা প্রশ্নহীন উদ্যেশ্যহীন ঈশ্বরে অর্পিত,
প্রশ্রয়ে আশ্রয় নেই কোন অসভ্য সত্ত্বার,
অজস্র মতান্তরে নগ্নতার স্তুপে দেখেছি বহুবার-
ভালোবাসা গন্তব্যহীন নয়- সীমারেখাহীন নয়,
অনন্ত ইচ্ছার অভিপ্রায় নয়- আসক্তি নয়,
প্রচ্ছন্ন উদ্যেশ্যের পরোক্ষ খেলায়-
ভালোবাসা বলে আছে কিছু, আমার সংশয়।
Samar Bhowmick Apr 2020
একদিন তোমার সাথে কথা বলবো অণু
একেবারে হাটুগেরে বসবো সামনাসামনি
তোমাকে অনুভবের নদী বানিয়ে
ঊড়বো আকাশের নীলে।

একদিন তোমার চোখে তারা গুনবো অণু
গুনবো পাপড়ির করতালি
দেখবো কতটা মায়া বিলিয়ে
অন্তরাত্মায় জ্বালে মায়ার আলো।

একদিন সবচেয়ে প্রিয় বাক্যটি বলবো অণু
তুমি বিহ্বল আনমনা হলে
যদি দোলা দেয় শিহরিত সবুজ
খোপায় গুজে দিবো কুমারী ফুল।

একদিন তোমাকে প্রশ্ন করবো অণু
যদি বুকের পাঁজর ছিড়ে বিশ্বাস উৎরে উঠে
যদি বুঝতে পারো স্বপ্নরা অবুঝ
যদি বলে উঠো হৃদয়ে অবুঝ থাকুক প্রেম।

আমি বুঝে নিবো শেষ উত্তরে
তুমি অনুভূতির ভিতর অনুভব
তুমি আত্মার ভিতর অন্তরাত্মা
তুমি আমার ভিতর আর এক আমি।।
Samar Bhowmick Apr 2020
আমার অন্তরে লালন করা
ভালোবাসার বীজ
প্রেমের প্রার্থনায়
প্রত্যাশিত মুল্যবান সত্য।

ভালোবাসা যে পথ দিয়ে গেছে
সে পথের প্রতিটি বাঁক
আমি অনুভব করি
এবং তোমার স্বর্ণালী স্পর্শে
সন্ত্রস্ত আকস্মিক চুম্বনে
মানবতার ঘ্রাণ বর্নাঢ্য সাক্ষী।

26 এপ্রিল 2020; 03:03, ঢাকা, বাংলাদেশ।

তোমার মৃদু মৃম্ময়ী হাসির সুর
হৃদয়ে মিশ্রিত লাল অন্তরে
জমে থাকা যত চোখের জল আমার
স্বপনের ঘরের আলো।
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
27 জুলাই 2020; 14:59
.
বছর জুড়েই অণু আমার বসন্ত
অনুক্ষণের সীমাহীন ভালোবাসায়-
আত্মায় বৃদ্ধি পাওয়া যন্ত্রণায় আদর,
ছোট্ট চরম জীবনের একমাত্র গভীরতায়-
অবয়বের ভিতর লুকিয়ে থাকা বিবেক।
.
নীল চোখের উজ্জ্বল তরঙ্গের মতো
অণু আমার কর্মে অনুরণিত হয়-
মেঘের মতো প্রবাহিত হয় মনের আকাশে,
এবং প্রতিটি রাতের নিছিদ্র নিরবতায়-
অন্তরাত্মাকে অনুরোধ জানায় ভালোবাসার।
.
বিচলিত আত্মায় অণু বিরল এবং সুন্দর
মোহহীন মনুষ্য প্রেমের দেবযান-
অজ্ঞানতার অতলে মানবতার মূর্ত প্রতীক,
অবিচ্ছিন্ন স্বাদে অণু’র প্রেমের অপেক্ষা করি,
আঁধারের অন্তরালে সভ্যতায় খুঁজি আলোর প্রহর।
Samar Bhowmick Apr 2020
তোমার উষ্ণ বুক আমাকে টানে নির্দ্বধায়
আমি কামনার উর্ধ্বে নই অণু
কোন সাদৃশ্য খুঁজি না তোমাতে
তবু চাই তোমার সমুদ্র কামনার সাতাঁর।

তুমি উত্তাল জলোচ্ছ্বাস হয়ে ভাসাও
রক্তিম ঠোঁটে দাও মুক্তির প্রেরণা
তুমি সৃষ্টির দেবী
তোমার নারীত্বে আমার বৈকুণ্ঠ ধারণা।

বজ্র ভয়হীন আমি
কামনার হৃদয়ে তোমার টান
অনুভবে মিশে থাকো তুমি; নিশিদিন
ঝরণাধারা মিশে নীল সাগরে।

তোমাকে ঘিরে ভাবনা সাজাই
স্বপ্নের ঘোরে খুঁজি চঞ্চল আদর
হিংসুটে প্রেম প্রেরণায় অশ্রু ঢালে
তবু অপূর্ণ কল্পনায় অমরতা চাই।
Samar Bhowmick Apr 2020
অভ্যাস আহত হলে
যদি কখনও আমাকে কাঁদতে দ্যাখো অণু
ঠিক তখনই বুঝে নিও;
তোমার সাথে আমার প্রেম হয়েছিলো।
আমাদের ভালোবাসা; প্রত্যাসিত ভবিষ্যৎ
তোমার অনুকম্পাময় আমার একান্ত হৃদয়ের
আশা গুলো ফোঁটা ফোঁটা হয়ে ঝরবে
যদিও তা হবে বিভ্রান্ত অবতরণ।
অভ্যাস আহত হলে
আমাদের ভাবনা গুলো কেমন ছিলো
তুমি ভেবে দ্যাখো অণু
আমার দুঃখিত অবয়ব
একদিন হাসিতে মরিয়া ছিলো
তোমাকে ভালোবাসা দেবে
কিন্তু অকৃতজ্ঞ সময়।
অভ্যাস আহত হলে
আমার অন্তরঙ্গ ব্যথার ঝুলিতে
মৃত ভাবনারা জেগে উঠে
তুমি এক ঝুলন্ত ছবি।
উষ্ণতাহীণ প্রবাহমান প্রাণ
আমাকে বরফে আবৃত্ত করে
আমার হৃদয়ের মধ্যে তখন
আত্মা হিমশীতল; আর
এক শীতল ভবিষ্যৎ
অথচ আমি সাতচল্লিশটি বছর
একটি বসন্তের অপেক্ষায়।
Samar Bhowmick Apr 2020
18 জানুয়ারী 2020; 13:45

অণু; আমি যদি কখনও
অধঃপাতিত হই
ইচ্ছায় কিংবা অনিচ্ছায়
অথবা কোন ব্যার্থতায়
যদি চলে যাই জাহাজে চড়ে
নীল সমুদ্দুরে
কিংবা কোন দ্রুতযানে
অচেনা আকাশে
তুমি আমার লিখা শব্দবর্গ পড়ো
আর দৈনতা কাটিয়ে কোন দিন
আমার শব্দবর্গ জীবন্ত করে
আকাশে ছুঁড়ে দিও
ছড়িয়ে পড়ুক
শহরের অলিতে গলিতে
পল্লী পথ প্রান্তরে
নগরে বন্দরে
আমার সাম্যতার আহ্ববান।
যদি কোনদিন মৃত নদীহয়ে প্রবাহিত হই
তোমার অন্তরে মননে
তোমার নেশাতুর ঘুমের ফাঁকে
সাদা চিন্তা চেতনায়
অথবা জৈব জাগরনে
তুমি আমার লিখা শব্দবর্গ পড়ো
আর দৈনতা কাটিয়ে কোন দিন
আমার শব্দবর্গ জীবন্ত করে
আকাশে ছুঁড়ে দিও
ছড়িয়ে পড়ুক
শহরের অলিতে গলিতে
পল্লি পথ প্রান্তরে
নগরে বন্দরে
আমার ন্যায্য সাম্য সৌহার্দের
ধর্মান্ধতামুক্ত নিষ্কলুষ
মায়া মমতা শ্রদ্ধা স্নেহ
আর প্রাচীন প্রবীণ প্রেমের আহ্ববান।
Samar Bhowmick Apr 2020
অণু; ইচ্ছে করে ফাগুনে হারিয়ে যাই
তোমার স্নেহের তরল আগুনে
ফাগুনের উতলা হাওয়ায়
বিলিকেটে উড়াই তোমার এলোচুল
কর্ণকুহরে গোপনে বলি ভালোবাসি।

ইচ্ছে করে দীর্ঘশ্বাসে ডালিতে জ্বালাই
ফাগুনের বর্ণিল আগুন
অবিরাম নেচে যাওয়া অলিন্দে
প্রাণের প্রবীণ প্রেমের গহিনে।

ইচ্ছে করে তোমার কন্ঠে কোকিল সুর
ঝঙ্কার তুলুক আত্মার পরতে পরতে
তোমার রস-রঙ্গচ্ছটায় রাঙ্গিয়ে
বসন্তের বর্ণিল বর্ণে হারাই অবুঝ মন।

ইচ্ছে করে তোমার ছোঁয়ায়
দুর্দান্ত ঝড় আসুক অন্তরাত্মায়
প্লাবন আসুক মহাসিন্ধুর সরল জলে
বান আসুক প্রানের সবুজ প্রান্তরে।

ইচ্ছে করে শিমুল পলাশের শাখায়
রক্তিম লালের সুসুভিত ঘ্রাণে
অনুভবের সর্বনাশ ডাকি
তোমার ছোয়ায় উন্মত্ত ফাগুনে।
Samar Bhowmick Apr 2020
শরীরের লোভ লালসার ভিড়ে
মনে নেতৃত্বের আন্দোলন
সৌন্দর্য বোধের সকল অনুসঙ্গ
অণুকে আকর্ষণ করে

অণুর স্নেহের কাছে লজ্জিত হই
সন্ত্রাস ও মৃত্যু বপন করা হৃদয়ে
যখন নিজের কাছে খুঁজে পাই
নিষ্ঠুর পশুর হিংস্রতা

অথচ ভালোবাসার উঁচু তরঙ্গ
একই বুকে চলাফেরা করে
নিঃশ্বাসের বাতাসেও যাঁর নাম
জলের মতো নিরীহ

এতটা বন্ধুত্বেও জীবন লুকিয়ে থাকে
মানবতা সৌন্দর্য্যের গলিতে
লজ্জিত হয় মন অধিকৃত আত্মা
এক ফ্যাকাশে রোদে

অণু’র উত্থান আমার অন্তরে
জানা অজানা দিগন্তে
ঝিকিমিকি বালুকণি’র স্তরে স্তরে
তাঁর উত্তাল ঢেউ

আমার চিন্তাকে অপহরন করে
প্রলুব্ধ এক আনন্দ
মানবতাময়তায় আমার হৃদয়ে
এক সমুদ্র সুর্যের ঝলক

অণুর একটি উদার হাসি
আমাকে তারুন্যে ফিরিয়ে নেয়
মনে করিয়ে দেয়
তার মহিমান্বিত উপস্থিতি।।

29 এপ্রিল 2020; 01:21, ঢাকা, বাংলাদেশ।
Samar Bhowmick Apr 2020
২২•০৪•২০১৯;০৬:৩০
••••••••○○○••••••••
তুমিই আমার একমাত্র অণু
আমার গ্রহের শক্তিশালী শান্ত বাতাস
তুমিই আমার মনের পাল উড়াও নিঃশব্দে
কেউ জানে না কখনও
আত্মার কত গভীরে অশ্রু জমে আছে
কামুক এবং মিষ্টি বিরহের
পাগল করা মনে কতটা রঙিন ভালোবাসায়
স্মৃতির পাতায় ইতিমধ্যেই তা অবিস্মরণীয় উৎসব
এবং আমার চমৎকার হৃদয়ের বাগান জুড়ে
রঙিন প্রজাপতি হয়ে উড়ে অবিরাম
একটি ভিন্ন সময়ে অথবা মুহুর্তে মুহূর্তে
যদিও একটি প্রতিকূল বিশ্বে বসবাস আমার
যেখানে আমার সহস্র টুকরো হারানোর স্মৃতি
আর নিজেকে পূনঃপূর্ণের ব্যার্থ চেষ্টা অবিরাম
কিন্তু অণু সেই রক্তাক্ত বুকের ভিতর
ঠান্ডা গুহায় নিরলস রয়ে যায় অবিকল অবিচল
আলোকপাত করে অনুভুতির কেন্দ্রে
মনের মোড়ানো হৃদয়ের গভীরে;আর
আমার অন্তরকে আনন্দিত করে
উপহার দেয় অণু'র জন্য নিবেদিত বর্তমান।
Samar Bhowmick Apr 2020
অণু তুমি কি কখনও ভেবেছিলে
আমরা কে কাকে বেশী ভালোবাসি
আমি না তুমি
তুমি না আমি ?
অথবা এমন ভাবনা
আমরা বেশি কে কার জন্য অপেক্ষার প্রহর গোনি
তুমি না আমি
আমি না তুমি ?
অথবা আমরা বেশী বেশি কে কাকে অনুভব করি
তুমি আমাকে
না আমি তোমাকে ?
অথবা এমন ভাবনা
আমরা কাকে বেশি বেশি রাখতে চাই দৃষ্টি সীমানায়
তুমি আমাকে
না আমি তোমাকে ?
অথবা আমরা কে বেশি বেশি স্বপ্নবাজ
আমি না তুমি
তুমি না আমি ?
অথবা এমন ভাবনা
আমরা কে একটু বেশিই স্পর্শের কাঙ্গাল
তুমি না আমি
আমি না তুমি ?
অথবা আমাদের ভালোবাসায় কে হেরে গেলো
আমাদের ভালোবাসায় কে জিতে গেলো
আমি না তুমি
তুমি না আমি ?
যদি এমন ভাবনা ভেবেই থাকো অণু
তবে তা বেহিসেবি ভালোবাসা নয়
সে এক হিসেবি গল্পের উপাখ্যান।
তাহলে ইচ্ছেমতো বলতেই পারো
আমাদের ভালোবাসা ছিলো না কখনও।
কেননা ভালোবাসা আত্মার
হৃদয় নিঙরানো স্নেহ শ্রদ্ধা ক্ষমার।
ভালোবাসায় কমবেশি থাকে না
ভালোবাসায় হার জিত থাকে না।
যদি এমন ভেবেই থাকো তাহলে বরং
আজ থেকে চলো নতুন করে ভালোবাসি।
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
09 জুলাই 2020; 01:04

আশা হারাবো না অণু
বরং আরো জেদী হবো-
যদিও সম্মূখ দেখতে পাইনা,
দেখতে পাইনা আমাদের ভাগ্য,
কিন্ত মহান প্রেমের জন্য-
সেখানেও নির্দিষ্ট স্থান থাকবে।

সাদা বরফ গলা জলের মতো
অথবা আষাঢ়ের বৃষ্টির মতো,
আজন্ম ভয় ধুয়ে দিয়ে-
রুগ্ন সভ্যতাকে পিছনে রেখে,
আত্মাকে কাছে টেনে ফুসফুসের বাতাসের মতো,
বুকের খাঁচায় আড়াল করো প্রেম।

আমার হৃদয়ের ভাবনার মতো
যদি তুমি হও-
অন্তর কাঁপিয়ে আনন্দে হাসো,
টেনে নাও বুকে-
দ্যাখো রোদের মতোই স্বর্ণালী,
তোমার মতই উষ্ণ হৃদয়।
Samar Bhowmick Apr 2020
তোমার মনে আছে অণু ?
আমি কিভাবে সপেছিলাম প্রাণ
কখন কিভাবে আমার হাত
কখন কিভাবে আমার চোখ
তোমার চোখের হিরক খন্ডে
জ্বল জ্বল আলোয় ভালোবাসা জ্বলছিলো।
ভেবে দেখো অণু
ভাবনায় চিন্তায় মগ্ন থেকে দেখো
ওখানেই আমাদের কষ্টগুলো জমা হয়ে আছে।
কেননা কাছাকাছি সময়ের অপেক্ষায়
আমাদের প্রেম; আমি ও তুমি
অথচ সময়ের সুযোগ হয়নি
তবু ভুলিনা ভুলতে পারিনা
যদিও চৈত্র খরায় চৌচির মন
পিছনে তারা করছে অন্য সময়
আলোর প্রতিফলনে উজ্জলতা নেই
তবু একটা প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্ক
যতটা আন্তরিক ততটাই শক্তিশালী।
অণু আমরা জমজ
আমাদের দুটি হৃদয়
একটি সংবেদনশীল বাক্সে
জীবন্ত আমি ও তুমি।
যদিও এটা আমাদের ভালোবাসার উদাহরণ
কিন্তু তুমি কি বলবে না অণু ?
ভাগ্য তোমাকে চুরি করেছে
অথচ আমি তোমার ছবি দেখে আজও কেঁদেছি
হলদে সময়ের ভাঁজে
আমার বলিচিহিৃত হাত দেখে বুঝতে পারি
জীবন সীমান্তের কাছাকাছি
তবুও শক্তিশালী স্মৃতি
মনে করে দেয় একটি চুমুর শোক
অণুর ভালোবাসার স্মৃতি।।
Samar Bhowmick Apr 2020
অবশেষে কাঁপতে কাঁপতে ছুঁই
অণু প্রতিক্রিয়া দেখে অবাক
খুব সামান্য হলেও
স্নেহময় নাজুক স্পর্শ
কিন্তু ভালোবাসা
যদিও যথেষ্ট নয়
কিন্তু এক অদ্ভুত কম্পন
অথচ কোন রোমাঞ্চ নেই
তবু শ্বাস ভারী করে তোলে
যদিও কোন শব্দ নেই
এবং নয় কোন ইঙ্গিত
আবার শুধু উপস্থাপনাও নয়
হৃদয়ের উষ্ণ অঞ্চল স্পর্শ করে
কোমল স্নেহ গুলো।
ভালোবাসা পালিয়ে যায় না; অণু
দান আমাকে সে প্রতিশ্রুতি দেয়
তাই চাইনা হাল ছেড়ে দিই
তোমার দান আবশ্যক
দান একটি ভারী কাজ হলেও
তুমি জানো কি দান করবে
হাত পেতে রয়েছি দানের অপেক্ষায়
তুমি খুব মুল্যবান আমার
তোমার সব কিছুই মুল্যবান
কিন্তু সামর্থ্যহীন আমার সময়
অথচ মন গ্রহনে ব্যস্ত
জানি না কি বেছে নিবো
যেন চকলেটের দোকানে দাঁড়িয়ে
আমি একটি ছোট্ট শিশু।

26 মার্চ 2020; 18:10, ঢাকা, বাংলাদেশ।
Samar Bhowmick Aug 2020
সমর ভৌমিক
04 আগষ্ট 2020; 23:11
.
নি:শব্দে কথা বলি জীবনের সাথে
অপ্রকাশ্য ভাষায় লুক্কায়িত মনে,
ভুল থেকে তুলে নেয়া শিক্ষার মতো
মুহুর্তগুলো বুকে নিয়ে এগিয়ে চলা।
.
নিজস্ব উপায়ে জীবনের মুহুর্তগুলি চাই
এমনকি ভালো বা মন্দ মুহুর্তগুলোও,
আনন্দ অশ্রু কিংবা দু:খের সাথে
অবয়বে চাই অনুভুতির ছাপ।
.
স্মৃতিময় আনন্দ বেদনার মুহুর্তগুলি
অনুভুতিতে থেকে যায় গভীর আত্মায়,
স্বপ্নের মধ্যে বহুবার দেখা অণু-
মনের চোখে অন্তরভুক্ত এখনও।
.
বিস্মৃত হয়ে অণু’কে ছেড়ে যাইনি
পরিস্কার আত্মায় মিথ্যাকে প্রশ্রয় দিয়ে,
ভয়ের ভাবনায় পালিয়ে গিয়ে-
মন খারাপের কারন হইনি অবেলায়।
.
তাঁর ভালোবাসার প্রতিদানে
চলেছি জীবনের অসমাপ্ত পথ,
নিজের মতো করে হাসি কান্নায়
মনে রেখেছি সভ্যতার ক্রিয়াকর্ম।
.
ধৈর্য ও আশার স্বপ্ন জড়িয়ে রাখতে
আগামীতে বিশ্বাস রেখেছি অনুশোচনাহীন,
জীবন জঞ্জালমুক্ত নয় জেনেও
প্রত্যাশায় অসময়ের একটু বিরতি।
.
পরমাত্মার কষ্টময় কর্মগুলো পার হতে
বিশ্বাস এবং মানবীয় সৌন্দর্য্যে,
অণু’কে বিজয়ী করতে-
নিরলস সময়ের একটি পূণ্য চাই।
Samar Bhowmick Apr 2020
অণু; এমন একটি প্রহর চাই
একটি উৎসবের আয়োজনে
তুমি অতীতের মায়ায় ক্রন্দনরত
প্রথাগত অনুষ্ঠান প্রস্তুত
অনাগত নতুন ফাগুন।
কেউ গান গাইছে
কেউ জড়িয়ে রাখছে তোমায়
আকাশ বাতাস আনন্দিত
সকলের হাতে হাতে বর্ণিল ফুল।
আনন্দের জোয়ারে
বাতাসে করতালির ঢেউ
এত সুন্দর মিষ্টি আওয়াজে
শান্তির বর্ণিল সমাহার।
তারপর হঠাৎ
“অণু” শব্দের গর্জনে
একটি বিস্ফোরণ
আমার কন্ঠে।
স্বর্গের মতো আনন্দময়
আমার আত্মা
জীবন ফিরে পাই
শুদ্ধ মানুষের।
আশির্বাদের ঘন্টা বাজে
ঈশ্বরকে ধন্যবাদ জানাই
এমন একটি প্রহর চাই আমার।
Samar Bhowmick Apr 2020
অদৃশ্য চিত্রপটে আঁকা
আমাদের ছবিগুলো
শোবার ঘরেই রেখো অণু
অদৃশ্য ভালোবাসা গুলো
গণিতের সাংকেতিক চিহ্নের মতো
জীবনের ভাঁজে ভাঁজে
লুকিয়ে রেখো
উচ্চারিত শব্দের বলাকা গুলো
নিঃশব্দে উড়তে দিও
মনের আকাশে
মান অভিমান আর কষ্টগুলো
হাওয়াই মিঠাইয়ের মতো
মিলিয়ে যেতে দিও
আপন স্নেহের পরশে
আর স্বপ্ন গুলো
তরতর করে বেড়ে উঠতে দিও
কলমি লতার মতো
মনের সরোবরে
দখিনা বাতাসে
দোলে উঠা জলের মতো
একটু ফাগুন দিও আমায়
তুমি আমায় একটু ছুঁয়ে দিও
একটু চঞ্চলতা দিও
তোমার বুদ্ধিদীপ্ত কৃষ্ণসাগরে
পঞ্চপান্ডবকে নামতে দিও নির্দ্বিধায়
যদি পারো অন্তত একবার;
একবার; আলিঙ্গনের অধিকার দিও
আমি স্বর্গ শিখরে দাঁড়িয়ে
একটি আলিঙ্গন চাই
ঠোঁটের ভাঁজ থেকে
অন্তত এক ফোঁটা বিষ চাই।।
Samar Bhowmick Apr 2020
ফাগুনের প্রথম প্রহর
মনের রমরমা উল্লাসে
তুমি দ্যাখোনি কখনও
কোনটি প্রথম
তুমি এখনও জানো না
আয়ত্তাধীন ভালোবাসার সরূপ
অণু একবার দ্যাখো
যদিও অবিকল অবিচল
প্রেম ও বিশ্বাস
এমনকি আমাদের বিশ্রাম
স্বপ্ন সাধ প্রত্যাশায়
অপরিবর্তিত হৃদয়
যেহেতু জানি আমাদের
তবু নিশ্চিত হই অণু
যদি সবকিছু যদি মুছে যায়
তোমার চোখে
এবং যা ছিলো আমার সেরা
অথবা অবস্থান
যদি কখনও উল্টে ছিটকে যাই
এখনও যখন
তৈরী করিনি নিজেকে
জীবনের সহজ সংস্করণে
করছি নিত্যকর্ম
অণু তুমি দেখেনাও
ভুলের আকৃতি; আর
আমার ত্রুটি গুলো
বিচক্ষণতার সাথে
একবার তাকাও।
Samar Bhowmick Apr 2020
আমি অণু'র সাথে এমন একটি সম্পর্কের অপেক্ষায়
আজ না হোক কোন একদিন পৃথিবীর কোথাও
যেখানে ইচ্ছে করলেই অণু আমার গেঞ্জিটাও পড়তে পারে
অথবা রাতে নির্দ্বিধায়
আমরা একসঙ্গে ঘুমাতে পারি এক বিছানায়
বাচ্চাদের নিয়ে খেলতে পারি ছেলেখেলা
অথবা মুখোমুখি বসে শিশুদের সাথে গল্প গুজব
আমি অণু'র সাথে এমন একটা সম্পর্কের অপেক্ষায়
যেখানে পাগলের মতো চিৎকার করে ডাকতে পারি অণু
আর অণু'র শক্ত জোরালো আলিঙ্গনে
থামিয়ে দিবে আমাকে; আমার যন্ত্রণা
অণু আমাকে কাছে টেনে নিয়ে
রুদ্ধ করে দিবে আমার হারানোর পথ; আবার
কখনও ভূতের ভয়ঙ্কর সিনেমা দেখতে দেখতে
আমার বুকে ভয়ার্ত অনুভুতি লুকাবে অণু
অণু'র হাসির জন্য গোপনে গোপন চুম্বন উপহার দিবো
আমি অণু'র সাথে এমন একটা সম্পর্কের অপেক্ষায়
কখনও আবার আমরা সীমিত ঝগড়া করেই
বিরহে জড়িয়ে ফিরে আসবো একসাথে
এভাবেই যাপিত জীবনের সময় ক্ষয়ে
অণু আমায় ভাগ্যবান করে তুলবে কোন একদিন
এবং পৃথিবীর একমাত্র পুরুষ হবো আমি
যাকে শুধু অণু ভালোবাসে
হৃদয়ের পূর্ণতায় হৃদয় দিয়ে।

২৫•০৪•২০১৯;০২:০৮
••••••••♡♡♡••••••••
Samar Bhowmick Apr 2020
আমি আস্তে আস্তে নির্ধারিত গন্তব্যে চলে যাচ্ছি অণু
বকের মতো শাদা মেঘ পেরিয়ে সীমান্তের ওপার
স্নেহ মায়া মমতা আর প্রেমময় শ্রদ্ধাবোধের
সহস্র চিহ্ন রেখে যাচ্ছি হৃদয়ে তোমার।

ফেলে যাচ্ছি মায়ায় আঁকা নশ্বর মায়াপুরী
অগনিত প্রেমের সবুজ জমিন
আকাশের মতো উদার তোমার স্নেহের ভান্ডারে
যদিও জানিনা আদৌও তোমায় দিয়েছি কি কিছু!!

চোখে অজস্র জলরাশি অথচ অনন্ত পিপাসায়
মাকরসার জালের মতো জড়িয়ে থাকা সম্পর্কগুলো
যজ্ঞের অগ্নিতে ভষ্মীভুত হবে ধীরে ধীরে
ছন্দে ভরা ষড় ঋতুর অফুরন্ত সুশীল বাতাস।

তোমার চোখ থেকে চেয়ে নিই একবিন্দু জল
ফুসফুস হতে চেয়ে নিই তোমার একটি দীর্ঘশ্বাস
আর কন্ঠনালীর কাছে খেকে এক টুকরো শব্দ
উন্মাদ আত্মার অনন্ত ক্ষুধায় তোমার একটু শব্দে
পথিমধ্যে বাসর সাজাই ধুলোমাখা স্বপনের।

আমাদের প্রেম আর মোহান্ধ জগতের মায়াবী টানে
আমি যতোবার প্রার্থনায় গিয়েছি ইচ্ছা অনিচ্ছায়
রুগ্ন আত্মার রুগ্ন বিশ্বাস-ভয়ে অভিনয়ের ঢল
নিজেকে ভেবেছি সর্বজান্তা মৌলিক আদর্শ ক্ষয়ে; ভাবিনি
পুনরোত্থান দিবসে অনিশ্চিত হবে স্বর্গীয় ঘন্টাধ্বনি।

আজ আত্মায় অবিরাম বৃষ্টি ঝরে অণু
গন্তব্য নিশ্চিত জেনে মন কষ্টের হাসি হাসে
ছিঁড়ে যায় নরোম বাধঁনে অন্তরের রশি্
আপন সত্বায় আমরা এতো কাছাকাছি
ওপারে স্বর্গ না হোক; তবু যেন একসাথে বাঁচি।।
Samar Bhowmick Apr 2020
কখনও আমার মন
রঙ্গিন প্রজাপতি হয়ে উড়ে
কখন কিভাবে
তুমি জানো না অণু
কখনও অপহরণ করে
তোমাকে; অসীম স্নেহ
কখনও প্রাপ্য ফুলের মধু
কখনও তোমার
অনুভুতির ভগ্নাবশেষ খুঁজে
হৃদপিন্ডের কম্পনে
কখনও চিন্তায় উড়ে যায়
কখনও চেতনায়
সামর্থ্যে থাকা সময়ের কাছে
কখনও তোমার মন জানতে চায়
আমার জীবন হয়ে
কখনও প্রতিদিন
তোমার ভিতরেই উড়ে বেড়ায।।
Samar Bhowmick Apr 2020
অণু; সহজ সরল অবয়বে
তোমার স্নেহাতুর নির্মল হৃদয়
ভালোবাসাময় মোহহীণ প্রাণ
অকুন্ঠ প্রেমের মায়াময় বন্ধন
বেধেঁছে আমায় আত্মার আলোয়।

তোমার সহাস্য সাবলীল কথাবার্তা
শান্ত সুশীল মখমলে আচরণ
স্বাধীণ চিন্তাশীল ভাবনা জাগ্রত অনুভব
পরোপকারী নিস্কাম কর্ম; আস্তিকতা
আশ্বস্ত করে আমার হৃদয়।

তোমার গতিশীল স্বচ্ছ জীবনবোধ
ভবিষ্যত যাত্রায় চঞ্চল উদ্দীপনা
ক্লান্তিহীণ ঈর্শনীয় অনুপ্রেরণা;আর
তোমার অসীম ধের্যের বাগান
আমাকে বারবার অনুপ্রাণিত করে।

তোমার সমাজ সচেতন মন
বৃদ্ধ আবাল বনিতার প্রতি ভালোবাসা
তোমার জন্মের প্রতি দ্বায়বদ্ধতা
সদা সত্যের পথে অবাধ যাত্রায়
আমি প্রশ্নাতীত বিমোহিত হই।

তোমাকে ভালোবাসী অণু
তোমায় অনুসরণে নিজের প্রতিবিম্ব দেখি
তোমার মানবতাকে সশ্রদ্ধ প্রণাম
তোমার মহত্বে পৃথিবী জাগোক
অণু; তোমাকে কৃতজ্ঞতা জানাই।
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
24 জুলাই 2020; 23:11
.
হাসি কখনও কেনা যায়না
পাওয়া যায় না মানবতার মালিকানা,
দ্বিত্তের গোপন রহস্যের মতো-
অণু আত্মার ভিতর বৃদ্ধি পায়,
তাঁর প্রেম হৃদয়ের সর্বশেষ মূল্যে
একাকীত্ব উপহার দেয়-
অদৃশ্য অস্পৃশ্য বাধা বিরতিতে-
ঠান্ডা ঠান্ডা হিমশীতল ভয়,
এবং অন্তর্গত তিক্ত ব্যথা
পুরনো শুকনো বাতাসে-
তরঙ্গায়ীত করে অন্তর।
.
নিরন্তর ভালোবাসা দেয়
আগুন জ্বালায়, শীতল আগুন-
আমার অন্ধকার হুদয়ের ভিতর,
অণু অনুভবের সবুজ বন
অনুভুতির চারণভূমি-
আবেগের পাহাড় ও বিরহ সমুদ্রে
সীমাহীণ অনন্ত বিস্তার-
স্বপ্নময় মায়ায় গ্রীষ্মের সূর্যোদয়ে-
সাত আসমান থেকে খুঁজে আনা,
উষ্ণতার স্নেহময়ী ভান্ডারের-
দ্বিধাহীন কৈলাশী আবেগ।
Samar Bhowmick Jun 2020
সমর ভৌমিক
16 জুন 2020; 00:06

অণু অন্তর নিয়ে গেছে-
আমি এখনও তাঁর দিকে তাকিয়ে,
তাঁর চোখের দিকে; এবং
তাঁর পছন্দের রঙের দিকে তাকিয়ে।

অপেক্ষা করছি ভবিষ্যতের,
কালো এবং অভেদ্য-
মরিয়া হয়ে খুঁজে চলেছি পথ,
যেন আশাহীন অন্ধকার।

আশায়; রোদের দরজা খোলবে
আঁধার কেটে ফোটবে কমল-
আহত অশ্রুজলের আবরণে ঢাকবে
কান্নার পাহাড়।

অপেক্ষায় শব্দ গুনছে হৃদয়-
দুঃখের দরজায় স্বাগত জানাতে,
সর্বশেষ নিরবতায়; যদি-
দুর্ঘটনাক্রমে ফিরে আসে প্রেম।

অচেনা একাকিত্ব শোকের কালো রঙ
ভাঙ্গা কাঁচে হৃদয় ছিঁড়ে-
বুকের ভিতর আঁকছে,
ক্রুদ্ধ ফোঁটা।
Next page