অণু এ অজানায় তোমায় খোঁজে কোথাও না পাই
অশান্তির ঠিকানায় নিতান্তই আমি ছাড়া কেউ নাই।
থুঁজেতেছি দিনরাত অসংখ্য সময়ের অজস্র প্রহর
ঘুরিয়াছি শত জনপদ পথ-প্রান্থর, পড়িয়াছে কহর
অচিন বেশে তুমি হেসে হেসে হৃদয় করেছো বশ
পাগল হইয়াছে ঘুমন্ত হৃদয় জীবন যাপনে ধস।
ভালোবাসা প্রেম হলে হৃদয়ে আগুন জ্বলে, কেমন করে বলি
ভালোবাসা সুখ এক অনন্ত অসুখ, অন্তরে চাপিয়ে চলি।
অপেক্ষা আর প্রতিক্ষায় গোনি সময়ের ক্ষণ
অণু তোমার বিরহে সদা জাগ্রত এ নিঃস্ব মন।
বুঝেও কি বুঝো না অবুঝের মতো
অপেক্ষার অন্তরালে হৃদয়ে বাড়িতেছে ক্ষত।
কোন ভুলে কতকাল আর বিরহে যাপন, এ জীবন
সীমান্ত নিঃশ্বাসে নিতে চাই একটু স্নেহময় সুশীল পবন।
ফিরে এসো অণু অজানারে ফেলে, নিয়তিরে নিয়ে সাথে
যা হবার হবে একসাথে রবে, হাত রাখো হাতে।
তোমার এ হাত এ স্পর্শ পুঁজিবো, আমি যতদিন বাঁচি
নিয়তির সাথে বিদ্রুপ নেই কভৃ, রবো কাছাকাছি।
ভালোবাসা প্রতিজ্ঞায় প্রেম, শেষ কথা শোন
উৎসর্গ এ হৃদয় স্নেহের ভান্ডারে তব, প্রশ্ন নেই কোন।।