অণু; তুমি এক সুক্ষাতি সুক্ষ নারী
তোমার পায়ে ঠাই নিতে অসংখ্য পুরুষ দাঁড়িয়ে
কিন্তু যাঁর বুকে শুধুমাত্র তুমি আছো;
অথবা যে তোমার,
সে সত্যিই সুখি দ্বিধাহীন সুখে।
অণু, তুমি এক অনন্য সুন্দরী
তারুণ্যের জন্য নয়
পরিমিত স্বাস্থ্যের জন্য নয়
সরল ত্বকের জন্য নয়
আকর্ষনীয় চুলের জন্য নয়
কেননা তুমি আত্মসুন্দরী নারী;
তোমার সরল হাসি পরামর্শ মানুষকে সুখি করে।
অণু, তুমি মহা-মুল্যবান নারী
পরিচিতির শিরোনামের জন্য নয়
শিক্ষাগত যোগ্যতার জন্য নয়
সামাজিক অবস্থানের জন্য নয়
রাজনৈতিক ব্যাপ্তির জন্যও নয়
তুমি অন্যকে সুখি করতে নিজের স্বপ্নকে উৎসর্গ করো।
অনু, তোমাকে আমি সুক্ষ নারী বলতেই ভালোবাসি
সে তোমার উৎসাহের জন্য নয়
ভালোবাসার বিচিত্রতার জন্য নয়
অনুভূতির প্রাচুর্যের জন্য নয়
কেননা তুমি ভালোবাসো সরল বিশ্বাসে সকল প্রাণ।
অণু, তোমাকে আমি আত্মসুন্দরী বলি
দৈহিক আকর্ষণীয়তার জন্য নয়
সৌন্দর্য এবং কমনীয়তার জন্য নয়
অঢেল প্রশংসা প্রাপ্তির জন্যও নয়
কেননা তোমার চরিত্রে এবং উদ্দেশ্যে বলিষ্ঠ দৃঢ়তা।
অণু, তোমাকে আমি আত্মসুন্দরী বলি
কেননা তুমি একজন শুধুই মানুষ
সকল প্রাণকে সুক্ষ স্নেহে মূল্যায়ন কর
প্রেমে অভিভুত সমাজ; সর্বদা
তুমি সর্বাগ্রে মূল্যায়ন কর মানবিকতা
শিরোনাম নয় তুমি ভালোবাসো মানবতা।