Submit your work, meet writers and drop the ads. Become a member
Samar Bhowmick Apr 2020
অণু; তোমার কাছে
আমার আত্মসমর্পণকৃত মন
আত্মসমর্পণকৃত দেহ
এবং আমাকে;
আমার হাত
আমার ভাষা
এবং আমি
তোমার ভালোবাসার প্রতিরক্ষায়।
তোমাকে ভালোবাসি
আমার দাবি
তোমাকে সন্তুষ্ট করার জন্য
সব করতে পছন্দ করি।
এবং আমার প্রত্যাশা
তুমি জিজ্ঞাসা ছাড়াই বলতে পারো
আমি হিংস্র নই
এবং আরো;
তুমি চাও আমি তোমাকে পাই
এমনকি তোমার ত্বক
আশা করে;
তুমি আমাকে কাছে ডাকো।।
Samar Bhowmick Apr 2020
অর্ন্তদৃষ্টিতে তোমাকে দেখি
তোমার জন্য কবিতাও লিখি অণু
যখন তোমার কন্ঠস্বর ভেসে আসে; কানে
তুমিও আসো; প্রাণে
আদর ছোঁয়া হৃদয়ের চোখ
ভালোবাসার জন্য পাগল হয়
খুঁটে খুঁটে ছুঁতে চায় ফুসকুড়ি তিল
হাতের আঙ্গুল শরীরের খুঁটিনাটি
আর লক্ষী পায়ে; ঠোঁট
হৃদয়ের আঙ্গিনায় আহ্লাদ; হঠাৎ
জড়ো করে সর্বনাশ; চুম্বনের স্তুপ
হাসিমুখ হারিয়ে যায় সুখের গভীরে
ঠোঁটের আলপনায়; আচমকা
চোখ খোলতেই দেখি
গরমিলে এলোমেলো সব
তুমি নেই
পাশে নেই;
কিচ্ছু নেই।
অবুঝের মতো চোখ; বন্ধ করতেই
তুমি; তোমার হাত
আমাকে ছুঁতে চায়; ছুঁ’য়
আমি হাত ধরে হাঁটি
শূণ্য আকাশ
তুমি আর আমি
জনশূণ্য প্রান্থর
মনের সুখে পাশে থাকা
বেলা অবেলায়; একান্ত আপন
তোমার শরীরের ঘ্রাণ
চতুর্দিকের জঞ্জাল হট্টগোল ছাড়িয়ে
আমাকে নিয়ে যায স্বপ্নের দেশে
খোঁপায় গুজে গোলাপ বাগান
হাতের মুঠোয় গন্ধ বকুল
তোমার কাঁধে হাত রেখে
জীবনের সিঁড়িপথ
সফল প্রেমিক;
অখচ চোখ খুলতেই
পিষে খায় যন্ত্রনার যাতাকল
আমার রাতদিন
তুমি নেই
পাশে নেই;
কিচ্ছু নেই।।
Apr 2020 · 28
নমস্কার
Samar Bhowmick Apr 2020
নমস্কার; নমস্কার দিয়ে শুরু
কেমন আছেন শব্দে প্রথম শুভেচ্ছা বিনিময়
এর পর থেকে বয়ে চলা সময়; এখন পর্য্যন্ত
এভাবেই একাকার মিলে মিশে আছে
জীবনের আনন্দ বঞ্চনার খবরাখবর
হতে পারে এটাই প্রেম; ভালোবাসাবাসি
জানে শুধু অণু।

অবিরাম বয়ে চলা জীবনের স্রোত
আমরা পাশে আছি পাশাপাশি
পাশে থাকি যন্ত্রনার নদীতে ঝাঁপদেয়া সময়
অথবা আনন্দের তীব্র যন্ত্রনায়
সাধারণ হাসি ঠাট্টায়
কষ্টের কোলাহলে একমুটো আনন্দ বার্তায়
হাসি একসাথে ভালোবাসি একসাথে
সময়ের বংশ পরমপরায়।

সেই নমস্কার; আজো শুরুতেই থাকে
শুরুতেই থাকে অণু’র স্নেহ; আমার ভালোবাসা
যদি কখনও স্রোতের তীব্রতায় অকস্মাৎ ঢল
আমাদের চোখের টলমলে জলে
হাতে হাত রাখি
নির্দ্বিধায় বুকে বুক রেখে বলি
ভালোবাসি; সূর্য্যের তীব্র দহণে
আমরা শীতল জল; শীতল প্রান
আলিঙ্গণ করি জীবনের স্রোত।
Samar Bhowmick Apr 2020
অবশেষে শুভ রাত্রি বলে বিদায় জানালে
কিন্তু তুমি কি জানো?
বিদায়ে কতবার তুমি এসেছিলে মনে
মনের বারান্দায় ঘরে উঠোনে।
অণু; তুমি কি এতবার আসার জন্য
একবার চলে গেলে?
জানি কাল প্রভাতী সংগীতে তোমার সুর ভাসবে
সূর্য্য হাসবে তোমার স্নেহে; আমিও
কিন্তু এতবার আসবে না
চলে যাওয়ার মতো।
তোমাকে বেঁধে রাখিনি
খুলে রাখি মনে, এখানে ওখানে
অস্তি মজ্জায় হৃদয়ের গ্রন্থিতে
আর সমগ্র নিউরনে
হাসি আনন্দ কষ্ট লজ্জায়
তবু তুমি এতবার আসো না
চলে যাওয়ার মতো।
Apr 2020 · 27
মৃত্যু
Samar Bhowmick Apr 2020
একটি মৃত্যুও
আমাকে দূরত্ব শেখায় না
বরং আপন সত্বাকে জাগিয়ে তুলে
কিন্তু ব্যতিক্রম বেঁচে থাকা।

আমরাও একদিন পতিত হবো
অবধারীত মৃত্যুর ঠিকানায়
মৃত্যু যেন শোক না হয় অণু
শোক; ভালোবাসাহীন নিজেকে বাঁচিয়ে রাখা।

শোক নয় শূণ্যতা নয়; নয় অসুখ
মৃত্যু; আমাদের ছড়ানো ভালোবাসা গুলো
জিইয়ে রাখে ভিন্ন ভিন্ন অস্তিত্বে
এক অভিন্ন প্রেম।

অণু আমরা শূণ্য হই আমরা দরিদ্র হই
বেঁচে থাকা অবিশ্বাস আর হিংস্রতায়
তুমি বরং আমার মৃত্যুতে আনন্দিত হইও
বেঁচে থাকুক কীর্তি ও প্রেম।
Apr 2020 · 29
জীবন
Samar Bhowmick Apr 2020
অণু; হতাশার কিছু নেই
আমি অগ্রাহ্য করি না কিছুই
মাটিকে অবাক দৃষ্টিতে দেখি
অবিকল আমার মতোই
ব্যথায় প্রসারিত জীবন।

অণু; জীবন অবিকল মিশ্রণ
এখানে আক্রমন আছে
ঘৃণা এবং ক্ষোভ আছে
সন্দেহ প্রেম আছে
স্নেহ ভালোবাসা আছে
যদি তুমি পরিবর্তন চাও
জীবন থেকে বেছে নাও।

অণু; যদি চাও ফূল ফুটোক
যদি চাও সুবাস আসুক
যদি চাও আঁধার পদতলে;
দ্রুত খুঁজে নাও আশা
হৃদয়ের গভীরে বুনো
জীবন; ভালোবাসা।
Samar Bhowmick Apr 2020
অণু; আমি না হয় আর কাঁদবো না
না হয় নিজেকে ভিজাবো না শ্রাবণের জলে
সারাটা জীবন না হয় এভাবেই কাটাবো সৌর অনলে
তাহলে কি থেমে যাবে বৃষ্টি ?

বরং তুই নিশ্চুপে এসে শ্রাবণের কবিতা শোণ
শোণ বিদগ্ধ আত্মার করুণ সুর
কতটুকু সয়ে কতটুকু জ্যান্ত আমি
পারিসতো ছুঁয়ে দিস আমায় শান্তির বারতায়।

অণু; তোর ছোঁয়ায় মেঘেরা ভেসে যাবে
আলোতে মিশে যাবে শতত আধাঁর
আষাঢ়ের মেঘে ঢাকা জন্মান্ধ চোথে
রোদ্দর নেমে এসে হেসে হেসে দিয়ে যাবে
চুম্বনের মালা; শাশ্বত প্রেম।

আয়; আমি না হয় একটানা বলে যাবো শ্রাবণের কবিতা
যদি পারিস জাগিয়ে দিস; এই নিষ্প্রাণ প্রাণ
ফুলের সুবাস নিশ্চই তুইও ভালোবাসিস
প্রজাপতির মতো; অবিরাম।

অণু; তুই এলেই কলুষমুক্ত প্রাণ
তোর সান্নিধ্যেই কবিতার বিজয়
তোর স্পর্শেই জাগ্রত ধরণী
জাগ্রত হৃদয় আত্মা ও প্রেম
তোর স্পর্শেই শান্ত হোক অন্তর্বৃষ্টির মাঠ।
Samar Bhowmick Apr 2020
বসন্ত আসে; বসন্ত এলেই
পৃথিবীসমগ্র বিষন্নতা
গ্রাস করে হৃদয়
ফাগুনের প্রথম প্রহর
দোকানে দোকানে অপেক্ষমান
রঙিন ফুল সহস্র ফুলের স্তুপ
আমার দেখা ফুলের লাশ।
বসন্ত আসে
মাঘ পেরুতে না পেরুতেই
স্নেহময় বনানীর সবুজ পাতায়
ঝিরঝিরে বসন্ত বাতাস
নতুন নাতিশিতল ভোর
ঘাসের বুকে অজস্র শিশির কণা
অপেক্ষমান মন স্থবির পা
চোখে নোনা জলে বিবর্ণ সময়।
বসন্ত আসে; বসন্ত এলেই
আমার দীর্ঘশ্বাস বেড়ে উঠে
তামাক গন্ধ ছড়ায় বাতাসে
জনাকীর্ণ কারাগার
হৃদয় পুড়ানো তীব্র গন্ধ
স্নায়ুকোষে আফিমের বিষ
অপেক্ষমান আমাদের প্রেম;
বুকের খাঁচা খুলে দেখায়
কৃষ্ণচূড়া পলাশ লাল রক্তের ছাপ।
তবুও বসন্ত আসে; বসন্ত এলেই
কোকিলের কন্ঠে অণূ’র সুর বাজে
প্রজাপতির ডানায় মেহেদিরঙা হাত
ছুঁয়ে দেয় শূণ্যতা
বরেন্দ্র হৃদয়ে শুকনো পাতার মরমর শব্দ
ভাঙ্গে স্বপ্নের পাহাড়
চারুকলা টিএসসি রমনা কিংবা সংসদ চত্বরে
জুটি বদ্ধ রমনীরা লালপাড় শাড়িতে
একত্রিত হয়; স্বাগত জানায়
দখিনা বাতাসে আনন্দ কোলাহল
গ্রাস করে শূণ্য সাহারা
নিয়তি পদপিষ্ট হয়ে আহত সময়ে
এ্যম্বোলেন্সের সাইরেন বাজে অণু’র ক্রন্দন
মুমুর্ষ হৃদয় রোগ
টিক টিক শব্দে জানান দেয়
ঘড়ির কাটা বসন্ত ও জীবন।
Apr 2020 · 33
যোগ্যতা
Samar Bhowmick Apr 2020
অণু প্রতিটি কুয়াশা কণার অন্তরালে
রোদের ঝিলিক জ্বলে
একদিন কুয়াশা গলে যায়
দুঃখজনক হয় বোকামী গুলো।

দেখ অন্তরে ভিতরের গভীরে
একটি প্রেমের জন্ম
একটি শক্তিশালী সংগীত
যেখানে অস্পষ্ট কোন কথা নেই।

যেখানে আমাদের যত্ন গুলো
চুম্বনে পরিনত হয়; আর
চু্ম্বন গুলো হৃদয়ের স্পন্দন হয়ে
প্রবাহিত হয় আলিঙ্গনে।

জন্ম জন্মান্তরের বন্ধুত্ব
নিয়ন্ত্রন করে আমাদের
প্রেম ও প্রতিজ্ঞায়
আর তোমার একেকটি হাসি
আমাকে দান করে
অসীম যোগ্যতা।।
Apr 2020 · 30
খাঁটি
Samar Bhowmick Apr 2020
তির্য্যলতা তোমরা মন দিয়ে শোন
হৃদয়ে স্বাধীণ স্বপ্ন বুনো
যতই জলভূমি হোক চারিধার
পৃথিবীতে বহু প্রাণী আছে
যাদের জীবনে প্রথম সাতাঁর
সত্য পথে জীবনের ভয় নেই
ইচ্ছাকে দৃঢ় রাখো; রাখো অবিচল
মন রাখো সত্যের পথে সদা নির্মল
আধাঁর বাধাঁর পথ পেরুতে হবে
পিছনে ফেলে সভ্যতার জঞ্জাল যতো
কাঁচা সমতল উঁচু নিচু ফেলে যেতে হবে বহুদুর
পৃথিবী সাজাতেই হবে মায়ের মমতার মতো
নিশ্চিত করো নারীর স্বাধীণতা আর সমঅধিকার
মানবতায় গড়ো সমাজ সকল সৃষ্টি বাচাঁবার
আমার দেখানো পথে হেঁটো ছোট বড় একসাথে
সমঅধিকার খুঁজে নিও মায়ের মমতাতে
ধর্ম রেখো লুকিয়ে বুকে পাঁজরের ভিতর
যেন জানতে না পায় নিজেই নিজের গতর
সস্তা দর্শনে করো না ধর্মকে মুল্যহীণ
ধর্মকে গায়ে মাখে মুর্খ অন্তঃসারহীন দ্বীন
প্রশ্ন করার ক্ষমতা দিও যার মন যতো চায়
বাক স্বাধীণতায় বিশ্বাস রেখো অপরাধ নিও না গায়
মনকে রুদ্ধ করো না, রুদ্ধ করো না চিন্তার পথ
ভিন্ন মায়ের ভিন্ন সন্তান হতেই পারে ভিন্ন মত
মতের অমিলে যুদ্ধ করোনা নিজেকে করোনা ক্ষিপ্ত
জ্ঞানের মেলায় নিজেকে মিলিয়ে আত্মা করো তৃপ্ত
আমাদের যুক্তিতে ঈশ্বর নহেন তাঁর নিয়মিত কর্মে
শাস্তি যেন না পায় সে যার বিতর্ক ধর্মে
তোমার বিশ্বাস রেখো ঈশ্বর পারেন সদা সকল কর্ম
তিনিই পারেন শাস্তি দিতে যিনি বিতর্কিত করে ধর্ম
গুরু জনে শ্রদ্ধা রেখো ঈশ্বর জ্ঞান করে
ছোট সখায় ভালোবাসা দিও উদার মন ভরে
সকল জীবে প্রেম রেখো আর গাছপালা মাটি
প্রেম সত্য মানবতায় তোমাদের জীবন করো খাঁটি।।
Apr 2020 · 31
শিশু
Samar Bhowmick Apr 2020
অণু আমার ভালোবাসার প্রতিনিধিত্ব করো
খুলে রেখেছি অন্তরাত্মার দ্বার
যদিও ভালোবাসা আত্মার পক্ষে সবসময় নয়
কোথা থেকে এসেছো কেউ কখনও জানবে না
আমি জানি মানুষ চক্রান্তে লুকিয়ে থাকে
সম্মূখে কেবল ধন্যবাদে হাসি ঠাট্টা
কারণ সবাই জানেনা কিভাবে ভালোবাসতে হয়
কিভাবে হৃদয়ের আলো খুঁজতে হয়
জানে শুধু ভালোবাসার নিখুঁত অভিনয়
যেন নিজের ব্যাগ থেকে টেনে বেরকরা তৈজস
অণু তপ্ত রোদে গাছের নীচে যে ছায়া
তা কখনও পুরনো হয় না
তোমার জন্য যে ভালোবাসা এনেছি
অবিকল গাছের ছায়ার মতো
বিনষ্ট মৃত দেহের অবিনশ্বর আত্মার মতো
হৃদয় শক্ত করে বুঝে নিও
বয়সের পরিধি নগন্য হলে বিশ্বাস দৃঢ় নয়
বয়স চাকরের মতো হৃদয়কে সমৃদ্ধ করে
আর হৃদয় সংশোধন করে আত্মা প্রাণ অন্তর
তুমি জীবনের ভালো জ্ঞাণী বন্ধু
প্রায় কিংবদন্তির মতো মনে হয়
তুমি আত্মা প্রাণ এবং হৃদয়ের আবরণ
ভালোবাসা শেখা জগৎ দেখা চশমার নতুন কাঁচ
তোমার আবেগময় স্নেহ গুলোর কাছে আমি
পঁচিশ ডিসেম্বর পবিত্র রাতে
অবাক দৃষ্টিতে সান্তাক্লজ দেখা শিশু।
Apr 2020 · 28
প্রথম
Samar Bhowmick Apr 2020
অণু; আমার মনস্তাত্বিক কাঠামো অস্তিত্ব
তোমার আপন স্নেহে নিমজ্জিত
আমার স্পষ্ট নষ্ট অস্পষ্ট মত
তোমাতেই ভাসমান
তুমিই আমার আত্মা ভেদ করা
নিখুঁত লেজার রশ্মির বজ্র ঝড়
তুমিই বানিয়েছো প্রেমিক
যদিও তুমি ছুঁয়ে দ্যাখোনি
পরমাত্মায় তোমার বজ্রধ্বনি
এবং বাজ
তোমার স্নেহের দমকা ঝাপটা
এবং যত্মশীল চুম্বনের স্বাদ
আমার শ্রেষ্ঠ আনন্দ উপভোগে
আবেগের আর্তনাদ করে
বদলাতে চায় আমার দেহ পৃথিবী
চায় জন্মান্তরে সংস্কার হোক
আমাদের প্রত্যাশিত আনন্দলোক;
কেননা; তুমিই
সেচ্ছাচারীতা পরিস্কার করা
পরাক্রমশালী এক মহৎ মানবী
তুমিই আমার একাকীত্বে
দৃষ্টিসমুদ্রে ঝড়ো বৃষ্টির জলে
অন্তরের অতলে
ডুবে থাকা একটি নাম
তুমিই বৈশাখের প্রথম ঝড়
শরতের প্রথম শিশির
ফাগুনের প্রথম ফুল
প্রভাতের নতুন আলো
আর জন্ম জন্মান্তরে
আমার প্রথম অণু।।
Samar Bhowmick Apr 2020
অণু!!
তোমার হাস্যজ্জ্বল
মুখ;
আমি ক্ষুধার্ত।
অপেক্ষা করছি
আশা পূর্ণ হবে;
আশায়।
একদম চুপচাপ;
নিরবে
একটি চুমু চাই।
তবু বিভ্রান্ত ভাবনা
কেঁপে উঠে বুক
অচেনা গর্জনে।
আমার সুক্ষ আত্মা
শুনতে চায়
অন্তরে কান পেতে।
বুকের শতত শূণ্যতায়;
তোমার
একটি চুমু
চুমু’র রহস্যময় শব্দ।
Samar Bhowmick Apr 2020
অণু মনকে আমি মন্দির বলি; ভালোবাসায়
তুমি মসজিদ গির্জা প্যাগোডা যাহাই বলো
মনের জমিন অতি পবিত্র জেনেই বলো
সে যদি হয় মানুষের
হোক সে অচিন অচল মানুষ
ভালোবাসা পবিত্র ভুমির পবিত্র ঘর।
সে মন্দিরেই বাস আমার আজিবন
যেখানে হিংসা নেই বিদ্রুপ নেই প্রতিযোগীতা নেই
নেই লাভ লোকসান হিসেবের খাতাপত্তর।
আমি তোমার খাতাপত্তরহীণ উচ্চারিত শব্দ
ভালোবাসি শব্দটাকেই শুধু ভালোবাসি না অণু
আমি ভালোবাসি, ভালোবাসি শব্দের ভিতরের বিশ্বাস
ভালোবাসি শব্দের গভীরে থাকা সততা সাম্য
ভালোবাসি শব্দের অলংকার মানবতা
ভালোবাসি শব্দের দৈর্ঘ্য ধৈর্য্য
ভালোবাসি শব্দের উচ্চতা শ্রদ্ধা
ভালোবাসি শব্দের গভীরতা স্নেহ
ভালোবাসি শব্দের প্রশস্ততা বন্ধুত্ব
আমি ভালোবাসি, ভালোবাসি শব্দের ঘনত্ব একাত্বতা।
তুমিও ঠিক আমার মতোই ভালোবাসো অণু
আমাকে, পৃথিবী, আমাদের প্রজন্ম ও পরিবেশ
ভালোবাসো আমাদের চেনা অচেনা স্বজন সুহৃদ।
তোমার মাতৃত্বে সেরা মানুষের প্রজন্ম চাই অণু
স্বর্গ থেকে ঈশ্বর নেমে আসুক
আমাদের নব প্রজন্ম মাঝে।
ভালোবাসা সেরা উপহার হোক আগামীর
পৃথিবী হোক উপহারময় শান্ত সুশীল
ভালোবাসায় খন্ডিত না হোক
পরিবার গোষ্ঠী সমাজ রাষ্ট্র।
পৃথিবী জুড়ে হোক একটি পরিবার
সকল প্রানের সম বিন্যাসে সম অধিকারে
প্রাণ প্রাণী তৃণ সবে হোক একাকার
আমাদের সাম্য স্নেহ শ্রদ্ধা ভালোবাসার বন্ধনে।
Samar Bhowmick Apr 2020
পৃথিবীতে ছড়াই দৃষ্টি হোক রোদ বৃষ্টি তুমি নেই
আনন্দ আয়োজন বিরহ কষ্টে আছো তুমি সেই
অদেখা অণুভব অন্তরে দখল করেছো সব
কাজ কর্ম সেবা ধর্ম কিংবা বাকিসব
অণু সে-ই কি তুমি
বলি অন্তর্যামী?

আনমনে হাত বাড়ায় ছোঁয়া তাড়া’য় তুমি নেই
ঘুমুতে চাই বিছানায় যাই চোখ বুজলেই সেই
ভাবি আনমনে দখল কেমনে করেছো সব
ভাবনা নিদ্রা কিংবা সকল কলবর
অণু সে-ই কি তুমি
সয়ং অন্তর্যামী?

অবনতশিরে প্রার্থনায় যাই ঈশ্বর ভাবনা চাই ঈশ্বরে চোখ বুজি
ঈশ্বরে ডাকি যেন বিশাল ফাঁকি আনমনে তোমাকে খুঁজি
মনে মনে ভাবি কখন কেমনে দখল করেছো সব
ঈশ্বর প্রার্থনা কিংবা প্রার্থনার স্তব
অণু সে-ই কি তুমি
যিনি অন্তর্যামী?

ফাগুনের ফুলে উঠছে দোলে সকল নবীণ প্রবীণ শাখা
বসন্ত সুখে বিরহ দুঃখে তোমার ছবিই আাঁকা
কষ্ট সুখে প্রার্থনা প্রেম সব তোমাতে বন্দি
তুমিও ঈশ্বরে করেছো ভীষণ ফন্দি
অণু সে-ই কি তুমি
অন্তর্যামী?
Apr 2020 · 31
ক্লান্তি
Samar Bhowmick Apr 2020
অণু আমি আজ খুব ক্লান্ত
এক দন্ড বিশ্রাম
তোমার স্নেহময় শরীরের ঘ্রাণ
প্রশান্তির বিশ্বস্ত ঘুম
নিরবতায় তোমার নিঃশ্বাসের শব্দ; আর
জানতে চাই জীবনের পরিধি।

অণু আমি খুবই ক্লান্ত আজ
চৈত্রের কাঠফাঁটা রোদ্দুর
তোমার শান্ত শ্যামল ছায়া
তৃষ্ণার্ত ও পিপাসার্ত হৃদয়
করুনাহীণ মায়ার একফোঁটা জল
তোমার ছায়ায় জড়িয়ে চুলের ঘ্রাণ; আর
চাই গ্রীবায় অজস্র চুম্বন।

অণু আমি সত্যিই খুব ক্লান্ত আজ
বৈশাখ জৈষ্ঠ আষাঢ় পেড়িয়ে
আজ মধ্য বয়স্ক শ্রাবণ
একগুচ্ছ বৃষ্টি ভেজা কদম
অপেক্ষার সীমানায় তোমার সান্নিধ্য
দু প্রহর একান্ত সময়; আর
একমুটো শ্রাবণের বৃষ্টি চাই।
Apr 2020 · 37
প্রেম
Samar Bhowmick Apr 2020
অণু
ভালোবাসা ঐশ্বরিক শক্তি
এ এক অদৃশ্য আলোক বিচ্ছুরণ
হৃদয়ে এক অমৃত তরঙ্গ ধারা
অসীম আকাশে নব বিচ্ছুরিত তারকা
আমার শব্দে
আমার ভাবনায়
আমার চিন্তা চেতনায়
আমার স্বপ্নে ও কল্পনায়
আমি চাইলেই লুকাতে পারি না
এ যেন এক বজ্র বিদ্যুৎ
অথবা
কোমল রশ্মিতে দ্রবিভূত
এক মায়ার পাহাড়।
অথচ
আমার সূর্য সমেত সহস্র সমস্যা  
মে্ঘাচ্ছন্ন অন্ধকার পৃথিবী
বন্যার ঘৃণীত জলের মতো
ঢালে ঢলে যাচ্ছে জীবন।
সত্যিকার প্রেম
ব্যথার বিষে নিয়ৎ গোসল
তবু বলি
আমি এখনও উষ্ণ আছি
ব্যাথা
উল্লাস
আনন্দ
আবেগ ও উষ্ণতায়।
তাই
গান গাইতে গাইতে
ঈশ্বরকে বলি
আমি তোমাকে ভালোবাসী।
Samar Bhowmick Apr 2020
অণু অহরহ ভালোবাসি তোমায়
ভালোবাসা মানুষকে প্রতিগ্রহ করে
তুমি ঐ শূণ্যের দিকে তাকাও
দ্যাখো স্বচ্ছ আকাশের নীল
দ্যাখো নক্ষত্রের মেলায়
একটি উজ্জলতম নক্ষত্র;
তুমি সেই ।

অণু আরো দুরত্বে দ্যাখো
শুধু নীলের মেলা
সে আমার অশ্রু
এক অফুরান সমুদ্র
আমাকে আবেগ বিলিয়ে দেয়;
হৃদয়ের তরঙ্গে।

আমার স্বপ্ন গুলো দ্যাখো
আমরা আমাদের
যেখানে তোমার অর্ন্তরভূক্ত হৃদয়
একজন নারীকে ভালোবাসে
আর সেই নারীর অনন্ত উপহার;
আমার অমৃত প্রেম।
Apr 2020 · 28
সমাধি
Samar Bhowmick Apr 2020
বিশ্বাস ছাড়া পুরোটাই জীবনের দৌড়
শুধু নতুন নতুন পথের শুরু
বিশ্বাসহীণ জীবনে ভালোবাসা খুঁজতে
যে হাতটিই আমরা ধরি অণু
সে হাতটিই হাসি থেকে বেড়িয়ে যায়
আর জীবন পায় অশ্রুপূর্ণ গর্ত
সরে যায় জীবন
অবিশ্বাসে উপায় নিরুপায় হলে
ব্যর্থতায় পারস্পারিক সহায়তা
আর ভালোবাসি শব্দটা
শোকে শোকের শব্দ
ব্যস্ত পদক্ষেপে হৃদয়
সাইরেন বাজায়
পর্দার রঙ ফাগুনে সাদাকালো হলে
সুর্যের আলোও অন্ধকারে হারায়
অবিশ্বাসী মেঘের আড়ালে
চিন্তা চেতনা ঘোর অন্ধকারে ঠাঁই নেয়
নিশ্চিত ভাবনাগুলো ধাক্কা দেয় আধাঁরে
ছিঁড়ে ফেলে হৃদয়ের মাথা
মস্তকহীন হৃদয় বিশৃঙ্খলা গিলে খায়
জীবনের সমাধী রচনায় ।।
Apr 2020 · 39
অজানা
Samar Bhowmick Apr 2020
অণু; আমাদের আত্মা এক অবিনশ্বর সত্তা
আত্মার অদৃশ্য জঠরের ভিতর
প্রাণ অন্তর হৃদয়ের অদৃশ্য বলয়
আত্মার ভালোবাসা অদৃশ্য বাঁধন শূণ্য
আত্মায় কোন প্রাচীর নেই; সীমানা নেই
এমনকি কোন দেয়াল নেই কোথাও
অন্যদিকে অত্যন্ত চঞ্চল মন; প্রায় অপ্রতিরোধ্য
উচ্ছৃঙ্খল মন ভালোবাসার নামে বর্ণিল কথা বলে
নিয়ন্ত্রিত শরীরে শান্তি চায়: প্রশ্রয় চায়
আত্মা চায় সংহতি বন্ধুত্ব সহায়তা জাগ্রত বিবেক
জানো অণু ? মানুষের জন্মের সময় আত্মা থাকে উদার
বিস্তৃত এবং অনণ্য শান্তিপূর্ণ অন্তর প্রাণ হৃদয়
কিন্তু মন; শরীর ও আত্মাকে শাসন করে
দখল করে নেয় দৃষ্টি বিবেক বৃদ্ধি; আর
পার্থিব হিসেবের সকল অনুসঙ্গ
শরীর হতে বিভক্ত করে প্রাণ অন্তর হৃদয়
অগ্নিশর্মা যুদ্ধ করে বুদ্ধিমত্তার সাথে
প্রাচুর্য্যের অবগাহনে ছুটে নির্দিধায়
প্রলম্বিত মন সবার আগে বেছে নেয়
সমৃদ্ধি সৌন্দর্য্য রোমাঞ্চকর পার্থিব সুখ
কৌশলী শরীর হতে আত্মা অপসারন করে
পদদলিত করে অন্তর প্রাণ হৃদয়
জানো অণু ! প্রতিটি মানুষ
একটি মহান আত্মার জন্য জন্মেছিলো
আমাদের মতো মানবতাময় ভালোবাসার ভিখিরি হয়ে
অথচ মনের অপরিমিত দারিদ্রতায় বুদ্ধিমান প্রাণীগুলো
প্রাচুর্য্য প্রলোভনে শক্তিশালী জীবনধারার আশায়
মানবতহীন অহংকারী বুদ্ধিমান মানুষ
চিনেনা প্রাণ অন্তর হৃদয়; চায় না কল্পনার মুক্তি
মনে দুর্ভেদ্য অন্ধকার জানেনা জম্মের হেতু।।
Samar Bhowmick Apr 2020
অণু নিরবতার চেয়ে ভয়ঙ্কর কিছু নেই
নরক যন্ত্রনায় থাকলেও তোমাতেই সুখ স্বর্গ
বিদায় বেলায় তোমাকে সম্ভোধন করতে
হাত ছুঁয়ে তোমাকে অস্পষ্ট স্বরে ডাকতে চাই
জানিয়ে যেতে চাই তোমার মানবতাময় হৃদয়ের
প্রেমময় চিন্তা এখনও আমাকে জাগ্রত রেখেছে
স্নেহের প্রয়োজনে আজো অপেক্ষায় রেখেছে
মূল্যবান ভালোবাসার গণনাহীন অপেক্ষা
সমস্ত কিছু থেকে বিদায় নেওয়ার আগে
আবারও ক্ষীণকন্ঠে বলতে চাই ভালোবাসি।

চাই মৃত্যু বিশেষ দিন হয়ে আসুক
মনে রেখো চুড়ান্ত বিদায় পর্যন্ত
মুক্ত হবেই ধর্মান্ধ স্বার্থান্ধ পৃথিবী
আজ অবাস্তব ভাবনা বলে মনে হলেও
অহিংস প্রেম একদিন যুদ্ধে জিতবে
বিশেষ গৌরব দিবে সভ্যতা
যদিও খুব দ্রুত আশা করিনি।

শুধু পূর্ববস্থায় ফিরে যেতে তোমার শব্দ চাই
মনের ক্যানভাসে সবচেয়ে আন্তরিক শব্দ
আমি বিভক্তি জানি না অণু
জানি স্নেহ সম্মান আনুগত্য ভালোবাসায় বৃহত্তর
ভালোবাসি শব্দের চেয়ে কোন বৃহৎ শব্দ নেই
তোমার ঠোঁটে ঠোঁট না থাকুক
তুমি যতই বধির চুপচাপ অথবা দূরে থাকো
আমার নরক যাত্রায় স্বর্গের স্পর্শ দিও।।
Samar Bhowmick Apr 2020
অণু এককীত্ব মানে জানো
একাকীত্ব মানে মা’য়ের অনুপস্থিতি
জীবনের দুর্ভেদ্য সময গুলোতে
মা’য়ের উপস্থিতি চাই
চাই মা একটু ভালোবেসে বলুক
এ তেমন কিছু নয় খোকা
এগিয়ে যা।
কখনও কখনও একান্ত দুঃখ গুলো
মায়ের বুকে মাথা রেখে বলতে ইচ্ছে করে
ইচ্ছে করে বলি
মা তুমি আমাকে আশির্বাদ করো।
কখনও কখনও মনের অজান্তেই ভাবি
বাসায় ফিরে মাকে বলবো
আজ তুমি রান্না করবে মা
কতদিন তোমার হাতের খাবার
আমার জোটেনি।
কখনও কখনও অণু
তোমার উপর অভিমান হলে
ইচ্ছে করে মা’কে বলি
যখন মনে পড়ে
আমার অভিযোগ শোনার আগেই
মা অভিমান করে চলে গেলেন
তখন ভিষণ একা লাগে অণু
ভিষণ একাকীত্ব গ্রাস করে আমায়।
কখনও কখনও সুর্য্যের আনন্দ সংবাদগুলো
মা’কে দিতে ভিষণ ইচ্ছে করে
যখন মনে পড়ে যায়
মা আমাদের সকল সংবাদ অগ্রাহ্য করেছেন
তখন বুকে ফেটে রক্ত ঝড়ে চোখে
তোমাকেও তখন টানে না অণু
এর নাম একাকীত্ব।
অণু কখনও কখনও তোমার সুস্বাদু রান্নায়
মায়ের কথা মনে পড়ে যায়
ইচ্ছে করে বলি
সেদিনের মতো মা’কে খাইয়ে দাও
মনে পড়ে তোমাদের স্নেহ শ্রদ্ধার বন্ধন
তখন আমি বড়ই অসহায় একা
বাঁচি নিঃসঙ্গ আপন একাকীত্বে।
Samar Bhowmick Apr 2020
অণু দ্যাখো একদিন ফিরে আসবেই
আমাদের পূর্বনির্ধারিত প্রেম
আমি প্রতীক্ষায় আছি
জন্ম থেকে জন্মান্তর পর্য্ন্ত
একদিন আমাদের সময় পরিপক্ক হলে
আমার কান্না;
আমার অপেক্ষাময় প্রেম
তুমি নিশ্চিত নিশ্চিন্ত নয়নে দ্যাখো;
অনন্ত ভালোবাসা
দিন দিন বড় হচ্ছে আমাদের ভিতর
আজন্ম অপেক্ষা শেষে
মনোরম বৃষ্টিতে আমরাও ভিজবো একসাথে
এমন ভাবনায় আমি; আর
উদারতায় ছুটে যায় প্রাণ; ভাবি
সকল অন্ধকার গহ্বর মিলিয়ে গেলে
আমাদের দেখা হবে কৈলাসে;
জীবনে সুখের কারণ
অবিকল তোমার পারফিউমের মতো হবে
পৃথিবীর গন্ধযুক্ত বায়ু
অবিচ্ছিন্ন ঠোঁটের ভাষায়
বাস্পায়ীত হবে আশার ভিজা জল
তোমার চোখে তারার মেলায়
ফিরে আসবেই
আমাদের পূর্বনির্ধারিত প্রেম
মুছে ফেলো আশার ভিজা জল
অণু তোমাকে সহস্র আদর।
Apr 2020 · 35
অসহ্য
Samar Bhowmick Apr 2020
আমি কোন সভ্যতার জানি না অণু
যদিও আমি সর্বশেষ সভ্যতার বংশোদ্ভূত
তবু আমি মানবিক সভ্যতা চাই
যে সভ্যতা সন্তানকে বিভক্ত করে
নারী আার পুরুষে;
এতটা দৃষ্টতা অসহ্য আমার।
সে সভ্যতা মায়ে’র স্নেহকে বিভক্ত করে
নারী আর পুরুষে;
এতটা নির্লিপ্ততা অসহ্য আমার।
যে সভ্যতা পৃথিবীর জমিনকে বিভক্ত করে
নারী আর পুরুষে;
এতটা বুদ্ধিদীপ্ত সন্ত্রাস অসহ্য আমার।
যে সভ্যতা কর্মকে বিভক্ত করে
নারী আর পুরুষে;
এতটা স্বার্থপরতা অসহ্য আমার।
যে সভ্যতায় অধিকার বিভক্ত হয়
নারী আর পুরুষে;
এতটা বেহায়াপনা অসহ্য আমার।
যে সভ্যতায় ভালোবাসা দালিলিক
যে সভ্যতায় দলিল অধিকার দেয় সঙ্গমের
যে সভ্যতায় সমঅধিকার নেই নারী আর পুরুষে
সেই যন্ত্রনাময় সভ্যতা অসহ্য আমার।
আমি কোন সভ্যতার জানি না অণু
যদিও আমি সর্বশেষ সভ্যতার বংশোদ্ভূত
তবু যে সভ্যতায় নারী প্রহরীর পাহারায়
পুরুষ মানেই বন্য;
সেই জঘন্যতম যন্ত্রণা অসহ্য আমার
আমি সেই সভ্যতা চাই না।।
Samar Bhowmick Apr 2020
অণু; আমার কাছে তোমার চাওয়া
সামান্য স্নেহে সামান্য কোমলতা
এছাড়া আমার কাছে চাওয়ার
আর কি আছে তোমার?

তাও সব সময় নয়
যখন তোমার অনুভুত হয়
স্নেহ ভালোবাসা বেঁচে থাকার পথ
যখন তুমি নিশ্চিত হও
জীবনের বাঁধা পেরোতে
ভালোবাসাই সবচেয়ে নিরাপদ।

ভালোবাসাই জীবনের নিশ্চিত দাবী
শতত ভুলের বেড়াজালে
যখন যতোই সংকট আসুক
জীবনের পরিধি জুড়ে।

আত্মার আপন নিঃশ্বাসে
সমস্ত জৈবিক এবং মানবিক উষ্ণতায়
আমার খাঁটি হৃদয়ের
অন্তরের শ্রেষ্ঠ সক্ষমতায়
প্রাণের প্রাণান্ত স্নেহ চাও তুমি।

কেননা তুমি জানো
আমার কাছে অত্যাচারীর ফাঁদ নেই
নিরাপদ তোমার স্বপ্ন
তোমার সকল প্রত্যাশা
নিশ্চিত বিলুপ্তিহীণ প্রেম
বংশ পরমপরায়
দীর্ঘদেহী বিশ্বাস ভরসা
আর হৃদয়ে সদা সঙ্গমরত
আমাদের ঈপ্সিত ভালোবাসা।।
Samar Bhowmick Apr 2020
কবি; তুমি ছন্দের প্রতিযোগীতায় যাও
এক বার পুরস্কার নিয়ে আমাকে হাসিমুখ দেখাও
তোমার হাস্যেজ্জল ঠোঁটে আমি আলপনা আঁকতে চাই।

অণু; আমি কবি
আমার ছন্দের কোন প্রতিযোগীতা নেই
আমি প্রতিযোগীতায় যাবো;
যেদিন পৃথিবীর অণু’রা মুক্ত স্বাধীণ।

কবি; তোমার কথা আমি বুঝতে পারিনা
কোথায় আমার স্বাধীণতা নেই ?
আমি তো স্বাধীণ
স্বাধীণ দেশের স্বাধীণ নাগরিক
অথচ; তুমি বলছো আমি স্বাধীণ নই।

অণু; স্বাধীণ দেশের নাগরীক হলেই স্বাধীণ হওয়া যায় না
আমি চাই তোমার পূর্ণ মানুষের অধিকার
নারী নয় মানুষ শব্দটি চাই
দালিলিক বন্ধনে নারীকে বন্দি নয়;
তোমার ইচ্ছের অধিকার
কথা বলার অধিকার
জানার পূর্ণ অধিকার চাই।

কবি; এই অধিকার গুলো আমার আছে
তুমি আমাকে এতো ভালোবাসো
এত ভালোবাসা কোথায় আছে বলো?
তুমি আমাকে বলতে দাও
প্রশ্ন করতে দাও
আমার ইচ্ছের মুল্য দাও
তারপরও আমার অধিকার কিসে?
কবি একটু সহজ করে বলো

অণু; আজ শত সহস্র অণু’রা গৃহবন্দি
শিক্ষা থেকে বঞ্চিত
অধিকার বঞ্চিত
এমনকি কর্ম বঞ্চিত
অজস্র মানুষ আজও শুধুই নারী
সাম্য নেই মানবতা নেই
শুধু স্বর্গের অপেক্ষায় অতিক্রান্ত দিন রাত্রি।

কবি; অন্যের কথা ছাড়ো
সুন্দর ছন্দের প্রতিযোগীতায় যাও
বিশ্ব তোমাকে চিনুক; জানোক
অভিনন্দন বার্তা আসুক
আমি সুখি হবো
খুশি হবো
হাসবো
আনন্দে মাতবো তোমার সাথে।

অণু; আমার প্রজন্মের জন্য শান্ত পৃথিবী চাই
প্রজন্মের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত না হলে;
আমি ছন্দ কোথায় পাবো দেবী?
ধর্মান্ধতা গ্রাস করেছে সমাজের চারিধার
আগামীরা ঝুকে পড়ছে অন্ধকারের অতল গহ্বরে
তাদের আলোকিত পথ না দেখানো পর্য্ন্ত;
আমার তো কোন প্রতিযোগীতা নেই!

কবি; তুমি ছন্দের জাদুকর হও
এত কিছু ভাবনা তোমার জন্য নয়
তুমি রাজনীতিবিদ নও
রাজনীতি তুমি বুঝো না তোমার কর্মও নয়
তোমার বুঝবার দরকারও নেই
তুমি শুধু সুন্দর ছন্দ লিখবে
মানুষ পড়ে আনন্দ পাবে এইতো যথেষ্ট
এর বাহিরে কেন ভাবছো কবি ?

কেন ভাবছি?
অণু; আমি কবি
পার্থিবতার হিসেব আমার জানা নেই; প্রয়োজন নেই
আমার প্রয়োজন একটি মানবিক সমাজ
যেখানে আমাদের প্রজন্মের সমান অধিকার
অনন্ত ভালোবাসময় আধুনিক সমাজ
যেখানে প্রবাহমান সাম্য ন্যায়; মানবতায়
সবার অন্তরের অন্তস্থলে নিজস্ব ধর্ম
ধর্মান্ধতা মুক্ত কুসংস্কারহীন উন্নত জতিস্বত্বা
মুক্ত স্বাধীণ নির্মল নিরাপদ ভূখন্ড; আর
বাক স্বাধীনতার পূর্ণ অধিকারে
বিভেদহীন পৃথিবী আমি উপহার দিতে চাই।

কবি; তবু আমি চাই তোমার একটা পুরস্কার আসুক
তুমি একবার শব্দ প্রতিযোগীতায় যাও
আমাকে অন্তত একটা পুরস্কার এনে দাও
তোমার ছন্দের পুরস্কারে আমার হৃদয়
নতুন করে একবার তরঙ্গায়িত করো।

অণু; আমাদের শিশুরা বাগানের ফুলের মতো প্রস্ফুটিত হবে
দ্বিধাহীন বাধাহীন আর দিঘীর কলমিলতার মতো স্বাধীন বেড়ে উঠবে
ভবিষ্যতের জন্য উপহার দিবে স্বর্গসম পৃথিবী
এর চেয়ে বড় প্রতিযোগীতা নেই
এর চেয়ে বড় পুরস্কার আমার জানা নেই দেবী।

কবি; তোমাকে প্রণাম
এসো আমাকে আর একবার তোমার বুকে জড়িয়ে ধরো
আমি তোমার হৃদয়ে হৃদয় মিলিয়ে তোমার স্বরে বলতে চাই
কবি; তোমার কোন প্রতিযোগীতা নেই।

একত্রেঃ আমাদের প্রজন্মকে স্বর্গসম পৃথিবী উপহার দিতে চাই
সবার অধিকার সমুন্নত রেখে
শ্রদ্ধা স্নেহ ভালোবাসায় মানুষ হওয়ার পরিবেশ দিতে চাই
নতুন প্রজন্মের জন্য আমাদের উপহার হোক মানবিক পৃথিবী।
Apr 2020 · 29
আগুন
Samar Bhowmick Apr 2020
অণু; হৃদয় পোড়ায়
যে অনুভুতি
সেটা নিশ্চই প্রেম; বা আগুন
তুমি উত্তরটি এড়িয়ে বললে
রহস্যজনক প্রশ্ন
আমাদের ভালোবাসা দ্যাখো
জ্বলন্ত ভাট্টির উপর
মিশ্রিত দু’টি দেহ; অনন্ত স্বাদ
এবং আদ্যন্ত সুগন্ধি
অসহ্য উত্তাপে
আত্মার কানায় কানায়
যদিও সত্য
আমাদের লোভী দু’টি মন
আলাদা পৃথিবীর
একত্রিত করেছি; আমার
তোমার অর্ধ আকাশ
পূর্ণ বিবেক
শ্রদ্ধা-স্নেহ-বিশ্বাস; আর
কালের গহ্ববরে লুকানো
অজানা আলো অন্ধকার।।
Apr 2020 · 30
অবহেলা
Samar Bhowmick Apr 2020
অণু’র সামান্য অবহেলা
জীবান্তক কষ্ট দেয় আমায়
বিরহ জাগে প্রাণে
যেন আমি অন্ধকার গ্রহে
অথবা হঠাৎ
কেউ নিভিয়ে দিলো তাবৎ দুনিয়া
মহাকাশের কৃষ্ণ গহ্বর গ্রাস করলো
আমার স্বপ্নময় পৃথিবী; আর
অন্তিম যাত্রার মতো আমি নিঃস্ব একা
পথ হারা বেদুঈনের মতো
ঠিকানা বিহীন হাঁটছি আর হাঁটছি
পথের বাঁকে বাঁকে; অনন্তপথ
অণু’র সামান্য অবহেলায়
শিমুল তুলোর মতো উড়ে
দুঃখের তপ্ত দীর্ঘশ্বাস
ফুলের বাগান গুলো
ভূতুরে চিতা
জ্বলে অদৃশ্য আগুন অগ্নিগর্ভা হৃদয়ে
চোখের কার্নিশ বেয়ে নোনা লাভার স্রোত
ভাসিয়ে নেয় মায়াময় সবুজ;
কুয়াশার গাঢ় আস্তরণে ঢাকে
আমাদের বর্নিল বসন্ত গুলো
অণু’র সামান্য অবহেলায়
দীর্ঘশ্বাসের পাখায় করে
ঈশ্বরের কাছে ছুটে যায় হৃদয়
অবুঝ শিশুর মতো হাজারো প্রশ্ন
প্রশ্ন গুলো আমাকে নিয়ে যায়
ভুলে যাওয়া সময়
আর নির্বাচিত ত্রুটির বাগানে
ঈশ্বর মনে করিযে দেয়
অভিযোগ ভালোবাসা নয়
অভিযোগে ভালোবাসা নেই
দোষ নির্বাচনে ভালোবাসা থাকেনা
জ্ঞান ফিরে অভিযোগের সৎকারে
তোমার কাছে ফিরি নির্দ্বিধায়
ভালোবাসি অণু তোমায় ভালোবাসি
তবু তোমার সামান্য অবহেলা
আমাকে তাড়িত করে নষ্টের বাগানে।
Apr 2020 · 36
শূণ্য আশা
Samar Bhowmick Apr 2020
কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ পাইনি আজও
সম্পর্কের বেড়াজালে যতটুকু ভালোবাসা
পুরুটাই দ্বায়িত্বের নিজস্ব সীমানায়
অহংকারী গাম্ভির্য্য; আহত মন
নিরবে পুষে রাখি অবয়বের অন্তরালে।

জানিস অণু
অবহেলা প্রান্তরে মুঠোফোন
সাধারণ শুভেচ্ছা আসেনা কখনও
অথবা কোন কুশল সংবাদ
রিংটোন যেন তাচ্ছিল্যের চিৎকার
আত্মার সবুজ বনে অকষ্মাৎ দাবানল।

জানিস অণু
খরস্রোতা জীবনের পরতে পরতে দীর্ঘশ্বাসের ঢেউ
জীবনের দৃশ্যমান ভালোবাসাটুকু নিপুণ অভিনয়
তাঁরা মহান; যদিও নিছক কর্তব্যের দাবীদার
তির্যক শব্দ বেদানায় তবু দাঁত কেলিয়ে হাসি
বেদনাভূতি শূণ্য অবুঝ শিশুর মতো।

জানিস অণু
সম্পর্কের উপরে ভাসমান যে বিশ্বাসের সর
সবটাই মরুভূমির অনুর্বর শুষ্ক বালির পাহাড়
রস শূণ্য ঝরঝরে দৃষ্টি নন্দিত ঝলমলে বন্ধন
মুহুর্তেই উড়ে যায় দীর্ঘশ্বাসের বাতাসে।

জানিস অণু
রক্ত ধর্ম স্নেহের বন্ধনটুকুও ভাসমান কচুরিপানা
মানবতার অনন্ত দৈনদশায় দুর্বল দিন দিন
অর্থহীন অর্থে ব্যাপক স্নেহের সম্ভার; যেন
উন্মূখ হয়ে থাকা আমার লাশ টানা বেয়ারা।

জানিস অণু
নিতান্তই একান্ত আপন নিজস্ব সম্পর্ক গুলো
বারবার প্রণাম করে বিনিময়ের বিকলাঙ্গ পায়ে
কচুরিপানার মতো ভাসমান স্নেহের মানবতাটুকু
অবিকল সামাজিক মর্যাদার কোন এক সূচক।

জানিস অণু
তাচ্ছিল্যের পাহাড়ে আমি বনফুল কুড়াই
ঢেউ ভেঙ্গে লবনজলে ফেনা তুলি অলিন্দে
একাকীত্ব ঘোরপাক খায়; তবু আনন্দ
জগতে মানবতাহীন স্বার্থের ঘোর অন্ধকারে
আমরা এখনও ভালোবাসি শূণ্য আশায়
বেঁচে আছি নিঃস্বার্থ প্রেমিক যুগল
আমিও আমার শব্দে গ্রাস করা সভ্যতায়।।
Samar Bhowmick Apr 2020
আমি আস্তে আস্তে নির্ধারিত গন্তব্যে চলে যাচ্ছি অণু
বকের মতো শাদা মেঘ পেরিয়ে সীমান্তের ওপার
স্নেহ মায়া মমতা আর প্রেমময় শ্রদ্ধাবোধের
সহস্র চিহ্ন রেখে যাচ্ছি হৃদয়ে তোমার।

ফেলে যাচ্ছি মায়ায় আঁকা নশ্বর মায়াপুরী
অগনিত প্রেমের সবুজ জমিন
আকাশের মতো উদার তোমার স্নেহের ভান্ডারে
যদিও জানিনা আদৌও তোমায় দিয়েছি কি কিছু!!

চোখে অজস্র জলরাশি অথচ অনন্ত পিপাসায়
মাকরসার জালের মতো জড়িয়ে থাকা সম্পর্কগুলো
যজ্ঞের অগ্নিতে ভষ্মীভুত হবে ধীরে ধীরে
ছন্দে ভরা ষড় ঋতুর অফুরন্ত সুশীল বাতাস।

তোমার চোখ থেকে চেয়ে নিই একবিন্দু জল
ফুসফুস হতে চেয়ে নিই তোমার একটি দীর্ঘশ্বাস
আর কন্ঠনালীর কাছে খেকে এক টুকরো শব্দ
উন্মাদ আত্মার অনন্ত ক্ষুধায় তোমার একটু শব্দে
পথিমধ্যে বাসর সাজাই ধুলোমাখা স্বপনের।

আমাদের প্রেম আর মোহান্ধ জগতের মায়াবী টানে
আমি যতোবার প্রার্থনায় গিয়েছি ইচ্ছা অনিচ্ছায়
রুগ্ন আত্মার রুগ্ন বিশ্বাস-ভয়ে অভিনয়ের ঢল
নিজেকে ভেবেছি সর্বজান্তা মৌলিক আদর্শ ক্ষয়ে; ভাবিনি
পুনরোত্থান দিবসে অনিশ্চিত হবে স্বর্গীয় ঘন্টাধ্বনি।

আজ আত্মায় অবিরাম বৃষ্টি ঝরে অণু
গন্তব্য নিশ্চিত জেনে মন কষ্টের হাসি হাসে
ছিঁড়ে যায় নরোম বাধঁনে অন্তরের রশি্
আপন সত্বায় আমরা এতো কাছাকাছি
ওপারে স্বর্গ না হোক; তবু যেন একসাথে বাঁচি।।
Apr 2020 · 36
অনুসরণ
Samar Bhowmick Apr 2020
কখনও হতাশ হইও না অণু
যদি বাতাসে আমার কান্না ভাসে
তখন অনুমান করে ভেবে নিও
হিংসে বিদ্বেষ গুলো চিৎকার করছে।

তোমার সান্নিধ্য পাবার আশায়
কান্নার ঝড়ে গহিনে ডুবে যাচ্ছে
আমার আত্মার সমস্ত ক্রোধ
এবং বিরহ ব্যথার আগুন।

তোমাকে আরো বেশি ভালোবাসতে
কান্না হৃদয়কে উৎসাহিত করে
নিয়ে যায় স্বপ্নময় পথে অনেক দূর
যেখানে ভালোবাসার নতুন উপায়।

অণু; কান্নার শব্দ বিরূপ শুনালেও
আত্মায় আনে নতুন জোয়ার
অন্তরে খোলে দেয় প্রেমের স্বর্গদ্বার
আর সর্বদা উপহার দেয়
তোমার অপার স্নেহের প্রাঞ্জল প্রেম।

আমি নিশিদিন সে পথেই হাঁটি
অন্তরের অবিরাম ইচ্ছের মতো
আত্মায় উড়াই তোমার ভালোবাসা
আর অণুসরণ করি তোমাকে।
Apr 2020 · 66
Meanwhile
Samar Bhowmick Apr 2020
Anu; Love refers paradise
We feel in love now
Waiting,
Although already.
There we are
Our body is the mind
And existence.
**** not feeling of happiness
Mine happiness in my heart
And refuse,
Each reckless raw path
In each of our breaths
Ignition of human life.
The breathing stream not ingested
vulpes corvum dream rely on game
Smell belongs to touching word
Or Krishna passion.
We are at the peak of the fun of the truth
Near the colored paradise in sweetness
Although already.
Apr 2020 · 62
Neonate
Samar Bhowmick Apr 2020
Happy future
Tidy earth
Humanity around the world
Upcoming child is there
The eyes of our delusion
Hopeless frail
But Anu;
On the skeletal idol of cholera
A constant stream of thoughts
How to connect the religion
How to stop the baby in future
The whole empire is in capitalism
Committed to various associations
Fear of that naked newborn
Chase after
This is the edge and edge of the earth
Meeting procession UN
Walk in their way
Born with an irresistible heart
The next **** infant
I am one in the world court
Poor unbearable poet
I want to be independent in the future
And naked neonate.
Samar Bhowmick Apr 2020
আছেন অনেক প্রসিদ্ধ কবি
এখনও যাঁরা বালক
ষোড়শীর প্রতি মোহ তাঁদের
দৃষ্টি তাঁদের অপলক।

মস্তিস্কে মাখেন আবেগের রং
বিবেক তাঁদের শূণ্য
মোহ ঘোরে কাটায় সময়
জীবন যেন ধন্য।

প্রেমের বয়স নয়তো কচি
নয়তো অনুর্ধ্ব ষোল
আঠারো নির্ধারন করেছে দেশ
কবিরা কেন ভুলো?

শরীর দেখে বিবেক হারায়
যেসব জ্ঞানী কবি
তাঁরা হলেন দুষ্টের দোসর
ধর্ষকের প্রতিচ্ছবি।

প্রেমের জন্য বয়স চাই
বিবেক চাই পূর্ণ
তা নাহলে প্রেমের গাড়ী
রাস্তায় চূর্ণ বিচুর্ণ।

বিরহ কি এমন ব্যথা
কাছে থাকায় নাই ?
বিরহ হলো কাছে থেকেও
আরো কাছে চাই।

ছেড়ে গিয়ে বিরহ ব্যথায়
কাতর যেসব কবি
তাঁরা হলেন ধূর্ত বস্তুবাদী
স্বার্থপরের ছবি।

আবেগ মোহ বিসর্জন দিয়ে
আত্মার দৈনতা ছাঁটেন
ধর্ম মতে মানবিক হয়ে
প্রেমের পথে হাঁটেন।

হবে চল্লিশোর্ধ প্রেমের বয়স
ভাবুন নিবিয়ে বাতি
আবেগ মোহ দিয়ে কেমন
কাটিয়ে ছিলেন রাতি।

আবেগ মোহ না কাটিলে
প্রেম বুঝিবে কে
বুঝার আছে অনেক কবি
নাবালক কবি যে।।
Samar Bhowmick Apr 2020
দূর আসমানে বসে ঈশ্বর
করছো কেমন খেলা
এমন করে মfরছো মানুষ
কিসের অবহেলা?

ঘৃনায় আজ মরছে মানুষ
যাচ্ছেনা কেউ পাশে
অজানা দানব আসলো বুঝি
প্রাণটা যাবে শেষে?

তুমিই যদি সবার সেরা
সৃস্টির প্রতি পালক
করোনা প্রান নিচ্ছে কেন
বৃদ্ধ থেকে বালক?

এ কেমন ঈশারা তোমার
সৃস্টির প্রতি আজি
সৃষ্টি তুমি করলে কেন
উত্তম মধ্যম পাজি?

ক্ষমতা তোমার যতই থাকুক
এভাবে কেন দেখাও
মানুষের প্রাণ কেড়ে নিয়ে
মানুষকে কি শেখাও?

ক্ষমতা যাঁর আছে বেশি
ব্যবহার করবে সে
মরবে মরো নিরিহ যতো
দেখতে আসবে কে?

অগনিত প্রান নিচ্ছ কেড়ে
জানি তুমিই বড়
এমন তান্ডব দুনিয়া জুড়ে
কেমন করে কর?

আমার প্রশ্ন তোমার কাছে
মানবতা তোমার কই
তুমি মহৎ জ্ঞানী মহান
কেমনে ভেবে রই?
Samar Bhowmick Apr 2020
সমর ভৌমিক

ঋতুর কথা ভাবছিস অণু
কোন ঋতুতে পৌষ
আমি ভাবছি মনে কথা
কখন হারায় হুশ।

তুই আমার ফাগুন সখা
তোর মধ্যেই শীত
তুই আমার শরৎ হেমন্ত
তুই প্রেমের ভিত।

ঋতুর কথা ভাবছিস অণু
কোন ঋতুতে মাঘ
আমি ভাবছি মনের কথা
তুই মনের অনুরাগ।

তুই আমার গ্রীষ্ম বর্ষা
তুই অন্তরের মন
তুই আমার জামের জৈষ্ট
তুই প্রানের ধন।

ঋতুর কথা ভাবছিস অণু
কোন ঋতুতে আষাঢ়
আমি ভাবছি মনের কথা
তুই যে ভালোবাসার।

তুই আমার আশ্বিন কার্তিক
তুই বারো মাস
তুই আমার সকল ঋতু
তু্ই যে সর্বনাশ।।
Samar Bhowmick Apr 2020
অণু’র মোহময় সুগন্ধি শব্দ গুলো
জেগে উঠে হৃদয়ের অন্তিম কোণে
ফুসফুসে দীর্ঘ শ্বাসের ঝড়
আছড়ে পড়ে আত্মার কার্নিশে
স্মৃতির নোনা ধরা দেয়ালে।

দীর্ঘশ্বাস নার্গিসের কুন্ডলি পাকায়
দৃষ্টি সমুদ্রে নোনা জলের ঝড়
চারিদিকে ঝড়ের আগুনে পোড়া
হৃদয়ের কটু গন্ধ।

ঝড়ের থাবায়
একটা একটা করে স্মৃতি
কক্ষচ্যুত তারার মতো খসে পড়ে
প্রেমের পথ পেরিয়ে বিরহ বাগানে
পাথরের মতো জমে থাকা স্বপ্নের স্তুপ
ভালোবাসা নিরব দর্শক যেন।

দশ মিলিয়ন নিউরনের ঘরে ঘরে
অণু’র শব্দ বাঁধা পড়ে আছে
মস্তিস্কের সরস ভুমিতে
সময় সংখ্যায় রঙ বদলেছে স্মৃতি
আবির রাঙা অনু’র স্মৃতি এখন
গাঢ় রক্তাক্ত লাল।

আর ভাবনার সহস্র শব্দ
নিউরণের বেতার বার্তায়
চব্বিশটি হাঁড়ের খাঁচার ভিতর
পাঁজরের ভাঁজে ভাঁজে আঁকা বাঁকা পথে
তীর খুঁজে রক্তের কলরবে
অসহ্য অপেক্ষা যেন
অনন্ত নিদ্রার।।

— The End —