সমর ভৌমিক
15 জানুয়ারি 2021;20:41
.
আমার নিতান্তই ভাগ্য ভালো যে,
অণু আমার বিবাহিত স্ত্রী নয়,
আমিও চুক্তিবদ্ধ দলিলে স্বামী নই
অণু পরমাত্মা, জল, স্থল, অগ্নি
বায়ু, আকাশ, বাতাস, পরমেশ্বর ও বন্ধু।
.
তা না হলে অণূও বুঝতো না
আত্মার ক্রন্দন, প্রাণের চাওয়া
প্রেমের বিলাপ ভালোবাসার হাহাকার,
অণুও পার্থিবতার চক্রান্তে লীন হয়ে যেত
উদ্যম আর আধুনিকতায় হারিয়ে যেত সত্বা।
.
সভ্যতার সম্পর্কের সত্বাধীকারী হলে
নির্মম চাবুকে তুলেদিত হৃদয়ের ছাল
যুক্তির যুক্তিযুক্ত কষাঘাতে আহত হতো
প্রেমের নিবাস ভালোবাসার ঘর সম্পর্কের আশ্রয়
সময়ের একক গুলো বেদনার প্রহর গোনে জলের স্রোতে অপেক্ষা করতো অনন্তের।
.
ভাগ্যিস, অণু দলিল ভুক্ত স্ত্রী নয়
তাই আমার ভালোবাসা সুনিপুণ সুন্দর
প্রেম স্বর্গীয়, সম্পর্ক জন্ম জন্মান্তরের
অনুভব অবিস্বরনীয়, অকৃত্রিম
স্নেহ আত্মার, স্পর্শ দৈবীক, দৃষ্টি নন্দিত।
.
অণু দলিল ভূক্ত স্ত্রী নয় বলেই
প্রেম মোহহীন, স্বার্থহীন, অব্যয়, অক্ষয়।
অপেক্ষার প্রহর গোনা নিস্বার্থ প্রেমিকার চোখে
সাদা, সদালাপী, চঞ্চল, কামাতুর আশ্চর্য পুরুষের মতো
আমিও ক্ষমা যোগ্য আকাঙ্খিত এক স্বাধীন প্রেমিক।