Submit your work, meet writers and drop the ads. Become a member
Jan 2021 · 129
যাই
Samar Bhowmick Jan 2021
সমর ভৌমিক
5 জানুয়ারি 2021;14:52
.
আমার অশান্ত পথ
গন্তব্যহীন অচেনা
আমি হেঁটে যাই
অণু'র সীমান্তের দিকে।
.
যেতে যেতে বহুদূর
ঊনপঞ্চাশ বসন্ত
অবিরাম হেঁটে চলা
ক্লান্ত নিয়তি।
.
তবু প্রতি সেকেন্ডে
অপেক্ষা গুলো
আমাকে তাড়িয়ে বেড়ায়
অচেনা দিগন্তের দিকে।
.
সামনের ঝড়ো বাতাস
বৃষ্টি, ঝড় পেরোলে
হয়তো সীমান্ত অণু'র
আশায় আশায় হেঁটে যাচ্ছি, যাই- ।
Samar Bhowmick Jan 2021
সমর ভৌমিক
5 জানুয়ারি 2021;17:14
.
অণু, বাতাসেই প্রেম ভেসে বেড়ায়  
যেখানে আত্মা অবাধে বিচরণ করে
আমি আত্মার দাসত্ব করি
শরীর অনুসরণ করে সভ্যতার নিয়ম
হারিয়ে যাওয়ার পর, আক্ষেপ করার মতো
বিরল সম্পর্ক হারাতে চাই না।
.
যদিও আধুনিক সভ্যতায় প্রেমের স্থায়িত্ব কঠিন
প্রতি সেকেন্ডে পাল্লা দিয়ে পরিবর্তিত হয় আবেগ
তবুও ফুলেল এই শিল্পকে রক্ষার জন্য
অন্তরের উদ্যানে জন্মাতে হয় অবিনশ্বর বিশ্বাস।
.
তুমি আমার অন্তরে ভালোবাসা পাঠালে
আমি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ হই
কৃতজ্ঞতা আমাকে স্মরণ করিয়ে দেয়
সতন্র ব্যক্তিত্ব হলেও
একমাত্র প্রেম আমাদের পরিচয়।
.
প্রেমে দাম্ভিকতার কোন স্থান নেই
স্থান নেই প্রতারণার
বরং মূল্যবান স্মৃতি তৈরি করি
সেখানেই পাবো আরাধ্য মিলন।
.
প্রেম জন্মগত, বংশগত সম্পর্ক নয় অণু
রক্তের সম্পর্কও নয়
প্রেম প্রবাহমান জীবনের চাওয়া
প্রকৃতি প্রদত্ত দৈব সম্পর্ক।।
Jan 2021 · 111
থেকেও নেই
Samar Bhowmick Jan 2021
সমর ভৌমিক
7 জানুয়ারি 2021;23:46
.
অণু , আমি অসুস্থ মানবতাকে সেবা দিই
ভালোবাসা দেয় আমার আহত হৃদয়
মানবতাকে শ্রদ্ধা করে চুম্বন করি
আলিঙ্গন করি পরম স্নেহে।
.
তাই, এখনও তোমাকেই ভালোবাসি
অথচ নিজেকে ধ্বংসস্তুপে পরিনত করেছি
যদিও আমার জন্য একটি জীবন চেয়েছিলাম
কিন্ত ভাগ্য দূরে সরে গেছে।
.
অবিকল ঈশ্বরের মতো বেঁচে থাকে স্মৃতি
আছে মহা প্রভু'র মতোই অক্ষয় অব্যয়
তখনও ছিলো, এখনও, থাকবেই-
তোমার স্মৃতিই আমার একমাত্র সুখ।
.
সব কিছুই হতাশার ডুবে যাচ্ছে আজকাল
পড়ে আছে জীবনের ধ্বংসাবশেষ
বজ্রাঘাতে বিলুপ্ত জীবের জীবনের মতো
কি আর আশা করতে পারি?
.
কি করে এটাকে জীবন বলি, বলো ?
ঝড়ের তান্ডব শেষে বিধ্বস্ত বিকেলের মতো
জীর্ণ শীর্ষ ধ্বংসাবশেষ নিয়ে
লাইট পোস্টের মতো ঠায় দাঁড়িয়ে আছি।
.
তোমার সাথে ভাগ করতে চেয়েছিলাম
আমার হাসি, অপেক্ষার প্রহর
অথচ মৃত্যুকে একধাপ বিভক্ত করে
দাঁড়িয়ে আছি এখন অতল গহ্বরে।
.
জীবনও ঝড়ের প্রস্তুতি নিচ্ছে-
আত্মার ভিতরে গর্জন আর গর্জন
যদিও বেঁচে থাকার ইচ্ছে নেই--
তবু শান্ত হওয়ার চেষ্টা করছি।
.
কেনইবা বেঁচে থাকতে হবে আমায়?
ধুসর পাথরের মতো একা, শুধু একা
যদিও তুমি আমার অণু,  আছো-
অথচ জীবনে থেকেও নেই।
Samar Bhowmick Jan 2021
সমর ভৌমিক
10 জানুয়ারি 2021;02:12
.
কখনও কল্পনায় আসে অণু?
সম্মুখ থেকে চলে যায়
ক্ষুধার্তের খাবার-
ভালোবাসার সুদৃশ্য ভাগাড়ে।
.
কিভাবে সভ্যতার সুন্দর হাত
সুনিপুণ পর্দার আড়ালে
ছিন্ন ভিন্ন করে প্রেম
জ্বলে জীবন তরু।
.
জানো কতটুকু নগ্ন হয়
মানুষের মন
কতটুকু স্নেহ গড়ায়
পার্থিব পাহাড়ে?
.
গ্রাস কেড়ে নেয়া কোমল হাত
অহংকারের স্পর্ধা ছড়ায়
প্রকাশ্য সূর্যালোকে
জানো কখন ?
.
অথচ সুশীল সমাজ
সূর্যের আলোতে দেখে
জলাবদ্ধ নগ্নতায়
মাছের স্বর্ণালী চুম্বন।
Jan 2021 · 93
অনুভব
Samar Bhowmick Jan 2021
সমর ভৌমিক
13 জানুয়ারি 2021;03:02
.
হৃদয় থেকেই জন্ম হয়েছিল প্রেম
কল্পনার মায়া
কিছুই মরে যায়নি এখনও
এই আমার ভালোবাসার আনন্দ
জানি, বুঝতে পেরেছি, এখনও অণু আছে।
.
তবুও দুঃখে আত্মা কেঁদে উঠে
যখন অণু'র নিরবতা কঠোর হয়
শব্দ শূণ্য নিষ্ঠুর নিরব নিঃশব্দ থাকি
যদি অনুমতি পাই-
জিজ্ঞেস করবো কেন আমি স্বর্গে নেই ?
.
অণু আকাশের উজ্জ্বল তারা
আমার অপেক্ষা
অপেক্ষার যাদু
মুহুর্তে মুহুর্তে দেখার ইচ্ছা
মুহূর্তেই আত্মার চুম্বন।
.
প্রাণ খুঁজে পাওয়ার তৃপ্তিতে
আঁকড়ে ধরি অণু'র ভালোবাসা
এবং তার চোখে দেখা
সমুদ্রের মতো প্রশস্ত পথ
যে পথে ভ্রমণ করে আমার প্রেম।
.
অণুও ভালোবাসার জন্য কাঁদে
তা জেনেও ব্যথা অনুভব করি
চিন্তায় দুঃখ পায় হৃদয়
যখন অণু'কে অনেক দূরে মনে হয়
অবলীলায় কেঁদে উঠে প্রাণ।
Samar Bhowmick Jan 2021
সমর ভৌমিক
13 জানুয়ারি 2021;18:17
.
অণু যখন ছোট্ট কেবল
টুকটুকে লাল শিশু
ভাবছে সবাই হবে বড়
যেমন মহান যীশু।
.
দিন গুলো তার কাটুক যেমন
ধৈর্যেই হবে গত
যতই কাঁটা বিঁধুক পায়ে
মুখে হাসি, মহানবীর মত।
.
প্রেমের কষ্ট বুকে পুষে  
মুখে রাখবে হাসি
কৃষ্ণের মতো বলবে সে যে
প্রাণেই ঈশ্বর, প্রাণ ভালোবাসি।
.
অহিংসা পরম ধর্ম
জানিয়ে গেলেন ভগবান বুদ্ধ
মানবতার এই মহান ব্রতে
অণুও করুক যুদ্ধ।
.
শিক্ষা দীক্ষায় মানুষ হয়ে
হাসবে যখন অণু
তসলিমারাও হাসবে তখন
হাসবে অভিজিত, তনু।
.
সবার জন্যই শান্তি খুঁজে
অণু পাবে সুখ
মানুষের মত মানুষ হবে
গর্বিত হবে বুক।
Samar Bhowmick Jan 2021
সমর ভৌমিক
15 জানুয়ারি 2021;20:41
.
আমার নিতান্তই ভাগ্য ভালো যে,
অণু আমার বিবাহিত স্ত্রী নয়,
আমিও চুক্তিবদ্ধ দলিলে স্বামী নই
অণু পরমাত্মা, জল, স্থল, অগ্নি
বায়ু, আকাশ, বাতাস, পরমেশ্বর ও বন্ধু।
.
তা না হলে অণূও বুঝতো না
আত্মার ক্রন্দন, প্রাণের চাওয়া
প্রেমের বিলাপ ভালোবাসার হাহাকার,
অণুও পার্থিবতার চক্রান্তে লীন হয়ে যেত
উদ্যম আর আধুনিকতায় হারিয়ে যেত সত্বা।
.
সভ্যতার সম্পর্কের সত্বাধীকারী হলে
নির্মম চাবুকে তুলেদিত হৃদয়ের ছাল
যুক্তির যুক্তিযুক্ত কষাঘাতে আহত হতো
প্রেমের নিবাস ভালোবাসার ঘর সম্পর্কের আশ্রয়
সময়ের একক গুলো বেদনার প্রহর গোনে জলের স্রোতে অপেক্ষা করতো অনন্তের।
.
ভাগ্যিস, অণু দলিল ভুক্ত স্ত্রী নয়
তাই আমার ভালোবাসা সুনিপুণ সুন্দর
প্রেম স্বর্গীয়, সম্পর্ক জন্ম জন্মান্তরের
অনুভব অবিস্বরনীয়, অকৃত্রিম
স্নেহ আত্মার, স্পর্শ দৈবীক, দৃষ্টি নন্দিত।
.
অণু দলিল ভূক্ত স্ত্রী নয় বলেই
প্রেম মোহহীন, স্বার্থহীন, অব্যয়, অক্ষয়।
অপেক্ষার প্রহর গোনা নিস্বার্থ প্রেমিকার চোখে
সাদা, সদালাপী, চঞ্চল, কামাতুর আশ্চর্য পুরুষের মতো
আমিও ক্ষমা যোগ্য আকাঙ্খিত এক স্বাধীন প্রেমিক।
Samar Bhowmick Jan 2021
সমর ভৌমিক
19 জানুয়ারি 2021;15:15
.
আমাকে তোমরা ভিক্ষা দিও
তির্যলতার নিশ্চিত মানবিক পৃথিবী
অণু'র জন্য সম্মান অধিকার স্বাধীনতা
আর আমার বয়োজ্যেষ্ঠদের জন্য
শ্রদ্ধা মায়া মাখানো নিখাদ ভালোবাসা।
.
আমাকে তোমরা ভিক্ষা দিও
গাছ-পালা লতা-পাতা পশু-পাখির স্বাভাবিক মৃত্যু
স্বাধীন কন্ঠস্বর, রাজনীতি, গান, গল্প কবিতা
বাহাত্তরের সংবিধান, লাল-সবুজ পতাকার সম্মান
অনাহারী দূর্বল শোষিত মানুষের মুখের হাসি।
.
আমাকে তোমরা ভিক্ষা দিও
তসলিমা তনু অভিজিতের জন্য একটু প্রেম
নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য সুশীল নিশ্বাস
আত্ম কেন্দ্রিক বর্বর ধর্মান্ধদের জন্য একটু জ্ঞান
বীরঙ্গনার চোখের জলের পরিবর্তে পিপাসার জল।
.
আমাকে তোমরা ভিক্ষা দিও
চন্দ্রদেবী রবীন্দ্রনাথ রবার্ট ফ্রস্ট নজরুল
ভাষানী বঙ্গবন্ধু সূর্যসেন সি আর দত্ত
ক্ষুদিরাম প্রীতিলতা নূরজাহান বেগম
সালাম রফিক বরকতের আদর্শ।
.
আমি অখ্যাত এক দ্বীন দরিদ্র কবি
আমাকে তোমরা ভিক্ষা দিও
প্রাণের জন্য এক টুকরা মানবিক দৃষ্টি
জলের জন্য, বাতাসের জন্য ভালোবাসা
মাটি আর মানুষের জন্য সুষম প্রেম।
Dec 2020 · 43
আমার যীশু
Samar Bhowmick Dec 2020
সমর ভৌমিক
25 ডিসেম্বর 2020;23:33
.
ঈশ্বরের শ্বাশত রূপ জানি না
প্রজ্ঞা প্রতিজ্ঞা প্রেমে
অণু'র মোহহীন মানবতা
আমার আদর্শ,  আমার প্রেম।
.
অণু'র কম্পিত ঠোঁটে আপন শব্দে ডাক
সেবার হাতে ছুঁয়ে দেয়া হৃদয়ের সৌন্দর্য
মনের টানে মনে মিশে থাকা মন
আমাকে প্রচন্ড টানে।
.
যৌবনের রক্তে বাণের জল স্রোত
লবনাক্ত ঘামের কামনা রেখে মনে
প্রচলিত মুদ্রার মাতাল ঘ্রাণ
বাসনা পূরণ করে তপ্ত যৌবন।
.
যৌবনের প্রতিজ্ঞা মোহ শূণ্য নয়
বাসর বিহীন যে প্রেম প্রভু'র
আলো ছড়ায় মনের তারণ্যে কাঁচায়
সে প্রেম আমার। অণু'র ।
.
তবুও আমাদের বার্ধক্য ব্যথায়
জুটিবদ্ধ জীবনের কাছে যদি মনে হয়
হার মেনেছে অবাধ্য যৌবন
তখন বলে দিবো ভালোবাসি অণু।
.
অণু'র নির্লোভ আত্মায় বিনম্র শ্রদ্ধাবোধ
অন্তর্গত অদৃশ্য অশরীরী প্রেম
নত হতে প্রেরণা যোগায়
যেন আজ পঁচিশে ডিসেম্বর।
.
প্রকৃতির সাথে পরম স্নেহের বন্ধন
মোহহীন দাবী শূণ্য ধর্ম কর্ম প্রেম
ধৈর্য স্থিরতায় সহজ সরলতা
জানিয়ে দেয় অণু'ই আমার যীশু।
Samar Bhowmick Aug 2020
সমর ভৌমিক
01 সেপ্টেম্বর 2020; 01:03

আমার অণু
গল্পের চেয়েও সুন্দর
পুরস্কারের চেয়েও সমৃদ্ধ
সম্পদের চেয়েও যোগ্য
ভাষার চেয়েও ব্যাপক
সভ্যতার শ্রেষ্ঠ উষ্ণতা।
.
আমার অণু
সময়ের চেয়েও আধুনিক
দিবালোকের চেয়েও উজ্জ্বল
গ্যাসের চেয়েও হালকা
চাঁদের চেয়েও স্নিগ্ধ
সভ্যতার শ্রেষ্ঠ ফাগুন।
.
আমার অণু
মায়ের চেয়ে আপেক্ষিক
মাটির চেয়েও উপকারী
শব্দের চেয়েও মধুর
স্পর্শের চেয়েও প্রবল
সভ্যতার সবচেয়ে রসালো।
.
আমার অণু
অক্সিজেনের চেয়েও গুরুত্বপূর্ণ
বজ্রপাতের চেয়েও তেজস্বী
মনের চেয়েও বর্ণিল
ফুলের চেয়েও কোমল
সভ্যতার শ্রেষ্ঠ সুগন্ধি।
.
আমার অণু
মস্তিস্কের চেয়ে উর্বর
কাদার চেয়েও পঙ্কিল
সাধুর চেয়েও শুদ্ধ
জিহ্বার চেয়েও সুক্ষ
আত্মার সবচেয়ে আপন।
.
আমার অণু
কান্নার চেয়েও ক্ষত
কবরের চেয়েও শান্ত
সাহিত্যের চেয়েও সাবলীল
রত্নের চেয়েও দুর্লভ
সভ্যতার প্রথম প্রেম।
Aug 2020 · 45
দোরগোড়া
Samar Bhowmick Aug 2020
সমর ভৌমিক
29 আগষ্ট 2020; 00:04
.
আমার শব্দে আবেগের সাঁতার ছিলো-
গোঙানোর স্রোতে কিছু বলতে পারছিলাম না,
নদীর মতো প্রবাহিত অশ্রুর স্রোত-
গলার ভিতর প্রেমের গুমোট চিৎকার3,
কতটুকু স্বপ্ন বাঁচিয়ে রাখে তা দেখতে
কাল রাতে অণু এসেছিলো,
আমার একাকীত্বের দোরগোড়ায়।
.
কাল রাতে অণু রক্তজবা নিয়ে এসেছিলো,
আত্মার সুন্দর এবং মহৎ ভাবনায়-
হৃদয়ের স্বাক্ষর করা প্র্রেমের সর্বশেষ ইচ্ছাপত্রে
আমি তাঁকে ভালোবাসা লিখে দিয়েছিলাম,
কারণ লজ্জিত কন্ঠের দৃঢ় ফিসফিস শব্দে
সারাজীবনের এই দরিদ্র শরীরে-
কাল রাতে স্বপ্নের মতো বেঁচেছিলাম।
.
যেথানে পুরনো স্মৃতি ফেলে রেখেছিলাম
সেই কষ্টের স্মৃতিগুলো মুছতে যেতে
অশ্রুর দৌড় দরজা পেরিয়ে যেতেই
অনুভব করছিলাম; অণু বলছিলো-
সমস্ত নিঃশ্বাস নিয়ে এসেছি;
আমার একাকীত্বের দোড়গোড়ায়
কাল রাতে অণু এসেছিলো।
Samar Bhowmick Aug 2020
সমর ভৌমিক
24 আগষ্ট 2020; 03:15
.
সকালের স্বর্ণালী আভায়-
লুকানো নীরবতা,
কষ্টের সুতোয় বুনা-
একাকীত্বের চাদর।
.
চোখে অবয়ব আঁকে
হৃদয়ে বসে-
চিরন্তন ধোঁয়ার মতো
প্ররোচিত করে।
.
সভ্যাতায় বিরল প্রেম,
এবং পদক্ষেপ-
স্মৃতিগুলো জড়ো হয়,
অনুরাগ অনুসরণে।
.
আকাঙ্ক্ষার করুণ নির্বাসন-
ভেঙ্গে পড়া মনে,
বালুকায় শুভেচ্ছা জানাই-
অণু’র পদচিহ্ন।
Samar Bhowmick Aug 2020
সমর ভৌমিক
21 আগস্ট 2020; 19:33
.
পুষ্পিত বাগানের দুঃখিত বাসন্তি ফুলগুলো
আত্মার আশাকে কবালা করেছে অণু’র কাছে,
আজ মন হৃদয়ের মধ্যে তরঙ্গ তৈরী করে-
কারণ অণু’ই আমার পৃথিবী এবং অরণ্য।
.
আকাঙ্ক্ষার শেকড় গুলো মনের গভীরে
বার বার মনে করিয়ে দেয় অণু’র অনুকম্পা,
প্রেমের আলোতে প্রক্ষালিত অন্তর যেন-
নক্ষত্রের আলোয় ঝলমলে রাতের শরীর।
.
অণু’র স্মৃতি নিয়ে যতই হেঁটে যাচ্ছি
আরও উতলা হয়ে উঠছি দিন দিন,
আমার কম্পিত কন্ঠস্বর উদ্বিগ্ন আবেগ-
চায় মুহুর্তেই গলে যাক বিরতি বিরম্বনা।
.
মুহূর্তগুলো কাঁশফুলের মতো উড়িয়ে দেই
আশায় জেগে থাকা রাতের শরীরে,
শকুনের পাখায় ভর করে দীর্ঘশ্বাস-
অনুভবে খুঁজে বেড়ায় অণু’র অরণ্য।
Samar Bhowmick Aug 2020
সমর ভৌমিক
20 আগষ্ট 2020; 01:00
.
সময় কিভাবে মরে যায় জানতে চাইনা
ছায়াময় ভোরবেলা গলে যাবে, যাক
আমার সূর্য্ সব এনে দেবে অণু,
তোমার মায়াবী অবয়ব থেকে।
.
আমার সপ্নময় সকল ভালোবাসায় তুমি
কেবল তোমার হাসিতে তার বর্ণনা চাই,
কত শব্দ পিছনে রয়ে গেছে, থাক-
আগামী কাল কেমন কেউ জানিনা।
.
আত্মা চায় তোমাকে নিয়ে গল্প তৈরী করি
তোমার হাতের স্পর্শ শব্দ আর অনুভবে,
রোদের আলোকসজ্জায় নেচে উঠুক অন্তর
ফুল গুলো গান করুক ভুলের বুকে।
.
অণু এসো স্বপ্নের ঘরে বাস করি
সভ্যতার অদেখা গহীন সবুজ অরণ্যে,
বাতাসের ভুলে যাওয়া পথ পুনরুদ্ধার করে
ভালোবাসি অসীম দিগন্ত প্রেমের আকাশ।
Aug 2020 · 81
বোধের পথ
Samar Bhowmick Aug 2020
সমর ভৌমিক
17 আগষ্ট 2020; 01:15
.
আত্মায় নিঃসঙ্গতার চিহ্নগুলো জমা রেখে
ঘৃণার রাতগুলো একের পর এক চলে যায়,
আর তোমার কন্ঠ শুনতে পাই বদ্ধ দেয়ালে
হারিয়ে গেলেও তোমাকে অনুভব করি অণু।
.
আমি তোমার মানবীয় শব্দ স্নেহের কাঙাল
ফিরে এসো বিশ্বাসঘাতকতার শব্দগুলো হত্যা করি,
আমার ভেঙ্গেপরা মনে তোমার আলতো স্নেহগুলো
জড়িয়ে ধরুক আমাদের অসম্পূর্ণ সুখের প্রতিশ্রুতি।
.
যদি পদতলে পিষ্ট করো আমার ঘৃণাময় রাত
অথবা নির্জন রাতের অন্ধকার ও নিদ্রাহীনতা,
কঙ্করময় পথ হলেও আমাদের পদক্ষেপের নীচে
মিলিয়ে যাবে জীবনের যতো গোলকধাঁধা।
.
শিরায় রাখা স্নেহের অনুভবগুলো ভুলতে গিয়ে
চোখের পলক বারবার খুলে দেয় তোমার অবয়ব
আর তোমার ভালোবাসার মায়াবী স্নেহের টানে
আমাকে জ্বলন্ত আগুনে ফেলে ঢেলে দেয় বিষ।
.
দিন শেষে সূর্য্ যখন ঘুমিয়ে পড়ে পশ্চিম আকাশে
রাতের নিরবতায় লুকিয়ে থাকা লম্পট ব্যথাগুলো,
ছিঁড়ে খুঁড়ে খায় আমার অনুভব অনুভুতির হাঁড়মাংস
অথচ অচ্ছুত আনন্দের গভীরে তোমাকেই ভালোবাসি।
.
দ্যাখো স্বপ্নময় আশাগুলো হৃদয় ছিঁড়ে এখনও তরুণ
হৃদয়ের উপর কেমন আলোকিত বৃত্ত তৈরী করে,
প্রাণের চতুর্দিকে ছড়িয়ে দেয় তোমার অনুকম্পা
তাই তোমার জন্য সমস্ত দরজা খোলা রেখেছি।
.
তুমি জীবনের উত্তেজনা বিবর্তনে জয়ী নায়িকা
নিঃশ্বাসের সাথে মনমন্দিরের স্পন্দন গুলো তোমার,
পৃথিবীর সমস্ত বাতাস তোমার ছায়ায় কেঁপে উঠে
তোমার অভিশাপ, ত্যগ, মায়া আমার কাছে রহস্য।
.
হয়তো জীবনে অকারনেই সংযোগ হয়েছিলো অণু
যদিও সবাই জীবনে নিয়তিবদ্ধ তবু জীবনই শান্তি,
সেখানেই আমি অশ্রু দিয়ে জীবন শুরু করেছিলাম
আর অনন্তকালীন হৃদয়ে রেখেছি তোমাকেই।
.
আলিঙ্গনের হাত প্রসারিত দেখার অপেক্ষায়
ক্ষমার দোরগোড়ায় হাঁটু গেড়ে বসে আছি আজও,
রাতগুলি অন্তহীন একাকীত্বের চিহ্ন রেখে য়ায়
যদি পারো বোধের পথ বেছে নিও অণু ।
Samar Bhowmick Aug 2020
সমর ভৌমিক
16 আগষ্ট 2020; 02:47
.
অণু’র নাটাইখানা অজানায় উড়িয়েছে আমায়
সুতোর টানে প্রাণ কেবলি মিলনের গান গায়,
আত্মার ঋণ মেটানোর দিন চায় দেহখানি
ভালোবাসার কঙ্কর পথে মিলন বহুদুর জানি।
.
তৃষ্ণার্ত মন যখন তখন অণু’র মায়াবী মনে
প্রেমের আসরে বেঁধেছে বাসর ক্ষীণ অনুক্ষণে,
অনুকম্পায় আত্মা চলে যায় দেহকে না বলে
সভ্যতার লয়ে জাগে ভয় বরষার ঢলে।
.
গহীন অন্তপুরে উড়ছে ঘুড়ি মনের আকাশে
প্রেমের তুষারকণা ভাসিয়ে নব-বাসন্তি বাতাসে,
দুলছে মন অণু’র অনুভবে তুলছে ফনা
বিশ্বাসের ভারী নিঃশ্বাসে দ্রবিভুত বিষাদকণা।
.
বুকের খাঁচায় মায়াময় মানবতা অণু’কে ঘিরে
মায়ার জাল বুণে যায় চঞ্চল ব্যাঞ্জন প্রহরে,
নিরাশার হাতে আশা রেখে অনন্ত কৌতুহল
মিলনের স্বর্গসুখ খুঁজে ক্লান্ত চোখের জল।
.
অবসরে অবসন্নতায় কাজে চঞ্চলতায় নিদ্রা জাগরণে
স্বপনের ঘোরে নিরীহ নিশিতে কিংবা আনমনে,
আবেগের পাখায় উড়ছি অনুভবের সুনীল আকাশে
অণু’র হাতে নাটাই রেখে প্রেমের দুরন্ত বাতাসে।
Samar Bhowmick Aug 2020
সমর ভৌমিক
14 আগষ্ট 2020; 02:21

আমাকে রহস্যের সাথে বেঁধে রাখো অণু, স্বর্গেও অবিকল চাই
যখন আমরা অনন্ত অর্জন করে স্বর্গে উড়ে যাবো-
তখনও বাসনা ভরে আত্মায় বহন করে প্রেমেই বিশ্বাস রেখো,
তালা বদ্ধ করে রেখো হৃদয়ে যেমন খুশি সঙ্গীতের মতো।
.
যত দ্রুততায় পারো দীর্ঘশ্বাসের বায়ু উড়িয়ে দিও-
সুতোয় বাঁধা জীবন কখন ছিঁড়ে যাবে কেউ জানে না,
বরং প্রেমের সাথে বেঁচে থেকো সময়ের শেষ গুণন,
এবং দুঃখ বাকি রেখো মায়াবী যৌবনে তোমার।
.
সমান্তরাল জীবনের পথে সময়ের সকল অনুভবে তুমি-
গত হলে সময় সবকিছু অতীত হবে আকার হবে নিরাকার,
যদি আকাঙ্ক্ষায় পরিদর্শন করো প্রেম জীবনযাপনের পথ
ভয়াবহ অনুতপ্তমনে সময়ের কাছে সময় চাইবে থামিবার।
.
প্রেম ছাড়া জীবনের কোন গন্তব্য নেই, নেই ধোঁয়াহীন সময়ের সঙ্গীত-
সভ্যতার বলিদানে নিজেকে হারিয়ে বেঁচে থাকে জীবন্ত পুতুল,
তুমি পুতুলের ভিতর আত্মা পুনরুদ্ধার করে ফিরে এসো অণু-
দ্যাখো অযত্ন অবহেলায় নিঃশ্বাসের বাতাসও দ্রুত পালিয়ে যায়।
.
সভ্যতার ঝাঁকুনিতে তাড়া খেয়ে কেবল মিথ্যা কল্পনার দিকে হেঁটে চলা
যেন উদাসীন অর্থহীণ বেগহীন চাপ মুক্ত জীবনে নিয়মের পরিক্রমা,
শুকনো পাতার মতো জীবন নোনা জলে স্নান করে গুনছে সময়-
উড়িয়ে জীবনের দিন পশ্চিমাকাশে নিয়তি রেখে পালায় জীবন।
.
এরচে অণু; চলো শাপলার মতো জলে ভেসে নতুন ফুল ফোটাই,
কখনো না কখনও পরিস্কার আকাশে জ্বলন্ত রোদের স্বচ্চ রশ্মিতে-
হৃদয় আলোকিত হবে জনতার, ক্ষয়িষ্ণু সভ্যতা পথ ছেড়ে যাবে,
আমাদের প্রেম হবে জীবনের জয়গানে আকাঙ্ক্ষার কৌশল।
Samar Bhowmick Aug 2020
সমর ভৌমিক
13 আগষ্ট 2020; 00:42
.
অণু তুমি সৌন্দর্যে পরিণত হয়েছো,
তুমি আজ রামধনুর ছেয়েও সুন্দরী-
ফুলের বাগান যেমন দুঃখ ভেঙ্গে দেয়,
তুমিও অবিকল ক্লান্তি শুষে নিতে পারো।
.
তুমি জীবনের মিছিলে আলো ঢেলেছো,
তোমার যে কোন ভুল ক্ষমা করা উচিত-
তুমি ক্লান্তির পাহাড়ে শান্তির নিঃশ্বাস ছড়িয়ে,
দেবতাদের দ্বারা এঁকে যাও সুখের অরণ্য।
.
জীবনের উত্তপ্ত মূল্যতেও তোমার মানবতা-
গোলাপী ভালোবাসায় অথৈ সমুদ্রের মতো,
তোমার শব্দ মৃত্যুর চেয়েও শান্ত করে হৃদয়-
তোমার ছোঁয়ায় ঝরে শিশুদের সুশীল ছড়া।
.
পৃথিবীতে আসা এক বিরল মানবী তুমি
বারবার মা’কে মনে করিয়ে দেয়, মনের মনে-
ক্ষণে ক্ষণে আমি এতিম হই; তোমার স্নেহে-
অবিকল স্নেহে এসো আমার দ্বিতীয় জিজ্ঞাসায়।
.
তোমার পবিত্র পদচারণা আত্মার পাশে,
আমার সকল পদক্ষেপের গহীন অভ্যন্তরে-
শরীরের মাংসে রক্তের স্রোতে আর কিছুনেই,
বছরের পর বছর ধরে তামাকের অভ্যাসের মতো।
.
সকল ক্ষমা বুকে নিয়ে তোমার অপেক্ষায়-
আমার পরবর্তী জন্ম জন্মান্তরের বিশ্বাস,
হৃদয়ের দুটি অলিন্দে আবদ্ধ করে রাখা-
পরম শান্তির বেদ মন্ত্রের মতো তুমি।
Samar Bhowmick Aug 2020
সমর ভৌমিক
12 আগষ্ট 2020; 01:52
.
স্নেহের অন্তরালে অণু’র ভালোবাসা
পূর্ব দিগন্তে প্রথম সূর্যের মতো
অথবা আকাশ জুড়ে যেমন খুশি মেঘ
সূর্যের সাথে লুকোচুরি খেলা।
.
উজ্জ্বল এবং আনন্দদায়ক রঙে
গহীণ হৃদয়ের কোনে মুমুর্য়্ উত্তাপ
দিন এবং রাত্তির নিপূণ নির্জনতায়
চুমু দেওয়া স্মৃতির কার্নিশে।
.
আত্মা উষ্ণ নভোচারী হয়ে
মেঘ ও কালোমেঘের ভেলায় চড়ে
অণু’র আকাশে উঁকি দেয়
রোদ্র স্নানের জন্য।
.
প্রেমে ঝড় বহে গোপন হৃদয়ে
দীর্ঘশ্বাসের গর্জন আত্মার চিৎকারে
বাণ ডাকে নোনা জলের স্রোত
বজ্রপাত অনুভূতির অন্ধ ভবিষ্যতে।
.
সত্যিকারের প্রেম প্রতিহত করে
সমস্ত জাঁকজমকপূর্ণ মেঘের মেলা
অপেক্ষায় স্থির থাকি মেঘের আস্তরনে
জানি সূর্যাস্তের পূর্বেও সূর্য সুন্দর।
.
মন গোলাপী মাতাল হলেও
প্রেম সর্বদা জিতে যাবে,
প্রলয় কিংবা ঝড়ের মধ্যে-
আশায় রাখি অণু’র কিরণ।
Aug 2020 · 60
অণুবেলি
Samar Bhowmick Aug 2020
সমর ভৌমিক
11 আগষ্ট 2020; 01:24
.
সকল ফুলের সুগন্ধির চেয়ে
অণু’র গন্ধ আরও বেশি কাঙ্ক্ষিত,
আমি খুঁজে বেড়াই বেলির পরতে পরতে-
অপেক্ষারত অণু’র সুগন্ধি সাগর।
.
বেলির পাপড়িগুলো সুগন্ধির ঢেউ তোলে
তার চেয়েও ঢের বেশি পরিপক্ষ; নতুন-
আমার প্রেমময় ভালোবাসার খুশিতে,
সর্বাধিক আবেগী মধুচক্রি অণু।
.
গহিন মনে জয়নুল দুর্ভিক্ষের ছবি আঁকে
সফেদ সাদা রঙে আত্মার অথৈ গভীরে-
স্নিগ্ধ মায়াবী চাঁদ হয়ে ফোটে অণুবেলি,
মন মননে সুগন্ধি পাপড়ি ছড়ায়।
Samar Bhowmick Aug 2020
সমর ভৌমিক
07 আগষ্ট 2020; 00:28

অণু’ই একমাত্র খুব মিষ্টি জীবনের জন্মধাত্রী
শীতল জলে আমার চঞ্চলতা শান্ত করতে-
স্নিগ্ধ সকাল সিঁদুরে বিকেলে আবেগের পর্যবেক্ষণ,
ভালোবাসার সহস্র রঙে রাঙা রামধনু।

তাঁর সহাস্য খুশিতে জড়ানো প্রেম
ভাগ্য এবং প্রকৃতির খাঁচায় বন্দির জন্য,
লক্ষ জোনাকী গলা টিপে হত্যা করি-
পৃথিবীর ছোট অন্ধকারে দীর্ঘ চুমুর আশায়।

অশ্রুগুলি সর্বশেষ শক্তি দিয়ে অন্তরে ঘুরে বেড়ায়
বাতাসের দ্বারা প্রবাহিত হয় আমার দীর্ঘশ্বাসে,
আকুল হয়ে আত্মায় ভ্রমন করে আহত সময়-
অসময়ের উপত্যকাগুলি অতিক্রমে চায় নিরব কবজ।

অণু নিষ্কলুষ মনের শাশ্বত রোদ, অনাদি, অনন্ত
জীবনের জীবন্ত জাদু আমার প্রার্থনা-
ফ্যাকাশে কোঁকড়ানো অস্তিত্বে পুনরুদ্ধারকৃত জীবন,
চোখের শেখানো জ্বলজ্বলে প্রেমের জ্যোতি।
Samar Bhowmick Aug 2020
সমর ভৌমিক
04 আগষ্ট 2020; 23:11
.
নি:শব্দে কথা বলি জীবনের সাথে
অপ্রকাশ্য ভাষায় লুক্কায়িত মনে,
ভুল থেকে তুলে নেয়া শিক্ষার মতো
মুহুর্তগুলো বুকে নিয়ে এগিয়ে চলা।
.
নিজস্ব উপায়ে জীবনের মুহুর্তগুলি চাই
এমনকি ভালো বা মন্দ মুহুর্তগুলোও,
আনন্দ অশ্রু কিংবা দু:খের সাথে
অবয়বে চাই অনুভুতির ছাপ।
.
স্মৃতিময় আনন্দ বেদনার মুহুর্তগুলি
অনুভুতিতে থেকে যায় গভীর আত্মায়,
স্বপ্নের মধ্যে বহুবার দেখা অণু-
মনের চোখে অন্তরভুক্ত এখনও।
.
বিস্মৃত হয়ে অণু’কে ছেড়ে যাইনি
পরিস্কার আত্মায় মিথ্যাকে প্রশ্রয় দিয়ে,
ভয়ের ভাবনায় পালিয়ে গিয়ে-
মন খারাপের কারন হইনি অবেলায়।
.
তাঁর ভালোবাসার প্রতিদানে
চলেছি জীবনের অসমাপ্ত পথ,
নিজের মতো করে হাসি কান্নায়
মনে রেখেছি সভ্যতার ক্রিয়াকর্ম।
.
ধৈর্য ও আশার স্বপ্ন জড়িয়ে রাখতে
আগামীতে বিশ্বাস রেখেছি অনুশোচনাহীন,
জীবন জঞ্জালমুক্ত নয় জেনেও
প্রত্যাশায় অসময়ের একটু বিরতি।
.
পরমাত্মার কষ্টময় কর্মগুলো পার হতে
বিশ্বাস এবং মানবীয় সৌন্দর্য্যে,
অণু’কে বিজয়ী করতে-
নিরলস সময়ের একটি পূণ্য চাই।
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
01 আগষ্ট 2020; 01:10
.
বারো মাসে বছর ঘুরে
ঈদ যখন আসে
ঈদের দিনে খোকা বুড়ো
মন জুড়িয়ে হাসে।
.
দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে
ঈদের নামাজ পড়ে
ছোট বড় মিলে মিশে
বুকে জড়িয়ে ধরে।
.
সবার মুখে হাসি সেদিন
হিংসা ঘৃণা নাই
এমন দিনটি রোজই হবে
সেই সভ্যতা চাই।
.
মানব কুলে জন্ম নিয়ে
মুখোশ নাহি পড়ো
ধর্মে যদি বিশ্বাস তোমার
সত্য পথটি ধরো।
.
নবীজি গেলেন দেখিয়ে পথ
মানব কুলের মুক্তি
শত্রু মিত্র ভাবনা ভুলে
ভুলো হিংসার যুক্তি।
.
ঈদের মতো সকল দিনে
স্নেহ জড়িয়ে থাকো
নবীজির এই মহান শিক্ষা
বুকে ধরো রাখো।
.
তিঁনি দিলেন ত্যাগের শিক্ষা
বলছি গর্ব ভরে
বিভেদ জ্ঞান ভুলে গিয়ে
রবে সকলের তরে।
.
সেদিন কেবল মানুষ হবে
ত্যগিয়ে সকল জিদ
বলবে যেদিন তোমরা সবে
রোজ সকালে ঈদ।
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
30 জুলাই 2020; 21:54
.
অণু তুমি দ্রুততার সাথে
সমস্ত করুন রঙ ভেঙে দাও,
উর্বর যত অতীত-আর্ত কথা-
মিলিয়ে দাও ধুসর ধুলায়।
.
না বলবে না অণু
এলোভেরার সতেজতা জানাও-
সবুজ সমতল পাহাড় এবং সমুদ্রে,
আমাকে অবমুক্ত করো।
.
এবং লাল সুর্যাস্তে চাই স্নান
কোন লালসার কথা জানিনা-
আমাকে বসন্ত এনে দাও,
নিরাপদ খাঁচায় নিরব নির্জনে।
.
চুপ করে চুপ থাকা শিখে
প্রেমের পথে সুর্যোদয় দ্যাখো,
ইতিমধ্যেই শুকনো সবুজের গায়ে-
ভালোবাসার উল্কি আঁকা।
.
আমাকে বন্দি করো না
বিবর্ণ বিভৎস বিরহে,
বৃত্ত থেকে বেড়িয়ে এসে-
আমাকে বসন্ত এনে দাও।
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
29 জুলাই 2020; 17:57
.
তুমি জানো এবং বিশ্বাস করো
কখনও দোষ খুঁজিনি অণু,
আত্মার পথ আলোকিত করতে-
নির্মল নক্ষত্রের মতো চলে এসো।
.
মনের আকাশে ভাসমান মেঘের মতো
শ্রাবণের বৃষ্টিতে তোমাকে দেখবো,
অবিকৃত জলের আয়নায় তুমি-
একটি রহস্য; একটি চিন্তা।
.
সময়ের সাথে রসিকতা নয়
আকাঙ্ক্ষা দীর্ঘশ্বাসে বন্ধ হতে পারে,
সময় শব্দটিতে ভরসা নেই-
দুষ্ট জগত কখনও তা খুঁজে পায়নি।
.
পঙ্কিল পথে টেনো না আমায়
যদিও তুমি অবিকল স্বপ্নের সমান,
চাইনা কাদায় পা পিচলে গিয়ে-
লাল রক্তজবা পিষ্ট হোক।
.
যদিও কাদা পম্মের জন্ম দেয়
তবু শ্বেতশুভ্র তুষারকণা হও,
কষ্ট নিয়ে আর ভাবনা নেই-
স্মৃতির নজরেই ভালোবাসা।
.
বরং হৃদয়ের ছবি থেকে পাশে এসো
ভালোবাসা জেগে আছে প্রকাশ ছাড়াই,
অজানায় আমার ছুটন্ত প্রেম-
অপরিবর্তনীয় পথে জীবনের গল্প।
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
27 জুলাই 2020; 14:59
.
বছর জুড়েই অণু আমার বসন্ত
অনুক্ষণের সীমাহীন ভালোবাসায়-
আত্মায় বৃদ্ধি পাওয়া যন্ত্রণায় আদর,
ছোট্ট চরম জীবনের একমাত্র গভীরতায়-
অবয়বের ভিতর লুকিয়ে থাকা বিবেক।
.
নীল চোখের উজ্জ্বল তরঙ্গের মতো
অণু আমার কর্মে অনুরণিত হয়-
মেঘের মতো প্রবাহিত হয় মনের আকাশে,
এবং প্রতিটি রাতের নিছিদ্র নিরবতায়-
অন্তরাত্মাকে অনুরোধ জানায় ভালোবাসার।
.
বিচলিত আত্মায় অণু বিরল এবং সুন্দর
মোহহীন মনুষ্য প্রেমের দেবযান-
অজ্ঞানতার অতলে মানবতার মূর্ত প্রতীক,
অবিচ্ছিন্ন স্বাদে অণু’র প্রেমের অপেক্ষা করি,
আঁধারের অন্তরালে সভ্যতায় খুঁজি আলোর প্রহর।
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
25 জুলাই 2020; 19:15
.
অণু জেনে রেখো
জীবন সংকীর্ণ ভ্রমনপথ,
যদি সুখী ভ্রমন চাও-
ভালোবাসা দিতে ভালোবেসো,
প্রকৃতির জন্য ভালোবাসা,
সৃষ্টির জন্য ভালোবাসা,
মানুষকে ভালোবেসে।
.
মৃত্যু বিপদজনক অঞ্চল
এবং বিপর্যয়ের ধাক্কা-
যদি অবাদে পার হতে চাও
ভালোবাসায় পথ চলো-
পাপপূর্ণ বুকের বক্র রেখায়,
শূণ্য আপোষে-
সরল করো জীবন।
.
মৃদু ভাবনায় পরম ভাবনাগুলো
যদি হৃদয়ে আটকে যায়,
মোহের সংবেদনশীলতায়-
ত্বকের মধ্য দিয়ে প্রবাহিত বার্তা,
তখন একটি উদ্বিগ্ন প্রয়াস-
মহাকাল শেষে দ্যাখো,
ভালোবাসা মানে স্বর্গবাস।
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
24 জুলাই 2020; 23:11
.
হাসি কখনও কেনা যায়না
পাওয়া যায় না মানবতার মালিকানা,
দ্বিত্তের গোপন রহস্যের মতো-
অণু আত্মার ভিতর বৃদ্ধি পায়,
তাঁর প্রেম হৃদয়ের সর্বশেষ মূল্যে
একাকীত্ব উপহার দেয়-
অদৃশ্য অস্পৃশ্য বাধা বিরতিতে-
ঠান্ডা ঠান্ডা হিমশীতল ভয়,
এবং অন্তর্গত তিক্ত ব্যথা
পুরনো শুকনো বাতাসে-
তরঙ্গায়ীত করে অন্তর।
.
নিরন্তর ভালোবাসা দেয়
আগুন জ্বালায়, শীতল আগুন-
আমার অন্ধকার হুদয়ের ভিতর,
অণু অনুভবের সবুজ বন
অনুভুতির চারণভূমি-
আবেগের পাহাড় ও বিরহ সমুদ্রে
সীমাহীণ অনন্ত বিস্তার-
স্বপ্নময় মায়ায় গ্রীষ্মের সূর্যোদয়ে-
সাত আসমান থেকে খুঁজে আনা,
উষ্ণতার স্নেহময়ী ভান্ডারের-
দ্বিধাহীন কৈলাশী আবেগ।
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
21 জুলাই 2020; 15:43

প্রেমের শীতল শিখা হৃদয় স্পর্শ করে
উত্তপ্ত আত্মায় পরিবর্তন করে মানুষের মন,
গ্রীষ্মের বরফের মতো দয়াবান শীতলতায়-
মুছে দেয় জীবনের ত্রুটি ও ক্রোধ।

প্রেমের প্রখরতা দৃষ্টিতে মেলে ধরে সভ্যতার জঞ্জাল
প্রথম শিক্ষকের মতো হৃদয়ে বুনে আলোর বীজ,
ভালোবাসা বেদনাদায়ক হলেও; সাম্যতায়-
আলোকিত করে অন্ধকার জগতের প্রাণ।

প্রেম নিজেকে পরিবর্তন করে আত্মত্যাগী করে তোলে
ধ্বংসের উঠোনে সৃষ্টিকে পৃথক করতে শেখায়,
ভালোবাসা ভুল হলেও অমূলক নয়-
অজানা কারণ শূণ্যতায় ভেসে বেড়ায়।

আমাদের জানা অজানায়-
প্রেম সবচেয়ে বড় ঋণ মানুষের,
প্রেমের চেয়ে মহৎ কিছু নেই অণু-
নেই কিছুই, এত চিরতরে গভীর।।
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
20 জুলাই 2020; 14:03
.
সভ্যতায় দরিদ্রতম ভুল-
ভালোবাসি শব্দে ফুল ও তেতুঁল,
তেতুঁলেই স্নেহ; তেতুঁলেই প্রেম-
তেতুঁলেই বিরহব্যাথা; প্রকাশিত ফূল,
ইন্দ্রিয়ের জ্ঞাতসারে ব্যার্থ প্রলাপ।
.
জল উঠা জ্বিহ্বায়-
স্বাদের বাহিরে স্বাদ নেয়,
দেখিনিতো আনন্দ অগ্রাহ্য করে-
তাচ্ছিল্যের তুচ্ছতায় লভিয়েছে প্রেম,
মৃত ফুলের সৌন্দর্য্যে।
.
বিরহ কবিতা পড়ি-
হতবাক হই কবিদের লিপ্সার দৌড়াত্মে,
ষোড়শীর শরীরকে কতভাবে সাজিয়ে,
রেখেছিলো ফুলদানীর পাটাতনে-
উপরে সাজানো ফুল, প্রেম।
.
এত সহজ নয়-
ষোড়শীর প্রেমে বিরহ নেই,
কবির কবিতায় ষোড়শীর বিরহ,
সে এক ভোগ বিলাসী তেতুঁল-
অন্ধকারে আত্মহত্যা করা কোন জুঁই।
.
অণু তোমার মানবীয় গুণ
আজন্মের প্রেম; সগর্ব ভালোবাসা-
আমার মোহ নেই; ব্যার্থতাও নেই,
তোমার সৌন্দর্য্যের বাহার; প্রকৃতির-
চরাচরে চাই মানবীয় স্নেহ।
.
ভোগ কিংবা উপভোগে প্রেম নেই,
সে স্বপ্নের দানব আমি নই-
চাই অণু হবে জগতের,
সমৃদ্ধ স্নেহে যার সকল সন্তান;
শ্রদ্ধায় শেখাও ইন্দ্রিয়ের স্থিতি।
.
অবিনশ্বর আত্মায় তোমার বসবাস চাই
নশ্বর শরীরে সঙ্গমহীনতায়-
আমার কোন বিরহ নেই,
অণু তেতুঁল নয়; ফুল-
আমার; সকলের।
Samar Bhowmick Jul 2020
শামুকচুমু
সমর ভৌমিক
19 জুলাই 2020; 02:54
/
প্রকাশ্যে হারিয়ে যাওয়ার দিনটি ছিলো ভালোবাসায় ভরপুর
আলোকিত প্রাণের আকুলতায় অণুর হাতে হাত রেখে,
অজান্তেই প্রতিজ্ঞারত মন আনমনে বলেছিলো-
ভালোবাসি; অবিকল আমরা আগামী অনন্তকাল।

হাতে হাত রেখে স্বর্গের সুর শুনেছিলাম বুকের পাটাতনে
নিউরণের কোষে খুলেছিলো প্রেমের অ্যালবাম-
আত্মার যৌতুক অণু’র প্রেমে ঘুরেছিলো সময়ের চাকা,
এবং পেতে চাই ভাবনা, এতটা আনন্দ আগে দেখিনি।

অণু’র স্পর্শ ঝলকানি দিয়ে অনুভবে আগুন জ্বালিয়ে
ফুলের রেণুর মতো কোমল আহ্লাদ জমেছিলো বুকে,
আগবেগের শব্দহীণ লিরিক্স নিয়ে বকবক করা স্বপ্ন-
উড়ে যেতে চেয়েছিলো হৃদয় এককরা কোন দূরদেশে।

এভাবেই হাঁটছিলাম যৌবনদীপ্ত পৃথিবীর পথে;
সময় বুড়ো হলেও চেয়েছিলাম ঝড়ের ঝড়ো হাওয়া,
আর; ভর বর্ষায় শ্রাবণের রোদে ভেজা বৃষ্টিতে-
নবীন জলের নবীন পদ্মপাতায় শামুকের চুমু।
Jul 2020 · 74
তরল রোদ
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
17 জুলাই 2020; 17:17

এবং কোমল আত্মায় মৃদু অনুভূতিতে
ফুটে উঠে অণু’র মানবীয় অবয়ব্
অনুভবে সেই শুরু; ভালোবাসি-
শব্দের মায়ায় আর কোন শব্দ নেই।

অজস্র নক্ষত্রের মধ্য থেকে
ধরীত্রিতে ফিরে আসা স্বর্গের স্বর্ণালী আভা,
সন্ধ্যার আঁধার হতে রাত ভোর-
সুনিপুণ উজ্জ্বলতায় উত্তপ্ত করে রাখে।

অণু’র প্রেম এতটাই দেবত্ববোধ
অলীক দূরত্বে থেকে ছড়ায়-
এত্ত আলো; এত্ত উষ্ণতা,
এত্ত স্নেহ সুখের প্রস্রবন।

ভাবনার মাঠ সাজিয়ে দিয়ে-
আমায় নিবিড় সীমান্তে নামিয়ে দেয়,
বিশ্বাস ভাবনায় নিজেকে প্রসারিত করি,
অণু গোপনে ঢেলে দেয় তরল রোদ।
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
11 জুলাই 2020; 02:46

তোমাকে ভালোবাসি অণু
হৃদয় শিক্ষা দিয়েছে অনুমতি ছাড়াই,
অসীম কল্পনায় ভঙ্গুর আকৃতি-
আত্মার পাশে স্বপনের চাবি।

সময়ে হতে পারে সবকিছু পরিমাপ
অদৃশ্য বাস্তবতা বা সামান্য কারণ,
তবু স্বপনে তোমার সাথে দেখা করেছি,
কারণ প্রাণটা সেখানেই ছিলো।

ফিরে যেতে চেয়েছিলাম ছেলেবেলায়,
ততক্ষণে জীবন জাহাজ প্রেম সমুদ্রে ধ্বংস হয়ে গেছে-
অতীত অতীত বলে আটকে ছিলাম আমি,
সাদা পোষাকে একটি গোলাপের জন্য।

বদলে গিয়েছে আমার সকল ঋতু
এবং কেবল বসন্তের অপেক্ষায়-
চাঁদ হয়ে রাত ভোরে এনে দিবে,
স্যুটকেস ভর্তি বিষাক্ত চুম্বন।

জানি, কোন স্মৃতি ব্যর্থতার নয়-
আমার বসবাস নতুন স্মৃতির খোঁজে,
এবং অণুময় মহাসাগর অতিক্রম করা-
নিশ্চই বাকী রয়েছে শুরুর জন্য জীবন।

আমার কিছু নেই,
এবং সব আছে-
যদি সাথে তোমার মায়া,
সবুজ পত্র-পল্লবে বৃষ্টির নাচ।

ভালোবাসার সময় কতটা আছে জানা নেই-
হতে পারে তাড়াতাড়ি চলে যাচ্ছি সর্বদার বিরুদ্ধে,
আমাদের ছাড়া নেই সভ্যতার সংখ্যা,
সংখ্যা থাকতে থাকতেই প্রেম।

প্রতি রাতে কল্পনায় মুখোমুখি হই
শীত শীত ভাবে উষ্ণ নিঃশ্বাস প্রতিরোধের,
এবং আমাকে অন্ধকারে নিয়ে যায়-
একটি চুক্তির শপথ হোক।

চাই, এক আকাশের জন্য এক সাথে আঁকি
অজানা আয়ুর রেখা-
যদি শ্বাস নিতে ভুলে যাই কখনও,
জানবো তুমি সন্দেহ মুছে দিবে জগতের।

ওইদিন থেকে সভ্যতা ভয় পাবে
সুর্যাস্তের অপেক্ষা নয় আর-
কবির কলমে লিখবে আনন্দ,
সুতরাং জেনে যাবে প্রেম সর্বশেষ।
Jul 2020 · 40
প্রপঁচ
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
10 জুলাই 2020; 02:29

ফুল আমাদের মনকে উচ্ছসিত করে
অথচ ফুলের জীবনেও ক্ষুধা থাকে,
ফুলের জীবনেও তৃষ্ণা থাকে,
ফুল ক্ষুধার্ত হয় তৃষ্ণার্ত হয়-
তবু তৃপ্ত হতে পারে না।

নিজের হাতে তুলে নেই ফুলের পরমায়ু-
যতটুকুতে ইচ্ছেমতো প্রশান্তি,
ইচ্ছেমতো ভালোবাসা-
কিছুক্ষণ আগেও বেঁচে ছিলো যে ফুল,
স্বপ্ন দেখেছিলো সাধারণ মৃত্যুর।

আস্তে আস্তে মখমলে পাপড়ি গুলো
মাতালের মতো বেহুস, ঢলে পড়ে-
যেন বার্ধক্যের জলশূণ্যতা,
আমরা দীর্ঘশ্বাস অনুভব করি না,
ফুলের ব্যথা অনুভব করি না।

সামান্য সময় পেরোলেই ভালোবাসা উধাও
কুষ্ঠ রুগীর মতো অবহেলায় পড়ে থাকে,
ফুলের লাশ, যেখানে সেখানে-
অথচ যখন দৃষ্টিতে অপহরণ করেছি,
আদর ঘ্রাণ কোমলতা, সব-
অণু’কেও বলেছি, ফুলের মতো তোমাকেও।
Jul 2020 · 39
উষ্ণ হৃদয়
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
09 জুলাই 2020; 01:04

আশা হারাবো না অণু
বরং আরো জেদী হবো-
যদিও সম্মূখ দেখতে পাইনা,
দেখতে পাইনা আমাদের ভাগ্য,
কিন্ত মহান প্রেমের জন্য-
সেখানেও নির্দিষ্ট স্থান থাকবে।

সাদা বরফ গলা জলের মতো
অথবা আষাঢ়ের বৃষ্টির মতো,
আজন্ম ভয় ধুয়ে দিয়ে-
রুগ্ন সভ্যতাকে পিছনে রেখে,
আত্মাকে কাছে টেনে ফুসফুসের বাতাসের মতো,
বুকের খাঁচায় আড়াল করো প্রেম।

আমার হৃদয়ের ভাবনার মতো
যদি তুমি হও-
অন্তর কাঁপিয়ে আনন্দে হাসো,
টেনে নাও বুকে-
দ্যাখো রোদের মতোই স্বর্ণালী,
তোমার মতই উষ্ণ হৃদয়।
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
07 জুলাই 2020; 00:10

অণু’কে কিছু বলবো বলে দীর্ঘশ্বাস ঘোরপাক খায়
রাতের নিঃসঙ্গ নিরবতা পরমায়ুর ঘন্টা বাজায়-
অনুভবের পদাতিক বাহিনী উপস্থিত হয় বুকের জমিনে,
কিন্ত শূণ্য কন্ঠনালী ভালোবাসি শব্দের পিপাসায়।

ভালোবাসি শব্দেই অণু দিগন্তকে আবৃত করে রাখে্
যতবার দিগন্তের তাকাই সভ্যতা তাঁকে আড়াল করে রাখে,
অণুভব নামে আমার প্রেমের অস্ত্রগুলোতে আগুন ধরে,
আর অন্তরের বৃষ্টিতে তাঁর ভালোবাসা অনুভব করি।

মৃত্যুর দূর্গ ছেড়ে কোন স্বর্গভূমে যেতে চাই
যেখানে অণু’র সাদা আত্মায় রঙ্গিন ফুলের বাগানে-
মহৎ প্রেমের মহতি কোন মুহুর্তে শুধুই অণু’র ঘ্রাণ,
সন্দেহাতীত ভাবে পরম পবিত্র মাতাল করবে আমায়।

অণু’র আশ্চর্য্ ইশারা মেঘ হয়ে ঝরে লম্বা অপেক্ষায়
শান্তির পদক্ষেপের অধীনে পদক্ষেপ নেওয়ার আশায়-
কন্ঠে জড়িয়েছি প্রেম পদদলিত করে সভ্যতার শাষন,
আর; অণু’কে অনুভব করে হাঁটছি মৃত্যু দুর্গের পথে।
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
4 জুলাই 2020; 20:47

দৈব অনুভূতির সংমিশ্রনে সুন্দরী সমৃদ্ধ অণু
আশ্চর্য গভীরতায় ঈশ্বরের দুর্দান্ত আশীর্বাদ
আমার আত্মা অণু’র সমৃদ্ধিকে ভালোবেসেছে
তাঁর মানবীয় গুণ এক আশ্চর্য্ ফুল।

অণু’র মৃদু প্রেম তরঙ্গে তরঙ্গায়িত স্বপ্নপথ
অবাধে হৃদয়ের রাস্তায় নক্ষত্রের আলো ছড়ায়
ধমণী শিরা-উপশিরায় তাঁর প্রেমের মুকুল
আমার সফেদ চিন্তায় ছড়ায় স্বর্গের ঘ্রাণ।

অণু’কে আত্মার সাথী করে ছুঁই নীল আকাশ
আত্মার অপেক্ষমান শক্তিতে অনুভব করি প্রেম
কল্পনার জঞ্জালহীন আগুনহীন ছাইহীন সভ্যতায়
মিষ্টিময়তায় ঢেউ তোলে নবীন সবুজ।

যেন চাতুরী ব্যথায় অন্তরে অস্বস্তি অসুখ নেই
শীতল আগুনে জলের স্রোত নেই চোখের কার্নিশে
নরকের উত্তাপ নেই নীরব হৃদয়ের গভীরে
কেবল পবিত্রতায় প্রেমের পথ অতিক্রম করছি।

সভ্যতার অভিযোগ অনঢ় ক্নান্ত জীবন সীমানায়
বাড়িয়ে চলেছে আমার ভোগান্তির ভোগ
ঈশ্বরে ক্ষমা দৃষ্টির প্রার্থনা রেখে
নিঃশ্বাসের সরল ভালোবাসায় অণু’র বিশ্বাস।

তবু নতুন কোন বিভ্রম চিন্তা নেই অণু
আত্মায় বিনয়ী ধৈর্য্য পুষে ভয় পিষে
যদি আমরা হারাবার পথে হারিয়ে যাই
ঈশ্বর সযতনে আহ্বান জানাবেন শান্তির।

মানুষের প্রেম’ই পরম স্বর্গের পথ
অতিক্রম করে সুগন্ধময় স্বপ্নপূর্ণ গভীরতায়
অবিচল অশুভ কম্পন রেখে নিঃশব্দ প্রেমের পথে
কোন মিষ্টি প্র্রভাতে খুলে যাবে সুখের দরজা।

আত্মা আমার হৃদয়ের গভীরতায় বন্দি রেখেছি
অণু’র অশুভ অশ্রু ভাবনা দূরে সরিয়ে দিতে
অন্যায়ের ভূল শৃঙ্খল থেকে মুক্তি দিতে
জীবন ও মৃত্যুর মাঝে আমার সংগ্রামী প্রেম।
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
02 জুলাই 2020; 16:30

ঈশ্বরে আমার উপাসনা-
অণু’কে শান্তিতে ফিরিয়ে আনুন,
চালতা ফুলের শুভ্রতা সতেজতায়-
প্রেমের শীতল বাতাসে হৃদয়ের ডগায়,
আমার প্রার্থনা শক্তি ছড়ায়।

এবং অন্তরে অণু-
বহ্মান্ডের একমাত্র উজ্জ্বল আলো,
ঈশ্বরের ঈশারায় অণু’ই নাচায় জীবন,
তাঁর হাতেই গুচ্ছ গুচ্ছ ভালোবাসা-
যাঁর জন্য সিংহাসন ত্যাগী হৃদয়,
গুণে যায় অপেক্ষার প্রহর।

আতঙ্কিত আত্মার শাখা প্রশাখা-
আনন্দের অপেক্ষায় মন্ত্র পড়ে,
শান্তির পায়রার খুঁজে; যেন-
আত্মার চিৎকারে আশির্বাদ রাখে,
অণু’র অনুভবেই আমার শ্রেষ্ঠ প্রেম।
Jun 2020 · 48
থিয়েটার
Samar Bhowmick Jun 2020
সমর ভৌমিক
30 জুন 2020; 02:58

কোন ভয় নেই অণু-
তোমার ঠোঁটের ক্লান্ত বাতাসে,
আমার অনুরোধ যদি পথেই মিলিয়ে যায়,
অপেক্ষার দিনগুলোকে ঘৃণিত করে,
যদি হেরে যায় অনুভবের লড়াইয়ে্,
সুর্যের হলুদ মাখা রঙের নবীন বীজ।
জেনে রেখো, আমার ক্ষুধার বুকেও প্রেম
অহিংস ক্ষুধা ঈশ্বরের দিকে তাকিয়ে-
তোমার সাথে দেখা করার অপেক্ষায়,
পুষ্পস্তবকের স্তরে স্তরে সাজিয়ে রেখেছে
বীজ অংকুরের মায়াময় শব্দ।
যদি চাও প্রবেশ করো অণু-
তুমি সাধারণ মারাত্মক এখনও।
তোমাকে নিয়েই ভাবি অণু
সদা সর্বদা চিন্তা করি-
এমনকি যখন আমি বিভ্রমের দূর্গে,
তখনও কল্পনায় প্রেমময় সম্পর্কে-
তোমাকেই আঁকড়ে ধরে রাখি।
তুমিই গল্পের মধ্যে গল্প-
বাতাসের মধ্যে মিশ্রিত অক্সিজেন,
হৃদয়ের কোনে একমাত্র ট্র্যাজেডি।
তোমার ছায়ায় মায়া জড়িয়ে
নির্ভয়ে আমার ইচ্ছেকে জেনে দ্যাখো,
তোমার তড়িৎ ঈশারায় ফুলের বাগান।
আমার বেদনার পাহাড়ে-
তুমিই আত্মার একমাত্র থিয়েটার।
Jun 2020 · 48
আমার সংশয়
Samar Bhowmick Jun 2020
সমর ভৌমিক
28 জুন 2020; 00:25

সত্যি কি কেউ ভালোবাসতে জানে অণু?
পঞ্চাশ বসন্তের প্রান্তে এখনও সংশয়ে-
যদিও ভালোবাসার অভাব বোধকরে হৃদয়,
ভালোবাসা হোক সংশয়হীন পানীয় জল-
অকাতরে বিলিয়ে হৃদয় নিরাপদ হোক,
স্বার্থের উর্দ্ধে কেউ অন্তত বলুক; তুমি!!

স্নেহগুলো হৃদয়ের তাপে সেদ্ধ হলে-
স্বার্থের রোষানলে তিক্ত ত্যাজ্য শূণ্য প্রয়োজনে,
মোহে দায় চাপিয়ে জ্ঞাণীর জ্ঞাণ-
পাশকেটে চলে যায় অচেনা দ্রুতযানে।

অণু দ্রুতযানে তুমি চড়েছো কখনও-
কাকের কা’ কা’ শব্দে মা’ মা’ শুনতে পেলে,
বদলে যায়নি তোমার হৃদয়ের আঙ্গিনা নতুন সবুজে?
মনে পড়েনি তির্য্যলতা তোমার স্নেহের অপেক্ষায়
আর- অপেক্ষমান কোন পুরুষ তোমাকে চায়?

সবুজের সমারোহে ভালোবাসা দেখি অণু-
দেখি বর্ণিল ফুলের বাগানে বাগানে-
ফুলে ফুলে মৌমাছিতে অগাধ ভালোবাসা-
দেখি জলের ভিতর রুপালী প্রাণের মিছিলে,
দ্যাখো সবুজ উদ্যাণ আজ মরুভুমি প্রায়-
অগণিত গলাকাটা ফুলের লাশ বাজারে বাজারে,
মৌমাছির ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় ভোগের ছিপি আঁটা বোতলে-
জলকেলি খেলা রূপালী লাশেরা তৃপ্তির টেবিলে।

দেখেছি কষ্টের আঙ্গিনায় ভালোবাসা বিবর্ণ হতে
সুখের স্রোতে ভালোবাসা দোল খায়- দোলা’য়,
যেন নিরাপদে নিরাপদ থাকার কুটিল সখ্যতায়-
গোপনীয় গোপন প্রয়াসে আঁধারের বিশ্লেষণে
গণিতবিদের গভীর ব্যাখ্যায় প্রণতি জানানো মন,
কোন কালেই আমার নয়-

দেখছি প্রাণ বাঁচাতে ভালোবাসা মেঘের আড়ালে
বেঁচে থাকা শিল্পময় শরীরে স্বপ্রনোদিত প্রেম-
অদ্ভুত হৃদয়োষ্ণ সংগাহীন আবেদনে গোলাপী প্রলেপ
ক্ষমা করো আমায় তপ্ত বিলাসী মন-
অনাহারক্লিষ্ট দেহে ক্ষুধার্থ আত্মায় ঘুমের ঘোরে,
না আসুক সেই রহস্যাবৃত গোলাপী প্রলেপ।

অণু কি করে বলি- বলো? কি করে বলি-
ভালোবাসা প্রশ্নহীন উদ্যেশ্যহীন ঈশ্বরে অর্পিত,
প্রশ্রয়ে আশ্রয় নেই কোন অসভ্য সত্ত্বার,
অজস্র মতান্তরে নগ্নতার স্তুপে দেখেছি বহুবার-
ভালোবাসা গন্তব্যহীন নয়- সীমারেখাহীন নয়,
অনন্ত ইচ্ছার অভিপ্রায় নয়- আসক্তি নয়,
প্রচ্ছন্ন উদ্যেশ্যের পরোক্ষ খেলায়-
ভালোবাসা বলে আছে কিছু, আমার সংশয়।
Samar Bhowmick Jun 2020
সমর ভৌমিক
26 জুন 2020; 00:34

অণু কান্নার ছোয়াছে ছোঁয়াগুলো সরিয়ে আত্মা প্রলুব্ধ করুক
হৃদয়ের আগুনে পা রেখে স্নেহের সুনীল গ্রহন করো নির্দ্বিধায়,
প্রেমের গর্জনে আগুন জ্বলে উঠুক মনের সুশীতল সমুদ্রে
তোমাকে ছাড়া নাহোক আমার অবুঝ চুমু; নাহোক ভালোবাসা।

আমার অন্তরাত্মাকে ভালোবাসার প্রেমে ফেলেছো
হৃদয় স্পন্দিত করে উত্তাল সমুদ্রে,
তুমি অর্ন্তবাসের মতো জড়িয়ে থেকে
হাতে নিয়েছো আমার অসমাপ্ত গন্ত্যব্যের টিকিট।

হাসিতে পরীর শুভ্রতা দেখে অবাক হওয়ার মুহুর্তেও-
ভালোবাসা মেশানো প্রেমের সুক্ষম পরিমাপ পাই,
এবং আমাকে অতি আড়ম্বরপূর্ণ উত্তেজনায় ভাসায়
ভঙ্গুর হৃদয় তোমার ইশারায় তেজদীপ্ত হয়ে উঠে।

আকাশ পাতাল আর পৃথিবীর সকল ফুলের অন্তরালে
পরীক্ষার প্রশ্নপত্রের উত্তরের মতো ভালোবাসি
চঞ্চলতার প্রার্থনা করা ঈশ্বর জানেন, তুমি-
হৃদপিন্ডের কম্পন রক্তের উষ্ণতা হাসিমুখের প্রশ্ন।

একহয়ে আছে্ ঈশ্বরের প্রার্থনা প্রেম তোমার ভালোবাসা
মখমলে মিষ্টি মধুর হৃদয়ের বিছানায় শুয়ে আছে
আগুনের তেজস্বী পোষাকে আমার প্রেমের ঝড়
মনের বাগিচায় ঘাসের কচিপাতায় অজস্র শ্রাবণ।

দিঘির জলে রোদের ঝিলিকে যে অন্তহীন হাসি
তুমি নিমিশেই ঢেলে দিতে পারো বহুগুন ঠোঁটের ভাঁজে,
তোমার ফিসফিস শব্দ গহিনে ঝরায় শান্তির জলপ্রপাত
স্নাযু কোষের পাতায় পাতায় স্বপ্নের মধ্যে স্বপ্ন বুণে।

বুকের খাঁচার নীচে মনকে জড়িয়ে রেখেছো অণু
রোমঞ্চ গড়া দিগন্তের মতো বর্ণিল সুতোয়,
শুধু কপালের ভাঁজে তুমি অদৃশ্য অক্ষরে লিখে দাও
প্রাণের অধিকারে তোমার প্রেমের স্পন্দন।
Samar Bhowmick Jun 2020
সমর ভৌমিক
24 জুন 2020; 01:41

নরকে যেতে পারি অণু-
ভালোবাসা অবুঝ হলেও আমি সেই ছেলে।
ভালোবাসার দিব্যি নিয়ে প্রার্থনা রেখেছি ঠিক-
নিশ্চই প্রভু আমার নেতৃত্ব দিবেন।
তোমাতেই কাটবে জীবনের দিন
প্রলোভনের অধিকার মুক্ত হয়ে-
তুমি সমতায় ক্ষমা করবে আমায়।

আমার কন্ঠস্বরে তোমার সুর মিলাও
ভালোবাসি হৃদয়াবৃত শব্দ উদ্দেশ্যমূলক নয়,
আমি অনায়াসে পছন্দ করি; তোমার প্রতিটি মূহুর্ত-
দ্যাখো আমার হৃদয়ের খাদে যে সংগীত আছে,
স্বাক্ষ্য দিবে তোমায় ভালোবাসার।

তোমাকে বলেছি বার বার বহুবার-
ভালোবাসার আগুনে যন্ত্রণার তরল ঢেলে পরীক্ষা করো,
দ্যাখো অন্তরের বার্তায় শুধু তোমার শূণ্যতা-
তোমার স্নেহময় প্রেমের আশির্বাদ।

অণু তুমি কি শুনতে পাচ্ছ??
জীবনের দর কষাকষির অধিকার রাখিনি আমি
শুধু আমার বাঁচা তোমার হাতে দিয়ে-
আমার আত্মাকে সুস্থ করে দিতে,
আমার হাতে দাও প্রশান্তির হাত।

তোমার পায়ের কাছে জীবন প্রদীপ গভীর দহনে
তুমি দয়া বিতরণ করে সাথে থাকো অণু,
নিঃশ্বাস আমাকে তাড়িয়ে বেড়ায়-
তোমার প্রেমের সক্ষমতায়।

শুধু ধুয়ে ফেলা বহু কারণের মতো ধুয়ে যাক অনুতাপ
মনে হোক সরে গেছে আমার সকল পাপ,
যদিও থাকার কারণ আমি জানি না-
তবু দয়া করে বলো তুমি আছো।
Jun 2020 · 50
তুমি আমার
Samar Bhowmick Jun 2020
সমর ভৌমিক
22 জুন 2020; 15:45

আমার অবুঝ ভালোবাসা-
তোমার বিশ্বস্ত হাত হতে চায় অণু,
বুকে আগলে রাখার মতো একটি হাত,
এবং ইচ্ছের মতো অমৃত একজন মানুষ-
তোমার চাওয়ার মতোই কোমল একজন প্রহরী,
কষ্ট ভুলে থাকা ত্যাগের মহিমায় মহিমান্বিত-
সগৌরবে ভালোবাসা সবুজ সতেজ লতার মতো,
জড়িয়ে রাখা কল্পনায় তোমার আত্মবিশ্বাসী প্রেম,
মানবীয় উষ্ণতায় অনুভবে অবিকল সারাজীবন-
যে ভাবে নিজেকে কখনও অনুভব করোনি।

তোমাকে ভালোবেসেছে আমার নির্লজ্জ্ব বেহায়া প্রেম
দশ মিলিয়ন স্নায়ুকোষ আত্মা অন্তর হৃদয়ের গ্রন্থি গুলো,
সন্দেহাতীত প্রেম বেপরোয়া সময়ে জন্ম হলেও-
ভালোবাসার কষ্টকর উপায় গুলো কখনও ভাবোনি,
ভাবনা খুঁজে বেড়ায় তোমাকে পাওয়ার উপায়,
খুঁজে বেড়ায় তোমাকে আবিস্কারের সহজ পথ,
অণু; আমার মধ্যেই তুমি অবুঝ আবেগ-
যদিও প্রাণের চাহিদায় বলেছো বহুবার; তুমি-
সেই রহস্যময় শব্দ শুনে কথা দিচ্ছি,
আমাকে তুমি ভাবতে চাও; তুমি আমার।।
Samar Bhowmick Jun 2020
সমর ভৌমিক
21 জুন 2020; 00:12

একজন অণু একটি সিন্ধু
একটি সাদা ফুল-
একজন অণু স্বপ্ন ঘেরা,
শত জন্মের মূল।

একজন অণু একটি আকাশ
একটি মাত্র তারা-
একজন অণু প্রাণের বাতাস,
হৃদয় ছন্ন ছাড়া।

একজন অনু ভোরের আলো
রাতের শুভ্র চাঁদ-
একজন অণু প্রেমের পরশ,
ভরসার একটি হাত।

একজন অণু প্রথম ফাগুন
শিমুল পলাশ শাঁখে-
একজন অণু ছয়টি ঋতু,
এক করে রাখে।

একজন অণু একটি আশা
একটি স্বপ্নের ঘর-
একজন অণু অন্তর জুড়ে,
তুলছে প্রবল ঝড়।
Samar Bhowmick Jun 2020
সমর ভৌমিক
18 জুন 2020; 21:13

সংকীর্ণ মানবতায় বিশাল বাক্যের দেশে
আমার ভালোবাসার সাথে আছে একমাত্র অণু-
ঈশ্বরের কাছে আমার দুটি প্রার্থনায়,
একটিতে চাই আমার রক্ষা অন্যটি অণু।

প্রেমের ভাবনায় নিজেকে মেরে ফেলেছি
এখন নিজেকে ফিরিয়ে দিতে চাই-
অণুর মতো একজন মানুষের ভালোবাসায়,
ঈশ্বরের সৌন্দর্যে আমার পাগল এবং ঘাতক প্রেম।

রাতে ঘুম থেকে লাফিয়ে উঠছিলাম
সংগায়ীত হতে হতে দেখি-
আমার ভালোবাসার প্রশিক্ষণ ছিলো,
মহাসিন্ধুর দূর্গে প্রবেশ করছিলাম।

আমি চাষের জমিতে চাষ করছি
কবিতা থেকে নিয়ে যাওয়া মুক্তোদানা-
স্বর্গ থেকে নিয়ে আসা প্রশান্তির বীজ,
রোপন করছি জপমালার মতো গুণে গুণে।

অত্যাধিক উষ্ণ বায়ুমন্ডলের চাপে
আমি উদ্বেগজনক চিন্তায় ছিলাম-
মহাসিন্ধুর প্রবাল প্রাচীর ঘেষে,
কবিতার মুক্তোদানা এবং স্বর্গীয় প্রশান্তি ফলাতে।

নোনাধরা জমির কাদায় লুকানো কষ্টের বিষ
আত্মাকে অবজ্ঞা করে গ্রাস করে-
হাজার হাজার বছর ধরে এবং তারপরেও,
যেন নির্বসিত নির্যাতিত।

পুরাতন সীমাবদ্ধতায় সুন্দরী অণু
নজর রাখছিলো নজরদারীর উপর-
আগ্নেয়গিরির ফুটন্ত লাভা বরফ হলে,
আমরা রাজকীয় রক্ষীদের নিপাত কামনা করিনি।

মনে হয়েছিলো সহস্রাব্দের উত্তেজিত পৃথিবীতে
মানসিক কারাগার থেকে পালানো-
অণু এক আত্মঘাতি প্রেমিকের ভূত,
বিমূর্ত বিষ ঢেলে আমাকে দৈত্য করে তোলে।
Samar Bhowmick Jun 2020
সমর ভৌমিক
16 জুন 2020; 00:06

অণু অন্তর নিয়ে গেছে-
আমি এখনও তাঁর দিকে তাকিয়ে,
তাঁর চোখের দিকে; এবং
তাঁর পছন্দের রঙের দিকে তাকিয়ে।

অপেক্ষা করছি ভবিষ্যতের,
কালো এবং অভেদ্য-
মরিয়া হয়ে খুঁজে চলেছি পথ,
যেন আশাহীন অন্ধকার।

আশায়; রোদের দরজা খোলবে
আঁধার কেটে ফোটবে কমল-
আহত অশ্রুজলের আবরণে ঢাকবে
কান্নার পাহাড়।

অপেক্ষায় শব্দ গুনছে হৃদয়-
দুঃখের দরজায় স্বাগত জানাতে,
সর্বশেষ নিরবতায়; যদি-
দুর্ঘটনাক্রমে ফিরে আসে প্রেম।

অচেনা একাকিত্ব শোকের কালো রঙ
ভাঙ্গা কাঁচে হৃদয় ছিঁড়ে-
বুকের ভিতর আঁকছে,
ক্রুদ্ধ ফোঁটা।
Jun 2020 · 64
আবহসংগীত
Samar Bhowmick Jun 2020
সমর ভৌমিক
14 জুন 2020; 23:51,ঢাকা।

স্নায়ুকোষের সুন্দর অনুভূতি থেকে
তুমিই কেবল আনন্দ নিয়ে আসো অণু-
এবং আমি যতবার স্মৃতিতে ফিরে যাই,
ততবার তুমি আবহসংগীতের সুর তোল।

আসলে জীবনের মানে যদি বুঝতাম
এখনও যদি জানতাম-
সকালে ঘুম ভেঙ্গে চেতনে তোমাকে রেখে,
কেন এত আনন্দিত হই?

মনে হয় আমার আর কিছুই ছিলো না
যেখানে কেবল মন আনন্দিত হয়,
শৈশবের স্বর্গ সময় হারিয়েছি-
অথচ কোন আক্ষেপ ভ্রুক্ষেপ নেই।

আমার আর কোন আফসোস নেই
আজকের দিনটিও আমাকে জড়িয়ে আছে-
তুমি কত বুদ্ধিমান ভাবে আমাকে স্বাগত জানাও,
আমার চিন্তা ঘড়িতে সন্ধ্যা নামে না।

তুমি কি কখনও ছোট ছিলে না,
আমার প্রিয় অণু ?
এত দীর্ঘ দিন দেখছি, কত গ্রীষ্ম বসন্ত-
দিন দিন তুমি আরো দীপ্ত হয়ে উঠছো।

মনেহয় আমরা লেবু ফুলের সুবাসের ভিতর হাঁটছিলাম-
এবং আমি ফেলে আসা বয়সের অভাববোধ করছি,
রক্তিম সূর্য্ পশ্চিম আকাশে প্রায় অস্তমিত হলেও,
কল্পনায় শুধু তোমার আবহসংগীত চাই।
Jun 2020 · 99
আড়াল
Samar Bhowmick Jun 2020
সমর ভৌমিক
12 জুন 2020; 23:20

ব্যাথার গহ্বর থেকে হাসি তৈরী করে
অজান্তেই আড়াল করি শোকের শব
হাসির মুখোশের নীচে-
চেনা অবয়বে অচেনা আমি।

সবকিছুর জন্য সৎ হতে না পেরে
পরাজিত আত্মায় অশান্তিকে শান্ত করি
দুঃখ ঢেকে মিথ্যার আবরনে-
নিজের সাথে রাখি।

মধুমাখা কথার কথায় ভাসাই সময়
অন্ধকারে চেপে রেখে জীবন
শান্তনায় শোকের মিছিল-
আয়ুর পরমায়ু’র প্রয়োজনে।

মিথ্যে সুখ স্বাচ্ছন্দ্যের খবর জানিয়ে
ভাবনার দুগ্ধ সমুদ্র বিশ্বকে দেখাই
দেবদূতের মতো মানুষ হতে-
কবরে ডুবে মন।

নিজেই নিজের গর্ব হয়ে
দেখিয়ে চলি আলোর মিছিল
হৃদয়ে মহাসাগরের জল-
ছায়াহীন চিন্তায় বেঁচে থাকি।

নিজের চেহারাকে সর্বদা চকচকে রেখে
অন্তর ছেড়ে যাওয়া চিন্তার সৌন্দর্য
গোপনে কাঁদে রাত দিন-
একটাই জীবন আমার।

এবং অণু’র কথা রাখার হাঁকডাকে
মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা রাখি
পৃথিবীতে রেখে যাওয়া সময়-
হেঁটেছি অন্ধকার আলপথে।
Samar Bhowmick Jun 2020
সমর ভৌমিক
11 জুন 2020; 17:54

অণু তাদের বলে দিও
মাদক কলঙ্কের মতো
কেড়ে নিয়ে আশার প্রদীপ
উপহার দিবে ক্ষত।

হেলায় জীবন নেশার ঘোরে
অজান্তে যাবে হেরে
সাময়ীক উন্মাদনায় মত্ত হলে
ভাগ্যটা যাবে ছেড়ে।

ঠাট্টার ছলে মাদকের যাতাকলে
তুমি মাদকের বাড়ী
এককা দুককা করে দিন
আয়ুও যাবে ছাড়ি।

সমাজে আঁকিয়ে ঘৃণার সীমানা
বৃথা যৌবন আশা
সভ্যতার দৃষ্টিতে আঁধার মেশালে
গ্রাস করিবে হতাশা।

মাদকের নেই ক্ষমতা কোন
আনিতে সভ্যতায় জয়
মাদক পারে কেবলি যৌবন
তামাসায় করিতে ক্ষয়।

মাদকের প্রেমে পড়িয়াছে যারা
হৃদয় তাদের শূণ্য
ব্যর্থতাকে নিজের ভবিষ্যৎ ভেবে
অজান্তে হয়েছে বন্য।

বরং ভালোবাসা ভিক্ষা মাগো
হৃদয়ে স্বপ্ন পুষে
যেওনা ঘৃণায় অপমান অভিমানে
নেশার কলঙ্ক দোষে।
সুস্থ থাকাই সুখের বাঁচা
স্বাধীন চিন্তা করে
জ্ঞানে দুঃখ কবর দিয়ে
বাঁচো প্রাণ ভরে।

মানব জীবন বড়ই মধুর
জ্ঞানেই মানুষ পূর্ণ
যদি অজ্ঞানতা প্রশ্রয় দাও
ভবিষ্যৎ হবে চূর্ণ।

মানুষের জীবনে ব্যর্থতা নেই
কেবল অভিজ্ঞতা হবে
আজ কাল পাওনি যাহা
আগামী দিনে পাবে।

প্রেম পার্থিবতা ঈশ্বরের দান
চেষ্টা করো শুধু
বিন্দু করে মৌমাছির দল
সঞ্চিয়েছে কত মধু।

জগতের ভালোবাসা পাওনি বলে
প্রেম নেই তোমার
এমন ভাবনা বোকার কেবল
ঘোর মহা-অজ্ঞানতার।

ভালোবাসায় রেখে প্রসারিত হাত
জাগিয়ে বিবেক বোধ
সভ্যতায় ছড়িয়ে মানবতার ঘ্রাণ
নিবে অনিয়মের প্রতিশোধ।
Samar Bhowmick Jun 2020
অণু’র কাজল কালো আঁখিতে
স্বপ্ন রাঙা মুখ
ঘোমটা টানা শাড়ীর আঁচলে
সহস্র জনমের সুখ।

উড়ে এলোচুল বসন্ত বাতাসে
তটিনী তরঙ্গে দুলে
ফাগুন হাওয়ায় প্রেমের রেণু
হৃদয় দরজা খুলে।

সবুজ বনে বসন্তের আগুন
পলাশ সিমুল শাঁখে
রক্ত রাঙা রাধাচূড়া কৃষ্ণচূড়া
অণু’কে জড়িয়ে রাখে।

নোনা পাতায় লিখে দিলাম
অণু’র প্রেম কাহিনী
এঁকে ছিলাম ঠোঁটের তুলিতে=
অতৃপ্ত আত্মার স্নেহখানি।

ভালোবাসা অণু’র ভাবনা মুখর
পিপাসার অনন্ত ধারা
তাঁহার তৃষায় জীবন যৌবন
অতৃপ্ত প্রাণ পাগলপারা।

9 জুন 2020; 21:12, ঢাকা, বাংলাদেশ।
Next page