Submit your work, meet writers and drop the ads. Become a member
Samar Bhowmick Jan 2021
সমর ভৌমিক
19 জানুয়ারি 2021;15:15
.
আমাকে তোমরা ভিক্ষা দিও
তির্যলতার নিশ্চিত মানবিক পৃথিবী
অণু'র জন্য সম্মান অধিকার স্বাধীনতা
আর আমার বয়োজ্যেষ্ঠদের জন্য
শ্রদ্ধা মায়া মাখানো নিখাদ ভালোবাসা।
.
আমাকে তোমরা ভিক্ষা দিও
গাছ-পালা লতা-পাতা পশু-পাখির স্বাভাবিক মৃত্যু
স্বাধীন কন্ঠস্বর, রাজনীতি, গান, গল্প কবিতা
বাহাত্তরের সংবিধান, লাল-সবুজ পতাকার সম্মান
অনাহারী দূর্বল শোষিত মানুষের মুখের হাসি।
.
আমাকে তোমরা ভিক্ষা দিও
তসলিমা তনু অভিজিতের জন্য একটু প্রেম
নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য সুশীল নিশ্বাস
আত্ম কেন্দ্রিক বর্বর ধর্মান্ধদের জন্য একটু জ্ঞান
বীরঙ্গনার চোখের জলের পরিবর্তে পিপাসার জল।
.
আমাকে তোমরা ভিক্ষা দিও
চন্দ্রদেবী রবীন্দ্রনাথ রবার্ট ফ্রস্ট নজরুল
ভাষানী বঙ্গবন্ধু সূর্যসেন সি আর দত্ত
ক্ষুদিরাম প্রীতিলতা নূরজাহান বেগম
সালাম রফিক বরকতের আদর্শ।
.
আমি অখ্যাত এক দ্বীন দরিদ্র কবি
আমাকে তোমরা ভিক্ষা দিও
প্রাণের জন্য এক টুকরা মানবিক দৃষ্টি
জলের জন্য, বাতাসের জন্য ভালোবাসা
মাটি আর মানুষের জন্য সুষম প্রেম।
Samar Bhowmick Dec 2020
সমর ভৌমিক
25 ডিসেম্বর 2020;23:33
.
ঈশ্বরের শ্বাশত রূপ জানি না
প্রজ্ঞা প্রতিজ্ঞা প্রেমে
অণু'র মোহহীন মানবতা
আমার আদর্শ,  আমার প্রেম।
.
অণু'র কম্পিত ঠোঁটে আপন শব্দে ডাক
সেবার হাতে ছুঁয়ে দেয়া হৃদয়ের সৌন্দর্য
মনের টানে মনে মিশে থাকা মন
আমাকে প্রচন্ড টানে।
.
যৌবনের রক্তে বাণের জল স্রোত
লবনাক্ত ঘামের কামনা রেখে মনে
প্রচলিত মুদ্রার মাতাল ঘ্রাণ
বাসনা পূরণ করে তপ্ত যৌবন।
.
যৌবনের প্রতিজ্ঞা মোহ শূণ্য নয়
বাসর বিহীন যে প্রেম প্রভু'র
আলো ছড়ায় মনের তারণ্যে কাঁচায়
সে প্রেম আমার। অণু'র ।
.
তবুও আমাদের বার্ধক্য ব্যথায়
জুটিবদ্ধ জীবনের কাছে যদি মনে হয়
হার মেনেছে অবাধ্য যৌবন
তখন বলে দিবো ভালোবাসি অণু।
.
অণু'র নির্লোভ আত্মায় বিনম্র শ্রদ্ধাবোধ
অন্তর্গত অদৃশ্য অশরীরী প্রেম
নত হতে প্রেরণা যোগায়
যেন আজ পঁচিশে ডিসেম্বর।
.
প্রকৃতির সাথে পরম স্নেহের বন্ধন
মোহহীন দাবী শূণ্য ধর্ম কর্ম প্রেম
ধৈর্য স্থিরতায় সহজ সরলতা
জানিয়ে দেয় অণু'ই আমার যীশু।
Samar Bhowmick Aug 2020
সমর ভৌমিক
01 সেপ্টেম্বর 2020; 01:03

আমার অণু
গল্পের চেয়েও সুন্দর
পুরস্কারের চেয়েও সমৃদ্ধ
সম্পদের চেয়েও যোগ্য
ভাষার চেয়েও ব্যাপক
সভ্যতার শ্রেষ্ঠ উষ্ণতা।
.
আমার অণু
সময়ের চেয়েও আধুনিক
দিবালোকের চেয়েও উজ্জ্বল
গ্যাসের চেয়েও হালকা
চাঁদের চেয়েও স্নিগ্ধ
সভ্যতার শ্রেষ্ঠ ফাগুন।
.
আমার অণু
মায়ের চেয়ে আপেক্ষিক
মাটির চেয়েও উপকারী
শব্দের চেয়েও মধুর
স্পর্শের চেয়েও প্রবল
সভ্যতার সবচেয়ে রসালো।
.
আমার অণু
অক্সিজেনের চেয়েও গুরুত্বপূর্ণ
বজ্রপাতের চেয়েও তেজস্বী
মনের চেয়েও বর্ণিল
ফুলের চেয়েও কোমল
সভ্যতার শ্রেষ্ঠ সুগন্ধি।
.
আমার অণু
মস্তিস্কের চেয়ে উর্বর
কাদার চেয়েও পঙ্কিল
সাধুর চেয়েও শুদ্ধ
জিহ্বার চেয়েও সুক্ষ
আত্মার সবচেয়ে আপন।
.
আমার অণু
কান্নার চেয়েও ক্ষত
কবরের চেয়েও শান্ত
সাহিত্যের চেয়েও সাবলীল
রত্নের চেয়েও দুর্লভ
সভ্যতার প্রথম প্রেম।
Samar Bhowmick Aug 2020
সমর ভৌমিক
29 আগষ্ট 2020; 00:04
.
আমার শব্দে আবেগের সাঁতার ছিলো-
গোঙানোর স্রোতে কিছু বলতে পারছিলাম না,
নদীর মতো প্রবাহিত অশ্রুর স্রোত-
গলার ভিতর প্রেমের গুমোট চিৎকার3,
কতটুকু স্বপ্ন বাঁচিয়ে রাখে তা দেখতে
কাল রাতে অণু এসেছিলো,
আমার একাকীত্বের দোরগোড়ায়।
.
কাল রাতে অণু রক্তজবা নিয়ে এসেছিলো,
আত্মার সুন্দর এবং মহৎ ভাবনায়-
হৃদয়ের স্বাক্ষর করা প্র্রেমের সর্বশেষ ইচ্ছাপত্রে
আমি তাঁকে ভালোবাসা লিখে দিয়েছিলাম,
কারণ লজ্জিত কন্ঠের দৃঢ় ফিসফিস শব্দে
সারাজীবনের এই দরিদ্র শরীরে-
কাল রাতে স্বপ্নের মতো বেঁচেছিলাম।
.
যেথানে পুরনো স্মৃতি ফেলে রেখেছিলাম
সেই কষ্টের স্মৃতিগুলো মুছতে যেতে
অশ্রুর দৌড় দরজা পেরিয়ে যেতেই
অনুভব করছিলাম; অণু বলছিলো-
সমস্ত নিঃশ্বাস নিয়ে এসেছি;
আমার একাকীত্বের দোড়গোড়ায়
কাল রাতে অণু এসেছিলো।
Samar Bhowmick Aug 2020
সমর ভৌমিক
24 আগষ্ট 2020; 03:15
.
সকালের স্বর্ণালী আভায়-
লুকানো নীরবতা,
কষ্টের সুতোয় বুনা-
একাকীত্বের চাদর।
.
চোখে অবয়ব আঁকে
হৃদয়ে বসে-
চিরন্তন ধোঁয়ার মতো
প্ররোচিত করে।
.
সভ্যাতায় বিরল প্রেম,
এবং পদক্ষেপ-
স্মৃতিগুলো জড়ো হয়,
অনুরাগ অনুসরণে।
.
আকাঙ্ক্ষার করুণ নির্বাসন-
ভেঙ্গে পড়া মনে,
বালুকায় শুভেচ্ছা জানাই-
অণু’র পদচিহ্ন।
Samar Bhowmick Aug 2020
সমর ভৌমিক
21 আগস্ট 2020; 19:33
.
পুষ্পিত বাগানের দুঃখিত বাসন্তি ফুলগুলো
আত্মার আশাকে কবালা করেছে অণু’র কাছে,
আজ মন হৃদয়ের মধ্যে তরঙ্গ তৈরী করে-
কারণ অণু’ই আমার পৃথিবী এবং অরণ্য।
.
আকাঙ্ক্ষার শেকড় গুলো মনের গভীরে
বার বার মনে করিয়ে দেয় অণু’র অনুকম্পা,
প্রেমের আলোতে প্রক্ষালিত অন্তর যেন-
নক্ষত্রের আলোয় ঝলমলে রাতের শরীর।
.
অণু’র স্মৃতি নিয়ে যতই হেঁটে যাচ্ছি
আরও উতলা হয়ে উঠছি দিন দিন,
আমার কম্পিত কন্ঠস্বর উদ্বিগ্ন আবেগ-
চায় মুহুর্তেই গলে যাক বিরতি বিরম্বনা।
.
মুহূর্তগুলো কাঁশফুলের মতো উড়িয়ে দেই
আশায় জেগে থাকা রাতের শরীরে,
শকুনের পাখায় ভর করে দীর্ঘশ্বাস-
অনুভবে খুঁজে বেড়ায় অণু’র অরণ্য।
Samar Bhowmick Aug 2020
সমর ভৌমিক
20 আগষ্ট 2020; 01:00
.
সময় কিভাবে মরে যায় জানতে চাইনা
ছায়াময় ভোরবেলা গলে যাবে, যাক
আমার সূর্য্ সব এনে দেবে অণু,
তোমার মায়াবী অবয়ব থেকে।
.
আমার সপ্নময় সকল ভালোবাসায় তুমি
কেবল তোমার হাসিতে তার বর্ণনা চাই,
কত শব্দ পিছনে রয়ে গেছে, থাক-
আগামী কাল কেমন কেউ জানিনা।
.
আত্মা চায় তোমাকে নিয়ে গল্প তৈরী করি
তোমার হাতের স্পর্শ শব্দ আর অনুভবে,
রোদের আলোকসজ্জায় নেচে উঠুক অন্তর
ফুল গুলো গান করুক ভুলের বুকে।
.
অণু এসো স্বপ্নের ঘরে বাস করি
সভ্যতার অদেখা গহীন সবুজ অরণ্যে,
বাতাসের ভুলে যাওয়া পথ পুনরুদ্ধার করে
ভালোবাসি অসীম দিগন্ত প্রেমের আকাশ।
Next page