Submit your work, meet writers and drop the ads. Become a member
Samar Bhowmick Aug 2020
সমর ভৌমিক
17 আগষ্ট 2020; 01:15
.
আত্মায় নিঃসঙ্গতার চিহ্নগুলো জমা রেখে
ঘৃণার রাতগুলো একের পর এক চলে যায়,
আর তোমার কন্ঠ শুনতে পাই বদ্ধ দেয়ালে
হারিয়ে গেলেও তোমাকে অনুভব করি অণু।
.
আমি তোমার মানবীয় শব্দ স্নেহের কাঙাল
ফিরে এসো বিশ্বাসঘাতকতার শব্দগুলো হত্যা করি,
আমার ভেঙ্গেপরা মনে তোমার আলতো স্নেহগুলো
জড়িয়ে ধরুক আমাদের অসম্পূর্ণ সুখের প্রতিশ্রুতি।
.
যদি পদতলে পিষ্ট করো আমার ঘৃণাময় রাত
অথবা নির্জন রাতের অন্ধকার ও নিদ্রাহীনতা,
কঙ্করময় পথ হলেও আমাদের পদক্ষেপের নীচে
মিলিয়ে যাবে জীবনের যতো গোলকধাঁধা।
.
শিরায় রাখা স্নেহের অনুভবগুলো ভুলতে গিয়ে
চোখের পলক বারবার খুলে দেয় তোমার অবয়ব
আর তোমার ভালোবাসার মায়াবী স্নেহের টানে
আমাকে জ্বলন্ত আগুনে ফেলে ঢেলে দেয় বিষ।
.
দিন শেষে সূর্য্ যখন ঘুমিয়ে পড়ে পশ্চিম আকাশে
রাতের নিরবতায় লুকিয়ে থাকা লম্পট ব্যথাগুলো,
ছিঁড়ে খুঁড়ে খায় আমার অনুভব অনুভুতির হাঁড়মাংস
অথচ অচ্ছুত আনন্দের গভীরে তোমাকেই ভালোবাসি।
.
দ্যাখো স্বপ্নময় আশাগুলো হৃদয় ছিঁড়ে এখনও তরুণ
হৃদয়ের উপর কেমন আলোকিত বৃত্ত তৈরী করে,
প্রাণের চতুর্দিকে ছড়িয়ে দেয় তোমার অনুকম্পা
তাই তোমার জন্য সমস্ত দরজা খোলা রেখেছি।
.
তুমি জীবনের উত্তেজনা বিবর্তনে জয়ী নায়িকা
নিঃশ্বাসের সাথে মনমন্দিরের স্পন্দন গুলো তোমার,
পৃথিবীর সমস্ত বাতাস তোমার ছায়ায় কেঁপে উঠে
তোমার অভিশাপ, ত্যগ, মায়া আমার কাছে রহস্য।
.
হয়তো জীবনে অকারনেই সংযোগ হয়েছিলো অণু
যদিও সবাই জীবনে নিয়তিবদ্ধ তবু জীবনই শান্তি,
সেখানেই আমি অশ্রু দিয়ে জীবন শুরু করেছিলাম
আর অনন্তকালীন হৃদয়ে রেখেছি তোমাকেই।
.
আলিঙ্গনের হাত প্রসারিত দেখার অপেক্ষায়
ক্ষমার দোরগোড়ায় হাঁটু গেড়ে বসে আছি আজও,
রাতগুলি অন্তহীন একাকীত্বের চিহ্ন রেখে য়ায়
যদি পারো বোধের পথ বেছে নিও অণু ।
Samar Bhowmick Aug 2020
সমর ভৌমিক
16 আগষ্ট 2020; 02:47
.
অণু’র নাটাইখানা অজানায় উড়িয়েছে আমায়
সুতোর টানে প্রাণ কেবলি মিলনের গান গায়,
আত্মার ঋণ মেটানোর দিন চায় দেহখানি
ভালোবাসার কঙ্কর পথে মিলন বহুদুর জানি।
.
তৃষ্ণার্ত মন যখন তখন অণু’র মায়াবী মনে
প্রেমের আসরে বেঁধেছে বাসর ক্ষীণ অনুক্ষণে,
অনুকম্পায় আত্মা চলে যায় দেহকে না বলে
সভ্যতার লয়ে জাগে ভয় বরষার ঢলে।
.
গহীন অন্তপুরে উড়ছে ঘুড়ি মনের আকাশে
প্রেমের তুষারকণা ভাসিয়ে নব-বাসন্তি বাতাসে,
দুলছে মন অণু’র অনুভবে তুলছে ফনা
বিশ্বাসের ভারী নিঃশ্বাসে দ্রবিভুত বিষাদকণা।
.
বুকের খাঁচায় মায়াময় মানবতা অণু’কে ঘিরে
মায়ার জাল বুণে যায় চঞ্চল ব্যাঞ্জন প্রহরে,
নিরাশার হাতে আশা রেখে অনন্ত কৌতুহল
মিলনের স্বর্গসুখ খুঁজে ক্লান্ত চোখের জল।
.
অবসরে অবসন্নতায় কাজে চঞ্চলতায় নিদ্রা জাগরণে
স্বপনের ঘোরে নিরীহ নিশিতে কিংবা আনমনে,
আবেগের পাখায় উড়ছি অনুভবের সুনীল আকাশে
অণু’র হাতে নাটাই রেখে প্রেমের দুরন্ত বাতাসে।
Samar Bhowmick Aug 2020
সমর ভৌমিক
14 আগষ্ট 2020; 02:21

আমাকে রহস্যের সাথে বেঁধে রাখো অণু, স্বর্গেও অবিকল চাই
যখন আমরা অনন্ত অর্জন করে স্বর্গে উড়ে যাবো-
তখনও বাসনা ভরে আত্মায় বহন করে প্রেমেই বিশ্বাস রেখো,
তালা বদ্ধ করে রেখো হৃদয়ে যেমন খুশি সঙ্গীতের মতো।
.
যত দ্রুততায় পারো দীর্ঘশ্বাসের বায়ু উড়িয়ে দিও-
সুতোয় বাঁধা জীবন কখন ছিঁড়ে যাবে কেউ জানে না,
বরং প্রেমের সাথে বেঁচে থেকো সময়ের শেষ গুণন,
এবং দুঃখ বাকি রেখো মায়াবী যৌবনে তোমার।
.
সমান্তরাল জীবনের পথে সময়ের সকল অনুভবে তুমি-
গত হলে সময় সবকিছু অতীত হবে আকার হবে নিরাকার,
যদি আকাঙ্ক্ষায় পরিদর্শন করো প্রেম জীবনযাপনের পথ
ভয়াবহ অনুতপ্তমনে সময়ের কাছে সময় চাইবে থামিবার।
.
প্রেম ছাড়া জীবনের কোন গন্তব্য নেই, নেই ধোঁয়াহীন সময়ের সঙ্গীত-
সভ্যতার বলিদানে নিজেকে হারিয়ে বেঁচে থাকে জীবন্ত পুতুল,
তুমি পুতুলের ভিতর আত্মা পুনরুদ্ধার করে ফিরে এসো অণু-
দ্যাখো অযত্ন অবহেলায় নিঃশ্বাসের বাতাসও দ্রুত পালিয়ে যায়।
.
সভ্যতার ঝাঁকুনিতে তাড়া খেয়ে কেবল মিথ্যা কল্পনার দিকে হেঁটে চলা
যেন উদাসীন অর্থহীণ বেগহীন চাপ মুক্ত জীবনে নিয়মের পরিক্রমা,
শুকনো পাতার মতো জীবন নোনা জলে স্নান করে গুনছে সময়-
উড়িয়ে জীবনের দিন পশ্চিমাকাশে নিয়তি রেখে পালায় জীবন।
.
এরচে অণু; চলো শাপলার মতো জলে ভেসে নতুন ফুল ফোটাই,
কখনো না কখনও পরিস্কার আকাশে জ্বলন্ত রোদের স্বচ্চ রশ্মিতে-
হৃদয় আলোকিত হবে জনতার, ক্ষয়িষ্ণু সভ্যতা পথ ছেড়ে যাবে,
আমাদের প্রেম হবে জীবনের জয়গানে আকাঙ্ক্ষার কৌশল।
Samar Bhowmick Aug 2020
সমর ভৌমিক
13 আগষ্ট 2020; 00:42
.
অণু তুমি সৌন্দর্যে পরিণত হয়েছো,
তুমি আজ রামধনুর ছেয়েও সুন্দরী-
ফুলের বাগান যেমন দুঃখ ভেঙ্গে দেয়,
তুমিও অবিকল ক্লান্তি শুষে নিতে পারো।
.
তুমি জীবনের মিছিলে আলো ঢেলেছো,
তোমার যে কোন ভুল ক্ষমা করা উচিত-
তুমি ক্লান্তির পাহাড়ে শান্তির নিঃশ্বাস ছড়িয়ে,
দেবতাদের দ্বারা এঁকে যাও সুখের অরণ্য।
.
জীবনের উত্তপ্ত মূল্যতেও তোমার মানবতা-
গোলাপী ভালোবাসায় অথৈ সমুদ্রের মতো,
তোমার শব্দ মৃত্যুর চেয়েও শান্ত করে হৃদয়-
তোমার ছোঁয়ায় ঝরে শিশুদের সুশীল ছড়া।
.
পৃথিবীতে আসা এক বিরল মানবী তুমি
বারবার মা’কে মনে করিয়ে দেয়, মনের মনে-
ক্ষণে ক্ষণে আমি এতিম হই; তোমার স্নেহে-
অবিকল স্নেহে এসো আমার দ্বিতীয় জিজ্ঞাসায়।
.
তোমার পবিত্র পদচারণা আত্মার পাশে,
আমার সকল পদক্ষেপের গহীন অভ্যন্তরে-
শরীরের মাংসে রক্তের স্রোতে আর কিছুনেই,
বছরের পর বছর ধরে তামাকের অভ্যাসের মতো।
.
সকল ক্ষমা বুকে নিয়ে তোমার অপেক্ষায়-
আমার পরবর্তী জন্ম জন্মান্তরের বিশ্বাস,
হৃদয়ের দুটি অলিন্দে আবদ্ধ করে রাখা-
পরম শান্তির বেদ মন্ত্রের মতো তুমি।
Samar Bhowmick Aug 2020
সমর ভৌমিক
12 আগষ্ট 2020; 01:52
.
স্নেহের অন্তরালে অণু’র ভালোবাসা
পূর্ব দিগন্তে প্রথম সূর্যের মতো
অথবা আকাশ জুড়ে যেমন খুশি মেঘ
সূর্যের সাথে লুকোচুরি খেলা।
.
উজ্জ্বল এবং আনন্দদায়ক রঙে
গহীণ হৃদয়ের কোনে মুমুর্য়্ উত্তাপ
দিন এবং রাত্তির নিপূণ নির্জনতায়
চুমু দেওয়া স্মৃতির কার্নিশে।
.
আত্মা উষ্ণ নভোচারী হয়ে
মেঘ ও কালোমেঘের ভেলায় চড়ে
অণু’র আকাশে উঁকি দেয়
রোদ্র স্নানের জন্য।
.
প্রেমে ঝড় বহে গোপন হৃদয়ে
দীর্ঘশ্বাসের গর্জন আত্মার চিৎকারে
বাণ ডাকে নোনা জলের স্রোত
বজ্রপাত অনুভূতির অন্ধ ভবিষ্যতে।
.
সত্যিকারের প্রেম প্রতিহত করে
সমস্ত জাঁকজমকপূর্ণ মেঘের মেলা
অপেক্ষায় স্থির থাকি মেঘের আস্তরনে
জানি সূর্যাস্তের পূর্বেও সূর্য সুন্দর।
.
মন গোলাপী মাতাল হলেও
প্রেম সর্বদা জিতে যাবে,
প্রলয় কিংবা ঝড়ের মধ্যে-
আশায় রাখি অণু’র কিরণ।
Samar Bhowmick Aug 2020
সমর ভৌমিক
11 আগষ্ট 2020; 01:24
.
সকল ফুলের সুগন্ধির চেয়ে
অণু’র গন্ধ আরও বেশি কাঙ্ক্ষিত,
আমি খুঁজে বেড়াই বেলির পরতে পরতে-
অপেক্ষারত অণু’র সুগন্ধি সাগর।
.
বেলির পাপড়িগুলো সুগন্ধির ঢেউ তোলে
তার চেয়েও ঢের বেশি পরিপক্ষ; নতুন-
আমার প্রেমময় ভালোবাসার খুশিতে,
সর্বাধিক আবেগী মধুচক্রি অণু।
.
গহিন মনে জয়নুল দুর্ভিক্ষের ছবি আঁকে
সফেদ সাদা রঙে আত্মার অথৈ গভীরে-
স্নিগ্ধ মায়াবী চাঁদ হয়ে ফোটে অণুবেলি,
মন মননে সুগন্ধি পাপড়ি ছড়ায়।
Samar Bhowmick Aug 2020
সমর ভৌমিক
07 আগষ্ট 2020; 00:28

অণু’ই একমাত্র খুব মিষ্টি জীবনের জন্মধাত্রী
শীতল জলে আমার চঞ্চলতা শান্ত করতে-
স্নিগ্ধ সকাল সিঁদুরে বিকেলে আবেগের পর্যবেক্ষণ,
ভালোবাসার সহস্র রঙে রাঙা রামধনু।

তাঁর সহাস্য খুশিতে জড়ানো প্রেম
ভাগ্য এবং প্রকৃতির খাঁচায় বন্দির জন্য,
লক্ষ জোনাকী গলা টিপে হত্যা করি-
পৃথিবীর ছোট অন্ধকারে দীর্ঘ চুমুর আশায়।

অশ্রুগুলি সর্বশেষ শক্তি দিয়ে অন্তরে ঘুরে বেড়ায়
বাতাসের দ্বারা প্রবাহিত হয় আমার দীর্ঘশ্বাসে,
আকুল হয়ে আত্মায় ভ্রমন করে আহত সময়-
অসময়ের উপত্যকাগুলি অতিক্রমে চায় নিরব কবজ।

অণু নিষ্কলুষ মনের শাশ্বত রোদ, অনাদি, অনন্ত
জীবনের জীবন্ত জাদু আমার প্রার্থনা-
ফ্যাকাশে কোঁকড়ানো অস্তিত্বে পুনরুদ্ধারকৃত জীবন,
চোখের শেখানো জ্বলজ্বলে প্রেমের জ্যোতি।
Next page