Submit your work, meet writers and drop the ads. Become a member
Samar Bhowmick Aug 2020
সমর ভৌমিক
04 আগষ্ট 2020; 23:11
.
নি:শব্দে কথা বলি জীবনের সাথে
অপ্রকাশ্য ভাষায় লুক্কায়িত মনে,
ভুল থেকে তুলে নেয়া শিক্ষার মতো
মুহুর্তগুলো বুকে নিয়ে এগিয়ে চলা।
.
নিজস্ব উপায়ে জীবনের মুহুর্তগুলি চাই
এমনকি ভালো বা মন্দ মুহুর্তগুলোও,
আনন্দ অশ্রু কিংবা দু:খের সাথে
অবয়বে চাই অনুভুতির ছাপ।
.
স্মৃতিময় আনন্দ বেদনার মুহুর্তগুলি
অনুভুতিতে থেকে যায় গভীর আত্মায়,
স্বপ্নের মধ্যে বহুবার দেখা অণু-
মনের চোখে অন্তরভুক্ত এখনও।
.
বিস্মৃত হয়ে অণু’কে ছেড়ে যাইনি
পরিস্কার আত্মায় মিথ্যাকে প্রশ্রয় দিয়ে,
ভয়ের ভাবনায় পালিয়ে গিয়ে-
মন খারাপের কারন হইনি অবেলায়।
.
তাঁর ভালোবাসার প্রতিদানে
চলেছি জীবনের অসমাপ্ত পথ,
নিজের মতো করে হাসি কান্নায়
মনে রেখেছি সভ্যতার ক্রিয়াকর্ম।
.
ধৈর্য ও আশার স্বপ্ন জড়িয়ে রাখতে
আগামীতে বিশ্বাস রেখেছি অনুশোচনাহীন,
জীবন জঞ্জালমুক্ত নয় জেনেও
প্রত্যাশায় অসময়ের একটু বিরতি।
.
পরমাত্মার কষ্টময় কর্মগুলো পার হতে
বিশ্বাস এবং মানবীয় সৌন্দর্য্যে,
অণু’কে বিজয়ী করতে-
নিরলস সময়ের একটি পূণ্য চাই।
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
01 আগষ্ট 2020; 01:10
.
বারো মাসে বছর ঘুরে
ঈদ যখন আসে
ঈদের দিনে খোকা বুড়ো
মন জুড়িয়ে হাসে।
.
দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে
ঈদের নামাজ পড়ে
ছোট বড় মিলে মিশে
বুকে জড়িয়ে ধরে।
.
সবার মুখে হাসি সেদিন
হিংসা ঘৃণা নাই
এমন দিনটি রোজই হবে
সেই সভ্যতা চাই।
.
মানব কুলে জন্ম নিয়ে
মুখোশ নাহি পড়ো
ধর্মে যদি বিশ্বাস তোমার
সত্য পথটি ধরো।
.
নবীজি গেলেন দেখিয়ে পথ
মানব কুলের মুক্তি
শত্রু মিত্র ভাবনা ভুলে
ভুলো হিংসার যুক্তি।
.
ঈদের মতো সকল দিনে
স্নেহ জড়িয়ে থাকো
নবীজির এই মহান শিক্ষা
বুকে ধরো রাখো।
.
তিঁনি দিলেন ত্যাগের শিক্ষা
বলছি গর্ব ভরে
বিভেদ জ্ঞান ভুলে গিয়ে
রবে সকলের তরে।
.
সেদিন কেবল মানুষ হবে
ত্যগিয়ে সকল জিদ
বলবে যেদিন তোমরা সবে
রোজ সকালে ঈদ।
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
30 জুলাই 2020; 21:54
.
অণু তুমি দ্রুততার সাথে
সমস্ত করুন রঙ ভেঙে দাও,
উর্বর যত অতীত-আর্ত কথা-
মিলিয়ে দাও ধুসর ধুলায়।
.
না বলবে না অণু
এলোভেরার সতেজতা জানাও-
সবুজ সমতল পাহাড় এবং সমুদ্রে,
আমাকে অবমুক্ত করো।
.
এবং লাল সুর্যাস্তে চাই স্নান
কোন লালসার কথা জানিনা-
আমাকে বসন্ত এনে দাও,
নিরাপদ খাঁচায় নিরব নির্জনে।
.
চুপ করে চুপ থাকা শিখে
প্রেমের পথে সুর্যোদয় দ্যাখো,
ইতিমধ্যেই শুকনো সবুজের গায়ে-
ভালোবাসার উল্কি আঁকা।
.
আমাকে বন্দি করো না
বিবর্ণ বিভৎস বিরহে,
বৃত্ত থেকে বেড়িয়ে এসে-
আমাকে বসন্ত এনে দাও।
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
29 জুলাই 2020; 17:57
.
তুমি জানো এবং বিশ্বাস করো
কখনও দোষ খুঁজিনি অণু,
আত্মার পথ আলোকিত করতে-
নির্মল নক্ষত্রের মতো চলে এসো।
.
মনের আকাশে ভাসমান মেঘের মতো
শ্রাবণের বৃষ্টিতে তোমাকে দেখবো,
অবিকৃত জলের আয়নায় তুমি-
একটি রহস্য; একটি চিন্তা।
.
সময়ের সাথে রসিকতা নয়
আকাঙ্ক্ষা দীর্ঘশ্বাসে বন্ধ হতে পারে,
সময় শব্দটিতে ভরসা নেই-
দুষ্ট জগত কখনও তা খুঁজে পায়নি।
.
পঙ্কিল পথে টেনো না আমায়
যদিও তুমি অবিকল স্বপ্নের সমান,
চাইনা কাদায় পা পিচলে গিয়ে-
লাল রক্তজবা পিষ্ট হোক।
.
যদিও কাদা পম্মের জন্ম দেয়
তবু শ্বেতশুভ্র তুষারকণা হও,
কষ্ট নিয়ে আর ভাবনা নেই-
স্মৃতির নজরেই ভালোবাসা।
.
বরং হৃদয়ের ছবি থেকে পাশে এসো
ভালোবাসা জেগে আছে প্রকাশ ছাড়াই,
অজানায় আমার ছুটন্ত প্রেম-
অপরিবর্তনীয় পথে জীবনের গল্প।
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
27 জুলাই 2020; 14:59
.
বছর জুড়েই অণু আমার বসন্ত
অনুক্ষণের সীমাহীন ভালোবাসায়-
আত্মায় বৃদ্ধি পাওয়া যন্ত্রণায় আদর,
ছোট্ট চরম জীবনের একমাত্র গভীরতায়-
অবয়বের ভিতর লুকিয়ে থাকা বিবেক।
.
নীল চোখের উজ্জ্বল তরঙ্গের মতো
অণু আমার কর্মে অনুরণিত হয়-
মেঘের মতো প্রবাহিত হয় মনের আকাশে,
এবং প্রতিটি রাতের নিছিদ্র নিরবতায়-
অন্তরাত্মাকে অনুরোধ জানায় ভালোবাসার।
.
বিচলিত আত্মায় অণু বিরল এবং সুন্দর
মোহহীন মনুষ্য প্রেমের দেবযান-
অজ্ঞানতার অতলে মানবতার মূর্ত প্রতীক,
অবিচ্ছিন্ন স্বাদে অণু’র প্রেমের অপেক্ষা করি,
আঁধারের অন্তরালে সভ্যতায় খুঁজি আলোর প্রহর।
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
25 জুলাই 2020; 19:15
.
অণু জেনে রেখো
জীবন সংকীর্ণ ভ্রমনপথ,
যদি সুখী ভ্রমন চাও-
ভালোবাসা দিতে ভালোবেসো,
প্রকৃতির জন্য ভালোবাসা,
সৃষ্টির জন্য ভালোবাসা,
মানুষকে ভালোবেসে।
.
মৃত্যু বিপদজনক অঞ্চল
এবং বিপর্যয়ের ধাক্কা-
যদি অবাদে পার হতে চাও
ভালোবাসায় পথ চলো-
পাপপূর্ণ বুকের বক্র রেখায়,
শূণ্য আপোষে-
সরল করো জীবন।
.
মৃদু ভাবনায় পরম ভাবনাগুলো
যদি হৃদয়ে আটকে যায়,
মোহের সংবেদনশীলতায়-
ত্বকের মধ্য দিয়ে প্রবাহিত বার্তা,
তখন একটি উদ্বিগ্ন প্রয়াস-
মহাকাল শেষে দ্যাখো,
ভালোবাসা মানে স্বর্গবাস।
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
24 জুলাই 2020; 23:11
.
হাসি কখনও কেনা যায়না
পাওয়া যায় না মানবতার মালিকানা,
দ্বিত্তের গোপন রহস্যের মতো-
অণু আত্মার ভিতর বৃদ্ধি পায়,
তাঁর প্রেম হৃদয়ের সর্বশেষ মূল্যে
একাকীত্ব উপহার দেয়-
অদৃশ্য অস্পৃশ্য বাধা বিরতিতে-
ঠান্ডা ঠান্ডা হিমশীতল ভয়,
এবং অন্তর্গত তিক্ত ব্যথা
পুরনো শুকনো বাতাসে-
তরঙ্গায়ীত করে অন্তর।
.
নিরন্তর ভালোবাসা দেয়
আগুন জ্বালায়, শীতল আগুন-
আমার অন্ধকার হুদয়ের ভিতর,
অণু অনুভবের সবুজ বন
অনুভুতির চারণভূমি-
আবেগের পাহাড় ও বিরহ সমুদ্রে
সীমাহীণ অনন্ত বিস্তার-
স্বপ্নময় মায়ায় গ্রীষ্মের সূর্যোদয়ে-
সাত আসমান থেকে খুঁজে আনা,
উষ্ণতার স্নেহময়ী ভান্ডারের-
দ্বিধাহীন কৈলাশী আবেগ।
Next page