Submit your work, meet writers and drop the ads. Become a member
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
21 জুলাই 2020; 15:43

প্রেমের শীতল শিখা হৃদয় স্পর্শ করে
উত্তপ্ত আত্মায় পরিবর্তন করে মানুষের মন,
গ্রীষ্মের বরফের মতো দয়াবান শীতলতায়-
মুছে দেয় জীবনের ত্রুটি ও ক্রোধ।

প্রেমের প্রখরতা দৃষ্টিতে মেলে ধরে সভ্যতার জঞ্জাল
প্রথম শিক্ষকের মতো হৃদয়ে বুনে আলোর বীজ,
ভালোবাসা বেদনাদায়ক হলেও; সাম্যতায়-
আলোকিত করে অন্ধকার জগতের প্রাণ।

প্রেম নিজেকে পরিবর্তন করে আত্মত্যাগী করে তোলে
ধ্বংসের উঠোনে সৃষ্টিকে পৃথক করতে শেখায়,
ভালোবাসা ভুল হলেও অমূলক নয়-
অজানা কারণ শূণ্যতায় ভেসে বেড়ায়।

আমাদের জানা অজানায়-
প্রেম সবচেয়ে বড় ঋণ মানুষের,
প্রেমের চেয়ে মহৎ কিছু নেই অণু-
নেই কিছুই, এত চিরতরে গভীর।।
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
20 জুলাই 2020; 14:03
.
সভ্যতায় দরিদ্রতম ভুল-
ভালোবাসি শব্দে ফুল ও তেতুঁল,
তেতুঁলেই স্নেহ; তেতুঁলেই প্রেম-
তেতুঁলেই বিরহব্যাথা; প্রকাশিত ফূল,
ইন্দ্রিয়ের জ্ঞাতসারে ব্যার্থ প্রলাপ।
.
জল উঠা জ্বিহ্বায়-
স্বাদের বাহিরে স্বাদ নেয়,
দেখিনিতো আনন্দ অগ্রাহ্য করে-
তাচ্ছিল্যের তুচ্ছতায় লভিয়েছে প্রেম,
মৃত ফুলের সৌন্দর্য্যে।
.
বিরহ কবিতা পড়ি-
হতবাক হই কবিদের লিপ্সার দৌড়াত্মে,
ষোড়শীর শরীরকে কতভাবে সাজিয়ে,
রেখেছিলো ফুলদানীর পাটাতনে-
উপরে সাজানো ফুল, প্রেম।
.
এত সহজ নয়-
ষোড়শীর প্রেমে বিরহ নেই,
কবির কবিতায় ষোড়শীর বিরহ,
সে এক ভোগ বিলাসী তেতুঁল-
অন্ধকারে আত্মহত্যা করা কোন জুঁই।
.
অণু তোমার মানবীয় গুণ
আজন্মের প্রেম; সগর্ব ভালোবাসা-
আমার মোহ নেই; ব্যার্থতাও নেই,
তোমার সৌন্দর্য্যের বাহার; প্রকৃতির-
চরাচরে চাই মানবীয় স্নেহ।
.
ভোগ কিংবা উপভোগে প্রেম নেই,
সে স্বপ্নের দানব আমি নই-
চাই অণু হবে জগতের,
সমৃদ্ধ স্নেহে যার সকল সন্তান;
শ্রদ্ধায় শেখাও ইন্দ্রিয়ের স্থিতি।
.
অবিনশ্বর আত্মায় তোমার বসবাস চাই
নশ্বর শরীরে সঙ্গমহীনতায়-
আমার কোন বিরহ নেই,
অণু তেতুঁল নয়; ফুল-
আমার; সকলের।
Samar Bhowmick Jul 2020
শামুকচুমু
সমর ভৌমিক
19 জুলাই 2020; 02:54
/
প্রকাশ্যে হারিয়ে যাওয়ার দিনটি ছিলো ভালোবাসায় ভরপুর
আলোকিত প্রাণের আকুলতায় অণুর হাতে হাত রেখে,
অজান্তেই প্রতিজ্ঞারত মন আনমনে বলেছিলো-
ভালোবাসি; অবিকল আমরা আগামী অনন্তকাল।

হাতে হাত রেখে স্বর্গের সুর শুনেছিলাম বুকের পাটাতনে
নিউরণের কোষে খুলেছিলো প্রেমের অ্যালবাম-
আত্মার যৌতুক অণু’র প্রেমে ঘুরেছিলো সময়ের চাকা,
এবং পেতে চাই ভাবনা, এতটা আনন্দ আগে দেখিনি।

অণু’র স্পর্শ ঝলকানি দিয়ে অনুভবে আগুন জ্বালিয়ে
ফুলের রেণুর মতো কোমল আহ্লাদ জমেছিলো বুকে,
আগবেগের শব্দহীণ লিরিক্স নিয়ে বকবক করা স্বপ্ন-
উড়ে যেতে চেয়েছিলো হৃদয় এককরা কোন দূরদেশে।

এভাবেই হাঁটছিলাম যৌবনদীপ্ত পৃথিবীর পথে;
সময় বুড়ো হলেও চেয়েছিলাম ঝড়ের ঝড়ো হাওয়া,
আর; ভর বর্ষায় শ্রাবণের রোদে ভেজা বৃষ্টিতে-
নবীন জলের নবীন পদ্মপাতায় শামুকের চুমু।
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
17 জুলাই 2020; 17:17

এবং কোমল আত্মায় মৃদু অনুভূতিতে
ফুটে উঠে অণু’র মানবীয় অবয়ব্
অনুভবে সেই শুরু; ভালোবাসি-
শব্দের মায়ায় আর কোন শব্দ নেই।

অজস্র নক্ষত্রের মধ্য থেকে
ধরীত্রিতে ফিরে আসা স্বর্গের স্বর্ণালী আভা,
সন্ধ্যার আঁধার হতে রাত ভোর-
সুনিপুণ উজ্জ্বলতায় উত্তপ্ত করে রাখে।

অণু’র প্রেম এতটাই দেবত্ববোধ
অলীক দূরত্বে থেকে ছড়ায়-
এত্ত আলো; এত্ত উষ্ণতা,
এত্ত স্নেহ সুখের প্রস্রবন।

ভাবনার মাঠ সাজিয়ে দিয়ে-
আমায় নিবিড় সীমান্তে নামিয়ে দেয়,
বিশ্বাস ভাবনায় নিজেকে প্রসারিত করি,
অণু গোপনে ঢেলে দেয় তরল রোদ।
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
11 জুলাই 2020; 02:46

তোমাকে ভালোবাসি অণু
হৃদয় শিক্ষা দিয়েছে অনুমতি ছাড়াই,
অসীম কল্পনায় ভঙ্গুর আকৃতি-
আত্মার পাশে স্বপনের চাবি।

সময়ে হতে পারে সবকিছু পরিমাপ
অদৃশ্য বাস্তবতা বা সামান্য কারণ,
তবু স্বপনে তোমার সাথে দেখা করেছি,
কারণ প্রাণটা সেখানেই ছিলো।

ফিরে যেতে চেয়েছিলাম ছেলেবেলায়,
ততক্ষণে জীবন জাহাজ প্রেম সমুদ্রে ধ্বংস হয়ে গেছে-
অতীত অতীত বলে আটকে ছিলাম আমি,
সাদা পোষাকে একটি গোলাপের জন্য।

বদলে গিয়েছে আমার সকল ঋতু
এবং কেবল বসন্তের অপেক্ষায়-
চাঁদ হয়ে রাত ভোরে এনে দিবে,
স্যুটকেস ভর্তি বিষাক্ত চুম্বন।

জানি, কোন স্মৃতি ব্যর্থতার নয়-
আমার বসবাস নতুন স্মৃতির খোঁজে,
এবং অণুময় মহাসাগর অতিক্রম করা-
নিশ্চই বাকী রয়েছে শুরুর জন্য জীবন।

আমার কিছু নেই,
এবং সব আছে-
যদি সাথে তোমার মায়া,
সবুজ পত্র-পল্লবে বৃষ্টির নাচ।

ভালোবাসার সময় কতটা আছে জানা নেই-
হতে পারে তাড়াতাড়ি চলে যাচ্ছি সর্বদার বিরুদ্ধে,
আমাদের ছাড়া নেই সভ্যতার সংখ্যা,
সংখ্যা থাকতে থাকতেই প্রেম।

প্রতি রাতে কল্পনায় মুখোমুখি হই
শীত শীত ভাবে উষ্ণ নিঃশ্বাস প্রতিরোধের,
এবং আমাকে অন্ধকারে নিয়ে যায়-
একটি চুক্তির শপথ হোক।

চাই, এক আকাশের জন্য এক সাথে আঁকি
অজানা আয়ুর রেখা-
যদি শ্বাস নিতে ভুলে যাই কখনও,
জানবো তুমি সন্দেহ মুছে দিবে জগতের।

ওইদিন থেকে সভ্যতা ভয় পাবে
সুর্যাস্তের অপেক্ষা নয় আর-
কবির কলমে লিখবে আনন্দ,
সুতরাং জেনে যাবে প্রেম সর্বশেষ।
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
10 জুলাই 2020; 02:29

ফুল আমাদের মনকে উচ্ছসিত করে
অথচ ফুলের জীবনেও ক্ষুধা থাকে,
ফুলের জীবনেও তৃষ্ণা থাকে,
ফুল ক্ষুধার্ত হয় তৃষ্ণার্ত হয়-
তবু তৃপ্ত হতে পারে না।

নিজের হাতে তুলে নেই ফুলের পরমায়ু-
যতটুকুতে ইচ্ছেমতো প্রশান্তি,
ইচ্ছেমতো ভালোবাসা-
কিছুক্ষণ আগেও বেঁচে ছিলো যে ফুল,
স্বপ্ন দেখেছিলো সাধারণ মৃত্যুর।

আস্তে আস্তে মখমলে পাপড়ি গুলো
মাতালের মতো বেহুস, ঢলে পড়ে-
যেন বার্ধক্যের জলশূণ্যতা,
আমরা দীর্ঘশ্বাস অনুভব করি না,
ফুলের ব্যথা অনুভব করি না।

সামান্য সময় পেরোলেই ভালোবাসা উধাও
কুষ্ঠ রুগীর মতো অবহেলায় পড়ে থাকে,
ফুলের লাশ, যেখানে সেখানে-
অথচ যখন দৃষ্টিতে অপহরণ করেছি,
আদর ঘ্রাণ কোমলতা, সব-
অণু’কেও বলেছি, ফুলের মতো তোমাকেও।
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
09 জুলাই 2020; 01:04

আশা হারাবো না অণু
বরং আরো জেদী হবো-
যদিও সম্মূখ দেখতে পাইনা,
দেখতে পাইনা আমাদের ভাগ্য,
কিন্ত মহান প্রেমের জন্য-
সেখানেও নির্দিষ্ট স্থান থাকবে।

সাদা বরফ গলা জলের মতো
অথবা আষাঢ়ের বৃষ্টির মতো,
আজন্ম ভয় ধুয়ে দিয়ে-
রুগ্ন সভ্যতাকে পিছনে রেখে,
আত্মাকে কাছে টেনে ফুসফুসের বাতাসের মতো,
বুকের খাঁচায় আড়াল করো প্রেম।

আমার হৃদয়ের ভাবনার মতো
যদি তুমি হও-
অন্তর কাঁপিয়ে আনন্দে হাসো,
টেনে নাও বুকে-
দ্যাখো রোদের মতোই স্বর্ণালী,
তোমার মতই উষ্ণ হৃদয়।
Next page