Submit your work, meet writers and drop the ads. Become a member
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
07 জুলাই 2020; 00:10

অণু’কে কিছু বলবো বলে দীর্ঘশ্বাস ঘোরপাক খায়
রাতের নিঃসঙ্গ নিরবতা পরমায়ুর ঘন্টা বাজায়-
অনুভবের পদাতিক বাহিনী উপস্থিত হয় বুকের জমিনে,
কিন্ত শূণ্য কন্ঠনালী ভালোবাসি শব্দের পিপাসায়।

ভালোবাসি শব্দেই অণু দিগন্তকে আবৃত করে রাখে্
যতবার দিগন্তের তাকাই সভ্যতা তাঁকে আড়াল করে রাখে,
অণুভব নামে আমার প্রেমের অস্ত্রগুলোতে আগুন ধরে,
আর অন্তরের বৃষ্টিতে তাঁর ভালোবাসা অনুভব করি।

মৃত্যুর দূর্গ ছেড়ে কোন স্বর্গভূমে যেতে চাই
যেখানে অণু’র সাদা আত্মায় রঙ্গিন ফুলের বাগানে-
মহৎ প্রেমের মহতি কোন মুহুর্তে শুধুই অণু’র ঘ্রাণ,
সন্দেহাতীত ভাবে পরম পবিত্র মাতাল করবে আমায়।

অণু’র আশ্চর্য্ ইশারা মেঘ হয়ে ঝরে লম্বা অপেক্ষায়
শান্তির পদক্ষেপের অধীনে পদক্ষেপ নেওয়ার আশায়-
কন্ঠে জড়িয়েছি প্রেম পদদলিত করে সভ্যতার শাষন,
আর; অণু’কে অনুভব করে হাঁটছি মৃত্যু দুর্গের পথে।
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
4 জুলাই 2020; 20:47

দৈব অনুভূতির সংমিশ্রনে সুন্দরী সমৃদ্ধ অণু
আশ্চর্য গভীরতায় ঈশ্বরের দুর্দান্ত আশীর্বাদ
আমার আত্মা অণু’র সমৃদ্ধিকে ভালোবেসেছে
তাঁর মানবীয় গুণ এক আশ্চর্য্ ফুল।

অণু’র মৃদু প্রেম তরঙ্গে তরঙ্গায়িত স্বপ্নপথ
অবাধে হৃদয়ের রাস্তায় নক্ষত্রের আলো ছড়ায়
ধমণী শিরা-উপশিরায় তাঁর প্রেমের মুকুল
আমার সফেদ চিন্তায় ছড়ায় স্বর্গের ঘ্রাণ।

অণু’কে আত্মার সাথী করে ছুঁই নীল আকাশ
আত্মার অপেক্ষমান শক্তিতে অনুভব করি প্রেম
কল্পনার জঞ্জালহীন আগুনহীন ছাইহীন সভ্যতায়
মিষ্টিময়তায় ঢেউ তোলে নবীন সবুজ।

যেন চাতুরী ব্যথায় অন্তরে অস্বস্তি অসুখ নেই
শীতল আগুনে জলের স্রোত নেই চোখের কার্নিশে
নরকের উত্তাপ নেই নীরব হৃদয়ের গভীরে
কেবল পবিত্রতায় প্রেমের পথ অতিক্রম করছি।

সভ্যতার অভিযোগ অনঢ় ক্নান্ত জীবন সীমানায়
বাড়িয়ে চলেছে আমার ভোগান্তির ভোগ
ঈশ্বরে ক্ষমা দৃষ্টির প্রার্থনা রেখে
নিঃশ্বাসের সরল ভালোবাসায় অণু’র বিশ্বাস।

তবু নতুন কোন বিভ্রম চিন্তা নেই অণু
আত্মায় বিনয়ী ধৈর্য্য পুষে ভয় পিষে
যদি আমরা হারাবার পথে হারিয়ে যাই
ঈশ্বর সযতনে আহ্বান জানাবেন শান্তির।

মানুষের প্রেম’ই পরম স্বর্গের পথ
অতিক্রম করে সুগন্ধময় স্বপ্নপূর্ণ গভীরতায়
অবিচল অশুভ কম্পন রেখে নিঃশব্দ প্রেমের পথে
কোন মিষ্টি প্র্রভাতে খুলে যাবে সুখের দরজা।

আত্মা আমার হৃদয়ের গভীরতায় বন্দি রেখেছি
অণু’র অশুভ অশ্রু ভাবনা দূরে সরিয়ে দিতে
অন্যায়ের ভূল শৃঙ্খল থেকে মুক্তি দিতে
জীবন ও মৃত্যুর মাঝে আমার সংগ্রামী প্রেম।
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
02 জুলাই 2020; 16:30

ঈশ্বরে আমার উপাসনা-
অণু’কে শান্তিতে ফিরিয়ে আনুন,
চালতা ফুলের শুভ্রতা সতেজতায়-
প্রেমের শীতল বাতাসে হৃদয়ের ডগায়,
আমার প্রার্থনা শক্তি ছড়ায়।

এবং অন্তরে অণু-
বহ্মান্ডের একমাত্র উজ্জ্বল আলো,
ঈশ্বরের ঈশারায় অণু’ই নাচায় জীবন,
তাঁর হাতেই গুচ্ছ গুচ্ছ ভালোবাসা-
যাঁর জন্য সিংহাসন ত্যাগী হৃদয়,
গুণে যায় অপেক্ষার প্রহর।

আতঙ্কিত আত্মার শাখা প্রশাখা-
আনন্দের অপেক্ষায় মন্ত্র পড়ে,
শান্তির পায়রার খুঁজে; যেন-
আত্মার চিৎকারে আশির্বাদ রাখে,
অণু’র অনুভবেই আমার শ্রেষ্ঠ প্রেম।
Samar Bhowmick Jun 2020
সমর ভৌমিক
30 জুন 2020; 02:58

কোন ভয় নেই অণু-
তোমার ঠোঁটের ক্লান্ত বাতাসে,
আমার অনুরোধ যদি পথেই মিলিয়ে যায়,
অপেক্ষার দিনগুলোকে ঘৃণিত করে,
যদি হেরে যায় অনুভবের লড়াইয়ে্,
সুর্যের হলুদ মাখা রঙের নবীন বীজ।
জেনে রেখো, আমার ক্ষুধার বুকেও প্রেম
অহিংস ক্ষুধা ঈশ্বরের দিকে তাকিয়ে-
তোমার সাথে দেখা করার অপেক্ষায়,
পুষ্পস্তবকের স্তরে স্তরে সাজিয়ে রেখেছে
বীজ অংকুরের মায়াময় শব্দ।
যদি চাও প্রবেশ করো অণু-
তুমি সাধারণ মারাত্মক এখনও।
তোমাকে নিয়েই ভাবি অণু
সদা সর্বদা চিন্তা করি-
এমনকি যখন আমি বিভ্রমের দূর্গে,
তখনও কল্পনায় প্রেমময় সম্পর্কে-
তোমাকেই আঁকড়ে ধরে রাখি।
তুমিই গল্পের মধ্যে গল্প-
বাতাসের মধ্যে মিশ্রিত অক্সিজেন,
হৃদয়ের কোনে একমাত্র ট্র্যাজেডি।
তোমার ছায়ায় মায়া জড়িয়ে
নির্ভয়ে আমার ইচ্ছেকে জেনে দ্যাখো,
তোমার তড়িৎ ঈশারায় ফুলের বাগান।
আমার বেদনার পাহাড়ে-
তুমিই আত্মার একমাত্র থিয়েটার।
Samar Bhowmick Jun 2020
সমর ভৌমিক
28 জুন 2020; 00:25

সত্যি কি কেউ ভালোবাসতে জানে অণু?
পঞ্চাশ বসন্তের প্রান্তে এখনও সংশয়ে-
যদিও ভালোবাসার অভাব বোধকরে হৃদয়,
ভালোবাসা হোক সংশয়হীন পানীয় জল-
অকাতরে বিলিয়ে হৃদয় নিরাপদ হোক,
স্বার্থের উর্দ্ধে কেউ অন্তত বলুক; তুমি!!

স্নেহগুলো হৃদয়ের তাপে সেদ্ধ হলে-
স্বার্থের রোষানলে তিক্ত ত্যাজ্য শূণ্য প্রয়োজনে,
মোহে দায় চাপিয়ে জ্ঞাণীর জ্ঞাণ-
পাশকেটে চলে যায় অচেনা দ্রুতযানে।

অণু দ্রুতযানে তুমি চড়েছো কখনও-
কাকের কা’ কা’ শব্দে মা’ মা’ শুনতে পেলে,
বদলে যায়নি তোমার হৃদয়ের আঙ্গিনা নতুন সবুজে?
মনে পড়েনি তির্য্যলতা তোমার স্নেহের অপেক্ষায়
আর- অপেক্ষমান কোন পুরুষ তোমাকে চায়?

সবুজের সমারোহে ভালোবাসা দেখি অণু-
দেখি বর্ণিল ফুলের বাগানে বাগানে-
ফুলে ফুলে মৌমাছিতে অগাধ ভালোবাসা-
দেখি জলের ভিতর রুপালী প্রাণের মিছিলে,
দ্যাখো সবুজ উদ্যাণ আজ মরুভুমি প্রায়-
অগণিত গলাকাটা ফুলের লাশ বাজারে বাজারে,
মৌমাছির ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় ভোগের ছিপি আঁটা বোতলে-
জলকেলি খেলা রূপালী লাশেরা তৃপ্তির টেবিলে।

দেখেছি কষ্টের আঙ্গিনায় ভালোবাসা বিবর্ণ হতে
সুখের স্রোতে ভালোবাসা দোল খায়- দোলা’য়,
যেন নিরাপদে নিরাপদ থাকার কুটিল সখ্যতায়-
গোপনীয় গোপন প্রয়াসে আঁধারের বিশ্লেষণে
গণিতবিদের গভীর ব্যাখ্যায় প্রণতি জানানো মন,
কোন কালেই আমার নয়-

দেখছি প্রাণ বাঁচাতে ভালোবাসা মেঘের আড়ালে
বেঁচে থাকা শিল্পময় শরীরে স্বপ্রনোদিত প্রেম-
অদ্ভুত হৃদয়োষ্ণ সংগাহীন আবেদনে গোলাপী প্রলেপ
ক্ষমা করো আমায় তপ্ত বিলাসী মন-
অনাহারক্লিষ্ট দেহে ক্ষুধার্থ আত্মায় ঘুমের ঘোরে,
না আসুক সেই রহস্যাবৃত গোলাপী প্রলেপ।

অণু কি করে বলি- বলো? কি করে বলি-
ভালোবাসা প্রশ্নহীন উদ্যেশ্যহীন ঈশ্বরে অর্পিত,
প্রশ্রয়ে আশ্রয় নেই কোন অসভ্য সত্ত্বার,
অজস্র মতান্তরে নগ্নতার স্তুপে দেখেছি বহুবার-
ভালোবাসা গন্তব্যহীন নয়- সীমারেখাহীন নয়,
অনন্ত ইচ্ছার অভিপ্রায় নয়- আসক্তি নয়,
প্রচ্ছন্ন উদ্যেশ্যের পরোক্ষ খেলায়-
ভালোবাসা বলে আছে কিছু, আমার সংশয়।
Samar Bhowmick Jun 2020
সমর ভৌমিক
26 জুন 2020; 00:34

অণু কান্নার ছোয়াছে ছোঁয়াগুলো সরিয়ে আত্মা প্রলুব্ধ করুক
হৃদয়ের আগুনে পা রেখে স্নেহের সুনীল গ্রহন করো নির্দ্বিধায়,
প্রেমের গর্জনে আগুন জ্বলে উঠুক মনের সুশীতল সমুদ্রে
তোমাকে ছাড়া নাহোক আমার অবুঝ চুমু; নাহোক ভালোবাসা।

আমার অন্তরাত্মাকে ভালোবাসার প্রেমে ফেলেছো
হৃদয় স্পন্দিত করে উত্তাল সমুদ্রে,
তুমি অর্ন্তবাসের মতো জড়িয়ে থেকে
হাতে নিয়েছো আমার অসমাপ্ত গন্ত্যব্যের টিকিট।

হাসিতে পরীর শুভ্রতা দেখে অবাক হওয়ার মুহুর্তেও-
ভালোবাসা মেশানো প্রেমের সুক্ষম পরিমাপ পাই,
এবং আমাকে অতি আড়ম্বরপূর্ণ উত্তেজনায় ভাসায়
ভঙ্গুর হৃদয় তোমার ইশারায় তেজদীপ্ত হয়ে উঠে।

আকাশ পাতাল আর পৃথিবীর সকল ফুলের অন্তরালে
পরীক্ষার প্রশ্নপত্রের উত্তরের মতো ভালোবাসি
চঞ্চলতার প্রার্থনা করা ঈশ্বর জানেন, তুমি-
হৃদপিন্ডের কম্পন রক্তের উষ্ণতা হাসিমুখের প্রশ্ন।

একহয়ে আছে্ ঈশ্বরের প্রার্থনা প্রেম তোমার ভালোবাসা
মখমলে মিষ্টি মধুর হৃদয়ের বিছানায় শুয়ে আছে
আগুনের তেজস্বী পোষাকে আমার প্রেমের ঝড়
মনের বাগিচায় ঘাসের কচিপাতায় অজস্র শ্রাবণ।

দিঘির জলে রোদের ঝিলিকে যে অন্তহীন হাসি
তুমি নিমিশেই ঢেলে দিতে পারো বহুগুন ঠোঁটের ভাঁজে,
তোমার ফিসফিস শব্দ গহিনে ঝরায় শান্তির জলপ্রপাত
স্নাযু কোষের পাতায় পাতায় স্বপ্নের মধ্যে স্বপ্ন বুণে।

বুকের খাঁচার নীচে মনকে জড়িয়ে রেখেছো অণু
রোমঞ্চ গড়া দিগন্তের মতো বর্ণিল সুতোয়,
শুধু কপালের ভাঁজে তুমি অদৃশ্য অক্ষরে লিখে দাও
প্রাণের অধিকারে তোমার প্রেমের স্পন্দন।
Samar Bhowmick Jun 2020
সমর ভৌমিক
24 জুন 2020; 01:41

নরকে যেতে পারি অণু-
ভালোবাসা অবুঝ হলেও আমি সেই ছেলে।
ভালোবাসার দিব্যি নিয়ে প্রার্থনা রেখেছি ঠিক-
নিশ্চই প্রভু আমার নেতৃত্ব দিবেন।
তোমাতেই কাটবে জীবনের দিন
প্রলোভনের অধিকার মুক্ত হয়ে-
তুমি সমতায় ক্ষমা করবে আমায়।

আমার কন্ঠস্বরে তোমার সুর মিলাও
ভালোবাসি হৃদয়াবৃত শব্দ উদ্দেশ্যমূলক নয়,
আমি অনায়াসে পছন্দ করি; তোমার প্রতিটি মূহুর্ত-
দ্যাখো আমার হৃদয়ের খাদে যে সংগীত আছে,
স্বাক্ষ্য দিবে তোমায় ভালোবাসার।

তোমাকে বলেছি বার বার বহুবার-
ভালোবাসার আগুনে যন্ত্রণার তরল ঢেলে পরীক্ষা করো,
দ্যাখো অন্তরের বার্তায় শুধু তোমার শূণ্যতা-
তোমার স্নেহময় প্রেমের আশির্বাদ।

অণু তুমি কি শুনতে পাচ্ছ??
জীবনের দর কষাকষির অধিকার রাখিনি আমি
শুধু আমার বাঁচা তোমার হাতে দিয়ে-
আমার আত্মাকে সুস্থ করে দিতে,
আমার হাতে দাও প্রশান্তির হাত।

তোমার পায়ের কাছে জীবন প্রদীপ গভীর দহনে
তুমি দয়া বিতরণ করে সাথে থাকো অণু,
নিঃশ্বাস আমাকে তাড়িয়ে বেড়ায়-
তোমার প্রেমের সক্ষমতায়।

শুধু ধুয়ে ফেলা বহু কারণের মতো ধুয়ে যাক অনুতাপ
মনে হোক সরে গেছে আমার সকল পাপ,
যদিও থাকার কারণ আমি জানি না-
তবু দয়া করে বলো তুমি আছো।
Next page