Submit your work, meet writers and drop the ads. Become a member
Samar Bhowmick Jun 2020
সমর ভৌমিক
22 জুন 2020; 15:45

আমার অবুঝ ভালোবাসা-
তোমার বিশ্বস্ত হাত হতে চায় অণু,
বুকে আগলে রাখার মতো একটি হাত,
এবং ইচ্ছের মতো অমৃত একজন মানুষ-
তোমার চাওয়ার মতোই কোমল একজন প্রহরী,
কষ্ট ভুলে থাকা ত্যাগের মহিমায় মহিমান্বিত-
সগৌরবে ভালোবাসা সবুজ সতেজ লতার মতো,
জড়িয়ে রাখা কল্পনায় তোমার আত্মবিশ্বাসী প্রেম,
মানবীয় উষ্ণতায় অনুভবে অবিকল সারাজীবন-
যে ভাবে নিজেকে কখনও অনুভব করোনি।

তোমাকে ভালোবেসেছে আমার নির্লজ্জ্ব বেহায়া প্রেম
দশ মিলিয়ন স্নায়ুকোষ আত্মা অন্তর হৃদয়ের গ্রন্থি গুলো,
সন্দেহাতীত প্রেম বেপরোয়া সময়ে জন্ম হলেও-
ভালোবাসার কষ্টকর উপায় গুলো কখনও ভাবোনি,
ভাবনা খুঁজে বেড়ায় তোমাকে পাওয়ার উপায়,
খুঁজে বেড়ায় তোমাকে আবিস্কারের সহজ পথ,
অণু; আমার মধ্যেই তুমি অবুঝ আবেগ-
যদিও প্রাণের চাহিদায় বলেছো বহুবার; তুমি-
সেই রহস্যময় শব্দ শুনে কথা দিচ্ছি,
আমাকে তুমি ভাবতে চাও; তুমি আমার।।
Samar Bhowmick Jun 2020
সমর ভৌমিক
21 জুন 2020; 00:12

একজন অণু একটি সিন্ধু
একটি সাদা ফুল-
একজন অণু স্বপ্ন ঘেরা,
শত জন্মের মূল।

একজন অণু একটি আকাশ
একটি মাত্র তারা-
একজন অণু প্রাণের বাতাস,
হৃদয় ছন্ন ছাড়া।

একজন অনু ভোরের আলো
রাতের শুভ্র চাঁদ-
একজন অণু প্রেমের পরশ,
ভরসার একটি হাত।

একজন অণু প্রথম ফাগুন
শিমুল পলাশ শাঁখে-
একজন অণু ছয়টি ঋতু,
এক করে রাখে।

একজন অণু একটি আশা
একটি স্বপ্নের ঘর-
একজন অণু অন্তর জুড়ে,
তুলছে প্রবল ঝড়।
Samar Bhowmick Jun 2020
সমর ভৌমিক
18 জুন 2020; 21:13

সংকীর্ণ মানবতায় বিশাল বাক্যের দেশে
আমার ভালোবাসার সাথে আছে একমাত্র অণু-
ঈশ্বরের কাছে আমার দুটি প্রার্থনায়,
একটিতে চাই আমার রক্ষা অন্যটি অণু।

প্রেমের ভাবনায় নিজেকে মেরে ফেলেছি
এখন নিজেকে ফিরিয়ে দিতে চাই-
অণুর মতো একজন মানুষের ভালোবাসায়,
ঈশ্বরের সৌন্দর্যে আমার পাগল এবং ঘাতক প্রেম।

রাতে ঘুম থেকে লাফিয়ে উঠছিলাম
সংগায়ীত হতে হতে দেখি-
আমার ভালোবাসার প্রশিক্ষণ ছিলো,
মহাসিন্ধুর দূর্গে প্রবেশ করছিলাম।

আমি চাষের জমিতে চাষ করছি
কবিতা থেকে নিয়ে যাওয়া মুক্তোদানা-
স্বর্গ থেকে নিয়ে আসা প্রশান্তির বীজ,
রোপন করছি জপমালার মতো গুণে গুণে।

অত্যাধিক উষ্ণ বায়ুমন্ডলের চাপে
আমি উদ্বেগজনক চিন্তায় ছিলাম-
মহাসিন্ধুর প্রবাল প্রাচীর ঘেষে,
কবিতার মুক্তোদানা এবং স্বর্গীয় প্রশান্তি ফলাতে।

নোনাধরা জমির কাদায় লুকানো কষ্টের বিষ
আত্মাকে অবজ্ঞা করে গ্রাস করে-
হাজার হাজার বছর ধরে এবং তারপরেও,
যেন নির্বসিত নির্যাতিত।

পুরাতন সীমাবদ্ধতায় সুন্দরী অণু
নজর রাখছিলো নজরদারীর উপর-
আগ্নেয়গিরির ফুটন্ত লাভা বরফ হলে,
আমরা রাজকীয় রক্ষীদের নিপাত কামনা করিনি।

মনে হয়েছিলো সহস্রাব্দের উত্তেজিত পৃথিবীতে
মানসিক কারাগার থেকে পালানো-
অণু এক আত্মঘাতি প্রেমিকের ভূত,
বিমূর্ত বিষ ঢেলে আমাকে দৈত্য করে তোলে।
Samar Bhowmick Jun 2020
সমর ভৌমিক
16 জুন 2020; 00:06

অণু অন্তর নিয়ে গেছে-
আমি এখনও তাঁর দিকে তাকিয়ে,
তাঁর চোখের দিকে; এবং
তাঁর পছন্দের রঙের দিকে তাকিয়ে।

অপেক্ষা করছি ভবিষ্যতের,
কালো এবং অভেদ্য-
মরিয়া হয়ে খুঁজে চলেছি পথ,
যেন আশাহীন অন্ধকার।

আশায়; রোদের দরজা খোলবে
আঁধার কেটে ফোটবে কমল-
আহত অশ্রুজলের আবরণে ঢাকবে
কান্নার পাহাড়।

অপেক্ষায় শব্দ গুনছে হৃদয়-
দুঃখের দরজায় স্বাগত জানাতে,
সর্বশেষ নিরবতায়; যদি-
দুর্ঘটনাক্রমে ফিরে আসে প্রেম।

অচেনা একাকিত্ব শোকের কালো রঙ
ভাঙ্গা কাঁচে হৃদয় ছিঁড়ে-
বুকের ভিতর আঁকছে,
ক্রুদ্ধ ফোঁটা।
Samar Bhowmick Jun 2020
সমর ভৌমিক
14 জুন 2020; 23:51,ঢাকা।

স্নায়ুকোষের সুন্দর অনুভূতি থেকে
তুমিই কেবল আনন্দ নিয়ে আসো অণু-
এবং আমি যতবার স্মৃতিতে ফিরে যাই,
ততবার তুমি আবহসংগীতের সুর তোল।

আসলে জীবনের মানে যদি বুঝতাম
এখনও যদি জানতাম-
সকালে ঘুম ভেঙ্গে চেতনে তোমাকে রেখে,
কেন এত আনন্দিত হই?

মনে হয় আমার আর কিছুই ছিলো না
যেখানে কেবল মন আনন্দিত হয়,
শৈশবের স্বর্গ সময় হারিয়েছি-
অথচ কোন আক্ষেপ ভ্রুক্ষেপ নেই।

আমার আর কোন আফসোস নেই
আজকের দিনটিও আমাকে জড়িয়ে আছে-
তুমি কত বুদ্ধিমান ভাবে আমাকে স্বাগত জানাও,
আমার চিন্তা ঘড়িতে সন্ধ্যা নামে না।

তুমি কি কখনও ছোট ছিলে না,
আমার প্রিয় অণু ?
এত দীর্ঘ দিন দেখছি, কত গ্রীষ্ম বসন্ত-
দিন দিন তুমি আরো দীপ্ত হয়ে উঠছো।

মনেহয় আমরা লেবু ফুলের সুবাসের ভিতর হাঁটছিলাম-
এবং আমি ফেলে আসা বয়সের অভাববোধ করছি,
রক্তিম সূর্য্ পশ্চিম আকাশে প্রায় অস্তমিত হলেও,
কল্পনায় শুধু তোমার আবহসংগীত চাই।
Samar Bhowmick Jun 2020
সমর ভৌমিক
12 জুন 2020; 23:20

ব্যাথার গহ্বর থেকে হাসি তৈরী করে
অজান্তেই আড়াল করি শোকের শব
হাসির মুখোশের নীচে-
চেনা অবয়বে অচেনা আমি।

সবকিছুর জন্য সৎ হতে না পেরে
পরাজিত আত্মায় অশান্তিকে শান্ত করি
দুঃখ ঢেকে মিথ্যার আবরনে-
নিজের সাথে রাখি।

মধুমাখা কথার কথায় ভাসাই সময়
অন্ধকারে চেপে রেখে জীবন
শান্তনায় শোকের মিছিল-
আয়ুর পরমায়ু’র প্রয়োজনে।

মিথ্যে সুখ স্বাচ্ছন্দ্যের খবর জানিয়ে
ভাবনার দুগ্ধ সমুদ্র বিশ্বকে দেখাই
দেবদূতের মতো মানুষ হতে-
কবরে ডুবে মন।

নিজেই নিজের গর্ব হয়ে
দেখিয়ে চলি আলোর মিছিল
হৃদয়ে মহাসাগরের জল-
ছায়াহীন চিন্তায় বেঁচে থাকি।

নিজের চেহারাকে সর্বদা চকচকে রেখে
অন্তর ছেড়ে যাওয়া চিন্তার সৌন্দর্য
গোপনে কাঁদে রাত দিন-
একটাই জীবন আমার।

এবং অণু’র কথা রাখার হাঁকডাকে
মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা রাখি
পৃথিবীতে রেখে যাওয়া সময়-
হেঁটেছি অন্ধকার আলপথে।
Samar Bhowmick Jun 2020
সমর ভৌমিক
11 জুন 2020; 17:54

অণু তাদের বলে দিও
মাদক কলঙ্কের মতো
কেড়ে নিয়ে আশার প্রদীপ
উপহার দিবে ক্ষত।

হেলায় জীবন নেশার ঘোরে
অজান্তে যাবে হেরে
সাময়ীক উন্মাদনায় মত্ত হলে
ভাগ্যটা যাবে ছেড়ে।

ঠাট্টার ছলে মাদকের যাতাকলে
তুমি মাদকের বাড়ী
এককা দুককা করে দিন
আয়ুও যাবে ছাড়ি।

সমাজে আঁকিয়ে ঘৃণার সীমানা
বৃথা যৌবন আশা
সভ্যতার দৃষ্টিতে আঁধার মেশালে
গ্রাস করিবে হতাশা।

মাদকের নেই ক্ষমতা কোন
আনিতে সভ্যতায় জয়
মাদক পারে কেবলি যৌবন
তামাসায় করিতে ক্ষয়।

মাদকের প্রেমে পড়িয়াছে যারা
হৃদয় তাদের শূণ্য
ব্যর্থতাকে নিজের ভবিষ্যৎ ভেবে
অজান্তে হয়েছে বন্য।

বরং ভালোবাসা ভিক্ষা মাগো
হৃদয়ে স্বপ্ন পুষে
যেওনা ঘৃণায় অপমান অভিমানে
নেশার কলঙ্ক দোষে।
সুস্থ থাকাই সুখের বাঁচা
স্বাধীন চিন্তা করে
জ্ঞানে দুঃখ কবর দিয়ে
বাঁচো প্রাণ ভরে।

মানব জীবন বড়ই মধুর
জ্ঞানেই মানুষ পূর্ণ
যদি অজ্ঞানতা প্রশ্রয় দাও
ভবিষ্যৎ হবে চূর্ণ।

মানুষের জীবনে ব্যর্থতা নেই
কেবল অভিজ্ঞতা হবে
আজ কাল পাওনি যাহা
আগামী দিনে পাবে।

প্রেম পার্থিবতা ঈশ্বরের দান
চেষ্টা করো শুধু
বিন্দু করে মৌমাছির দল
সঞ্চিয়েছে কত মধু।

জগতের ভালোবাসা পাওনি বলে
প্রেম নেই তোমার
এমন ভাবনা বোকার কেবল
ঘোর মহা-অজ্ঞানতার।

ভালোবাসায় রেখে প্রসারিত হাত
জাগিয়ে বিবেক বোধ
সভ্যতায় ছড়িয়ে মানবতার ঘ্রাণ
নিবে অনিয়মের প্রতিশোধ।
Next page