Submit your work, meet writers and drop the ads. Become a member
Samar Bhowmick Jun 2020
রক্তস্রেতে লুকানো বজ্রপাত
জ্বলজ্বলে প্রাণে জীবনের অনুভব
অন্তরের অন্তস্থলে উঁকি দেয়া
চাটুকার অনুভুতি।

আনন্দে ভিজে যাওয়া
সমস্যা গলে যাওয়া আত্মার
অনন্য কৌতুহলী আলোক রশ্মি
মখমলে মেজাজ।

জীবনের ব্যাথা এবং আনন্দে
শুকিয়ে যাওয়া অশ্রু জলে
মুগ্ধকর অমৃত হাসি
ব্যাথা ধোয়া রোদ।

আত্মায় পরিস্কার আকাশ
দেবদূতের সৌন্দর্যে কামনা
চোখে পুষ্পধারী রংধনু
অদেখা অচিন স্বপ্ন।

এক অবিনশ্বর সংগীত
মিষ্টিময়তায় আত্মার গান
যে স্বরলিপি অন্তরে বাজে
অবিরাম অফুরান।

মধুময় ঐশ্বরীক তরঙ্গ
হৃদয়ের উষ্ণ চঞ্চল ঢেউ
যাকে প্রেম বলি অণু
তোমার আমার।
Samar Bhowmick May 2020
তোমার সম্পর্কে লিখে যাই অণু
এবং তোমাতেই সম্ভবনা
আনন্দ ব্যথা তোমাতেই সংযুক্ত
শরীরে সাতাঁর কাটা প্রেমের নীল রস
আত্মায় ডুবিয়ে দেয়া বসন্ত বাতাস
মনের বাগিচায় ফুল কলির মিছিলে
বার বার অবিরাম তুমি।

আমি কে ছিলাম
কখন কেমন ছিলাম
কেমন আছি জানি না
যখন তুমি-
আমার ইচ্ছের ঘরে আসো
তখন আমি আর আমি থাকি না।

অণু’তেই জীবনের পৃষ্ঠা গুলো ভরাট করেছি
ক্ষতি দুঃখ কষ্ট সহোদর করে
অতীতের ছেড়া পৃষ্ঠা গুলো
যা আঁকড়ে ছিলো
জীবনের পরতে পরতে
নিজেই খরার বাতাসে উড়িয়ে দিলাম।

দিন শুধু কঠিন হতে চলেছে-
অসম্ভব হতে চলেছে
তবু অজস্র বার তোমাকে বলেছি
অজস্র কবিতায় লিখেছি
নিজের অজান্তে ছেড়ে দেওয়া
তোমার শব্দ স্নেহ মায়া; আর
তুমি আমার প্রজাপতি।

তোমার ধারনাই ঠিক-
অণু’কে ছাড়া নিজেকেও বিশ্বাস করি না
তোমাতে অনেক কিছু আছে
যদি পা রাখো আমার শব্দের বাহিরে
তবুও কিন্তু-
তুমিই শান্তি সান্ত্বনা বিষন্নতা সব।

আমি লজ্জিত হই আমার সীমাবদ্ধতায়
অপরাধবোধ আঠাঁর মতো লেগে থাকে আত্মায়
তবু শিশুর মতো মনে রাখি তোমায়
অণুসরণ করি পূর্ণিমার চাঁদের মতো
তুমিই সুবাস ছড়ানো কামিনি; এবং
আনন্দের চেয়েও প্রিয় সঙ্গী।
Samar Bhowmick May 2020
যে আগুন গোপনীয়তা শুষে নেয়-
আমাকে রাজা করে তোমাকে সেরা
এমন একটি উদযাপন চাই,
কুয়াশা ঘেরা বসন্ত প্রভাতে।

জোনাকীর আলোতে লুকিয়ে দেখা
সবুজ বাগিচায় উদাস মায়া-
নিউরনের সমস্ত গহ্বরকে হিংস্র করে,
গুনতে না পারা ধৈর্যের এককে।

উড়ন্ত প্রজাপতি জলের ছিটা খুঁজে
বাহিরের বৃষ্টিতে ভিজে উদাসী মন-
ক্ষুধায় আচ্ছন্ন শিরা উপশিরা; সহস্র বছর
তোমার ছোঁয়ায় চায় প্রত্যাশিত বসন্ত।

তোমাকে লক্ষ লক্ষ সংখ্যায় ভালোবাসতে
বসন্ত রাত এবং তুমি বাতাসি পোশাকে-
কৌতূহলী হলে আমাকে জিজ্ঞাসা কর অণু,
জীবনে এমন একটি বসন্তের রাত চাই।
Samar Bhowmick May 2020
অণু; যাঁদের জন্য দুঃখ পাই
তাঁদের স্বপ্নগুলোর পরিপূরক হতে স্বপ্ন দেখি,
এবং এখনও ভালোবেসে যাই গোপনে;
আমার অস্তিত্ব দেহে বেঁচে নেই-
বেঁচে আছি বিশ্বাস ভাবনায়; মানবতায়-
আমি চাই তাঁদের শিক্ষিত করি,
ধীরে ধীরে বাঁচিয়ে তুলি মানুষে মানবতায়।

যদিও তাঁরা জীবনের অধিকারী-
যাপনের অধিকারী, জীবন
প্রভুর কৃপা কল্যানের অধিকারী হোক,
রাগযুক্ত বাতাসের পর্দা নামুক হৃদয় থেকে
গতিময় হোক ভাতৃত্ববোধ মায়া-
মানুষে মানুষে জীবে জলে অরণ্যে মৃত্তিকায়,
সমতায় ভাসোক জীবন-
আলো জল অন্ধকারের মতো।

আমি এখনও মানবতা পুরুদ্ধারে বিশ্বাসী-
প্রভুর কৃপা বৃথা হবে না,
মানুষের মনে কলুষতা কেটে যাবে একদিন
নতুন আলোতে রাঙাবে ধরণী-
এবং প্রায়শই গর্ব হয়; যখন দেখি
যখন দু’এক জন অনুকরণীয় মানুষ-
মানুষে প্রাণীতে কিংবা টবের শিশু চারা’র সাথে,
প্রাণের সখ্যতায় ভালোবাসে যায়।

কিছু প্রাণ সর্বদা বিশ্বে আগুন ধরিয়ে দেয়
এবং আনন্দের সাথে গুণে যায়-
অগ্নি দগ্ধ হৃদয়ের হাড় কঙ্কাল-
হিংস্রতারর উদ্ভট রসে হিংসার ক্ষরণে হাসে
অসুরের সর্বনাশা হাসি-
অজ্ঞানতার অন্ধকারে বিভৎস স্বপ্নের ঘোরে
ভুলে যায় নির্মল আনন্দ-
প্রেমহীন আত্মা অহরহ পদার্পণ নরকের পথে,
সন্দেহ এবং বিরক্তি স্নায়ু কোষের অলিতে গলিতে
অবিরাম ঘুরপাক খায়-
অবুঝের মতো বুঝে শরীরে নিজেকে বাঁচায়।

আমি মাঝে মাঝেই হতাশ হই
আবার হতাশাই আমাকে বাঁচিয়ে রাখে,
সময়ের আনাচে কানাচে আশার শব্দ শুনে
ভুলকে ভালোবেসে ফোটাতে যাই ফুল,
চাই মানবতার অপার সৌরভে ভরে উঠুক
বুদ্ধিদীপ্ত অবুঝ অসহায় মানব প্রজাতি-
ঈশ্বরের সুপারিশে ভুলের ভূমিকার বদল হোক
অদ্ভুত অভিনেতার মতো বদলে যাক অনুভব,
পৃথিবীতে প্রবাহিত হোক শান্তির সময়; সুখের
স্বর্ণালী ভবিষ্যতে উড়ে আসুক মানবতা।

আমি জন্ম নিয়েছি অনন্তকালীন জ্ঞানহীন সময়ে
চারিধারে আঁধারের বেড়াজালে ক্ষীন মানবতা,
পার্থিব দুর্দশা থেকে মুক্তি না পেলেও
চাই পুনরুত্থিত হোক প্রেম-
পৃথিবী থেকে সরে যাক দম্ভের অদ্ভুত বিশ্বাস,
সরে যাক সভ্যতার ক্রন্দন।।
Samar Bhowmick May 2020
অণু; আত্মার সবচেয়ে মূল্যবান বিবৃতির নাম কবিতা-
কবিতাই নির্ধারণ করে দেয় মানুষ কেমন হবে.
কবিতা উপলব্দি শেখায় মনের-
আত্মার সাথে পরিচয় করে দেয় প্রেম-
ইমারত তৈরীর ইট পাথর সুরকি সিমেন্টের মতো।

কবিতাই নির্ধারণ করে দেয়-
মায়া মমতা স্নেহ ভালোবাসা আর উদারতায়-
মানুষের অন্তরের অনুষঙ্গ কেমন হবে,
কতটুক সুক্ষ্মতায় বিচার বিশ্লেষণ হবে অনুভুতি
কতটুকু সুক্ষ্মতায় প্রকাশ পাবে মনের ভাব-
কেননা; সুক্ষ্মতাই নির্ধারণ করে সকল উন্নতি।

সুক্ষ্মতাতেই অন্তরনির্হিত জগতের সকল সোন্দর্য
যদিও পদার্থের সূক্ষ্মতার মূল্য বিদ্যমান; তবুও
কারুশিল্পির সুক্ষ্মতায় নির্ভর করে শিল্পের সোন্দর্য
জগতের সকল সোন্দর্য সুক্ষ্মতাতেই অন্তরনির্হিত।

সুক্ষ্মতম মনের সোন্দর্যবোধ দ্বারা’ই
কবিতা আত্মার অখণ্ডতা নির্দেশ করে-
কবিতা নির্দেশ করে সততা কতটুকু মূল্যবান,
স্বচ্ছতা সরলতায় ঈশ্বরের উপস্থিতি-
ন্যায় নিষ্ঠা মানবতা ঈশ্বর জ্ঞানে কর্ম।

কবিতা একমাত্র মানব শিল্প; অন্তনির্হিত সত্য
কবিতা মানুষকে আত্মসচেতন করে-
ব্যক্তিগত বৃদ্ধির দিকে মানুষকে পরিচালিত করে
মনুষ্যত্বকে সংবেদনশীলতার সহিত বিশোধন করে
মানুষের মানবিকতাকে মৌলিকভাবে প্রকাশ করতে শেখায়।

আবারও স্পষ্টতই বলি-
কবিতা সুন্দর মলাটযুক্ত একচেটিয়া আবেগের বিষয় নয়
কবিতা বলতে যা বুঝি তা হয়তো লিখতে পারিনি
কিন্তু এটি এমন শক্তিশালী জিনিষ যা অন্য কোথাও নেই-
কবিতা ব্রম্মান্ডের একমাত্র মানব শিল্প-
মানবীয় নৈপুণ্য উন্নয়নের একমাত্র শিল্প।

কবিতার সাথে সংগীতকেও মিলানো যাবে না
বাহ্যিক ভাবে সংগীত যদিও কাব্যিকতায় প্রকাশিত হয়,
তবুও সংগীতের ধাপ বা স্তর আলাদা-
সংগীতের জোর হৃদয় কে নাড়া দেয়; অথচ
কবিতার মতো মন অন্তর হৃদয় আত্মা এতটা সাড়া দেয় না।

আমার সার্বিক বিবেচনা চিন্তন উপলব্দিতে-
কবিতাই একমাত্র অভিজ্ঞতার অভ্যন্তরীণ মৌখিক চিত্র
কবিতা মানুষের মত প্রকাশের একমাত্র শিল্প-
মানুষের মন উন্নয়নের একমাত্র মন্ত্র-
কবিতাই মানুষ তৈরীর শিল্প।
Samar Bhowmick May 2020
Anu; I think-
Give you a kiss-
Maybe I'm leaving,
Corona's gradual revolt-
The procession on the other side is mine
In time message-
Waiting for the eternal journey.
My endless night of rest
Tulsi agar sandalwood juice
Will be hidden-
In the shadows under the shadows,
The scent of your bunch of yellow flowers.

Anu is crying for you
All the veins and sub-veins carrying the juice of affection are trembling
When i think--
Nature will create the widow butterfly
Anu'll lose warm sleep in the cold
Whose heart is hidden-
The chirping of birds in the morning
The scent of new crops,
Numerous dormant particles.

Anu is not a minor today-
Inside him are countless waves of disobedient love
Flows without guilt-
Neuron fresh juice
Time's lips kiss the Anu too,
Just like me
And explodes in Leela in a pink hue
Sometimes it spreads like a white flower,
Flashes lightning-
The soul feels the soul.

Anu may be going to an unknown destination
Corona's gradual revolt-
Maybe no more kissing-
Now only daytime noon morning night
Sadly waiting
R-
Fear of the cheat corona's violent claws,
The water of tears ran away
Still wish-
I kiss you, Anu..
Samar Bhowmick May 2020
হৃদয়ে রক্তাক্ত ভালোবাসার সরু গলি
নিরাপদ ফুটপাথ নেই
সহস্র জঞ্জালের মাঝে ক্লান্তিহীন হেঁটে চলা
অপরিচিত পথে অণু'র খোঁজে
অণু কোথাও নিশ্চুপ দাড়িয়ে
বুকের ভাঁজে বকুলের ঘ্রাণ নিয়ে।
আঁধার পথে বহুদূরে তারকার আলো দেখি
আর ক্লান্ত শরীরে ক্লান্তি পুষে পুষে
গুটি গুটি পায়ে ছুঁটে চলি
অণু নামে একটি জীবন্ত পুতুলের খোঁজে।
শ্রাবণের ভর বর্ষার জল
বিড়াল চক্ষুর মতো জলে উঠে আগুন; বুকের ভিতর
ফণী'র ফণা তোলা রক্তের স্রোতে
সে আমার দূরন্ত দূর্দান্ত অণু
যার জীবন্ত নির্মম ভালোবাসায়
বুকের কড়িকাঠে ঘুণ পোকার ঘর।
শিরোনাম হীন জীবনের শিরোনাম হলে
অগ্রাহ্য করি সকলের পরিহাস
স্ব-হাস্য হৃদয়ে শুধু বলে রাখি
অণু এসেছে হেসেছে বুকের তারায়
আমার মতোই ভালোবাসে আমায়।
ভালোবাসার দাবীতে ক্লান্ত আমি
শত সহস্র বর্ষ আগে বুকের মাটি খুঁড়েছি
অবুঝ শিশুর আঁকা ছবি দেখিয়ে দেখিয়ে
অজস্র বার বলেছি; ভালোবাসো
মনুষ্যত্ব চাপা দিয়ে খুলো না পাপের দরজা
শহীদমিনারের মতো ভালোবাসো; মা পৃথিবী
হৃদয়ে রোপে দাও মানবতা অণু'র মতো।

০২•০৫•২০১৯;১৫:৪৫, ঢাক, বাংলাদেশ।
Next page