Submit your work, meet writers and drop the ads. Become a member
Samar Bhowmick May 2020
অনেক ভাবনায় যদিও
সাহস পাচ্ছো না
অণু খুলতে পারি
হৃদয়ের দ্বার
দেখাতে পারি
তোমার পড়তে চাওয়া
হৃদয়ের পাঠ
দৃঢ়ভাবে আকড়ে ধরতে চাওয়া
যে পুরস্কার
যে উপহার
বা একটি অনিশ্চয়তা
একটি নিশ্চত প্রেরণা
বা একটি মায়ার বলয়
অথবা একটি আশা
কৈশোর থেকে বেঁচে থাকা হৃদয়ে
না বলা ভাষায়
একটি মিষ্টি সতন্ত্র যন্ত্রনা
হৃদয় আবৃত করা
অজানা ভয়
শংকা শিহরণ
প্রাণান্ত এক অলিখিত সংগীত
স্বর্গীয় প্রশান্তিময় মহা-প্রসাদ
পরম প্রত্যাশায়
অনন্ত অজানা স্বাদ
প্রতিদিন চির নবীন
আমার প্রেম, ভালোবাসা।।

02 মে 2020; 02:42, ঢাকা, বাংলাদেশ।
Samar Bhowmick Apr 2020
অণু আমার অসহ্য ভালোবাসার আবেশে
কখনও কখনও দিশেহারা শরীর
আমি উপস্থিত হই তীব্র মুহুর্তে
ইচ্ছে করে অগ্নি স্ফুলিঙ্গ ছড়াতে ছড়াতে
ডুব সাঁতার খেলি সুগভীর অসীম সমুদ্রে
আমি সমুদ্রের পাড় ঘেঁষে নামতে থাকি; আর
আস্তে আস্তে পায়ের তলা থেকে সরে যাক বালি
ভয়ের আস্তরনে ঢাকা শিহরিত মনে
অনিশ্চিত অব্যক্ত শিহরণে
তুমুল ঢেউয়ে দুলিয়ে মন
কয়েক দানা শস্য বীজে সপে দেই ভবিষ্যত
স্বচ্ছ আত্মার দুষিত শরীরে
সেই মিষ্টি নিষ্ঠুর সমুদ্রে।
অণু মনে মনে একবার ঝঙ্কার তোল
মনের গভীরে নিরুত্তাপ মনে
কোন এক শ্রাবণের মেঘলা সন্ধ্যায়
তোমার হৃদয় দুলিয়ে দেখো; ভালোবাসায়
বিরহ বুদবুদের ফেনায়
কত অহংকারী অথচ দুঃখী সমুদ্র।
তোমার অশ্রুসজল ভেজা চোখে
আমার দূরবর্তী চিন্তার আবরণ খোলে
রোমাঞ্চকর শব্দ দাও; আর
আমাকে সমর্থন করো নির্দ্বিধায়
বলো আহ্ নামবে এসো !!
আমার ক্ষুদ্র বুকে ঠোঁটের বিশাল চাবুক চাপিয়ে
তোমার বিশালতার নিরব চিৎকারে
আমি প্রবেশ করবো অন্তিম গুহায়
এক অরণ্য আধাঁরে
আর্কের আলো ছড়িয়ে হৃদয়ে হৃদয়
সংগোপনে ছাড়ি প্রশান্তির নির্লিপ্ত নিঃশ্বাস; আর
একসাথে হাসি হৃদয়ের কানায় কানায়।

৩০•০৪•২০১৯;০১:১০, ঢাকা, বাংলাদেশ।
Samar Bhowmick Apr 2020
সম্মান পুরস্কার যাহাই আনো
সোন্দর্য রূপ লিখে
একবার কি ভাবো কবি
প্রজন্ম তাই শিখে।

কবিদের আমি শ্রদ্ধায় বলি
দুঃখ ভরা মন
নারী দেহের সোন্দর্য বর্ণন
নয় যখন তখন।

নারীর সম্মান আগে ভাবো
প্রেম কাব্য লিখে
প্রজন্ম যেন মায়ের মতন
সম্মান করা শিখে।

নারী পুরুষ সমান মানুষ
একই রকম সত্য
নারীকে যদি পণ্য কর
প্রজন্ম হবে দৈত্য।

যদি ভালোবাসতেই চাও কবি
নারীকে তুমি আজ
মানবিক গুণের কথা লিখতে
নেইতো কোন লাজ।

কবি হলেই নারীর দেহ
সোন্দর্যের অনেক কথা
নারীর আছে বিবেক সম্মান
তুলে আনো তথা।

শিখাও কবি নারীর মানবতা
মানবিক যত গুণ
নাহয় নতুন প্রজন্ম আমার
মানবতা করবে খুন।

প্রজন্মের জন্য লিখো কবি
বাকি যত অনাগত
ঘুচায় যেন মানুষ হয়ে
নারী মনের ক্ষত।

নারীর ভালোবাসা লিখো কবি
কেমন কোমল মন
শ্রদ্ধা শিক্ষা ভাষার আধার
নারী পরম ধন।

সৃষ্টির পরেই তোমরা যাঁরা
লিখছো নারী পণ্য
প্রজন্মের পর প্রজন্ম আজ
তাই করেছে গণ্য।

সহস্র লাইন লিখো যদি
নারী দেহের কথা
একলাইন হয়তো লিখো তোমরা
তাদের কেমন মানবতা।

নারীর প্রতি সংহিসতার দায়
কবি এড়াতে পারোনা
নারী দেহ বিশ্লেষণ করতে
তোমরা কিন্তু ছাড়োনা।

30 এপ্রিল 2020; 19:46, ঢাকা, বাংলাদেশ।
Samar Bhowmick Apr 2020
শরীরের লোভ লালসার ভিড়ে
মনে নেতৃত্বের আন্দোলন
সৌন্দর্য বোধের সকল অনুসঙ্গ
অণুকে আকর্ষণ করে

অণুর স্নেহের কাছে লজ্জিত হই
সন্ত্রাস ও মৃত্যু বপন করা হৃদয়ে
যখন নিজের কাছে খুঁজে পাই
নিষ্ঠুর পশুর হিংস্রতা

অথচ ভালোবাসার উঁচু তরঙ্গ
একই বুকে চলাফেরা করে
নিঃশ্বাসের বাতাসেও যাঁর নাম
জলের মতো নিরীহ

এতটা বন্ধুত্বেও জীবন লুকিয়ে থাকে
মানবতা সৌন্দর্য্যের গলিতে
লজ্জিত হয় মন অধিকৃত আত্মা
এক ফ্যাকাশে রোদে

অণু’র উত্থান আমার অন্তরে
জানা অজানা দিগন্তে
ঝিকিমিকি বালুকণি’র স্তরে স্তরে
তাঁর উত্তাল ঢেউ

আমার চিন্তাকে অপহরন করে
প্রলুব্ধ এক আনন্দ
মানবতাময়তায় আমার হৃদয়ে
এক সমুদ্র সুর্যের ঝলক

অণুর একটি উদার হাসি
আমাকে তারুন্যে ফিরিয়ে নেয়
মনে করিয়ে দেয়
তার মহিমান্বিত উপস্থিতি।।

29 এপ্রিল 2020; 01:21, ঢাকা, বাংলাদেশ।
Samar Bhowmick Apr 2020
অণু, মনে পড়ে তোমার ??
কোন এক ফাগুনে লাল পলাশের নীচে
ঘাসের গালিচায় সহস্র পলাশের বিছানায় বসে
সেদিন আমাদের মধুমাখা শান্ত বিকেল
বাদামের সাথে আঙ্গুল খেলা করে কাটিয়ে দিয়েছিলো
ঠোঁট জ্বিহ্বা মুখগহ্বর পেট আর বাদাম
এক হয়ে আমাদের সাথে খেলতে পেরেছিল
এই আনন্দ গুলোকে সাজিয়ে রেখেছি; এখন পযর্ন্ত ।

অণু, মনে পড়ে তোমার ??
হাত ধরে হাঁটতে হাঁটতে
অজস্র ঝুঁটি এদিক সেদিক হাঁটছিলো; আর
যাঁরা আড়চোখে তাকিয়ে ছিলো
কিংবা চুপিচুপি তর্জনী তুলে দেখিয়েছিলো
সেই আড়চোখে মিটিমিটি দেখা
ফিসফিস করে বলা; আর
চুপিসারে নির্দেশিত সেই তর্জনীকেও
আমি সাজিয়ে রেখেছি; এখন পযর্ন্ত ।

অণু, মনে পড়ে তোমার ??
পরিচিত অনুভবে
প্রথম প্রণয়ের স্মিত হাস্যরস
প্রকাশ্য সাধারণের অনুভব থেকে
তোমার সেই ভয় পাওয়া অনুভূতি
দুঃশ্চিন্তা আর উৎকণ্ঠার বসত;কিংবা
আত্মসম্মান আহত হওয়ার শংকা গুলোকেও
আমি সাজিয়ে রেখেছি; এখন পযর্ন্ত ।

অণু, মনে পড়ে তোমার ??
তুমি মন খারাপ করে সন্ধ্যা থেকে রাত
পরদিন দুপুর গড়িয়ে গেলেও
বিকেল পযর্ন্ত না খেয়ে থেকেছিলে
সমুহ লজ্জাকাঙ্খায় নতশিরে কাটিয়েছিলে বেলা
সেই না খেয়ে থাকা বিপদ ভাবনা গুলোকেও
সাজিয়ে রেখেছি; এখন পযর্ন্ত।

অণু, মনে পড়ে তোমার ??
তোমার নিশ্বাসে ঝড়ো বাতাসের ঝড়ে
বাদামের লালচে পাতলা আবরন গুলো
যেভাবে পেরেছে তারাহুরো করে পালিয়ে গিয়েছিলো
আর তোমার কোমল আঙ্গুলের খেলায়
বাদামের প্রাচীর ভাঙ্গার পটাশ পটাশ শব্দ
এক অদ্ভুত রোমাঞ্চকর উন্মাদনা দিয়েছিলো আমায়
আমি সেই বাদামের প্রাচীর ভাঙ্গার শব্দ গুলো
প্রাচীর ভেঙ্গে পালিয়ে যাওয়া লালচে আবরন গুলোকেও
সাজিয়ে রেখেছি; এখন পযর্ন্ত।

অণু, মনে পড়ে তোমার ??
সেই সব স্মৃতির সাথে একাকার মিশে থাকা
আমাদের আত্মজ প্রেম
সহস্র চুমুতে ভেজা তোমার হাত
কাঁধ গ্রীবা কিংবা হাতের আঙুল
সেই স্পর্ধা প্রদর্শিত লুকানো তর্জনী
আর তোমার আতংকিত সময়টুকু
দিন রাত ঘুরে ঘুরে আমার অব্যক্ত হৃদয়ে
যতটুকু মধু সঞ্চয় করেছিলো
সেটুকু সাজিয়ে রেখেছি; এখন পযর্ন্ত।

২৮•০৪•২০১৯;২৩:২০, ঢাকা, বাংলাদেশ।
Samar Bhowmick Apr 2020
আমি অণু'র সাথে এমন একটি সম্পর্কের অপেক্ষায়
আজ না হোক কোন একদিন পৃথিবীর কোথাও
যেখানে ইচ্ছে করলেই অণু আমার গেঞ্জিটাও পড়তে পারে
অথবা রাতে নির্দ্বিধায়
আমরা একসঙ্গে ঘুমাতে পারি এক বিছানায়
বাচ্চাদের নিয়ে খেলতে পারি ছেলেখেলা
অথবা মুখোমুখি বসে শিশুদের সাথে গল্প গুজব
আমি অণু'র সাথে এমন একটা সম্পর্কের অপেক্ষায়
যেখানে পাগলের মতো চিৎকার করে ডাকতে পারি অণু
আর অণু'র শক্ত জোরালো আলিঙ্গনে
থামিয়ে দিবে আমাকে; আমার যন্ত্রণা
অণু আমাকে কাছে টেনে নিয়ে
রুদ্ধ করে দিবে আমার হারানোর পথ; আবার
কখনও ভূতের ভয়ঙ্কর সিনেমা দেখতে দেখতে
আমার বুকে ভয়ার্ত অনুভুতি লুকাবে অণু
অণু'র হাসির জন্য গোপনে গোপন চুম্বন উপহার দিবো
আমি অণু'র সাথে এমন একটা সম্পর্কের অপেক্ষায়
কখনও আবার আমরা সীমিত ঝগড়া করেই
বিরহে জড়িয়ে ফিরে আসবো একসাথে
এভাবেই যাপিত জীবনের সময় ক্ষয়ে
অণু আমায় ভাগ্যবান করে তুলবে কোন একদিন
এবং পৃথিবীর একমাত্র পুরুষ হবো আমি
যাকে শুধু অণু ভালোবাসে
হৃদয়ের পূর্ণতায় হৃদয় দিয়ে।

২৫•০৪•২০১৯;০২:০৮
••••••••♡♡♡••••••••
Samar Bhowmick Apr 2020
প্রতিদিন মনের ভিতর
অজস্রবার গড়াগড়ি খাও
আসো যাও
আমার ভালোবাসা
অথচ অণু;
ভালোবাসার সমস্ত কারণ সত্বেও
কখনই এক হতে পারি না
আমাদের দৃষ্টির মেলায়
নন্দিত নন্দন মুহুর্ত গুলো
ভাগ্যে অতি সামান্যই
অনায়াসে হাসতে
ইচ্ছের অর্ধেকও পারিনি
তুমি অনেক দুরে থেকেও
আত্মার একমাত্র বন্ধু
জনমের প্রেম।

26 এপ্রিল 2020;23:32
Next page