Submit your work, meet writers and drop the ads. Become a member
Samar Bhowmick Apr 2020
আমি আঁধারের বুকে কেবল আঁধার'ই দেখি
তবু জোনাকির আলোয় খোঁজি অণু'র ভালোবাসা
নিস্তব্ধ নিরব অভিমানে সময়ের পাহাড়
সবুজ পাতা আর ফুল থেকেও ঝরছে আঁধার
চোখের কর্ণিয়ায় সর্ষের ফুল দোলে
আজকাল স্বপ্ন গুলো অণু'কে ঠিক ছুঁই না
নিকট অতীতের মতো বর্ণ বৈভবে
পরশু দেখেছি অণু'র ধুসর বাক্সে
আমার মধুময় স্মৃতি;
এখন ধুসর পৃথিবী আমার
ক'দিন আগেও পানপাতা বটপাতা রক্তজবা
আর আমার বর্ণিল আকাশ ছিলো
চাঁদের আলোতে ছিলো নক্ষত্রের মেলা
অবেলায় অগণতি জয়ের স্রোতে মহা-প্লাবনে
আমার ব্রহ্মাণ্ডে এখন পূর্ণ গ্রাস গ্রহন
শান্তনার আঁচলে বাঁধা স্বপনের পুঁটুলি
আমার গর্বের সঞ্চয় প্রেম-প্রীতি-ভালোবাসা
নীলাভ শিখায় দীর্ঘশ্বাসের আগুনে
অণু জেনে ও জানে না আগুনের রঙ কি
জানে না রাত জাগা চোখের রঙ; স্বপ্ন কথন
জানেনা হৃদয়ের উত্তাপে সেদ্ধ মন
জানেনা নির্জন নিস্তব্ধ পৃথিবীতে জেগে থাকা
ভালোবাসার নকশীকাথায় ফুল তুলতে জানেনা
এখন আর;
সময়ের সদাচারে নিমগ্ন জয় সমাচার
আমাকে অহরহ বুঝিয়ে দিবানিশি
জন্মান্তরের গল্প বলে কবিতায়
আমি এখন সবুজ পাতা আর ফুলের বর্ণ বুঝি না
ধুসর পেরিয়ে গেছে আঁধারের দিকে
তবু শন শন দখিনা হাওয়ায় অণুর ঘ্রাণ খুঁজি
প্রশান্তি খুঁজি কষ্টের শেষ সীমানায়
আর অণুকে খুঁজি জোনাকির আলোয়
আঁধারে ঢাকা রহস্যের অন্তরালে
যদিও জেনে গেছি
ইচ্ছে পূরনের প্রতিশ্রুতি ঈশ্বরের নয়
তবু প্রাচীন বিশ্বাসে অমানিশা কাটার প্রত্যাশায়
আজো আঁধারে স্বপ্ন দেখি
কল্পনায় তারা দেখি
মন নিরুদ্দেশ হয় অণু'র অরণ্যে।

২৬•০৪•২০১৯;০১:৪৬, ঢাকা, বাংলাদেশ।
••••••••♡♡♡••••••••
Samar Bhowmick Apr 2020
আমার অন্তরে লালন করা
ভালোবাসার বীজ
প্রেমের প্রার্থনায়
প্রত্যাশিত মুল্যবান সত্য।

ভালোবাসা যে পথ দিয়ে গেছে
সে পথের প্রতিটি বাঁক
আমি অনুভব করি
এবং তোমার স্বর্ণালী স্পর্শে
সন্ত্রস্ত আকস্মিক চুম্বনে
মানবতার ঘ্রাণ বর্নাঢ্য সাক্ষী।

26 এপ্রিল 2020; 03:03, ঢাকা, বাংলাদেশ।

তোমার মৃদু মৃম্ময়ী হাসির সুর
হৃদয়ে মিশ্রিত লাল অন্তরে
জমে থাকা যত চোখের জল আমার
স্বপনের ঘরের আলো।
Samar Bhowmick Apr 2020
26 এপ্রিল 2020

নুন আনতে পান্তা ফুরায় শব্দে ঢালো ঘি
কবির কামাই জানতে চাই লেখায় লাভ কি?

উত্তম চিন্তা বাদ দিয়ে বস্তু চিন্তা কর
ভোগ বিলাসে কাটবে জীবন হবে তুমি বড়।

জাতির বিবেক রাখছো খাড়া কবি হয়ে তাই
সেই খেয়াল রাখেনা কেউ সেই মন নাই।

কবির শান্তি দেখিয়া কেবল মুখে মানুষের হাসি
অন্তর কাঁদে নিরবে তবু বলে জগৎ ভালোবাসী।

সম্মান সম্মাননা নিয়ে ভাবে না তো কেউ
সবাই দেখে অর্থ সম্পদ নাহয় কবি ফেউ।

কবিকে জানি চিনতে গিয়ে করো তোমরা ভুল
অন্তরে যাঁদের ঘৃণার আলো চোখে পরেনা ফুল।

কবিতার আছে নিজস্ব প্রাণ আছে দেশের মায়া
কবি সভ্যতার অভিভাবক যেমন বট বৃক্ষের ছায়া।

কবিতা পারে শান্তি দিতে অসহায় ক্লান্ত প্রানে
কবি পারে বদলে দিতে সুরে সুরে গানে।

কবিতা পারে জাগিয়ে দিতে বিশ্ব মানুষের মানবতা
কবি পারে রুখে দিতে অন্যায় অবিচার হিংস্রতা।

কবিতা চায় পৃথিবী হোক স্বর্গ সুখে ভালোবাসাময়
কবি চায় মানুষে করুক মানুষের হৃদয় জয়।

যুদ্ধ করে বাঁচেন কবি থাকেন তিনি টিকে
জীবনের সকল কষ্ট ভুলেন নতুন শব্দ লিখে।

কবির শান্তি কলম খাতায় চীর সবুজ প্রাণ
আপন পরের বাঁকা সুরে যেন পাখির কলতান।

বস্তু জ্ঞানে বিচার করা যাঁদের হলো স্বভাব
তাঁরা থাকে চির ক্ষুধায় মিটেনা কভু অভাব।
Samar Bhowmick Apr 2020
সময়ের স্রোতে ভেসে যায় সুখ
করোনা এনে দিলো সাগর সম দুঃখ
তবু বন্ধু ভাবনায় কাটে মন
মৃত্যু’র সম্মূখে আনন্দে মাতি যখন তখন।

কষ্টের গভীরেও থাকে যে সুগভীর আশা
বন্ধু জেনো সেখানেই আমার ভালোবাসা
চাই নতুন ভোরে নতুন প্রভাত আসুক
মন আমৃত্যু তোমাকেই ভালোবাসোক।।


19 এপ্রিল 2020;23:02, ঢাকা, বাংলাদেশ।
Samar Bhowmick Apr 2020
২২•০৪•২০১৯;০৬:৩০
••••••••○○○••••••••
তুমিই আমার একমাত্র অণু
আমার গ্রহের শক্তিশালী শান্ত বাতাস
তুমিই আমার মনের পাল উড়াও নিঃশব্দে
কেউ জানে না কখনও
আত্মার কত গভীরে অশ্রু জমে আছে
কামুক এবং মিষ্টি বিরহের
পাগল করা মনে কতটা রঙিন ভালোবাসায়
স্মৃতির পাতায় ইতিমধ্যেই তা অবিস্মরণীয় উৎসব
এবং আমার চমৎকার হৃদয়ের বাগান জুড়ে
রঙিন প্রজাপতি হয়ে উড়ে অবিরাম
একটি ভিন্ন সময়ে অথবা মুহুর্তে মুহূর্তে
যদিও একটি প্রতিকূল বিশ্বে বসবাস আমার
যেখানে আমার সহস্র টুকরো হারানোর স্মৃতি
আর নিজেকে পূনঃপূর্ণের ব্যার্থ চেষ্টা অবিরাম
কিন্তু অণু সেই রক্তাক্ত বুকের ভিতর
ঠান্ডা গুহায় নিরলস রয়ে যায় অবিকল অবিচল
আলোকপাত করে অনুভুতির কেন্দ্রে
মনের মোড়ানো হৃদয়ের গভীরে;আর
আমার অন্তরকে আনন্দিত করে
উপহার দেয় অণু'র জন্য নিবেদিত বর্তমান।
Samar Bhowmick Apr 2020
সরল বিবেক বোধের প্রানবন্ত শব্দে
তুমি একজন প্রানবন্ত মানুষ
হৃদয়ে খচিত আমার একমাত্র ভালোবাসা
কিছুতেই কখনও তুমি বোঝা নও
ভালোবাসা আমার দুর্বলতাও নয়
এ এক অন্তস্থ স্নেহের অসীম ব্যথা
যা তুমিও বহন করে চলেছো অনন্তের পথে
যদি আমি নরকে যাই সেখানেও তুমি
সময়কে যেখানেই নামিয়ে দেয়া হোক
সেখানেই অণু আমার সাথী।

তুমি একান্ত ভালোবাসাময় নারী
অনন্ত দুরত্বে থেকেও
তোমাকে দেখি অন্তরের খাঁচায়
অবিরাম ভালোবেসে যাই
মোহে হৃদয় ভাঙে না কখনও
তার মধ্যেই যদিও অসহায়ের মতো
সৌন্দর্য্ দেখার আশা করি
আশা করি প্রাণের সৌন্দর্য্ দেখাবার।

কিন্তু উলঙ্গ সমাজ সভ্যতার দৃষ্টিহীন চোখ
কাছে টানে আমাদের সামান্য ত্রুটি গুলো
তুমিও জানো অণু
কিছু সুক্ষাতিসুক্ষ ত্রুটি থাকে
সকল যুগের সকল মানুষের
বিভৎস সমাজ সভ্যতা ভাবলেও
আমার মন এতটাই শক্ত
স্বচ্ছ মানবিক বিবেক বোধে
দ্যাখো সেদিন দূরে নয় আমাদের
আত্মার সরল সৌন্দর্য্ শক্তির কাছে
হার মানবেই বর্বর সভ্যতা
আর সুক্ষাতিসুক্ষ তুচ্ছ ত্রুটি গুলো।
Samar Bhowmick Apr 2020
অণু এ অজানায় তোমায় খোঁজে কোথাও না পাই
অশান্তির ঠিকানায় নিতান্তই আমি ছাড়া কেউ নাই।

থুঁজেতেছি দিনরাত অসংখ্য সময়ের অজস্র প্রহর
ঘুরিয়াছি শত জনপদ পথ-প্রান্থর, পড়িয়াছে কহর

অচিন বেশে তুমি হেসে হেসে হৃদয় করেছো বশ
পাগল হইয়াছে ঘুমন্ত হৃদয় জীবন যাপনে ধস।

ভালোবাসা প্রেম হলে হৃদয়ে আগুন জ্বলে, কেমন করে বলি
ভালোবাসা সুখ এক অনন্ত অসুখ, অন্তরে চাপিয়ে চলি।

অপেক্ষা আর প্রতিক্ষায় গোনি সময়ের ক্ষণ
অণু তোমার বিরহে সদা জাগ্রত এ নিঃস্ব মন।

বুঝেও কি বুঝো না অবুঝের মতো
অপেক্ষার অন্তরালে হৃদয়ে বাড়িতেছে ক্ষত।

কোন ভুলে কতকাল আর বিরহে যাপন, এ জীবন
সীমান্ত নিঃশ্বাসে নিতে চাই একটু স্নেহময় সুশীল পবন।

ফিরে এসো অণু অজানারে ফেলে, নিয়তিরে নিয়ে সাথে
যা হবার হবে একসাথে রবে, হাত রাখো হাতে।

তোমার এ হাত এ স্পর্শ পুঁজিবো, আমি যতদিন বাঁচি
নিয়তির সাথে বিদ্রুপ নেই কভৃ, রবো কাছাকাছি।

ভালোবাসা প্রতিজ্ঞায় প্রেম, শেষ কথা শোন
উৎসর্গ এ হৃদয় স্নেহের ভান্ডারে তব, প্রশ্ন নেই কোন।।
Next page