Submit your work, meet writers and drop the ads. Become a member
Samar Bhowmick Apr 2020
একটি অদৃশ্য পথ
আমার কাছ থেকে তোমাকে দূরে নিয়ে যায় অণু
যদিও জানি প্রতিটি পথ একাকী পথ।
তোমার সংবেদনশীল নিঃশ্বাসের যাতায়ত
অবিরত অনুভব করি
হৃদয়ের গভীরে বারবার বহুবার
এবং তোমার স্নেহময় অবয়বের মধ্যে
সর্বদা আমার মণ খেলা করে
চোখের অন্তরালে ভেসে উঠে স্মৃতি
গতি ফিরে পায় প্রাণ।
মনের জানালায়
আমার চিন্তাভাবনা আর প্রেম
অল্প অল্প করে দৃশ্যমান হতে হতে
ভেসে বেড়ায় সময় থেকে বাস্পিভূত সময়ে।
উড়ে যায়, ফিরে আসে
জড়ো হয় হৃদয়ের ঠিকানায়
শরীরের চূড়ায় বৈদ্যুতিক শক হয়
তবু আমাদের দুরত্বের মধ্যে
আকাশের কালো মেঘ আমাকে সতর্ক করে না
আমার অপেক্ষার ভ্রমন সমাপ্তি করে না
হেটে যাওয়া জীবনের আলপথে
আমি তোমার ভালোবাসার জন্য এগিয়ে যাই
আবেগের যোগফল সাথে নিয়ে।
তবু তোমার সময় উড়ে চলে অণু
তোমার জন্য আমার ভালোবাসার মতো।।
Samar Bhowmick Apr 2020
অণু তোমাকে ছাড়া
আমার উচ্চারিত শব্দ নেই
তুমি ছাড়া সভ্যতা বাঁচে
ভাবিনি কখনও কিছুতেই ।

তোমার ভালোবাসায় বাঁচি
তোমার ভালোবাসায় নাচি গাই
তোমার স্নেহের সুরে হৃদয় জুড়ে
স্বর্গের সুখ পাই ।

যত ভালোবাসাবাসি যত অট্টহাসি
তোমার কাছেই শেখা
তোমার আদুরে অনুকম্পায়
আমার সকল কবিতা লেখা ।

যতো সবুজ দেখি কবিদের যতো লেখালেখি
সবখানেই তুমি
তোমার স্নেহে ভর করেই
জীবনকে ভালোবেসে চুমি ।

অণু তোমার মানবতা মানবিকতা
সবই আ্মার প্রিয়
তোমার চঞ্চলতা সরলতা
এমনকি তোমার ব্যর্থতাটিও ।

তোমার কাছে ধারকরা শব্দেই
ভালোবাসি তোমাকে
তোমাকেই স্বপ্নে রাখি তোমারই স্নেহ মাখি
থাকি অনন্ত সুখে ।

তোমার কাছেই মায়ের স্নেহ
ভাইয়ের আদর বোনের ভালোবাসা
তোমার সাথেই আমৃত্যু প্রেম ঝগড়া বিবাদ
তোমার সাথেই সকল সুখের আশা।

তুমিই আমার শরৎ হেমন্ত
তুমিই আমার ফাগুন
তুমিই আমার আষাঢ়ের মেঘ শ্রাবনের বৃষ্টি
তুমিই বসন্তের আগুন ।

তুমিই আমার আরাধ্য দেবী
তুমিই আমার নিয়তি
তুমিই স্নেহধাত্রী প্রেম প্রণয়ী
তুমিই শ্রেষ্ঠ অতিথি ।।
Samar Bhowmick Apr 2020
অণু আমি দত্তকের কথা বলছি
একটি প্রাণ দত্তক দেওয়ার কথা বলছি
আমার ভিতর থেকে যদি প্রাণ পুরুষ বেড়িয়ে দত্তক যায়
আবার আমি যদি তোমার ভিতর থেকে মানবী আত্মাকে দত্তক নিয়ে আসি
অনু তাহলে কি হয় জানো ?
সে এক অদ্ভুত অনুভূতি
সে এক অদ্ভুত ভালোলাগা ভালোবাসা।

অণু আমি দত্তকের কথা বলছি
আমি তোমার হৃদয় দত্তক নেওয়ার কথা বলছি
আমি আমার হৃদয়টাকে হৃদপিন্ড থেকে বের করে এনে
তোমার হৃদপিন্ডের খোলসের ভিতর দত্তক দিয়েছি
তখন তোমার হৃদপিন্ডটার কি হলো জানো ?
আমি পরম স্নেহে তোমার হৃদয়টাকেও দত্তক নিয়েছি
অণু’র হৃদপিন্ড এখন আমার হদয়ের স্পন্দন গোণে
আর আমি অণু’র হৃদস্পন্দন পাই
সে এক অদ্ভুত অণুভূতি
সে এক অদ্ভুত ভালোলাগা ভালোবাসা।

অণু আমি দত্তকের কথা বলছি
আমার প্রাণবায়ু দত্তক দেওয়ার কথা বলছি
তোমার প্রাণবায়ু দত্তক নেওয়ার কথা বলছি
আমার ফুসফুস থেকে সমগ্র প্রাণবায়ু বের করে এনে
অণু’র ফুসফুসের কাছে দত্তক দিয়েছি
আর আমার নিঃস্ব শূণ্য ফুসফুসে
অণু’র প্রাণবায়ু দত্তক এনে বেঁচে আছি
এখন অণু’র নিঃশ্বাসে আমি
আর আমার নিঃশ্বাসে অণু
প্রাণবায়ু দত্তক নিতে কখনও শুনেছো ?
সে এক অদ্ভুত অণুভূতি
সে এক অদ্ভুত ভালোলাগা ভালোবাসা।

অণু আমি দত্তকের কথা বলছি
ভালোবাসা দত্তক দেওয়ার কথা বলছি
ভালোবাসা দত্তক নেওয়ার কথাও বলছি
আমার হৃদপিন্ডের রক্তের স্রোতের ভিতর
আমার মস্তিস্কের নিউরণের ভিতর ভালোবাসার ঘর ছিলো
সে ঘরের সমস্ত ভালোবাসা আমি
অণু’র হৃদপিন্ডের স্রোতের ভিতর
মস্তিস্কের নিউরণের ভিতর ভালোবাসার ঘর আছে
সেই ঘর শূণ্য করে দত্তক দিয়েছি
আর আমার বুকের লাল খাঁচার ভিতর
মস্তিস্কের নিউরণে ভালোবাসার শূণ্য ঘরে
দত্তক এনেছি অণু’র ভালোবাসা
আমি এখন নিজেকে ভালোবাসতে গিয়ে অণু’কে ভালোবাসি
আর অণু আমাকে
সে এক অদ্ভুত অণুভূতি
সে এখ অদ্ভুত ভালোলাগা ভালোবাসা।

অণু আমি দত্তকের কথা বলছি
আমি অণুভূতি দত্তক দেওয়ার কথা বলছি
অনুভূতি দত্তক নেওয়ার কথাও বলছি
আমরা পরস্পর পরস্পরকে আমাদের প্রেম দত্তক দিয়েছি
আমাদের হাসি-কান্না দত্তক দিয়েছি
আমাদের স্নেহ-মায়া-মমতা দত্তক দিয়েছি
আমরা পরস্পর পরস্পরকে আমাদের আবেগ-বিবেক-দৃষ্টি-স্বপ্ন দত্তক দিয়েছি
আমাদের দৃঢ়তা-চঞ্চলতা-আশা-আকাঙ্খা দত্তক দিয়েছি
আমাদের সত্য-সরলতা-পবিত্রতা দত্তক দিয়েছি
আমরা পরস্পর পরস্পরকে আমাদের বিশ্বাস ও শূণ্যতার ঘর দত্তক দিয়েছি
এখন আমি নিজেকে বিশ্বাস করতে গিয়ে অণু’কে বিশ্বাস করি
আর অণু আমাকে
সে এক অদ্ভুত অণুভুতি
সে এক অদ্ভুত ভালোলাগা ভালোবাসা।

হ্যাঁ অণু আমি দত্তকের কথা বলছি
আমি নিজেকে দত্তক দিলাম তোমার কাছে
আবার তোমাকেই আমিও দত্তক নিয়েছি
আমিই এখন অণু
অণুই এখন আমি
সে এক অদ্ভুত অণুভুতি
সে এক অদ্ভুত ভালোলাগা ভালোবাসা।
Samar Bhowmick Apr 2020
“মানুষকে হারাতে মৃত্যু’র প্রয়োজন নেই।
মানুষের মানবতা হারালেই মানুষ হারিয়ে যায়”
                                         - সমর ভৌমিক
Samar Bhowmick Apr 2020
সফেদ সাদা মুক্তোর দাঁতে
অনু’র মিষ্টি হাসি
আমার উড়ন্ত সুখ
পছন্দ করি ভীষন
তাঁর সুখকর অনুভুতি
ভারী জীবন থেকে
যখন;
স্বস্তি বেছে দেয়
ঘৃনায় জড়িত
ট্রল থেকে
মুক্ত হৃদয়
আমার মনে মনে
দুঃখ পাওয়া
সংবেদশীল মন
অণু’র হাসিতে ডুবে
তখন;
আমার সাধারণ আত্মা
অণু’র কাছে-
নিরীহ হয়ে উঠে
আর;
সব সময়-
স্নেহ প্রার্থনা করে
প্রেমের শক্তি খুঁজে
নির্মল হাসিতে।
Samar Bhowmick Apr 2020
আজ আর কবিতা নয়
আজ বিষ খাবো; অমৃত ধূতরা
আমি মাতাল হবো
নেশায় বুদ হয়ে অণু’র শব্দ মালায়
অহংকার গোণবো অবেলার।

শরতের কাশঁফুলে জড়িয়ে দেয়া ভালোবাসা
অজানায় উড়তে উড়তে
সাদা মেঘের ভেলায় চড়ে
বুকের নীল আকাশে।

অনন্ত আহল্লাদে আমি নবীন; আর
প্রবীণ প্রতিজ্ঞার বাঁধনে জড়ানো মন
নেশাতুর হয়ে উঠে।

আজ মন ভর্তি নেশা চাই
দশ বিলিয়ণ স্নায়ুকোষের সুখ
জড়াজীর্ণ শরীরে স্নেহের সঞ্চালন
বয়স সংখ্যার স্থিতি; আর
মুঠোভর্তি কামিনির চুম্বন চাই
চাই অণুর হাতের ছোয়া।

আজ আর কবিতা নয়
শুধু পাশে থেকো ধূতরা।।
Samar Bhowmick Apr 2020
অভ্যাস আহত হলে
যদি কখনও আমাকে কাঁদতে দ্যাখো অণু
ঠিক তখনই বুঝে নিও;
তোমার সাথে আমার প্রেম হয়েছিলো।
আমাদের ভালোবাসা; প্রত্যাসিত ভবিষ্যৎ
তোমার অনুকম্পাময় আমার একান্ত হৃদয়ের
আশা গুলো ফোঁটা ফোঁটা হয়ে ঝরবে
যদিও তা হবে বিভ্রান্ত অবতরণ।
অভ্যাস আহত হলে
আমাদের ভাবনা গুলো কেমন ছিলো
তুমি ভেবে দ্যাখো অণু
আমার দুঃখিত অবয়ব
একদিন হাসিতে মরিয়া ছিলো
তোমাকে ভালোবাসা দেবে
কিন্তু অকৃতজ্ঞ সময়।
অভ্যাস আহত হলে
আমার অন্তরঙ্গ ব্যথার ঝুলিতে
মৃত ভাবনারা জেগে উঠে
তুমি এক ঝুলন্ত ছবি।
উষ্ণতাহীণ প্রবাহমান প্রাণ
আমাকে বরফে আবৃত্ত করে
আমার হৃদয়ের মধ্যে তখন
আত্মা হিমশীতল; আর
এক শীতল ভবিষ্যৎ
অথচ আমি সাতচল্লিশটি বছর
একটি বসন্তের অপেক্ষায়।
Next page