Submit your work, meet writers and drop the ads. Become a member
Samar Bhowmick Apr 2020
ভেবে ভেবেই হারিয়ে ফেলি মনের যতো কথা
অণু কিছু লিখতে চাই তোমায়; ভাবি বারবার
অবচেতন মনে মাঝপথে ভুলে যাই সব
যেন আমি আজ মৃত্যুর মুখোমুখি স্মৃতির প্রহরী
লাগাম ছাড়া মন ছন্নছাড়ার মতো আজও উড়ে
শিরায় শিরায় তোমার স্নেহাগ্র শব্দের মিছিল।
যদিও প্রবীণ হতে চলেছে সেদিনের নবীন যৌবন
তবু তোমাকে কিছু না কিছু লিখতে ইচ্ছে করে
ল্যপটপের কীবোর্ডে দশ পান্ডবের শব্দ খেলায়
সাজায় আমাদের অতীতের নানা স্মৃতিকথা
ভালোবাসার মধুময় ভাষায় জড়ায়
বিভেদহীন অণু’র পঙতিমালার জটলা গুলো
শিমুল তুলোর মতো উড়ায় মনের আকাশে
শেষার্ধ বসন্তের উন্মোক্ত বাতাসে।
বর্ণমালা মনের ভিতর ঘোর-পাক খায়
ছন্দ খুঁজি; ছন্দ মিলায়
আবার ছন্দ হারিয়ে ভাবি
কিভাবে কখন কি লিখবো তোমায়
বয়সের ভারে ক্লান্তির ছাপ অবয়বে
সহস্র প্লাবনের আগুনে পুড়ে দগ্ধ আত্মা
অচেনা শব্দের ভাঙ্গাগড়ায় মৃয়মান অন্তর
টানাপোড়েন জীবনের সময় খাতায় এখনও
ভবঘুরে স্বপ্নের ভিড় সামাজিক দুরত্বে রাখা মনে
তবু প্রথাগত বসন্তের শেষ সীমায় পিপাসার্ত জমিনে
অস্তমিত সূর্যের তির্যক আলোয় জ্বলজ্বল করছে
পুরনো মন্দিরে গোলাপী আবিরে মাখা তোমার হাত
আর কাঞ্চন শিমুল ভাটফুলের বেগুনী নীলে
যৌবনে দেখা তোমার যুবতী বসন্ত।

29 মার্চ 2020, 20:23, ঢাকা, বাংলাদেশ।
Samar Bhowmick Apr 2020
পূর্ব জনমের অজানা অভিমানে
আমাকে রেখেছো দূরে
অসীমে সরে গিয়েও তুমি
রয়েছো হৃদয় জুড়ে।

পূর্ব জনমে ভালোবাসার সাধ
মোটেও মিটেনাই মোর
তুমি শূণ্যতায় কাটেনি রজনী
হয়নি নতুন ভোর।

ভালোবাসি শুধু ভালোবাসি
জন্ম জন্মান্তরের চাওয়া
অজানা অযুহাতে কেটে গেলো বেলা
আজও হলোনা একান্তে স্নেহ পাওয়া।

অণু তুমি স্মৃতির পাতা উল্টে দেখো
জন্মান্তরের ভালোবাসময় দিন
আজো বেহিসেবী অবিকল ভালোবাসি
মিটাতে দাও ভালোবাসার ঋণ।

জন্ম জন্মান্তর ধরে অজানা অপরাধে
আজও হলো না কাছে আসা
হৃদয় পুড়েছে সভ্যতার জঞ্জালে
তবু অবিকল আছে ভালোবাসা।

সাধ্য আমার বাধ্য নহে আজি
তোমার অভিমানে
কন্টক হার মানিবো কি করে
তুমি সদা জাগ্রত প্রাণে।

ক্ষমা করো দেবী অজানা যতো ভুল
ক্ষমার হৃদয় দাও বাড়িয়ে
অতৃপ্ত মন দগ্ধ প্রাণ
স্নেহের টানে দেখো ঠায় দাঁড়িয়ে।

অবুঝের মতো অবুঝ হয়ে
কেঁদে কেঁদে কেটেছে কত রাত
পৃথিবী তোমায় দিয়েছে খুঁজে
ফিরিয়ে নিও না স্নেহময় হাত।।
Samar Bhowmick Apr 2020
সন্দেহ আমার কৃত্রিম করোনা দুনিয়া গ্রাসের জন্য
চায়না সৃষ্টি করেছে ওহানে নিজেদের করিতে ধন্য।

স্নায়ু যুদ্ধে হেরে গিয়ে করেছে হয়তো পণ
কাড়বে তারা বিশ্ব অর্থনীতি কাড়বে দুনিয়ার ধন।

কুটকৌশলে সারা বিশ্বে হয়তো ছড়িয়ে দিলো তাই
মৃত্যু ভয়ে পালাবে সবাই দেখার কেউ নাই।

বার দিনে মস্ত মস্ত হাসপাতাল তারা বানিয়ে
দুনিয়া জুড়ে পাগল সবাই খবরটা গেল জানিয়ে।

কেউ বুঝতে চায়নি আজও কেমন করে কি
ঘুমিয়ে রইলো সারা দুনিয়া নাভিতে মেখে ঘি।

চায়না মাথার চায়না পেজগি বুঝলো না তো কেহ
চায়নার স্বার্থে দিতে হবে সবার আপন দেহ।

তারাই দুনিয়ার শাষক হবে এটাই হয়তো পণ
তাবৎ দুনিয়া মেধাশুণ্য হবে কাড়বে তাদের ধন।

এখনও সবাই প্রশ্ন করো ওহান প্রদেশ গিয়ে
করোনা সৃষ্টি জানতে চাও জাতিসঙ্ঘকে সাথে নিয়ে।

জানতে চাওয়ায় দোষ নাই ঘটেই যখন গেল
হঠাৎ করেই চাইনিজরা দেখো করোনা মুক্তি পেলো।

সন্দেহ আমার হচ্ছে ভাই চায়না বুদ্ধির খেলা
বিজ্ঞনী সব ওহান যাও করিও না হেলা।

আরো যদি থাকো বসে দিন সপ্তাহ মাস
বিশ্ব অর্থনীতি পঙ্গু হবে কাটবে ঘোড়ার ঘাস।

মরছি নাহয় মরেই যাবো খবরটা তো নাও
কোথায় কখন সৃষ্টি হলো জানতে আমায় দাও।

প্রাণ যাবে বিশ্ব বাসীর রোগ জীবানু দিয়ে
চায়না হাসবে মুচকি হাসি সাহায্যের হাত নিয়ে।

মেধা প্রজ্ঞা গিলে খেয়ে জ্ঞানীরা সব বসা
গুহার ভিতর কাটছে সময় যেন শনির দশা।

বিশ্ব নেতার বুদ্ধি দেখে অবাক হলাম আমি
প্রশ্ন একটা করলো না কেউ ভেবে ভেবেই ঘামি।

ব্যাখ্যা দিতে চায়না বাধ্য ঘটেছে তাহার ঘরে
ওহান দিবে তথ্য প্রমাণ জাতিসঙ্ঘ যদি ধরে।

পরীক্ষায় তারা সফল হলেও বিফল হয়েছে বিশ্ব
ভাবো মনোযোগ দিয়ে দেখো পৃথিবীর কি দৃশ্য।

সন্দেহ আমার বাঁধছে দানা কীর্তি কলাপ তাই
খবর তোমরা নিয়ে দেখো মিলতেও পারে ভাই।।


28 মার্চ 2020; 03:19, ঢাকা, বাংলাদেশ।
Samar Bhowmick Apr 2020
অণু; তুমি আমাকে ভালোবাসো
প্রজন্ম তির্য্যলতা আমাকে ভালোবাসে
পরিবার ও সমাজ আমাকে ভালোবাসে
তোমাদের ভালোবাসা স্বপ্ন ভালোবাসি
আমার সেইসব শ্রেষ্ঠ অপরাধের দায়ভার
আর তোমাদের ছত্রছায়ার প্রচ্ছন্ন সমর্থন
নির্দ্বিধায় করি শত অপরাধ; প্রশ্নহীন
সভ্য সমাজে প্রাচুর্য্যের ভালোবাসা শিখে
সততার বিষর্জন; স্বপ্ন দেখি দুর্নীতির
ভালোবাসা ভালোবেসে স্বপ্ন গুহায় বিসর্জন
নৈতিকতার সকল বংশধর
রাষ্ট্র নীতিহীন ব্যভিচারী নির্দিষ্ট করে
ঘৃণায় মুখ ফিরিয়ে নিই;
কিন্তু রক্তের স্রোতে প্রবাহমান আদি ভালোবাসা
নৈতিকতা অস্বীকার করে বারবার; অন্যদিকে
প্রেমের প্রাপ্তি সুখের ঘৃণ্য অত্যাচার
আমি নিমিষেই বেপরোয়া মানুষ
তোমাদের নগ্ন সমর্থনে নগ্ন পুরুষ এখন
নগ্ন পৃথিবীতে অসীম চাওয়া পাওয়ার হিসেব
অথচ ধণী জ্ঞানী ভিক্ষুক নগ্নতেই ফেরা
এ যেন সভ্যতার এক অসভ্য প্রহর
প্রশ্নহীন সমর্থনে অর্ন্তদগ্ধ মন
মদের গেলাস গিলে নিকোটিনের ধোঁয়ায়;
উড়ে বাল্যশিক্ষার সকল নীতিকথা
দীর্ঘশ্বাসের অন্তঃগামী স্রোতে ভাসে
কখনও হয়তো মানুষ ছিলাম;
শূণ্য ছিলো হৃদয়
এখন বেপরোয়া বলিষ্ঠ পুরুষ
সমসাময়ীক সম্ভ্রান্ত সমাজপতি
ভালোবাসার অসামান্য তাগিদে
হাঁটছি নগ্ন পদে জিঘাংসু নগ্নতায়
ঈশ্বরের একটি হাসির জন্য;
অথচ
প্রজন্মের প্রতি আমি নির্দেশনা শূণ্য
দিকশূণ্য বায়ুমন্ডলের ক্ষ্যাপা ঝড়
বেপরোয়া বিজয়ী পুরুষ।।
Samar Bhowmick Apr 2020
জীবনে ভালোবাসা পাইনি কখনও
স্বার্থের স্বাগত আচরণকেই ভালোবাসা ভেবেছি
গোলক ধাধাঁয় হেরেছি বারবার
অথচ প্রাণের সরলতায় ভালোবেসেছি
সমাজ পরিবেশ প্রতিবেশ স্বজন ও সম্পর্ক
কাউকে ভুল বুঝিনি কখনও
এমনকি যাঁরা ভুল বুঝে স্বার্থের জালে
মন রাখে লাভের ভান্ডারে তাদেরও।

এতটুকুও ভালোবাসা পাইনি
আফসোস নেই
কষ্ট হয় ইতর মানুষদের জন্য
কেননা স্বার্থের বাজারে আগামী প্রজন্ম
তারাও জানবে না
খোলসের ভিতরে কতটা নগ্নতা।

আবারও বলছি
আমাকে কেউ কোনদিন ভালোবাসেনি
যে টুকু ভালোবেসে ভালোবাসার দাবীদার
সেটুকু সম্ভবত প্রয়োজন
অথবা অনেকটাই দায়িত্ব বা কর্তব্যে
না হয় লোকলজ্জার ভয়।

আমি সত্যি কথা বলতেই পারি নির্ভয়ে
শর্তহীণ ভালোবাসার দাবীদার নেই
তুমি দুরে আছো অণু
দূর থেকে আমিও তোমার ভালোবাসা অনুভব করি
এখন পর্য্যন্ত সম্ভবত তুমিই একমাত্র এগিয়ে।

আমি তাঁকে প্রণাম করতে চাই
চাই কেউ বলুক নির্দ্বিধায়
বিনা শর্তে আমাকে ভালোবাসে আজও।

আমি জানি
কেউ রক্তের বন্ধনে
কেউ সম্পর্কের বেড়াজালে
কেউ কর্মের উৎকর্ষতায়
কেউ দীর্ঘ সম্পর্কের তলানী ঘেটে
অথবা কেউ করুণা করে
কিংবা আমার ভালোবাসার প্রতিদান
আর তুমি দূরে থেকে হলেও
এখন পর্য্যন্ত তুমিই এগিয়ে আছো অণু
যদিও জীবন সামান্যই আর বাকি।

সমাজবদ্ধ কোন মানুষ
বিনা শর্তে ঈশ্বরকে্ও কোনদিন
ভালোবাসতে দেখিনি
আর আমি তো
ধুর্! ছাই !!
Samar Bhowmick Apr 2020
করোনার করুণ পরিনতি আজ
বিহ্বল মানব জাতি
হঠাৎ ভাষাহীন জ্ঞাণী গুণী সব
মেনে নিলেন ক্ষতি।

থেমে গেলো মানুষের কলরব
আদিম গুহায় বাস
মানুষের মানবিকতা চরম বিপর্যয়
এনেছে এমন সর্বনাশ।

লোভী মন যখন তখন
ঈশ্বরকে দেখিয়ে বৃদ্ধাঙ্গুলী
নীতি নৈতিকতা সকল ভুলে
সাহেব হয়েছে কুলি।

ক্ষমতা বাড়িয়েছে পাপের বোঝা
নেশা সম্পদ নারী
ভেবেছিলো এভাবে কাটিয়ে জীবন
দুনিয়া দিবে পাড়ি।

অন্তরালে ঈশ্বর হাসেন অট্টহাসি
কত বাহাদুর তোরা
শায়েস্তা তোদের করবে করোনা
হিংস্র বেয়াদব চোরা।

আগেও পাঠিয়েছেন এমন শক্তি
খালিচোখে দেখনাই কভু
সাস ইবোলাসহ পাঠিয়েছেন কত
তবু চিনো নাই প্রভু।

সময় যদি থাকে তোমাদের
মানুষ হয়ে যাও
অভিনয় ছেড়ে সত্য ধরে
হালাল রোজগার খাও।

তোমাদের জন্য আমরাও সাথে
পঁচা কাঁঠালের কোষ
পঁচা সারাতে আমরাও মরতেছি
যদিও নাই দোষ।


27 March 2020, 03:20 AM, Dhaka, Bangladesh.
Samar Bhowmick Apr 2020
কখনও আমার মন
রঙ্গিন প্রজাপতি হয়ে উড়ে
কখন কিভাবে
তুমি জানো না অণু
কখনও অপহরণ করে
তোমাকে; অসীম স্নেহ
কখনও প্রাপ্য ফুলের মধু
কখনও তোমার
অনুভুতির ভগ্নাবশেষ খুঁজে
হৃদপিন্ডের কম্পনে
কখনও চিন্তায় উড়ে যায়
কখনও চেতনায়
সামর্থ্যে থাকা সময়ের কাছে
কখনও তোমার মন জানতে চায়
আমার জীবন হয়ে
কখনও প্রতিদিন
তোমার ভিতরেই উড়ে বেড়ায।।
Next page