অণু; বিশুদ্ধ যন্ত্রণা গুলো আমাকে দাও
আমাকে দাও হৃদয়ের যতো অসহ্য সন্ত্রাস
তোমার কান্নার কারণ আমাতে সমাহিত করো
সমাহিত করো হতাশা সকল, যন্ত্রনার আবাস
আমার চোখে দুঃস্বপ্ন ঢেলে দিয়ে
নিজের আকাঙ্খা গুলো জাগিয়ে নিও
ফেলে আসা কোন স্মৃতিময় অসুখ
যদি বাসা বেঁধে থাকে হৃদয়ের গহিনে
আমার ভালোবাসায় ভাসিয়ে দিও
কোন প্রলোভন নয় অণু; ভালোবাসি
সঙাহীন আপন আলোয় হৃদয়ের টান
অগাধ বিশ্বাস আর সাম্যের দোলায়
দোলাও তোমার শীর্ণ প্রাণ
হোক পরন্ত বিকেলের রোদ
না হয় হোক সন্ধ্যার আঁধার
রাত পোহাবেই, আসবেই আলো
ভয় নেই শংকা নেই প্রাণের মিছিলে।
আমি আশাহীন ভালোবাসি ;অণু
হৃদয়ের টানে ব্যাথিত প্রাণের কাছে আসি
লোভ লালসার পাহাড় পদদলিত করে
তোমার নাম লিখিয়েছি হৃদয়ের গোপন ঘরে
তোমার হাসিতে হাসবেন ঈশ্বর; অপেক্ষায় আমি
বিশ্বাস ভরসায় রাখো হাতে হাত, রাখো দিবাযামী
একদিন শিমুল পলাশ রক্তিম হলে বসন্ত বাতাস
ভালোবাসাও শিখে নিবে এই বৈরি সমাজ
ভুলের মাশুল গোণে কেটেছে যে দিন
সে দিন যাক ভেসে যাক
আমার দ্বিধাহীন সাম্যের হাতে
তোমার এ হাত চিরদিন থাক।।