Submit your work, meet writers and drop the ads. Become a member
Samar Bhowmick Apr 2020
অবশেষে কাঁপতে কাঁপতে ছুঁই
অণু প্রতিক্রিয়া দেখে অবাক
খুব সামান্য হলেও
স্নেহময় নাজুক স্পর্শ
কিন্তু ভালোবাসা
যদিও যথেষ্ট নয়
কিন্তু এক অদ্ভুত কম্পন
অথচ কোন রোমাঞ্চ নেই
তবু শ্বাস ভারী করে তোলে
যদিও কোন শব্দ নেই
এবং নয় কোন ইঙ্গিত
আবার শুধু উপস্থাপনাও নয়
হৃদয়ের উষ্ণ অঞ্চল স্পর্শ করে
কোমল স্নেহ গুলো।
ভালোবাসা পালিয়ে যায় না; অণু
দান আমাকে সে প্রতিশ্রুতি দেয়
তাই চাইনা হাল ছেড়ে দিই
তোমার দান আবশ্যক
দান একটি ভারী কাজ হলেও
তুমি জানো কি দান করবে
হাত পেতে রয়েছি দানের অপেক্ষায়
তুমি খুব মুল্যবান আমার
তোমার সব কিছুই মুল্যবান
কিন্তু সামর্থ্যহীন আমার সময়
অথচ মন গ্রহনে ব্যস্ত
জানি না কি বেছে নিবো
যেন চকলেটের দোকানে দাঁড়িয়ে
আমি একটি ছোট্ট শিশু।

26 মার্চ 2020; 18:10, ঢাকা, বাংলাদেশ।
Samar Bhowmick Apr 2020
অণু; জীবনের কোন এক যুদ্ধে
যদি এমন হয়
আমাকে তুলে নিলো বিরোধী সৈনিক
টেনে হেচড়ে ছিঁড়ে ফেললো
আমার দু’টো হাত
কেটে ফেললো আমার পা
প্রচন্ড রাগে ক্ষোভে
তুলে নিলো আমার চোখ
আমি যন্ত্রনায় কাতরাচ্ছি
কোন দ্রুতগামী এম্বুলেন্স
আমাকে তুলে নিলো
হসপিটালের বারান্দায়
সংক্ষিপ্ত নিঃশ্বাস
আমার প্রাণ ফিরিয়ে দিলো
আমি দৃষ্টি শূণ্য
আমি গতি শূণ্য
আমি স্পর্শ শূণ্য
বৃথা জীবন বয়ে চলা
যথার্থ বিরক্তিকর
অযথা জীবন্ত
এক নিম্নগামী মানুষ
যদি এমন হই
তখন তুমি তাকাবে?
বলবে আগের মতো?
তোমাকে ভালোবাসি
থাকবে পাশে
এখন যতোটা কাছে আসি ?
Samar Bhowmick Apr 2020
অণু; শ্রদ্ধা ও ভালোবাসা
হোক তোমার উপহার
জন্মের দায়বদ্ধতায়
তোমার মানবিক সৌন্দর্যে
নিরাপদ বিজয়
তোমার আপন ত্যাগ
মুগ্ধ আমি
এখন আর ভাবি না
কে জিতবে কে হেরে যাবে
চাই সাম্যের যুদ্ধ
শুধু যুদ্ধ
বিবস্ত্র সমাজের জন্য
তোমার আত্মার সাহস
এবং সাহসী জীবন
বিশ্রাম আনবেই
বিরূপ ভাগ্যের
তোমার পাতলা শরীরে
আদর্শের ভাঁজ
যেন ধরিত্রীর দান
কদর্যদের কাছে
কোমল ফল
কোমল ফোটা
এক মিষ্টি মহিলা
মধু গোলাপের নির্যাস
অথবা কামুক দেবী
আর আমার কাছে তুমি
আদর্শের জন্মধাত্রী মা
একজন পূর্ণ মানুষ
মানবী দেবী মন্দির।

25 মার্চ 2020; 03:53, ঢাকা, বাংলাদেশ।
Samar Bhowmick Apr 2020
অণু; বিশুদ্ধ যন্ত্রণা গুলো আমাকে দাও
আমাকে দাও হৃদয়ের যতো অসহ্য সন্ত্রাস
তোমার কান্নার কারণ আমাতে সমাহিত করো
সমাহিত করো হতাশা সকল, যন্ত্রনার আবাস
আমার চোখে দুঃস্বপ্ন ঢেলে দিয়ে
নিজের আকাঙ্খা গুলো জাগিয়ে নিও
ফেলে আসা কোন স্মৃতিময় অসুখ
যদি বাসা বেঁধে থাকে হৃদয়ের গহিনে
আমার ভালোবাসায় ভাসিয়ে দিও
কোন প্রলোভন নয় অণু; ভালোবাসি
সঙাহীন আপন আলোয় হৃদয়ের টান
অগাধ বিশ্বাস আর সাম্যের দোলায়
দোলাও তোমার শীর্ণ প্রাণ
হোক পরন্ত বিকেলের রোদ
না হয় হোক সন্ধ্যার আঁধার
রাত পোহাবেই, আসবেই আলো
ভয় নেই শংকা নেই প্রাণের মিছিলে।
আমি আশাহীন ভালোবাসি ;অণু
হৃদয়ের টানে ব্যাথিত প্রাণের কাছে আসি
লোভ লালসার পাহাড় পদদলিত করে
তোমার নাম লিখিয়েছি হৃদয়ের গোপন ঘরে
তোমার হাসিতে হাসবেন ঈশ্বর; অপেক্ষায় আমি
বিশ্বাস ভরসায় রাখো হাতে হাত, রাখো দিবাযামী
একদিন শিমুল পলাশ রক্তিম হলে বসন্ত বাতাস
ভালোবাসাও শিখে নিবে এই বৈরি সমাজ
ভুলের মাশুল গোণে কেটেছে যে দিন
সে দিন যাক ভেসে যাক
আমার দ্বিধাহীন সাম্যের হাতে
তোমার এ হাত চিরদিন থাক।।
Samar Bhowmick Apr 2020
অণু জানো ?
পুরুষ মানেই নির্যাতিত সময়ের যোগফল
কতটা সংগ্রাম পুরুষ জীবনের স্রোতে
বুঝেছিলে তুমি কখনও ?
পুরুষ কতটা ক্লান্তিতে হাসে; কতটা যন্ত্রনায়
চোখের কোনে স্বপ্ন ভাসে; লবনের স্রোত
অবিরাম মিশে শুষ্ক বাতাসে অচেনা হাসির মিছিলে
জেনেছিলে তুমি কখনও ?
পুরুষের পরম বন্ধু; শ্রেষ্ঠ হওয়ার উদ্দীপনা
পুরুষের পরম সাথী; জয়ী হওয়ার বিশ্বাস
একটি স্বপ্নের অনুপ্রেরণা; সর্বকর্মা ধৈর্য্য
কতটা নির্যাতন সইতে শেখায়
ভেবেছিলে তুমি কখনও ?
সেই নির্যাতিত পুরুষ পৃথিবীর সকল অনুষঙ্গ ছেড়ে
নারীকেই ভালোবাসে; নারীকেই
তোমার মতো নারীর সঙ্গ চায়
চায় নিজের মতো করে কেউ ভালোবাসুক
শুধু একজন হোক আজন্ম আপন প্রেমিক।
অবিকল আমিও ভালোবাসি অণু
ঈশ্বরের নিপুণ কারোকাজ তোমার স্নেহ; ভালোবাসি
সবুজ পাহাড়ের স্বচ্ছ ঝর্ণাধারা
তোমার হাতের আঙ্গুল;
ফাগুনের ফুল
শরতের শিশির;
তোমার কোমল স্পর্শ
দিঘীর জলে হাঁসের সাতাঁর;
তোমার উচ্চারিত শব্দের ঢেউ
আর নিরব যন্ত্রনায় বাঁচি; তবু
চাই তোমার অফুরান স্নেহ
চাই পাশে থাকুক এই মায়াময় মুখ।
সহস্রবার জেনেছে হৃদয়; বহু মতবাদে
নারী মোহময়; তবু ব্যকুল জল ভাসমান চোখ
তোমার সরল সুখ খুঁজে কান্নার মিছিলে
অগণিত দিন রাত্রি একাকী হয়েছে গত
তবু মনে হয় হৃদয়ের গভীরে অচেনা তুমি
তোমার সান্নিধ্যেই বিলিন হবে অন্তরের ক্ষত।
কতজন কতভাবে বুঝিয়েছে,
কতবার গায়ে বুলিয়েছে হাত
প্রত্যাশার ঘরে প্রাপ্তির ভীড়ে;
নারীর শূণ্য অযুহাত।
বুঝিয়াও বুঝেনা বুঝেনাই; এ মন
তোমাকেই ভালোবাসে সকল সর্বনাশে
যন্ত্রনায় মুচকি হাসে;
তোমার উষ্ণতা চায় যখন তখন।
তুমি কি জানতে কভু ? পুরুষ
অজস্র উপায়ে নির্যাতিত বারবার
গোলকের গোলক ধাঁধায়;
তবু ভালোবাসায় থাকে একাকার।।
Samar Bhowmick Apr 2020
24 মার্চ 2020

এক হাতে মৃত্যুর পরোয়ানা
অন্য হাতে অণুর প্রেম
মৃত্যুকে আলিঙ্গন করতে করতে
তবু অণুকেই ভালোবাসি
যদিও মৃত্যু স্বর্গের ছাড়পত্র
কেননা ঈশ্বর জানেন
অণু’র প্রেমের কলমে মানবতার কথা লিখেছি
সকল প্রাণে ভালোবাসার কথা লিখেছি
ধর্ম নিরপেক্ষতার কথা লিখেছি
ধরিত্রীর শান্তির কথা লিখেছি।

এক হাতে অণুর প্রেম
অন্য হাতে মৃত্যুর পরোয়ানা
যদিও মৃত্যু স্বর্গের ছাড়পত্র
কেননা ঈশ্বর জানেন
আমি অণুর প্রেম দিয়ে
শিশু বৃদ্ধ প্রতিবন্ধীদের ভালোবাসার কথা লিখেছি
বাহাত্তর এর সংবিধানের কথা লিখেছি
বাক স্বাধীনতার কথা লিখেছি
বিশ্বজিৎ অভিজিৎদের কথা লিখেছি
ধরিত্রীর শান্তির কথা লিখেছি।

এক হাতে অণুর প্রেম
অন্য হাতে মৃত্যুর পরোয়ানা
তবু অণুকেই ভালোবাসি
যদিও মৃত্যু স্বর্গের ছাড়পত্র
কেননা ঈশ্বর জানেন
অণুর প্রেম দিয়ে তসলিমার স্বাধীনতার কথা লিখেছি
নিরপরাধ আবরার হত্যার কথা লিখেছি
নারীর অধিকার সম্ভ্রম রক্ষার কথা লিখেছি
প্রাণের অধিকারে সাম্যের কথা লিখেছি
ধরিত্রীর শান্তির কথা লিখেছি।
Samar Bhowmick Apr 2020
অণু; সহজ সরল অবয়বে
তোমার স্নেহাতুর নির্মল হৃদয়
ভালোবাসাময় মোহহীণ প্রাণ
অকুন্ঠ প্রেমের মায়াময় বন্ধন
বেধেঁছে আমায় আত্মার আলোয়।

তোমার সহাস্য সাবলীল কথাবার্তা
শান্ত সুশীল মখমলে আচরণ
স্বাধীণ চিন্তাশীল ভাবনা জাগ্রত অনুভব
পরোপকারী নিস্কাম কর্ম; আস্তিকতা
আশ্বস্ত করে আমার হৃদয়।

তোমার গতিশীল স্বচ্ছ জীবনবোধ
ভবিষ্যত যাত্রায় চঞ্চল উদ্দীপনা
ক্লান্তিহীণ ঈর্শনীয় অনুপ্রেরণা;আর
তোমার অসীম ধের্যের বাগান
আমাকে বারবার অনুপ্রাণিত করে।

তোমার সমাজ সচেতন মন
বৃদ্ধ আবাল বনিতার প্রতি ভালোবাসা
তোমার জন্মের প্রতি দ্বায়বদ্ধতা
সদা সত্যের পথে অবাধ যাত্রায়
আমি প্রশ্নাতীত বিমোহিত হই।

তোমাকে ভালোবাসী অণু
তোমায় অনুসরণে নিজের প্রতিবিম্ব দেখি
তোমার মানবতাকে সশ্রদ্ধ প্রণাম
তোমার মহত্বে পৃথিবী জাগোক
অণু; তোমাকে কৃতজ্ঞতা জানাই।
Next page