Submit your work, meet writers and drop the ads. Become a member
Samar Bhowmick Apr 2020
এতটাই ব্যর্থ মানব জীবন কেমন করে হলো
স্রষ্টা তুমি কানে কানে বলো আমায় বলো।।

নীতি শিক্ষা নেওয়ার আগে নীতি গেলো চলে
সকল শিক্ষা গেল কেমন ভেসে বানের জলে।।

শিক্ষা থেকে শিক্ষা নিবো সেই দুনিয়া চাই
পার্থিবতা গ্রাস করেছে মানবতা নাই।।

মৌলিক শিক্ষা ভয়ে পালায় নীতি ভ্রষ্ট্রের ভিড়ে
সততার হয় রক্ত ক্ষরণ আপন হৃদয় ছিঁড়ে।।

সভ্যতায় সুশিল অভিনয় সমাজ করছে গ্রাস
বিবেক বুদ্ধি বিকিয়ে দিয়ে চলছে জ্ঞান সন্ত্রাস।।

এমন যদি চলতেই থাকে দিন দুনিয়া মাঝে
স্রষ্টা ধরায় আসবে কেন আসবে কোন লাজে।।

সেরা জীবের সম্মান দিয়ে পাঠিয়েছিলো যারে
জ্ঞান বুদ্ধি খাটিয়ে কেমন ভুলে গেল তাঁরে।।

এখনও সময় আছে রে ভাই মানুষ হবে চলো
মানবতার শিক্ষা নিয়ে সত্যি কথাই বলো।

প্রাণের মাঝে ঈশ্বর দেখো প্রাণীকে ভাবো ভাই
প্রাণকে ভাবো সবার উর্দ্ধে তার উপরে নাই

জগৎ সেরা মানুষ হলেও সবার একই প্রাণ
জগতের কল্যাণে তাই জীবন করো দান।

স্রষ্টা থাকেন প্রাণের ভিতর সচ্ছ হৃদয় যাঁর
হৃদয় গুণেই স্রষ্টার দর্শন হবে নিশ্চই তাঁর।।

লোভ লালসা সিকেয় তুলে আকাশ পানে চাও
সেই আকাশে ঠিকানা তোমার দেহ ছেড়ে যাও।।

পৃথিবীর সব অটুট রবে তোমার যাবে দেহ
নিজের নালিশ মিটাবে নিজে সাহায্যের নাই কেহ।।

করোনার দিকে তাকিয়ে দেখো কাহার করুণা চাই
স্রষ্টার স্নেহ বিনে করোনায় বাঁচার উপায় নাই।।

পাপকে তাই ত্যাগ করে আলোর পথে আসো
প্রাণী জমিন আকাশ বাতাস সমান ভালোবাসো।।

আকাশ বাড়ি সংসার ছাড়ি থাকবে অনন্ত কাল
সেই কালের চিন্তা করে ধরো জীবনের হাল।

/
রাত, ল্যাব এইড, ঢাকা।
Samar Bhowmick Apr 2020
অণু; তুমি অবাক হবে শোনে
দীর্ঘদিন
আমি মূল্যহীন ছিলাম
ভালোবাসা ছাড়া।
একমাত্র
তুমি
আমাকে কাছে ডাকলে
তোমার অসহ্য ভালোবাসা
আমাকে সতন্ত্র করেছে
স্বতন্ত্র করেছে
আমার বোধ বুদ্ধি বিবেক।
তুমি একমাত্র কারণ
জীবনের
আমি এখন অপেক্ষা করি
তোমার একটি শব্দের
একটি অঙ্গভঙ্গির।
তোমার উদাসীনতায়
চুর্ণবিচূর্ণ হই
মনে হয়
তোমার প্রতিশোধ
স্পর্শ করেছে আমায়।
তোমার হাতে
অল্প সময় ছিলো
আমার প্রাপ্তি
যদিও তোমার দেয়া
অন্তস্থ ভালোবাসা
সেই স্বল্প স্থানে্
চিরস্থায়ী আফসোস।।
Samar Bhowmick Apr 2020
অণু; তুমিই আমার সবকিছু
এবং সব
আমি প্রেমে পড়েছি
শান্ত বাতাসের মতো
অন্তরের কষ্ট গুলো ঝাড়ুদিয়ে
ফুঁপিয়ে কাঁদছি
তোমার জন্য
অসহায়ের মতো কাঁপছে হৃদয়
মনের পাতায় তোমার নাম
বাতাসে তোমার গন্ধ
এর ঘ্রাণ
তুমি আশায় ছড়িয়ে দিয়েছো
কাছে থাকা
কাছে চাই
পাশে চাই আমার পাশে
আমার শুকনো মুখে
তোমার ধনুক ঠোঁটের ছোঁয়া চাই
চাই আমার কান্নার জলে
ধুয়ে ফেলো অভিমান।
Samar Bhowmick Apr 2020
অণু; আর কতটা কাছে এলে পূর্ণ হবে সমাপ্ত জীবন?
জীবনের হাসি আনন্দ সুখ একাকার হবে চারিধারে
বর্ণিল ফুলের মতো জমা হওয়া স্মৃতির স্তুপ হতে
বাতাসে ভেসে আসবে তোমার প্রেম পুষ্পের ঘ্রাণ
ভালোবাসার বর্ণমালা স্পষ্ট থেকে স্পষ্টতর হবে
সোনালী হৃদয়ের বর্ণিল আভায়।

আমার চোখে চোখ রেখে স্বাক্ষী হবে ভালোবাসা
হাতে হাত রেখে পূর্ণতা পেলে স্বপ্ন
উড়ে যাবে হৃদয়ের দগ্ধ ছাই
জড়ো হবে অন্ধকারে খসে পড়া আপন শব্দ গুলো।

আকাশ ছুঁয়ে উড়ে বেড়াবে অদ্ভুত ভালোবাসা
আর অনুভূতি অনুভবের দরজায় টোকা দিতেই
জমে উঠবে প্রেম সচ্ছ বরফের মতো
ছন্দ পতনের ছন্নছাড়া জীবন নত হবে
স্বপ্নের ঘোর ভেঙে দৃশ্যমান বাস্তবতা
মধ্যে রাতে জন্ম নেয়া প্রেমের লাভায়।

আমি তুমি পরস্পর হাতে হাত রেখে
অপেক্ষা মাড়িয়ে নতুন সৃষ্টির ভেতর
দেয়ালে ঝোলানো আয়নার সামনে দাঁড়িয়ে
পূর্ণিমার চাঁদের শান্ত রূপালী আলোয়
ভালোবাসার প্রতিবিম্বে দেখে নিবো
আকাঙ্ক্ষিত জীবনের গল্প ।।
Samar Bhowmick Apr 2020
অণু; তোমার শব্দ শোনলেই
প্রাণে সুগন্ধি ফুল ফোটে
হৃদয় বহমান রাখে সেই সুগন্ধি
শক্তিশালী করে আমার অপেক্ষার প্রহর
অজানা হতাশা থেকে মুক্তি দেয় অনবরত
আমার ইচ্ছার বার্ধক্য ছেটে তরুণ করে তোলে
আমাকে রুপান্তরিত করে বারবার।
সত্যি বলছি; অণু
এটা অলৌকিক ঘটনা নয়
তোমার শব্দ আমাকে দেয়
বারোটি মাসের একটি বসন্ত
বসন্তেই শরৎ বসন্তেই শীত বসন্তেই বর্ষা বসন্তেই ষড়
আর আমি অনুভব করি তোমায়।
আমার ক্লান্ত শরীর যখন ছুঁয়ে যায়
তোমার লতানো পঞ্চ পল্লব
আমি দুরন্ত হয়ে উঠি সকাল সন্ধ্যায়।
তোমার কাছে অলৌকিক মনে হলেও
তোমাকে বলি ;অণু
তোমার শব্দ স্পর্শে
আমার অন্তর জুড়ে সার্বভৌম শান্তির রাজত্ব
তোমার সেকেন্ডের একটি ছোঁয়ার জন্য
তোমার একটি শব্দের জন্য
আমি পৃথিবীর পাদদেশে অবিচল দাঁড়িয়ে।
Samar Bhowmick Apr 2020
আরে না অণু কিচ্ছু চাই না
এমন কি তোমাকে ভালোবাসী
তাও তোমাকে জানাতে চাই না
কোন প্রতিদান
কোন প্রয়োজন
কিছুই মেটাতে চাই না
কোন অভিমান ?
কোন স্নেহ ? তা ও নয়
কিচ্ছু চাই না বিনিময়ে
তোমার সাথে আমার কোন শর্ত নেই
তোমার সাথে আমার কোন সিদ্ধান্ত নেই
তোমার সাথে আমার কোন প্রস্তাব নেই
কোন লৌকিক লেনদেন নেই
কোন চাওয়া পাওয়া নেই
কোন যুক্তির দরকার নেই
কোন তর্ক নেই
সন্তনের স্নেহ
সম্পর্কের অধিকার
সমাজের কর্তব্য
আমি গ্রাস করে নেব?
তাও নয় অণু
আমার কাছে তোমার কোন দ্বায়বদ্ধতা নেই
তোমার কাছে আমার কোন প্রশ্ন নেই
কোন অবিশ্বাস নেই
কোন রাগ নেই
কোন অভিমান নেই
তোমার কাছে আমার ভরসার কিছু নেই
তোমার যে কোন প্রত্যার্পণে আমার কোন কষ্ট নেই
তোমাকে ভালোবাসি অবিকল ঈশ্বর
আশাহীণ নিষ্কাম কর্ম আমার
আমার কাছে তোমার কোন দোষ নেই
তোমার কোন অবহেলা নেই
তোমার কোন সংকীর্ণতা নেই
তোমার কাছে আমার কোন প্রাপ্তি নেই
কোন প্রাপ্য নেই
আমার অর্জনটুকু ছাড়া
তোমার কাছে আমার অধিকার নেই
আমার ভালোবাসায়
কোন শর্তের জন্ম নেই, মৃত্যু নেই
আমি ভালোবাসার শ্রমিক নই
আমি অণুর প্রেমিক।।
Samar Bhowmick Apr 2020
কত আনন্দ বেদনায় ধরিত্রীর দিনরাত গত
আধাঁর বাঁধার পথ পেরুতে হবে শত শত।।

জানি মনোবল হারালেই কেবল শূণ্য মানুষ
আলোকিত আঁধারে নিরবে হারাবো হুশ।।

ইচ্ছেরা মরে গেলে জীবন বলতে কিছু নাই
ইচ্ছে সবল সচল রেখে বেঁচে থাকা চাই।।

অজানা আঁধার পথে হেঁটে যেতে বহুদুর
ইচ্ছে জুড়ালো হলে সহসাই নতুন ভোর।।

বাঁধা পাড়ি দিবো শিখিবো দেখিবো নতুন কিছু
বুকে জড়ালে অজানা ভয় মানুষের জীবন মিছু।।

বুদ্ধি নিয়ে ধরনীতে এসেছি আছে জম্মের দায়
পৃথিবীর জন্য করিবো কিছু হৃদয়ে রাখা সায়।।

জগৎকে দিবো নতুন কিছু যাহা কল্যাণ কর
সকল প্রাণ আত্মিয় আমার কেহ নয় পর।।

সমুখে আসিলে কষ্ট নষ্ট জীবন ভাবিনি তো কভু
কষ্ট নিবেন নিজ হাতে তুলে পরিত্রান দিবেন প্রভু।।

ধরিত্রী জানোক মানুষ মানে মহান প্রাণ
মানুষ সভ্যতার বন্ধু-সখা মানুষে স্রষ্টা বহমান।

হৃদয়ে সত্য রেখে যোগ্য কর্ম করে যাবো প্রতিদিন
উচিতে বিশ্বাস বিবেক রেখে মিটাবো জন্মের ঋন।।

রাত, ল্যাব এইড, ঢাকা।
16 মার্চ 2020
Next page