এতটাই ব্যর্থ মানব জীবন কেমন করে হলো
স্রষ্টা তুমি কানে কানে বলো আমায় বলো।।
নীতি শিক্ষা নেওয়ার আগে নীতি গেলো চলে
সকল শিক্ষা গেল কেমন ভেসে বানের জলে।।
শিক্ষা থেকে শিক্ষা নিবো সেই দুনিয়া চাই
পার্থিবতা গ্রাস করেছে মানবতা নাই।।
মৌলিক শিক্ষা ভয়ে পালায় নীতি ভ্রষ্ট্রের ভিড়ে
সততার হয় রক্ত ক্ষরণ আপন হৃদয় ছিঁড়ে।।
সভ্যতায় সুশিল অভিনয় সমাজ করছে গ্রাস
বিবেক বুদ্ধি বিকিয়ে দিয়ে চলছে জ্ঞান সন্ত্রাস।।
এমন যদি চলতেই থাকে দিন দুনিয়া মাঝে
স্রষ্টা ধরায় আসবে কেন আসবে কোন লাজে।।
সেরা জীবের সম্মান দিয়ে পাঠিয়েছিলো যারে
জ্ঞান বুদ্ধি খাটিয়ে কেমন ভুলে গেল তাঁরে।।
এখনও সময় আছে রে ভাই মানুষ হবে চলো
মানবতার শিক্ষা নিয়ে সত্যি কথাই বলো।
প্রাণের মাঝে ঈশ্বর দেখো প্রাণীকে ভাবো ভাই
প্রাণকে ভাবো সবার উর্দ্ধে তার উপরে নাই
জগৎ সেরা মানুষ হলেও সবার একই প্রাণ
জগতের কল্যাণে তাই জীবন করো দান।
স্রষ্টা থাকেন প্রাণের ভিতর সচ্ছ হৃদয় যাঁর
হৃদয় গুণেই স্রষ্টার দর্শন হবে নিশ্চই তাঁর।।
লোভ লালসা সিকেয় তুলে আকাশ পানে চাও
সেই আকাশে ঠিকানা তোমার দেহ ছেড়ে যাও।।
পৃথিবীর সব অটুট রবে তোমার যাবে দেহ
নিজের নালিশ মিটাবে নিজে সাহায্যের নাই কেহ।।
করোনার দিকে তাকিয়ে দেখো কাহার করুণা চাই
স্রষ্টার স্নেহ বিনে করোনায় বাঁচার উপায় নাই।।
পাপকে তাই ত্যাগ করে আলোর পথে আসো
প্রাণী জমিন আকাশ বাতাস সমান ভালোবাসো।।
আকাশ বাড়ি সংসার ছাড়ি থাকবে অনন্ত কাল
সেই কালের চিন্তা করে ধরো জীবনের হাল।
/
রাত, ল্যাব এইড, ঢাকা।