Submit your work, meet writers and drop the ads. Become a member
Samar Bhowmick Apr 2020
মনুষ্যত্ব ভালোবাসা এত সহজ নয়
মনুষ্যত্ব ভালোবেসে লোভ কর ক্ষয়।।

পার্থিবতা মুল্যহীন মানব জনম বৃথা
বেঁচে রবে পশু তুল্য পশুর হবে মিতা।।

মানব জনম একবার আসে সত্য পথে চলো
সঠিক কাজটি করে যেও সবাইকে তা বলো।।

ধনী গরিব ছোট বড় একজনেরই সৃষ্টি
সকল প্রাণ আপন হবে রাখিলে এক দৃষ্টি।।

এক আকাশ এক বাতাস ভুলে কেন যাও
সম চাঁদ সম পানি সম আলো পাও।।

ভাষা গত তফাৎ যত কান্না হাসির নাই
স্রষ্টার দান সকল সমান তফাৎ কোথা পাই।।

অন্তর চোখে দুনিয়া দেখে পাড়ি দাও পথ
স্রষ্টা বিনে সাধ্য নাই সৃষ্টি করে মত।।

মতে মতে অমিল হলে বন্ধু ভাবটা রাখো
তোমার মতে তুমি চলে আপন স্রষ্টা ডাকো।।

বিশ্বাস করো স্রষ্টা দিলেন পথ জনে জনে
যাহার মতে সে চলিবে বিভেদ নাহি মনে।।

সাদা কালো লম্বা বেঁটে সব তাহাঁর সৃষ্টি
কে ঘৃণ্য কে আদুরে দিও না সেদিক দৃষ্টি।।

তাঁহার জগৎ যেমন খুশি আনন্দ যদি পান
আমরা কেবা করবো ঘৃণা তাঁহার অবদান।।

স্রষ্টার নির্দেশ মানতে হবে ভালোবাসে সব
মানুষ প্রাণী পাহাড় নদী পাখির কলরব।।

তবেই তিঁনি খুশি হবেন স্নেহ করবেন দান
মানবতার নিলে শিক্ষা পাবো স্বর্গের ঘ্রাণ।।

স্বর্গ ঘ্রাণ প্রাণে ভরে অহংকারী হই
মনে রেখো পশু হলাম মানুষ কিন্তু নই।।

শত বর্ষের মুজিব আজি মনে বাঁধোক বাসা
পূর্ণ হোক আমার তোমার মানুষ হওয়ার আশা।


মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে
নতুন প্রজন্মের জন্য লিখাঃ-
17 মার্চ 2020
Samar Bhowmick Apr 2020
দুর্নীতি আজ ঘরের ভিতর
আপন জনের মাঝে
সবাই রইলো চুপটি করে
লোভ লালসার লাজে।

লোভের জিহ্বা কুকুরের সাথে
দিতেই পারে টেক্কা
কুকুর হাসে জিহ্বা দেখে
পায়না কোন ব্যাখ্যা।

বাবা খাচ্ছে ছেলের রুজি
সেজে নতুন জামাই
কিসে কোথায় করছে রুজি
জানেনা কিসের কামাই।

নীতির চিন্তা করতে গেলে
সুখ যাবে ফেসে
হারাম খাবার খাচ্ছে কিন্তু
দুর্নীতি ভালোবেসে।

স্ত্রী’র মুখেও প্রশ্ন নাই
চাওয়া মাত্র পায়
নীতির চিন্তা করবে কেন
মাটি ছুঁইনা পায়।

চোরা স্বামী অনেক ভালো
যুগের তালে চলে
সংসারে সুখ অটুট রাখে
বলুক যে যা বলে।

সন্তান বলে আমার বাবা
সবার চেয়ে সেরা
অবুঝ শিশু জানেনা তারা
পিতা পাপে ঘেরা।

সমাজ বলে সাহেব দেখেন
কেমন করে দান
দানের স্রোতে সব ভুলেযায়
সাহেব তাঁদের প্রাণ।

কিসের রোজগার সরকার জানে
আমাদের করার কি
সমাজ সেবায় থাকবে সাহেব
আমরা তুলবো ঘি।

এমনি করে দুর্নীতি আজ
রাষ্ট্রের কাঁধে বোঝা
সমাজটা ঠিক করা গেলে
দুর্নীতিবাজ সোজা।।
Samar Bhowmick Apr 2020
অণু; তুমি জানো না
দিচ্ছি লিখায় ফাঁকি
করোনার আতঙ্কে আছি
ভাবছি ক’দিন বাকি।

মৃত্যু ভয়ে কাটছে দিন
সকাল দুপুর রাত
মনে মনে খুঁজে বেড়াই
স্নেহময় হাত।

ভাবছি আমি সবার কথা
দুনিয়া জুড়ে ভাই
কেমন ভাইরাস ছড়িয়ে গেলো
বাঁচার উপায় নাই।

এ কেমন স্রষ্টার খেলা
না তাঁর অবহেলা
বারে বারে খুঁজি কারণ
কেন এই হেলাফেলা?

মানুষ কোলে জন্ম নিয়ে
বিবেক বুদ্ধি হ্রাস
তাতেই কি এনেছি ডেকে
এমন সর্বনাশ?

চলো পৃথিবীটা শান্ত করি
সত্য শুদ্ধ হই
ভালোবাসা দিই সকল প্রাণে
অমানুষ যেন নই।

সৎ চিন্তা করি সবাই
অহংকার দিই বাদ
মানুষ নামের পশু হলাম
ঘুচে যাক অপবাদ।

নাহয় প্রাণ এমনি যাবে
অপমৃত্যূর হাতে
অহংকার সব গিলে খাবে
পাপ যাবে সাথে।

মৃত্যুর কথা ভাবতে চাইনা
ভাবায় করোনা
মৃত্যুর কথা মনে হলে
কিছুই বড় না।

সম্রাট রাজা ধনী গরিব
মৃত্যুর স্বাদে বাধ্য
স্রষ্টার সাথে পাল্লা দেয়
নেই কারো সাধ্য।

উত্তম মানুষ হযে দেখো
ভয় কিছু নাই
মৃত্যু হলেও অপঘাতে
স্বর্গ নিশ্চিত ভাই।

যায় প্রাণ করোনার হাতে
যায় যাক চলে
তোমারা তবু মানুষ হইও
বিদায়ে গেলাম বলে।।
Samar Bhowmick Apr 2020
বুকের ভিতর সীমাহীণ আকাশ
নিঃশ্বাস সেই আকাশের ঝড়
বর্শা বল্লম বা চাবুকের আঘাত
আমি দৌড়াচ্ছি প্রতিনিয়ত
মনের ভিতর জন্ম নেয় রাগ
আর হৃদয়ের ভিতর অণু।

আমি প্রত্যাখ্যান করি হতাশা
জানি মিথ্যা ভালোবাসা থেকে
সূর্য্য সমাহিত হলে
চতুর্দিকে বিশালাকার মেঘ
পৃথিবীকে অন্ধকার করে দেয়।

ব্যস্ততায় নিক্ষেপ করলাম নিজেকে
চোখে বৃষ্টি
অন্তরে শিলাবৃষ্টি
নিজের অজ্ঞানতাকে জাগ্রত করে
বইছে ঝড়ো হাওয়া
সকল ধ্বংস উপরে ফেলতে
কাদা চাই, চাই নরম পঙ্কিল মাটি।

মানুষ ঘৃণার পৃষ্ঠা না ভুলে
ভুলে যায় ভালোবাসা
ভুলে যায় হারানো ভাই
এভাবেই পথ ভুলে যায়
অকারণে বুদ্ধিমান হয়ে
নিজের কাছে নিজেই
স্বার্থ দাবি করে।
Samar Bhowmick Apr 2020
রঙিন কথায়
যথায় তথায়
দিয়ে তুমি ফুল
জীবন সীমায়
ভাবনা তোমায়
দেখাবে সকল ভুল।

ভুলের বিষে
আফসোস মিশে
ঝরবে চোখের জল
খুঁজবে একা
পথের দেখা
হারাবে মনোবল।

রঙিন কথায়
যথায় তথায়
করোনা কেহ ভুল
ভুলের মাশুল
করতে উসুল
পাবেনা কোন কূল।

জ্ঞানের আলোয় পথ দেখো
গুরুজনে শ্রদ্ধা রেখো
বিবেককে দিও মূল্য
আবেগ খুব অহংকারী
যথেষ্ট ব্যবিচারী
খুনী সমতুল্য।

যাচাইয়ে নিজের জ্ঞান
অণু’র মতো সপিও প্রাণ
মানবতার তরে
কুয়াশায় ভাসালে তরী
করে তরিঘড়ি
আটকেও যেতে পারে চড়ে।

আবেগে বুদ্ধিনাশ
ঢেকে আনে সর্বনাশ
বুঝবার সময় বুঝি নাই
ধীরস্থির ভেবে
সামনে এগুবে
সফলতা যদি চাই।
Samar Bhowmick Apr 2020
সবই দিলে শূণ্য করে
পূর্ণ কি আর হই
ঋণী আমি; ব্যাধিগ্রস্ত
বিকারগ্রস্ত নই ?

দিতে চেয়ে নিয়ে নিলাম
পূর্ণতা দূর আশা
কাড়াকাড়ি কেড়ে নিয়ে
কেড়েছি হতাশা।

ভালোবাসায় লোভ এসে
করেছিলো বশ
স্বার্থ জলে সাঁতার কেটে
স্বপনের ধস।

বুঝবো বলে বুঝিনি কিছুই
হৃদয়ের চাষ
সবই নিলাম শূণ্য করে
নিলাম সর্বনাশ।

নেওয়ার সাধ ব্যাধি তুল্য
দেওয়ার সাধ মুক্তি
বুঝেছি আজ অস্ত বেলায়
হারিয়ে সকল যুক্তি।

পাওয়া মানেই লাভ নয়
দানেই পরম সুখ
মোহের ঘোরে কাটলো বেলা
অর্জিত অসুখ।

সবই দিলে শূণ্য করে
কৃপণতা হীন
ঋনের ভারে নু্হ্য আজি
বিকারগ্রস্ত; দ্বীন।

স্বর্গ সুখের স্পর্শে থেকে
করেছি কত ভুল
ডগায় যেন ঢেলেছি জল
কেটে দিয়ে মূল।

শান্তির আশায় ভ্রান্ত পথে
করেছি দিন গত
প্রাপ্য তুমি মিটাতে দিও
ঋণ করেছি যতো।

অণু অণূ ভালোবাসায় প্রাণ
হৃদয় ভরে আজ
প্রাপ্য তোময় মিটিয়ে দিতে
নাহি কোন লাজ।

ক্ষমা করো যদি পারো
নিজ গুণে তুমি
দিতে চাহি অন্তর মম
তব পদ চুমি।

সাথে থেকে সাথী হয়ে
করো আমায় ধন্য
বুঝেছি আজ বন্য আমি
শূণ্য মহাশূণ্য।।
Samar Bhowmick Apr 2020
মনের ঠিকানা নেই
উদ্দেশ্যহীন গন্তবে নিরন্তর উড়ে চলা
অণু’র দ্বারে কড়া নেড়ে পড়ে শোনাই
খাম খোলা বিবেকের চিঠি
অন্ধ চোখ বন্ধকরা অতীতের
বিশ্বাস ভালোবাসায় নিপূণ গল্প
ধ্যান আর জ্ঞানের আশ্রয়
বেচেঁ থাকা ভালোবাসাময় কাশবন।
সন্দেহ অবিশ্বাসকে সাথে নেইনি কখনও
রাতের আঁধারকেও বাহারী রঙে দেখি
যখন অণু আমার ভাবনায় সত্যের সাজে
জানি দিনের আলোয় রাস্তার পাড়ে বসে
পুরুষ বেশ্যারা লজ্জ্বাহীণ বলবে প্রেম
তাদের ঘৃনার তী্ব্রতায় লজ্জায় মাথা ঢাকবে গর্ভধারিনী।
ভুলের শুরু কোথায় কারো জানা নেই
কখনও না কখনও জ্বলবেই সেই আগুন
কিন্তু মাশুল নয় বলি অর্জন
এমনই জ্বলছি ভাট্টির আগুনে
তবু ফিরতি খাম খুলে দেখি: প্রেম
জানতে চাই অণুর কাছে
বার্তায় কি অর্জন আছে আমাদের।
মেয়াদউর্ত্তীর্ণ সময়ের ভালোবাসায়
অণুর অন্তরের গল্প আমাকে ভালোবাসে
দেখায় হৃদয়ে মানবতার নানা অলি গলি
আলোর আশায় জোনাকীর আশ্রয় চাই
যে যন্ত্রনায় যৌবন পুড়েছে;
পুড়েছে সকাল দুপুর বিকেল
কিছুতেই সেখানে ভালোবাসা ফেরাতে পারি না
উপহার দিয়েছি নিয়ম জড়ানো লাশ।
সুখময় স্মৃতির অতীত নেই
আছে অন্ধ বোবার তীব্র যন্ত্রনা
বার্ধক্যের কাছাকাছি ছিড়ে যাওয়া জীবনের জমিনে
এখন অণুর সুতোয় দু’একটি রঙ্গীন আল্পনা
কল্পনায় ভাসে, সুঁচের আঘাত ছুঁবে না কখনও
শুধু হৃদয়ের ভাজেঁ লুকিয়ে রাখা।
দীর্ঘশ্বাসের ঘরে যায় আসে প্রেম
মনের বারান্দায় দায়িত্বের বেড়াজাল
আনমনা বিশ্বাস অণুকে ভালোবাসে
অবিরাম পাওয়ারী চশমায় খুঁজে তার হাসিমুখ
বুকের জমিনে চাষকরি ভালোবাসা।
হোক ভুলের হোক ঘৃনার হোক কষ্টের হোক বেদনার
নিতান্তই আমার ভালোবাসা
পথের পাড়ের বেশ্যাদের কথায়
আমার কিছু যায় আসে না।
আমি বুকের সিন্ধুকে সাজিয়ে রেখেছি
অণু সুখের চিঠি
সময় মতো তুলে নিও
খামভর্তি ভালোবাসা।
Next page