Submit your work, meet writers and drop the ads. Become a member
Samar Bhowmick Apr 2020
আষাঢ়ের বৃষ্টি ভেজা রাত
খাটের উপর ক্লান্ত মুখে শুয়ে
বলি দিতে হাজারো স্বপ্ন
ঘুরে বেড়াই বন পাহাড় জল
আলোচনা পরিকল্পনা নিরব সংলাপ
একাকী…
অণু; কি অদ্ভুত দ্যাখো
আমি তোমার কথা শুনতে চাই
তোমার অবয়ব নাক ঠোঁট গাল কন্ঠস্বর
অবাস্তব…
সার্বভৌম সময় প্রবাহিত হয় মনখারাপের দিকে
সভ্যতার দরজা বন্ধ
অথচ এর মধ্যে আমাদের প্রেম
জ্বলে উঠে ঝলমল ঝকঝকান
নিরব আধাঁরে ঢাকা উপচে পড়া শুভেচ্ছা
এবং তোমার চোখ মুখ হাস্যউজ্জ্বল চেহারা
তারপর তুমি আর তোমার মধ্যে
আমি দ্রুত ঘুরে বেড়াই
কখনও দূরে
কখনও জীবনের শিরোনামে
যা মায়ের মতো সীমাহীন।।
Samar Bhowmick Apr 2020
অণু; তুমি নির্বাচিত
আমার অদৃশ্য হৃদয়ে
যদিও তুমি আমার মতোই একা।
তুমি ও তোমার মুখ
তোমার যত্নময় ভালোলাগা
অথবা তোমার শুকনো অশ্রু
তোমার কান থেকে বেড়িয়ে আসা উষ্ণ বাতাস
তোমার জীবন যুদ্ধ
সবকিছু ভালোবাসি
শুধু ভালোবাসি অকারনে।
তোমার সুমধুর কন্ঠস্বর
স্নেহের মায়াময় ঘ্রান
আমার কাছে যাদু।
তুমি তোমার; তবুও
তুমি জাগ্রত।
তাকিয়ে দেখ চারিদিকে
আমি ও আমার অনন্ত ছায়া
যেন সমুদ্রের উপাসনা করছি
তোমার প্রাণ তরঙ্গে
কখনও মৃদু হাওয়া বইছে
দুলছে তোমার চুল
কখনও ঘুর্ণিঝড়।
তারপরও আমি তোমার চোখে
আমার দৃষ্টি রাখি সযতনে
চাই পরিস্কার উচ্চ আকাশ
সীমাহীন দুরত্বে থাকুক তেজস্বী সুর্য
সুর্যের উষ্ণ তর্জনী থাকুক আরো দুরে
হৃদয়ের উষ্ণতায় পরিবর্তিত হোক কক্ষপথ
কেন্দ্রময় সোনালী প্রেমের আভায়
পরিবর্তিত হোক সৌর জগতের দুঃখিত বলয়।
আমি আজো অপেক্ষমান
সাদা ফুলে সাজিয়ে রেখে ডালা
তোমার স্পর্শে পূর্ণ হোক অণু
আমি তুমি আর সুর্যের পৃথিবীতে
প্রাণ ফিরে আসুক একসাথে
নির্বাচিত ও নির্বাসিত জীবনের ।।
Samar Bhowmick Apr 2020
অণু; তুমি এক সুক্ষাতি সুক্ষ নারী
তোমার পায়ে ঠাই নিতে অসংখ্য পুরুষ দাঁড়িয়ে
কিন্তু যাঁর বুকে শুধুমাত্র তুমি আছো;
অথবা যে তোমার,
সে সত্যিই সুখি দ্বিধাহীন সুখে।

অণু, তুমি এক অনন্য সুন্দরী
তারুণ্যের জন্য নয়
পরিমিত স্বাস্থ্যের জন্য নয়
সরল ত্বকের জন্য নয়
আকর্ষনীয় চুলের জন্য নয়
কেননা তুমি আত্মসুন্দরী নারী;
তোমার সরল হাসি পরামর্শ মানুষকে সুখি করে।

অণু, তুমি মহা-মুল্যবান নারী
পরিচিতির শিরোনামের জন্য নয়
শিক্ষাগত যোগ্যতার জন্য নয়
সামাজিক অবস্থানের জন্য নয়
রাজনৈতিক ব্যাপ্তির জন্যও নয়
তুমি অন্যকে সুখি করতে নিজের স্বপ্নকে উৎসর্গ করো।

অনু, তোমাকে আমি সুক্ষ নারী বলতেই ভালোবাসি
সে তোমার উৎসাহের জন্য নয়
ভালোবাসার বিচিত্রতার জন্য নয়
অনুভূতির প্রাচুর্যের জন্য নয়
কেননা তুমি ভালোবাসো সরল বিশ্বাসে সকল প্রাণ।

অণু, তোমাকে আমি আত্মসুন্দরী বলি
দৈহিক আকর্ষণীয়তার জন্য নয়
সৌন্দর্য এবং কমনীয়তার জন্য নয়
অঢেল প্রশংসা প্রাপ্তির জন্যও নয়
কেননা তোমার চরিত্রে এবং উদ্দেশ্যে বলিষ্ঠ দৃঢ়তা।

অণু, তোমাকে আমি আত্মসুন্দরী বলি
কেননা তুমি একজন শুধুই মানুষ
সকল প্রাণকে সুক্ষ স্নেহে মূল্যায়ন কর
প্রেমে অভিভুত সমাজ; সর্বদা
তুমি সর্বাগ্রে মূল্যায়ন কর মানবিকতা
শিরোনাম নয় তুমি ভালোবাসো মানবতা।
Samar Bhowmick Apr 2020
অণু; তোমার কি যে হলো
ভাবছি সদাই আমি
মনের মনে তোমার সাথে
কাটছে দিবাযামী।

মনে রেখে বারো মাস
আরো কাছে চাও
এ তো দেখি ভোলা রুগী
বদ্যির কাছে যাও।

হেলা করি প্রাণে রাখো
এ কেমন কথা
অন্তরে প্রেম জড়িয়ে রাখি
বলো যাহা ব্যাথা।

মন প্রাণ সপে দিয়ে
ভালোবাসা শেখা
ভালোবাসায় ডুবিলে মন
জনাকীর্ণেও একা।।
Samar Bhowmick Apr 2020
তোমার উষ্ণ বুক আমাকে টানে নির্দ্বধায়
আমি কামনার উর্ধ্বে নই অণু
কোন সাদৃশ্য খুঁজি না তোমাতে
তবু চাই তোমার সমুদ্র কামনার সাতাঁর।

তুমি উত্তাল জলোচ্ছ্বাস হয়ে ভাসাও
রক্তিম ঠোঁটে দাও মুক্তির প্রেরণা
তুমি সৃষ্টির দেবী
তোমার নারীত্বে আমার বৈকুণ্ঠ ধারণা।

বজ্র ভয়হীন আমি
কামনার হৃদয়ে তোমার টান
অনুভবে মিশে থাকো তুমি; নিশিদিন
ঝরণাধারা মিশে নীল সাগরে।

তোমাকে ঘিরে ভাবনা সাজাই
স্বপ্নের ঘোরে খুঁজি চঞ্চল আদর
হিংসুটে প্রেম প্রেরণায় অশ্রু ঢালে
তবু অপূর্ণ কল্পনায় অমরতা চাই।
Samar Bhowmick Apr 2020
শানবাঁধাই সেই পুরনো দিঘির ঘাটে বসে
চৈত্রের পরন্ত বিকলে
ভেবেছিলাম কথা বলবো তোমার সাথে।

দখিনা হাওয়ার দোলবে দিঘির শান্ত জল
ঝাঁকে ঝাঁকে হাঁসের সাঁতার
ঝরা পাতার মর্মর শব্দের আর্তনাদ
মুছে দিবে কোকিলের স্নেহময়ী সঙ্গীতে।

বুক পকেটে সাজিয়ে আনবো কথামালা
খোপায় রক্তজবা গুজে কথার দুয়ার খুলবো
রক্তজবা ঘ্রাণ ছড়াবে ভালোবাসার
কথামালার ভাঁজে ভাঁজে তোমার স্পর্শে
দাগ কাটবে মনের গভীরের মনে।

চোখের কপাট খুলে শব্দহীন কথা হবে কিছুক্ষণ
মৌনতায় মৌনতা জড়িয়ে আবেগের বাড়ী
অনুভূতির বিনিময়ে নিরব উষ্ণতায়
দীর্ঘশ্বাসে দীর্ঘশ্বাসে হবে মত বিনিময়।

অণু, নীরব কথোপকথনে তোমার মনে হবে
গোপন কালিতে লিখা আমাদের গল্প
আমাদের গোপন প্রেমের উপাখ্যান
সময়ের গর্ভে সময় হারালে হবে আরো মুল্যবান।

তুমি ইচ্ছে করলেই বলতে পারো অণু
আমাদের ইচ্ছেটাই হৃদয়ের একান্ত গল্প
রাগহীন ঘৃনা হীন কোন বসন্ত পিয়াস
স্বর্ণালী অবয়বে প্রেমের নশ্বর বার্তা ।

তবু আমার ইচ্ছে করে একবার বসি মুখোমুখি
শানবাধাঁই সেই পূরূনো দিঘির ঘাটে
তোমার অনুভূতি ঘিরেই প্রতিজ্ঞা সাজাই
পাঠাই তোমার অন্তরের অন্তঃপুরে।।
Samar Bhowmick Apr 2020
করোনা’র করুণ সুরে
কেঁপে উঠা দেশ-মহাদেশ
এখনও বেঁচে আছি
এখনও আছি বেশ।

করোনা’র করুণ আহাজারি
অজস্র হৃদয়ের আত্মচিৎকার
ঈশ্বরে ডেকে বলি
সভ্যতাকে দাও ছাড়।

অজানা আতঙ্ক প্রভু
করো তুমি দূর
সভ্যতাকে দাও উপহার
শান্ত সুশীল ভোর।

নিদারুন সময়ে সভ্যতা
আতঙ্কে স্তম্ভিত বুক
জীবনের হাজারো ব্যর্থতায়
সুখ দেখেনি দু’চোখ।

সুখ খুঁজতে গিয়ে
দেখেছি শুধু অসুখ
করোনা বুঝিয়ে দিলো
বেঁচে থাকাই সুখ।।
Next page