Submit your work, meet writers and drop the ads. Become a member
Samar Bhowmick Apr 2020
অণু; আমার মনস্তাত্বিক কাঠামো অস্তিত্ব
তোমার আপন স্নেহে নিমজ্জিত
আমার স্পষ্ট নষ্ট অস্পষ্ট মত
তোমাতেই ভাসমান
তুমিই আমার আত্মা ভেদ করা
নিখুঁত লেজার রশ্মির বজ্র ঝড়
তুমিই বানিয়েছো প্রেমিক
যদিও তুমি ছুঁয়ে দ্যাখোনি
পরমাত্মায় তোমার বজ্রধ্বনি
এবং বাজ
তোমার স্নেহের দমকা ঝাপটা
এবং যত্মশীল চুম্বনের স্বাদ
আমার শ্রেষ্ঠ আনন্দ উপভোগে
আবেগের আর্তনাদ করে
বদলাতে চায় আমার দেহ পৃথিবী
চায় জন্মান্তরে সংস্কার হোক
আমাদের প্রত্যাশিত আনন্দলোক;
কেননা; তুমিই
সেচ্ছাচারীতা পরিস্কার করা
পরাক্রমশালী এক মহৎ মানবী
তুমিই আমার একাকীত্বে
দৃষ্টিসমুদ্রে ঝড়ো বৃষ্টির জলে
অন্তরের অতলে
ডুবে থাকা একটি নাম
তুমিই বৈশাখের প্রথম ঝড়
শরতের প্রথম শিশির
ফাগুনের প্রথম ফুল
প্রভাতের নতুন আলো
আর জন্ম জন্মান্তরে
আমার প্রথম অণু।।
Samar Bhowmick Apr 2020
অণু!!
তোমার হাস্যজ্জ্বল
মুখ;
আমি ক্ষুধার্ত।
অপেক্ষা করছি
আশা পূর্ণ হবে;
আশায়।
একদম চুপচাপ;
নিরবে
একটি চুমু চাই।
তবু বিভ্রান্ত ভাবনা
কেঁপে উঠে বুক
অচেনা গর্জনে।
আমার সুক্ষ আত্মা
শুনতে চায়
অন্তরে কান পেতে।
বুকের শতত শূণ্যতায়;
তোমার
একটি চুমু
চুমু’র রহস্যময় শব্দ।
Samar Bhowmick Apr 2020
অণু মনকে আমি মন্দির বলি; ভালোবাসায়
তুমি মসজিদ গির্জা প্যাগোডা যাহাই বলো
মনের জমিন অতি পবিত্র জেনেই বলো
সে যদি হয় মানুষের
হোক সে অচিন অচল মানুষ
ভালোবাসা পবিত্র ভুমির পবিত্র ঘর।
সে মন্দিরেই বাস আমার আজিবন
যেখানে হিংসা নেই বিদ্রুপ নেই প্রতিযোগীতা নেই
নেই লাভ লোকসান হিসেবের খাতাপত্তর।
আমি তোমার খাতাপত্তরহীণ উচ্চারিত শব্দ
ভালোবাসি শব্দটাকেই শুধু ভালোবাসি না অণু
আমি ভালোবাসি, ভালোবাসি শব্দের ভিতরের বিশ্বাস
ভালোবাসি শব্দের গভীরে থাকা সততা সাম্য
ভালোবাসি শব্দের অলংকার মানবতা
ভালোবাসি শব্দের দৈর্ঘ্য ধৈর্য্য
ভালোবাসি শব্দের উচ্চতা শ্রদ্ধা
ভালোবাসি শব্দের গভীরতা স্নেহ
ভালোবাসি শব্দের প্রশস্ততা বন্ধুত্ব
আমি ভালোবাসি, ভালোবাসি শব্দের ঘনত্ব একাত্বতা।
তুমিও ঠিক আমার মতোই ভালোবাসো অণু
আমাকে, পৃথিবী, আমাদের প্রজন্ম ও পরিবেশ
ভালোবাসো আমাদের চেনা অচেনা স্বজন সুহৃদ।
তোমার মাতৃত্বে সেরা মানুষের প্রজন্ম চাই অণু
স্বর্গ থেকে ঈশ্বর নেমে আসুক
আমাদের নব প্রজন্ম মাঝে।
ভালোবাসা সেরা উপহার হোক আগামীর
পৃথিবী হোক উপহারময় শান্ত সুশীল
ভালোবাসায় খন্ডিত না হোক
পরিবার গোষ্ঠী সমাজ রাষ্ট্র।
পৃথিবী জুড়ে হোক একটি পরিবার
সকল প্রানের সম বিন্যাসে সম অধিকারে
প্রাণ প্রাণী তৃণ সবে হোক একাকার
আমাদের সাম্য স্নেহ শ্রদ্ধা ভালোবাসার বন্ধনে।
Samar Bhowmick Apr 2020
পৃথিবীতে ছড়াই দৃষ্টি হোক রোদ বৃষ্টি তুমি নেই
আনন্দ আয়োজন বিরহ কষ্টে আছো তুমি সেই
অদেখা অণুভব অন্তরে দখল করেছো সব
কাজ কর্ম সেবা ধর্ম কিংবা বাকিসব
অণু সে-ই কি তুমি
বলি অন্তর্যামী?

আনমনে হাত বাড়ায় ছোঁয়া তাড়া’য় তুমি নেই
ঘুমুতে চাই বিছানায় যাই চোখ বুজলেই সেই
ভাবি আনমনে দখল কেমনে করেছো সব
ভাবনা নিদ্রা কিংবা সকল কলবর
অণু সে-ই কি তুমি
সয়ং অন্তর্যামী?

অবনতশিরে প্রার্থনায় যাই ঈশ্বর ভাবনা চাই ঈশ্বরে চোখ বুজি
ঈশ্বরে ডাকি যেন বিশাল ফাঁকি আনমনে তোমাকে খুঁজি
মনে মনে ভাবি কখন কেমনে দখল করেছো সব
ঈশ্বর প্রার্থনা কিংবা প্রার্থনার স্তব
অণু সে-ই কি তুমি
যিনি অন্তর্যামী?

ফাগুনের ফুলে উঠছে দোলে সকল নবীণ প্রবীণ শাখা
বসন্ত সুখে বিরহ দুঃখে তোমার ছবিই আাঁকা
কষ্ট সুখে প্রার্থনা প্রেম সব তোমাতে বন্দি
তুমিও ঈশ্বরে করেছো ভীষণ ফন্দি
অণু সে-ই কি তুমি
অন্তর্যামী?
Samar Bhowmick Apr 2020
অণু আমি আজ খুব ক্লান্ত
এক দন্ড বিশ্রাম
তোমার স্নেহময় শরীরের ঘ্রাণ
প্রশান্তির বিশ্বস্ত ঘুম
নিরবতায় তোমার নিঃশ্বাসের শব্দ; আর
জানতে চাই জীবনের পরিধি।

অণু আমি খুবই ক্লান্ত আজ
চৈত্রের কাঠফাঁটা রোদ্দুর
তোমার শান্ত শ্যামল ছায়া
তৃষ্ণার্ত ও পিপাসার্ত হৃদয়
করুনাহীণ মায়ার একফোঁটা জল
তোমার ছায়ায় জড়িয়ে চুলের ঘ্রাণ; আর
চাই গ্রীবায় অজস্র চুম্বন।

অণু আমি সত্যিই খুব ক্লান্ত আজ
বৈশাখ জৈষ্ঠ আষাঢ় পেড়িয়ে
আজ মধ্য বয়স্ক শ্রাবণ
একগুচ্ছ বৃষ্টি ভেজা কদম
অপেক্ষার সীমানায় তোমার সান্নিধ্য
দু প্রহর একান্ত সময়; আর
একমুটো শ্রাবণের বৃষ্টি চাই।
Samar Bhowmick Apr 2020
অণু
ভালোবাসা ঐশ্বরিক শক্তি
এ এক অদৃশ্য আলোক বিচ্ছুরণ
হৃদয়ে এক অমৃত তরঙ্গ ধারা
অসীম আকাশে নব বিচ্ছুরিত তারকা
আমার শব্দে
আমার ভাবনায়
আমার চিন্তা চেতনায়
আমার স্বপ্নে ও কল্পনায়
আমি চাইলেই লুকাতে পারি না
এ যেন এক বজ্র বিদ্যুৎ
অথবা
কোমল রশ্মিতে দ্রবিভূত
এক মায়ার পাহাড়।
অথচ
আমার সূর্য সমেত সহস্র সমস্যা  
মে্ঘাচ্ছন্ন অন্ধকার পৃথিবী
বন্যার ঘৃণীত জলের মতো
ঢালে ঢলে যাচ্ছে জীবন।
সত্যিকার প্রেম
ব্যথার বিষে নিয়ৎ গোসল
তবু বলি
আমি এখনও উষ্ণ আছি
ব্যাথা
উল্লাস
আনন্দ
আবেগ ও উষ্ণতায়।
তাই
গান গাইতে গাইতে
ঈশ্বরকে বলি
আমি তোমাকে ভালোবাসী।
Samar Bhowmick Apr 2020
অণু অহরহ ভালোবাসি তোমায়
ভালোবাসা মানুষকে প্রতিগ্রহ করে
তুমি ঐ শূণ্যের দিকে তাকাও
দ্যাখো স্বচ্ছ আকাশের নীল
দ্যাখো নক্ষত্রের মেলায়
একটি উজ্জলতম নক্ষত্র;
তুমি সেই ।

অণু আরো দুরত্বে দ্যাখো
শুধু নীলের মেলা
সে আমার অশ্রু
এক অফুরান সমুদ্র
আমাকে আবেগ বিলিয়ে দেয়;
হৃদয়ের তরঙ্গে।

আমার স্বপ্ন গুলো দ্যাখো
আমরা আমাদের
যেখানে তোমার অর্ন্তরভূক্ত হৃদয়
একজন নারীকে ভালোবাসে
আর সেই নারীর অনন্ত উপহার;
আমার অমৃত প্রেম।
Next page