Submit your work, meet writers and drop the ads. Become a member
Samar Bhowmick Apr 2020
বিশ্বাস ছাড়া পুরোটাই জীবনের দৌড়
শুধু নতুন নতুন পথের শুরু
বিশ্বাসহীণ জীবনে ভালোবাসা খুঁজতে
যে হাতটিই আমরা ধরি অণু
সে হাতটিই হাসি থেকে বেড়িয়ে যায়
আর জীবন পায় অশ্রুপূর্ণ গর্ত
সরে যায় জীবন
অবিশ্বাসে উপায় নিরুপায় হলে
ব্যর্থতায় পারস্পারিক সহায়তা
আর ভালোবাসি শব্দটা
শোকে শোকের শব্দ
ব্যস্ত পদক্ষেপে হৃদয়
সাইরেন বাজায়
পর্দার রঙ ফাগুনে সাদাকালো হলে
সুর্যের আলোও অন্ধকারে হারায়
অবিশ্বাসী মেঘের আড়ালে
চিন্তা চেতনা ঘোর অন্ধকারে ঠাঁই নেয়
নিশ্চিত ভাবনাগুলো ধাক্কা দেয় আধাঁরে
ছিঁড়ে ফেলে হৃদয়ের মাথা
মস্তকহীন হৃদয় বিশৃঙ্খলা গিলে খায়
জীবনের সমাধী রচনায় ।।
Samar Bhowmick Apr 2020
অণু; আমাদের আত্মা এক অবিনশ্বর সত্তা
আত্মার অদৃশ্য জঠরের ভিতর
প্রাণ অন্তর হৃদয়ের অদৃশ্য বলয়
আত্মার ভালোবাসা অদৃশ্য বাঁধন শূণ্য
আত্মায় কোন প্রাচীর নেই; সীমানা নেই
এমনকি কোন দেয়াল নেই কোথাও
অন্যদিকে অত্যন্ত চঞ্চল মন; প্রায় অপ্রতিরোধ্য
উচ্ছৃঙ্খল মন ভালোবাসার নামে বর্ণিল কথা বলে
নিয়ন্ত্রিত শরীরে শান্তি চায়: প্রশ্রয় চায়
আত্মা চায় সংহতি বন্ধুত্ব সহায়তা জাগ্রত বিবেক
জানো অণু ? মানুষের জন্মের সময় আত্মা থাকে উদার
বিস্তৃত এবং অনণ্য শান্তিপূর্ণ অন্তর প্রাণ হৃদয়
কিন্তু মন; শরীর ও আত্মাকে শাসন করে
দখল করে নেয় দৃষ্টি বিবেক বৃদ্ধি; আর
পার্থিব হিসেবের সকল অনুসঙ্গ
শরীর হতে বিভক্ত করে প্রাণ অন্তর হৃদয়
অগ্নিশর্মা যুদ্ধ করে বুদ্ধিমত্তার সাথে
প্রাচুর্য্যের অবগাহনে ছুটে নির্দিধায়
প্রলম্বিত মন সবার আগে বেছে নেয়
সমৃদ্ধি সৌন্দর্য্য রোমাঞ্চকর পার্থিব সুখ
কৌশলী শরীর হতে আত্মা অপসারন করে
পদদলিত করে অন্তর প্রাণ হৃদয়
জানো অণু ! প্রতিটি মানুষ
একটি মহান আত্মার জন্য জন্মেছিলো
আমাদের মতো মানবতাময় ভালোবাসার ভিখিরি হয়ে
অথচ মনের অপরিমিত দারিদ্রতায় বুদ্ধিমান প্রাণীগুলো
প্রাচুর্য্য প্রলোভনে শক্তিশালী জীবনধারার আশায়
মানবতহীন অহংকারী বুদ্ধিমান মানুষ
চিনেনা প্রাণ অন্তর হৃদয়; চায় না কল্পনার মুক্তি
মনে দুর্ভেদ্য অন্ধকার জানেনা জম্মের হেতু।।
Samar Bhowmick Apr 2020
অণু নিরবতার চেয়ে ভয়ঙ্কর কিছু নেই
নরক যন্ত্রনায় থাকলেও তোমাতেই সুখ স্বর্গ
বিদায় বেলায় তোমাকে সম্ভোধন করতে
হাত ছুঁয়ে তোমাকে অস্পষ্ট স্বরে ডাকতে চাই
জানিয়ে যেতে চাই তোমার মানবতাময় হৃদয়ের
প্রেমময় চিন্তা এখনও আমাকে জাগ্রত রেখেছে
স্নেহের প্রয়োজনে আজো অপেক্ষায় রেখেছে
মূল্যবান ভালোবাসার গণনাহীন অপেক্ষা
সমস্ত কিছু থেকে বিদায় নেওয়ার আগে
আবারও ক্ষীণকন্ঠে বলতে চাই ভালোবাসি।

চাই মৃত্যু বিশেষ দিন হয়ে আসুক
মনে রেখো চুড়ান্ত বিদায় পর্যন্ত
মুক্ত হবেই ধর্মান্ধ স্বার্থান্ধ পৃথিবী
আজ অবাস্তব ভাবনা বলে মনে হলেও
অহিংস প্রেম একদিন যুদ্ধে জিতবে
বিশেষ গৌরব দিবে সভ্যতা
যদিও খুব দ্রুত আশা করিনি।

শুধু পূর্ববস্থায় ফিরে যেতে তোমার শব্দ চাই
মনের ক্যানভাসে সবচেয়ে আন্তরিক শব্দ
আমি বিভক্তি জানি না অণু
জানি স্নেহ সম্মান আনুগত্য ভালোবাসায় বৃহত্তর
ভালোবাসি শব্দের চেয়ে কোন বৃহৎ শব্দ নেই
তোমার ঠোঁটে ঠোঁট না থাকুক
তুমি যতই বধির চুপচাপ অথবা দূরে থাকো
আমার নরক যাত্রায় স্বর্গের স্পর্শ দিও।।
Samar Bhowmick Apr 2020
অণু এককীত্ব মানে জানো
একাকীত্ব মানে মা’য়ের অনুপস্থিতি
জীবনের দুর্ভেদ্য সময গুলোতে
মা’য়ের উপস্থিতি চাই
চাই মা একটু ভালোবেসে বলুক
এ তেমন কিছু নয় খোকা
এগিয়ে যা।
কখনও কখনও একান্ত দুঃখ গুলো
মায়ের বুকে মাথা রেখে বলতে ইচ্ছে করে
ইচ্ছে করে বলি
মা তুমি আমাকে আশির্বাদ করো।
কখনও কখনও মনের অজান্তেই ভাবি
বাসায় ফিরে মাকে বলবো
আজ তুমি রান্না করবে মা
কতদিন তোমার হাতের খাবার
আমার জোটেনি।
কখনও কখনও অণু
তোমার উপর অভিমান হলে
ইচ্ছে করে মা’কে বলি
যখন মনে পড়ে
আমার অভিযোগ শোনার আগেই
মা অভিমান করে চলে গেলেন
তখন ভিষণ একা লাগে অণু
ভিষণ একাকীত্ব গ্রাস করে আমায়।
কখনও কখনও সুর্য্যের আনন্দ সংবাদগুলো
মা’কে দিতে ভিষণ ইচ্ছে করে
যখন মনে পড়ে যায়
মা আমাদের সকল সংবাদ অগ্রাহ্য করেছেন
তখন বুকে ফেটে রক্ত ঝড়ে চোখে
তোমাকেও তখন টানে না অণু
এর নাম একাকীত্ব।
অণু কখনও কখনও তোমার সুস্বাদু রান্নায়
মায়ের কথা মনে পড়ে যায়
ইচ্ছে করে বলি
সেদিনের মতো মা’কে খাইয়ে দাও
মনে পড়ে তোমাদের স্নেহ শ্রদ্ধার বন্ধন
তখন আমি বড়ই অসহায় একা
বাঁচি নিঃসঙ্গ আপন একাকীত্বে।
Samar Bhowmick Apr 2020
অণু দ্যাখো একদিন ফিরে আসবেই
আমাদের পূর্বনির্ধারিত প্রেম
আমি প্রতীক্ষায় আছি
জন্ম থেকে জন্মান্তর পর্য্ন্ত
একদিন আমাদের সময় পরিপক্ক হলে
আমার কান্না;
আমার অপেক্ষাময় প্রেম
তুমি নিশ্চিত নিশ্চিন্ত নয়নে দ্যাখো;
অনন্ত ভালোবাসা
দিন দিন বড় হচ্ছে আমাদের ভিতর
আজন্ম অপেক্ষা শেষে
মনোরম বৃষ্টিতে আমরাও ভিজবো একসাথে
এমন ভাবনায় আমি; আর
উদারতায় ছুটে যায় প্রাণ; ভাবি
সকল অন্ধকার গহ্বর মিলিয়ে গেলে
আমাদের দেখা হবে কৈলাসে;
জীবনে সুখের কারণ
অবিকল তোমার পারফিউমের মতো হবে
পৃথিবীর গন্ধযুক্ত বায়ু
অবিচ্ছিন্ন ঠোঁটের ভাষায়
বাস্পায়ীত হবে আশার ভিজা জল
তোমার চোখে তারার মেলায়
ফিরে আসবেই
আমাদের পূর্বনির্ধারিত প্রেম
মুছে ফেলো আশার ভিজা জল
অণু তোমাকে সহস্র আদর।
Samar Bhowmick Apr 2020
আমি কোন সভ্যতার জানি না অণু
যদিও আমি সর্বশেষ সভ্যতার বংশোদ্ভূত
তবু আমি মানবিক সভ্যতা চাই
যে সভ্যতা সন্তানকে বিভক্ত করে
নারী আার পুরুষে;
এতটা দৃষ্টতা অসহ্য আমার।
সে সভ্যতা মায়ে’র স্নেহকে বিভক্ত করে
নারী আর পুরুষে;
এতটা নির্লিপ্ততা অসহ্য আমার।
যে সভ্যতা পৃথিবীর জমিনকে বিভক্ত করে
নারী আর পুরুষে;
এতটা বুদ্ধিদীপ্ত সন্ত্রাস অসহ্য আমার।
যে সভ্যতা কর্মকে বিভক্ত করে
নারী আর পুরুষে;
এতটা স্বার্থপরতা অসহ্য আমার।
যে সভ্যতায় অধিকার বিভক্ত হয়
নারী আর পুরুষে;
এতটা বেহায়াপনা অসহ্য আমার।
যে সভ্যতায় ভালোবাসা দালিলিক
যে সভ্যতায় দলিল অধিকার দেয় সঙ্গমের
যে সভ্যতায় সমঅধিকার নেই নারী আর পুরুষে
সেই যন্ত্রনাময় সভ্যতা অসহ্য আমার।
আমি কোন সভ্যতার জানি না অণু
যদিও আমি সর্বশেষ সভ্যতার বংশোদ্ভূত
তবু যে সভ্যতায় নারী প্রহরীর পাহারায়
পুরুষ মানেই বন্য;
সেই জঘন্যতম যন্ত্রণা অসহ্য আমার
আমি সেই সভ্যতা চাই না।।
Samar Bhowmick Apr 2020
অণু; আমার কাছে তোমার চাওয়া
সামান্য স্নেহে সামান্য কোমলতা
এছাড়া আমার কাছে চাওয়ার
আর কি আছে তোমার?

তাও সব সময় নয়
যখন তোমার অনুভুত হয়
স্নেহ ভালোবাসা বেঁচে থাকার পথ
যখন তুমি নিশ্চিত হও
জীবনের বাঁধা পেরোতে
ভালোবাসাই সবচেয়ে নিরাপদ।

ভালোবাসাই জীবনের নিশ্চিত দাবী
শতত ভুলের বেড়াজালে
যখন যতোই সংকট আসুক
জীবনের পরিধি জুড়ে।

আত্মার আপন নিঃশ্বাসে
সমস্ত জৈবিক এবং মানবিক উষ্ণতায়
আমার খাঁটি হৃদয়ের
অন্তরের শ্রেষ্ঠ সক্ষমতায়
প্রাণের প্রাণান্ত স্নেহ চাও তুমি।

কেননা তুমি জানো
আমার কাছে অত্যাচারীর ফাঁদ নেই
নিরাপদ তোমার স্বপ্ন
তোমার সকল প্রত্যাশা
নিশ্চিত বিলুপ্তিহীণ প্রেম
বংশ পরমপরায়
দীর্ঘদেহী বিশ্বাস ভরসা
আর হৃদয়ে সদা সঙ্গমরত
আমাদের ঈপ্সিত ভালোবাসা।।
Next page