Submit your work, meet writers and drop the ads. Become a member
Samar Bhowmick Apr 2020
কবি; তুমি ছন্দের প্রতিযোগীতায় যাও
এক বার পুরস্কার নিয়ে আমাকে হাসিমুখ দেখাও
তোমার হাস্যেজ্জল ঠোঁটে আমি আলপনা আঁকতে চাই।

অণু; আমি কবি
আমার ছন্দের কোন প্রতিযোগীতা নেই
আমি প্রতিযোগীতায় যাবো;
যেদিন পৃথিবীর অণু’রা মুক্ত স্বাধীণ।

কবি; তোমার কথা আমি বুঝতে পারিনা
কোথায় আমার স্বাধীণতা নেই ?
আমি তো স্বাধীণ
স্বাধীণ দেশের স্বাধীণ নাগরিক
অথচ; তুমি বলছো আমি স্বাধীণ নই।

অণু; স্বাধীণ দেশের নাগরীক হলেই স্বাধীণ হওয়া যায় না
আমি চাই তোমার পূর্ণ মানুষের অধিকার
নারী নয় মানুষ শব্দটি চাই
দালিলিক বন্ধনে নারীকে বন্দি নয়;
তোমার ইচ্ছের অধিকার
কথা বলার অধিকার
জানার পূর্ণ অধিকার চাই।

কবি; এই অধিকার গুলো আমার আছে
তুমি আমাকে এতো ভালোবাসো
এত ভালোবাসা কোথায় আছে বলো?
তুমি আমাকে বলতে দাও
প্রশ্ন করতে দাও
আমার ইচ্ছের মুল্য দাও
তারপরও আমার অধিকার কিসে?
কবি একটু সহজ করে বলো

অণু; আজ শত সহস্র অণু’রা গৃহবন্দি
শিক্ষা থেকে বঞ্চিত
অধিকার বঞ্চিত
এমনকি কর্ম বঞ্চিত
অজস্র মানুষ আজও শুধুই নারী
সাম্য নেই মানবতা নেই
শুধু স্বর্গের অপেক্ষায় অতিক্রান্ত দিন রাত্রি।

কবি; অন্যের কথা ছাড়ো
সুন্দর ছন্দের প্রতিযোগীতায় যাও
বিশ্ব তোমাকে চিনুক; জানোক
অভিনন্দন বার্তা আসুক
আমি সুখি হবো
খুশি হবো
হাসবো
আনন্দে মাতবো তোমার সাথে।

অণু; আমার প্রজন্মের জন্য শান্ত পৃথিবী চাই
প্রজন্মের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত না হলে;
আমি ছন্দ কোথায় পাবো দেবী?
ধর্মান্ধতা গ্রাস করেছে সমাজের চারিধার
আগামীরা ঝুকে পড়ছে অন্ধকারের অতল গহ্বরে
তাদের আলোকিত পথ না দেখানো পর্য্ন্ত;
আমার তো কোন প্রতিযোগীতা নেই!

কবি; তুমি ছন্দের জাদুকর হও
এত কিছু ভাবনা তোমার জন্য নয়
তুমি রাজনীতিবিদ নও
রাজনীতি তুমি বুঝো না তোমার কর্মও নয়
তোমার বুঝবার দরকারও নেই
তুমি শুধু সুন্দর ছন্দ লিখবে
মানুষ পড়ে আনন্দ পাবে এইতো যথেষ্ট
এর বাহিরে কেন ভাবছো কবি ?

কেন ভাবছি?
অণু; আমি কবি
পার্থিবতার হিসেব আমার জানা নেই; প্রয়োজন নেই
আমার প্রয়োজন একটি মানবিক সমাজ
যেখানে আমাদের প্রজন্মের সমান অধিকার
অনন্ত ভালোবাসময় আধুনিক সমাজ
যেখানে প্রবাহমান সাম্য ন্যায়; মানবতায়
সবার অন্তরের অন্তস্থলে নিজস্ব ধর্ম
ধর্মান্ধতা মুক্ত কুসংস্কারহীন উন্নত জতিস্বত্বা
মুক্ত স্বাধীণ নির্মল নিরাপদ ভূখন্ড; আর
বাক স্বাধীনতার পূর্ণ অধিকারে
বিভেদহীন পৃথিবী আমি উপহার দিতে চাই।

কবি; তবু আমি চাই তোমার একটা পুরস্কার আসুক
তুমি একবার শব্দ প্রতিযোগীতায় যাও
আমাকে অন্তত একটা পুরস্কার এনে দাও
তোমার ছন্দের পুরস্কারে আমার হৃদয়
নতুন করে একবার তরঙ্গায়িত করো।

অণু; আমাদের শিশুরা বাগানের ফুলের মতো প্রস্ফুটিত হবে
দ্বিধাহীন বাধাহীন আর দিঘীর কলমিলতার মতো স্বাধীন বেড়ে উঠবে
ভবিষ্যতের জন্য উপহার দিবে স্বর্গসম পৃথিবী
এর চেয়ে বড় প্রতিযোগীতা নেই
এর চেয়ে বড় পুরস্কার আমার জানা নেই দেবী।

কবি; তোমাকে প্রণাম
এসো আমাকে আর একবার তোমার বুকে জড়িয়ে ধরো
আমি তোমার হৃদয়ে হৃদয় মিলিয়ে তোমার স্বরে বলতে চাই
কবি; তোমার কোন প্রতিযোগীতা নেই।

একত্রেঃ আমাদের প্রজন্মকে স্বর্গসম পৃথিবী উপহার দিতে চাই
সবার অধিকার সমুন্নত রেখে
শ্রদ্ধা স্নেহ ভালোবাসায় মানুষ হওয়ার পরিবেশ দিতে চাই
নতুন প্রজন্মের জন্য আমাদের উপহার হোক মানবিক পৃথিবী।
Samar Bhowmick Apr 2020
অণু; হৃদয় পোড়ায়
যে অনুভুতি
সেটা নিশ্চই প্রেম; বা আগুন
তুমি উত্তরটি এড়িয়ে বললে
রহস্যজনক প্রশ্ন
আমাদের ভালোবাসা দ্যাখো
জ্বলন্ত ভাট্টির উপর
মিশ্রিত দু’টি দেহ; অনন্ত স্বাদ
এবং আদ্যন্ত সুগন্ধি
অসহ্য উত্তাপে
আত্মার কানায় কানায়
যদিও সত্য
আমাদের লোভী দু’টি মন
আলাদা পৃথিবীর
একত্রিত করেছি; আমার
তোমার অর্ধ আকাশ
পূর্ণ বিবেক
শ্রদ্ধা-স্নেহ-বিশ্বাস; আর
কালের গহ্ববরে লুকানো
অজানা আলো অন্ধকার।।
Samar Bhowmick Apr 2020
অণু’র সামান্য অবহেলা
জীবান্তক কষ্ট দেয় আমায়
বিরহ জাগে প্রাণে
যেন আমি অন্ধকার গ্রহে
অথবা হঠাৎ
কেউ নিভিয়ে দিলো তাবৎ দুনিয়া
মহাকাশের কৃষ্ণ গহ্বর গ্রাস করলো
আমার স্বপ্নময় পৃথিবী; আর
অন্তিম যাত্রার মতো আমি নিঃস্ব একা
পথ হারা বেদুঈনের মতো
ঠিকানা বিহীন হাঁটছি আর হাঁটছি
পথের বাঁকে বাঁকে; অনন্তপথ
অণু’র সামান্য অবহেলায়
শিমুল তুলোর মতো উড়ে
দুঃখের তপ্ত দীর্ঘশ্বাস
ফুলের বাগান গুলো
ভূতুরে চিতা
জ্বলে অদৃশ্য আগুন অগ্নিগর্ভা হৃদয়ে
চোখের কার্নিশ বেয়ে নোনা লাভার স্রোত
ভাসিয়ে নেয় মায়াময় সবুজ;
কুয়াশার গাঢ় আস্তরণে ঢাকে
আমাদের বর্নিল বসন্ত গুলো
অণু’র সামান্য অবহেলায়
দীর্ঘশ্বাসের পাখায় করে
ঈশ্বরের কাছে ছুটে যায় হৃদয়
অবুঝ শিশুর মতো হাজারো প্রশ্ন
প্রশ্ন গুলো আমাকে নিয়ে যায়
ভুলে যাওয়া সময়
আর নির্বাচিত ত্রুটির বাগানে
ঈশ্বর মনে করিযে দেয়
অভিযোগ ভালোবাসা নয়
অভিযোগে ভালোবাসা নেই
দোষ নির্বাচনে ভালোবাসা থাকেনা
জ্ঞান ফিরে অভিযোগের সৎকারে
তোমার কাছে ফিরি নির্দ্বিধায়
ভালোবাসি অণু তোমায় ভালোবাসি
তবু তোমার সামান্য অবহেলা
আমাকে তাড়িত করে নষ্টের বাগানে।
Samar Bhowmick Apr 2020
কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ পাইনি আজও
সম্পর্কের বেড়াজালে যতটুকু ভালোবাসা
পুরুটাই দ্বায়িত্বের নিজস্ব সীমানায়
অহংকারী গাম্ভির্য্য; আহত মন
নিরবে পুষে রাখি অবয়বের অন্তরালে।

জানিস অণু
অবহেলা প্রান্তরে মুঠোফোন
সাধারণ শুভেচ্ছা আসেনা কখনও
অথবা কোন কুশল সংবাদ
রিংটোন যেন তাচ্ছিল্যের চিৎকার
আত্মার সবুজ বনে অকষ্মাৎ দাবানল।

জানিস অণু
খরস্রোতা জীবনের পরতে পরতে দীর্ঘশ্বাসের ঢেউ
জীবনের দৃশ্যমান ভালোবাসাটুকু নিপুণ অভিনয়
তাঁরা মহান; যদিও নিছক কর্তব্যের দাবীদার
তির্যক শব্দ বেদানায় তবু দাঁত কেলিয়ে হাসি
বেদনাভূতি শূণ্য অবুঝ শিশুর মতো।

জানিস অণু
সম্পর্কের উপরে ভাসমান যে বিশ্বাসের সর
সবটাই মরুভূমির অনুর্বর শুষ্ক বালির পাহাড়
রস শূণ্য ঝরঝরে দৃষ্টি নন্দিত ঝলমলে বন্ধন
মুহুর্তেই উড়ে যায় দীর্ঘশ্বাসের বাতাসে।

জানিস অণু
রক্ত ধর্ম স্নেহের বন্ধনটুকুও ভাসমান কচুরিপানা
মানবতার অনন্ত দৈনদশায় দুর্বল দিন দিন
অর্থহীন অর্থে ব্যাপক স্নেহের সম্ভার; যেন
উন্মূখ হয়ে থাকা আমার লাশ টানা বেয়ারা।

জানিস অণু
নিতান্তই একান্ত আপন নিজস্ব সম্পর্ক গুলো
বারবার প্রণাম করে বিনিময়ের বিকলাঙ্গ পায়ে
কচুরিপানার মতো ভাসমান স্নেহের মানবতাটুকু
অবিকল সামাজিক মর্যাদার কোন এক সূচক।

জানিস অণু
তাচ্ছিল্যের পাহাড়ে আমি বনফুল কুড়াই
ঢেউ ভেঙ্গে লবনজলে ফেনা তুলি অলিন্দে
একাকীত্ব ঘোরপাক খায়; তবু আনন্দ
জগতে মানবতাহীন স্বার্থের ঘোর অন্ধকারে
আমরা এখনও ভালোবাসি শূণ্য আশায়
বেঁচে আছি নিঃস্বার্থ প্রেমিক যুগল
আমিও আমার শব্দে গ্রাস করা সভ্যতায়।।
Samar Bhowmick Apr 2020
আমি আস্তে আস্তে নির্ধারিত গন্তব্যে চলে যাচ্ছি অণু
বকের মতো শাদা মেঘ পেরিয়ে সীমান্তের ওপার
স্নেহ মায়া মমতা আর প্রেমময় শ্রদ্ধাবোধের
সহস্র চিহ্ন রেখে যাচ্ছি হৃদয়ে তোমার।

ফেলে যাচ্ছি মায়ায় আঁকা নশ্বর মায়াপুরী
অগনিত প্রেমের সবুজ জমিন
আকাশের মতো উদার তোমার স্নেহের ভান্ডারে
যদিও জানিনা আদৌও তোমায় দিয়েছি কি কিছু!!

চোখে অজস্র জলরাশি অথচ অনন্ত পিপাসায়
মাকরসার জালের মতো জড়িয়ে থাকা সম্পর্কগুলো
যজ্ঞের অগ্নিতে ভষ্মীভুত হবে ধীরে ধীরে
ছন্দে ভরা ষড় ঋতুর অফুরন্ত সুশীল বাতাস।

তোমার চোখ থেকে চেয়ে নিই একবিন্দু জল
ফুসফুস হতে চেয়ে নিই তোমার একটি দীর্ঘশ্বাস
আর কন্ঠনালীর কাছে খেকে এক টুকরো শব্দ
উন্মাদ আত্মার অনন্ত ক্ষুধায় তোমার একটু শব্দে
পথিমধ্যে বাসর সাজাই ধুলোমাখা স্বপনের।

আমাদের প্রেম আর মোহান্ধ জগতের মায়াবী টানে
আমি যতোবার প্রার্থনায় গিয়েছি ইচ্ছা অনিচ্ছায়
রুগ্ন আত্মার রুগ্ন বিশ্বাস-ভয়ে অভিনয়ের ঢল
নিজেকে ভেবেছি সর্বজান্তা মৌলিক আদর্শ ক্ষয়ে; ভাবিনি
পুনরোত্থান দিবসে অনিশ্চিত হবে স্বর্গীয় ঘন্টাধ্বনি।

আজ আত্মায় অবিরাম বৃষ্টি ঝরে অণু
গন্তব্য নিশ্চিত জেনে মন কষ্টের হাসি হাসে
ছিঁড়ে যায় নরোম বাধঁনে অন্তরের রশি্
আপন সত্বায় আমরা এতো কাছাকাছি
ওপারে স্বর্গ না হোক; তবু যেন একসাথে বাঁচি।।
Samar Bhowmick Apr 2020
কখনও হতাশ হইও না অণু
যদি বাতাসে আমার কান্না ভাসে
তখন অনুমান করে ভেবে নিও
হিংসে বিদ্বেষ গুলো চিৎকার করছে।

তোমার সান্নিধ্য পাবার আশায়
কান্নার ঝড়ে গহিনে ডুবে যাচ্ছে
আমার আত্মার সমস্ত ক্রোধ
এবং বিরহ ব্যথার আগুন।

তোমাকে আরো বেশি ভালোবাসতে
কান্না হৃদয়কে উৎসাহিত করে
নিয়ে যায় স্বপ্নময় পথে অনেক দূর
যেখানে ভালোবাসার নতুন উপায়।

অণু; কান্নার শব্দ বিরূপ শুনালেও
আত্মায় আনে নতুন জোয়ার
অন্তরে খোলে দেয় প্রেমের স্বর্গদ্বার
আর সর্বদা উপহার দেয়
তোমার অপার স্নেহের প্রাঞ্জল প্রেম।

আমি নিশিদিন সে পথেই হাঁটি
অন্তরের অবিরাম ইচ্ছের মতো
আত্মায় উড়াই তোমার ভালোবাসা
আর অণুসরণ করি তোমাকে।
Samar Bhowmick Apr 2020
Anu; Love refers paradise
We feel in love now
Waiting,
Although already.
There we are
Our body is the mind
And existence.
**** not feeling of happiness
Mine happiness in my heart
And refuse,
Each reckless raw path
In each of our breaths
Ignition of human life.
The breathing stream not ingested
vulpes corvum dream rely on game
Smell belongs to touching word
Or Krishna passion.
We are at the peak of the fun of the truth
Near the colored paradise in sweetness
Although already.
Next page