আছেন অনেক প্রসিদ্ধ কবি
এখনও যাঁরা বালক
ষোড়শীর প্রতি মোহ তাঁদের
দৃষ্টি তাঁদের অপলক।
মস্তিস্কে মাখেন আবেগের রং
বিবেক তাঁদের শূণ্য
মোহ ঘোরে কাটায় সময়
জীবন যেন ধন্য।
প্রেমের বয়স নয়তো কচি
নয়তো অনুর্ধ্ব ষোল
আঠারো নির্ধারন করেছে দেশ
কবিরা কেন ভুলো?
শরীর দেখে বিবেক হারায়
যেসব জ্ঞানী কবি
তাঁরা হলেন দুষ্টের দোসর
ধর্ষকের প্রতিচ্ছবি।
প্রেমের জন্য বয়স চাই
বিবেক চাই পূর্ণ
তা নাহলে প্রেমের গাড়ী
রাস্তায় চূর্ণ বিচুর্ণ।
বিরহ কি এমন ব্যথা
কাছে থাকায় নাই ?
বিরহ হলো কাছে থেকেও
আরো কাছে চাই।
ছেড়ে গিয়ে বিরহ ব্যথায়
কাতর যেসব কবি
তাঁরা হলেন ধূর্ত বস্তুবাদী
স্বার্থপরের ছবি।
আবেগ মোহ বিসর্জন দিয়ে
আত্মার দৈনতা ছাঁটেন
ধর্ম মতে মানবিক হয়ে
প্রেমের পথে হাঁটেন।
হবে চল্লিশোর্ধ প্রেমের বয়স
ভাবুন নিবিয়ে বাতি
আবেগ মোহ দিয়ে কেমন
কাটিয়ে ছিলেন রাতি।
আবেগ মোহ না কাটিলে
প্রেম বুঝিবে কে
বুঝার আছে অনেক কবি
নাবালক কবি যে।।